Bangla News
কখনো ব্যর্থ হলে সিজদায় পড়ে যেও!!
সফলতার পথ আল্লাহই দেখাবেন!! �
"ইনশা আল্লাহ" �
খারাপ অবস্থায় থেকেও আলহামদুলিল্লাহ বলতে পারাটা আল্লাহর নেয়ামত!🖤
আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু live
আমার,স্ট্যাটাস-টা যে এখন পড়ছে,
আল্লাহ যেন তার সব দুঃ’খ ক’ষ্টও মনের অশান্তি,দূর করে দেন ! 💚🤲আমিন!'🤲🖤
আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু সবাই কেমন আছেন ভাইজান ও বোনেরা।
বিশ্বাস হারাবেন না, আল্লাহ চাইলে এক সেকেন্ডে জীবন পরিবর্তন করে দিতে পারেন ❤️🤲
তামিম ইকবাল দলের সাথে থাকলেই দল চ্যাম্পিয়ন হয়ে যেতো না থাকায় হয় নাই।
অথবা দলে রাখলেই দল বিপাকে পরতো এমন যেকোনো মন্তব্যই দৃষ্টিকটু।
রিয়াদ যদি ৪ মাস দলের বাহিরে থেকে শুধুমাত্র ব্যাক্তিগত প্রচেস্টায় সেরা পারফরম্যান্স করতে পারে তাহলে একি জিনিস তামিম ইকবাল তার নিজের শেষ বিশ্বকাপে করলে কি খুব বেশি অবাক হবার মতো কিছু ছিলো?? নাকি তামিম ১৭ বছরের ক্যারিয়ারে সেটা করার স্বামর্থ্য রাখেন না বা ছিলো না??
দল খারাপ ভালো যাই করুক আপনার ১৫ সদস্যের দলে একজন ব্যাক আপ ওপেনার নাই আপনি বিশ্বকাপ খেলতে গেছেন আপনার লজ্জা করে না??
মাঠের খেলা এতো সহজ না ১ মাস আগে ঠিক করে রাখা প্লানে অন্তত ক্রিকেট খেলা হয় না এই কমনসেন্স না থাকলে আপনাকে নিয়ে মন্তব্য করেই লাভ কি??
কথায় কথায় যখন উনিশ বিশ্বকাপে সাকিবের অতিমানবিয় পারফরম্যান্স কথা বলেন তাদের জিজ্ঞেস করতে ইচ্ছে করে আগের ২ বিশ্বকাপে সাকিবের সেঞ্চুরি কয়টা?? আর ২৩ বিশ্বকাপে কয়টা?এতেও কি স্পষ্ট হয় না ক্রিকেট সম্পুর্ন টাই পরিসংখ্যান বা পরিস্থিতির সাথে মিল রেখে আসে না??
সাকিব নিজেকে কি চান না ১৯ বিশ্বকাপ থেকেও বেশি কিছু করতে?? তাহলে হচ্ছে না কেনো??
দলটা মানসিক ভাবে জঘন্য ভাবে ভেঙে গেছে এটাকে এক সুতোয় গাঁথার কাজটা নিখুঁত ভাবে করতে হবে তবেই ব্যাট কথা বলবে আর বল নিয়ন্ত্রণে থাকবে এ ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা ই খোলা নাই আর সেটা বিশ্বকাপ চলাকালীন শুরু করতে পারলে ভালো না পারলেও বিশ্বকাপের পরপরই খুব সিরিয়াসলি কাজটা করতে হবে।
আপনি/আমি মানি বা না মানি তামিমের বিশ্বকাপে থাকাটা জরুরি ছিলো কিন্ত আমরা সেটা করতে পারি নাই..
-আজ বিছানা ছেড়ে যদি নামাজে দাড়াও,-কাল কবর তোমার জন্য বিছানা হয়ে যাবে __ইনশাআল্লাহ ___
সকল অবস্থায় আল্লাহর প্রশংসা করুন
কারণ ওনি ছাড়া দেওয়ার কেও নেই।❤️🩹
আপনি যত বেশি প্রার্থনা করবেন, আল্লাহ আপনাকে তত বেশি পথ দেখাবেন। ইনশাআল্লাহ
-মানুষের প্রেমে পড়লে জীবন নষ্ট
-আল্লাহর প্রেমে পড়লে জীবন শ্রেষ্ট
-আলহামদুলিল্লাহ। ❤️
প্রতিটি মা বাবা জান্নাতবাসি হোক।
Work time 💪
(১)
সেদিন মারইয়াম (আ.) ছিলেন একা! সম্পুর্ন একা! কোথাও কেউ নেই! নেই শক্ত দুটি হাত, নেই অভয় ভরা কন্ঠ! কিচ্ছু নেই!
একাকিত্ব সেদিনও ছিল!
(২)
ধু ধু মরুভূমির প্রান্তর। খাবার নেই, পানি নেই। জনমানবহীন সেই পরিবেশে, সম্পুর্ন একা অন্ধকার রজনীতে দিন কাটিয়েছেন এক মহীয়সী নারী—হাজেরা (আ.)। সামনের দিন গুলোতে কী হতে যাচ্ছে, তা নিয়ে বিন্দুমাত্র আইডিয়া নেই যার, তিনি ছুটছেন তো ছুটছেন!
একটু পানির আশায়!
একাকিত্ব সেদিনও ছিল!
(৩)
বিশাল বড় রাজত্ব তার স্বামীর! অথচ, একটুখানি সিজদাহর জন্য তাকে কিনা জায়গা খুঁজে বের করা লাগে৷
একটা মেয়ের সবচেয়ে বড় সাপোর্টার যিনি। তিনিই কিনা, তার জন্য সবচেয়ে বড় পরীক্ষা!
যাকে এতদিন ভালোবেসে এসেছে, ভরসা করে এসেছে। আজ সেই স্বামীকেই কিনা অকপটে বলতে পারছেনা, কোথায় আসল সুখ!
বুকের ভেতরের ছটফটানি কেউ দেখছে না! কেউনা!
একাকিত্ব সেদিনও ছিল।
.
আর এই একাকিত্ব তাদেরকে এই উম্মাহর কাছে চিরস্মরণীয় করে তুলেছেন।
আজ পুরো বিশ্বের মুসলিমরা মারইয়াম (আ.) এর সেই একাকিত্বের জার্নি রেগুলার পড়ে! আল্লাহর বাণী হিসেবে।
একাকিত্বের সেই কঠিন সময়ে, সাফা-মারওয়ায় হাজেরা (আ.) এর সেই ছোটাছুটি আল্লাহর কাছে এতটাই পছন্দ হলো যে আজ অব্দি প্রতিটি মুসলিম হাজ্জের সময়ে স্বাচ্ছন্দ্যের সাথে এই কাজটি করে যান।
রবের কাছেই একটি ঘর! কি সুন্দর! একাকিত্বের বেড়াজাল ভেঙে আছিয়া (আ.) আল্লাহর জান্নাত দেখে, আল্লাহর কাছেই ফিরে গেলেন।
কি অসাধারণ সেই একাকিত্ব!
ভাবুন তো? আপনিও কি একা? প্রতিনিয়ত এই একাকিত্বের কারণে কি আপনি ফোকাস হারিয়ে ফেলছেন?
তাহলে কল্পনা করুন,
ইয়াওমাল কিয়ামাহর দিন, এই একাকিত্বই আপনাকে সবার থেকে আলাদা বানিয়েছে।
আছিয়া (আ.) , মারইয়াম (আ.), হাজেরা (আ.) হয়েছেন আপনার জান্নাতের প্রতিবেশি?
ফিক করে হেসে দিয়ে, বলবেন না? ভাগ্যিস একাকিত্ব আমারও ছিল!
__________________________
আলহামদুলিল্লাহ্
হামাসের হামলায় ইসরায়েলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০০ আলহামদুলিল্লাহ।
__কোন নবী ইন্তেকাল এর পর'
২২ বছর দাঁড়িয়ে ছিলেন.!
- "ক'লি'জা'র টুকড়া "মা" আছে"?🖤
হ্যাঁ না
☐❤️ ☐😥,
তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব"
নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করেন না।
(সূরা আল ইমরান-০৯)
Malaysia Friday prayer sermon.
কলিজার ভাই আছে কি..!
আল্লাহ
জীবনের শেষ মেকাপটা কিন্তু সুরমা আর আদর দিয়েই হবে। তাই রূপচর্চা ছেড়ে আমল চর্চা শুরু করুন।
আমিন
আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো।
(সূরা-মুমিন-আয়াত-৬০-এর অংশ)
বেঁচে আছি, সুস্থ আছি,
তিন বেলা খেতে পারছি,
চলুন একবার প্রাণ খুলে বলি।
আলহামদুলিল্লাহ🥰🥰
মায়ের মতো কেউ ভালোবাসেনা!
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,
যে ব্যক্তি আযানকে বিশ্বাস করে,এবং আযানের জবাব দেয়,
তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।
[সহীহ মুসলিমঃ৩৮৫]।।
❝"রাসূল-ﷺ-নিষ্পাপ হওয়ার পরেও!
"দৈনিক একশত বার তাওবা করতেন!❞
[সহিহ মুসলিম:-৬৭৫২]
আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসীরা।
হে আল্লাহ! আমার হিসাবকে সহজ করে দিও।
(মিশকাত, ৫৫৬২)।
মানুষের মন হলো কবরস্থানের মতো, ভেতরে কী চলছে কেউ জানে না, একমাত্র রব ছাড়া..!❤️
সপ্তাহে অন্তত ১ রাত তাহাজ্জুদ নামায আদায়ের চেষ্টা করুন।
নিজের অবস্থার পরিবর্তন দেখে নিজেই অবাক হবেন।
ইন শা আল্লাহ।
ভিডিও আসতেছে,,সবাই রেডি তো
﷽
"𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮 𝐚𝐥𝐚𝐢𝐤𝐮𝐦"
সালামের উওর পাবো
ইনশাআল্লাহ,!! 💝❤️
আসসালামুআলাইকুম
কেমন আছেন সবাই
যে ব্যক্তি তওবা করে ফিরে আসে আল্লাহ তার পূর্বের গুনাহ্ নেকি দ্বারা পূর্ণ করে দেন।
(সূরা ফুরকান-৭০)
সুবহানাল্লাহ।
রাসূল(ﷺ) বলেছেন,
“যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ্ তার মর্যাদা বাড়িয়ে দেন”
[সহিহ মুসলিম~ ৬৪৮৬]❤️❣️
নিজের দিকে তাকান, দেখুন সৃষ্টিকর্তা কত সুন্দর করে আপনাকে সৃষ্টি করেছেন!'❤️
বাবা নামক বট গাছের ছায়া, এখনো যাদের মাথার ওপর আছে (বেঁচে আছে)
সকলে বলি আলহামদুলিল্লাহ।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Website
Address
Jessore
7450
Holding No. 1546-08, Khorki Bamonpara, Bank Para, Jashore
Jessore, 7400
বিভিন্ন চাকরির সত্য খবরা-খবর পেতে আমা?
Jessore, Khulna
Jessore, 2223
The world's most popular social networking web site, Facebook enables users to connect with friends and family by sharing status updates, personal photos and other items of interes...