Creative Academic Care, Jessore

Creative Academic Care, Jessore

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Creative Academic Care, Jessore, Educational consultant, Chuadanga Bus Stand, Jessore.

26/05/2016

S.S.C. GPA-5 সংবর্ধনা ২০১৬ অনুষ্ঠান টি
আগামীকাল ২৭-০৫-২০১৬ ইং তাং
রোজ শুক্রবার বেলা ৩ টায়
চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড Creative
Academic Care এর নিজস্ব ক্যম্পাসে
অনুষ্ঠিত হবে।রেজিস্ট্রেশন কৃত ছাত্র-
ছাত্রীদের কে যথাসময়ে উক্ত
অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে
সুন্দর,প্রাণবন্ত ও সার্থক করতে সবাইকে
আমন্ত্রণ জানানো যাচ্ছে।

20/05/2016

আগামী ২৯/০৫/২০১৬ ইং রোজ রবি
বার সকাল ১০ ঘটিকায় Creative Academic
Care
এর যশোর শাখায় একাদশ ও দ্বাদশ
শ্রেণী র জন্য
ফ্রি ক্লাস এর আয়োজন করা হয়েছে।।।
ঐ দিনে সকল শিক্ষার্থীদের রসায়ন
১ম পত্র বই সহ ক্লাসে উপস্থিত থাকার
জন্য আমন্ত্রণ জানান হল।।।।

17/08/2015

বিভিন্ন বিশ্ববিদ্যালয় এরভর্তি পরীক্ষার পয়েন্ট
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়
(কুয়েট) : প্রার্থীকে মাধ্যমিক/
সমমানের
পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০
পেয়ে পাশ
করতে হবে এবং ২০১৫ সালে উচ্চ
মাধ্যমিক/
সমমানের পরীক্ষায় গণিত,
পদার্থবিজ্ঞান,
রসায়ন ও ইংরেজিতে চার বিষয়ে
কমপক্ষে
মোট জিপিএ ১৮.৫০ এবং গণিত,
পদার্থবিজ্ঞান, রসায়নে সর্বনিম্ন
জিপিএ
৩.৫০ এবং ইংরেজিতে সর্বনিম্ন
জিপিএ ৩.০০
পেয়ে পাশ করতে হবে।
বাংলাদেশ প্রকৗশল
বিশ্ববিদ্যালয়
(বুয়েট) : প্রার্থীকে ২০১২ বা ২০১৩
সালে
মাধ্যমিক বা সমমানের পরীক্ষায়
এবং ২০১৫
সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের
পরীক্ষায়
উত্তীর্ণ হয়ে মাধ্যমিক/উচ্চ
মাধ্যমিক পরীক্ষায়
জিপিএ ৪.০০ পেতে হবে। উচ্চ
মাধ্যমিক
পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান,
রসায়ন বিষয়
সমূহের প্রতিটিতে জিপিএ ৫.০০
এবং
ইংরেজি ও বাংলায় মোট
জিপিএ ন্যূনতম ৯.০০
থাকতে হবে। অর্থাৎ সর্বমোট
জিপিএ ২৪
থাকতে হবে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় (রুয়েট) :
প্রার্থীকে মাধ্যমিক/
সমমানের পরীক্ষায় কমপক্ষে
জিপিএ ৪.০০
পেয়ে পাশ করতে হবে এবং ২০১৫
সালে উচ্চ
মাধ্যমিক/সমমানের পরীক্ষায়
গণিত,
পদার্থবিজ্ঞান, রসায়ন ও
ইংরেজিতে চার
বিষয়ে কমপক্ষে মোট জিপিএ
১৮.৫০ এবং গণিত,
পদার্থবিজ্ঞান, রসায়নে সর্বনিম্ন
জিপিএ
৪.০০ এবং ইংরেজিতে সর্বনিম্ন
জিপিএ ৩.৫০
পেয়ে পাশ করতে হবে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় (চুয়েট) :
প্রার্থীকে মাধ্যমিক/
সমমানের পরীক্ষায় কমপক্ষে
জিপিএ ৪.০০
পেয়ে পাশ করতে হবে এবং ২০১৫
সালে উচ্চ
মাধ্যমিক/সমমানের পরীক্ষায়
গণিত,
পদার্থবিজ্ঞান, রসায়ন ও
ইংরেজিতে চার
বিষয়ে কমপক্ষে মোট জিপিএ
১৭.৫০ এবং
প্রত্যেকটিতে আলাদাভাবে ৩.৫০
পেয়ে পাশ
করতে হবে।
বাংলাদেশ টেক্সটাইল
বিশ্ববিদ্যালয় : প্রার্থীকে
মাধ্যমিক/
সমমানেরপরীক্ষায় চতুর্থ বিষয়
বাদে কমপক্ষে
জিপিএ ৪.০০ পেয়ে পাশ করতে
হবে এবং ২০১৫
সালে উচ্চ মাধ্যমিক/সমমানের
পরীক্ষায় চতুর্থ
বিষয় বাদে কমপক্ষে জিপিএ ৪.০০
সহ গণিত,
পদার্থবিজ্ঞান, রসায়ন
প্রত্যেকটিতে
আলাদাভাবে সর্বনিম্ন জিপিএ
৩.৫০ এবং তিন
বিষয়ে সর্বমোট জিপিএ ১৩.০০
পেয়ে পাশ
করতে হবে।
মিলিটারি ইনস্টিটিউট অব
সায়েন্স অ্যান্ড টেকনোলজি
(এমআইএসটি) :
প্রার্থীকে এসএসসি ও এইচএসসি
বা সমমানের
পরীক্ষায় দুটিতেই চতুর্থ বিষয়
বাদে কমপক্ষে
জিপিএ ৪.০০ পেয়ে পাশ করতে
হবে এবং ২০১৫
সালে উচ্চ মাধ্যমিক/সমমানের
পরীক্ষায় গণিত,
পদার্থবিজ্ঞান, রসায়ন ও
ইংরেজি এই চারটি
বিষয়ের যে কোনো দুটিতে
জিপিএ ৫.০০
থাকতে হবে এবং বাকি দুটিতে
জিপিএ ৪.০০
পেয়ে পাশ করতে হবে।
শাহ জালাল বিজ্ঞান
ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় :
প্রার্থীকে এসএসসি
ও এইচএসসি বা সমমান উভয়
পরীক্ষায় কমপক্ষে
জিপিএ ৩.০০ সহ মোট মোট জিপিএ
৬.৫০
থাকতে হবে। এবং একটি নির্দিষ্ট
বিভাগে
ভর্তির জন্য সংশ্লিষ্ট বিষয়ে
এইচএসসি/
সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ
৩.৫০ থাকতে
হবে।
মেডিকেল কলেজসমূহ: প্রার্থীকে
২০১২
বা ২০১৩ সালে এসএসসি/সমমান
এবং ২০১৪ বা
২০১৫ সালে এইচএসসি/সমমান
(পদার্থবিজ্ঞান,
রসায়ন ও জীববিজ্ঞানসহ)
পরীক্ষায় পাশ
করেছে তারা আবেদনযোগ্য। সকল
দেশি/
বিদেশি শিক্ষা কার্যক্রমে
এসএসসি ও
এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট
জিপিএ
কমপক্ষে ৮.০০ হতে হবে; তবে
এককভাবে কোনো
পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম নয়।
সকল উপজাতীয়
ও পার্বত্য জেলায় অ-উপজাতীয়
প্রার্থীদের
ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি
পরীক্ষায় মোট
জিপিএ কমপক্ষে ৭.০০ হতে হবে;
তবে এককভাবে
কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০ এর
কম নয়। সকলের
জন্য এসএসসি/সমমান পরীক্ষায়
জীববিজ্ঞানে
ন্যূনতম জিপিএ৩.৫০ থাকতে হবে। এ
বিষয়টি
বেসরকারি মেডিকেল এ ভর্তিচ্ছু
বিদেশি
ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রেও
প্রযোজ্য হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ক ইউনিট) :
প্রার্থীকে
২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত
মাধ্যমিক বা
সমমান এবং ২০১৫ সালে উচ্চ
মাধ্যমিক বা সমমান
পরীক্ষায় চতুর্থ বিষয়সহ একত্রে মোট
জিপিএ
অন্তত ৮.০০ পেতে হবে।
জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয় : এ ইউনিট
(গাণিতিক ও পদার্থ
বিষয়ক অনুষদ) ও ডি ইউনটে (জীব
বিজ্ঞান অনুষদ)
আবেদনের জন্য প্রার্থীকে
মাধ্যমিক ও উচ্চ
মাধ্যমিক পরীক্ষায় সর্বনিম্ন
জিপিএ ৪.০০ সহ
মোট জিপিএ ৮.৫০ পেতে হবে।
জগন্নাথ
বিশ্ববিদ্যালয় : যে সকল ছাত্র-
ছাত্রী ২০১২ বা
২০১৩ সালে এসএসসি/সমমান এবং
২০১৫ সালে
এইচএসসি/সমমান উভয় পরীক্ষায়
মোট জিপিএ
৭.৫০ এর নীচে নয় এবং আলাদা
আলাদাভাবে
৩.০০ এর নীচে নয় তারা আবেদন
করার জন্য যোগ্য
বলে বিবেচিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
: প্রার্থীকে ২০১১, ২০১২ ও ২০১৩
সালের
এসএসসি/সমমান এবং ২০১৪ ও ২০১৫
সালে
এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ
শিক্ষার্থীরাই কেবল ভর্তি
পরীক্ষার জন্য
আবেদন করতে পারবে। বিজ্ঞান
শাখা থেকে
উত্তীর্ণ আবেদনকারীদের
এসএসসি/সমমান ও
এইচএসসি/সমমান উভয় পরীক্ষায়
চতুর্থ বিষয়সহ মোট
জিপিএ ৮.৫০ পেতে হবে।
চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয় : এ ইউনিটি/
বিজ্ঞান অনুষদ ও আই
ইউনিট/ইঞ্জিনিয়ারিং অনুষদে
ভর্তির জন্য
প্রার্থীকে ২০১১ থেকে ২০১৩
সালে এসএসসি/
সমমান পরীক্ষা এবং ২০১৪/২০১৫
সালে
এইচএসসি/সমমান পরীক্ষায় চতুর্থ
বিষয় ছাড়া
মোট জিপিএ ৬.৫০ এবং উভয়টিতে
ন্যূনতম ৩.০০
পেয়ে পাশ করতে হবে।
বাংলাদেশ কৃষি
বিশ্ববিদ্যালয় : প্রার্থীকে ২০১২
বা ২০১৩
সালে এসএসসি/সমমান এবং শুধু
২০১৫ সালে
এইচএসসি/সমমান পরীক্ষায় চতুর্থ
বিষয় বাদে
সমষ্টিগতভাবে ন্যূনতম জিপিএ ৭.০০
পেতে হবে
এবং আলাদাভাবে ন্যূনতম জিপিএ
৩.০০ পেতে
হবে। এসএসসি/সমমান এবং
এইচএসসি/সমমান উভয়
পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন,
গণিত
(এসএসসির ক্ষেত্রে দেখতে হবে)
এবং
জীববিদ্যা আলাদা বিষয়
হিসেবে থাকতে
হবে। এইচএসসিতে পদার্থবিজ্ঞান,
রসায়ন,
গণিত, জীববিজ্ঞান এবং
বাংলাতে
আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০
থাকতে
হবে।
শেরে বাংলা কৃষি
বিশ্ববিদ্যালয় :
বিজ্ঞান গ্রুপে ২০১২/২০১৩ সালে
মাধ্যমিক /
সমমান এবং ২০১৪/২০১৫ সালে উচ্চ
মাধ্যমিক/
সমমান পরীক্ষায় প্রত্যেকটিতে
কমপক্ষে
জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ
৭.০০ থাকতে
হবে। উভয় পরীক্ষায় ইংরেজিতে
ন্যূন্যতম
জিপিএ ৩.০০ থাকতে হবে এবং উচ্চ
মাধ্যমিক
পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন
গণিত এবং
জীববিজ্ঞানে ন্যূনতম ৩.০০
থাকতে হবে।
পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়
: প্রার্থীকে ২০১২ এবং ২০১৩
সালের এসএসসি/
সমমান পরীক্ষা এবং ২০১৪ ও ২০১৫
সালের
এইচএসসি/সমমান পরীক্ষা মিলে
সন্বনিম্ন
জিপিএ ৮.৫০ পেয়ে পাশ করতে
হবে। ***[ ২০১৪
সালের বিজ্ঞপ্তি অনুসারে
গ্রন্থিত। তবে
এবারের ভর্তি বিজ্ঞপ্তি
অনুযায়ী কিছু
পরিবর্তন হতে পারে।

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বাতিলে ঢাবির জয় | শিক্ষা | Rtnn.net 08/07/2015

http://www.rtnn.net/bangla//newsdetail/detail/3/47/113605

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বাতিলে ঢাবির জয় | শিক্ষা | Rtnn.net নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিলের সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের করা রিট আবেদন খারিজ করে

11/11/2014

Jara 2nd time koaching korte cao tader Vorti sutu Hobe 1 December Class suru hobe 1January.Ebar amader 3 Doctors theke change peace 17 jon.Asa kori samner bar er cea besi hobe

12/08/2014

HSC result tomader sober valo hok ei kamona kori

13/01/2014

প্রিয় ভাই ও বোনেরা তোমাদের পরীক্ষা এখন দোঁড়গোড়ায়।এখন সময় তোমাদের প্রস্তুতিটাকে শাণিত করার।তোমাদের যে যে বিষয়ে দুর্বলতা আছে সেইগুলি কারেক্ট করো।দুইদিন সময় দিয়ে এক একটা সাবজেক্ট ক্লিয়ার করো।তারপর মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করো। 01919253906,01919253907

01/01/2014

Happy New Year 2014...........

17/12/2013

জুনিয়র ফিজিসিয়ান !!!

এটা আবার কি?? আরে ভাই এই যে এদিকে তাকান, এই যে দেখতে পাচ্ছেন না?? এই আমরাই জুনিয়র ফিজিসিয়ান। বাহ শুনতে তো বেশ ভালোই, কেমন যেন একটা ওজন ওজন লাগে। আসেন কয়েকটা ডেফিনিশন দেই এই জিনিসটার ১. এমবিবিএস আর এফসিপিএস/এমডি/এমএস/অন্যান্য পোস্ট গ্র্যাজুয়েশনের মাঝখানে চ্যাংদোলা হয়ে ঝুলে থাকে যে, তাকেই জুনিয়র ফিজিসিয়ান বলে। ২. প্রফেসার/কন্সাল্টেন্টদের দৃষ্টিতে যখন তুমি তো ঘোড়ার ডিম জানো সম্বলিত চাহনী ফুটে উঠে তখন বুঝবেন আপনি একজন জুনিয়র ফিজিসিয়ান। ৩. আত্মীয়-স্বজন যখন ফ্রি প্রেসার মেপে আজকাল কার ডাক্তাররা কিছু জানে না শীর্ষক উপরি বক্তব্য দিবে তখন বুঝবেন আপনি জুনিয়ার ফিজিসিয়ান। ৪. পাড়া প্রতিবেশীর যখন ফ্রি প্রেসার মেপে যাওয়ার সময় পাড়ার বিখ্যাত গফুর ডাকতর (৮ পাস) এর প্রেসক্রিপশন দেখিয়ে রিভিউ করবে তখন বুঝবেন আসলেই আপনি একজন জুনিয়র ফিজিসিয়ান।

--------------------------------------------------------------------------------------

17/12/2013

মেডিকেলের অবসর সময় ও বন্ধুরা

কলেজে থাকাকালিন প্রতিদিন রাত ২-৩ টা পর্যন্ত পড়ালেখা করেনা এমন ছাত্র/ছাত্রী কম ই আছে।তকন মনে হয় কেন আসলাম এই মেডিকেলে।আর কেনই বা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখলাম।

কখন বাড়ি যাব,আর কখনই বা যান্ত্রিক পড়ালেখার চাপ থেকে মুক্তি পাব।কিন্তু যখন কোন এক উছিলাতেই বাড়ি আসার অপূর্ব সুযোগ পেয়ে যাই,তখন আমাদেরকে ঠেকায় কে।কোনমতে কাধে ব্যাগ ঝুলিয়ে দে দৌড়।

বাড়িতে এসে যখন মায়ের মুখটি দেখতে পাই তখন কি যে আনন্দ লাগে তা কখনো ভাষায় বর্ননা করা যাবেনা।২-১ দিন হয়তো ভালই লাগে।কিন্তু তারপর!!!!!নাহ্ আর ভাল লাগেনা।এভাবে শুধু শুয়ে ,বসে,টিভি দেখে আর কতক্ষন থাকা যায়।তখন মনে পড়ে যায় মেডিকেলের বন্ধুদের।তোদের ছাড়া কিভাবে থাকি বল??

আইটেম,কার্ড,টার্ম,প্রফ ----উফঃ এতো এতো পড়ার চাপ।তারপরও যখন সামান্য সময় পাই কতই না ভাল লাগে। তোদের কিভাবে বুঝাব বল??তোদের সাথে কাটানো সময়গুলো এতো মধুর হয় তখন হয়তো বুঝিনা,কিন্তু যখন বাসায় ফিরি তখন হাড়ে হাড়ে টের পাওয়া যায়।যে যতই বলুক ভীষন চাপের মাঝে অবসরের জন্য যে সামান্য সময় থাকে, তাতেই যে আনন্দের জোয়ার বয়ে যায় তা হয়তো অন্য কোন মাধ্যমে পাওয়া যাবেনা।এটা শুধু একজন মেডিকেল স্টুডেন্টের নয়,সকল স্টুডেন্টের ই মনের ভাষা।

মমিনুল হক তুহিন

Untitled album 17/12/2013

২০১২-১৩ এর মুন্নি কে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন যশোর শাখার 3 Doctors Academy এর পরিচালক পরিষদ । মুন্নি রাজশাহী মেডিকেল এ চান্স পেয়েছিল ।সে ফুল গ্রহণ করছে আমাদের সবার শ্রদ্ধেয় মুন্নির আম্মু।

Untitled album 17/12/2013

2011-12 ব্যাচের খুলনা মেডিকেল এ চান্স প্রাপ্ত সুলতানান নাসিরা কে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন 3 DOCTORS ACADEMY , Jessore শাখার পরিচালনা পরিষদ।

17/12/2013

মৃত্যুর পর...
০-৩ দিন - অন্ত্রে বসবাসকারী সাধারণ ব্যাকটেরিয়া গুলো অন্ত্রকে খেতে শুরু করে। অন্ত্র ফুটো করে চারপাশের অঙ্গগুলোকেও খেতে শুরু করে। পাকস্থলি, অন্ত্র আর অগ্ন্যাশয়ে থাকা খাবার হজমকারি তরল গুলো বেরিয়ে এসে মৃতদেহকে গলিয়ে দেয়। মৃতদেহ খোলা জায়গায় থাকলে নাক, মুখ, চোখ সহ বিভিন্ন জায়গায় বাসা বাধে মাছি । ডিম পাড়ে। ২৪ ঘন্টার মধ্যে ডিম ফুটে বেরিয়ে আসে অসংখ্য লার্ভা। তারা ঢুকে যায় শবদেহের গভীরে - খাবার জন্যে।

৪-১০ দিন - ব্যাকটেরিয়ার কাজকর্মে তৈরি হয় নানা গ্যাস - হাইড্রোজেন সালফাইড, মিথেন, ক্যাডাভারিন- আর এদের জন্যই মৃত দেহের গন্ধ এতোটা উৎকট। তবে তা বিভিন্ন শবভূক পোকা-মাকড়ের কাছে কস্তুরীতুল্য। মৃতদেহ ফুলে উঠার পেছনেও এই গ্যাসেরই অবদান।

১১-২০ দিন - ক্ষতবিক্ষত দেহ থেকে গ্যাস বেরিয়ে যায়। চুপসে যায় দেহ। পেশী গুলো পনিরের মত নরম হয়ে যায়। শরীর থেকে বিচ্ছিরি সব তরল বেরিয়ে মিশে যায় চারপাশের মাটিতে। আরও নানা শবভূক পোকা-মাকড় আকৃষ্ট হয়। খেয়ে নেয় শরীরের নরম সব অংশ।

২১-৫০ দিন - অবশিষ্ট অংশ অনেকটা শুটকির মত রুপ নেয়।

৫১-৩৬৫ দিন - আস্তে আস্তে চুল, এমনকি শক্ত লিগামেন্ট গুলোও পচে যায়। পড়ে থাকে শুধুই হাড়।

আর এটাই আমাদের সবার পরিনতি। আসুন প্রস্তুত থাকি।

17/12/2013

এমবিবিএস ও বিডিএস কোর্সে ১ম দফায় মাইগ্রেশন এবং অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি প্রসঙ্গে
২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে সরকারী মেডিকেল কলেজ/ ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটসমূহে এমবিবিএস ও বিডিএস কোর্সে ১ম দফায় মাইগ্রেশন এবং অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ১৮-১১-২০১৩ ইং হতে ৩০-১১-২০১৩ তারিখের মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। উল্লিখিত তারিখের মধ্যে মাইগ্রেশন প্রাপ্ত ছাত্রছাত্রীরা ভর্তি হতে না পারলে উভয় কলেজের ছাত্রত্ব বাতিল হয়ে যাবে। তালিকাসহ মাইগ্রেশন প্রক্রিয়ার নিয়মাবলী এখানে সংযুক্ত করা হল। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন�http://www.dghs.gov.bd/images/docs/Admission/migration_waiting_mbbs_2013.pdf or http://www.dghs.gov.bd/index.php/bd/http://www.dghs.gov.bd/images/docs/Admission/migration_waiting_mbbs_2013.pdf
www.dghs.gov.bd

Want your school to be the top-listed School/college in Jessore?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Chuadanga Bus Stand
Jessore