Amud Food

Amud Food নিরাপদ ও খাঁটি খাবার মানুষের হাতে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে স্থাপিত একটি অর্গানিক প্রতিষ্ঠান।

27/07/2020

Amud Food প্রিমিয়াম ঘি

১ কেজি ১২৫০ টাকা।
৫০০ গ্রাম ৬২৫ টাকা।
২৫০ গ্রাম ৩২৫ টাকা।
অর্ডারের জন্য ফোন করুন-
01312-657557
01706-114243

Photos from Amud Food's post 19/07/2020

Amud Food নিরাপদ ও খাঁটি খাবার মানুষের হাতে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে স্থাপিত একটি অর্গানিক প্রতিষ্ঠান।
আমাদের অনলাইন স্টোরের মাধ্যমে গ্রাহকরা বাড়ি থেকে কেনাকাটা করতে পারেন দিন রাত ২৪ ঘণ্টা। আমাদের দক্ষ সেলসম্যান আপনার দোরগোড়ায় পণ্য পৌঁছে দিবে অতি দ্রুত।
Amud Food এর মূল মিশন হলো এই ভেজালের যুগে ১০০% খাঁটি পণ্য সরবরার করা। তাই তো Amud Food এর স্লোগান হলো “ফ্রেশ খান, দীর্ঘজীবী হোন।”

Products:
কালোজিরা ফুলের মধু
১ কেজি -১২০০ টাকা
৫০০ গ্রাম -৬০০ টাকা

লীচু ফুলের মধু
১ কেজি -৭০০ টাকা
৫০০ গ্রাম -৩৫০ টাকা

সুন্দরবনের চাকের মধু
১ কেজি -১০০০ টাকা
৫০০ গ্রাম -৫০০ টাকা

খাটি দেশি গাওয়া ঘি
৫০০ গ্রাম -৬৫০ টাকা
২৫০ গ্রাম -৩২৫ টাকা

কালোজিরার তেল
১০০ মিলি -১৮০ টাকা
২০০ মিলি -৩৬০ টাকা

সরিষার তৈল(ঘানি ভাঙ্গা)
১কেজি -২০০ টাকা
৫০০ গ্রাম -১০০ টাকা

☞ অর্ডার করতে যোগাযোগ করুন।
01706-114243
01312-657557

অথবা ইনবক্সে করুন।

18/07/2020

ক্যান্সার দূরে রাখে সরিষার তেল
সরিষার তেল যেকোনো রান্নার স্বাদ বাড়িয়ে দেয় কয়েকগুণ। স্বাদ ও গন্ধ বৃদ্ধির পাশাপাশি খাবারকে পুষ্টিকর করে তুলতে সরিষার তেলের জুড়ি নেই। এই তেলের রান্না হার্ট, হাড়, হজম এবং স্নায়ুতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। এতে মনোস্যাচুরেটেড এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের উপস্থিতি রয়েছে। সরিষার তেল ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে গঠিত, যেমন -মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড (৫৯ গ্রাম), স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড (১১ গ্রাম) এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড (২১ গ্রাম)।
❏ খাবারের স্বাদ বাড়ায়:
সরিষার তেলে অ্যালিল আইসোথায়োসাইনেট নামক এক রাসায়নিক যৌগ পাওয়া গেছে যা, তেলের তীব্র স্বাদের জন্য দায়ী। এই কারণেই এটি প্রতিটি খাবারের স্বাদ তুলনামূলক ভাবে বাড়িয়ে তোলে।
❏ ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে:
ওমেগা-৩ পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যুক্ত ডায়েটরি সরিষার তেল ডায়েটরি ফিস অয়েল বা কর্ণ অয়েলের তুলনায় প্রাণীদের কোলন ক্যান্সার হ্রাস করতে খুব কার্যকর।
❏ মূত্রাশয় ক্যান্সার রোধ করে:
সরিষার তেলে অ্যালিল আইসোথায়োসাইনেট নামে একটি রাসায়নিক যৌগ রয়েছে যা, মূত্রাশয়ে ক্যান্সারের বিকাশকে বাধা দেয়। সরিষার তেলের তীব্র গন্ধই এই ক্যান্সার প্রতিরোধকের কাজ করে।
❏ হৃদরোগের ঝুঁকি কমায়:
বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো করোনারি হার্ট ডিজিজ । রান্নার তেলগুলো এই হার্টের রোগের চিকিৎসা ও ঝুঁকি হ্রাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি জরিপে দেখা গেছে, সরিষার তেল মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যুক্ত যা কোলেস্টেরলের মাত্রা উল্লেখযোগ্য ভাবে হ্রাস করতে এবং হার্টের অসুখের ঝুঁকি কমাতে সাহায্য করে।
❏ প্রদাহ হ্রাস করে:
সরিষার তেল প্রদাহজনিত রোগ দূরে রাখে। ডায়েটে প্রতিদিন সরিষার তেল থাকলে তা শরীরের সংবেদনশীল স্নায়ুগুলিকে সক্রিয় করতে সহায়তা করে। এছাড়াও, তেলে অ্যালিল আইসোথায়োসাইনেটের উপস্থিতি প্রদাহ হ্রাস করে।
❏ ওজন কমাতে সাহায্য করে:
ডায়াসাইলগ্লিসারল সমৃদ্ধ সরিষার তেল উল্লেখযোগ্য ভাবে শরীরের ওজন হ্রাস করতে সহায়তা করে। এটি শরীরের মোট কোলেস্টেরলের মাত্রা হ্রাস করতে সহায়তা করে এবং শরীরের ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে। পাশাপাশি, এই তেল হজমেও সাহায্য করে।
(ওএস/এসপি/মার্চ ০৫, ২০২০)

Want your business to be the top-listed Food & Beverage Service in Jurain?
Click here to claim your Sponsored Listing.

ফ্রেশ খান, দীর্ঘজীবী হোন

Amud Food নিরাপদ ও খাঁটি খাবার মানুষের হাতে পৌঁছে দেয়ার লক্ষ্যে স্থাপিত একটি অর্গানিক প্রতিষ্ঠান।

মানুষ মাত্রই কৃষিজ উদ্ভিদ তথা ফল-মুলের উপর নির্ভরশীল। কিন্তু চাহিদার ক্রমবর্ধমান বৃদ্ধির কারণে জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক, কেমিক্যাল ব্যবহারের কারণে আমরা ফল-মুল হতে প্রকৃত উপকারিতা পাচ্ছি না। তাছাড়া ফলমূলকে বেশিদিন তরতাজা রাখার জন্য কার্বাইড, বিভিন্ন হরমোন ও ফরমালিন স্প্রে করার কারণে আমরা ফলমূলের নামে যে বিষ গ্রহণ করছি, তা সচেতন মহল মাত্রই অবগত আছেন।

বিষযুক্ত খাদ্য গ্রহণ করে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাওয়া দেশ ও সমাজের উপকারের কথা মাথায় রেখেই Amud Food এর যাত্রা শুরু হয়েছে। যদিও বিজ্ঞাপন নির্ভর এই বাজারে আমাদের যাত্রা যে খুব একটা সহজ হবে না তা সহজেই অনুমেয়!

তাছাড়া যেখানে মানুষের অন্তরে অবিশ্বাস দানা বেঁধেছে, সেখাখে আমরা যতই ১০০% খাটির নিশ্চয়তা দেই না কেন, মানুষ আমাদের দিকে বাঁকা চোখে তাকাবেই। এরপরও আমরা ঘোষণা করছি, আমাদের পণ্য ক্রয় করে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। কারণ আমরা পরকালে বিশ্বাসী। মানুষের সাথে প্রতারণা করে পরকাল হারাতে চাই না।

Telephone

Website

Address


House 43/A, Road #19, Sector 14, Uttara
Jurain
1203

Other Organic Grocery Stores in Jurain (show all)
Pure Mango Pure Mango
58/1 West Rampura, Wapda Road
Jurain, 1219

হালাল এবং ফরমালিন মুক্ত মৌসুমি ফল সমূ?