Shawon Hossan

তুমি সফল হলে, তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস।
তুমি ব্যর্থ হলে, তোমার স্যুট পরাটাও উপহাস।

30/11/2023

“গুনে গুনে ৮টা চুল ওয়ালা একটা লোককে গতকাল সেলুনে দেখলাম। সেলুনে যেহেতু মোটামুটি কাস্টমার ছিল তাই নাপিত মহাশয়ের তখন মেজাজ খারাপ। লোকটি চুলের দিকে ইঙ্গিত করতেই নাপিত জানতে চাইলেন, কী ভাই, কাটবো না গুনবো?
লোকটি তখন হেসে উত্তর দিলেন, নারে ভাই ওইসব না, চুলগুলো রাঙ্গিয়ে দিন প্লিজ।

সেলুনের সবাই একটু মজা নিলেও আমি মোটেও মজা পাইলাম না কারন আমার কাছে '"জীবন উপভোগ করার বিষয়'"। তাই জীবনে যতটুকু আছে তা নিয়েই হাসিমুখে উপভোগ করতে হয়। কোন একটা ক্লাসে আমার শিক্ষক একবার বলেছিল যাদের মাথায় চুল কম তাদের পকেটে চিরুনি থাকে কেননা "" হারিয়ে খুঁজি তাকে" ছন্দটি ওনার জন্যই প্রযোজ্য।

আসল কথায় আসি, যদি আপনি কখনো STRESSED ফিল করেন তবে সবকিছু থেকে সাময়িক বিরতি নিবেন, আইস্ক্রিম, চকলেট, মিস্টি, বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম, পেস্ট্রি বা ফালুদা দিয়ে নিজেকে আপ্যায়িত করবেন।

এখন জানতে চাইতে পারেন কেন?

STRESSED শব্দটাকে উল্টো করে লিখে দেখুন উত্তরটা পেয়ে যাবেন, STRESSED কে উল্টো করে লিখলে সেটা DESSERTS ই হয়।

আপনি কি কখনও ইংরেজি বর্ণমালা নিয়ে ভেবে দেখেছেন, যদি না ভাবেন তবে দেখে নিন ইংরেজি বর্ণমালা আপনাকে কী পরামর্শ দিচ্ছেঃ

১. A B C = Avoid Boring Company =বিরক্তিকর সহচার্য এড়িয়ে চলুন।

২. D E F =Don't Entertain Fools = মূর্খদের গুরুত্ব দিবেন না।

৩. G H I = Go for a High Idea = উচ্চ ধারণার খোঁজ করুন ।

৪. J K L M = Just keep a friend like Me = নিজের মতো বন্ধু বানান।

৫. N O P = Never Overlook the Poor= দরিদ্র এবং পীড়িতদের কখনো অবজ্ঞা করবেন না।

৬. Q R S = Quit Reacting to Silly tales= অযথা বাজে কথায় প্রতিক্রিয়া দেখাবেন না।

৭. T U V = Tune Yourself (Urself) for your Victory = নিজেকে বিজয়ের জন্য প্রস্তুত করুন।

৮. W X Y Z = We Expect (Xpect) You to Zoom ahead in life = আমরা আশা করি তুমি জীবনে এগিয়ে যাবে।

চাঁদের দিকে তাকালে আপনি স্রষ্টার তৈরী সৌন্দর্য দেখতে পাবেন। সুর্যের দিকে তাকালে আপনি স্রষ্টার শক্তিমত্তা দেখতে পাবেন। আর আয়নার দিকে তাকালে আপনি স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি দেখতে পাবেন। তাই সবসময় নিজের উপরে আস্থা এবং বিশ্বাস রাখবেন।

30/11/2023

আগে পরীক্ষা শেষ করার পরঃ এ+ হবে তো?

এখন পরীক্ষা শেষ করার পরঃ পাশ হবে তো?

29/11/2023

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Jewel, Talha Anjum, Md. Ali Akbor, Humaira Humaira, Samira Jahan

26/11/2023

একজন লোক একটি সুন্দরী মেয়েকে বিয়ে করলেন। উনি উনার স্ত্রী কে খুব ভালবাসতেন, হটাৎ উনার স্ত্রীর চর্মরোগ হয়, ধীরে ধীরে স্ত্রী সৌন্দর্য হারাতে শুরু করে।

একদিন স্বামী স্ত্রী বেড়াতে গেলে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে দৃষ্টিশক্তি হারান স্বামী।তবে তাদের বিবাহিত জীবন যথারীতি চলতে থাকে,কিন্তু দিন যেতে না যেতেই স্ত্রীর সৌন্দর্য হারিয়ে ফেলেছেন, অন্ধ স্বামী এটা জানতেন না এবং তাদের বিবাহিত জীবনে কোন পার্থক্য ছিল না।

স্বামী স্ত্রী কে ভালবাসতে থাকেন এবং স্ত্রীও স্বামী কে খুব ভালবাসতেন, একদিন হটাৎ স্ত্রী মারা গেলেন।

স্ত্রী মৃত্যু স্বামী একটি বড় দুঃখ নিয়ে এসেছিলো, স্বামী উনার সমস্ত শেষকৃত্য সম্পন্ন করে সেই শহর ছেড়ে চলে যেতে চাইলেন।

পেছন থেকে একজন ডেকে বললেন, “এখন একা একা হাঁটবেন কী করে?এই সমস্ত দিন আপনাকে আপনার স্ত্রী সাহায্য করতেন।"

তিনি উত্তর দিলেন, “আমি অন্ধ নই..!
আমি অভিনয় করছিলাম কারণ তিনি যদি জানতেন যে আমি একটি রোগের কারণে তার ত্বকের অবস্থা দেখতে পাচ্ছি, তবে এটি তার রোগের চেয়ে বেশি ব্যথা করত।

আমি কেবল তার সৌন্দর্যের জন্য তাকে ভালবাসিনি, তবে আমি তার যত্নশীল এবং প্রেমময় প্রকৃতির প্রেমে পড়েছি, তাই আমি অন্ধ হওয়ার ভান করতাম।আমি শুধু ওকে খুশি রাখতে চেয়েছিলাম।"

( সৌন্দর্য সময়ের সাথে বিবর্ণ হবে, কিন্তু হৃদয় এবং আত্মা সব সময় একই থাকবে, মানুষটিকে বাহিরে থেকে নয়, অন্তর থেকে ভালোবাসুন। )

24/11/2023

ফেসবুক পেজে ২ হাজার ফলোয়ার উপলক্ষে একটা ভিডিও আসছে।

23/11/2023

বিবিসি ২০২৩ সালে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ও প্রেরণাদায়ী ১০০ জন নারীর তালিকা প্রকাশ করেছে। সেখানে স্থান করে নিয়েছেন বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস।

একটি দুর্ঘটনায় জান্নাতুল ফেরদৌস শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়। পরে তিনি একজন চলচ্চিত্র নির্মাতা, লেখিকা এবং প্রতিবন্ধী অধিকার প্রচারক হয়ে উঠেন।
পরিবার ও বন্ধুদের কাছে আইভি হিসেবে পরিচিত এই নারী পাঁচটি শর্ট ফিল্ম তৈরী করেন এবং তিনটি উপন্যাস প্রকাশ করে প্রতিবন্ধীতা নিয়ে বেঁচে থাকা মানুষদের বিষয়ে সচেতনতা তৈরী করেন।
প্রচুর পড়াশোনা করা ফেরদৌস ইংরেজী সাহিত্যে মাস্টার্স ও ডেভেলপম্যান্ট স্টাডিজে ডিগ্রীধারী।

23/11/2023

যদি মনে হয় তুমি সবকিছু হারিয়ে ফেলেছো তবে মনে রেখো, গাছেরাও প্রতিবছর তাদের পাতা হারায়, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায়!♥️

22/11/2023

"সে শুধু গোলই সেভ করে না তার নিজদেশের সমর্থকদের ও সেভ করে। [Best in the world Emi]💥🦅

20/11/2023

পারফরম্যান্স কি অদ্ভুত একটা জিনিস!

প্যাট কামিন্স জানতেন ১ লাখ ৩২ হাজার দর্শকের সামনে বেশিক্ষণ ব্যাকফুটে থাকা যাবে না। কারণ ঐ জনসমুদ্রের গর্জনে হারিয়ে যেতে হবে। যে কারণে ম্যাচের আগেই ঘোষণা দেন ভারতের জনসমুদ্রের গর্জনকে সাইলেন্সে রুপ দেবেন। হলোও তাই। ম্যাচের প্রথম ৭/৮ ওভারে যে গর্জন ছিলো সে গর্জন নিমিষেই হারিয়ে গিয়েছিলো আর ফিরে নি। ফেরার সুযোগ দেননি। মাঠে খেললেন ১১ জন তাতেই ১ লাখ ৩২ হাজার দর্শক চুপ হয়ে গেলো! পুরো বিশ্বকাপ থেকে এই একটা জিনিস শিক্ষা হিসেবে নিতে পারেন। আপনার হাজারটা প্রতিপক্ষ? হাজারটা সমালোচক? জাস্ট পারফর্ম করে যান সবাই চুপ হয়ে যাবে! পারফরম্যান্সের চেয়ে ভয়ংকর কোন অস্ত্র পৃথিবীতে আর নাই।

17/11/2023

Hip-hop 🤙

15/11/2023

টিক টক নাকি পাগলা গারদ?

14/11/2023

খুব শীঘ্রই নতুন ভিডিও আসতে চলেছে।

08/11/2023

টিকটাকে অদ্ভুত প্রাণীদের ট্যালেন্টেড ভিডিও

04/11/2023

নিজের সৎ পরিশ্রমের টাকায় গরম থাকে না। গরম থাকে বাপের টাকায় কিংবা পাপের টাকায়।

31/10/2023

আলমারি খুলে আপনার শীতের পোশাকটা চেক করুন। সাইজে ছোট হলে অসহায় মানুষ ও পথ শিশুদের দান করুন।

29/10/2023

মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা কিপ্টে হয় না, ওরা ওদের সাধ্য অনুযায়ী খরচ করে।💜

27/10/2023

সবাই যে তোমাকে ভালোবাসবে এমনটা নাও হতে পারে, তাই ঘৃণা গ্রহন করার ক্ষমতাও রাখতে হবে।♥️

24/10/2023

বিশ্ববাসী আবারও দেখলো তোমার যোগ্যতা ❤️

তুমি হলে নীরব ঘাতক, তুমি কোনো প্রতিবাদ না করে পারফরম্যান্স দিয়েই বুঝিয়ে দাও তোমার যোগ্যতা 💕
তুমি ফুরিয়ে যাওনি, তুমি ফুরিয়ে যাওয়ার নয় ❤️
এগিয়ে যাও আপন গতিতে 💖
ভালোবাসা অবিরাম প্রিয় MaMahmudullah Riyad

24/10/2023

Today's Best Photo
❤️❤️❤️❤️❤️❤️❤️






















24/10/2023

পুরুষ মানুষের কোনো কিছু আপন হয় না..!

পুরুষ না হতে পারে বাবা - মায়ের ভালো সন্তান..

পুরুষ না হতে পারে ভাই বোনের, ভালো ভাই.

পুরুষ না হতে পারে কারো ভালো স্বামী.
পুরুষ না হতে পারে কোনো সন্তানের ভালো বাবা..!
পুরুষ মানুষ কে পৃথিবী ও ভালোবাসে না.

পুরুষ মানুষের জীবন পুরোটাই ধোঁকা..
অন্যের সুখের জন্য সারাজীবন পরিশ্রম করেই যায়..💔

23/10/2023

আপনি কি জানেন টাইটানিক মুভির সবথেকে ভাগ্যবান লোকটা কে?
সে কি জ্যাক?
যে কিনা সবথেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল?

একদম না! তবে কি রোজ? যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিলো? এবারও না!

জ্যাক বা রোজ কেউই না।

ভাগ্যবান লোকটি সেই অপরিচিতজন যে জুয়ায় জ্যাকের কাছে তার টিকিটটি হেরে গিয়েছিলো। যদি সে ওই জাহাজের টিকেট জিতে যেতো তাহলে হয়তো তাকে ঐ হিমশীতল পানিতে ডুবে মরতে হতো। মাঝেমধ্যে হেরে যাওয়া ভালো।

- আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন।

- আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন।

- আপনি যদি আপনার লক্ষ্যে না পৌঁছাতে পেরে থাকেন।

- আপনি যদি আপনার ভালোবাসা হারিয়ে থাকেন।

সবকিছুই কোন না কোন কারণে ঘটে থাকে। মাঝেমধ্যে হেরে যাওয়াটাও ভালো। হতে পারে স্রষ্টা আপনাকে আরও বড় কোন বিপদের হাত থেকে রক্ষা করলেন।

মনোযোগের জন্য ছবিটি দেওয়া।

23/10/2023

ঋত্বিক রোশান সম্পর্কে ইন্টারেস্টিং কিছু তথ্য শেয়ার করি।

সেই দিন তার ট্রেইনারের একটা ইন্টারভিউ দেখলাম। সেখানে তিনি কিছু কথা বললেন যা বেশ ইন্টারেস্টিং।

তিনি বললেন, ঋত্বিক রোশানের হাড় এবং জয়েন্ট সাইজ খুবই ছোট। তিনি নাকি এতো ছোট জয়েন্টের কাউকে আগে ট্রেইন করান নি। এবং এই ছোট জয়েন্টের কারণে অল্প মাসেল বিল্ড করলেই ঋত্বিক রোশানকে অনেক মাস্কুলার লাগে।

তিনি বলছেন, কৃশ-২ মুভিতে ঋত্বিককে দেখতে অনেক বিগ এন্ড মাস্কুলার মনে হলেও আসলে তখন তার ওজন ছিল মাত্র ৬৮ কেজি। ৬ ফুট লম্বা একজন মানুষের জন্য এটা একেবারেই কম ওয়েট।

সাধারণ মানুষের কাছে এইটা একটু অদ্ভুত শোনালেও, এটাই বাস্তব। সব বডিবিল্ডিং কোচেরাই এই জিনিস জানেন।

এবং তিনি আরো বলেন কিভাবে শুটিং-এর আগে কার্ব লোড করে তার মাসেলকে একটা ফুল লুক দেওয়া হয়, যার ফলে মাসেল অনেক বেশি লাগে, এবং কিভাবে লাইটিং এবং ক্যামেরা এঙ্গেলের খেলার মাধ্যমে অনেক বেশি মাস্কুলার লাগে।

কিন্তু বাস্তবে জামা-কাপড় পড়া অবস্থায় আসলে ঋত্বিক রোশান তেমন একটা মাস্কুলার নন।

উনি যা যা বলেছেন, তার সবই আমার জানা বাট স্টিল শুনতে ইন্টারেস্টিং লাগলো। বিকজ ইন মাই মাইন্ড ঋত্বিক রোশান ইজ ভেরি মাস্কুলার, কেননা অনেক আগে থেকেই তাকে এভাবে দেখে এসেছি। লোকমুখে শুনেছি, তার ওজন ৮০-৮৫ কেজি। ক্লিয়ারলি যা আসলে সত্যি নয়।

এইখান থেকে ২টা জিনিস আমাদের শেখার আছে।

১। আমরা টিভিতে বা ছবিতে যে সব মাস্কুলার মানুষের ছবি দেখি তা আসলে একটা ইলিউশন।

আমি পারসোনালি এমন অনেক মানূষ চিনি যাদের সামনাসামনি দেখতে একেবারেই ইম্প্রেসিভ না। কিন্তু স্পেশাল এঙ্গেলে ছবি তুললে, বিশেষ করে মাসেল একটু পাম্প করে নিয়ে, সেই ছবিতে মনে হয় ব্যাপক মাস্কুলার।

২। যাদের জয়েন্ট সাইজ ছোট, তাদের জন্য এইটা একটা সুখবর, অল্প মাসেল বিল্ড করলেও তাদের দেখতে বেশি মাস্কুলার লাগবে। হয়তো সামনাসামনি লাগবে না, বাট অন্তত কায়দা করে ছবি তুলতে পারলে লাগবে।

(এডিট: দুই জন কমেন্টে জানিয়েছেন যে তারা সামনা-সামনি ঋত্বিক রোশানকে দেখেছেন। একজন দুবাইয়ে, আরেকজন আবুধাবি। দুজনই বলেছেন তিনি সামনা-সামনি খুব স্কিনি।

Shawon Hossan

23/10/2023

যান্ত্রিক শহরের রংচঙ দেখে বিমোহিত হওয়া যায়, অবাক হওয়া যায় কিন্তু শান্তির প্রশ্ন আসলে গ্রামই সেরা। যেই মাটিতে আমার পূর্বপুরুষরা শুয়ে আছে আমি নিজেকে সেই মাটির সন্তান হিসাবেই পরিচয় দিতে ভালোবাসি।
আমি এখনো মনে প্রাণে এক গ্রামের ছেলে!!!

22/10/2023

ব্যবহার কখনোই বংশের পরিচয় হতে পারে না।
একটা বংশের মধ্যে দশজন মানুষের দশজন ধরনের মানসিকতা থাকতেই পারে, মানসিকতা ভিন্নতার কারণে তাদের আচার-আচরণ ভিন্ন থাকাটাও স্বাভাবিক।
একজনের ভুলে পুরো বংশকে দোষ দেওয়া বা, একজনের সুনামে পুরো বংশকে উচ্চবংশীয় ভাবা নেহাৎ মূর্খতা।

22/10/2023

রাসূল (সাঃ) কে একবার আবু জাহেল বলেছিল,‘ মুহাম্মদ তুমি বড়ই কুৎসিত।' রাসূল (সাঃ) বললেন,‘ তুমি ঠিক বলেছো।'

হযরত ওমর (রা.) প্রতিবাদ করে বললেন,‘ আপনি পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর।' রাসূল (সাঃ) বললেন,‘ তুমি ঠিক বলেছো।'

হযরত আবু বকর (রা.) বললেন,‘ রাসূল (সাঃ),আপনি দুজনকেই বললেন ঠিক বলেছো-এর অর্থ কি?'

রাসূল (সাঃ) বললেন ‘ মানুষ যখন কিছু দেখে,তখন তার মধ্যে সে নিজেকেই দেখতে পায়!' অর্থাৎ সৌন্দর্য মানুষের অন্তরে বসবাস করে! যে নিজে যত সুন্দর, অন্যকে সে তত সুন্দর করে দেখতে পায়!

সুবহানআল্লাহ!❤
Pic for attention

20/10/2023

একজন ফাইটার ফিনিশার সাইলেন্ট কিলার শত অবহেলার পরেও কোন অভিযোগ নেই। যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেন, আর তিনি হলেন Mahmudullah Riyad❤️

ধন্যবাদ সাইলেন্ট কিলার দুর্দান্ত ইনিংস ৩৬ বলে ৪৬ এবং৪৯ বলে ৪১ করার জন্য 🇧🇩

19/10/2023

আলহামদুলিল্লাহ!

ফি*লিস্তিনের আহত ভাই-বোনদের জন্য ওষুধ পাঠানোর নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে বর্বর ই*সরায়েলকে কঠিন বার্তা দেওয়ার জন্য শনিবার পুরো দেশে শোক পালন করার পাশাপাশি জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কাল শুক্রবার ফিলি'স্তিনের মজলুম মুসলমানদের জন্য দেশের প্রতিটি মসজিদে জুমার নামাজে বিশেষ দোয়া করার আহবান জানিয়েছেন তিনি।

ঢাকায় অবস্থানরত মুসলমান দেশগুলোর রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সাথে সভায় ফিলি*স্তিনের পক্ষে ঐক্যের সুর উঠেছে।

আমাদের রাজনীতিতে অনেকের অনেক ধরনের মতপার্থক্য থাকতে পারে। তবে ফিলি*স্তিনের প্রশ্নে আমরা দলমত নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধ থাকবো ইন শা আল্লাহ।

18/10/2023

যশোর এম এম কলেজ

17/10/2023

নারীদের হৃদয় নরম, সহজেই আঘাত পায়!প্রকৃত পুরুষ কখনোই নারীকে কাঁদায় না! ইসলামে পুরুষই নারীর অভিভাবক!! 🌸

[ সূরা নিসা - ৪:৩৪ ]

12/10/2023

অনার্সে এসে স্যার এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে যেমন সম্পর্ক থাকে।

11/10/2023

গ্রাম বাংলার প্রকৃতি।

10/10/2023

ইজরায়েল আর ফিলিস্তিনকে ধর্ম দিয়ে বিচার না করে শুধু মানুষত্ব দিয়ে বিচার করলেও আপনাকে ফিলিস্তিনকে সাপোর্ট করতে হবে।

09/10/2023

পুরুষ মানুষ তার শখের নারীর প্রতি মারা'ত্নক কেয়ারিং।
নিজের সবটুকু দিয়ে চায় তার নারীকে আগলে রাখতে, বাট নারীরা এই আগলে রাখা ভালোবাসার নাম দিয়েছে স্বাধীনতা হরণ!!

09/10/2023

Good morning

08/10/2023

Inshallah

07/10/2023

সিলেবাসের বাইরে থেকে এসেছিল মনেহয়।

09/01/2023

ভালবাসা দুর থেকে সুন্দর তাই আমি ভালবাসা থেকে দুরে থাকি!

08/01/2023

Hello everybody

07/01/2023

Free promote Mum Jassy

Want your business to be the top-listed Media Company in Jessore?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

টিক টক নাকি পাগলা গারদ?
ghfg
অনার্সে এসে স্যার এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে যেমন সম্পর্ক থাকে।
মৃত্যুর কোন নির্ধারিত সময় নেই।
অনেক_খোঁজাখুঁজির_পর_ভিডিওটি_পেলাম,,,সবাইকে_দেখার_অনুরোধ_রইলো_শিক্ষা
Bro > Bor ;) Congratulations Ayman Sadiq & Munzereen Shahid
Zayed Khan
Zayed Khan

Telephone

Website

Address

Dhaka
Jessore
[email protected]

Other Jessore media companies (show all)
INAYA AHMED INAYA AHMED
Jessore
Jessore

I create a new fb page. please everyone follow me.

আন-NaseeHa আন-NaseeHa
Jessore

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

Do or die Do or die
Jessore

প্রচুর ধন সম্পদেও,� যেই সুখ নাই,� সে সু?

হ্যালো বাংলাদেশ হ্যালো বাংলাদেশ
Jessore

لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ( সাঃ)

Shakil Ahmed Shakil Ahmed
Jessore

Abid Hasan Redoy Abid Hasan Redoy
Kuchamora, Ullashi, Sharsha
Jessore, 7433

I'm a Student and Currently involved With These Organizations: Web Developer at The IT-Zone (theitzone.net), Fiverr, Internship IT at Khalid Group.

Rekha's choice Rekha's choice
Jessore
Jessore, 7432

cooking make money cooking school

Arif ahammed12 Arif ahammed12
Jhikorgacha
Jessore, 7420

im arif

Bangladesh is my Mother land Bangladesh is my Mother land
Jhenaidah
Jessore, 7340

Thank you for visiting our page. Our page has all the new videos like funny videos and some funny videos, There will be some valuable posts or talks.

Robus Hossen Akash Robus Hossen Akash
Banapol
Jessore, 7430

Robus Hossen Akash

𝘿𝙧𝙚𝙖𝙢 𝙑𝙡𝙤𝙜𝙨 𝘿𝙧𝙚𝙖𝙢 𝙑𝙡𝙤𝙜𝙨
Jessore

We are searching ghost to catch in camera in the whole area of Bangladesh.

Zara Islam Zara Islam
Jessor
Jessore, 7400

Hi..... I am Zara... please guys follow the page and support me to grow my page