Huzaifa Tamim
এসো আলোর পথে
ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আল্লাহর পথে মজবুত হয়ে টিকে থাকতে হলে সচেতনভাবে সব সময় ও সব অবস্থায় মনে রাখতে হবে যে, আল্লাহর পথে আসতে পারা বড়ই সৌভাগ্যের বিষয়। এ পথে আসবার উদ্দ্যেশ্য বা নিয়তে যেনো ভেজাল না থাকে, সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে।
- অধ্যাপক গোলাম আজম
বই- কর্মীদের ৭ দফা
قُل لِّلَّذِينَ كَفَرُوا سَتُغْلَبُونَ وَتُحْشَرُونَ إِلٰى جَهَنَّمَ
তুমি কাফিরদেরকে বল, ‘তোমরা অচিরেই পরাজিত হবে এবং তোমাদেরকে জাহান্নামের দিকে সমবেত করা হবে।
সূরা আলে-ইমরান:১২
আমাদের সামনে বাধার পাহাড়,
সাথে বহে টলমল রক্ত নদী।
মাঞ্চিল দূরে নয় দুঃসাহসী,
কদম কদম পথ চল যদি।
"কুরআন থেকে হেদায়াত পাওয়ার জন্য কুরআনকে বুঝতে পারাই হলো পয়লা শর্ত। "
অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ
বই: কুরআন বুঝা সহজ
PRay For Palestinians ❤️
রিকশাওয়ালা মামাদের সাথে গল্প করলে তারা খুব খুশী হন। তাদের বাড়ি, বাচ্চাদের কথা জিজ্ঞেস করি। খেয়াল করলাম তারা আপনজনের মত করে সব বলেন☺️
গদখালী থেকে তোলা ❤️
মাশআল্লাহ। বৃষ্টি ❤️
LOVE
২৯ আল-আনকাবুত, আয়াত: ৪৫
اُتْلُ مَاۤ اُوْحِیَ اِلَیْكَ مِنَ الْكِتٰبِ وَ اَقِمِ الصَّلٰوةَ١ؕ اِنَّ الصَّلٰوةَ تَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَ الْمُنْكَرِ١ؕ وَ لَذِكْرُ اللّٰهِ اَكْبَرُ١ؕ وَ اللّٰهُ یَعْلَمُ مَا تَصْنَعُوْنَ
(হে নবী!) তোমার প্রতি অহির মাধ্যমে যে কিতাব পাঠানো হয়েছে তা তেলাওয়াত করো এবং নামায কায়েম করো, নিশ্চিতভাবেই নামায অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আল্লাহর স্মরণ এর চাইতেও বড় জিনিস। আল্লাহ জানেন তোমরা যা কিছু করো।
মাশাআল্লাহ
©
"আল্লাহর আইন কায়েমের আন্দোলনকে এমন এক ব্যবসা বলা হয়েছে, যা জাহান্নামের আজাব থেকে নাজাত দেয়।"
- অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ
Shagor nodi ....
Nehan er first song🤭😊
As salaa mualaikum to all, hope you are doing well.
I have been grateful to have you all beside me throughout my long career. Your support has been my inspiration during my highs and lows.
Today, I am announcing my retirement from T20 Internationals. I will proudly continue to represent Bangladesh in Test and ODI formats. I am hopeful that I can bring success for our nation in these two formats.
I will continue to take part in Bangladesh Premier League (BPL) and other franchise tournaments. Alhamdulillah. Thank you all. Allah Hafez.
সবাইকে সালাম এবং শুভেচ্ছা।
দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরনা।
টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে।
আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।👏👏👏🤲🤲🤲
The Legend Mushi❤️🥹
The Power Of "সূরা মূলক"❣️
মনে করুন, আপনি মারা গেছেন! আপনার জানাজার নামাজ শেষ! আপনাকে কবরে রাখা হলো! আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য! কিন্তু, তাঁরা আসছে না! অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি!
একটু পরেই;
কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো! আপনি ভাবলেন, এ কেমন কথা! প্রশ্ন-উত্তর কই!?
তখন আপনার মনে পড়ল- 'প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই! কবর আজাবেরও কোনো চান্স নাই!🌻
অতঃপর, রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন 'আলহামদুলিল্লাহ'!❤️🧡
~(তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে)।
৩০ টা আয়াতের ছোট্ট একটা সূরা এটা! বাট কতো পাওয়ারফুল এই সূরাটা! আপনি মন থেকে চাইলেই প্রতি এশার নামাজের পরে অথবা ঘুমাতে যাওয়ার আগে এই সূরাটা পাঠ করতে পারেন! আপনার মূল্যবান জীবনের খুবই মূল্যবান সময় থেকে বড়জোর ৭-৮ মিনিট সময় খরচ হবে! আর এর বিনিময়ে আপনি পাবেন চিরস্থায়ী জান্নাত!
আল্লাহ আমাদের সবাইকে সূরা মূলক তিলাওয়াত করার তৌফিক দান করুক! আমীন!!
Collected.
অনেকদিন আগের একটা পরিবেশনা
যেমন তুমি দিলে জিমন......
যশোর স্টুডেন্ট ওয়েলফেয়ার কতৃক আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচি।
❝একটি হলেও বৃক্ষরোপণ
করবো জনে জনে
সবুজ দেশের সুস্থ বাতাস
লাগুক সবার প্রাণে★★
ইংরেজিতে সারাজীবন পড়ে আসা পেপার এখন ফেপে ফেপে ফেইপা হয়ে গেছে!!🥺
পেপার এর ইংরেজি উচ্চারণ ফেইপা🤸♂️
mounir nirjhar Basic English class🙃
সুন্দরবন এর এ জায়গাটা মন কেড়েছে।এটি সুন্দরবনের হাড়বাড়িয়া অবস্থিত।
৫৫: আর-রহমান,:আয়াত: ১৩,
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ
অতএব, হে জ্বীন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?
অন্তরে প্রশান্তি নিয়ে আসে🥰🥰🥰
সুরা: আল-ক্বাদর
আয়াত নং :-3
টিকা নং:2,
لَیْلَةُ الْقَدْرِ١ۙ۬ خَیْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍؕؔ
কদরের রাত হাজার মাসের চাইতেও বেশী ভালো।২
তাফসীর :
টিকা:২) মুফাস্সিরগণ সাধারণভাবে এর অর্থ করেছেন, এ রাতের সৎকাজ হাজার মাসের সৎকাজের চেয়ে ভালো। কদরের রাত এ গণনার বাইরে থাকবে। সন্দেহ নেই একথাটির মধ্যে যথার্থ সত্য রয়ে গেছে এবং রসূলুল্লাহ্ ﷺ এই রাতের আমলের বিপুল ফযীলত বর্ণনা করেছেন। কাজেই বুখারী ও মুসলিমে হযরত আবু হুরাইরা (রাঃ) বর্ণিত হাদীসে বলা হয়েছে, রসূলুল্লাহ্ ﷺ বলেছেনঃ
مَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ اِيْماَنً وَّاِحْتِسَاباً غُفِرَ لَهُوْ ماَ تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
- “যে ব্যক্তি কদরের রাতে ঈমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে প্রতিদান লাভের উদ্দেশ্যে ইবাদাতের জন্য দাঁড়ালো তার পিছনের সমস্ত গোনাহ মাফ করা হয়েছে।”
মুসনাদে আহমাদে হযরত উবাদাহ ইবনে সামেত (রাঃ) বর্ণিত হাদীসে বলা হয়েছে, রসূলুল্লাহ্ ﷺ বলেছেনঃ “কদরের রাত রয়েছে রমযানের শেষ দশ রাতের মধ্যে। যে ব্যক্তি প্রতিদান লাভের আকাঙ্ক্ষা নিয়ে এসব রাতে ইবাদাতের জন্য দাঁড়িয়ে থাকে আল্লাহ তার আগের পিছনের সব গোনাহ্ মাফ করে দেবেন।” কিন্তু আয়াতে উচ্চারিত শব্দগুলোয় একথা বলা হয়নি (اَلْعَمَلُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ خَيْرٌ مِّنَ الْعَمَلِ فِىْ اَلْفِ شَهْرٍ ) (কদরের রাতের আমল হাজার রাতের আমলের চেয়ে ভালো) বরং বলা হয়েছে, “কদরের রাত হাজার মাসের চেয়ে ভালো।” আর মাস বলতে একেবারে গুণে গুণে তিরাশি বছর চার মাস নয়। বরং আরববাসীদের কথার ধরনই এই রকম ছিল, কোন বিপুল সংখ্যার ধারণা দেবার জন্য তারা “হাজার” শব্দটি ব্যবহার করতো। তাই আয়াতের অর্থ হচ্ছে, এই একটি রাতে এত বড় নেকী ও কল্যাণের কাজ হয়েছে যা মানবতার সুদীর্ঘ ইতিহাসে কোন দীর্ঘতম কালেও হয়নি।
সকল পর্যায়ের নেতাদের তার কাছ থেকে শেখা উচিৎ। ষ্যাড় কিভাবে সাধারণ মানুষের সাথে ছুটে চলেছেন।
সড়ক মন্ত্রী উবাইদুল কাদের ষ্যাড়। কিন্তু মাসুদ কে তো দেখছিনা।
সেলুট স্যার
উইঠ্যা পড়ো সব😂😂😃
চাঁদ টা সুন্দর নাহ?💝🙄
পৃথিবীতে কেও স্থায়ী হয় না🌿
কথাঃ জাকির আবু জাফর
সুর দিয়েছেনঃ শ্রদ্ধেয় মশিউর রহমান💝
অন্ধকারের ভিতর একটু গাওয়ার চেষ্টা করলাম😊
Ignore Background Sound
হঠাৎ গাওয়া গানটি
গানের কথাগুলো যেনো মন ছুয়ে যায়।
কবি মতিউর রহমান মল্লিক (স্যার)
এর একক গানের ভিডিও হাতে গোনা কয়েকটা। তাঁর মাঝে অন্যতম এই গানটি, যা সাংস্কৃতিক সফরে সুন্দরবন ভ্রমনের সময় রেকর্ড করা হয়। বাংলা ইসলামিক গানের কিংবদন্তি শিল্পী গীতিকার সুরকার কবি মতিউর রহমান মল্লিক (স্যার) মাবুদের কাছে চলে গেছেন।তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।(আমিন)
গানঃ তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর
কথা ও সুরঃ কবি মতিউর রহমান মল্লিক💜
আমি গানটি কিছু সময়ের জন্য গাওয়ার চেষ্টা করেছি।
আল্লাহ কবুল করুন।
ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
নিজেকে পরিবর্তন করে ফেলুন
একদিন সমাজটাও পরিবর্তন হয়ে যাবে।
Huzaifa Tamim Send a message to learn more.
ফিরে দেখা ২০২০ 🙂
একুশ শতকের তারুণ্যে পরিবর্তন হয়েছে চিন্তাধারা, কর্মতৎপরতা,লাইফস্টাইল।
#মরীচিকার পিছে ছুটছি না তো!
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Jessore
মানুষ মরে যাচ্ছে-মানুষের অভাবে মানুষ টেরই পাচ্ছে না! বেচেঁ থাকলে কোনো একদিন দেখা হবে! ঝুম বৃষ্টিতে,,,
West Barandipara Dhaka Road,, Khulna
Jessore, JESSORE
Wear Mehendi in your hand , It's Sunnah in Islam💞✨
Sheikh Hasina Software Technology Park, Jashore
Jessore, 7400
"আমি উথ্থান, আমি পতন, আমি অচেতন-চিতে চেতন" -------X-------