Lukochuri - লুকোচুরি
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lukochuri - লুকোচুরি, Digital creator, Jhenida.
وَلَـلۡاٰخِرَةُ خَيۡرٌ لَّكَ مِنَ الۡاُوۡلٰىؕ
আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।
সূরা দুহা(৯৩/৪)
Viral Postt
হেদায়েত প্রাপ্ত গল্পগুলো।।
ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী জেলা।।
হেদায়েত পাওয়ার আমলল
🥰
রাসূল সাঃ বলেছেন,
মুমিনের জীবনে যত বিপদ আসে প্রতিটি বিপদের বিনিময়েই আল্লাহ তার গুনাহ মাফ করে দেন।এমনকি একটি কাঁটা ফুটলেও।
💜 সহীহ আল বুখারী 💜
হাত, পা, কান, চক্ষু এবং চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে(আল্লাহু আকবার)[সূরা নুর ২৪]
Viral Post হেদায়েত পাওয়ার আমলAlhumdulillah 🖤Islamic
যাদের নিজেদেরই খাবারের ঠিক নেই তারা খাবার তুলে দিচ্ছে অসহায় প্রাণীর মুখে।
ভালবাসা রইলো এই মানুষ গুলোর প্রতি।❤
Viral Post
জিজ্ঞেস করা হলো, সিজদাহর ক্ষমতা কতটুকু?
জবাবে বলা হলো, সাড়ে ছয়শ পাখা থাকা সত্ত্বেও জিবরাইল আলাইহিস সালাম যে দূরত্ব অতিক্রম করতে সক্ষম হননি কখনো; বান্দার এক সিজদাহ অনায়াসেই সেই দূরত্ব অতিক্রম করতে সক্ষম।
বই: জীবনের ভাঁজে ভাঁজে
Viral Post
একদিন নবী (সা.) সাহাবীদের সাথে মক্কায় ছিলেন। হঠাৎ করে প্রচণ্ড শীত পড়তে শুরু করল। শীত এতটাই তীব্র ছিল যে, সাহাবারা তাদের পোশাক আরও জড়িয়ে নিলেন। তখন নবী (সা.) বললেন,
"আল্লাহর কসম! কিয়ামতের দিনের শীত এই শীতের চেয়েও অধিক তীব্র হবে। মানুষ সেই শীতে এতটাই কষ্ট পাবে যে, তারা তাদের ঠোঁট গিলে ফেলবে।"
(📓- বুখারীঃ ৬৬০১)
রসূলুল্লাহ ﷺ বলেছেন,
জান্নাতের একটি রত্ন ভান্ডার হলো
"লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ"
[সহীহ বুখারী হা/নং: ৬৩৮৪]
নেককার স্ত্রী হলো রাজার মাথায় থাকা সোনার তাজের মতো, যা রাজার শানশৌকত বাড়িয়ে দেয়। আর বদকার স্ত্রী হলো বৃদ্ধের পিঠে ভারী বোঝার মতো, যার ভারে বৃদ্ধ কুঁজো হয়ে যায়।
— আব্দুর রহমান ইবনু আবযা (রহ.)
[মুসান্নাফ ইবনে আবী শায়বাহ, ১৭৪২৮]
Ma sha Allah ❤️
Viral Post
হেদায়েত পাওয়ার আমল Islamic Lukochuri - লুকোচুরি
মুসলিম নারীরা যেভাবে পর্দা করে ❤️
গভীর রাতের ইবাদত আল্লাহ তায়ালা বেশি পূরন করেন।। ❤️❤️
❤️❤️
Lukochuri - লুকোচুরি Alhumdulillah 🖤 হেদায়েত পাওয়ার আমল Viral Post Islamic
⭕ যে বেক্তি সুরা ইখলাস'কে ভালোবাসবে,,
সেই সুরা তাকে জান্নাতে প্রবেশ করাবে..।"
(সহিহ তিরমিজি-২৯০১)🥀🥀
আমি এক শায়েখকে বলতে শুনেছি:-
হে,নামাজ ত্যাগকারী, তোমার বিপদ তো ইবলিশের বিপদের চেয়েও বড়।
কারণ -ইবলিশ আদম(আ:)কে সেজদা করতে অস্বীকার করেছিলো,আর তুমিতো আদম(আ:) এর প্রতিপালককে সেজদা করতে অস্বীকার করছো।।
⭕ "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"
কি ভাবছেন কেউ মারা গেছে!!!
না কেউ মারা যায়নি।
আমাদের দেশে এই দোয়াটা সাধারণত পড়া হয় কেউ মারা গেলে।
আসলে অর্থ না বোঝলে যেটা হয়।
★ মূলত এই দোয়াটি এসেছে সূরা আল-বাকারাহ এর ১৫৬ নম্বর আয়াত থেকে। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" এ দোয়াটি ১৫৬ নম্বর আয়াতের শেষের দিকের অংশ।
★ এটি শুধু কেউ মারা গেলেই পড়তে হয়না। মূলত এটা পড়তে হয় বিপদে পড়লে।
সূরা আল-বাকারাহ এর ১৫৬ নম্বর আয়াতটি দেয়া হলঃ
الَّذِیۡنَ اِذَاۤ اَصَابَتۡہُمۡ مُّصِیۡبَۃٌ ۙ قَالُوۡۤا اِنَّا لِلّٰہِ وَ اِنَّاۤ اِلَیۡہِ رٰجِعُوۡنَ ﴿۱۵۶﴾ؕ
"যাদের উপর কোন বিপদ নিপতিত হলে তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী।"
-সূরা আল-বাকারাহ (২:১৫৬)
মহান আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন পড়া এবং বোঝার তৌফিক দান করুন।
💔💔💔
Lukochuri - লুকোচুরিিViral Postt IslamiccIslamic picturess
❝সূরা ফাতিহা পড়ার পর যখন তোমাদের কেউ আমিন বলে, আর আসমানে ফেরেশতারাও আমিন বলেন, তারপর উভয়ের আমিন যদি মিলে যায় তাহলে জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ!❞
[সহিহ বুখারী, ৭৮১]🖤
হঠাৎ গভীর রাতে বাবাকে হাত মুখ ধুয়ে পোশাক বদলাতে দেখে কৌতুহলী ছোট্ট ছেলের প্রশ্ন..
"কই যাও বাবা....?
সুগন্ধি গায়ে মেখে বাবা হাসেন, "আর বলেন অনেক বড় জায়গায় মিটিং আছে রে বাবা !"
"এতো রাতে..?
"হুম, রাতে ওনাকে ফ্রি পাই। দিনে অনেক ঝামেলার জন্য শান্তিতে কথা বলতে পারিনা।"
"আমাকে নেবে..?"
"তুমি যেতে চাইলে নেবো। "
"সত্যি..?" ছেলের আনন্দ উপচে পড়ে। ভাবেনি বাবা রাজী হয়ে যাবে। দ্রুত উঠে পড়ে বিছানা ছেড়ে। বাবার কথামতো আলমারী থেকে সবচেয়ে ভালো পোশাকটা বের করে পড়ে নেয়।
বাবা পরম যত্নে মহা আয়োজন করে দুটো জায়নামাজ বিছিয়ে নিলে ছেলে বিস্ময়ভরা কণ্ঠে বলে," তোমার মিটিং এখানে..?"
"হম, এখানে। চলো, তোমাকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেই। তাঁকে বলবো, আল্লাহ, দেখেন আজ আমার ছেলে আমার সাথে আছে !"
"আমি তো আল্লাহকে দেখিনা বাবা!"
"একদিন দেখবে, যদি এখন থেকে যোগাযোগ রাখো তাহলে । নইলে কোনোদিনই দেখতে পারবেনা। উনি হলেন সবচেয়ে বড়, সবচেয়ে মহান । এই যে আমাদের যা কিছু দেখছো সবই তিনি দিয়েছেন। আমাকে তোমার মতো একটা সুন্দর ছেলে দিয়েছেন!"
"আর আমাকে তোমার মতো বাবা..!" খুশিতে কচি কণ্ঠে হেসে ওঠে ছেলেটার...
বাবার পাশে ছেলেটা গভীর মনোযোগী হয়ে নামাজে দাঁড়িয়ে যায়। বাবার দেখাদেখি জমিনে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে বলে,"হে মেহেরবান আল্লাহ.. আমি আপনাকে দেখতে চাই !"
আল্লাহ পাক মেহেরবানী করে আমাদের এই চর্মচক্ষুকে একদিন তাঁকে দেখার মতো নেয়ামত দান করুন...
(আমিন)
কিছু ছবির কোনো ক্যাপশন হয় না......🥺
🥹🥹
অবশ্যই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী 🌺🫶
Alhumdulillah 🖤 হেদায়েত পাওয়ার আমল হেদায়েত // Viral Post
❤️❤️Alhumdulillah 🖤
ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ
♦ #দাব্বাতুল_আরদ: কেয়ামতের অন্যতম বড় আলামত
এই আখেরী জামানায় কেয়ামতের নিকটবর্তী সময়ে জমিন থেকে দাব্বাতুল আরদ নামক এক অদ্ভুত জন্তু বের হবে। জন্তুটি মানুষের সঙ্গে কথা বলবে। এটি হবে কেয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত।
পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তাওবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে। সহিহ হাদিস থেকে জানা যায় যে, পশ্চিম আকাশে সূর্য উঠার কিছুক্ষণ পরই জমিন থেকে এই অদ্ভুত জানোয়ারটি বের হবে। তাওবার দরজা যে একেবারে বন্ধ হয়ে গেছে- এ কথাটিকে চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য সে মুমিনদেরকে কাফির থেকে নির্দিষ্ট চিন্হের মাধ্যমে আলাদা করে ফেলবে। মু‘মিনের কপালে লিখে দেবে ‘মুমিন’ এবং কাফিরের কপালে লিখে দেবে ‘কাফির’। এ ব্যাপারে কোরআন থেকে যা জানা যায়-
পবিত্র কোরআনুল কারিমে সূরা আন নামলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেন,
وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ
‘যখন প্রতিশ্রুতি (কেয়ামত) সমাগত হবে, তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীব নির্গত করব। সে মানুষের সঙ্গে কথা বলবে। এ কারণে যে মানুষ আমার নিদর্শনসমূহে বিশ্বাস করত না।’ (সূরা: নামল, আয়াত: ৮২)।
প্রাণীটির কাজ কি হবে এবং কি বিষয়ে মানুষের সঙ্গে কথা বলবে-এ ব্যাপারে আল্লামা আলূসী বলেন, আয়াতে উল্লেখিত কোরআনের বাণীটিই হবে তার কথা।
অর্থাৎ- أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ
এই বাক্যটি সে মহান আল্লাহর পক্ষ থেকে মানুষকে শুনাবে। মর্ম এই যে, আজকের পূর্বে অনেক মানুষই মহান আল্লাহর আয়াত ও নিদর্শনসমূহে বিশ্বাস করেনি। বিশেষ করে কেয়ামতের আলামত ও তা সংঘটিত হওয়ার বিষয়ে এমনকি আমার আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাসকরত না। এখন সে সময় এস গেছে এবং আমিও বের হয়ে এসেছি।
♦ #দাব্বাতুল_আরদের_পরিচয়ঃ
আরবিতে ‘দাব্বাতুন’ শব্দের অর্থ হচ্ছে জন্তু বা প্রাণী, যা জমিনে পা ফেলে চলাচল করে। আর ‘আরদ’ অর্থ হচ্ছে ভূমি, ভূপৃষ্ঠ বা ভূগর্ভ। কেয়ামতের আগে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে অদ্ভুত ধরনের একটি প্রাণী বের হবে এবং পুরো পৃথিবীতে বিচরণ করবে। এটিকে কেয়ামতের বড় আলামতের একটি গণ্য করা হয়। হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘ওই সময় আসার আগ পর্যন্ত কেয়ামত
ViralposttIslamiccইসলামী ছাত্রশিবির, নোয়াখালী জেলা।।
🥹
❝যে যুবক যৌবনে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবে,
কিয়ামতের দিন আল্লাহ্ তাকে আরশের ছায়ায় আশ্রয় দান করবেন।❞
[বুখারি-৬৮০৬]
-জান্নাতে(১২০)কাতার মানুষ হবে তাঁর মধ্যে(৮০)কাতার হবে উম্মতে মোহাম্মদ!
সুবাহানাল্লাহ 🖤🌸
__তিরমিজি-(২৫৪৬)
~~~(.....)~~~
২মিনিট সময় নিয়ে পড়েন সওয়াব পাবেন কত সময় ত নস্ট করতেছেন
১. “সুবহানাল্লাহ”(سبحان الله)/ (3বার)
২.“আলহামদুলিল্লাহ”(الحمد لله)/ (3বার)
৩.“লা ইলাহা ইল্লাল্লাহ”(لأ إله إلا الله)/(3বার)
৪.“আল্লাহু আকবার”(الله اكبر)/(3বার)
৫.“আস্তাগফিরুল্লাহ”(استغفر الله)/ (3বার)
৬.“আল্লাহুম্মাগফিরলি”(اللهم اغفر لي)/(3বার)
৭.“ইয়া রব্বিগফিরলি”(يا رب اغفر لي)/ (3বার)
৮.“আল্লাহুম্মা আজিরনি মিনান-নার”(اللهم اجرني من النار)/(3বার)
৯.“সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”(صلى الله عليه وسلم)/(3বার)
১০.“লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ”(لا هول ولا قوه الا بالله)/(3বার)
১১.“লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনায জোয়ালিমিন”(لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)/(3বার)
১২.“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ”(لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم)/(3বার)
পড়া শেষে আলহামদুলিল্লাহ 🌺🌺
🤧🤧🤧🥹🥹🥹
😳
শেখানোর এক অনন্য পদ্ধতি 🙂
বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ।
Take support 💝
🥹🥹
??
ফ্রেন্ডলিস্টে এমন মানুষ থাকে যার সাথে একটা সময় প্রচুর কথা হতো,তার প্রত্যেক টা পোস্টে কমেন্ট করা হতো,সারাদিন তার সাথে কথা হতো। মানুষ টা এখনো আছে লিস্টে কিন্তু আজকাল আর কথা হয়না! তার সব ই আমি দেখি,সেও হয়তো দেখে৷ দেখেই যাই,আর কিছুই করার থাকেনা! দূরত্ব খুব বাজে জিনিস!
সেই দিনগুলোকে খুব মিস করি,
যখন আমাদের ব্যাগগুলো হয়তো ভারী হতো, কিন্তু মনটা না, হয়তো পেনসিল ভেঙে যেতো, কিন্তু হৃদয়টা ভাঙতো না, যখন মজা করার জন্য চোখের পানিগুলো মিথ্যে হতো, কিন্তু হাসি না। যখন বন্ধুরা মন খারাপে হাসাতো, কাঁদাতো না,
খুব মিস করি সেই দিনগুলো, যখন সত্যিই মন খুলে হাসতে পারতাম, লুকিয়ে লুকিয়ে কাঁদতাম না!❤️
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Website
Address
Jhenida