RH Top Gammer

HI,
I'm MD Raihan Hossan. This is my page. I will post here gaming video daily. So, please

08/02/2022

চলতি বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ

চলতি বছরে এসএসসি বা সমমানের পরীক্ষা ১৯ মে এবং ১৮ জুলাই এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে। সোমবার (৭ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এসএসসি ও সমমান পরীক্ষার টেস্ট পরীক্ষা ৩ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে। এসএসসির চূড়ান্ত পরীক্ষা শুরু হবে ১৯ মে আর শেষ হবে ৯ জুন।

এইচএসসি ও সমমান পরীক্ষার টেস্ট পরীক্ষা শেষ করতে হবে ৭ জুনের মধ্যে। উচ্চমাধ্যমিক পর্যায়ের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে ১৮ জুলাই। ৩১ আগস্ট এ পরীক্ষা শেষ হবে।
জানা যায়, গতবছর টেস্ট পরীক্ষা না হলেও এবার গ্রহণ করা হবে টেস্ট পরীক্ষা। এছাড়া ধর্ম ও তথ্য প্রযুক্তি বিষয় বাদ দেওয়া হতে পারে। আর বিভিন্ন বিষয়ে ১০০ নম্বরের পরিবর্তে ৫০ নম্বর এবং সময় তিন ঘণ্টার পরিবর্তে ১ ঘণ্টা ৩০ মিনিট করা হতে পারে।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, করোনার কারণে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা পূর্ণাঙ্গ সিলেবাস শেষ করতে পারেনি। তাই সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণের প্রস্তাব এসেছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

গত ২১ জানুয়ারি করোনা সংক্রমণ রোধে দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের জরুরি নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। ওই নির্দেশনায় বলা হয়, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ থাকবে। তবে ২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে পরামর্শ দিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন: অনলাইন ক্লাসের তথ্য চেয়েছে মাউশি

এরপর ৩ ফেব্রুয়ারি মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আগামী ২১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয়, উন্মুক্ত স্থানে ও ভবন অভ্যন্তরে সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০’র বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন তারা অবশ্যই কোভিড টিকা সনদ/২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে। এ ছাড়া সব স্কুল, কলেজ এবং সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।

08/02/2022

চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন পানি সরবরাহ প্রকল্প থেকে দৈনিক গড়ে ৪৪ কোটি ৭৪ লাখ লিটার পানি সরবরাহ করা হয়। ওয়াসার হিসাবে উৎপাদিত পানির প্রায় এক-তৃতীয়াংশ অর্থাৎ ১৩ কোটি ৮৬ লাখ লিটার পানি ‘রাজস্ব আয়বহির্ভূত’ (এনআরডাব্লিউ) হিসেবে প্রতিদিন নষ্ট হচ্ছে। এভাবে বছরে ৬৫ কোটি টাকার পানির হিসাব মেলাতে পারে না ওয়াসা। অথচ বছর বছর পানির বিল বাড়ছে।

08/02/2022

পুতিনের সঙ্গে ম্যাখোঁ বৈঠকের পর বলেন আগামী দিনগুলো খুব গুরুত্তপূর্ন হতে চলেছেঃ-

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, ইউক্রেন সঙ্কট কমানোর ব্যাপারে আগামী দিনগুলো হবে গুরুত্তপূর্ন। স্থানীয় সময় সোমবার রাতে মস্কোতে বৈঠকের পর এ কথা বলেন ফরাসি
প্রেসিডেন্ট ।
অন্যদিকে ভ্লাদিমির পুতিন ইঙ্গিত দিয়েছেন, অন্যতম প্রধান পশ্চিমা নেতার সঙ্গে তার আলোচনায় "অগ্রগতি হয়েছে"।
ইউক্রেন সীমান্তে রুশ সৈন্যদের ব্যাপক উপস্থিতির পর কোনো পশ্চিমা নেতার সঙ্গে এটাই পুতিনের প্রথম শীর্ষ বৈঠক।
পাঁচ ঘন্টাব্যাপী ডিনারে কথা বলেন পুতিন এবং ম্যাখোঁ। বল্গা হরিনের মাংসের সঙ্গে মিষ্টি আলু এবং ব্ল্যাকবেরি ছিল তাদের রাতের খাবার। আলাপ শেষে ম্যাখোঁ সাংবাদিকদের
বলেছেন , ' সামনে চুড়ান্ত দিনগুলো আসছে এবং নিবিড় আলোচনার প্রয়োজন; যাতে আমরা ঐকমত্যে পৌঁছাতে পারি। '
ম্যাখোঁর কিছু প্রস্তাব আরও যৌথ পদক্ষেপের ভিত্তি তৈরি করতে পারে, "এমন কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট। পুতিন আরো বলেন, তারা দৃশ্যত কথা বলার জন্য বেশি
তারাহুরা করছেন।
পুতিন আগের সতর্কতা পুরাবৃত্তি করে বলেছেন, "ইউক্রেন যদি পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে জোগ দেয় তবে ইউরোপ একটি বড় সংঘাত হতে পারে।
এরপর রুশ প্রেসিডেন্ট ফ্রান্সের সাংবাদিকদের কাছে জানতে চান, "আপনারা কি চান? ফ্রান্স রাশিয়ার সাথে যুদ্ধ করুক? সেক্ষেত্রে কী ঘটতে পারে...... এতে কেউই বিজয়ী হবে না।"
ইউক্রেনে আক্রমণ চালানোর কোন পরিকল্পনা নেই বলে এরই মধ্যে জানিয়েছেন মস্কো। তবে পশ্চিমা শক্তিগুলো, বিশেষ করে যুক্তরাট্র ইউক্রেনে রুশ আগ্রাসনের
শঙ্কায় ক্রমশ উব্দেগ প্রকাশ করে আসছে। মার্কিন কর্মকর্তারা গত রবিবার বলেছেন,ইউক্রেনে পূর্ণ মাত্রায় হামলা চালানোর জন্য প্রয়োজনীয় শক্তিসামর্থ্যের ৭০ শতাংশ একত্রিত করেছে রাশিয়া।

নানা দিকে জোরদার কূটনৈতিক প্রচেষ্টায় পুতিন-ম্যাখোঁ বৈঠকের পাশাপাশি সোমবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ্ এর সঙ্গে বৈঠক করেন। বাইডেন এসময় হুমকি দিয়ে বলেছেন, মস্কো যদি ইউক্রেনে আক্রমণ চালায়, তাহলে জার্মানিকে গ্যাস সরবরাহ করা রাশিয়ার লাভজনক দ্বিতীয় গ্যাস পাইপ লাইনটি চালু করতে দেওয়া হবে না।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও নিষেধাজ্ঞার প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। মঙ্গলবার ‘টাইমস’ পত্রিকায় তিনি লিখেছেন, ওই অঞ্চলে যুক্তরাজ্য বিমানসেনা এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েন করার বিষয়টি বিবেচনা করছে। যুক্তরাজ্য এরই মধ্যে ইউক্রেনকে কিছু অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে।

পশ্চিমা দেশগুলো মস্কোর বেশ কয়েকটি দাবি প্রত্যাখ্যান করেছে; তার মধ্যে রয়েছে- ইউক্রেনকে ন্যাটো প্রতিরক্ষা জোটের সদস্য না করা এবং পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক উপস্থিতি হ্রাস করা। ন্যাটো জোট মস্কোর দাবি প্রত্যাখ্যান করে কূটনৈতিক উপায়ে সঙ্কট মোকাবিলার পরামর্শ দিয়েছে।

08/02/2022

বাইডেন বলেন রাশিয়া যদি ইউক্রেন আক্রমন করে তবে গ্যাস পাইপ লাইন থাকবে না ।

ইউক্রেনের সীমান্তে এক লাখ সৈন্য রেখেছে রাশিয়া । এ নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা চরমে। এ পরিস্থিতিতে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ এর সঙ্গে সোমবার
ওয়াশিংটনে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে নবনির্মিত নর্ড স্ট্রিম টু গ্যাস পাইপ লাইন নিয়ে হুমকি দিয়েছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, যদি মস্কো ইউক্রেনে আক্রমন চালায়, তাহলে জার্মানিকে
গ্যাস সরবরাহ করা রাশিয়ার লাভজনক দ্বিতীয় গ্যাস পাইপ লাইনটি বন্ধ করে দেওয়া হয়।
এমন হুমকির পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কেবল যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা আক্রমণের কথা বলেছে । অথচ ইউক্রেনে হামলার পরিক্লপনার কথা
বরাবরই অস্বীকার করে আসছে মস্কো।
বাইডেনের কাছে সাংবাদিকরা জানতে চান যে, নর্ড স্ট্রিম টু গ্যাস পাইপ লাইন কিভাবে বন্ধ করে দেওয়া হবে। তবে এ ব্যাপারে কোন তথ্য দেন নি জো বাইডেন।
তিনি শুধু এতটুকুই বলেছেন , আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি - এটা আমরা করতে পারব।

Want your business to be the top-listed Media Company in Joypur?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Joypurhat, Rajshahi
Joypur
5941

Other Joypur media companies (show all)
S.i Pasha S.i Pasha
Kalai
Joypur, 5930

"Driving organic growth and maximizing online visibility through strategic SEO techniques. 🚀

Sabir Ahmed Sabir Ahmed
Joypur

It's Rakib It's Rakib
Kalai
Joypur, 5930

Assalamu Alaikum, Welcome to my page. Follow my page🥰 Please Support me😍🥰

Gaming Asik Gaming Asik
Joypur

Vln Billal Khan Vln Billal Khan
Joyourhat
Joypur, 5930

🥰Alhamdulillah for everything🥰

I Am Back FF I Am Back FF
Joypur

subscribe my youtube chanel :https://youtube.com/channel/UCguWPQ9_EEH7E9ZrGm3CTkQ

NH creator NH creator
Joypur, 5920

আমি আমার মতো

Rohan 1 Rohan 1
Joypur, 5900

please support me

Jisan Gaming Live Jisan Gaming Live
Joypur

Video Game Streamer at Facebook Gaming from the Bangladesh ! I Stream almost everday now! Don't forg

OTP Gaming OTP Gaming
Joypurhat, Rajshahi
Joypur, 5900

Hey guyes welcome to my official gaming page

MR NAHID MR NAHID
Joypur, 5900

Need🙏 Your Support🙏 ❤️Take Love❤️ Saty Safe,Stay Happy☺

Shaju Rj Shaju Rj
Joypur, 5555

Follow For More 💚💚♥️♥️