Doctorseba

It is a free online patient appointment scheduling tool which helps your clients easily book appoint

30/06/2023

Important news

19/04/2023

Good for all

07/04/2023

Congratulations

Photos from Rocking Rajshahi's post 08/01/2023

Great

21/12/2022
04/12/2022

আগামীর আশায় আমার লেখা।

17/11/2022

“ কি কি পরীক্ষা করে ক্যান্সার শনাক্ত করা হয় ? “

চোখ রাখুন আজ (১ে৭-১১-২০২২ বৃহস্পতিবার ) রাত ৯.৩০ মিনিটে

ডক্টরস টিভি ইউটিউব চ্যানেল লিংক
https://www.youtube.com/c/Doctorstvchannel
ডক্টরস টিভি ফেসবুক প্রোফাইল লিংক
https://www.facebook.com/Doctorstvbdprofile/
ডক্টরস টিভি ফেসবুক পেজ লিংক
https://www.facebook.com/doctorstvofficial/
ডক্টরস টিভি ফেসবুক গ্রুপ লিংক
https://www.facebook.com/groups/doctorstv/
ডক্টরস টিভি ওয়েবসাইট লিংক
https://www.doctorstvbd.com
ডক্টরস টিভি টুইটার লিংক
https://twitter.com/doctorstvbd

#ডক্টরসটিভি

13/11/2022

আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস! ২ বছর আগে গোলবৈঠকের পর - “ ডায়াবেটিস প্রতিরোধে চাই সামাজিক আন্দোলন”

10/11/2022
03/11/2022

#শিশুর_টিকা

আপনার শিশুকে দশটি সংক্রামক রোগ থেকে নিরাপদ রাখতে নিয়মিত টিকা দিন। জন্মের পর পরই এই টিকা দেয়া শুরু করতে হবে। আপনার নিকটস্থ যে কোন সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে এসব টিকা দেয়া হয়।

আর নয় দেরি,
শিশুর রোগমুক্ত ভবিষ্যৎ গড়ি! ❤️

05/10/2022

আমাদের দেশে নিম্নোক্ত রং ফর্সাকারী ক্রিম গুলো নিষিদ্ধ করা হয়েছে। এগুলো ব্যাবহার করে মুখের স্কিনের নানা সমস্যা দেখা দিচ্ছে যেমন ব্রণ, র‍্যাশ, মুখের স্কিন পাতলা হয়ে যাওয়া, কালো হয়ে যাওয়া, এমনকি অনেকদিন ব্যাবহারে ক্যান্সারও হতে পারে।

বিএসটিআই জানায়, ক্ষতিকর মার্কারি ও হাইড্রোকুইনোনযুক্ত ত্বক ফর্সাকারী স্কিন ক্রিম উৎপাদন, আমদানি ও বাজারজাতকারী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত বিএসটিআই’র মোবাইল কোর্ট ও সার্ভিল্যাপ কার্যক্রম অব্যাহত আছে।
সুতরাং এগুলো ব্যাবহার থেকে বিরত থাকুন।

04/10/2022

বাংলাদেশের কৃতি এই সন্তানকে আমরা অভিনন্দন জানাই .....

13/09/2022

কারো কোমর ব্যথা থাকলে ট্রাই করে দেখুন....

বাংলাদেশে প্রথমবারের মত গর্ভাবস্থায় শিশুর জিনগত ত্রুটি নির্ণয় চালু - BBC News বাংলা 14/06/2022

বাংলাদেশে প্রথমবারের মত গর্ভাবস্থায় শিশুর জিনগত ত্রুটি নির্ণয় চালু - BBC News বাংলা চিকিৎসকরা বলছেন, মায়ের গর্ভে ভ্রূণ থাকা অবস্থায় ১১ থেকে ১৪ সপ্তাহের মধ্যে এই পরীক্ষাটি করালে ভ্রূণের জিনগত কোন...

15/05/2022

প্রতি মাসের মত এই মাসেও চট্টগ্রামে আসছেন বাংলাদেশের প্রথম নারী ইউরোলোজিস্ট ডাঃ তাজকেরা সুলতানা চৌধুরী। আগামী ১৫ ও ১৬ই মে রোগী দেখবেন এবং অপারেশন করবেন পার্কভিউ হাসপাতালে।

সিরিয়াল নিতে যোগাযোগ করুনঃ 01772-561743, 01706-401952, 01620-009320 (Whatsapp)

05/05/2022

উচ্চতা অনুযায়ী ওজন ঠিক আছে তো 🤔🤔
দেখে নিন 😊

06/04/2022
04/04/2022
01/04/2022
31/03/2022

"রোজা অবস্থায় দাঁতের চিকিৎসা '
....................................….............….........
আসসালামু আলাইকুম,

প্রশ্ন: রোজাদারের জন্য কি দন্ত-চিকিৎসকের শরণাপন্ন হওয়া জায়েয আছে,বা দাঁতের চিকিৎসা করা একান্ত জরুরী। আমি যদি রমজানের দিনের বেলায় রোজা রেখে দন্ত চিকিৎসকের কাছে যাই- এর হুকুম কি? যদি কোন কিছু গলার ভিতরে চলে যায় এবং আমি গিলে ফেলি?

উত্তর
আলহামদু লিল্লাহ।.

শাইখ আব্দুল আযিয বিন বাযকে জিজ্ঞেস করা হয়েছিল যদি কোন ব্যক্তি দাঁতে ব্যথা নিয়ে দন্ত চিকিৎসকের শরণাপন্ন হয় এবং ডাক্তার তার দাঁতে স্কেলিং করেন, অথবা ফিলিং করেন অথবা কোন একটি দাঁত ফেলে দেন- এতে করে কি তার রোজার ক্ষতি হবে? যদি ডাক্তার তার দাঁত অবশ করার জন্য ইনজেকশন দেয় সেক্ষেত্রে রোজার উপর এর কোন প্রভাব আছে কি?

উত্তরে তিনি বলেন: প্রশ্নে যা উল্লেখ করা হয়েছে তাতে রোজার উপর এর কোন প্রভাব নেই। বরং এটি করা যেতে পারে। তবে এ রোগীকে ঔষধ বা কোন কিছু গিলে ফেলা থেকে সাবধান থাকতে হবে। অনুরূপভাবে যে ইনজেকশনের কথা উল্লেখ করা হয়েছে রোজার শুদ্ধতার ক্ষেত্রে সেটারও কোন প্রভাব নেই। যেহেতু এ ইনজেকশন পানাহারের পর্যায়ে পড়ে না এবং যেহেতু রোজাভঙ্গকারী কিছু সাব্যস্ত না হলে রোজা শুদ্ধ হওয়াটাই মূল বিধান।( সমাপ্ত)

[আজওয়িবা মুহিম্মা তাতাআল্লাকু বি আরকানিল ইসলাম]

আর যদি রাতের বেলায় ডাক্তার দেখানো সম্ভব হয় তাহলে সেটাই ভাল।

আল্লাহই ভাল জানেন।

সূত্রঃ ইসলাম জিজ্ঞাসা ও জবাব
https://islamqa.info/bn/answers/13767

__________

রোযা অবস্থায় অবশকরণ ইনজেকশন দেয়া ও দাঁত তুলে ফেলার হুকুম কি?

প্রশ্ন
যদি কারো দাঁতে ব্যথা হয়ে ডাক্তারের শরণাপন্ন হয় এবং কোন একটি দাঁত তুলে ফেলে— এগুলো কি তার রোযার ওপর কোন প্রভাব ফেলবে? যদি ডাক্তার তার দাঁতকে অবশ করার জন্য কোন ইনজেকশন দেয় সেটা কি তার রোযার ওপর কোন প্রভাব ফেলবে?

উত্তর
আলহামদু লিল্লাহ।.

প্রশ্নে যে বিষয়গুলোর কথা উল্লেখ করা হয়েছে রোযার শুদ্ধতার ওপর এসব কর্মের কোন (নেতিবাচক) প্রভাব নেই। বরং এগুলো ক্ষমার্হ। তবে তাকে সাবধান থাকতে হবে যাতে করে কোন ঔষধ বা রক্ত যেন গিলে না ফেলে। অনুরূপভাবে উল্লেখিত ইনজেকশনেরও রোযার শুদ্ধতার ওপর (নেতিবাচক) কোন প্রভাব নেই। যেহেতু এ ধরণের ইনজেকশন পানাহারের আওতায় পড়ে না। মূলবিধান হলো—রোযার শুদ্ধতা।[উদ্ধৃতি সমাপ্ত]

মাননীয় শাইখ আব্দুল আযিয বিন বায (রহঃ)

মাজমুউ ফাতাওয়া ও মাকালাত মুতানাওয়িআ (১৫/২৫৯)

সূত্রঃ ইসলাম জিজ্ঞাসা ও জবাব
https://islamqa.info/bn/106495

------------
সংগৃহীত।
ডাঃ মোঃ নাসিম জামান রিফাত।
প্রধান চিকিৎসক ও পরামর্শক
ডেন্টাল ও মেক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগ।
নোভা মেডিকেল সেন্টার হসপিটাল, যশোর।
জাজাকাল্লাহু খাইরান।

21/03/2022

মুজিব জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উৎযাপন উপলক্ষে দীন মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে ও দীন আই হসপিটাল গাইটাল কিশোরগঞ্জের সার্বিক সহযোগিতায় আগামী ২৬শে মার্চ রোজ শনিবার দীন ভিশন সেন্টার, হোসেন্দী বাজারে এক বিশাল ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে।

উক্ত চক্ষু শিবিরে ছানি রোগী বাছাই করে দীন আই হসপিটাল গাইটাল কিশোরগঞ্জে ফ্রি অপারেশন করা হবে এবং বিনামূল্যে ঔষধ পএ ও চশমা প্রদান করা হবে।

রোগী দেখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা:দীন মোহাম্মদ নুরুল হক স্যার, সাবেক মহা পরিচালক (স্বাস্থ্য) ডিজি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঢাকা।

রোগী দেখার সময়ঃ সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ০২ ঘটিকা পর্যন্ত।
তারিখ: ২৬,০৩,২০২২।

Photos from Dr Rifat's Dental & Maxillofacial Surgery's post 08/03/2022
17/02/2022

বাপ্পি লাহিড়ী মারা গেলেন। তিনি দীর্ঘদিন যাবত OSA(Obstructive sleep apnoea)রোগে ভুগছিলেন। এবং এই রোগ থেকেই মারা যান তিনি।

স্লিপ অ্যাপনিয়া কি?

স্লিপ অ্যাপনিয়া এমন একটি ঘুমের অসুখ যাতে ব্যক্তির ঘুমানোর সময় শ্বাস নেওয়া ক্রমাগত বন্ধ হয়ে যায় ও পুনরায় শুরু হয়।

স্লিপ অ্যাপনিয়ার ধরনঃ

>অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া
>সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া
> কমপ্লেক্স স্লিপ অ্যাপনিয়া

@@ অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়াঃ
অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া এমন একটি অবস্থা, যেখানে নাক থেকে শ্বাসনালীর মধ্যেকার শ্বাসপথের উপরিভাগের কোনও একটি অংশ অবরুদ্ধ হয়ে যায় ফলে আপনি নাক ডাকেন।

@@সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়াঃঃ
সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া এমন একটি অবস্থা, যেখানে মস্তিষ্ক থেকে শ্বাস নেওয়ার সঙ্কেত শ্বাস-প্রশ্বাসের পেশীতে পাঠানো হয় না।

মনে রাখা রাখা জরুরি, স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত সবাই রাতে নাক ডাকে না এবং বিপরীতও হতে পারে।

@@এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি?

যেহেতু উপসর্গগুলি রাতে ঘুমানোর সময় ঘটে, তাই সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষে নিজের সমস্যা বোঝা মুশকিল। এর সাথে জড়িত কিছু উপসর্গগুলি:

• রাতে ঘুমানোর সময় শ্বাস নিতে সমস্যা হওয়ায় দিনেরবেলা ঘুমিয়ে পড়া।

• ঘুমানোর সময় হাঁপানো ও শ্বাসরুদ্ধ হওয়া।

• মুখের শুষ্কতা এবং সকালে মাথাযন্ত্রণা।

• জোরে নাক ডাকা।

• অত্যধিক খিটখিটে এবং বদমেজাজি হয়ে পড়া।

• সারাদিন ধরে ঝিমুনিভাব।

@@এর প্রধান কারণ কি?

• স্থুলতা, বিশেষত গলা ও বুকের চারপাশের অঞ্চলে স্থুলতা।

• টনসিলের বৃদ্ধি পাওয়া বা বড়ো হয়ে যাওয়া ।

• স্নায়বিক-পেশীগত রোগ।

• কিডনির বিকলতা অথবা হৃদযন্ত্রের বিকলতা।

• জিনগত অসুখ।

• স্বাভাবিক সময়ের আগে জন্মগ্রহণ।

@@কিভাবে এর নির্ণয় ও চিকিৎসা করা হয়?

আপনার সঙ্গে এক বিছানায় ঘুমোন এমন ব্যক্তির দেওয়া আপনার ঘুমের বিশদ বিবরণ এবং বিস্তারিত শারীরিক পরীক্ষার ভিত্তিতে চিকিৎসক মূল্যায়ন করবেন।
কোনও স্লিপ সেন্টারে শ্বাস-প্রশ্বাস ও শারীরিক ক্রিয়াকলাপের ওপর সারারাত তদারকি স্লিপ অ্যাপনিয়ার নিশ্চয়তা নির্ণয়ে সহায়ক হতে পারে। নকচারনাল পলিসোমনোগ্রাফি টেস্ট (ঘুম পর্যবেক্ষণ) করা হয় ঘুমের সময় আপনার নিশ্বাসের গতিবিধি, রক্তে অক্সিজেনের মাত্রা এবং হৃদযন্ত্র, ফুসফুস এবং মস্তিষ্কের কার্যকর্ম পর্যবেক্ষণের জন্য হোম স্লিপ টেস্ট।

করনীয়ঃ

@স্থুলতার ক্ষেত্রে ওজন কমানো অথবা ধূমপান ত্যাগের মতো জীবনশৈলীতে পরিবর্তন আনা।

@গুরুতর ক্ষেত্রে, অবিরাম সঠিক বায়ুপথের চাপ বা কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার (সিপিএপি) বজায় রাখার জন্য মাস্ক দেওয়া হয়। জিভ সঠিক স্থানে রাখার জন্য মৌখিক যন্ত্র ব্যবহৃত হয়।

@আর যারা CPAP টলারেট করতে পারেন না, তাদের জন্যে রয়েছে Mandibular advancement device.

@বায়ু প্রবেশ পথের বাধা সরাতে গলার পিছনে টিস্যু বাদ দিতে অথবা চোয়ালের স্থান পরিবর্তন করতে অস্ত্রোপচার করা।

যে কোনো সমস্যায় রেজিস্টার্ড ডক্টর এর পরামর্শ নিন।
সেবা নিন সুস্থ থাকুন।

16/02/2022
19/01/2022
19/12/2021

মুক্তিযুদ্ধে বিজয়ের দুইদিন পর ১৮ই ডিসেম্বর রায়েরবাজার বধ্যভূমিতে অজস্র লাশের ভিড়ে পাওয়া গিয়েছিলো একটি লাশ।
লাশটির দুই চোখ উপড়ানো। সমগ্র শরীরে জুড়ে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আঘাতের চিহ্ন। দু হাত পিছনে গামছা দিয়ে বাঁধা। লুঙ্গিটা উরুর উপরে আটকানো। হৃদপিন্ড আর কলিজাটা ছিঁড়ে ফেলেছে হানাদার ও নিকৃষ্ট আলবদরেরা।
লাশটি ছিলো ছবির এই ভদ্রলোকের। বিশ্বখ্যাত কার্ডিওলজিস্ট শহীদ অধ্যাপক ডাঃ ফজলে রাব্বি।
এই ফজলে রাব্বি তিনি, সমগ্র পাকিস্তানকে সাত বার আটি দরে বিক্রি করলেও তাঁর মস্তিষ্কের দাম উঠবে না৷ সেই ফজলে রাব্বি তিনি যিনি হতে পারতেন বাংলাদেশের প্রথম নোবেলজয়ী চিকিৎসা বিজ্ঞানী।
তিনি ছিলেন ঢাকা মেডিকেলের এমবিবিএস চূড়ান্ত পরীক্ষায় সমগ্র পাকিস্তানে শীর্ষস্থান অধিকারী ছাত্র।
১৯৬২ সালে মাত্র ত্রিশ বছর বয়সে লন্ডনের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানের অধীনে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে এমআরসিপি ডিগ্রি নিয়েছিলেন ডাঃ ফজলে রাব্বি। তাও আবার একটি বিষয়ে নয়, বরং দুটিতে। যথাক্রমে ইন্টারনাল মেডিসিন এবং কার্ডিওলজিতে। দেশে ফিরে যোগ দিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে।
মাত্র ৩২ বছর বয়সে ১৯৬৪ সালে মেডিসিনের উপর তাঁর বিখ্যাত কেস স্টাডি 'A case of congenital hyperbilirubinaemia ( DUBIN-JOHNSON SYNDROME) in Pakistan' প্রকাশিত হয়েছিলে বিশ্বখ্যাত গবেষণা জার্নাল 'জার্নাল অব ট্রপিক্যাল মেডিসিন হাইজিন' এ।
মাত্র ৩৮ বছর বয়সে ১৯৭০ সালে তাঁর বিশ্বখ্যাত গবেষণা Spirometry in tropical pulmonary eosinophilia প্রকাশিত হয়েছিলো ব্রিটিশ জার্নাল অফ দা ডিসিস অফ চেস্ট ও ল্যান্সেট এ।
১৯৭০ সালে মাত্র ৩৮ বছর বয়সেই ডাঃ ফজলে রাব্বি মনোনীত হয়েছিলেন পাকিস্তানের সেরা অধ্যাপক পুরস্কারের জন্য। কিন্তু তাঁর আত্মায় ছিলো বাংলার অসহায়র্ত মানুষ। ঘৃণাভরে প্রত্যাখান করেছিলেন তিনি সেই পুরুষ্কার।
মাত্র ৩৯ বছর বয়সী ডা. মোহাম্মদ ফজলে রাব্বি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর অব ক্লিনিক্যাল মেডিসিন অ্যান্ড কার্ডিওলজিস্ট। আজকের দিনে কল্পনা করা যায়?
মুক্তিযুদ্ধের পুরোটা সময় তিনি আহত মানুষদের সেবা দিয়েছেন মেডিকেলে বসে। বেশ কয়েকদফা নিজের সাধ্যের চেয়ে বেশী ঔষধ আর অর্থ সহায়তা দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য। আহত মুক্তিযোদ্ধাদের পরিচয় গোপন রেখে দিয়েছিলেন চিকিৎসাও।
মুক্তিযুদ্ধের ১৩ ও ১৪ ডিসেম্বর ডাঃ ফজলে রাব্বির স্ত্রী জাহানারা রাব্বী একই স্বপ্ন দুবার দেখলেন। স্বপ্নটা এমন একটা সাদা সুতির চাদর গায়ে তিনি তিন ছেলেমেয়েকে নিয়ে জিয়ারত করছেন এমন একটা জায়গায়, যেখানে চারটা কালো থামের মাঝখানে সাদা চাদরে ঘেরা কী যেন।
১৫ই ডিসেম্বর সকালে ঘুম থেকে জাহানারা রাব্বি স্বামীকে এই স্বপ্নের কথা খুলে বললেন। জবাবে ফজলে রাব্বি মৃদু হেসে বললেন, ‘তুমি বোধ হয় আমার কবর দেখেছ’। শুনে ভয় পেলেন জাহানারা রাব্বি।
টেলিফোন টেনে পরিচিত অধ্যাপকদের কারো কারো বাড়িতে ফোন করতে বললেন। দেশের কি অবস্থা জানার জন্য। ডাঃ ফজলে রাব্বিও ফোন করলেন। কিন্তু কারো বাড়িতেই সংযোগ পাওয়া যাচ্ছিলো না। একসঙ্গে কাউকেই পাওয়া যাচ্ছেনা খানিকটা অবাক হলেন জাহানারা রাব্বি।
নাস্তা করে তাঁরা খেয়াল করলেন আকাশে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান উড়ছে। কাছেই কোথাও বিমান থেকে বোমা হামলা চালাতেই বিকট শব্দের আওয়াজ। চমকে উঠলেন জাহারারা রাব্বী।
সকাল ১০টার দিকে জানা গেল দুই ঘণ্টার জন্য কারফিউ উঠেছে। এমন সময়ে ডাঃ ফজলে রাব্বি তাড়ার গলায় স্ত্রীকে বললেন, 'পুরান ঢাকায় যেতে হবে একবার। এক অবাঙালি রোগীকে দেখতে যাবো। দেখেই ফিরে আসবো।'
শুনেই জাহারানা রাব্বি বললেন, 'ওখানে যাওয়ার কাজ নেই। দেশের পরিস্থিতি ভয়াবহ। ওরাই তো পাকিস্তানীদের সঙ্গ দিচ্ছে।'
জবাবে ফজলে রাব্বি হালকা হেসে বললেন, '‘ভুলে যেও না, সে মানুষ।’ জাহানারা রাব্বি বললেন, 'তুমি যে বল আজই আত্মসমর্পণ করবে। তো মিরপুর মোহাম্মদপুরের লোকদের আমরা ক্ষমা করতে পারব?' গাড়ি থেকে মুখ বাড়িয়ে ডাঃ ফজলে রাব্বি বললেন, 'আহা ওরাও তো মানুষ। তাছাড়া ওদের দেশ নেই।' জাহানারা রাব্বি বললেন, কিন্তু এতসবের পর ওদেরকে ক্ষমা আমরা কেমন করে করবো?' জবাবে ফজলে রাব্বী বললেন, হ্যাঁ ক্ষমাও করবে এবং এবং আমাদের স্বাধীন দেশে থাকতেও দেবে।'
সেদিব ডাঃ ফজলে রাব্বি বাসায় ফিরে এসেছিলেন ফের কারফিউ শুরু হওয়ার কিছুক্ষণ আগেই। দুপুরের খাবার ছিলো আগের দিনের বাসি তরকারি। কিন্তু ডাঃ ফজলে রাব্বী উল্টো বলেছিলেন, ‘আজকের দিনে এত ভালো খাবার খেলাম।’ জাহানারা রাব্বি এরই মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। দেশের এই অবস্থায় এখানে থাকাটা বিপজ্জনক। জাহানারা রাব্বি স্বামীকে বললেন, 'চলো এখনই চলে যাই।' ডাঃ ফজলে রাব্বি বলেছিলেন 'আচ্ছা, দুপুরটা একটু গড়িয়ে নিই। বিকেলের দিকে না হয় বেরোনো যাবে।'

কিছুক্ষণ পর বাবুর্চি এসে বললো ‘সাহেব, বাড়ি ঘিরে ফেলেছে ওরা।’ সিদ্ধেশ্বরীর বাসার বাইরে তখন কাদালেপা মাইক্রোবাস ও একটি জীপ দাঁড়িয়ে। মাইক্রোবাসের সামনে বেশ কয়েক জন তরুণ। পাশেই জীপে বেশ কয়েকজন পাকিস্তানী সৈন্য দাঁড়িয়ে। যে আশংকা করছিলেন জাহানারা রাব্বি, ঠিক যেন তাই হলো।
খুব হালকা স্বরে ফজলে রাব্বি জাহানারা রাব্বির দিকে না তাকিয়েই বললেন, ‘টিঙ্কুর আম্মা ওরা আমাকে নিতে এসেছে।’ এরপর দারোয়ানকে গেট খুলে দিতে বলেছিলেন তিনি। যখন মাইক্রোবাসে তিনি উঠলেন তখন সময় ঘড়িতে বিকেল চারটা।
১৮ই ডিসেম্বর ডাঃ ফজলে রাব্বির লাশটি পাওয়া গিয়েছিলো রায়েরবাজার বধ্যভূমিতে। দুই চোখ উপড়ানো। সমগ্র শরীরে জুড়ে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আঘাতের চিহ্ন। দু হাত পিছনে গামছা দিয়ে বাঁধা। লুঙ্গিটা উরুর উপরে আটকানো। তাঁর হৃদপিন্ড আর কলিজাটা ছিঁড়ে ফেলেছে হানাদার ও নিকৃষ্ট আলবদরেরা।
এই সেই ডাঃ ফজলে রাব্বি, যাঁর গোটা হৃদয় জুড়ে ছিলো বাংলাদেশ আর অসহায়র্ত মানুষ। যার হৃদয় জুড়ে ছিলো স্বাধীন বাংলাদেশের স্বপ্ন। হানাদার ও আল বদরের ঘৃণ্য নরপিশাচেরা সেই হৃদয়কে ছিঁড়ে ফেললেই কি সমগ্র বাংলার মানুষের হৃদয় থেকে কি তাঁকে বিছিন্ন করা যায়। যায়না।
আজকের দিনে আমরা হারিয়েছিলাম আমাদের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এই সন্তানকে।
হাজার বছর পরেও ডাঃ ফজলে রাব্বি থাকবেন আমাদের প্রাণে, হৃদয়ের গহীনে। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি এই কিংবদন্তি শহীদ বুদ্ধিজীবীকে। 🙏💞

© আহমাদ ইশতিয়াক।

20/11/2021

২০ মাস পর দেশে আজ করোনায় কোনো মৃত্যুর খবর নেই। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৭৮ জন।

01/11/2021

ডাঃ পলাশ কুমার দাস
এমবিবিএস
ডিটিসিডি
মেডিসিন,এ্যাজমা,যক্ষা ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ
চেম্বার : কুইন্স হসপিটাল (প্রাঃ) লিঃ
জেল রোড যশোর ।
রোগী দেখার সময় : প্রতিদিন বেলা ৫.০০টা থেকে রাত ৮.০০টা পর্যন্ত
শুক্রবার সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত

31/10/2021

ডাঃ প্রদীপ গাইন
এমবিবিএস
সিসিডি
ডায়াবেটিক বিশেষজ্ঞ কনসালটেন্ট
চেম্বার : চৈৗধুরী ফার্মেসী
লালদিঘীর পম্চিম পাড়
যশোর ।
রোগী দেখার সময় :
প্রতিদিন বিকাল ৫.৩০টা-৮.৩০টা পর্যন্ত

Want your practice to be the top-listed Clinic in Jessore?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Jogendra Nath Road, East Side Of Laldighi Jessore
Jessore
7400

Other Medical & Health in Jessore (show all)
Sopno Sopno
Naira
Jessore

Green City Nursing Institute,jashore Green City Nursing Institute,jashore
Jessore

নার্সিং পড়ি , ভবিষ্যৎ গড়ি ,রুগীর সেবা ক?

ভেষজ শেফা ভেষজ শেফা
Palbari , Jessore City, Jessore
Jessore, 7400

গ্যাস্ট্রিক /Ibs/পুরাতন আমাশা/কোষ্ঠকাঠিন্য চিরতরে চলে যাবে ইনশাআল্লাহ।

Dr. Bani Amin Dr. Bani Amin
Jessore, KOTCHANDPUR,JHENAIDAH

Consultation and Counselling

Good Health Good Health
Jessore

Health cearing

Dr M A Zaman Radiology And Imaging Center-DZRIC Dr M A Zaman Radiology And Imaging Center-DZRIC
Jessore

Institute for DMU ultrasound course

Jessore Hearing Care Centre Jessore Hearing Care Centre
Jail Road
Jessore, 7400

Here we have hearing aid machines. (various kinds of)

যশোর হিজামা কেয়ার/Jashore Hijama Care যশোর হিজামা কেয়ার/Jashore Hijama Care
Jessore, 7400

"নিশ্চয় হিজামায় শেফা রয়েছে" [মুসলিম,হা?

Brine Surgical House Brine Surgical House
Navaron, Sharsha
Jessore

Parag Pharmacy Parag Pharmacy
Jessore, 7470

Est. 2016 সকল প্রকার ঔষধ সুলভ মূল্যে পাওয়া য

C-grade pharmacy technician and healt Tips point. C-grade pharmacy technician and healt Tips point.
Savar, Dhaka
Jessore, 7620

Md: Faruk Hossain. Pharmacist ,Reg no :127654 Propitor: Mayer dowa pharmacy , Savar,Dhaka.

Noni Nursery - ননী ফল নার্সারি Noni Nursery - ননী ফল নার্সারি
ছাতিয়ানতলা (মল্লিকপাড়া, যশোর ফিলিংষ্ট্রেশনের পশ্চিম পাশে)
Jessore

আমরা কথায় নয় কাজে বিশ্বাসী বিফলে মূল্য ফেরত 100% গ্যারান্টি💯