With's Jhum

মন খারাপ আর একাকিত্ব দূর করতে বেরিয়ে পর সাইকেল নিয়ে অজানার পথে।দেখবে একাকীত্ব ভাব পালিয়ে গেছে peace

26/12/2023

সবাই বলে আমার চা তে যাদু আসে...
আর আমি বলি আমার কাছে যাদু আসে....

17/12/2023

Long distance relationship হোক বা short distance.
যে Cheater সে বিয়ের পরেও cheat করবে!

Cheating is a choice! তারে সারাদিন তার ভুল ধরায়া দিয়াও লাভ নাই, সারারাত তার জন্য কান্না কইরাও লাভ নাই!

ছেড়ে দেও! ওই মানুষ তোমার একার মানুষ না। ও অনেকজনের মানুষ!

17/12/2023

কিছু মানুষের জন্য দুনিয়া থেকে বিশ্বাস টা উঠে যাচ্ছে.....

14/12/2023

Congratulations ....
দোয়া করি নতুন জীবনে সুখি হউ ♥️

12/07/2022

05/04/2022

ঢাকার ফার্মগেট ১৯৯২

মাত্র ৩০ বছর আগের ফার্মগেটের ছবি। আহা কি খোলা মেলা আর দৃষ্টিনন্দন ছিল সেই সময়ের ঢাকার ফার্ম গেট এলাকা। আমরা এই শহরকে হত্যা করেছি আর ঢাকাকে এক মুমুর্ষ রোগী বানিয়ে ফেলছি। যে কোনো মুহুর্তে ঢাকা ইন্তেকাল করবে এটা আমার আশংকা ।
Image Courtesy: BOPA .Photographer- Mahmud Rahman

30/03/2022

Left-wing activists picketed during the half-day nationwide general strike protesting the price hike of daily essentials. Dhaka, Bangladesh. March 28 (2022)

Photos from Rakib Uddin's post 25/03/2022

দীর্ঘদিন পর চট্টগ্রাম মাতালেন তাহসান রহমান খান!

24/03/2022

দীর্ঘদিন পর চট্টগ্রাম মাতালেন তাহসান রহমান খান!

24/03/2022

আমরা আশাবাদী নতুন প্রজন্মের নারীরা এগিয়ে যাক তাদের স্বপ্ন পূরণে এবং অবদান রাখুক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে।

15/03/2022

Sini Bangladesh Presents
Grand Life Expo 2022.Volume-3
(In Aid of oxygen for life)
Organised By Active Business Community (ABC)
Powered By Red Grocer

Date: 20,21 & 22 March 2022
Venue: Radisson Blu Chattogram Bay View.
Time: 11Am - 10Pm
Special Guest: TAHSAN RAHMAN KHAN

Entry Free
NO MASK NO ENTRY

09/03/2022

আজ বিকালে ধানমন্ডিতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কার্যালয়ে সভায় বসেছিলেন বোর্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। সভায় সাকিব আল হাসানকে আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।

Photos from Rakib Uddin's post 09/03/2022

চট্টগ্রা‌মের কালুঘাট বেতার কে‌ন্দ্রের ভেত‌রে অব‌স্থিত জিয়া স্মৃ‌তি জাদুঘর বন্ধ ও এর কিউ‌রেটস‌কে ওএস‌ডি করার দা‌বি‌তে চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান বরাবর স্মারকলিপি প্রদান করেন চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা, সর্বস্তরের লেখক, সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

04/03/2022

রেলের তেল চুরি, বরখাস্ত হলেন খালাসি

চট্টগ্রাম নগরীর হালিশহরে রেলওয়ের সিজিপিওয়াই (চট্টগ্রাম পোর্ট ইয়ার্ড) লোকোশেডে অভিযান চালিয়ে তেল চুরি ও পাচারের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অভিযানের পরপরই তেল চুরির সাথে জড়িত যান্ত্রিক বিভাগের এক খালাসিকে সাময়িক বরখাস্ত এবং দুই সিনিয়র উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে রেলওয়ে।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত এ অভিযান চালায় দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর টিম। এতে নেতৃত্ব দেন কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক। অভিযানে আরেক সহকারী পরিচালক মো. এমরানও অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করেন বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) ওয়াহিদুর রহমান। তিনি বলেন, যাদের অভিযোগের বিষয়ে দুদক মূলত অভিযান চালিয়েছেন এবং অভিযানিক দলের মৌখিক আদেশের প্রেক্ষিতে খালাসি জিয়াউল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্য দুইজন সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম ও বেলাল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য চিফ ইঞ্জিনিয়ারের দপ্তরকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।(রেলওয়ে গ্যালারি পেইজের খবরটি বাংলাদেশ জার্নাল থেকে নেয়া)

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক এনামুল হক বলেন, হালিশহর লোকোশেডে স্টকে থাকলেও অনেক সময় কম দেখিয়ে আবার অনেক সময় একেবারে স্টক খালি দেখিয়ে চাহিদা অনুযায়ী তেল নিতো নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা। আমাদের অভিযানে বিষয়টির সত্যতা পাওয়া গেছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত তিনজনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।

তিনি বলেন, আমরা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি। এ বিষয়ে সহসা প্রধান কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হবে। প্রয়োজনে অধিকতর অনুসন্ধানে সুপারিশ করা হবে।

উল্লেখ্য, হালিশহর সিজিপিওয়াই লোকোশেডে দীর্ঘদিন থেকে তেল ও যন্ত্রাংশ চুরিসহ পাচার করছিল রেলওয়ের যান্ত্রিক বিভাগের একটি চক্র। আবার সিজিপিওয়াই আরএনবি চৌকিতে ৫-৭ বছর ধরে পদায়িত থেকে নানা অনিয়ম দুর্নীতি করে আসছিল আরএনবির বেশ কয়েকজন সদস্য। দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে এমন একটি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট পরিচালনা করে দুদকের একটি টিম।

02/03/2022

রেলওয়ের ইঞ্জিন/ দুটিই চকচকে নতুন, ৩০১১ সিরিজ ট্র্যাকে ফিরতেই বিকল আরেকটি

দুই হাজার দুই’শ হর্স পাওয়ারের ইঞ্জিন। এ ইঞ্জিন রেলের বহরে যুক্ত হলে দেখা যাবে গতির নতুন ঝড়,আধুনিক সুযোগ সুবিধা তো আছেই— যাত্রীদের ঠিক এমন গল্প শুনিয়ে পূর্বাঞ্চল রেলওয়ের বহরে যুক্ত হয়েছিল হুন্দাই রোটেম কোম্পানির (এইচআরসি) ২০টি ইঞ্জিন। কিন্তু ট্র্যাকে নেমে গতি তো দূরের কথা, বরং দেখা গেল দুর্গতি। যাত্রা পথে এসব ইঞ্জিন একের পর এক যুক্ত হচ্ছে বিকলের খাতায়। এতে রেল যাত্রায় বাড়ছে ভোগান্তি।

সবশেষ মঙ্গলবার বিকেলে (১ মার্চ) ৩০১৬ সিরিয়ালের ইঞ্জিনটি নষ্ট হয়ে পড়েছে পূর্বাঞ্চল রেলপথের লাকসাম রেলস্টেশনে। সকালে বিলাসবহুল সুবর্ণ এক্সপ্রেসকে নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে রওনা দিয়েছিল ইঞ্জিনটি। এরপর রাত ৮টার দিকে লাকসাম এসে সেটি বিকল হয়ে পড়ে। প্রায় এক ঘন্টা পরে রাত ৮টা ৫০ মিনিটে নতুন ইঞ্জিন বদলে দিয়ে ট্রেনটি ২৯২২ সিরিজের ইঞ্জিন নিয়ে সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রামের দিকে রওনা দেয়। এতে করে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

সুবর্ণ এক্সপ্রেসে ইঞ্জিন বিকল হয়ে দুর্ভোগের চিত্র নতুন নয়। এর আগে গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকা থেকে চট্টগ্রামে আসার পথে বিকল হয়ে পড়ে ৩০১১ সিরিজের ইঞ্জিনটি। পরে ট্রেনটি সেখান থেকে ২৬০৩ সিরিজের নতুন ইঞ্জিন দিয়ে চট্টগ্রামের পথে রওনা দেয়। ট্রেনটি চট্টগ্রামে রাত ১০টার দিকে প্রবেশের কথা থাকলেও তা চট্টগ্রাম রেলস্টেশনে প্রবেশ করে রাত ১টা ৫ মিনিটে। দুর্ভোগের মাত্রা ছাড়িয়ে যায় যাত্রীদের। এদিকে মঙ্গলবার ফের ৩০১৬ সিরিজের ইঞ্জিনটি লাকসামের বিকল হয়ে পড়ার বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেছে রেলওয়ের দায়িত্বশীলরা।

রেলওয়ে কন্ট্রোল রুম সূত্র জানায়, এর আগে গত ২৫ ফেব্রুয়ারি বিকল হয়ে পড়া ৩০১১ সিরিজের ইঞ্জনটি মেরামত শেষে ট্র্যাকে ফিরে চারদিন পর অর্থ্যাৎ এক মার্চ। কিন্তু এ ইঞ্জিনটি ট্র্যাকে ফিরতেই যাত্রাপথে বিকল হয়ে পড়েছে ২০১৬ সিরিজের ইঞ্জিনটি। এ রিপোর্ট লেখা পর্যন্ত রেলওয়ে যান্ত্রিক প্রকৌশল বিভাগ ও কোরিয়ান একটি প্রতিনিধি দল ৩০১৬ সিরিজের ইঞ্জিনের সমস্যা খুঁজে বের করার চেষ্টা করছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

বিষয়টি জানতে চেয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ডিএমই) ওয়াহিদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি সিভয়েসকে বলেন, ‘মঙ্গলবার বিকল হয়ে পড়া ইঞ্জিনটি কি সমস্যা হয়েছে সেটা এখনই বলা যাচ্ছে না। পরীক্ষা করে দেখা হচ্ছে।’

চলাচল শুরুর এক বছরের মাথায় একের পর এক ইঞ্জিনগুলো কেন নষ্ট হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘নতুন ইঞ্জিন আনার পর তা মেইনটেনেন্সে এখনও অভ্যস্ত হয়ে উঠে নি আমাদের লোকোমাস্টার, সহকারি লোকোমাস্টাররা। এটা একটা সমস্যা হতে পারে।’

দীর্ঘ দিনের অভিযোগ, ইঞ্জিনগুলো কেনার সময় চুক্তি অনুযায়ী ইঞ্জিন সরবরাহ হয়নি। রেলওয়েতে কর্মরতদের যোগসাজেশেই নিন্মমানের ইঞ্জিন সবরাহ করা হয়েছে। ২ হাজার ২০০ হর্সপাওয়ার এই ইঞ্জিন ১০টি চালাতে প্রতিটির জন্য ৩ হাজার ২০০ কিলো ভোল্ট এম্পিয়ার (কিভিএ) ক্ষমতাসম্পন্ন জেনারেটর ক্রয়ের চুক্তি হয়। কিন্তু ৩ হাজার ২০০ কেভিএ-এর দামেই কেনা হয়েছে ২ হাজার ২০০ কেভিএ জেনারেটর। যা দিয়ে লোকোমোটিভের প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন ইঞ্জিনগুলোর হর্সপাওয়ার ২২শ’কি না তা নিয়েও আছে নানা প্রশ্ন।

জানা গেছে, নতুন আমদানি করা ইঞ্জিনগুলো ২২০০ হর্স পাওয়ারের। যা ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিতে চলাচল করতে সক্ষম। কিন্তু প্রথম থেকেই রেলওয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে অবকাঠামো সমস্যার কারণে ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে নতুন ইঞ্জিনগুলো চলাচল করছে। যার মধ্যে প্রথম চালানে আসা ইঞ্জিনের সিরিজ নির্ধারণ করা হয়েছে ৩০০১ থেকে ৩০১০ পর্যন্ত। পরে চালানে ইঞ্জিনের সিরিয়াল ৩০১১ থেকে ৩০২০।

এর আগে গেল বছর ৯ জুন দক্ষিণ কোরিয়া থেকে চট্টগ্রামে এসে পৌঁছায় দ্বিতীয় চালানের ১০টি ইঞ্জিন। পরে ১২ জুন ৩০১৭ সিরিজের ইঞ্জিন প্রথমবারের লোড ট্রায়ালে নামে। এর অল্প কিছুদিন পরেই ইঞ্জিনগুলো যুক্ত হয় রেলের বহরে। কিন্তু একের পর এক ইঞ্জিন বিকলের ঘটনায় যাত্রী ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

-সিভয়েস/এপি
ছবি - সিফাত তালহা

Photos from Rakib Uddin's post 01/03/2022

আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়নে উক্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানটির সম্মানীত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম হাসান মহোদয়ের সাথে মতবিনিময় করেন স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানীত অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) জনাবা সাবিনা ইয়াসমিন মহোদয়, সম্মানীত অতিরিক্ত সচিব (বাজেট অনুবিভাগ) জনাবা রাশেদা আক্তার মহোদয়, চট্টগ্রাম বিভাগের সম্মানীত বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাসান শাহরিয়ার কবীর মহোদয় এবং চট্টগ্রাম জেলার সম্মানীত সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী মহোদয় এবং সম্মানীত এম.ও সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ চৌধুরী মহোদয়।

এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানীত উপ-পরিচালক ডাঃ অংসুই প্রু মারমা মহোদয়, সম্মানীত সহকারী পরিচালক ডাঃ রাজিব পালিত মহোদয়, ডাঃ মোঃ আব্দুল মান্নান মহোদয় এবং ডাঃ শাহিদা আক্তার মহোদয়।

01/03/2022

তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন লুকাশেঙ্কো।

রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় পশ্চিমাদের হুঁশিয়ারি করে দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। তিনি বলেন, এমন পদক্ষেপ রাশিয়াকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

01/03/2022

ইউক্রেনে ৭০টি যুদ্ধবিমান পাঠাচ্ছে ন্যাটোর ৩ দেশ।

সাংবাদিক শুকলাল দাশের মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস 01/03/2022

অমর একুশে গ্রন্থমেলায় সাড়া ফেলেছে ‘তুহিনের স্বাধীন দেশ’ কিশোর উপন্যাস। এটি পাওয়া যাচ্ছে ঢাকা-চট্টগ্রামে চন্দ্রবিন্দু প্রকাশন এর স্টলে।এই উপন্যাসের লেখক সাংবাদিক শুকলাল দাশ। সাংবাদিকতায় পেশাগত দায়িত্বের পাশাপাশি লেখালেখি করে চলেছেন সাহিত্যের নানান শাখায়।
ইতিমধ্যে বেরিয়েছে কিশোর কবিতা, কিশোর গল্প, উপন্যাস। শিশুসাহিত্যের পাশাপাশি বড়দের জন্য লিখেছেন কবিতা ও পত্রোপন্যাস।বেরিয়েছে কাব্যগ্রন্থ। লেখালেখিতে পেয়েছেন প্রশংসাও
https://www.banglanews24.com/daily-chittagong/news/bd/915023.details

সাংবাদিক শুকলাল দাশের মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস চট্টগ্রাম: অমর একুশে গ্রন্থমেলায় সাড়া ফেলেছে ‘তুহিনের স্বাধীন দেশ’ কিশোর উপন্যাস। এটি পাওয়া যাচ্ছে ঢাকা-চট্টগ্.....

01/03/2022

৪০ মাইল দীর্ঘ রুশ সামরিক বহর এগোচ্ছে কিয়েভের উদ্দ্যেশ্যে।

01/03/2022

বাংলাদেশের সাথে সরাসরি শিপিং লাইন চালু করতে আগ্রহী ইউরোপের আরো দুই দেশ।

পর্তুগাল এবং স্লোভেনিয়া সরাসরি বাংলাদেশের সাথে শিপিং লাইন চালু করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এম শাহজাহান। এর আগে সরাসরি চট্রগ্রাম থেকে ইতালিতে শিপিং সার্ভিস চালু করেছিল ইতালিয়ান কোম্পানি Kalypso Compagnia di Navigazione SPA। যার আওতায় ইতোমধ্যেই গত ৭ই ফেব্রুয়ারী এমভি সুঙ্গা চিতা চট্রগ্রাম থেকে ইতালির উদ্দেশ্যে প্রথমবারের মত যাত্রা করেছে। এছাড়া আগামী ২রা মার্চ নাগাদ চট্রগ্রাম বন্দরে ভিড়বে আরো একটি ইউরোপগামী জাহাজ MV AST Malta।

উল্লেখ্য আগে বিভিন্ন বন্দর হয়ে রপ্তানি পণ্য নিয়ে ইতালি পৌঁছাতে ৩৫-৪০ দিন সময় লাগতো। এখন সরাসরি দুদেশের মধ্যে শিপিং সার্ভিস চালু হওয়ায় মাত্র ১৬-১৯ দিনের মধ্যেই ইতালি পৌঁছাতে সক্ষম হচ্ছে বাংলাদেশের রপ্তানি পণ্য।

Photos from Rakib Uddin's post 01/03/2022

অমর একুশে বইমেলা - চট্টগ্রাম

Photos from Rakib Uddin's post 01/03/2022

A large Russian army convoy has been spotted by satellite north of the Ukrainian capital of Kiev, stretching for about 65 kilometres (40 miles).

Hundreds of tanks, trucks, towed artillery pieces and support vehicles have been pictured edging towards the capital containing fuel, logistics and armoured vehicles.
,
Space technology company, Maxar Technologies, also said additional ground force deployments and ground attack helicopter units were seen in southern Belarus, less than 32 kilometres (20 miles) from border.

Photo: Maxar Technologies/Reuters

ফয়ে’স লেক Archives | চট্টগ্রাম নিউজ 01/03/2022

প্রকৃতি ও আধুনিকতার সম্বনয়ে গড়ে উঠেছে ফয়’স লেক রিসোর্ট ঠিক গাঁ ঘেষে। ফয’স লেক রিসোর্টে যেতে হবে ইঞ্জিন বোটে লেক পার হয়ে যা পর্যটদের জন্য ভিন্নধারার অভিজ্ঞতা। লেকের সামনে অনন্য এক স্থাপত্য শৈলীতে গড়ে তোলা হয়েছে ফয়’স লেক রিসোর্ট। শুধু ঘোরা ফেরা নয় পরিবারের সকলকে নিয়ে রাতে থেকে ফয়’স লেকের সৌন্দর্য উপভোগ করার সুযোগ। রির্সোট কক্ষগুলো লেকমুখী ও পাহাড়মুখী দু-পাশে অবস্থিত। শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি কক্ষের সাথে রয়েছে ঝুলন্ত বারান্দা যেখান থেকে উপভোগ করা যাবে লেক ও সবুজ গাছগাছালির সৌন্দর্য।

https://chattogramnews.com/archives/tag/%e0%a6%ab%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b8-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%95

ফয়ে’স লেক Archives | চট্টগ্রাম নিউজ শীতের তীব্রতা কিছুটা অলসতা বাড়িয়ে দিলেও, ঘরে বসে শীতের সৌন্দর্য উপভোগ করা থেকে বিরতি নিতে মন চায়

কণ্ঠনীড়ের Archives | চট্টগ্রাম নিউজ 01/03/2022

ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয়ার যে আকুলতা, তা বছর ঘুরে বারবার আমাদের ছুঁয়ে যায়। ফাগুন মানেই আকাশটাকে মাথায় নিয়ে নানান রঙের প্রজাপতির উড়াউড়ি। ফাগুন হাওয়ায় কৃষ্ণচূড়া আর পলাশের সৌরভে প্রকাশ পায় প্রিয়জনের সান্নিধ্যের অপেক্ষা। ফেব্রুয়ারির ফাগুন শুধু প্রাণ জাগাবার মাস নয়, এ মাস স্পধিত সাহস ও অবিনাশী চেতনায় জেগে উঠবার মাস। এ মাসেই মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে রোপিত হয়েছিল বাঙ্গালির স্বাধীনতার বীজ। অংকুরিত হয়েছিল গণতান্ত্রিক অসম্প্রদায়িক বাংলাদেশের।

আর এই বিষয়কে উপজীব্য করে বাচিক শিল্প আয়োজন করে “পলাশ-রাঙা ফাল্গুনে” শীর্ষক আবৃত্তি সন্ধ্যার পঞ্চম পর্ব।

https://chattogramnews.com/archives/tag/%e0%a6%95%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%a8%e0%a7%80%e0%a7%9c%e0%a7%87%e0%a6%b0

কণ্ঠনীড়ের Archives | চট্টগ্রাম নিউজ কণ্ঠনীড়ের “পলাশ-রাঙা ফাল্গুনে” ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয়ার যে আকুলতা, তা বছর ঘুরে বারবার আমাদের ছুঁয়ে যায়। ফাগু.....

27/02/2022

সত্যিকার অর্থে এটাই আমাদের একমাত্র গর্বের জায়গা!

পৃথিবীকে দেয়ার মত কিংবা বিশ্বের মাঝে গর্বের সাথে বলার মত আমাদের একমাত্র ক্ষেত্র টেক্সটাইল & গার্মেন্টস সেক্টর।

মেধা এবং যোগ্যতায় আমরা দুনিয়ার অন্যসব জাতির থেকে কম না!
কিন্তু দূর্নীতি আর সঠিক ব্যবস্থাপনার অভাবে এদেশে প্রতিটি সেক্টর এখন ধ্বংসযজ্ঞে পরিণত হয়ে গেছে,
টিকে আছে একমাত্র টেক্সটাইল সেক্টর!

এদেশের প্রায় ৫০% জনগোষ্ঠী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জীবিকার প্রয়োজনে এ শিল্পের উপর নির্ভর করে আছে!

আমাদের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ জনোবলে পরিণত করতে না পারলে যন্ত্র নির্ভর চতুর্থ শিল্পবিপ্লবের সাথে টিকে থাকা বেশ কঠিন হয়ে যাবে!

এরজন্য সরকারি কিংবা বেসরকারি যৌথভাবে সুদৃঢ় উদ্যোগ নেয়া কেবল সময়ের দাবী নয় আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার দাবী!

সরকারি নীতিনির্ধারণে ভূমিকা রাখতে " স্বতন্ত্র টেক্সটাইল ক্যাডার " এবং কর্পোরেট সেক্টরে সর্বোচ্চ দক্ষ জনোবল গড়ে তুলতে হবে।

27/02/2022

পোল্যান্ড সীমান্তে বাংলাদেশিদের দীর্ঘ অপেক্ষা।

যুদ্ধাক্রান্ত ইউক্রেন ছেড়ে পোল্যান্ডে ঢুকতে চাওয়া বাংলাদেশিদের সীমান্ত এলাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে৷ কারণ সীমানা পাড়ি দিতে গিয়ে ইউক্রেনিয়ানরা অগ্রাধিকার পাচ্ছেন৷

27/02/2022

একঘরে করা হচ্ছে রাশিয়াকে, ইতিহাসের সবচেয়ে বড় নিষেধাজ্ঞা

27/02/2022

খারাপ খবর। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে ন্যাটো নাক গলাতে যাচ্ছে...

27/02/2022

অমর একুশে বইমেলা ২০২২
সময় বাড়ল চলবে ১৭ মার্চ পর্যন্ত।

Want your public figure to be the top-listed Public Figure in Kalabaga?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#Noridenohelmet#ladycyclistbd#withjhum#Peaceofmind

Category

Telephone

Website

Address


Chittagong
Kalabaga
229307

Other Athletes in Kalabaga (show all)
Cricket players Cricket players
Kalabaga

only cricket playrs indian