M/S Shahinur Agro Farm

All Are Indian Fleckvieh,Brahaman Cattle Are Available Here.And Also Many Kind Cow Are Available

Your cow will be delivered to your doorstep within 6-14 days in Dhaka, Chattogram, Sylhet, Khulna and all over the country.

25/01/2023

নতুন কালেকশন আপডেট পেতে চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখুন।

https://youtube.com/

Photos from M/S Shahinur Agro Farm's post 24/01/2023

শীত বস্ত্র আসিতেছে🥰

24/01/2023

Sob Mundir Mela🥰

Prepared To Deliver ❤️

23/01/2023

🥰🥰

23/01/2023

Indian Cow Prepared To Deliver 🥰

21/01/2023

সবাইকে আমন্ত্রন রইলো।🥰🥰

19/01/2023

গরু কেনার সময় প্রতারিত হবেন না।
গরু কেনার সময় ১০ টি দিক অনুসরণ করুন।

১। গরুর অসাধু দালাল থেকে সাবধান।
যেমন: অসাধু দালালরা অনেক বেশি চাপা মারে। চাপায় আসক্ত না হয়ে,গরুটির গুনগুত মান নির্ণয় করুন।

২।বাজারে গরু পছন্দ না হলে মনগড়া কোন দাম
বলবেন না।

৩।বাজারে গিয়ে বিক্রেতা বা গরুর পাইকার কে বলবেন না→আমাকে একটি ভালো গরু কিনে দেন।

৪।বাজারে গিয়ে কোন পাইকারের সাথে অতিরিক্ত কথায় লিপ্ত হবেন না।

৫।গরু কিনার সময় বিক্রেতা বা পাইকার যা বলল তা বুঝে নিতে চেষ্টা করবেন।

৬। গাভী কিনার সময় করনীয়ঃ
★ ১ম ও ২য় বা ৩য় বিয়ানের গাভী খুঁজ করুন।
★গাভীটি কয় দাঁততের খেয়াল করুন,২/৪ দাঁতের হলে উওম।
★গাভীর ওলান ঠিক আছে কিনা খেয়াল করুন।
★হাঁটাছড়া স্বাভাবিক কিনা খেয়াল করুন।
★চার বাট দিয়ে দুধ আসে কিনা লক্ষ করুন।
★দুধ দহন করার সময় লাথি মারে কিনা দেখে নিন।
★দুর্বল স্বাস্থ্য বা অসুস্থ গাভী কিনা পরিহার করুন।

৭। গরুর দামধর ঠিক হলে,গরুর নিধারিত মূল্য বাজারের ওয়াসিল দ্বারের হাতে টাকা বুঝিয়ে দিয়ে রশিদ সংগ্রহ করুন।
৮। মোটাতাজাকরণ গরুর ক্ষেত্রে গরুর পা গুলো ঠিক আছে কিনা এবং পায়ের খুরের কোন সমস্যা আছে কিনা তা দেখে ক্রয় করুন।

৯। কোনভাবেই অসুস্থ গরু ক্রয় করা যাবে না। এবং চামড়ায় কোন ধরনের আছে সমস্যা কিনা তা দেখে নিন এবং এরে গরুর ক্ষেত্রে মুখ খাটো এবং প্রশস্ত দেখে ক্রয় করুন।
১০। মোটা তাজা করেন গরুর ক্ষেত্রে দুই দাঁত এবং চার দাতের গরু হলে ভালো হয় ক্রয় করার পূর্বে অবশ্যই দাঁত দেখে নিবেন।

গরু পছন্দ না হলে বা না কিনলে বাজার পরিত্যাগ করে বাসায় ফেরেন।

আশা করি এই দিকগুলো অনুসরণ করলে
আপনি প্রতারিত হবেন না ইনশাআল্লাহ।
সুস্থ সবল গাভী কিনুন,প্রতারণা থেকে দূরে থাকেন,স্বপ্ন গুলো বেচে থাকুক এই প্রত্যাশা রইল।

18/01/2023

আমাদের পক্ষ থেকে ৩৬জন ছেলে এবং ১৩ জন মেয়ে কোরানের পাখিদের পাঞ্জাবি,পাজামা এবং বোরখা বিতরন।যদিও পুরাতন মেমোরি ২০২১।

#সুধু সৃতি হিসেবে রেখে দিলাম🥰

16/01/2023

Sold Out❤️❤️

15/01/2023

Sold Out😍

15/01/2023

মনে স্বপ্ন জাগল খামার করবেন?
রাতে ঘুমিয়ে ঘুমিয়ে ও স্বপ্ন দেখছেন খামার করবেন?
ফেসবুকে পোস্ট দেখে এবং পোস্ট পড়েই
খামার করার ভূত মাথা দেখে নামান!
ভাই ফেসবুকে অনেকে যা মন চায় তা লেখে।
কিছু কিছু পোস্ট দেখলে মনে হয় আজ খামার করলে
কালই সাফল্য।
না এত সোজা কথা নয়।
এইটা গাছের আম নয় যে পাড়লাম আর খাইলাম।
একজন খামারীই বলতে পারবে তার খামার টা কে
উন্নতি ও সাফল্য বয়ে আনতে থাকে কত কষ্ট ও পরিশ্রম এবং মেধা কাটাতে হয়েছে।
চামড়ার মুখ দিয়ে বলা সহজ আর তা বাস্তবে পরিণত করতে অনেক কষ্টদায়ক যে কোন কাজই।
ফেসবুকে পোস্ট পড়েই খামার করতে হবে এমন কোন কথা নয়,খামার করার আগে আপনার সকল বিষয় চিন্তা বিবেচনা করে আস্তে ধীরে শুরু করুন।
যেমন:
১।আপনার আয় ব্যয়
২।খামার করার জায়গা
৩।ঘাস করার জমি
৪।নিজ্বস লোক
৫।বিদ্যুৎ ব্যবস্থা
৬।আপনার এলাকার দুধের বাজার
৭।গো_খাদ্য সরবরাহ করার ব্যবস্থা
৮।ধেয'শীল হওয়া
৯।আজ খামার করে কাল কোটিপতি হওয়ার চিন্তা পরিহার করা
১০।নিকটবতী' প্রাণী সেবা হাসপাতাল ও আপনার এলাকায় ভালো ভেটেরিনারী পশু চিকিৎসক আছে কি না তা লক্ষ্য করা।
🌷 যুব উন্নয়ন বা বেসরকারী সংস্থা থেকে প্রশিক্ষন নিয়ে শুরু করুন।
🥀 ছোট পরিসরে ১মে শুরু করুন,
🌺 ৩ থেকে ৬ মাস ২/৩ টা ভালো মানের গরু পালন করুন,,,
🌷 পরবতী'তে আস্তে আস্তে বৃদ্ধি করুন।
💐আর কেউ বাণিজ্যিক ভাবে শুরু করবে ও বড় আকারে শুরু করবে তা ভিন্ন কথা।
সুতরাং এই দিকগুলো বিবেচনা করে পরে খামার করার চিন্তা করুন।
আমি আমার নিজ্বস মতামত শেয়ার করলাম।
হয়তো কারো কাছে ভালো লাগবে নয়তো কারো কাছে ভালো লাগবে না।
তার পরে ও বলব___যদি কোন নতুন খামারী এই কথাগুলো মানে তবে উপকার বিনে লোকসান হবে না ইনশাআল্লাহ্।
সুষ্ঠ পরিকল্পনা করে খামার করুন,
সততার সাথে ধেয' ধারন করে পরিশ্রম করুন।
সফলতা আসবে আসবেই ইনশাআল্লাহ্।

15/01/2023

Mundi Odat Gavi With Mundi Baby Sold Out🥰

15/01/2023

Boss Alhamdulillah Sold ❤️

13/01/2023

Sold Out❤️

12/01/2023

Sold❤️

বর্ডার এলাকায় কেমন দামে পাবেন ব্রাহমা ষাড় বাচ্চা জানতে ভিডিওটি দেখুন।#youtubeseo #brahman 11/01/2023

বর্ডার ক্রস ব্রাহামা ক্রস ব্রাহামা গরুর দাম দর জানতে অবশ্যই ভিডিও টি দেখুন
://youtu.be/SvU8n03DXhA

বর্ডার এলাকায় কেমন দামে পাবেন ব্রাহমা ষাড় বাচ্চা জানতে ভিডিওটি দেখুন।#youtubeseo #brahman "গ্রীন লাইফ টিভি" একটি কৃষি ও খামার ব্যবস্থাপনা মূলক অনলাইন গণমাধ্যম। প্রচুর মানুষ ক্ষুদ্র খামারি ইউটিউব চ্যানেল...

10/01/2023

সবার সহোযোগিতায় এবং শাহীনুর এগ্রো ফার্ম এর উদ্যাগে আজ পাটাবুকা গ্রাম,পাচঁবিবি,জয়পুরহাট কোরআনের পাখিদের খানাপিনার আয়োজন।🥰🥰

বড় ভাই এবং ছোট ভাইদের ধন্যবাদ দিয়ে ছোট করব না।আপনাদের কাছে আমি চির কৃতজ্ঞ।❤️

10/01/2023

Prepared To Delivered ❤️

Send a message to learn more.

08/01/2023

Mundi❤️Baby

07/01/2023

দোয়া রাখবেন❤️

06/01/2023

Jummah Mubarak❤️

05/01/2023

৬০ইঞ্চি হাইট ইন্ডিয়ান গির অদাত বকনা সোল্ড আউট ❤️

04/01/2023

সরকারি চাকুরি করলে সমাজ বলে, ''এই টাকায় মাস চলবে?''🤔

বেসরকারি চাকুরি করলে সমাজ বলে, ''সরকারি চাকুরি পাও না?''😥

সরকারি চাকুরিতে সৎ থেকে খুব সাধারণ জীবন যাপন করলে সমাজ বলে, ''ছেলেটা চালু না, জানে না কীভাবে বাড়তি ইনকাম করতে হয়।''😺

সরকারি চাকুরিতে ঝলমলে জীবন যাপন করলে সমাজ বলে, ''সেই ঘুষখোর।''😡

বেসরকারি চাকুরিতে উন্নতি করলে সমাজ বলে, ''তাতে কী সরকারি জব তো আর পায়নি!''😅

বেসরকারি চাকুরি করে কোন রকমে জীবন চালিয়ে নিলে সমাজ বলে, ''কামলা খাটছে, কিছুই করতে পারল না লাইফে।''😊

আবার চাকুরি না করে ব্যবসা শুরু করলে সমাজ বলে, ''কিছু না পেরে এখন ধান্দাবাজি শুরু করছে!''😃😃

আবার কিছুই না করে বেকার থাকলেও সমাজ বলে, ''অচল জিনিস , জীবনে কিছু করতে পারলো না।😆😆😆😆

জ্বী, এটাই সমাজের বাস্তবতা।

আপনি আপনার জায়গায় ঠিক থাকলে কে কি বললো It's Nothing ..
তাই পারতপক্ষে সমাজের ধার না ধারাটাই উত্তম।
নিজের মত চেষ্টা করা এবং সত্য ও সৎ পথে ধৈর্য সহ চলতে থাকাটাই বড় কথা।

সৃষ্টিকর্তা যা ভাগ্যে রেখেছেন তা অবশ্যই শ্রেষ্ঠ।
Copy : 👍

বর্ডার এলাকার ভালো মানের সব ফ্লেকভি, এবং ব্রাহমা ষাড় বাচ্চা #dairyfarm #fleckvieh #ফ্লেকভি 04/01/2023

বর্ডার এলাকার ভালো মানের সব ফ্লেকভি, এবং ব্রাহমা ষাড় বাচ্চা কেমন দামে অর্ডারের কাছে বিক্রি হয় দেখুন ভিডিওটি

বর্ডার এলাকার ভালো মানের সব ফ্লেকভি, এবং ব্রাহমা ষাড় বাচ্চা #dairyfarm #fleckvieh #ফ্লেকভি Dear viewers, Assalamu Alaikum today, 22 December 2022, welcome to today's episode of channel. Today I am staying at Rifat Bhai's farm next to P...

03/01/2023

Picci Rani Bokna Sold Out

Photos from M/S Shahinur Agro Farm's post 28/12/2022

গরুর কৃমি রোগঃ
গরুর শরীরে কৃমির ধরন বুঝে;যেমন গোল কৃমি,ফিতা কৃমি,পাতা কৃমি,চামড়ায় পরজীবী এসব বুঝে কৃমিনাশক ওষুধ প্রয়োগ করতে হবে। পাকস্থলীর কৃমির জন্য ইন্ডেক্স / রেনাডেক্স এ জাতীয় বেস্ট হবে । উঁকুন এবং আঠালি, চামড়া,জরায়ু,ষাঁড়ের বীর্যপাত,লিঙ্গ চুলকানি এসব ক্ষেত্রে নীচে আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন প্রয়োগ করতে হবে। যদি কলিজা কৃমির সমস্যা থাকে তবে কলিজা কৃমির জন্য আলাদা ইনজেকশন চামড়ার নীচে প্রয়োগ করতে হবে।
1)রুমেন,ফুসফুস ও পাকস্থলী কৃমির জন্য Endex Renadex Navadex Trimisol Antiworm Trilev vet. Altivet.DS Altizole.যেটা খুশি।কৃমির ডোজের আগে ও পর লিভার টনিক ও জিংক,লেবুর রস,চিটাগুড় খাওয়ান।

2)দীর্ঘদিন পাতলা পায়খানা,রক্তশূন্যতা,গলার নীচে পানির পিন্ড,এসব ক্ষেত্রে গোবর পরীক্ষা করে নিবেন, কলিজাকৃমির জন্য নাইট্রোনেক্স ইনজেকশন প্রতি 100 কেজি ওজনের জন্য 3 সিসি চামড়ার নীচে,দিতে হবে; এটা গর্ভনিরাপদ। বা লিভানিড ট্যাবলেট দিতে হবে।

3)গরুর চামড়ার ইনফেকশন উঁকুন,আঠালী,পরজীবী জরায়ু ও আন্ত পরজীবীর জন্য আইভারমেকটিন গ্রুপের আইভিক্লোর,এমেকটিন প্লাস,ভার্মিক প্লাস ইনজেকশন দিতে পারেন।100 কেজি ওজনের জন্য 3 সিসি প্লাস, এটা কয়েক গুন বেশী পযর্ন্ত নিরাপদ। গর্ভ নিরাপদ। M/S Shahinur Agro Farm

22/12/2022

গবাদি পশুর জন্য চিটা গুর অপরিহার্য 🥰
চিটাগুড়ের পুষ্টিগুণ বিশ্লেষণ
চিটাগুড় মুলতঃ কার্বোহাইড্রেট বা স্টার্চ জাতীয় খাদ্য হলেও এটি বহুমুখী পুষ্টিগুনের অধিকারী। যার ফলে চিটাগুড়ের ব্যবহারিক ক্ষেত্রও অনেক বেশি।

ড্রাই ম্যাটার- ৭১%
শক্তি/ক্যালোরি- ৯.৬ মেগাজুল/কেজি
প্রোটিন- ৫.৫%
ফ্যাট- ১.০%
ফাইবার-০.১%
অ্যাশ-১৪.৬%
ক্যালসিয়াম- ৯.২ গ্রাম/কেজি
ফসফরাস- ০.৭ গ্রাম/কেজি
পটাশিয়াম- ৫১.০ গ্রাম/কেজি
ম্যাগনেসিয়াম- ৪.০ গ্রাম/কেজি
ম্যাঙ্গানাজ- ৭৪.০ গ্রাম/কেজি
জিংক- ১৮ গ্রাম/কেজি
আয়রণ- ১৭৩ গ্রাম/কেজি

#চিটাগুড়_ব্যবহারে_উপকারিতা
চিটাগুড়ের পুষ্টিগুণ অন্যান্য উপাদানের চেয়ে অনেক বেশি।
√প্রচুর এনার্জি (শক্তি) সরবরাহের মাধ্যমে প্রাণিকে মোটাতাজা করে.
√প্রাণির শরীরে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রণ সহ সকল দরকারি পুষ্টির ঘাটতি পুরণ করে।
√খাদ্য গ্রহনের রুচি ও হজম ক্ষমতা বৃদ্ধি করে।
√পরিপাক তন্ত্রের উন্নতি ঘটায়।
√গাভী গরুর দুধের উৎপাদন রৃদ্ধি করে।
√ছাগল ও ভেড়ার দ্রুত দৈহিক ওজন বৃদ্ধি করে।।
√দুবর্ল প্রাণির শরীরে দ্রুত শক্তি সরবরাহ করে।
√দানাদার, ইউএমএস, ইউএমএমবি, সাইলেজ ইত্যাদি তৈরির অত্যবশকীয় উপাদান।
√পুকুরের পানিতে ব্যবহারে পানির মান ও প্রাকৃতিক খাদ্যের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে।
√খামারের খাদ্য খরচ কমায়।

#চিটাগুড়ের_ব্যবহার_বিধি
√চিটাগুড় সরাসরি আহারযোগ্য পশু খাদ্য হলেও এর বহুমুখী ব্যবহার রয়েছে।রেডি ফিড মিলে চিটাগুড়ের ব্যপক ব্যবহার হয়ে থাকে। এছাড়াও কাচাঘাস বা খড়ের সাইলেজ তৈরিতে চিটাগুড় ব্যবহার হয়।
গবাদীপশুকে চিটাগুড় খাওয়ানর সাধারণ নিয়মঃ
বড় প্রাণি(গরু, মহিষ, ঘোড়া)- ১০০-২০০ গ্রাম/প্রতিবার খাবারের সাথে/প্রতিদিন।

রেজিস্ট্রার্ড প্রাণি চিকিৎসক বা পুষ্টিবিদদের পরার্মশ অনুযায়ী।

21/12/2022

Delivery Done❤️

18/12/2022

Sold Out❤️

17/12/2022

আমার জায়গা থেকে ছোট্ট একটু প্রচেষ্টা মাত্র।যে যেভাবে পারেন এই শীত এ অসহায় ব্যক্তিদের সহযোগিতার হাত বারিয়ে দিন।হোক সেটা একজন বা দুইজন❤️
দোয়া রাখবেন পরবর্তীতে যেন সংখ্যাটা বারাইতে পারি ইন্সাল্লাহ ❤️

আমার নিজের খামারের ফ্লেকভি ষাড় এই গরুর বৈশিষ্ট্য ও জাতপরিচিতি এই গরু দুধ দেয় কেমন #fleckvieh #cow 14/12/2022

https://youtu.be/9KSNJuJu2fo

আমার নিজের খামারের ফ্লেকভি ষাড় এই গরুর বৈশিষ্ট্য ও জাতপরিচিতি এই গরু দুধ দেয় কেমন #fleckvieh #cow "গ্রীন লাইফ টিভি" একটি কৃষি ও খামার ব্যবস্থাপনা মূলক অনলাইন গণমাধ্যম। প্রচুর মানুষ ক্ষুদ্র খামারি ইউটিউব চ্যানেল...

13/12/2022

ফ্লেকভি গরুর বৈশিষ্ট এবং সুবিধা
চরম ভাবাপন্ন শীত ও গরম আবহাওয়ায় ভালোভাবে টিকে থাকতে পারে
রোগ প্রতিরোধী হিসাবে সবচেয়ে জনপ্রিয় গরু ফ্লেকভি
বিশাল আকৃতির লাল এবং সাদা রং এর মিশ্রণ এই গরুর আলাদা সৌন্দর্য।
এই জাতের গরুর শরীরের উপরের ভাগ লাল হলেও পেটের নিচের ভাগ এবং মুখের কাছে ও পা এর নিচের অংশে সাদা রং এর আধিক্য দেখা যায়।
এই গরু যেমন ইউরোপের শীতপ্রধান আবহাওয়া তে সহজে মানিয়ে নিতে পারে তেমনি কেনিয়ার প্রচন্ড গরমেও এগরুর কোনো সমস্যা হয়না।
এটাই একমাত্র গরুর জাত যা মাংসের জন্য যেমন জনপ্রিয় তেমনি দুধের জন্য।
ফ্লেকভি গাভী
এই ফ্লেকভি গাভী গরু প্রথম বাচ্চায় এক উৎপাদন কালে তথা ৩১০ দিনে ৭০০০ লিটার দুধ দেয়। প্রতি দিন গড়ে ২২ লিটার দুধ। পর পরবর্তী বাচ্চা প্রসবের পর হতে প্রতি উতপাদনকালে গড়ে ৯০০০-১০০০০ লিটার দুধ দেয় যা প্রতি দিন গড়ে ২৯-৩২ লিটার দুধ।
M/S Shahinur Agro Farm Shahinur Agro

Want your business to be the top-listed Pet Store/pet Service in Joypurhat?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Sold Out🥰
Mundi Bokna Sold Out
Sold🥰
মুন্ডি বকনা সোল্ড অউট🥰
Junior Sold Out 2pcs Gir Bokna 🥰
Alhamdulillah Prepared To Delivered In Rajshahi🥰
নতুন বকনা কালেকশন ২৪/১০/২০২২Video Credit : Krishi Tv  কৃষি টিভি ক্ষুদ্র খামারি M/S Shahinur Agro Farm Shahinur Agro
Milk Teeth Sold Out
VID_20221014_175930
বর্ডার ক্রস ইন্ডিয়ান গির,ক্রস ব্রাহামা,শাগীওয়াল ষাড় ও বকনার সেরা কালেকশন।
Delivery Done❤️

Category

Telephone

Website

Address


Panchbibi
Joypurhat
5910

Other Joypurhat pet stores & pet services (show all)
Joypurhat Fancy Fish World Joypurhat Fancy Fish World
Pachur More
Joypurhat