Moshiahati Degree College
Mashiahati Degree College is an educational institution.Est.- 1970
যশোর জেলার মনিরামপুর উপজেলার শেষ প্রান্তে ৯৬ গ্রামের প্রাণকেন্দ্রে সংস্কৃতির পীঠস্থান মশিয়াহাটী পল্লীর এক মনোরম পরিবেশে ১৯৭০ সালে মহিয়াহাটী ডিগ্রী মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠা পায়। এই এলাকার গরীব ছাত্র/ছাত্রীদের উচ্চ শিক্ষার সুবিধার্থে মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠা ও উহার উন্নয়নের ক্ষেত্রে এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের সঙ্গে বিশেষভাবে সহায়তা করেন তৎকালীন সংসদ সদস্য মোঃ নূরুল ই
🎉 ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৪ 🎉
আয়োজনে: অঙ্কুর
দ্বিতীয়বারের মতো অঙ্কুর আয়োজন করতে যাচ্ছে "ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৪"। জলাবদ্ধ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে, তাদের সুস্থতার সামান্য প্রয়াস হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আমরা আপনার পাশে আছি, আপনার সুস্থতার সঙ্গী হতে!
📅 তারিখ: ১২ অক্টোবর, ২০২৪ (শনিবার)
⏰ সময়: সকাল ০৯.০০ টা থেকে দুপুর ০১:০০ টা
📍 স্থান: মশিয়াহাটী ডিগ্রী কলেজের অডিটোরিয়াম প্রাঙ্গন, মশিয়াহাটী, যশোর।
➡️ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও ওষুধ বিতরণের ব্যবস্থা থাকবে।
➡️ অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পরামর্শ পাওয়ার সুযোগ।
সমাজের যেকোনো স্তরের মানুষ এই ক্যাম্পে অংশগ্রহণ করতে পারবেন।
আপনার সুস্থতা, আমাদের অঙ্গীকার!
যোগাযোগ:
➡️01738-405590
➡️ 01896-139395
➡️01736-394395
📧 [email protected]
অঙ্কুর - মানুষের পাশে, সবসময়।
"মানবতার জয় হোক"
বিগত কয়েকদিনে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, পাইকগাছাসহ দেশের প্রায় ১০+ জেলার ৩৬ লাখ মানুষ ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। এমত অবস্থায় বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।
দেশের এই ক্রান্তিলগ্নে, একটি স্বেচ্ছাসেবী ও মানবতাবাদী সংগঠন হিসাবে 'অঙ্কুর' বন্যার্ত মানুষের কাছে সর্বোচ্চ সহযোগিতা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ।
তাই আসুন, আমরা সকলে ধর্ম-বর্ণ-মত নির্বিশেষে এই উদ্যোগে সামিল হয়ে ঐক্যবদ্ধভাবে বন্যার্তদের পাশে দাঁড়াই।💚
বন্যার্তদের সহায়তা প্রদানের মহৎ কাজের অংশীদার হতে চাইলে আমাদেরকে মোবাইল ব্যাংকিং বা অফলাইনের মাধ্যমে আর্থিক সহযোগিতা পাঠাতে পারেন।
মোবাইল ব্যাংকিকে টাকা পাঠানোর মাধ্যম-সমূহ:
🔷 BKash & Nagad (Personal Account)
✅ 01759-690764 - Tuhin Shuvra Mondal
✅ 01568-777989 - Amit Biswas
🔷 Rocket (Personal Account)
✅ 01738-4055904 _ Udayan Biswas
🔷 টাকা পাঠানোর জন্য অবশ্যই ★ Send Money ★ করবেন এবং রেফারেন্সে ★ Flood Aid ★ লিখে দেবেন।
বি. দ্র: আপনাদের থেকে সংগৃহীত অর্থ সাহায্য যথাযথ স্থানে পৌঁছে দিয়ে সকল তথ্যসহ সম্পূর্ণ হিসাব পেজ থেকে পোস্ট করা হবে।
#বন্যা #বন্যার_সাহায্য #ফেনী #ফেনীর_বন্যা #সিলেট #কুমিল্লার #অঙ্কুর #নোয়াখালী #চট্টগ্রাম #পাইকগাছা
এতদ্বারা মশিয়াহাটী ডিগ্রী কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে,মশিয়াহাটী ডিগ্রী কলেজের সুবর্ন জয়ন্তী (৫০ বছর) পালনের লক্ষ্যে আগামী ১৯/৭/২০২৪ খ্রিঃ তারিখে আহ্বায়ক কমিটি গঠনের জন্য এক মতবিনিময় সভা আহ্বান করা যাচ্ছে।উক্ত মতবিনিময় সভায় আপনার সদয় উপস্থিতি কামনা করছি
স্থানঃ কলেজ অডিটোরিয়াম
সময়ঃ বিকাল ৪.৩০ মিঃ আহ্বানে
অধ্যক্ষ
মশিয়াহাটী ডিগ্রী কলেজ
মণিরামপুর,যশোর,
বন্ধুদের পুনর্মিলনী হলো জীবনের সেই মুহূর্ত যেখানে পুরোনো স্মৃতিরা আবার জীবন্ত হয়ে ওঠে। পুরোনো দিনের গল্প, হাসি-মজা আর নতুন অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমরা আবার সেই সোনালী অতীতে ফিরে যাই। এটি শুধু স্মৃতি রোমন্থনের সুযোগই নয়, বরং আমাদের সম্পর্ককে নতুন করে ঝালাই করার একটি সেরা উপায়।
HSC-2011 💝
মশিয়াহাটী ডিগ্রী কলেজ
মশিয়াহাটী ডিগ্রী কলেজের সাফল্য
**********************
---------------এসকে আক্তারুজ্জামান
মণিরামপুরের ঐতিহ্যবাহি মশিয়াহাটী ডিগ্রী কলেজটি অভয়নগর ও মণিরামপুরের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। কলেজটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত এ কলেজের অসংখ্য শিক্ষার্থীরা বিসিএস ক্যাডার, এমবিবিএস ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস নার্স, প্রভাষক, শিক্ষকসহ বিভিন্ন স্তরে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। ২০২৪ সালেও এ ধারা অব্যাহত রয়েছে। এবছর (২০২৪ সালে) ১৪ শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: অভয়নগরের মশিয়াহাটী গ্রামের অম্বরীশ রায়ের মেয়ে অন্তরা রায়, মণিরামপুরের বাহাদুরপুর গ্রামের কানুলাল বিশ্বাসের ছেলে চক্রধর বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। মণিরামপুর উপজেলার ডাঙ্গামহিষদিয়া গ্রামের জুলফিকার আহম্মেদ এর মেয়ে সাদিয়া আফরোজ, কুলটিয়া গ্রামের অশোক রায়ের ছেলে অর্ণব রায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। নেহালপুর গ্রামের তপন কুমার চন্দ্র এর ছেলে পঙ্গজ রায়, হাটগাছা গ্রামের সুকদেব এর মেয়ে প্রজ্ঞা মন্ডল, ভুলবাড়িয়া গ্রামের প্রাণেশ বিশ্বাসের মেয়ে লাবণ্য বিশ্বাস, সুজাতপুর গ্রামের প্রদীপ সরকারের মেয়ে পলি সরকার, সানোয়ার হোসেন গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এছাড়া উপজেলার সুজাতপুর সনজিত মন্ডলের মেয়ে মুক্তি মন্ডল, খুলনার বিএসসি নার্সিং ইন্সিটিটিউটে ও কুলটিয়া গ্রামের শেখর মন্ডলের মেয়ে অর্থি মন্ডল, যশোরের নর্সিং ইন্সিটিটিউটে ভর্তির সুযোগ পেয়েছে। একই উপজেলার ভুলবাড়িয়া গ্রামের বিদ্যা সরকারের মেয়ে বন্যা বিশ্বাস, অভয়নগরের ডহরমশিয়া গ্রামের বাদল মন্ডলের মেয়ে মৌটুসি মন্ডল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমান ও মণিরামপুর উপজেলার পোড়াডাঙ্গা গ্রামের গৌতম কুমার মজুমদারের মেয়ে মন্দিরা মজুমদার গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমান রয়েছে। এ ব্যাপারে অধ্যক্ষ মণিশান্ত মন্ডল বলেন, কমিটি ও শিক্ষকদের সহায়তায় মশিয়াহাটী ডিগ্রী কলেজের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছি।
এসএসসি পরীক্ষা-২০২৪ এর ফলাফল
মশিয়াহাটী উচ্চ বিদ্যালয়
কুলটিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়
নেহালপুর স্কুল & কলেজ
পয়লা বৈশাখ নববর্ষ হিসেবে নাগরিক সমাজ পালন করতে শুরু করে শতবর্ষ আগে। আর ৬০-৭০ বছর আগে পাকিস্তানিদের বাধার মুখে এটা বাঙালিরা তীব্রভাবে বিপুলভাবে পালন করতে শুরু করে। বাংলাদেশে পয়লা বৈশাখ নিয়ে যে প্রাণের উচ্ছ্বাস দেখা দেয়, লাখো মানুষ সুন্দর জামাকাপড় পরে যেভাবে এই দিনে বেরিয়ে পড়েন ঘর থেকে, এটা কিন্তু পশ্চিম বাংলায় দেখা দেয় না। মঙ্গল শোভাযাত্রা প্রথম যেবার চারুকলা থেকে বের হয়েছিল, ১৯৮৯ সালে, সেই মিছিলে আমিও ছিলাম। এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবেই প্রথম মঙ্গল শোভাযাত্রা বেরিয়েছিল বলে মনে পড়ে। আজ তা ইউনেসকোর স্বীকৃতি পেয়েছে।
কিন্তু যে পয়লা বৈশাখ আর বাংলা পঞ্জিকা যে কৃষকের, শ্রমিকের, ক্ষুদ্র ব্যবসায়ীর ছিল, ছিল মেলার দিকে সারা বছর পথ চেয়ে বসে থাকা কুমারের, কামারের, তাঁতির, জোলার, বাঁশ-বেতের কারিগরদের, তাদের কাছে নববর্ষ ফিরিয়ে দিতে হবে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে রথীন্দ্রনাথ রায়ের গানটা বাজত, এখনো বাজে:
গরিবের নিঃস্বের ফকিরের
ছোটদের বড়দের সকলের
আমার এ দেশ সব মানুষের।
আর একই কথা নববর্ষ নিয়েও বলা যায়। নববর্ষ সব মানুষের।
এই বাংলাদেশ যেন শুধু লুটেরা ধনিকের না হয়, ব্যাংকমালিকের না হয়, ব্যাংক লুটেরার না হয়, আমলাতন্ত্রের না হয়, বণিকশ্রেণির না হয়, করপোরেট মোগলদের না হয়। বঙ্গবন্ধু বলতেন, এ দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে। তা করতে হলে বৈষম্য কমাতে হবে। লুটতরাজ, মানি লন্ডারিং, ব্যাংক লুট, দুর্নীতি বন্ধ করতে হবে।
এই বাংলাদেশ কেবল বাঙালির নয়, কেবল পুরুষের নয়, কেবল মুসলমানের নয়। এই বাংলাদেশ অবাঙালিদেরও, আমাদের জনজাতিগুলোর, আমাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর, এমনকি উর্দুভাষীদের—এই বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সব মানুষের এবং এই বাংলাদেশ কেবল পুরুষের নয়, নারীর।
নির্মলেন্দু গুণের কবিতায় আছে, এই সব বর্ণমালা নিতে হবে ভূমিহীনের ঘরে।
আজ আমরা বলব, এই সব নববর্ষের আনন্দ নিয়ে যেতে হবে বাংলার কৃষকের ঘরে, শ্রমিকের ঘরে, দিনমজুরের ঘরে, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঘরে, প্রত্যন্ত এলাকায়, কুড়িগ্রামের চরে, সুন্দরবনের উপকূলের জনপদে, পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি বসতিতে।
শুভ নববর্ষ ১৪৩১।
আনিসুল হক প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও সাহিত্যিক
উচ্চশিক্ষায় বিদেশে যেতে প্রস্তুতি কেমন, জেনে নিন ধাপগুলো
ফাইল ছবি
উন্নত ক্যারিয়ার ও উত্তম জীবনযাত্রার উৎকৃষ্ট নির্ণায়ক হলো বিদেশে উচ্চশিক্ষা। আর সে জন্য প্রতিবছর হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান তাঁদের স্বপ্নের দেশে। বিদেশি ইউনিভার্সিটির প্রাঙ্গণে প্রবেশের প্রথম দিনটির পেছনে থাকে শত প্রচেষ্টা। ন্যূনতম এক বছরের একটি সুপরিকল্পিত কার্যকলাপের উত্তরোত্তর সফলতার চূড়ান্ত ফল হিসেবে পেরোনো যায় দেশের সীমানা। এ পরিকল্পনার জন্য প্রথমেই প্রয়োজন সঠিক তথ্যভান্ডার। এ জায়গায় ঘাটতি থাকলে পুরো পরিকল্পনা বিফলে যেতে পারে। যে যে ধাপ অনুসরণ করা যেতে পারে—
সংকল্প এবং পরিকল্পনা
সবার আগে যে বিষয়টি সুনিশ্চিত করতে হবে তা হলো, দেশের বাইরে পড়তে যাওয়ার জন্য চূড়ান্তভাবে মনস্থির করা। সম্পূর্ণ মনস্তাত্ত্বিক দিক হলেও পরবর্তী সময়ে উচ্চশিক্ষার জন্য আবেদনের সময় এর প্রভাব পড়ে থাকে। যেহেতু এখানে নিজের যোগ্যতা প্রমাণের পরীক্ষা দিতে হয়, তাই মানসিক ও শারীরিক শ্রমের পাশাপাশি একটি উল্লেখযোগ্য পরিমাণে সময় ও অর্থের খরচ করতে হয়। এ ক্ষেত্রে প্রথমেই যেকোনো সম্ভাব্য কার্যক্রমের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য মনস্থির করা আবশ্যক।
আর এর মনস্থির হওয়া সামনের প্রতিটি কাজের জন্য পরিকল্পনা করতে সাহায্য করবে। অনেকের ক্ষেত্রে এই সংকল্প ও পরিকল্পনার যুগপৎ ক্রমবিকাশ ঘটে ব্যাচেলর ডিগ্রি নেওয়ার শুরু থেকেই। চাকরির বাজারের জন্য সবচেয়ে উপযুক্ত বিষয়টি নির্বাচন সাধারণত এ সময়ে করা হয়ে থাকে। এর ধারাবাহিকতায় পরবর্তী সময়ে স্নাতক শেষ করে সেই বিষয়ে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পড়তে যাওয়া যায়।
আন্ডারগ্র্যাজুয়েশনের এ সময়টাতে উচ্চশিক্ষার পরিকল্পনায় রসদ জোগাতে সহায়ক হতে পারে ক্যারিয়ার ও বিদেশে উচ্চশিক্ষার ওপর বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ অথবা কাউন্সেলিং। তবে দিন শেষে মনস্থির করতে হবে নিজেকেই।
ভাষার দক্ষতা পরীক্ষা
ভাষার দক্ষতার ক্ষেত্রে বিশেষ করে ইংরেজি ভাষার দক্ষতা যাচাই বিদেশে উচ্চশিক্ষার যোগ্যতা প্রমাণের প্রথম ধাপ। অধিকাংশ উন্নত বিশ্বের দেশগুলোতে পড়াশোনার জন্য প্রয়োজন হয় ইংরেজি ভাষার। ইউরোপের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের জন্য অন্য ভাষাতে দক্ষ হওয়ার প্রয়োজন হয়। এগুলোর মধ্যে প্রধান ভাষাগুলো হলো ম্যান্ডারিন চায়নিজ, জার্মান, ফরাসি, আরবি ও জাপানিজ। ইংরেজি ভাষার শংসাপত্রগুলোর ক্ষেত্রে বেশির ভাগ বিশ্ববিদ্যালয়গুলো একাডেমিক আইইএলটিএস (ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম), টোয়েফল (টেস্ট অব ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ) গ্রহণ করে থাকে।
যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়ে ভাষার দক্ষতার সার্টিফিকেট নেওয়ার জন্য ব্রিটিশ কাউন্সিল, আইডিপি (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম), ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট সেরা মাধ্যম।
আরও পড়ুন
এমপিওভুক্ত শিক্ষকেরাও পেতে যাচ্ছেন বদলির সুযোগ
এমপিওভুক্ত শিক্ষকেরাও পেতে যাচ্ছেন বদলির সুযোগ
ফাইল ছবি
গবেষণা, বিশ্লেষণ ও নির্বাচন
আগে পরিকল্পনার খসড়াকে পরিপূর্ণ রূপদান করতে পারে এই বিশ্লেষণধর্মী গবেষণা। এটি মূলত কোনো পর্যায়ক্রমিক ধাপ নয়; বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতির জন্য প্রতিটি ক্ষেত্রে এ গবেষণা প্রয়োজন। প্রাথমিকভাবে কোর্স, বিশ্ববিদ্যালয় এবং তাদের অবস্থানগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে। কোর্সের ভেতরে কী কী অন্তর্ভুক্ত আছে, নির্দিষ্ট বিষয়টি নিয়ে গবেষণার সুযোগ, ক্যাম্পাসের জীবন ও কর্মসংস্থানের সম্ভাবনাগুলো যাচাই করতে হবে। এর জন্য ক্যারিয়ার ও উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার, কাউন্সেলিং খুব কাজে লাগে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অথবা শিক্ষকদের কাছ থেকেও পরামর্শ নেওয়া যেতে পারে।
বর্তমানে তথ্য-প্রযুক্তির যুগে এই গুরুত্বপূর্ণ কাজটি সহজে করা যায় ফেসবুকের মাধ্যমে। এখন বেশ কিছু ফেসবুক গ্রুপ আছে, যেগুলোতে প্রায়ই উচ্চশিক্ষা নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার খরচ এবং বৃত্তির ব্যাপারে সুস্পষ্টভাবে জেনে নেওয়া বাঞ্ছনীয়। এসব দিক বিবেচনা করে দুই থেকে তিনটি আদর্শ গন্তব্য বাছাই করা যেতে পারে। অতঃপর প্রতিটির সুবিধা ও অসুবিধা তুলনা করতে হবে।
একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন
যাঁদের সিজিপি ভালো, তাঁরা একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করে থাকেন। একাধিক আবেদনের মূলে থাকবে চূড়ান্ত শিক্ষাবর্ষের থিসিস বা প্রোজেক্ট পেপার। গুরুত্বপূর্ণ নথিটির মাধ্যমে আরও ভালোভাবে অল্পকথায় পরিবেশন করতে হবে থিসিসের সম্ভাবনাময় দিকগুলো। এ আবেদনের মুহূর্তে প্রথম খেয়াল রাখতে হবে ভর্তির প্রয়োজনীয় নির্দেশনাগুলো ঠিকভাবে পড়া হচ্ছে কি না। আবেদন সফল হওয়া এই নির্দেশনাগুলো সঠিকভাবে অনুসরণের ওপর নির্ভরশীল। এর জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের আদ্যোপান্ত ভালোভাবে দেখা উচিত। কিছু বিশ্ববিদ্যালয় আবেদনের জন্য সংগত কাগজপত্রের শুধু ডিজিটাল কপি চায়; কিছু আছে ডিজিটাল স্ক্যান ছাড়াও পোস্টের মাধ্যমে ফিজিক্যাল কপি পাঠানোর নির্দেশনা দেয়। এসব কাগজপত্রের ব্যবস্থা করা বিশেষ করে প্রতিটি সার্টিফিকেটে তথ্যের সামঞ্জস্যতা বিধান করতে হবে।
আরও পড়ুন
ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম, টোফেলে ৯০ বা আইইএলটিএসে ৭ স্কোর থাকলে বৃত্তির আবেদন
ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম, টোফেলে ৯০ বা আইইএলটিএসে ৭ স্কোর থাকলে বৃত্তির আবেদন
ফান্ডিংয়ের ব্যবস্থা
ইতিমধ্যে যে দেশ বা বিশ্ববিদ্যালয় পড়াশোনার জন্য ঠিক করার হয়েছে; এবার তার জন্য আনুষঙ্গিক খরচ জোগাড়ের পালা। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর প্রভৃতি দেশে টিউশন ফির পরিমাণ অনেক বেশি।
পড়াশোনা করার সময় কাজ করা যেতে পারে, কিন্তু শুধু খণ্ডকালীন চাকরি করে পড়াশোনার খরচ বহন সম্ভব নয়। তা ছাড়া এটি পড়াশোনায় চাপের মাত্রা বাড়িয়ে দিতে পারে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের জন্য প্রতি সপ্তাহে সীমিত সংখ্যক ঘণ্টা বরাদ্দ থাকে।
নরওয়ে, জার্মানি ও চীনের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তাদের জাতীয়তা নির্বিশেষে সব আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা মূল্যে ডিগ্রি প্রদান করে। কিন্তু এর বাইরে আছে জীবনযাত্রার বিশাল খরচ। তাই বৃত্তির জন্য আবেদন করা ফান্ডিং সেরা উপায়।
এ ছাড়া দেশের বাইরে যাওয়ার আগে সে দেশে থাকার যাবতীয় ব্যয়ভার বহনের জন্য ব্যাংক ব্যালান্স দেখানোর ব্যাপারটি মাথায় রাখতে হবে।
ফাইল ছবি
ভিসা প্রসেস
যে দেশে পড়াশোনার জন্য চেষ্টা চলছে, সে দেশে যাওয়ার জন্য এবার অনুমতি নেওয়ার পালা। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে সংক্ষিপ্ত ভাষা কোর্সে কখনো কখনো ট্যুরিস্ট ভিসায় অধ্যয়নের অনুমতি দেওয়া হয়। তবে তিন মাসের বেশি সময় ধরে প্রায় সব কোর্সের জন্য স্টুডেন্ট ভিসার আবেদন করতে হবে। সাধারণত স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার আগে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির জন্য অফার লেটার পেতে হবে। প্রয়োজনীয় ভর্তি ফি প্রদানের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় নথি সরবরাহ করবে।
ভিসার প্রক্রিয়া দেশ থেকে দেশে ভিন্ন হয়। তাই ভিসা আবেদনের মুহূর্তে প্রাসঙ্গিক নিয়মগুলো পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতে হবে।
আরও পড়ুন
যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্কতা জারি করল ইউজিসি
যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্কতা জারি করল ইউজিসি
আবাসনের ব্যবস্থা করা
কিছু বিদেশি বিশ্ববিদ্যালয় তাদের প্রোগ্রামে ভর্তি বাবদ শিক্ষার্থীদের আবাসন সরবরাহ করে বা ভালো পরিমাণের বৃত্তি পাওয়া গেলে তাতে আবাসনের ব্যবস্থা করা সম্ভব হয়। এর বাইরে বিভিন্ন ধরনের আবাসনের ব্যবস্থার সময় শিক্ষার্থীরা নানা সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তাই থাকার জায়গাটি নিজের দেশ থেকে ঠিক করে যাওয়া উত্তম।
বিদেশে উচ্চশিক্ষার সময় স্টুডেন্ট ডরমিটরি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি থাকার জন্য বেশ ভালো উপায়। সাধারণত সব ডরমিটরি আলাদা থাকে, কিন্তু কখনো রান্নাঘর বা বাথরুম শেয়ার করতে হতে পারে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শেয়ার করে থাকা সাশ্রয়ের মধ্যে আরেকটি ভালো উপায়। এটি হতে পারে কোনো একজন বা পুরো পরিবারের সঙ্গে বসবাস করা; বাংলাদেশে যেটাকে সাবলেট বলা হয়।
এগুলোর বিকল্প হিসেবে আছে অ্যাপার্টমেন্ট। এই মাধ্যমে আলাদাভাবে নিজের মতো করে থাকা গেলেও একটু বেশি খরচ গুনতে হবে। অনেকে একসঙ্গে কয়েকজন মিলে একটা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকে।
ভ্রমণের প্রস্তুতি
সবকিছুর প্রস্তুতি শেষ; এবার সময় হলো বিমানে ওঠার। যতটা সম্ভব আগেভাগে বিমানের টিকিট করে রাখা ভালো। এতে টিকিটের খরচ বাঁচানো যায়। টিকিটের জন্য বাতিল বা পরিবর্তন নীতিগুলো যাচাই করে নিতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্লাস কবে শুরু হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। তার আগে যথেষ্ট সময় রেখে সে দেশে পৌঁছাতে হবে। কেননা পারিপার্শ্বিকতার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কিছু সময় প্রয়োজন।
লাগেজ গোছানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট এয়ারলাইনের নির্দেশনাগুলোর দিকে যথাযথ দৃষ্টি রাখতে হবে। প্রতিটি এয়ারলাইনেরই নির্দিষ্ট সীমারেখা থাকে। অতিরিক্ত স্যুটকেস বা লাগেজের জন্য অতিরিক্ত অর্থ প্রদান করতে হয়। তবে গোছগাছের সময় যেসব জিনিস মনে রাখা অত্যন্ত জরুরি, সেগুলো হলো স্টুডেন্ট আইডি, পাসপোর্ট এবং কিছু প্রয়োজনীয় ওষুধ। এর সঙ্গে ভারসাম্য বজায় রাখতে হবে নিত্যব্যবহার্য জিনিসপত্রের।
এসব পদক্ষেপের সঠিক অনুসরণ বিদেশে উচ্চাশিক্ষার জন্য যাবতীয় পরিশ্রমকে সার্থক করে তুলতে পারে। এখানে বলা বাহুল্য যে জীবনের প্রতিটি অর্জনের অন্তরালে নিজেকে প্রমাণের প্রাণান্তকর প্রচেষ্টা অনস্বীকার্য। বিদেশে উচ্চশিক্ষার জন্য নিজেকে প্রস্তুত করার ক্ষেত্রেও তা প্রযোজ্য। শিক্ষাজীবনের প্রতিটি ফাইনাল পরীক্ষার মতো দেশের বাইরের বিদ্যাপীঠগুলোতে পড়াশোনার জন্য নিজের যোগ্যতা প্রমাণের পরীক্ষায় উতরে যেতে হয়। স্বভাবতই পরীক্ষার আগের দিনগুলোর প্রস্তুতির মতো এখানেও উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়া সম্পূর্ণ নির্ভর করে পূর্বপ্রস্তুতির ওপর।
ওং দিব্যান্ লোকান্ স গচ্ছতু
মশিয়াহাটী ডিগ্রী কলেজের সংস্কৃত বিষয়ের সহকারী অধ্যাপক, বাবু তুহিন শুভ্র চক্রবর্তী চলে গেলেন না ফেরার দেশে।
তাঁর এই অকাল প্রয়াণে মশিয়াহাটী ডিগ্রী কলেজ পরিবার (Mashiahati Degree College Family) শোকস্তব্ধ।
ঈশ্বর তাঁর বিদেহী আত্মাকে স্বর্গবাসী করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার ক্ষমতা দান করুন।🙏🙏🙏
সুদীর্ঘ চাকুরি জীবন সম্পন্ন করে অবসরে গেলেন, মশিয়াহাটী ডিগ্রী কলেজের বটবৃক্ষ, সৎ এবং কর্মনিষ্ঠ কোষাধ্যক্ষ বাবু দশরথ বিশ্বাস। ০১.০৩.১৯৮৪ খ্রিস্টাব্দ তারিখে তিনি কোষাধ্যক্ষ পদে যোগদান করেন।
কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ের অধ্যক্ষ, শ্রী পরমানন্দ রায়ের সময় থেকে অত্যন্ত সততা এবং কর্তব্যনিষ্ঠার সাথে পালন করে আসছিলেন তার দায়িত্ব। অবশেষে গত ১১ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দে অবসরপ্রাপ্ত হন বহুমুখী প্রতিভাধর এই ব্যক্তি।
একজন কোষাধ্যক্ষের কাজ হল, প্রতিষ্ঠানের যাবতীয় আয় এবং ব্যয়ের হিসাব-নিকাশ করা। তিনি অদ্যাবধি অত্যন্ত সততার সাথে এই দায়িত্ব পালন করেছেন।
তার নীরোগ,দীর্ঘায়ু এবং সুখময় ভবিষ্যৎ জীবনের প্রার্থনা করে মশিয়াহাটী ডিগ্রী কলেজ পরিবার (Mashiahati Degree College Family) তাকে ১১.০৩.২০২৪ খ্রি. তারিখে আনুষ্ঠানিক বিদায় জানায়।
পিঠামেলার আয়োজন:
মাছরাঙা টেলিভিশনের পর্দায়
স্বাধীন দেশের নাগরিক হিসেবে, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়া আপনার কর্তব্য।
অতএব কেউ ঘরে বসে না থেকে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
এইচএসসি পরীক্ষার ফলাফল-২০২৩
মশিয়াহাটী ডিগ্রী কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং এই পেজের একজন সক্রিয় এডমিন,শ্রীমতি Chhanda Ray বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) এর সহকারী পরিচালক (৯ম গ্রেড) হতে উপপরিচালক (৬ষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি পেয়েছেন।
তার এ পদোন্নতি তে মশিয়াহাটী ডিগ্রী কলেজ পরিবার (Mashiahati Degree College Family) এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।🏅🏅🏅
না ফেরার দেশে পাড়ি দিলেন মশিয়াহাটী ডিগ্রি কলেজের সহপ্রতিষ্ঠাতা ও প্রথম দাতা সদস্য লখাইডাঙ্গা নিবাসী বাবু মহেন্দ্রনাথ রায়। গতকাল ২৫.১০.২০২৩ খ্রিষ্টাব্দে সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় তিনি ইহধামের মায়া ত্যাগ করেন।
"ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু"
মশিয়াহাটী ডিগ্রী কলেজের প্রাক্তন প্রভাষক শ্রী গৌর চন্দ্র মল্লিক(মৃত)'র স্ত্রী রত্না ধর আজ ২৪ অক্টোবর, ২০২৩ খ্রি. সকাল ৯ঃ৪০ ঘটিকায় পরলোকগমন করেন।
তিনি কুলটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। একাধারে তিনি সমাজসেবী, আদর্শ শিক্ষক এবং পরোপকারী হিসেবে সমাজে সর্বজন পরিচিত ছিলেন।
মশিয়াহাটী ডিগ্রী কলেজ পরিবার (Mashiahati Degree College Family) তাঁর বিদেহী আত্মার শান্তিকামনা এবং পরিবারের সদস্যদের শোক কাটিয়ে ওঠার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছে🙏🙏🙏
এসএসসি পরীক্ষা-২০২৩ এর ফলাফল
মশিয়াহাটী উচ্চ বিদ্যালয় ও কুলটিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়
মশিয়াহাটী ডিগ্রী কলেজে অনার্স ২২-২৩ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির আবেদন চলছে।৫/০৪/২৩ হতে ৮/০৫/২৩ পর্যন্ত চলবে।
যোগাযোগ
অধ্যক্ষ-০১৭৭২৯৪৩৫২৮
কৃষ্ণপদ মন্ডল-০১৭২১৫৩৪১৪০
চন্দন রায়-০১৭১২৮৬৫৪১৬
এবার যারা এইচ এস সি পাশ করল, তাদের উদ্দেশ্য :
-------------------------------------------------------------------------
সংবাদ বিজ্ঞপ্তি
রাবিতে ভর্তির আবেদন শুরু ১৫ মার্চ থেকে
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১২ ফেব্রুয়ারি ২০২৩:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন ১৫ মার্চ দুপুর ১২টা থেকে ২৭ মার্চ ২০২৩ রাত ১২টা পর্যন্ত চলবে। চূড়ান্ত আবেদন ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ১৫ এপ্রিল ২০২৩ রাত ১২টা পর্যন্ত করা যাবে। A, B ও C এই তিন ইউনিটে ভর্তি পরীক্ষা ২৯ থেকে ৩১ মে ২০২৩ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা ও বিকেল ৩:৩০ মিনিট থেকে ৪:৩০ মিনিট পর্যন্ত চার শিফটে অনুষ্ঠিত হবে।
কেবলমাত্র ২০২১ ও ২০২২ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। ভর্তিচ্ছু শিক্ষার্থী যে ইউনিটেই আবেদন করুক না কেনো সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
ভর্তির জন্য A (মানবিক) ইউনিটে আছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। B (বাণিজ্য) ইউনিটে আছে বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট। C (বিজ্ঞান) ইউনিটে আছে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ।
২০২১ ও ২০২২ সালের এইচএসসি বা সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারগরী শিক্ষাবোর্ডের আওতায় এইচএসসি ভোকেশনাল, A লেভেল ও অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। সনাতন পদ্ধতিতে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না।
ভর্তির জন্য মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ এবং বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। জিসিই O লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B ও ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড পেতে হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে চূড়ান্ত আবেদনকালে অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে।
MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘন্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd ও সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।
অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর
University of Rajshahi – Official website for Rajshahi University Founded 6 July, 1953 Green Campus 753 Acres Faculty Members 1200+ Students 30000+ Welcome to the University of Rajshahi The University of Rajshahi is one of the largest universities in the country and the largest with the highest seat of learning in the northern region of Bangladesh. After its found...
এলাকার কিছু বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফলাফল।
#মশিয়াহাটী কেন্দ্রে সর্বোচ্চসংখ্যক জিপিএ-5 পেয়েছে
#ভবানীপুর রামোত্তম মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৭ জন।
#নেহালপুর কেন্দ্রে সর্বোচ্চসংখ্যক জিপিএ-5 পেয়েছে নেহালপুর স্কুল এন্ড কলেজ থেকে ২৪ জন।
#মশিয়াহাটী বহুহুখী উচ্চ বিদ্যালয়:
জিপিএ-5 পেয়েছে ১৪ জন।
#কুলটিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়:
জিপিএ-5 পেয়েছে ১৩ জন।
শোক বার্তা:
মশিয়াহাটী ডিগ্রি কলেজের HSC পরীক্ষার্থী জয় মন্ডল আজ দুপুর ১২:৩০মি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করায় আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের মাননীয় উপাচার্য স্যারের শুভেচ্ছা বার্তা
https://fb.watch/erQwClwhMz/
HSC Result 2021
GPA 5=29
মশিয়াহাটী ডিগ্রি কলেজ পরিবারের সদস্য (এইচএসসি-২০০০ ব্যাচ)
ডা. মিত্রা বিশ্বাস (Dr-Mitra Biswas ) বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ বিদ্যাপীঠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (BSMMU) থেকে গাইনেকোলজি এন্ড অবসটেট্রিকস বিষয়ে মাস্টার্স ইন সার্জারি ডিগ্রি অর্জন করে একজন #প্রসূতি_ও_স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃতি লাভ করায় অভিনন্দন জানাই।
ডা. মিত্রা বিশ্বাস, এমবিবিএস, এমএস (গাইনি এন্ড অবস্), এফসিপিএস পার্ট-2 (গাইনি এন্ড অবস্,)
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the university
Telephone
Address
Moshiahati, Monirampur
Jessore
7460
Air Port Road , Arabpur
Jessore, 7400
Join Cantonment College Friends Network.
Jessore
তোমাদের স্মৃতি গুলো দাও, আমরা তা সকলের কাছে ফেরি করে পৌঁছে দেবো। জানাবো ক্যান্টের অর্জন সমূহ..!
Jessore, 7400
it's our school and college so it's our duty to make our college the best one of jessore all over the country
Arabpur Mor
Jessore, 7400
Cantonment College, Jessore is a college located in Arabpur, Jessore, Bangladesh covering 20 acres. Established in 1969, the college, which has 3500 students and 80 teachers, is re...
Raghunath Nagar, Jhikargaccha
Jessore, 7420
Raghunath Nagar Higher Secondary School Jhikargacha, Jessore.
Khorki, Khulna
Jessore, 7400
Michael Madhushudan University College, Jessore is our Best University College of South-West Bengal.
Bankra Degree College Road
Jessore, 7420
Official page of "Bankra Degree College", situated on the bank of KOPOTAKKHO river at Bankra Union of Jhikargachha Upazila under Jessore district.
Jessore, 7400
একটি ব্যতিক্রমধর্মী কওমী মাদরাসা