Mahfuz Creativity
This is Mahfuz a web-design expert.I can easily help you to design your website,webpage.
সফল না হওয়াটা আপনার ব্যার্থতা নয়
ব্যার্থতা তখনই যখন আপনি চেষ্টা ছেড়ে দিবেন
Digital Clock by JavaScript...
YT Link: https://www.youtube.com/watch?v=7ukP9XyyEHQ
Please support me 😊😊
Personal Portfolio with dark & light theme
Link: https://mahfuzcreativty.github.io/Portfolio/
This is my brand new Personal Portfolio with awesome animation & fully responsive design....😊😊😇😇
Portfolio link: https://mahfuzcreativty.github.io/Portfolio/
Login-Registration form in one box with javascript effect
Rate my work 😇😇
Login-Registration form in one box with javascript effect
Only Tailwind CSS base homepage with hover effect & full responsive
Create a Simple Calculator using HTML,CSS & JavaScript
YT Link: https://www.youtube.com/watch?v=8GfhXjwYFOk
Visit my youtube channel and make sure to like, comment, and subscribe😊
You will get responsive UI/UX design website or landing page UI design PSD /Figma Hello, Welcome to my project! If you looking for a beautiful modern website with responsive, you come to the right place. I also give the surety to deliver your project at the correct time. What I am Offering? ✅ Convert Figma to HTML / PSD to HTML website design ✅ 100% Pixel Perfect Conversion f...
যদি কোনোদিন কিছু হতে চান তাহলে একটি ঈগল হবেন কিন্তু কোনোদিনই একটি তোতাপাখি হবেন না।
তোতাপাখি বলতে তো পারে অনেক কিছুই কিন্তু কোনদিন ঈগলের মতো এটিটিউড রাখতে পারে না।
ঈগল বলে অনেক কম কিন্তু আকাশের সবথেকে উচুতে উঠতে পারে। আর বাকি পাখিদেরও রাজা হলো ঈগল।
আজ আপনি এমন পাঁচটি পয়েন্টকে জানতে চলেছেন যা প্রতিটি মানুষকে একটি ঈগলের কাছ থেকে শেখা উচিত।
জীবনের সবচেয়ে বড় শিক্ষা রয়েছে এই পাঁচটি পয়েন্টে।
_First lesson
"Eagal fly alone" ঈগল একাই আকাশে উড়ে এবং বাকি অন্যান্য পাখির তুলনায় সবথেকে উপরে উড়ে।
ঈগল একাই উড়বে কিন্তু কোনোদিনও অন্যান্য পাখিদের সাথে আকাশে উড়বে না।
হয় সে অন্য ঈগলের সাথে উড়বে নয়তো বা সে একাই উড়বে আর এর থেকে আমরা এই শিক্ষা পাই
যে, ছোট চিন্তাধারা লোকেদের কাছ থেকে আমাদের সবসময় দূরে থাক উচিত।
প্রয়োজন পরলে একাই থাকুন কিন্তু তবুও নিম্ন চিন্তাধারা ও বিচারধারা লোকেদের থেকে দূরে থাকুন।
কারন এটাই হলো সেই সময় যখন নিজেকে আপনি ভালোভাবে জানতে ও বুঝতে পারবেন।
_Second lesson
ইগলের vision অনেক ক্লিয়ার এবং অনেক স্ট্রং হয়। ঈগল নিজের শিকারকে পাঁচ কিলোমিটার দূর থেকেই দেখে নিতে পারে।
আর যখন সে একবার নিজের লক্ষ্যকে দেখতে পেয়ে যায় তারপর রাস্তায় কতই বাধা আসুক না কেনো সে নিজের লক্ষ্যে পৌছেই ছাড়ে।
আর এর থেকে অনেক বড় একটি শিক্ষা পাওয়া যায় যে, সবসময় নিজের vision ক্লিয়ার রাখুন আর নিজের লক্ষ্যে পৌছানোর জন্য কতই বাধা আসুক না কেনো কোনোদিনই ভয় পাবেন না এবং পিছুপা হবেন না। সেই ঈগলের মতো..
_Third lesson
ঈগল কখনোই মৃত শিকারকে খায় না। ঈগল সবসময় জীবিত শিকার কে খায়। সে মৃত শিকারকে ছুয়েও দেখে না।
আর এর থেকে আমরা এই শিক্ষা পায় যে, আপনার যে পাস্ট আছে সেটি মারা গেছে। আপনার অতীত শুকিয়ে গেছে, পচে গলে গেছে।
তাই নিজের সেই পচাধরা থটে ধ্যান দেওয়া বন্ধ করুন আর নিজের আগামী জীবিত ফ্রেশ লাইফটির উপর ধ্যান দিন। নিজের অতীতের পুরোনো স্মৃতিগুলি যে আপনাকে বিরক্ত করছে সেগুলিকে সেখানেই মরে পরে থাকতে দিন।
এই পাস্টের জায়গা পাস্টেই একে বর্তমানে কোনোদিনই জায়গা দেবেন না। কারন, একবার যদি এই পাস্ট আপনার প্রেজেন্টে চলে আসে তাহলে এই পাস্ট কোনোদিনই আপনাকে প্রেজেন্টে বাঁচতে দিবে না।
পাস্টে আপনার সাথে কতই খারাপ ঘটনা ঘটুক না কেনো
সেই সকল থট গুলো মারা গেছে। আর সেই ঈগলটির মতো হোন যে কোনোদিনও মরে যাওয়া প্রাণীকে খায় না।
_Fourth lesson
যখন ঝড় বৃষ্টি আসে তখন ঈগল খুবই এক্সাইটেড হয়ে যায়।
যখন ঝড় বৃষ্টি হয় তখন সমস্ত পাখিরা লুকোনোর জন্য নিজেদের বাসায় চলে যায় বা কোনো নিরাপদ স্থানকে খোজে আর সেখানে লুকিয়ে পড়ে।
কিন্তু ঈগল ঝড় বৃষ্টি দেখে প্রচন্ড মজা পায়। যখন জোরে বাতাস বয় তখন ঈগল সেই বাতাসের সাহায্যে আরো দ্রুত গতিতে উপরে উঠতে শুরু করে আর উড়তে উড়তে এতোটাই উপরে চলে যায় যে সে মেঘের থেকেও উপরে পৌছে যায়।
আর এর থেকেও একটি বড় শিক্ষা পাওয়া যায় যে, বিপদের মধ্যেও এক্সাইটমেন্টকে খোজে বের করুন।
নেপোলিয়ন হিল বলেছিলেন যে, "প্রতিটি প্রবলেম তার সাথে একটি বড় অপারচুনিটিকে নিয়ে আসে।"
তো সেই ঈগলটির মতো আপনিও নিজের সুযোগটিকে খোজে বের করে নিন। আর যেদিন সেই অপারচুনিটিকে আপনি খোজে পেয়ে যাবেন সেদিন আপনার সমস্ত প্রবলেম আপনার নিচে থাকবে আর আপনি সেই প্রবলেম গুলির উপরে থাকবেন।
_Fifth lesson
ঈগল নিজের বাসা থেকে সফট এবং নরম খড়কুটোকে ফেলে দেয় যাতে ঈগলের যে বাচ্চারা আছে তারা যেন সে বাসায় কম্ফোর্টেবল না হয়ে যায়। কারন, যদি তারা সেই বাসায় একবার কম্ফোর্টেবল হয়ে যায় তাহলে তারা সেখানেই থাকতে ভালোবাসবে।
কিন্তু ঈগল তা কোনোদিনই হতে দেয় না
দেখুন ঈগল একটি পাখি হওয়া সত্ত্বেও এই কথাটি জানে যে, There is no growth in the comfort zone.
কিন্তু আমরা তো মানুষ। মানুষ হওয়া সত্ত্বেও বহুলোক এই কথাটিকে বুঝতেই পারে না।
আপনি যত বেশি কম্ফোর্ট জোনে থাকবেন আপনার লাইফ আগামী দিনে ততই আনকম্ফোর্টেবল হতে থাকবে।
সূত্র : প্রহেলিকা
মানুষ পাপ করার সময় ডানে বামে সবদিকে তাকাই,
শুধু উপরের দিকে তাকাতে ভুলে
যায়।
Life is all about next steps
জীবনকে এভাবেই সহজ করে নিতে হয়
Set Default Password in Your Website|| with JS
Youtube Link: https://www.youtube.com/watch?v=igBhLDFz3RQ
Visit on my youtube channel and make sure to like,comment and subscribe😊
Set your own password in login form.
using html css and js
Video Coming On Youtube.......
Please subscribe my Youtube channel and follow for all new videos😊
Youtube Link: https://www.youtube.com/channel/UC_Nd2YMfx5T9hOaOsV2zzlg
CSS Pulse Animation.
YT Link: https://www.youtube.com/watch?v=z-5tSDdY0A8
Visit my youtube channel and don't forget to like,comment and subscribe😊
Visit My Youtube Channel😊😊
Don't forget to like,comment and subscribe
Awesome Website Icons - How To Add Custom Icons In A Website Today I'll show to How To Add Custom Icons In A Website. There are many ways to add icon. I'm show the most populer two website which give us beautiful icon ...
Visit my Facebook login and sign-up page
https://mahfuzcreativty.github.io/fb-login/
My Personal Portfolio
Visit:https://mahfuzcreativty.github.io/My-Portfolio/
অন্যের খারাপ টা গোপন রাখুন
আল্লাহ আপনার খারাপটা গোপন রাখবেন ইনশাআল্লাহ
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Address
Adarshapara
Jhenida
7320
Dhaka/
Jhenida, 7320
Bitby Shop - Premium WordPress Themes, Plugins, Graphics Design Bundles, Software, Master Resell
Holding 55, VIllage: Porahati, P. S: Jhenaidah
Jhenida, 7300
Web Design & Development SEO Engine Optimization (SEO) Graphics Design & Video Animation Digital Mark
Hamdah, Jhenidah, Jhenidah Sadar, Dhaka
Jhenida, 7300
Get any type of website from us. We create all types of websites with WordPress and Laravel. If you
Enayet Pur
Jhenida, 7300
Hi ! I am Ashadul Haque Mridha. And I am web based designer. I am expert with custom WordPress theme development and Graphics.
KC College Road
Jhenida, 7300
Penam Cyber Is Providing All Necessary IT Services For Business & Individuals.
Shailkupa , Jhenaidah, Khulna
Jhenida, 7320
Hello, This Is Razib Hossain, Full Time Graphic Designer And Branding Expert.
Jhenida
I'm a front end developer. I've worked on a variety of projects for clients in the retail, travel, and healthcare industries.
Jhenaidah
Jhenida, 7320
Providing complete solution for Web Design & Development and Digital Marketing Service.