মাইকেল সাহিত্য একাডেমী যশোর provider Gazi Azad

news and media
থাকলে দূরে সুখের বাসর
যাবে কি আর বাঁধা,
আমি তোমার কৃষ্ণ কালা
তুমি আমার রাধা!

03/02/2022

স্বরবৃত্ত ছন্দে ৪+৪+৪+২

চিকন বাঁশের বাঁশি
গাজী আজাদ
রচনাকাল--- ০৩/০২/২০২২

জীবন মানে জোয়ার ভাটা
বয়ে যাওয়া নদী,
সুখের আশায় বাইছি তরী
ভবে নিরবধি।

ঢেউয়ের তালে চলছে তরী
আমি কাঙাল মাঝি,
তোর লাগিয়া জল তরঙ্গে
রাখছি জীবন বাজি?

একূল ভেঙে ওকূল গড়ে
দিয়ে গেলে ফাঁকি,
তবু আমি হৃদয় কোণে
তোর'ই ছবি আঁকি।

কার অম্বরে উড়লি'রে তুই
পুড়ছে আমার হিয়া,
কোন বা দোষেই ছাড়লি আমায়
ওগো নিঠুরিয়া?

প্রেম অনলে দগ্ধ হৃদয়
স্বপ্ন ছড়ায় রাশি,
বিরহের সুর তুলে আমার
চিকন বাঁশের বাঁশি।

---- যশোর সদর, বাংলাদেশ ---

01/10/2020

স্বরবৃত্ত ছন্দে ৪+৪+৪+৩

লুটতরাজ
গাজী আজাদ
রচনাকাল--- ২৮/০৯/২০২০

ভবে যারা মন পাথুরি
লুটের খেলায় মাতছে বেশ,
যে যার মতো স্বার্থ লুটছে
ন্যায় নীতির হচ্ছে শেষ।

ভুলছে তারা স্বজন প্রীতি
মুখোশ পরে করছে কাজ,
লুটের টাকায় কিনে দেখছি
পরছে মাথায় মুকুট তাজ।

উচিৎ কথা বলতে গেলে
মুখটি কালো হয় যে তার,
গরীব মানুষ মরছে ধুঁকে
কে বা নিবে তাদের ভার?

আপন আপন ভাবছি যাদের
তারা ভবে আপন নয়,
মরিচীকা পিছে ঘুরে
জীবন মোদের হচ্ছে ক্ষয়।

সম্মুখ পানে গেলে মোরা
বলছে তোমরা আপন-জন
হৃদয় মম গুমরে কাঁদে
মনে পড়ে সারাক্ষণ!

কথা গুলো বিশ্বাস করে
ঠকছে সবার মনোরথ,
সুখে দুখে চলছি তবু
সবুজ শ্যামল মেঠো পথ।

--- যশোর সদর, বাংলাদেশ ---

01/10/2020
Photos from মাইকেল সাহিত্য একাডেমী যশোর provider Gazi  Azad's post 30/09/2020
30/09/2020

স্বরবৃত্ত ছন্দে ৪+৪+৪+২

পিতা মাতার চাওয়া
গাজী আজাদ
রচনাকাল--- ৩০/০৯/২০২০

কন্যা আমার চোখের মনি
হিরা চুনি পান্না,
বধূর বেশে যাবে ছাড়ি
নিয়ে চোখে কান্না।

সে যে আমার সাত রাজার ধন
সুখ কপাটের চাবি,
আল্লাহ তাকে ভালো রেখো
এটাই মোদের দাবি।

বধূর বেশে লাল শাড়িতে
যাবে স্বামীর বাড়ি,
অভিমানে কান্না করে
করবে কতো আড়ি।

ইচ্ছে ছিলো জনম জনম
রাখবো বুকের মাঝে,
বিধির বিধান মানতে গিয়ে
কন্যা বধূর সাজে।

যাবার সময় উঁকি দিয়ে
বারেবারে চায়ে,
দৌড়ে গিয়ে বুকে ধরে
কান্না করে মায়ে।

---যশোর সদর,বাংলাদেশ ---

30/09/2020

স্বরবৃত্ত ছন্দে ৪+৪+৪+১

পাইনি খুঁজে ভুল
গাজী আজাদ
রচনাকাল--- ২৯/০৯/২০২০

আজও আমি পাইনি খুঁজে
কোথায় ছিল ভুল,
নিঠুর মনা ছাড়লি আমায়
ভেঙে মনের কূল।

আপন আমি ভাবছি তোরে
জীবন করে ক্ষয়,
নিন্দুকেরা নিন্দা রটায়
তোর'ই হলো জয়।

কুঞ্জবনে সুবাস বিলায়
রঙ বাহারি ফুল,
জগৎ মাঝে তোর ছলনার
নেইতো কোনো তুল।

প্রেম বিরহ বুকে নিয়ে
হয়ে যাবো লাশ,
তোর মন পাড়ায় আমার স্মৃতি
করবে বসো'বাস ।

ভুলটা আমার কোথায় ছিলো
খুঁজছে তনু মন,
অপূর্ণতায় ঘিরে আছে
হৃদয় সিংহা-সন।

---যশোর সদর, বাংলাদেশ ----

30/09/2020

মাত্রাবৃত্তে-----৫+৫+৫+২

সুখ কামনা
গাজী আজাদ
রচনাকাল--- ২৯/০৯/২০২০

মানুষ রূপে জন্ম নিয়ে
এই না ধরা পারে,
সবার সুখ কামনা করি
বিধির দর-বারে!

ভালোবাসায় ভক্তি মিলে
তর্কে বহু দূর,
কণ্ঠে তুলে গাইবো আমি
পাক্ কালেমা সুর।

ঈমান জোরে চললে ভবে
সুখে ভরবে ঘর,
মরণ হলে শেষ বিদায়ে
আপন হবে পর।

থাকতে হবে কবর ঘরে
সেটা আসল বাড়ি,
মানুষ হয়ে সৃষ্টি কূলে
করি না আমি আঁড়ি।

ঈমানি পথে মন রাঙিয়ে
করো না কারো ক্ষতি,
রোজ হাশরে বিচার হবে
বদলে ফেলো গতি।

---যশোর সদর,বাংলাদেশ ---

29/09/2020

স্বরবৃত্ত ছন্দে ৪+৪+৪+২

খোকার প্রশ্ন
গাজী আজাদ
রচনাকাল--- ১০/০৯/২০২০

দিনের শেষে সন্ধ্যা নামে
সূর্য দেখি ডুবে,
রাতের শেষে আবার মাগো
উঠছে কেনো পুবে?

বলছে মায়ে কপাল চুমে
বিধির বিধান খোকা,
দিন দুনিয়ার মালিক তিনি
জানিস নারে বোকা?

আকাশ ফ্রেমে আরো বন্দী
রাতের চন্দ্র তারা,
তাদের রূপের ঝলক দেখে
হৃদয় পাগল-পারা!

কথা শুনে খোকার মনে
প্রশ্ন আরো জাগে,
ভ্রমর কেনো মুধুর আশায়
যায় গো ছুটে বাগে?

বললো মায়ে তাহার আহার
ফুলে ফলে আছে,
ক্ষুধার জ্বালা মিটাতে সে
যায়-রে গাছে গাছে!

--যশোর, সদর বাংলাদেশ --

28/09/2020

মাত্রাবৃত্তে ৫+৫+৫+২

মহা পিরীত
গাজী আজাদ
রচনাকাল--- ২৮/০৯/২০২০

সামনে দেখি মহা পিরীত
দূরে গেলেই ক্ষতি,
স্বার্থ মোহে অন্ধ যারা
বদলায় না মতি।

দেখতে লাগে মহা হুজুর
মনে তাদের কালি,
সাধুর বেশে নিচ্ছে লুটে
জনগণের তালি।

মধুর ভাষা বদন করে
মুখে মুচকি হাসি,
তিক্ত কথা ছুরি ঘাতেই
চোখের জলে ভাসি।

কি যে করবো কোথায় যাবো
বলবো আমি কারে?
পরোপকার ভুলেই গেছে
কেমনে যাবো পারে?

দুষ্ট ওরা মন পাথুরি
এই না ভবো কূলে
মানবিকতা নেইকো মনে
চলছে ভুলে ভুলে।

--যশোর সদর, বাংলাদেশ ---

27/09/2020

স্বরবৃত্ত ছন্দে ৪+৪+৪+২

দুখের পঙ্খি
গাজী আজাদ
রচনাকাল--- ২৭/০৯/২০২০

কে ঘোচাবে আমার দুঃখ
বলবো আমি কারে?
জীবন নদে জোয়ার ভাটা
কেমনে যাবো পারে?

বিধির পানে কৃপা চেয়ে
কাটছে সারা বেলা,
মন জমিনে দুখের পঙ্খি
করছে নানান খেলা।

নীরব হয়ে যাচ্ছি সয়ে
থাকছে মনে গাঁথা,
আর কতো কাল সইবো আমি
বিধির দেওয়া ব্যথা?

সংগ্রাম করে নিত্য চলছি
অস্থায়ী এই রথে,
ষড় রিপুর নিঠুর থাবায়
ঘুরছি পথে পথে।

সুখ'টা লেখা নাই কপালে
তবু স্বপ্ন দেখি,
মনের কষ্টে নিশুথ রাতে
কাব্য ছড়া লেখি।

--যশোর সদর, বাংলাদেশ --

27/09/2020

স্বরবৃত্ত ছন্দে ৪+৪+৪+২

প্রেমের ইতি
গাজী আজাদ
রচনাকাল--- ২৭/০৯/২০২০

প্রাণ সজনী দূরে থাকো
শূন্য হৃদয় খাঁচা,
স্মৃতির চরণ বুকে ধরে
নশ্বর রথে বাঁচা।

তুমি বিহীন জগৎ মাঝে
লাগে নাতো ভালো,
আঁধার ঘরে দ্বীপ্ত শিখার
প্রেমের প্রদীপ জ্বালো।

মিষ্টি প্রেমের স্নিগ্ধ ছোঁয়া
পেতে আসি প্রিয়া
দিলে নাতো ভালোবাসা
ওগো নিঠু রিয়া।

এই কূল ভেঙে ঐকূল গড়ে
এই তো নদীর নীতি,
মনের দুকূল ভাঙলে আমার
টানলে প্রেমের ইতি।

ভালোবাসায় সিক্ত করে
করলে আমায় হেলা।
তোমার জন্য হৃদয় মম
কাঁদে সারা বেলা।

--যশোর সদর,বাংলাদেশ --

27/09/2020

স্বরবৃত্ত ছন্দে ৪+৪+৪+২

প্রেমের কাঙ্গাল
গাজী আজাদ
রচনাকাল--- ২৬/০৯/২০২০

মনের নদে প্রেমের তুফান
আমি কাঙ্গাল মাঝি,
যাচ্ছো কোথায় প্রাণ সজনী
কার লাগিয়া সাজি?

আলতা রাঙা চরণ দুটি
খোঁপায় ফুলের মালা,
তোমার রূপে সিক্ত হয়ে
বাড়ছে মনে জ্বালা।

দিঘল কালো চুল-যে তোমার
পাগল করে মন'টা,
দিবানিশি হৃদ মাঝারে
বাজে সুখের ঘন্টা।

প্রেমের সুধা চোখের ক্ষুধা
ইচ্ছা জাগে মনে,
ভ্রমর যেমন মধুর আশে
ছুটে আসে বনে।

তুমি আমার আঁধার বাগে
চাঁদনী রাতের আলো,
মন কাননে ফুটছে কলি
তোমায় বাসি ভালো।

দুচোখ আমার স্বপ্ন বিভোর
প্রেমের জ্বরে মরি,
ইচ্ছা জাগে হৃদয় কোণে
বুকে জড়ায় ধরি।

--যশোর সদর, বাংলাদেশ

27/09/2020

মাত্রাবৃত্তে(৬+৬+৬)

মুখোশী নেতাজি
গাজী আজাদ
রচনাকাল--- ২৭/০৯/২০২০

চারিদিকে দেখি মুখোশী- নেতাজি
চেহারাতে ভাঁজ,
সমাজের মাঝে অলিতে-গলিতে
দেখি কত আজ।

রঙের মেলায় দারুণ খেলায়
ঠকে মনোরথ,
জীবন চলাতে থমকে দাঁড়াতে
রসাতলে পথ।

জীবনের ঘানি টানছি যে কষে
দুখ নিবারণে,
মানবের মন কুৎসিত বড়
ভ্রম অকারণে।

দেখায় হুজুর চলেন-বেসুর
গালি দেয় সুখে ৷
কথার ছুরিতে ক্ষত করে রোজ
মানুষের বুকে ৷

মুখোশী নেতাজি নষ্ট মানুষ
চিনি তা কেমনে?
তাইতো নেতাজি বলদ বানায়
সুখের লগনে।।

--- যশোর সদর, বাংলাদেশ ---

27/09/2020

স্বরবৃত্ত ছন্দে ৪+৪+৪+১

মুখটা অমলিন
গাজী আজাদ
রচনাকাল--- ২৬/০৯/২০২০

সুখ কপালে নাই'রে আমার
কষ্টে কাটে দিন,
ক্ষুধার জ্বালায় গুমরে কাঁদি
মুখটা অম-লিন।

একটু সুখের ছোঁয়া পেতে
আশায় বাঁধি ঘর,
উষ্ণ রোদে হৃদয় জমিন
ধুধু বালু-চর!

এক মুঠো ভাত পাবার আশায়
ঘুরছি কতো দ্বার।
সুখ যে হলো সোনার হরিণ
পাহাড় সমান ভার।

পথের শিশু বলে আমার
নেই কি কোনো মন?
আমিও তো ছিলাম মায়ের
সাত রাজারই ধন।

এতো কষ্ট কেনো বিধি
দিলে আমায় বল?
রিক্ত মন'টা সিক্ত হয়ে
ঝরছে চোখের জল।

--- যশোর সদর, বাংলাদেশ ---

26/09/2020

স্বরবৃত্ত ছন্দে ৪+৪+৪+১

ভণ্ড পীরে দেশটা ভরা
গাজী আজাদ
রচনাকাল--- ২৬/০৯/২০২০

মাজার পূজা পীরের পূজা
করছো কেনো ভাই?
ভণ্ড পীরে দেশটা ভরা
ফিরে এসো তাই।

পীরের নামে করছো জিকির
খোদার নামে নাই,
সুন্নি সুন্নাহ্ মুখে বলো
শুনতে খোদা পাই।

খোদার উপর বিশ্বাস রাখো
পীরের নিকট নয়,
দো -জাহানের মালিক তিনি
করো তাকে ভয়।

কুরআন বিধান মেনে চলে
স্বর্গ করো জয়,
পীরের ধ্যানে মাতাল হলে
মানব জীবন ক্ষয়।

কবর ঘরে শান্তি চাইলে
পীরের মাজার ছাড়,
নূরের আলোয় জীবন রাঙা
নবী করবেন পার।

--যশোর সদর, বাংলাদেশ --

25/09/2020

স্বরবৃত্ত ছন্দে ৪+৪+৪+২

ইচ্ছে করে
গাজী আজাদ
রচনাকাল--- ২৫/০৯/২০২০

যতই দূরে থাকো তুমি
আছো মনের মাঝে,
তোমার মুখে শুনলে কথা
হৃদয় রঙে সাজে।

ফুল বাহারি জগৎ মাঝে
লজ্জাবতী তুমি,
মনটা চায়-রে বাতাস হয়ে
তোমার কপাল চুমি।

মন রাঙাতে ইচ্ছে করে
ভালোবেসে তোমায়,
ঠোঁটে তোমার মধুর হাসি
শীতল বুকে ঘুমাই!

স্বপ্ন ভেঙে তুমি আমায়
দিয়ো নাতো কান্না,
সাত রাজার ধন তুমি আমার
হীরা চুনি পান্না!

ছুটে আসি তোমার বুকে
ভালোবাসার টানে,
রেখো আমায় জনম ধরে
তোমার মনে প্রাণে।

-- যশোর সদর, বাংলাদেশ --

25/09/2020

গীতি কাব্য ৪+৪+৪+২, ৪+৪

মনটা করলো চুরি
গাজী আজাদ
রচনাকাল--- ১২/০৯/২০২০

লায়লা নামের সেই মেয়েটি করলো মনটা চুরি
প্রেমের ছোঁয়ায় মন রাঙাতে দিবানিশি ঘুরি!
পাগল হয়ে তাহার প্রেমে
আঁকছি ছবি হৃদয় ফ্রেমে
কোন দোষেতে ছাড়লো আমায় চালায় বুকে ছুরি
লায়লা নামের সেই মেয়েটি করলো মনটা চুরি!

তাহার রূপে মন উতালা পড়ছি প্রেমের জালে
মিষ্টি মধুর কথার ছলে প্রথম দেখার কালে।
করে আমার মনটা হরণ
আলতা রাঙা দুটি চরণ
রুমুর ঝুমুর আওয়াজ তুলছে ছন্দের তালে তালে
তাহার রূপে মন উতালা পড়ছি প্রেমের জালে!

প্রেম অনলে পুড়ে হৃদয় ভাসি চক্ষু জলে
তুমিহীনা শূন্য আমি মনটা আমায় বলে।
বাঁচতে চেয়ে তোমার সনে
জনম দুখী হয়ে বনে
গগন তলে ইচ্ছে গুলো একলা একা চলে
তাহার রূপে মন উতালা পড়ছি প্রেমের জালে!

24/09/2020

স্বরবৃত্ত ছন্দে ৪+৪+৪+৪+৪+২

হুঁশিয়ার
গাজী আজাদ
রচনাকাল--- ২৩/০৯/২০২০

লেখালেখি করে শুরু
ভাবছে দাদা মহাগুরু
করছে লেখা চুরি,
এই যদি হয় কবির নীতি
থাকবে কি আর কাব্যরীতি
মিথ্যার পিছে ঘুরি!

কলম চালায় ছন্দ তালে
পড়বে ধরা কালে কালে
মুখোশী সব কবি,
গ্লানির বোঝা মাথায় নিয়ে
মুখ লুকাবে কোথায় গিয়ে
আঁকবে ফ্রেমে ছবি!

সময় থাকতে হও হুঁশিয়ার
করো নাতো এসব কারবার
আনবে যেদিন ধরে,
করবে সবাই কানাকানি
দেশের মানুষ যাবে জানি
লাজে যাবে মরে!

সঠিক কবি রসাতলে
ভণ্ড কবির কর্মফলে
কাঁদছে পাঠক সুরে,
প্রতিবাদের আওয়াজ তুলি
মুখে নিয়ে নীতির বুলি
শান্তি আসবে ঘুরে!

--- যশোর বাংলাদেশ ---

24/09/2020

মাত্রাবৃত্তে ৫+৫+৫+২

শিক্ষা
গাজী আজাদ
রচনাকাল--- ২৩/০৯/২০২০

শিক্ষা নিয়ে জীবন গড়ো
পাবে সুখের দেখা,
সমাজটাকে বদলে দিতে
লিখো নীতির লেখা!

অস্ত্র ছেড়ে কলম ধরো
রাখো দেশের মান,
যুব সমাজ রাখবে মনে
এই আত্ম দান!

তোমার লেখা পড়বে সবে
মনে রাখবে ভাই,
ছন্দ তালে লিখতে হলে
শিক্ষা গুরু চাই!

লেখার মাঝে ফুটিয়ে তুলো
ছন্দ তালে সুর,
পাঠক প্রেমে আসবে নেমে
আঁধার রাঙা নূর!

ভাবনা গুলো সঠিক হলে
তুমিই হবে বীর,
কবির মাথা হয়'না কভু
ভবেতে নত শীড়!

22/09/2020

স্বরবৃত্ত ছন্দে ৪+৪+৪+২

স্বপ্ন বিলাসী মন
গাজী আজাদ
রচনাকাল--- ২০/০৯/২০২০

তুমি আমার হৃদগহীনে
মনোকুঞ্জের আভা,
জোছনা রাতের আলোক রশ্মি
চাঁদের ঝরা লাভা।

রাখতে চাই-গো বক্ষে ধরে
ও পরাণের পাখি,
তুমি আমার মনো লোভা
স্বপ্ন দেখে আঁখি!

তোমার বুকে থাকবো আমি
জনম জনম ভরে,
তুমি বিহীন ধরার বুকে
যাবো সত্যি মরে!

তোমার প্রেমে পাগল আমি
মুখে মধুর হাসি,
ভালোবাসার তাজমহলে
বাজায় সুখের বাঁশি!

বাঁশির সুরে মনমোহিনী
ছুটে এসো কাছে,
উথালপাথাল কোকিল ডাকে
কৃষ্ণচূড়ার গাছে!

Want your business to be the top-listed Media Company in Jessore?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#ভালোবাসা#reiki

Category

Telephone

Website

Address


Jessore

Other Digital creator in Jessore (show all)
Do or die Do or die
Jessore

প্রচুর ধন সম্পদেও,� যেই সুখ নাই,� সে সু?

হ্যালো বাংলাদেশ হ্যালো বাংলাদেশ
Jessore

لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ( সাঃ)

Shakil Ahmed Shakil Ahmed
Jessore

Rekha's choice Rekha's choice
Jessore
Jessore, 7432

cooking make money cooking school

Arif ahammed12 Arif ahammed12
Jhikorgacha
Jessore, 7420

im arif

Robus Hossen Akash Robus Hossen Akash
Banapol
Jessore, 7430

Robus Hossen Akash

Zara Islam Zara Islam
Jessor
Jessore, 7400

Hi..... I am Zara... please guys follow the page and support me to grow my page

Ulfatun Nahar Ulfatun Nahar
Jessore, 7432

Hasibul hasan rasel Hasibul hasan rasel
Kotchanpur
Jessore

S A FILMS S A FILMS
Jessore

This concept have no connection with the reality... This vIdeo is made only for comedy purpose.. Don't take funny videos seriously... Don't Forget to follow if you want more videos...

Biswas Enterprise Biswas Enterprise
Jessore
Jessore, 7420

শত শত কাস্টমারের বিশ্বস্ত প্রতিষ্ঠান। বি: দ্র: একদর

Ariful Islam Ariful Islam
Jessore

I don’t like myself please don’t get me confused. I’m crazy about myself. #selflove.��