It's Sabbir

Fallen love with Call of Duty Mobile

20/11/2023

আত্মসম্মান ভুলে কয়বার পিছনে ফেরা যায়?

গভীর প্রেমও একদিন ঠিক ঘৃণায় দূরত্ব বাড়ায়💟

30/09/2023

আচ্ছা 🥹

01/09/2023

পড়তে চাই কিন্তু পড়ি না
সারাদিন ঘুমাই কিছু করি না🥹

22/08/2023

মনের শান্তিই বড় 🥲

19/08/2023

😐🤷🏻‍♂️

04/08/2023

এই না পেতে পেতে, আমি বুঝে গেছি- পাওয়ার জন্য জীবন নয়।
আমি মূলত দিতে এসেছি।
একটু একটু করে, এখানে সেখানে ফেলে যাচ্ছি সময়।
মুহূর্ত।
মুগ্ধতা।
আমার কিছুই থাকেনা। কেবল, হারায়।

সবকিছু অবেলায় চলে যায়।
যার যাওয়ার কথা নয়; সে'ও।

03/08/2023

দুজনে দুই প্রান্তেই দাড়িয়ে ছিলো একে অপরের জন্যে,
বিশ্বাসও ছিলো একজন হয়তো আসবে এই প্রান্তে,
কিন্তু কেউ কারো জন্যে নিজের অবস্থান ত্যাগ করেনি।
অসমাপ্ত হয়ে রইলো একে অপরকে দেখার ইচ্ছে।

এইটাই কি ভালোবাসা?
নাকি শুধুই অন্যকিছু নিজের করে চাওয়া!!

05/07/2023

🥹🥹

22/06/2023

গরুর সাথে ছবি দিলে কোনটা আপনি আর কোনটা গরু তা মার্ক করে দিবেন,,,,,,
বুঝতে অসুবিধা হয় আমাদের🥹

22/06/2023

যদি আপনার জীবনের কোন উত্তর খুজে না পান, তাহলে দক্ষিণে চলে যান।

16/06/2023

মাগরিবের সলাত শেষ করেই ঝুম বৃষ্টি। হ্যাঁ, আষাঢ়ের দ্বিতীয় দিন।
হালকা আলোয় আচ্ছন্ন ঘর, জানালার গ্রিলে মাথা রেখে আকাশের দিকে চেয়ে দূর দিগন্তের বৃষ্টির ফোঁটাগুলো দেখার চেষ্টা করছি। কানে আসছে "আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম"
হ্যাঁ, রুমমেটের সলাত এখনো শেষ হয়নি। পূর্ব আকাশে মেঘের গর্জন। আচ্ছা, বৃষ্টির এভাবে নিচে পড়তে কষ্ট হয়না?
নাকি স্বাচ্ছন্দ্যে হাসিমুখে পড়ে স্বার্থহীন মানুষের মতো?
গাছের পাতাগুলোও কি প্রথম বৃষ্টির আগমনে আমাদের মতো আনন্দিত হয়? খুশিতে নেচে ওঠে তাদের মন?

ঝুম বৃষ্টি নামলে ঘরহীন মানুষেরা কি ততটাই ক্ষোভ তৈরী করে নিজ অভ্যন্তরে? যতটা ক্ষোভ জন্মালে মানুষ নির্বাক হয়ে যায়!
আমার মস্তিষ্ক বালির মতো, বালি উর্বর নয়। এ মস্তিষ্ক অতটা ভাবতে পারেনা। আমিও পারছি না।
আচ্ছা, নীড়ে ফেরা পাখিদেরও বৃষ্টি আসলে একই রকম ব্যাস্ততা থাকে যতটা ঘর ফেলে আসা পথিকের থাকে?
খাঁচায় আটকে রাখা পাখিরও কি একই আর্তনাদ থাকে যতটা আমার অভ্যন্তরে?!
প্রেমিকাও কি একই আকাশ দেখে, যেটা আমি দেখছি!

মানুষও কি এভাবেই ভাবে, যেভাবে আমি ভাবছি?
ওহহ! জাম মাখানো বাকি, যাই মাখিয়ে খাই।

08/06/2023

This kiddddd😆😆😆

Btw, শেষে কিন্তু ব্যাথা পায় নাই😆

20/05/2023

POV: বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস class

10/05/2023

জীবনে অনেক পাখির নাম শুনছি, কিন্তু এই তৈ তৈ বয়াম পাখিটা আবার কোন দেশী পাখি ভাই.!🙂

09/05/2023

সারারাত স্বপ্ন দেখলাম বিমানের জা!নালা দিয়ে মাথা বের করে সমুদ্র দেখছি✈️

সকালে ঘুম থেকে উঠে দেখি ছেঁড়া মশারির ফাঁক দিয়ে মাথা বের করে বসে আছি.!'🙂

01/05/2023

১ কোটি বছর হয়ে গেছে আমি কোথাও ঘুরতে যাই নাই🙂💔

29/04/2023

Isssssssire😬

21/04/2023

🥹💔💔

21/04/2023

আহা🥹🥹

20/04/2023

সবাই সালামি চাইলো অথচ কেউ আমারে চাইলো না 🙂

19/04/2023

বিকাশ নাম্বার দিচ্ছেন না কেন? সালামি টা কি কবুতরের পায়ে করে পাঠাবো?

19/04/2023

আইছিলো , একটু থাকছে , আবার গেছেগা!

18/04/2023

বয়ফ্রেন্ড সুন্দর হইলে সব গার্লফ্রেন্ডই loyal হয়ে যায় ভাই😮‍💨😮‍💨

Photos from It's Sabbir's post 16/04/2023

নিজেকে খুঁজতে খুঁজতে একদিন পানামের হাজারো গল্পের সাক্ষী হয়ে গিয়েছিলাম।
অতঃপর নিজের অস্তিত্ব খুঁজে পেয়েছিলাম সে পরিত্যক্ত করিডরে 🖤

Panjabi from: Yaara 💞

09/04/2023

Hayee garmi🥵🥵

02/04/2023

খুব ভয়ংকর 😳

30/03/2023

হবে নাকি?

20/03/2023

দুরুদ পারোছ?

08/03/2023

জীবনযুদ্ধে জ্যামে বসে আছি, আগাচ্ছিও না পিচাচ্ছিও নাহ।

06/03/2023

when I see her talking to another boy:

03/03/2023

My situation rn:

02/03/2023

গরীবের আবার প্রেম, মেয়েরা আ্যড আছে এটাই অনেক!🤗

21/02/2023

রুমা
দেওয়ান জুলহাস

একুশের বইমেলায় ঘুরে ঘুরে আমার স্টলে তুমি এলে,
"প্রেমের কবিতা" বই খানি হাতে তুলে নিলে।
আমি খবরের কাগজ পড়ছি বসে এক কোণে,
চিনেছি তোমাকে আমি প্রথম দর্শনে,
তুমি সেই ছলনাময়ী রুমা,
তেত্রিশটি বছর হৃদয় থেকে তোমায় করতে পারিনি ক্ষমা।
বইয়ের মলাটের উপর আমার নাম দেখে,
বিশ্বাস হয়নি তোমার ঐ দুটি চোখে।
লেখকের পরিচিতি পড়ছো বারবার,
পড়ে থমকে গেলে!
কেন? তুমি কি পেলে?
"আমার প্রেম" কবিতাটা তুমি পড়ছো বারে বারে,
তোমার আঁখির জল আজ ঝরছে অগোচরে।

{ মামা🧡}

21/02/2023

জীবনে অনেক শান্তি তাই খাল কেটে আমি:

20/02/2023

কেমনে কি?

19/02/2023

Me when my favorite person is offline..........

01/02/2023

আমার ব্যথার মলম কে নাইট ক্রিম ভেবে লুকিয়ে বাসায় নিয়ে ব্যবহার করা আমাদের কাজের বুয়া!'🙂

01/02/2023

খুব ভালোবাসা 🤌🏻

01/02/2023

Samajh me aya?

24/11/2021

ভালো*বাসায় ব্যর্থ হয়ে আগে মানুষ কবি - সাহিত্যিক হতো 😒

আর এখন হচ্ছে টিকটকার - মোটিভেশনাল স্পিকার

"~"

Want your business to be the top-listed Media Company in Joypara?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

পড়তে চাই কিন্তু পড়ি নাসারাদিন ঘুমাই কিছু করি না🥹
This kiddddd😆😆😆Btw, শেষে কিন্তু ব্যাথা পায় নাই😆
My situation rn:
🥀🖤
খাল কাটার পর আমি:
জীবনে অনেক শান্তি তাই খাল কেটে আমি:
Result fact 🥹
ভাই খালি ঘুমায় 🥹ঘুমাও Sifat Shelby
𝐓𝐫𝐢𝐞𝐝 𝐬𝐨𝐦𝐞𝐭𝐡𝐢𝐧𝐠 𝐧𝐞𝐰. 𝐒𝐨𝐦𝐞 𝐂𝐢𝐧𝐞𝐦𝐚𝐭𝐢𝐜 𝐯𝐢𝐝𝐞𝐨 𝐨𝐟 𝐨𝐮𝐫 𝐨𝐰𝐧 𝐬𝐩𝐢𝐝𝐞𝐲 💜
☞Tips no.1: How not to fail in exam....
কেন করে ভাই?
Too much rich🤑🤑

Category

Telephone

Website

Address


Joypara
Joypara
1330

Other Video Creators in Joypara (show all)
MD Nur Alam MD Nur Alam
Joypara, PALAMGONJ

ইসলাম প্রচারের সার্থে 💖 পেজটাকে লাইক দিয়ে👍 এবং ফলো করে পাশে থাকুন 🙏🖤

Tagra jubbøk's Tagra jubbøk's
Joypara, 57268

famous �

JA HA PA NA JA HA PA NA
Joypara

I will be posting Random videos in this page. I hope you all will have some quality time while watc

End_ End_
Dhaka Bangladesh
Joypara, 0000

Love your self ���

Mrs. Ridoy Vlogs Mrs. Ridoy Vlogs
J49C+CCH, Dohar
Joypara, 1330

Assalamualaikum everyone! I would like to share my experience of cooking, travelling and my daily life vlog Hope you enjoy!! Please like and follow for new videos.

Pure Loveツ Pure Loveツ
Joypara

Welcome To Our ''Pure Love '' Page.

BপিR꧂ BপিR꧂
Joypara

🏍️🏍️🏍️