Daily News Times BD

News Times
I encourage others to make a positive impact.

http://dailynewstimesbd.com/
https://philosophybd.com/
http://softwareworlds9.blogspot.com/
https://realthealthworld.blogspot.com/ Top, Motivational,Awesome,Viral,latest, biggest, Tallest, longer, longest, unbelievable fact, shocking, awesome, omg, popular, fine, world record Guinness, world record most people, world record most people women, natural, hottest, sexiest, Funny Hot viral video world,

29/11/2023
22/02/2023

একুশে বইমেলায় দর্শনার্থীর সাক্ষাৎকার।

সাক্ষাৎকার নিয়েছে নিউজ টাইমসের ধারা ভাষ্যকার, নিউজ রিপোর্টার মার্শাল দেওয়ান, ক্যামেরায় সহযোগিতা রতন এবং দীপঙ্কর।

লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন।
Daily News Times BD

ঋষি সুনক এর জীবনী – Rishi Sunak Biography in Bengali 29/10/2022

ঋষি সুনক এর জীবনী – Rishi Sunak Biography in Bengali ঋষি সুনক এর জীবনী – Rishi Sunak Biography in Bengalirishi sunak,life story of rishi sunak,biography of rishi sunak,motivational life story

স্তন বড় করার ঘরোয়া সহজ উপায় 16/10/2022

Tips, Breast Implant enlargement-স্তন বড় করার ঘরোয়া সহজ উপায় https://dailynewstimesbd.com

স্তন বড় করার ঘরোয়া সহজ উপায় স্তন বড় করার ঘরোয়া সহজ উপায়,স্তন বড় করার ব্যায়াম, অবিবাহিত মেয়েদের স্তন বড় পদ্ধতি, মাত্র ৪৫ দিনে প্রাকৃতিক উ...

সেক্স তারকা মিয়া খলিফার জীবনী | মিয়া খলিফার উচ্চতা, ওজন, বয়স, প্রেমিক, পরিবার, ঘটনা, জীবনী 13/10/2022

সেক্স তারকা মিয়া খলিফার জীবনী | মিয়া খলিফার উচ্চতা, ওজন, বয়স, প্রেমিক, পরিবার, ঘটনা, জীবনী মিয়া খলিফা দ্রুত তথ্য উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি ওজন 55 কেজি জন্ম তা

হযরত মুহাম্মদ (স) এর জীবনী ও জীবন কাহিনী | Hazrat muhammad-পাঁচটি রচনা শেষ নবীর জীবনী ২০০ শব্দ, ৩০০ শব্দ,৫০০ 12/10/2022

হযরত মুহাম্মদ (স) এর জীবনী ও জীবন কাহিনী | Hazrat muhammad-পাঁচটি রচনা শেষ নবীর জীবনী ২০০ শব্দ, ৩০০ শব্দ,৫০০ 01.২০০ শব্দ মহানবী হযরত মুহাম্মাদ (স.) এর পিতার নাম আব্দুল্লাহ

ব্রহ্মপুত্র পাড়ের আগুন-সাহসী সেই মেয়ে 26/08/2022

ব্রহ্মপুত্র পাড়ের আগুন-সাহসী সেই মেয়ে মধ্যযুগের অন্ধকার থেকে আলোকায়ন যুগের ফরাসী দার্শনিক ভলতেয়া

01/08/2022

ৃদ্ধার_অনুশোচনা😪😪😪

জীবনের শেষ বয়সে আজ আমি সন্তানদের থেকে বিতাড়িত। নিঃস্ব স্বজনহীন একাকী জীবনে বৃদ্ধাশ্রমই আমার ঠিকানা। এসবের জন্য আমিই দায়ী।

কারণ জীবনে আমি আমার বাবা-মার সাথে যা আচরণ করেছি এখন শেষ বয়সে আমার সন্তানদের কাছে থেকে তার বদলা পাচ্ছি।নয়তো এমন হওয়ার কথা নয়। শেষ জীবনে আমার সন্তানদের কাছ থেকে অবহেলা, অবজ্ঞা সর্বশেষ ঘরছাড়া হয়ে আজ আমি তা উপলব্ধি করতে পেরেছি’।

জীবনের বাস্তব উপলব্ধি থেকে এমনটাই বলছিলেন বৃদ্ধাশ্রমে থাকা ৭০ বছরের এক প্রবীণ। জীবনের ফেলে আসা স্মৃতি মনে করে বুক চেপে ধরে হাউমাউ করে তিনি কাঁদছিলেন। বললেন, ‘কথাগুলো কারো কাছে কোনোদিন বলিনি। কিন্তু এখন আর পারছি না। অন্তত তোমাদের শিক্ষার জন্য আজ বলব।শোন, আমার এমন পরিণতির জন্য আমিই দায়ী। সবই আমার দোষ।

জীবনে আমি যদি আমার বাবা-মায়ের সাথে ভালো আচরণ করতাম তবে আজ হয়তো আমাকে স্বজনবিহীন হয়ে বৃদ্ধাশ্রমে আসতে হতো না। সন্তানদের কাছে অপমাণিত হতে হতো না। সবই আমার কপাল। সবই আমার কর্মের ফল। যা আজ আমার সন্তানদের কাছ থেকে আমি ফেরত পাচ্ছি’।

এরপর একটু শান্ত হয়ে বললেন,
‘এখন যদি বাবা-মা বেঁচে থাকতেন তবে তাদের পায়ে পড়ে ক্ষমা চেয়ে নিতাম।তাতে অন্তত আমার অন্তরের জ্বালা কিছুটা হলেও কমত। কিন্ত তা তো আর সম্ভব না। আমি বুঝতে পারছি এভাবেই মানসিক যন্ত্রণার পুড়ে আমাকে শেষ পর্যন্ত বিদায় নিতে হবে’।তার জীবন সর্ম্পকে জানতে চাইলে তিনি বলতে শুরু করলেন অতীতের কথা।

জানালেন ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। কৃষক পরিবার হওয়ায় অর্থকষ্ট লেগেই থাকত সংসারে। ভাই বোনদের মধ্যে অত্যন্ত মেধাবী ও লেখাপড়ার প্রতি প্রবল ইচ্ছা থাকায় স্থানীয় পাঠশালায় ভর্তি করে দেন তার পিতা। প্রতিটি পরীক্ষায় ফলাফলও ভালো করেন। পড়াশোনা শেষ করে সরকারি উচ্চ পদে চাকরিতে যোগ দেন, বিয়ে করেন।

এরপর থেকে কারণে-অকারণে বাবা-মায়ের সাথে খারাপ ব্যবহার করেছেন।নিজের টাকা পয়সা থাকার পরও তাদের অর্থকষ্টে রেখেছেন। একপর্যায়ে বাধ্য হয়ে বাবা-মা গ্রামে চলে যান। এরপর অভিমানে তারা তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। মারা যাওয়ার আগ পর্যন্ত পিতা-মাতার সাথে তার যোগাযোগ বন্ধ ছিল। তিনি বলেন, ‘আজ আমি তাদের জায়গায়।

এ বয়সে তাদের চেয়েও করুণ অবস্থায় আছি। আমার তিন সন্তানের সবাই ভালো চাকরি করছে। রাজধানীতে বাড়ির মালিক আমি। অথচ আমার টাকায় করা বাড়ি থেকে আজ আমি বিতাড়িত।সন্তানদের কেউই আমার খোঁজ নেয় না। যে দিন বের করে দেয় সেদিন অনেক কেঁদেছি।

তাদের বললাম, আমি না হয় বারান্দায় থাকব তবুও আমাকে বের করে দিওনা। কিন্তু তারা শুনল না। আমার কারণে নাকি তাদের সমস্যা হয়, ঘর নোংরা হয়, কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এরপর চোখ মুছতে মুছতে বললেন,
এখন বুঝেছি এসবই আমার বাবা মায়ের #অভিশাপ।আমি যদি আমার পিতা-মাতার প্রতি অবিচার না করতাম তাহলে আমার সন্তানরা আমার সাথে এমন করত না। আমি সব সময় দোয়া করি আমার সন্তানরা যেন কখনোই বৃদ্ধ না হয়, তাহলে তারা এত কষ্ট সহ্য করতে পারবে না।

(সংগৃহীত)

01/08/2022

এরকম একটা বাড়ির সিড়িতে বসে এলুমিনিয়াম এর ডিশ এ মুড়ি মাখিয়ে খেতে যে আনন্দ অনুভূত হয় তার সঙ্গে তুলনা করা চলে এরকম জিনিস কি জগতে আছে?

বাড়ির টিউবয়েল এর লোহার ঘ্রাণ ওয়ালা একগ্লাস পানি ঢকঢক করে গিলতে গিলতে , যে পাখিটাকেই ডেকে ডেকে উড়ে যেতে দেখা যায়, হয়তো সেই পাখিটাকে ও নিজের চেয়ে কম সুখী বলে মনে হয়।

এরকম একটা ছায়াঘেরা বাড়ির আঙ্গিনায় অদ্ভুত একটা মায়া ভরা সুগন্ধ থাকে। বাতাসে থাকে আদর আর পেলব স্নেহের পরশ।

আমরা যারা শহরের ফ্ল্যাটগুলোতে বন্দী থাকি, তারা প্রতি মুহূর্তে টের পাই, এইরকম বাড়ির টান। আবেদন।

আমরা আসলে বাক্সবন্দী প্লাস্টিকের পুতুল। আমাদের আসল আত্মা পড়ে থাকে এইসব বাড়ির কামরাঙা তলায়। টিয়ার ডানায় লুকিয়ে থাকা স্বপনের ভাঁজে বাস করে আমাদের সুখ।

যে সভ্যতাকে আমরা সমৃদ্ধি বলে ডাকি সেগুলো আসলে জুজু বুড়ির গল্পের লাইন। আমাদের কাজল রেখারা গোপনে এইসব বাড়ির আঙিনায় গোঙায়। আমরা শুনতে পাইনা।

সুখসুখ খেলায় আমরা অন্ধ। অথচ, আমাদের চোখের আলোয় কতো কি প্রাঞ্জল হতে পারতো, দৃশ্যমান হতে পারতো।

আজকের শেষ বিকেলে এইরকম একটা বাড়ির সিড়িতে বসে মুড়ি খেতে ইচ্ছে হচ্ছে। ইচ্ছে জলাঞ্জলি দেয়ার নামই জানি জীবন। তবুও তো কোন কোনদিন জীবনের বাউন্ডারি ভেদ করে বেরিয়ে পড়তে মন চায়। আজ মন তাই ই চাইছে।

মনের চাওয়ার মতো অবাধ্য সন্তান জগতে নেই !

01/08/2022

"হেথা হতে যাও পুরাতন
হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে"
- রবীন্দ্রনাথ ঠাকুর

Photos from Daily News Times BD's post 31/07/2022
31/07/2022

■▪রিজকের সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিজক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিজকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিজকের পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।
■■ রিজক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।
■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।
■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম হবেনা এবং একটি বেশিও না।
■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।
■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো, সেই সিদ্ধান্ত একান্তই আমার।
■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!
■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার তাক্বদীরে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিজকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।
■■ রিজক জিনিসটা এতোটাই শক্তিশালী!
■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!
■■ কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিজকের ভাগই খাচ্ছেন।
■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছ, আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কুলের উপর আছি, কতটুকু ভরসা করে আছি। তার উপর।কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
وما من دابة فى الارض الا على الله رزقها
-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই,যার রিজকের দায়ীত্ব (আমি)আল্লাহ'র উপর নেই।
Collected

30/07/2022

ছাগল চু.রির দায়ে আ.লীগ নেতা গ্রে.ফতার

30/07/2022

একটি মানবিক আবেদন
গোয়ালন্দ দেওয়ানপাড়ার আলিফ বাঁচতে চায়
রাত পৌনে দুইটা, একাকি বসে আছি, কাজ শেষে বাসার পাশে যে গাছটির নিচে প্রতিদিন বসি। আজ একটু বেশি পরিশ্রান্ত, দুচোখ জুড়ে ঘুম। মনে পড়ল কৈশোরে পড়া , রবীন্দ্রনাথের ছোট গল্প পোস্টমাস্টারের সেই লাইন "একবার মনে হইল ফিরিয়া যাই, জগতের ক্রোড়বিচ্যুৎ সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি- নদীবক্ষে ভাসমান পথিকের হৃদয়ে এই তথ্যের উদয় হইল?
ফিরিয়া ফল কি- এ পৃথিবীতে কে কাহার? রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর পোস্টমাস্টার গল্পে অনাথিনীকে উপেক্ষা করতে পেরেছিলেন, তবে আমি পারেনি আলিফকে। মানসপটে বার বার ভেসে আসছে আলিফের সেই ছবি? ওর জন্য যে একটা লেখা লিখতে হবে, কিছু করতে হবে।
আলিফের বয়স ২ বছর ৪ মাস। বাড়ী গোয়ালন্দ পৌরসভার ২ নং ওয়ার্ডের দেওয়ান পাড়ার সর্ব উত্তরে, দৌলতদিয়া ইউনিয়নের সীমানাঘেষে। বছর খানেক আগের কথা,বাম চোখে সমস্যা দেখা দিলে চিকিৎসকের নিকট গেলে ক্যান্সার ধরা পড়ে। ধীরে ধীরে বাম চোখটার আলো নিভিয়ে যায়, বাকী চোখটা বাঁচাতে বামচোখটি তুলে ফেলেন চিকিৎসক, আশা ছিল সুস্থ হয়ে উঠবেন আলিফ। না, আলিফ সুস্থ হয়ে ওঠেনি। প্রায় ১১ মাস ধরে হাসপাতালে আর বাড়ির বিছানায় কাতরাছেন শিশুটি। টাকার অভাবে পর্যাপ্ত চিকিৎসা করাতে পারছে না পরিবার। দিন দিন পরিস্থিতি খারাপের দিকে গেলে বাধ্য হয়েই কেমোথেরাপি দিতে হচ্ছে, এতে প্রতিমাসে ব্যয় হচ্ছে অনেক টাকা। সহায় সম্বল যা ছিল বেচাবিক্রি করে এতোদিন ছেলেটাকে চিকিৎসা করিয়াছেন পরিবার। যৎসামান্য ( মাসে ৭ হাজার) বেতনে নাইটগার্ডের চাকরি করা বাবা ফরহাদ খান আর পেরে উঠছেন না,নিরুপায় হয়েই সমাজের বিত্তবান, প্রবাসীদের নিকট সহযোগিতা চেয়েছেন। আমরা কি পারি না আলিফের পাশে দাঁড়াতে?
তাই আসুন, যাদের সামর্থ আছে, সাধ্যমত সহযোগিতার হাত বাড়াই। আপনি সহযোগিতা করতে চাইলে বিকাশ করতে পারবেন।
জীবন চক্রবর্তী
সহকারী শিক্ষক
গোয়ালন্দ প্রপার হাই স্কুল
বিকাশ 01882-455857,
(স্যারের সাথে যোগাযোগ করার জন্য 01724-125372, তবে বিকাশ নাম্বার নয়)
মোহাম্মদ জামিল হোসাইন,
সভাপতি
আলোড়ন সামাজিক কল্যাণ সংগঠন।
গোয়ালন্দ রাজবাড়ী। মোবাইল নাম্বার 01778684513( বিকাশ)
বি. দ্র:
আলিফের খোঁজখবর নিতে চাইলে যোগাযোগ করতে পারেন, আলিফের চাচা ফরিদ খান 01784-121012,

29/07/2022

আপনার নিজের শিশু হলেও এড়িয়ে যেতেন না ! শিশুটির জন্য দোয়া করবেন সবাই আমিন 😥😊🤲

28/07/2022

নতুন শিক্ষাক্রম অনুমোদন দিয়েছে সরকার, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি!
এক পলকে দেখে নিন পুরোটা:
>> ২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে (শুক্র ও শনিবার) দু’দিন ছুটি থাকবে।
>> পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। অর্থাৎ, দশম শ্রেণির আগে কোনো কেন্দ্রীয় বা পাবলিক পরীক্ষা নেই।
>> তৃতীয় শ্রেণি পর্যন্তও কোনো পরীক্ষা থাকবে না।
>> চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪০ আর একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ৩০ শতাংশ মূল্যায়ন হবে শিক্ষাপ্রতিষ্ঠানে।
>> বিজ্ঞান, মানবিক ও বিজনেস স্টাডিজ বলতে মাধ্যমিকে কোনো বিভাগ থাকবে না। এটি চালু হবে এইচএসসিতে।
>> দশম শ্রেণির পাঠ্যসূচির উপরই বোর্ড পরীক্ষায় এসএসসির ফল হবে।
>> প্রাক্-প্রাথমিকের শিশুদের জন্য আলাদা বই থাকবে না, শিক্ষকেরাই শেখাবেন।
>> প্রাথমিকে পড়তে হবে আটটি বই।
>> নতুন শিক্ষাক্রমে প্রাক্-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ ধরনের শেখার ক্ষেত্র ঠিক করা হয়েছে।
এগুলো হলোঃ-
১) ভাষা ও যোগাযোগ,
২) গণিত ও যুক্তি,
৩) জীবন ও জীবিকা,
৪) সমাজ ও বিশ্ব নাগরিকত্ব,
৫) পরিবেশ ও জলবায়ু,
৬) বিজ্ঞান ও প্রযুক্তি,
৭) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি,
৮) শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা,
৯) মূল্যবোধ ও নৈতিকতা
১০) শিল্প ও সংস্কৃতি।
সংগৃহীত

14/07/2022

লড়াই করতে শেখো লড়াই না করলে কখনো জয়ী হওয়া যায় না...
Good night friends...🌝🌝🌝🌝
#ছবিকথা #ছবিটা #ছবিতে #ছবি #ছবিঃ #কথা #কথাটা #কথায় #কথিত

বাংলাদেশের যে গ্রামে বউসহ সব কিছুই ভাড়াতে পাওয়া যায় 12/07/2022

বাংলাদেশের যে গ্রামে বউসহ সব কিছুই ভাড়াতে পাওয়া যায় আপনার কি বউ প্রয়োজন? অবশ্যই ভাড়ায় পাবেন। প্রয়োজন অনুসারে কখন

ধর্মীয় পোশাক পরায় ৪২ দেশে হয়রানি, না পরায় ১৯ দেশে 04/07/2022

ধর্মীয় পোশাক পরায় ৪২ দেশে হয়রানি, না পরায় ১৯ দেশে ধর্মীয় পোশাক পরায় ৪২ দেশে হয়রানি, না পরায় ১৯ দেশে,যুক্তরাষ্ট্রের থিংক ট্যাংক পিউ রিসার্চ সেন্টার বলছে, ২০১৬ থেকে ২...

26/04/2022

✪ কারো সাথে পরিচিত হলে- Hello, Nice to meet you.

✪ উৎসাহ দিতে - Good job/Well done – (সাবাশ!)

✪ কারো কথা বুঝতে পারলে - I see/ I understand/ I got it

✪ কারো কথা বুঝতে না পারলে - Sorry?

✪ গভীরভাবে দু:খ প্রকাশ - I'm extremely sorry, I regret – আমি অনুতপ্ত।

✪ অভিনন্দন জানাতে- Best wishes - (শুভ কামনা)

✪ ধন্যবাদ জানাতে - I am grateful to you – (আমি তোমার প্রতি কৃতজ্ঞ।)

✪ কেউ কুশল জিজ্ঞাসা করলে – I'm extremely well (আমি বেশ ভাল আছি)

✪ কাউকে অপেক্ষা করতে বললে - Just a moment/Hang on a moment- (একটু অপেক্ষা করুন)

✪ মতামত প্রকাশ করতে-
In my point of view– আমার দৃষ্টিকোণ থেকে,
As far as I'm concerned – আমার মনে হচ্ছে যে।

✪ বিদায় জানাতে- See you later- (পরে দেখা হবে)

✪ কারো নাম জানতে - Can I have your name? - (আমি কি তোমার নাম জানতে পারি?)

✪ প্রস্তাব দেওয়া- Would you like something to drink? - আপনি কি কিছু পান করবেন?

✪ হতাশা প্রকাশ করা - What a pity - কি দুঃখজনক।

✪ সাহায্য চাওয়া - Could you give me a hand? - তুমি কি আমাকে সাহায্য করতে পারবে?

✪ কারো খোঁজ/খবর নেওয়া - What’s up - কি ব্যপার?, What’s going on – কেমন চলছে?

✪ বিরক্তি প্রকাশ করা- How disgusting/How absurd! (কি বিরক্তিকর/হাস্যকর)

📌 বাহিরের দেশ থেকে আসা আত্মীয়দের সঙ্গে ইংরেজিতে কথা বলতে পারছেন না? তাহলে দেরি না করে এক্ষুণি ভর্তি হয়ে যান আমাদের কোর্সে। আপনিও পারবেন সবার সাথে ইংরেজিতে কথা বলতে, সব হবে ঘরে .

প্রাথমিক শিক্ষক নিয়োগ: মডেল টেস্ট–১ 26/04/2022

#প্রাথমিক শিক্ষক নিয়োগ: মডেল টেস্ট–১

প্রাথমিক শিক্ষক নিয়োগ: মডেল টেস্ট–১ প্রাথমিক শিক্ষক নিয়োগ: মডেল টেস্ট–১, প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত মডেল টেস্ট ,প্রাথমিক শিক্ষক নিয়োগ ,পরীক্ষা...

নায়লা নাঈমের জীবনী আসছে নায়লা নাঈমের জীবনীগ্রন্থ 25/04/2022

নায়লা নাঈমের জীবনী আসছে নায়লা নাঈমের জীবনীগ্রন্থ নায়লা নাঈমের জীবনী,Naila Nayem,ছিনতাইকারীর কবলে নায়লা নাঈম,মডেল নায়লা নাঈমের কিছু আলোচিত ছবি,আসছে নায়লা নাঈমের জীবনী.....

21/04/2022

শিশু,
অপযশ -

বাছা রে, তোর চক্ষে কেন জল।
কে তোরে যে কী বলেছে
আমায় খুলে বল্‌।
লিখতে গিয়ে হাতে মুখে
মেখেছ সব কালি,
নোংরা ব'লে তাই দিয়েছে গালি?
ছি ছি, উচিত এ কি।
পূর্ণশশী মাখে মসী --
নোংরা বলুক দেখি।

বাছা রে, তোর সবাই ধরে দোষ।
আমি দেখি সকল-তাতে
এদের অসন্তোষ।
খেলতে গিয়ে কাপড়খানা
ছিঁড়ে খুঁড়ে এলে
তাই কি বলে লক্ষ্মীছাড়া ছেলে।
ছি ছি, কেমন ধারা।
ছেঁড়া মেঘে প্রভাত হাসে,
সে কি লক্ষ্মীছাড়া।

কান দিয়ো না তোমায় কে কী বলে।
তোমার নামে অপবাদ যে
ক্রমেই বেড়ে চলে।
মিষ্টি তুমি ভালোবাস
তাই কি ঘরে পরে
লোভী বলে তোমার নিন্দে করে!
ছি ছি, হবে কী।
তোমায় যারা ভালোবাসে
তারা তবে কী।

08/04/2022

স্কুলের প্রধান শিক্ষক হবার জন্য দুইজন এগিয়ে রয়েছেন।
হিন্দু শিক্ষিকা আমোদিনী পাল সবার থেকে এগিয়ে আছেন প্রধান হওয়ার দৌড়ে,আর তাতেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সমস্যা। আমোদিনি পাল প্রধান শিক্ষক হলে,কোটি টাকার নিয়োগ বানিজ্য হাতছাড়া হবে ঐ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের।
তাই ধর্মের মিথ্যা অভিযোগ দিয়ে এই হিন্দু শিক্ষিকাকে ফাঁসানোর চেষ্টা।
হায় শিক্ষা!
শুনুন স্কুলের শিক্ষার্থীদের মুখে......

Want your business to be the top-listed Media Company in Kalabaga?
Click here to claim your Sponsored Listing.

Daily News Times BD

Daily News Times BD

Videos (show all)

available girl smoking in dhanmondi area
আপনার নিজের শিশু হলেও এড়িয়ে যেতেন না ! শিশুটির জন্য দোয়া করবেন সবাই আমিন 😥😊🤲
স্কুলের প্রধান শিক্ষক হবার জন্য দুইজন এগিয়ে রয়েছেন।
বন্ধুকে বাঁচাতে সিংহকে আক্রমণ মহিষের; সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও
হোক প্রতিবাদ বাগেরহাট জেলার মোল্লাহাট থানা সিংগাতী গ্রামে রাবেয়া (২২) নামের মেয়েটিকে গতকাল এভাবেই প্রকাশ্যে লাঞ্চিত করা ...
amazing intersting engineering
Oh my god ..can anybody tell me it's fotoshop
দুইবার বিদেশফেরত সহায়-সম্বল হারিয়ে পথের ভিখারী রাসেল
Is point Who are You khatoদুইবার বিদেশফেরত সহায়-সম্বল হারিয়ে পথের ভিখারী

Telephone

Website

https://www.youtube.com/@newstimesworld

Address


351/2, Free School Street. Kalabagan, Dhaka
Kalabaga
1205

Other Kalabaga media companies (show all)
Amadernotunbarta.com Amadernotunbarta.com
Kalabaga

সত্য আর সত্যের খবর সারাক্ষন

সদ্য পাওয়া খবর সদ্য পাওয়া খবর
Dhaka
Kalabaga

সর্বশেষ খবর পেতে আমাদের পেজে চোখ রাখু?

Healthd-Sports . হেলদি-স্পোর্টস Healthd-Sports . হেলদি-স্পোর্টস
Kalabaga

"হেলদি-স্পোর্টস" মানুষের স্বাস্থ্যসেবায় নিয়োজিত একটি সেবামূলক প্রতিষ্ঠান।

Live Bd News Live Bd News
Kalabaga

অর্থনীতি,ব্যবসা,তথ্য!

Bangla News Insider Bangla News Insider
44/A Alamin Road, Green Road
Kalabaga, 1205

Send Your News at [email protected]

Shobdo Chobi Communication Shobdo Chobi Communication
102, Bir Uttam CR Dutta Road, Kalabagan, Dhaka/1205
Kalabaga

shobdo chobi communication

Daily Alor Kantho Daily Alor Kantho
Kalabaga

The National Daily News Paper