Tareq Mahamud

This page contains only Video Blog and Tutorial related to different technological issues,

14/08/2023

- ফরজ যোহর আছর
- সৌন্দর্য বৃদ্ধি করে রিজিক বৃদ্ধি করে সুস্থতা দান করে

- মাগরিব এশা
- চিন্তা মুক্ত করে.! - এনে দেয় শান্তির ঘুম.!

- সুতরাং তোমরা নামাজ কায়েম করতে থাকো.!💙

13/08/2023

পড়ুন।
আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ

আল্লাহুম্মাগফিরলি
আল্লাহুম্মাগফিরলি
আল্লাহুম্মাগফিরলি
আল্লাহুম্মাগফিরলি
আল্লাহুম্মাগফিরলি

রাব্বিগফিরলি!
রাব্বিগফিরলি
রাব্বিগফিরলি
রাব্বিগফিরলি
রাব্বিগফিরলি!

‘‘তারপর পড়ুন আল্লাহ তা'লার প্রিয় চারটি বাক্য..
সুবহানআল্লাহ
আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহ আকবার

সুবহানআল্লাহ
আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহ আকবার

সুবহানআল্লাহ
আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহ আকবার

সুবহানআল্লাহ
আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহ আকবার

সুবহানআল্লাহ
আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহ আকবার

‘এবার পড়া যাক আমাদের প্রিয় রাসূুল (সাঃ) উপর দূরদ..
"আল্লাহ হুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাব্যিয়িনা মুহাম্মদ'
"আল্লাহ হুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাব্যিয়িনা মুহাম্মদ'
"আল্লাহ হুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ'
আল্লাহ হুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ'
আল্লাহ হুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ'

_"ফাঁকে পড়ে ফেলুন "

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

"তারপর পড়ুন"...
সুবহানআল্লাহি ওয়াবিহামদিহী
সুবহানআল্লাহি ওয়াবিহামদিহী
সুবহানআল্লাহি ওয়াবিহামদিহী সুবহানাল্লাহিল আজীম"

"বেশি বেশি পাঠ করুন"...
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ’
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ’
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ’!
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ’!

‘বিপদ আপদ থেকে বাঁচার জন্যে পড়ে ফেলুন..

'লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুনতু মিনাজ যোয়ালিমিন'!
'লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুনতু মিনাজ যোয়ালিমিন'!
'লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুনতু মিনাজ যোয়ালিমিন'!

- পড়া শেষ হলে °আলহামদুলিল্লাহ°😊©️©️

05/07/2023

মা 🥰 সব থেকে বড় যোদ্ধা 💯

16/04/2023

সে জানে না, সে নিজেও একটি ফুল! ❤🌻

28/03/2023
13/03/2023

এই নৌকা দুটিকে দেখুন। এখান থেকে বের হতে হলে হয় কারো সাহায্য নিতে হবে কিংবা বর্ষার জন্য অপেক্ষা করতে হবে। সাহায্য অনিশ্চিত, বর্ষা নিশ্চিত।

কারন বর্ষণের কাজ আল্লাহর এবং সাহায্যের কাজ মানুষের। অতএব, আপনার দুর্দিনে কেও সাহায্য না করলেও আল্লাহর সাহায্য ঠিকই পাবেন, সময়টা শুধু অপেক্ষার।

ধৈর্য্য ধারণ করুন এবং আল্লাহর ওপর ভরসা রাখুন।
আল্লাহ অবশ্যই পাশে থাকবেন।

আল্লাহ,বলেন তোমরা আমাকে ডাকো,আমি তোমাদের ডাকে সাড়া দেবো।
(সূরাঃমুমিন-৬০)

"জেনে রেখো, আল্লাহর সাহায্য অতি নিকটে!"
(সূরা বাকারা, আয়াত: ২১৪)

মহান রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখুন। নিরাশ হবেন না। মনে রাখবেন আমাদের জন্য আল্লাহ আছেন 🤲

08/03/2023

যৌতুকের টাকার জন্য গরম তেলে শরীর ঝলসে দেওয়া ফাতেমা বিবিকে নারী দিবসের শুভেচ্ছা। কথায় কথায় বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার ভীতি নিয়েও সংসারটা সামলে নেওয়া মেয়েটাকে নারী দিবসের শুভেচ্ছা।

পুকুর ঘাটে পুরো পরিবারের কাপড় কাচতে কাচতে হাত ব্যথার পরেও কপাল মুছে কাজ করে যাওয়া নববধুকে নারী দিবসের শুভেচ্ছা।

মাসিকের প্যাড কিনতে গিয়ে পুরুষ ঠোঁটের মৃদ হাসি আর বাঁকা চোখে চাহনি দেখে লজ্জায় ইতস্ততবোধ করা মেয়েটিকেও নারী দিবসের শুভেচ্ছা।

পরপর দুটি মেয়ে সন্তান জন্ম দেওয়ার পর, প্রতিবেশির অপয়া কটুকথা শুনে নীরবে কান্নারত পুত্রবধুকে নারী দিবসের শুভেচ্ছা।

মেয়ে মানুষের এত পড়ালেখা করে কি হবে? দিনের পর দিন এই কথা শুনেও পড়ালেখা করে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা গরীব ঘরের কালো মেয়েটিকেও নারী দিবসের শুভেচ্ছা।

বাপের বাড়ি থেকে কি আনছো? গলা নামিয়ে কথা বলো... এমন অকথ্য শব্দ্যে বালিশ ভেঁজানো কৃষক বাবার মেয়েটিকেও নারী দিবসের শুভেচ্ছা।

ধর্ষিত হয়েও একটা নতুন জীবনের আশায় দিন কাটিয়ে দেওয়া লাঞ্চিত বোনটাকেও আজ নারী দিবসের শুভেচ্ছা....

নারীর এগিয়ে যাওয়ার শ্লোগানে মুখরিত হয়ে পড়ুক এই লাঞ্চনার নগরের অলিগলি। ভালো থাকুন আমার মায়েরা স্বপ্নবাজ বোনেরা।

©️

05/03/2023

রাসূল সা. বলেছেন,
আল্লাহর বান্দাদের মধ্যে নিকৃষ্টতম তারা;
- যারা পরোক্ষ নিন্দা করে
- বন্ধুদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে
- নিরপরাধ লোকদের দোষ খুঁজে।

Photos from Tareq Mahamud's post 12/11/2022

আপনার কাছে কোনটা ঠিক আছে বলে মনে হয়....?

09/11/2022

এক কাপ চা একটা সিগারেট এর কাছে যাদের বিবেক বিক্রি হয়ে যায় তারা কিনা আবার মানবতার সংজ্ঞা বোঝাবো.....🍌

20/10/2022

চোখের গুনাহ'র অন্যতম খারাপ প্রভাব হল, এর
কারণে রিযিক ও সময়ের বরকত শেষ হয়ে যায়।
ছোট ছোট কাজে বড় বড় সমস্যা ছুটে আসে। জীবনে
অনেক কষ্ট ও চেষ্টার পরও সফলতার মুখ দেখা হয়
না। আপাতদৃষ্টিতে কাজ সম্পন্ন মনে হলেও যথাসময়ে
কাজ অসম্পন্ন দেখা যায়৷
অহেতুক চিন্তা ও পেরেশানির কারণ হয়ে দাঁড়ায়। মানুষ
মনে করে, কেউ কিছু একটা করেছে; অথচ সে নিজের
অন্তরের গুনাহের কারণে বিপদের মধ্যে পড়ে থাকে।
নিজেই স্বীকার করে যে, একটা সময় ছিল যখন সে
মাটিতে হাত রাখলেও সোনা হয়ে যেত। আর এখন
সোনায় হাত রাখলেও মাটিতে পরিণত হয়। এসবই
চোখের গুনাহের কারণে হয়।
–(collected)

18/10/2022

১ মিনিট ধৈর্য ধরে পড়ুন...
জিবরাঈল (আঃ)কে আল্লাহ তায়ালা তৈরী করলেন।
জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি কিসে খুশি হন??
আল্লাহ তায়ালা জানিয়ে দিলেন আমি সবচেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন আমাকে সিজদা করে। অত:পর জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালা কে সিজদা করলেন ৩০ হাজার বছর ধরে।
জিবরাঈল (আঃ) মনে মনে খেয়াল করলেন আমার থেকে এত বড় দামি, এত বড় লম্বা সিজদা দুনিয়ার আর কেউ করতে পারবে না।
আল্লাহ তায়ালা নিশ্চয় আমার প্রতি খুশি হবেন।
জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালার দিকে মুতাহজ্জির হয়ে রইলেন কিন্তু আল্লা তায়ালার পক্ষ থেকে কোন খুশির বাণী জনান হল না, জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালা কে জিজ্ঞাসা করলেন আল্লাহ আমি যে এত লম্বা সিজদা করলাম আপনি কি আমার সিজদার প্রতি কোন খুশি হন নাই? আল্লাহ তায়ালা জানিয়ে দিলেন - জিবরাঈল তোমার জবাব আমি দেব তার আগে তুমি একটু আরশে আজিমের দিকে তাকাও, জিবরাঈল (আঃ) তাকিয়ে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আল্লাহর কুদরতী নূর দ্বারা লিখা রয়েছে- ''লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ''
জিবরাইল (আঃ) জিজ্ঞাসা করলেন- হে আল্লাহ্!! আমার সিজদার সংগে এই কালিমার কি মিল?? আল্লাহ তায়ালা বললেন, ও জিবরাইল শোন আমি আল্লাহ এ দুনিয়া তৈরী করব ওই দুনিয়ার মানব জাতি ও জিন জাতির হিদায়াতের জন্য লক্ষাধিক নবি-রাসূলগনকে পাঠাব সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ কে পাঠাব
এই নবীর উম্মতের উপরে আমি পাঁচ ওয়াক্ত নামাজ ফরয করব আর প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সতেরটা করে রাকাত আমার জন্য ফরয করব প্রত্যেকটা রাকাতের মধ্যে দুটি করে সিজদা হবে আর প্রত্যেকটা সিজদার মধ্যে ওই নবির উম্মত তিনবার করে "সুবহা-না রাব্বিয়াল আলা-" পাঠ করবে। জিবরাইল তুমি জেনে রাখ আমার ওই মাহবুব নবীর উম্মত যখন সিজদায় গিয়ে "সুবহা-না রাব্বিয়াল আলা-" বলে আমাকে ডাক দিবে, জিবরাইল তুমি ৩০ হাজার বছর সিজদা করে যে নেকি পেয়েছ, আমি আল্লাহ্ আমার বান্দার আমল নামায় এর থেকেও ৪০ হাজার গুন বেশি নেকি লিখে দিব, সুবহানাল্লাহ...!!
এই জন্য মুসা (আঃ) কাঁদছেন, আল্লাহ!! আমাকে ওই নবীর উম্মত বানাইয়া দাও, যে নবীর উম্মত এক সিজদায় জিবরাঈল (আঃ) এর সারা জীবনের ৩০ হাজার বছরের সিজদার নেকি নিয়ে গেল।।
আমরা সেই নবীর উম্মত আমাদের কি করা উচিত আর আমরা কি করছি...?
আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন।
আমিন..

18/10/2022

📛কি ভাবছেন,,,কেয়ামত অনেক দূরে ❓

📛দাজ্জালের আগমন এখনো অনেক দেরী❓

⚠️দুনিয়ার কোনো খবর রাখেন কি আপনি❓

🌏তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব‼️

⚠️তারপর ও নেই কোনো হুঁশ‼️

⚠️হায়রে মানবজাতি‼️

⚠️কেন আমরা এতোটা বেহুঁশ❓

🚫আচ্ছা দাজ্জালকে কোথায় হত্যা করা হবে,সেটা জানেন কি❓

🟢তাকে হত্যা করা হবে ই-হুদিদের দেশে সাদা স্বেত পাথরের বিশাল এক গেইট এর নীচে‼️

🔴খোঁজ নিয়ে দেখুন সেই গেইট ইতিমধ্যে ই-হুদিরা নির্মাণ করে ফেলেছে‼️

♻️তেলআবিব থেকে প্রায় ১৫কিলোমিটার দূরে✔️

✅আপনি গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন✅

✅✅✅কে দাজ্জালকে হত্যা করবেন সেটা জানেন?

❤️❤️ হযরত ইসা আঃ...তিনি আকাশ থেকে দুই ফেরেশতার কাধে ভর করে সিরিয়ার দামেস্ক শহরের এক বিশাল মসজিদের সাদা মিনারে এসে নামবেন,

🟢🟢খোঁজ নিয়ে দেখুন,,,সেই বিশাল মসজিদ আজ থেকে ৭০০ বছর আগেই তৈরী হয়ে গেছে✅

🟢🟢একি স্থানে একি বর্ণনা অনুযায়ী,,,যেমনটা হযরত আবু হুরায়রা (রা:) বর্ননা করেছেন✅

🔴তখন সমুদ্রের নীচে থাকবে আগুন,আর আগুনের নীচে থাকবে পানি🚫

🔴শুনতে আজব লাগছে তাই না🚫

🔴একটু খোঁজ নিয়ে দেখুন,,,প্রশান্ত মহাসাগরের বিভিন্ন স্থানে পানির নীচ থেকে এখন দাউ দাউ করে আগুন বের হচ্ছে‼️

🔴তখন আরব দেশে বরফ জমতে থাকবে,গত দুই বছর ধরে সেটাই হচ্ছে🚫

🔴ইরাক আর সিরিয়ার মধ্যবর্তী ফুরাত নদী শুকিয়ে যাবে,,,সেখানে বিশাল এক স্বর্নের পাহাড় ভেসে উঠবে,,,সেটা নিয়ে সবাই যুদ্ধ করবে🚫🚫

🔴🔴আজ ফুরাত নদী প্রায় ৯৫ ভাগ শুকিয়ে গেছে,,,!বিভিন্ন দেশের আর্মিরা সে জায়গাটা ঘিরে রেখেছে🚫

🟢🟢এর আগে ইমাম মাহ্দী অর্থাৎ সু-পথ প্রাপ্ত নেতা আত্ম প্রকাশ করবেন✅

🟢🟢যার নাম হবে মোহাম্মদ,,,পিতার নাম আব্দুলাহ এবং মাতার নাম আমেনা✅

✅✅ইমাম মাহ্দী যেদিন আত্ম প্রকাশ করবেন,,,সেদিন হবে রোজ শুক্রবার এবং মক্কার ১৫ রমজানের দিন✅

🟢🟢আশ্চর্যের বিষয় হলো গত ২০১০ সাল থেকে মক্কার প্রতিটা ১৫ই রমজান ছিলো শুক্রবার এবং ক্যালেন্ডার দেখলে জানতে পারবেন আগামী ২০২৪ সাল পর্যন্ত মক্কার প্রতিটি ১৫ রমজানই হবে শুক্রবার✅

🔴🔴তো কি মনে হচ্ছে কেয়ামত খুব দূরে❓

🟢আল্লাহ তায়ালা ভালো জানেন🟢

আল্লাহ আপনাকে আমাকে দ্বীনের সহিহ বুঝ দিন,
ছুম্মা আমিন

17/10/2022

সবাই আপনাকে পছন্দ করবে
এটা আত্মবিশ্বাস নয়,
কেউ আপনাকে পছন্দ না করলেও আপনি
ঠিক থাকবেন এটাই আত্মবিশ্বাস।

05/10/2022

সুবাহান-আল্লাহ
আলহামদুলিল্লাহ
লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)

23/09/2022

বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করুন কেননা, আলহামদুলিল্লাহ মীযানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দো'য়া।

[তিরমিযীঃ ৫/৪৬২]

12/09/2022

বাঘ হরিণের বন্ধুত্ব 😎😎😎🔥🔥🐅

09/09/2022

'Halar Po Hala' নামে সুইজারল্যান্ডে কোনো রেস্টুরেন্ট নেই।

মূলত, লন্ডনে অবস্থিত তুর্কির Hala (এখনো) নামের একটি রেস্টুরেন্টের সাইনবোর্ডের ছবি এডিট করে বিষয়টি প্রচার করা হচ্ছে।

04/09/2022

বিদায় কিংবদন্তী
প্রিয় মুশফিক অনেক দিয়েছেন, আপনাকে ধন্যবাদ ❤️

28/08/2022

ক্ষমতা এবং শক্তি কখনো চিরস্থায়ী না, তুমি যতই শক্তিশালী হওনা কেন,
সময় ও পরিস্থিতি তোমাকে দ্বিখণ্ডিত করেই ছাড়বে।

05/08/2022

THIS AWESOME

17/07/2022

** নফসকে নিয়ন্ত্রণে রাখার ১৫ টি কৌশল **

১. ফজরের পরে না ঘুমানোর অভ্যাস করুন। প্রয়োজনে কাইলুলা (দুপুরের হালকা ঘুম) করা যাবে।

২. দিনে ম্যক্সিমাম তিনবার খাবার অভ্যাস করুন। সকাল, দুপুর ও রাতের খাবারের মাঝখানে হাবিজাবি খাবার- যেমন ফাস্টফুড, স্ট্রিটফুড খাওয়া যাবে না। ক্ষুধা লাগলে খেজুর, আপেল এগুলো খাওয়া যায়।

৩. প্রতিবেলা খাবার সময় যেটুকু খাবার যথেষ্ট বলে মনে হবে তার থেকে একটু কম খাবেন।

৪. অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। কোন মন্তব্য করার আগে একবার চিন্তা করুন এই কথাটা আপনি না বললে কি কোন লস আছে? বলা কি আবশ্যক? উত্তর না হলে; ওই কথা বলার দরকার নাই।

৫. সকাল সন্ধ্যার জিকির-আযকার পাঠ করুন।

৬. ইশরাকের সালাত আদায়ের অভ্যাস করুন।

৭. প্রতিদিন নিয়মত কুরআন পড়ার অভ্যাস করুন। হতে পারে ১ রুকু থেকে ১ পারা - যেকোন পরিমাণ।

৮. ঘুমের পরিমাণ কমাতে হবে।

৯. ফজরের পরে কিছুক্ষণ ব্যায়ামের অভ্যাস করুন। আর কিছু না পারলে ১৫-২০ মিনিট জগিং করে এসে গোসল করে ইশরাকের সালাত পড়ার অভ্যাস করা।

১০. দৃষ্টি অবনত রাখুন। না পারলে ওইসব জায়গা এড়িয়ে চলার সর্বাত্মক চেষ্টা করতে হবে।

১১. ফেসবুক, ইউটিউব, টুইটার (সোশ্যাল মিডিয়া) কম ব্যবহার করা।

১২. প্রতিদিন হিফজের একটা টার্গেট নেয়া। এটা প্রতিদিন এক আয়াতও হতে পারে৷ কিন্তু টার্গেট পুরা করতে হবে। এটা খুব খুব গুরুত্বপূর্ণ।

১৩. বিশেষকরে রাতে ভরপেট খাওয়া পরিহার করতে হবে৷

১৪. রাতে ঘুমানোর পূর্বে অযু করে দুই রাকাত নফল সালাত আদায় করে নিন এবং ঘুম না আসা পর্যন্ত আসতাগফিরুল্লাহ পড়তে থাকুন।

১৫. নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায়ের অভ্যাস করুন। ইনশাআল্লাহ, রাব্বে কারিম আপনার অন্তরকে প্রশান্ত করে দিবেন।

মহান আল্লাহ তা‘আলা লেখার প্রতিটি কথার উপর আমাদের সবাইকে এবং সাথে আমাকেও আমল করার তাওফিক দান করুক। আমিন

10/07/2022

EID MUBARAK ALL

04/07/2022

⋆⃝𝄞﷽🍥প্রতিটা ভাল কথা হচ্ছে সাদকাহ্।

[বুখারীঃ২৯৮৯]🕋

04/07/2022

▣ দুয়াটির ফযিলতঃ যে ব্যক্তি দুয়াটি সকালে সাতবার এবং বিকালে সাতবার পাঠ করবে, তার দুনিয়া ও আখিরাতের সকল চিন্তাভাবনার জন্য আল্লাহই যথেষ্ট হবেন। অন্য বর্ণনায় এসেছে, আল্লাহ তার সকল চিন্তা, উৎকণ্ঠা ও সমস্যা মিটিয়ে দেবেন। (সুত্রঃ আবু দাউদঃ ৪/৩২১; ৫০৮১; তারগীবঃ ১/২৫৫)

▣ দুয়াটির বাংলা উচ্চারণঃ "হাসবি ইয়াল্লাহু লা-ইলাহা ইল্লা হু- আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুয়া রব্বুল আরশিল আজিম"।

★ বিঃদ্রঃ- আরবী উচ্চারণ বাংলাতে লিখতে গেলে তা কখনোই পরিপূর্ণ শুদ্ধ করা সম্ভব নয়। সুতরাং সঠিক উচ্চারণের জন্য দয়াকরে ছবিতে দেয়া আরবী দুয়াটি দেখে নিবেন।

▣ দুয়াটির অর্থঃ আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোন ইলাহ নেই, আমি তারই উপর নির্ভর করছি, তিনি মহান আরশের প্রতিপালক।

▣ দুয়াটির উপর আমল করার নীয়মঃ রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তায়ালার কাছে সবচেয়ে প্রিয় আমল হল সেই আমল, যে আমল নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। (বুখারীঃ ৬০২১)

সুতরাং দুয়াটির পরিপূর্ণ ফযিলত অর্জনের জন্য দুয়াটি অর্থসহ মুখুস্ত করে নিবেন এবং অবশ্যই প্রতিদিন সকালে (ফজরের নামাযের পরে) ৭ বার এবং সন্ধ্যায় (আছর বা মাগরিবের পরে) ৭ বার করে নিয়মিত পাঠ করবেন। দুয়াটি মুখুস্ত না হওয়া পর্যন্ত দেখে দেখেই পাঠ করতে পারবেন, এতে কোন সমস্যা নেই। আর মেয়েদের মাসিক বা হায়েজ বা ঋতুস্রাব অবস্থাতেও দুয়াটি পাঠ করতে কোন বাঁধা নেই। তাই মৃত্যুর আগ পর্যন্ত আর কখনো ভুলেও দুয়াটি পাঠ করা ছেড়ে দিবেন না। ইনশাআল্লাহ। আল্লাহ, আমাদের সকলকে তৌফিক দান করুক এবং মৃত্যুর সময় পরিপূর্ণ ঈমান এবং আমলের সাথে মৃত্যু নসীব করুক। আমিন।

25/06/2022

এই সেই আর্জেন্টিনা ভক্ত চাচা যে প্রতিজ্ঞা করেছিল আর্জেন্টিনা যেদিন রঙিন টিভিতে বিশ্বকাপ জিতবে সেদিন তিনি রঙিন টিভি কিনবেন। বিশ্বকাপ যায় বিশ্বকাপ আসে, টিভি নষ্ট হয় টিভি কেনে। কিন্তু রঙিন টিভি আর কেনা হয় না। 😥😥
এবার কি আর্জেন্টিনা পারবে তাকে রঙিন টিভি কেনার সূযোগ করে দিতে?

বঙ্গবন্ধুর মতো আরেকটি লোক চায় বাংলা Rap Bangla Rap song By Y Arafat 25/06/2022

https://youtu.be/euvikg8j-Dk

বঙ্গবন্ধুর মতো আরেকটি লোক চায় বাংলা Rap Bangla Rap song By Y Arafat Song :- Ai Bangladesh Ta Ar ager Moto nai Bangla Rap song By Y ArafatSinger :- Y Arafat.Lyrics:- Y Arafat.Editor :- Tareq Mahamud.Direction:- Tareq Mahamud.P...

25/06/2022

দীর্ঘ ২৭ বছর জেল খাটার সময় , নেলসন ম্যান্ডেলা সূর্য কি জিনিস চোখে দেখেননি । তারপর তিনি দেশের প্রেসিডেন্ট হওয়ার পর একদিন তাঁর কয়েকজন সহকর্মীকে বললেন : -
চলো আজ শহর দেখি । চার দেয়ালের ভিতর বন্দি থেকে , জীবনের দীর্ঘ সময় কেটে গেলো । এখন নিজের শহরটি কেমন হয়েছে , নিজের চোখে না দেখলেই নয় ।
সহকর্মীদের সাথে নিয়ে নেলসন ম্যান্ডেলা শহরের অলিতে গলিতে হাঁটলেন । তাঁর খুব ক্ষিদে পেলো । ক্ষিদে লাগার পর ম্যান্ডেলা বললেন : -
চলো , সামনের মোড়ে যদি কোনো রেস্তোরাঁ পাই ,
সেখানেই কিছু খেয়ে নিতে চাই । সহকর্মীরা তো অবাক ! বুঝতে পেরে ম্যান্ডেলা বললেন , অবাক হওয়ার কিছুই নেই , ক্ষিদে পেয়েছে , খাবো । জেলখানার ওই বিভৎস খাবার খেয়েও যেহেতু মরিনি , তাই এতো সহজে মরবো না ।
সবাই মিলে টেবিলে খেতে বসেছেন ।
অল্পদূরে আরেকজন ভদ্রলোক বসে আছেন , বেশ বয়ষ্ক । হোটেলের ওয়েটারকে ডেকে ম্যান্ডেলা বললেন , একটা চেয়ার এনে আমার পাশে রাখো এবং ওনাকে বলো , আমার টেবিলে বসে খেতে ।
ভদ্রলোক আসলেন । এসে তাঁর পাশের চেয়ারটায় বসলেন । খেতে খেতে সবাই গল্প করছেন । কিন্তু পাশে বসা ভদ্রলোকটি কিছুই খেতে পারছেন না । ওনার হাত কাঁপছে । চামচ থেকে খাবার প্লেটে পড়ে যাচ্ছে । ম্যান্ডেলার সহকর্মীদের একজন বললেন ,
আপনি মনে হয় অসুস্থ । ভদ্রলোক চুপচাপ রইলেন । কিছুই বললেন না ।
ম্যান্ডেলা নিজ হাতে ওনাকে খাবার খাইয়ে দিলেন এবং ওয়েটারকে ডেকে বললেন , ওনার খাবার বিলটা আমরা পরিশোধ করবো ।
খাবার শেষে সেই বয়স্ক ভদ্রলোক বিদায় নেয়ার জন্য প্রস্তুত হলেন । কিন্তু সবাই অবাক চোখে দেখলো , লোকটি ভালো করে দাঁড়াতে বা হাঁটতে পারছেন না । শরীরের কাঁপুনি ক্রমবর্ধমান ।
ম্যান্ডেলা নিজ হাতে ওনাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন এবং সহকর্মীদের একজনকে বললেন , ওনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে ।
সহকর্মীদের মধ্যে আরেকজন বললেন , এতো অসুস্থ শরীর নিয়ে উনি বাড়ী পৌঁছাতে পারবেন তো ! এই সময় ম্যান্ডেলা বলতে শুরু করলেন ,
আসলে উনি অসুস্থ না । আমি জেলের যে সেলে বন্দি ছিলাম উনি ছিলেন সেই সেলের গার্ড । প্রচন্ড মার খেয়ে আমার খুব তৃষ্ণা পেতো । পিপাসায় কাতর আমি যতবার জল জল বলে আর্তনাদ করতাম , ততবার উনি আমার সমস্ত শরীরে প্রসাব করে দিতেন । আজ আমি দেশের প্রেসিডেন্ট ।
দেশের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ হওয়ার পর , আমি ওনাকে আমার টেবিলে একসাথে খাওয়ার জন্য আমন্ত্রণ করেছি ! তাই সেই সব দিনগুলোর কথা মনে করে উনি খুব ভয় পেয়েছেন ।
কিন্তু ক্ষমতাবান হয়েই ক্ষমতাহীন মানুষকে শাস্তি দেয়া তো আমার আদর্শের পরিপন্থী । এটা আমার জীবনের এথিকসের অংশ নয় । তাই শাস্তি পাওয়ার পরিবর্তে উনি ভালোবাসা পেয়েছেন । আমার মুখে আর শরীরে উনি প্রসাব করেছেন । কিন্ত ওনার মুখে আমি খাবার তুলে দিয়েছি । আমি আপনাদের যেমন প্রেসিডেন্ট , তেমনি ওনারও প্রেসিডেন্ট ।

প্রতিটি নাগরিককে সম্মান জানানো আমার নৈতিক দায়িত্ব । শুধুমাত্র প্রতিশোধ নেয়ার মানসিকতা'ই একটি তৈরী রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে ।
আর সহনশীলতার মানসিকতা একটি ধ্বংস হয়ে যাওয়া রাষ্ট্রকে তৈরী করতে পারে ।

Want your business to be the top-listed Media Company in Jhenida?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#2k17Water
Jomuna River

Category

Telephone

Address


Jhenida, Dhaka
Jhenida
7300

Other Video Creators in Jhenida (show all)
ᴛᴀʜsɪɴ者 ᴛᴀʜsɪɴ者
Beparypara Jhenida
Jhenida

A Stupid,noob amv maker

Shihab Films Creator 2022 Shihab Films Creator 2022
Jhenida, Dhaka
Jhenida, BALIADANGA,SHAILLUPAJHENIDADHAKABANGLADESH

Video creator ai page a apnader sagotam sobai valo acen assa kori .

Md Akash Hossen Md Akash Hossen
Garagonj
Jhenida

সময় এবং শ্রোত কারোর জন্য অপেক্ষা করে না তাই সময় থাকতে প্রিয় মানুষটিকে বিয়ে করে ফেলুন �

Avangers Avangers
Jhenida, 7320

like my page and enjoy my vedios I promise you will enjoy it

Kochi Creator Kochi Creator
Chourasta
Jhenida, 7300

EPS TOPIC TEST EPS TOPIC TEST
Jhenida

안녕하세요........

Forid BD Forid BD
Jhenaidah Sadar Jhenaidah
Jhenida, 7300

Hello brother and sister,this is"Forid BD" your personal entertainer,

Jannaterghar- জান্নাতের ঘর Jannaterghar- জান্নাতের ঘর
Jhenaidah
Jhenida, 7200

Follow the page to watch regular Islamic videos. নিয়মিত ইসলামিক ভিডিও দেখতে পেজটিতে ফলো করে পাশেই থাকুন।

ToXci ToXci
Jhenida, 7300

You sent Today at 13:33 ভালোবাসা পেতে চাই আপনাদে..

A Ridoy production A Ridoy production
Jhenaida
Jhenida, 7300

You Think Big You Got Big 😍

Raunak vlogs Raunak vlogs
Jhenida

তারে নিয়ে কিছু কথা তারে নিয়ে কিছু কথা
Jhenida

আমি সাধারণ একটা ছেলে�আমার কথাতে কেও কষ্ট পাবেন না�আমার মন যা চাই তাই বলি,ভাইরাল হওয়ার জন্য না�