Matin Store
Nearby shops
Railway Hospital Road, Khulna
Railway Hospital Road, Khulna
Khulna
Khulna MOYLAPOTAMORE,KHULNA9201,
Moshiur Rahman Market Clay Road, Khulna
রেলওয়ে হাসপ, Khulna
Khulna 1201
Khulna ONLINESHOPFORMOBILEACCESSORIES KHULNASHOPPINGCOMPLEX9100
You may also like
its a trusted shop
at dakbngla traffic more
you are healthy now this is the blessing that Allah has given you
So give thanks to the almighty God
Praise be to Allah 🤲
ـ
باوکە گیان 👍
কেউ মানুষ ঠকিয়ে আল্লাহকে হারায়
আর কেউ
ঠকে গিয়ে আল্লাহকে পায়
♥️আলহামদুলিল্লাহ ♥️
Tiktokar tuktak 🤟
This is called 😊😄😀
আসমানে উড়তে গিয়ে দেখি
সম্মান, ভালোবাসা সব ছেঁড়া ব্যাগের ফুটো দিয়ে পরে গেছে।
নিজেকে খুঁজে পেতে মাঝেমধ্যে ডুব দিতে হয়,অতলে তলিয়ে থাকতে হয়।
নিজেকে একা করে নিতে হয়!
জীবনে কিছু করতে চাইলে নাইটকোচ এর ড্রাইভারের মতো হও........
হানিফ এন্টারপ্রাইজের একটি বাস জয়পুরহাট-হিলির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করল। বাসটির ৪০ টি সিট যাত্রীতে পূর্ণ। বাসের সুপারভাইজার, ড্রাইভার এবং হেলপার বেশ খুশি মনে ‘বিসমিল্লাহ...’ পড়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন।
ড্রাইভারের পিছনের সিটে দু’জন মাঝবয়সী লোক বসেছেন। তাদের একজন আজকের ‘ প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকা পড়তে শুরু করলেন। পত্রিকার পাতাগুলো উদ্দেশ্যহীনভাবে উল্টানোর এক পর্যায়ে তার চোখ দু’টো বিনোদন পাতায় আটকে গেল। হালের উঠতি এক নায়িকা স্বল্প বসন পরিহিত ছবিতে তার নয়ন দু’টি থমকে গেছে। তার নয়নের এরূপ কড়া দৃষ্টি দেখে তার পাশের জনও পত্রিকার পাতার দিকে তাকালেন। তিনিও মোহগ্রস্থ হলেন। তিনি একবার সামনের দিকে তাকান আর একবার আড়চোঁখে পত্রিকায় দৃশ্যমান স্বল্প বসনের সেই নায়িকার দিকে তাকান।
এভাবেই এক সময় বাসটি নবীনগর,চন্দ্রা অতিক্রম করে এখন হাইওয়েতে উঠেছে। মাঝের দিকে বসেছেন দুই তরুন-তরুনী। তারা সম্ভবত নববিবাহিত দম্পতি। যাত্রী ভর্তি এই বাসেও তাদের ভালোবাসাময় দুষ্টামী থেমে থাকে না। এরই ফাঁকে মেয়েটি লজ্জা,শঙ্কা আর খানিকটা ভয়ার্ত দৃষ্টি নিয়ে চারদিকে তাকায়,এই বুঝি কেউ দেখে ফেললো.......
বাসটি যমুনা সেতুতে এসে পড়ল। যমুনা সেতুতে বাসটি আসা মাত্রই বাসের যাত্রীদের মধ্যে হঠাৎ চাঞ্জল্য লক্ষ্য করা গেল। কিন্তু তাদের মধ্যে একজন যুবক জানালায় তার দুই হাত এলিয়ে তার উপর থুঁতনি রেখে, এক দৃষ্টিতে যমুনার কালো জলের যৌবনের জোঁয়ার দেখতে লাগল। দূর নদীতে দেখা যায়, হারিকিনের টিমটিম আলো। হয়তো নৌকার মাঝি, মাছভর্তি নৌকা নিয়ে খুশির চোটে প্রিয়ার আলিঙ্গন পাবার দূর্নিবার ইচ্ছা নিয়ে পাড়ের দিকে ছুটছে। ঠিক তখনই যুবকটির মনে আপনা থেকেই বেজে উঠল আব্বাস উদ্দিনের সেই গান, ‘মাঝি বাইয়া যাও রে...’
এভাবে আরো খানিকটা পথ চলে বগুড়ার শেরপুর পার হবার পর পিছনের দিক থেকে এক বাচ্চার কান্নার শব্দ ভেসে এলো। কান্নার শব্দে বাচ্চাটির মায়েরও ঘুম ভেঙ্গে যায়। পিঠে মৃদু থাপ্পড় দিতে দিতে মা বলে,
‘ওরে আমার বাবাটা! স্বপ্ন দেখছো, ভয় পাইছো। এইতো আম্মু তোমার পাশে আছি। ঐ যে দেখ চাঁদ। জানালা দিয়ে চাঁদ দেখ।’
আড়াই বছরের বাচ্চাটি আচমকা কান্না থামিয়ে অবাক হয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে থাকে। তার কান্না থেমে যাওয়ায় আশ্বস্ত হন মা। কিন্তু কিছুক্ষণ বাদেই বাচ্চাটি বলে, ‘দেখছো আম্মু, চাঁদটাও আমাদের সঙ্গে যাচ্ছে। চাঁদটা আমাদের সঙ্গে যাচ্ছে কেন?’
এই ‘কেন’ এর কোনো উত্তর হয় না। একটি বাসে এতোকিছু হচ্ছে কিন্তু তার কোনো কিছুই বাসের ড্রাইভারটিকে স্পর্শ করে না। সে যেমন স্বল্প বসনার সেই মডেলকে দেখতে যেমন নিজ আসন ত্যাগ করে না। ঠিক তেমনি যমুনার কালো জলও তাকে আকৃষ্ট করতে পারে না। আর ঠিক সেকারণেই গভীর রাত পেরিয়ে সবার যখন ঘুম ভাঙ্গে তখন সবাই নিজেদের বগুড়া ছাড়িয়ে মোকামতলা হয়ে জয়পুরহাট বাসষ্ট্যান্ডে আবিষ্কার করতে পারে।
আর সবার মত ড্রাইভার সাহেবও যদি সেই নববিবাহিত দম্পতির দুষ্টামো দেখার জন্য মুখিয়ে উঠতেন, তবে সেই বাসটি আর কখনোই ঢাকা থেকে রওনা করে বগুড়া পেরিয়ে জয়পুরহাট পৌঁছাতো না। হয়তো তা যমুনার অতল খাঁদে হারিয়ে যেত।
জীবন একটি চলন্ত বাসের মত। জীবনে চলতে গিয়ে অনেক মানুষের সাথেই পরিচয় হয়। নানা জন, নানান কথা বলে। কেউবা পিঠ চাপড়ে উৎসাহ দেয়। আর কেউবা ঠোঁটের কোনায় বাঁকা হাসি দিয়ে উপহাস করে। পিঠ চাপড়ানোর মুহুর্তটা যতোটানা অনুপ্রেরণা দেয় , বাঁকা হাসিটা তার চেয়ে সহস্রাধিক গুন বেশি জ্বালা দেয়। সেই জ্বালা স্মরণ রাখলে মুশকিল। আর কখনো জীবনের গন্তব্যে স্থলে পৌঁছানো হবে না। জীবন নামক বাসটি কোন এক খাঁদের কিনারাতেই থমকে থাকবে।
জীবনে কিছু করতে চাইলে নাইটকোচের বাসের ড্রাইভারদের মত হওয়া প্রয়োজন। বাসের ভিতরে যাই ঘটুক ড্রাইভারের যেমন তাতে কোন-ই যায় আসে না। তেমনি আমাদের আশে-পাশের মানুষ যাই বলুক না কেন, সেগুলো গায়ে মাখানো যাবে না। তবেই একদিন দেখবেন, আপনার ‘বাস’ নামক জীবনখানি সঠিক লক্ষ্যে পৌঁছে গেছে।
#সংগৃহীত
সেপ্টেম্বর ২০১০ -২০২০
১০ বছর হইলেও দিনটার প্রতি টা মুহুর্ত চোখের সামনে ভাসে ।😇
আল্লাহ কি করছিলাম এইদিন মনে হইলেই হাসি পায়😂😇।তোমাকে একটা চিরকুট দিয়ে আমি দৌড় দিয়ে ওয়াশরুম।😂(তাও আবার নিজে দেইনি ২ বন্ধুর হাত দিয়ে )।তুমি কান্না করতেছিলা ।ঐদিন লজজায় ক্লাস এ আসতে পারতেছিলাম না।পরে এক বন্ধু জোর করে নিয়ে গেল।ঐদিন তুমি কান্না থামাও নি।যাক সেসব কথা।
এখন ও মনে পরে।
#তোমার_propose😇(ফোন দিলা তুমি আমি অবাক হাত কাপতেছিল তুমি বললা আমি একজন কে ভালবাসি ।সত্য কথা ভয়ে চুপ হয়ে গেছিলাম।তারপর কাপাকাপা কন্ঠে বললাম কে সে?তুমি বললা যার সাথে এখন কথা বলতেছি ।আমি প্রস্তুত ছিলাম না মোটেও।হাত থেকে চাচচুর লেপটপ পরে গেল।ঐদিক কে দেখে।খুশিতে আমি কি করছি আল্লাহ জানে।
#প্রথম_সামনাসামনি_কথা (যদিও এক ক্লাস এ ছিলাম কিন্ত রিলেশনের আগে শুধু একদিন এ কথা হইছিল😑)
#প্রথম_চিঠি (মনে আছে তুমি ৫০ টার ও বেশি পিন করছিলা যেন কেউ না দেখতে পায়😂)
#প্রথম_হাতধরা(😑😇😍তুমি আমার হাত এ কিস করছিলা)
#প্রথম_ঘুরতে_যাওয়া (রংপুর ।তোমার ফোন নিয়ে নিছিলো লোকাল পোলাপাইন।খুব ভয় পেয়েছিলা😔 )
#প্রথম_valentine’s (তোমার পরীক্ষা (SSC business studies ) ছিল।কত কাহিনী করে দেখা করতে হত ।তাও করতাম নাহলে নাকি পরীক্ষা খারাপ হবে🤣)
#প্রথম_ধরা_খাওয়া (😅😅 ফোনে আমি ম্যাডাম র সাথে কথা বলছি তুমি মনে করে।😐😑।৩ মাস কথা বন্ধ ছিল😭)
#প্রথম_ঝগড়া (😏রিলেশনের ২.৫ বছর পর হইছিল)
#প্রথম_থাপ্পড় (একটাই মারছিলাম তোমার কাছে শুনেই ।অন্য কেউ ঐ কাজ করলে ছেড়ে চলে যেতাম।কিন্তু তুই তো তুই এ 😔)
বললে শেষ হবে না।
হল কথা হয় না আমাদের
Breakup না এটা ।কথা হয় না আমাদের।
কারণ টা নাহয় আমাদের মাঝেই থাক।কিন্তু একটা জিনিস এ ভাবি এইটা কিভাবে সম্ভব ।তুই কিভাবে আছিস।আর ঘটনা হইল এমন এক সময় যে ছেলেটার ছোটবেলা থেকে পালিত করা স্বপ্ন টাও নষ্ট হয়ে গেল।না আমি তোমার দোষ দিব না ।কিন্তু সময়টা য়ে খুব খারাপ ছিল। 2nd tym admission এর ১৫ দিন আগে।সত্যি ও সময়ের কথা ভাবতে ভয় লাগে।
#যদিও আববু আমার স্বপ্ন টা পূরণ করছে।কিন্তু middle class থেকে প্রাইভেট মেডিকেল য়ে কি জিনিস সেটা বুঝানো সম্ভব না।আর যখন family crisis এর কারণ আমি নিজে এটা জানার পর ও কিছু করার থাকে না সেই কষ্ট বলে বুঝানো যায় না।
#তবে_জানিস
এখন বেশির ভাগ রাত তোর কথা ভেবেই যায়।
Unknown number থেকে কল আসলে এখন ও বুক কেপে ওঠে
এখন ও বাড়ি আসলে তোর শহর একবার হলেও যায় আশায় যদি একটু দেখা হয়।
খারাপ তখন এ বেশি লাগছে যখন শুনছি কথা বন্ধ হওয়ার ১৫ দিন পর তুই রিলেশন এ গেছিস ।বিশ্বাস করতে পারিনি।।
তোর ওপর রাগ করে অনেক রিলেশন করতে গেছি।কিন্তstart করতেও পারিনি ১ টাও।।দেখা করতে গেলেই তোর কথা মনে পরে।তাদের কে তোর গল্প শুনায় চলে আসি।।এর জন্য তাদের sorry ও বলসি।কিন্তু sorry যে solution না সেটা নিজেই বুঝি। অনেকের 1st love ও ছিল।কিন্তু কি করব বল পারি এ না আমি।
যাইহোক অনেক কিছুই লিখে ফেললাম।।কোনটা তোমাকে কষ্ট দেওয়ার জন্য না।একটাই কারণ আমি আর পারতেছিলাম না।তুমি তোমার কাছের মানুষদের নিয়ে খুশি থাক।আমি তোমাকে নিয়েই থাকি।
#বি_দৃ: যদি লেখাটা কোনভাবে তুমি দেখে থাক একটাই request কোনদিন যদি আমাদের দেখা হয় তাহলে অপরিচিত ভান করে চলে যেও না।🙃।কেমন আছ বললেই আমি খুশি।🙂
collected
Always there for u😇
জীবনের ব্যস্ত তার কারনে মাঝে মাঝে আমি ভুলে যায় -
Life is a journey from Alllah to Allah
Astagfirullah 😭
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Jessore
9100