Rupantar Printing Press

All Printing Solution

Photos from Rupantar Printing Press's post 26/06/2024

কাঠ শালিক
Chestnut tailed Starling

স্থান: জীবননগর, চুয়াডাঙ্গা
তারিখ: জুন ২০২৪
ডিভাইস: Canon 2000D with Sigma 150-600mm

24/06/2024

আহ্ শান্তি
--------------------------------------
পাতি সরাইল/ Lesser Whistling Duck
স্থান: জীবননগর, চুয়াডাঙ্গা
তারিখ: জুন 2024
Device: Canon 2000D with Sigma 150-600mm

19/06/2024

বসন্ত বৌরির সবুজ ভালোবাসা....

- তারিখ: ১৩ জুন ২০২৪
-স্থান: জীবননগর, চুয়াডাঙ্গা
-ক্যানন ক্লিক

09/06/2024

জলপিপি
Bronze Winged Jacana

স্থান: জীবননগর, চুয়াডাঙ্গা
তারিখ: 09.06.2024
ডিভাইস: Canon 2000D with Sigma 150-600mm

08/06/2024

পাতি সরাইল (পর্ব-৩)
Lesser whistling duck
প্রকৃতির নিভৃতচারী নিষ্পাপ এক সৌন্দর্যের পাখি পাতি সরাইল। এ যাবত যে ক'দিন ছবি তুলেছি। আজ ছিলো মন ভরানো দিন। অনেকগুলো ছবির একটি।
স্থান: জীবননগর, চুয়াডাঙ্গা।
তারিখ: ৫ জুন ২০২৪
ডিভাইস: Canon 2000D with Sigma 150-600mm lens

06/06/2024

পাতি সরাইল (পর্ব-২)
Lesser whistling duck
প্রকৃতির নিভৃতচারী নিষ্পাপ এক সৌন্দর্যের পাখি পাতি সরাইল। এ যাবত যে ক'দিন ছবি তুলেছি। আজ ছিলো মন ভরানো দিন। অনেকগুলো ছবির একটি।

স্থান: জীবননগর, চুয়াডাঙ্গা।
তারিখ: ৫ জুন ২০২৪
ডিভাইস: ক্যানন

See less

03/06/2024

....যুগে যুগে চলি মোরা কাঁধে নিয়ে দোলাটি
দেহ ভেঙে ভেঙে পড়ে
ঘুমে চোখ ঢুলু ঢুলু রাজা-মহারাজাদের
আমাদের ঘাম ঝরে পড়ে....

আমাদের কৃষকের ঘাম ঝরানো এক ক্ষণ..
তপ্ত রোদ্দুর। থেমে নেই। এ দায় তাঁর যে একার..

স্থান: জীবননগর, চুয়াডাঙ্গা।
তারিখ: ০৩ জুন ২০২৪
ডিভাইস: ক্যানন ক্লিক।

10/04/2024

তুমি এলে তাই
ঈদের বারতা এলো
ঈদ মোবারক ।।

ছবি: আজকের ঈদের চাঁদ
স্থান: আমাদের ছাদ বাগানের ওপর থেকে তোলা
তারিখ: ১০ এপ্রিল ২০২৪
ডিভাইস: Canon 2000D with Sigma 150-600mm lens

10/04/2024

ঈদ মোবারক

Photos from Rupantar Printing Press's post 26/03/2024

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আমাদের মেয়ে মারিয়াম তার স্কুল দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিম লিডার হিসেবে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের পুরস্কার গ্রহণ করছে। তাদের স্কুল ডিসপ্লে’তে তৃতীয় স্থান লাভ করে।

05/03/2024

তুমি রবে নীরবে
জাগিবে একাকী তব করুণ আঁখি
তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি..
--
কসাই পাখি/লাটোরা
Shrike
স্থান: গদখালি, যশোর
তারিখ: ৩ মার্চ ২০২৪
ক্যানন ক্লিক

27/02/2024

পাখির নাম: ফটিকজল
ইংরেজি: Common Iora
স্থান: আমাদের ছাদবাগান থেকে পাশের বাড়ির সজিনা গাছ।
তারিখ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪
ডিভাইস: Canon 2000D with Sigma 150-600 Lens
হলুদ আর জলপাই রঙের সাথে ডানাজুড়ে রয়েছে কালো রঙের নকশা। ঠোঁট, পা কিছুটা নীলাভ। চোখের তারাটার রঙ ফিকে হলুদ।সারাক্ষণ মিষ্টি সুরে কিচির-মিচির করে বেড়ায় এগাছ ওগাছ। যখনই দেখি ওরা জোড়ায় জোড়ায় আসে। ফটিকজলের হলুদ রঙটা খুব নজর কাড়ে।

24/02/2024

মাঘী পূর্ণিমার চাঁদ
----------------------
সন্ধ্যা যত গাঢ় হয়ে আসছে
চাঁদ তার উচ্ছল যৌবনার
আলো আরো ছড়াচ্ছে।
-- ব্যস্ততার ঘোরে সন্ধ্যা বেলায় মাঘী পূর্ণিমার যৌবনাদিপ্ত সৌন্দর্য ধারণ করতে পারলাম না। বাড়ি ফিরলাম রাত তখন দেড়টা। একবার মনে হলো শুয়ে পড়ি। কিন্তু ভরা চাঁদের মুগ্ধতায় ঘরে থাকা হলো না। ক্যামেরাটা নিয়ে ছাদে উঠলাম তখন দু’টা বাজে। কয়েকটা ক্লিক।


Date: 23 February 2024
Time: 2:00am
Device: Canon 2000D with Sigma 150-600 lens

Photos from Rupantar Printing Press's post 07/02/2024

২০২৪ সালের প্রথম পিকনিক
স্থান: নিরিবিলি নড়াইল
ছবিয়াল : মুক্ত

Photos from Rupantar Printing Press's post 12/01/2024

পাখি: খঞ্জনা (সাদা খঞ্জন )
White-browed Wagtail
তারিখ: ‎January ‎6, ‎2024
-- খুব চঞ্চল এক পাখি এই খঞ্জনা। লেজ দুলিয়ে-নাচিয়ে নাচিয়ে শিকার খোজে। একটুও স্থির থাকতে পারে না এরা। সাদা আর কালো রঙ আর চিকন গড়ন অন্য এক সৌন্দর্যে ভরপুর। মাঠে-ঘাটে সারাদিন পোকা-মাকড় খোজায় ব্যস্ত থাকে।

Photos from Rupantar Printing Press's post 08/01/2024

মোরগের ঝগড়া..
------------------
প্রায় দু’ঘন্টার মতো ঝগড়া চলার পর দু’জনকে ছাড়িয়ে দেওয়া হয়। নারায়নপুর মোড়ে চলে এ ম্যারাথন ঝগড়া।
-----------------------------
তারিখ: ০৮ জানুয়ারি ২০২৩

04/01/2024

আমাদের জাতীয় পাখি ’দোয়েল’
Oriental Magpie
-------------------
তারিখ: ০৪ জানুয়ারি ২০২৪
স্থান: জীবননগর বাসস্ট্যান্ড (বদর মামার পুকুর পাড়)

03/01/2024

মৌটুসি
Purple-rumped sunbird
----------------------------
তারিখ: ০৩ জানুয়ারি ২০২৪
স্থান: পিয়ারাতলা, জীবননগর।
-- আমাকে মুগ্ধ করে মৌটুসির চকচকে পালক। রোদ্দুরের ঝলকে যে কি সুন্দর রং ছড়ায় তা দেখার মতো।

02/01/2024

মাছরাঙা
Kingfisher
-----------
তারিখ: 01.01.2024
স্থান: মানিকপুর গ্রাম, জীবননগর।

01/01/2024

সীমান্তহীন এক দিগন্তের
মুক্ত বিহঙ্গের মতো
আমিও
-- শুভ নববর্ষ ২০২৪
-- পাখি: বুলবুলি
-- Red-vented bulbul
স্থান: আমাদের ছাদবাগান

30/12/2023

পাখির নাম: ছোট সাহেলি
Grey-chinned minivet
---------
তারিখ: ৯ ডিসেম্বর ২০২৩
স্থান: হরিপুর গ্রামের মোড়,জীবননগর, চুয়াডাঙ্গা।

29/12/2023

ছবি: ছোট্ট পাখি মুনিয়া
-------------------------
স্থান: আমাদের ছাদ বাগানা
তারিখ: ১৩ ডিসেম্বর ২০২৩

28/12/2023

প্রতিক্ষা
একটি সকালের
প্রতিদিন একটা সন্ধ্যা আসেে
প্রতিদিন ভাবনায় থাকে সকাল আসবে কি-না
----------------------------------------
ছবি: আমাদের ছাদ বাগান থেকে তোলা। যখন সন্ধ্যা ঘনায়ে আসছে।
তারিখ: ০৮ ডিসেম্বর ২০২৩

Photos from Rupantar Printing Press's post 27/12/2023

শামুক ভাঙা পাখি/ শামুক খোলা
Asian openbill
-- দুর থেকে দেখতে এদেরকে। তারপর পিছু নেওয়া। অনেক দুর হাটাহাটি। এরপর ক্যামেরা বন্দি কিছু ছবি। এদের নামের সাথেই মিল আছে। একটা ছবি পেয়েছি সেখানে শামুক মুখে নিয়েই উড়াল দিলো। বাকিরা অপেক্ষায় বসে ছিলো।
-----------------------------------
লোকেশন: জীবননগর বাঁকা গ্রামের মাঠ
তারিখ: ১৬ ডিসেম্বর ২০২৩

24/12/2023

কালো ডানার চিল
Black-winged kite
-- ছো মেরে শিকার ধরার যে রূপ ছোট বেলায় দেখেছি এখন আর চোখেই পড়ে না। মাঠে ঘুরছিলাম। মাথার ওপর দিয়ে বড় একটা ছায়ার মতো কিছু গেলো। আমবাগানের মগডালটায় বসলো ‘ এই কালো ডানার চিল।

18/12/2023

কাঠ শালিক:
আমাদের গাঁ-য়ের পরিচিত এক পাখি। যদিও আজ অনেক পাখিই বিলুপ্তির তালিকায়। বাদামী রঙ, আর ধুসর সাদার মিশ্রণের এই সুন্দরী কাঠ শালিকও বিলুপ্তির পথে। বনচারী কাঠ শালিক বিলুপ্ত হলেও এরা এখন মাঝে মাঝে চড়ুইদের সাথে মিলে মিশে দেখতে পাওয়া যায়। এরাও দলবেঁধে উড়ে বেড়ায় দিগ্বিদিক।
-দাঁড়িয়ে ছিলাম পথের ধারে। অকস্মাৎ উনি এলেন খেজুরের রস খেতে। আমার কয়েকটা ক্লিকের একটি।
স্থান: সন্তোষপুর মোড়, জীবননগর।
তারিখ: ১৭ ডিসেম্বর ২০২৩

13/12/2023

বাংলা সনের অগ্রহায়ন মাসের মাঝামাঝি থেকে শীতের পরশ আসতে থাকে। ভোরের শিশিরগুলো পাতায় পাতায় শোভা পায়। আর সাকালের সোনালী রোদ এসে যেনো মুক্তো বানিয়ে দেয়। এমন সকালে ঘুম ভাঙলো। তখনও রোদের দেখা মেলেনি খুব। ছাদে উঠলাম। করুন সুরের কিচির মিচির চারিদিক। মিহি একটা সুর খুব কাছাকাছি চলে এলো। কাপড় শুকানোর তারে চোখ মেলতেই দুটো “মুনিয়া”। ওদের ভাব-বিনিময় সর্বদায় দেখার মতো। আমি এ যাবৎ যত পাখি দেখেছি তাদের মধ্যে এরাই সবচেয়ে প্রেম-ময়।দলছুট হতেই চাই না। ছোট্ট এ পাখিদুটো তাদের কথোপকথনের এক ফাকে একটা আমার মাথার ওপর দিয়ে চলে গেলো। ছবির মুনিয়া তখনও বসে আছে। আলুক-ফালুক করে চারিদিকে খুজছে ওর সঙ্গিকে। হয়ত সঙ্গি মুনিয়াটা আমাকে দেখতে পেয়েই প্রস্থান করেছে। এরই মাঝে জঙ্গল ময়না “শালিক” এসেও বসলো বাঁশের খুটিটায়। কি যেন বলতে চাইছে তারা.....
-- তারিখ: ১০ ডিসেম্বর ২০২৩
স্থান: আমাদের ছাদ বাগান

Photos from Rupantar Printing Press's post 12/12/2023

শীতের দুপুরে জাতীয় পাখি “দোয়েলে”র গোসল পর্ব।
- দুপুরের খাওয়া পর্ব শেষ। ক্যামেরাটা ঘাড়ে নিয়ে উঠলাম আমাদের ছাদ বাগানে। একটা মিষ্টি শিষ বেঁজে উঠলো। আমিও প্রস্তুতি নিলাম। পাখির মধুর ডাক কোন দিক থেকে আসে আর দুরত্ব কতটুকু অনুমান হয়ে গিয়েছে। উনি অবস্থান নিয়েছেন আমাদের পদ্মফুলের ডাবায়। গোসলের প্রস্তুতি নিচ্ছে দোয়েল পাখিটা। (বলে রাখি ঠান্ডা পানিতে আমি কিন্তু গোসল উপভোগ করতে পারি না) দোয়েলের গোসল পর্বটা ঠিকই উপভোগ করতে পেরেছি।
-- তারিখ: ১১ ডিসেম্বর ২০২৩
-- স্থান: আমাদের ছাদ বাগান

10/12/2023

লাজুক এক পাখি। নাম তার “ছোট সাহেলি”
ইংরেজি নাম : Small Minivet
-------------------------------------
লোক সমাগমের আড়ালে থাকতেই এদের পছন্দ। তবে জোড়ায় জোড়ায় বা দল বেঁধে চলে। মিষ্টি সুরে মাতিয়ে রেখে এরা শিকার ধরে।
৯ ডিসেম্বর পাখির ছবির জন্য একটু সেজেগুজেই বের হয়েছিলাম। পরিচিত এক রাস্তা। প্রায় চলাফেরা করি কিন্তু এভাবে এদেরকে কখনই দেখতে পাইনি। অবশ্য ওদের খোঁজার মন ছিলো বলেই গতকাল পেয়ে গেলাম।
সৌন্দর্যের এক অন্যরকম রঙ এদের। এরা উড়ন্ত পোকা, শুয়ো পোকার লার্ভা খেতে খুব পছন্দ করে। আর আমার মন ভরেছে ওদের শিকার ধরার ছবি তুলতে পেরে।
------ স্থান: জীবননগর হরিপুর মোড়।
------ তারিখ: ০৯ ডিসেম্বর ২০২৩
------ ডিভাইস: ক্যানন ক্যামেরা।
゚viral

Photos from Rupantar Printing Press's post 09/12/2023

মেঘ হও মাছারাঙা/ ধলা গলা মাছরাঙা/ সাদা বুক মাছরাঙা
ইংরেজি নাম: White-throated kingfisher
মাছের মত রঙ না হলেও পাখির নাম মাছরাঙা। এদের সাধারণ খাদ্য মাছ বলেই হয়ত নাম হয়েছে মাছরাঙা।
# মাছরাঙা যখন উড়ে সত্যিই নীল আকাশের রঙ ছড়ায়। চোখ ধাঁধানো রঙ আর সৌন্দর্যে নজর কাড়ে।
ছবি তোলার নেশা আর পাখির অপরূপ সৌন্দর্যে যখন মুগ্ধ হই তখন সময় কিভাবে বয়ে যায় খেয়ালই থাকে না। ধৈর্য্যশীল এ পাখি যখন শিকার ধরার নেশায় ও্যঁৎ পেতে থাকে তখন বোঝায় যায় না এরা উড়তে পারে কি-না। লক্ষ্য যখন নির্ধারিত হয় তখন ওর ক্ষিপ্রতা দেখার মতো। একজন সফল মানুষ হতে হলে মাছরাঙার মতোই ধৈর্য্য আর লক্ষ্য থাকা চাই।

Want your business to be the top-listed Business in Jessore?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Upazella Market 1st Floor, Jibannagar, Chuadanga
Jessore
7230

Opening Hours

Monday 08:00 - 22:30
Tuesday 08:00 - 22:30
Wednesday 08:00 - 22:30
Thursday 08:00 - 22:30
Friday 08:00 - 12:30
15:30 - 21:00
Saturday 08:00 - 22:30
Sunday 08:00 - 22:30

Other Signs & banner services in Jessore (show all)
SF Design House SF Design House
Sharsa
Jessore, 7430

I'm a graphics designer.I have a experience 2 years.You can see different designs on this page-logo