Motahar Mahmud

Motahar Mahmud

হে আল্লাহ আপনি আমাকে সঠিক
পথে পরিচালিত করুন।🤲🌿

24/09/2024

চরমোনাই এবং কলরব শিল্পী গোষ্ঠীর আসলরুপ দেখুন।

চিন্তা করুন এরা কতবড় গাদ্দার ছিলো! এরা আওয়ামী লীগের সাথে আতাত করে চলতো, এরা পাক্কা মুনাফেক এবং গাদ্দার। যা দুই দিন আগে তাদেরই কওমী অঙ্গনের রফিকুল ইসলাম মাদানি প্রমানসহ খোলাসা করে বলেছেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। শেষের দিকে রফিকুল ইসলাম মাদানির বক্তব্যটিও দেওয়া আছে।

অন্তরভর্তিকালীন সরকারের উচিত এই চরমোনাই গাদ্দারদেরকেও আইনের আওতায় এনে জিজ্ঞেসাবাদ করা। এদেরকে রিমান্ডে নিলে অনেক তথ্য পাওয়া যেতে পারে।

"(এতদিন শুধু শুনেছেন চরমোনাই সরকারের দালাল!
এবার প্রমান সহ শুনে নিন তাদেরই কওমী ঘরানার রফিকুল ইসলাম মাদানি কি বলে শুনুন।

ব্যাক্তিগতভাবে আমি বহুদিন থেকেই বলে আসছি চরমোনাই ইসলামি দলের নামে একটি ধর্ম ব্যাবসায়ী গুপ্ত মোনাফেক দল। এরা নিজেদের পীর ব্যাবসাকে টিকিয়ে রাখতে হাসিনা ও varoter দালালি করেছে বিগত ১৭ বছর ধরে।
দীর্ঘ ৭ বছর চরমোনাই করার পরে যখন আমি বুঝতে পারি চরমোনাই ইসলাম নিয়ে ব্যাবসা করছে ঠিক তখন ২০১১ সালে আমি চরমোনাই ত্যাগ করি। আজ আমার ধারনা সত্যি হলো।)" ব্রাকেটের ভিতরের এই লেখাটুকু Zakir Hossain নামের এক চরমোনাই মুরিদের, চরমোনাইদের এরুপ গাদ্দারী ও মোনাফেকির জন্য সে এখন চরমোনাই ত্যাগ করেছে।

যাইহোক,
সময় হয়েছে কওমী অঙ্গন থেকে চরমোনাই মুনাফেকদেরকে বিতাড়িত করার। কারণ এরা হাসিনার সাথে আঁতাত করে দেশের ও জনগণের সাথে গাদ্দারি করেছে। এদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

19/09/2024

সায়্যিদুল ইস্তেগফার এর ফজিলত কল্পনাতীতঃ- সুতরাং সকল মুসলিমের এটি মুখস্থ করা জরুরি।

اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ

সাইয়েদুল ইস্তেগফার হলো— বাংলা উচ্চারণ: ‘আল্লাহুম্মা আন্তা রব্বি, লা ইলাহা ইল্লা আন্তা; খলাকতানি ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা, ওয়া ওয়াদিকা মাসতাতাতু, আউজুবিকা মিন শাররি মা সনাতু, আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া, ওয়া আবুউ লাকা বিজাম্বি; ফাগফির লি, ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ-জুনুবা ইল্লা আন্তা।’

বাংলা অর্থ: ‘হে আল্লাহ, একমাত্র আপনিই আমাদের প্রতিপালক। আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আপনিই আমার স্রষ্টা এবং আমি আপনার দাস। আমি আপনার সঙ্গে কৃত ওয়াদা ও অঙ্গীকারের ওপর সাধ্যানুযায়ী অটল ও অবিচল আছি। আমি আমার কৃতকর্মের সব অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমার ওপর আপনার দানকৃত সব নেয়ামত স্বীকার করছি। আমি আমার সব গুনাহ স্বীকার করছি। অতএব, আপনি আমাকে ক্ষমা করুন। কেননা, আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না।’
বুখারী, মিশকাত হা/২৩৩৫ ‘দো‘আ সমূহ’ অধ্যায়-৯, ‘ইস্তিগফার ও তওবা’ অনুচ্ছেদ-৪।

সায়্যিদুল ইস্তেগফার এর ফজিলত কল্পনাতীতঃ-👇

ফজিলতঃ- রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এ ইস্তেগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায় কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, তবে সে জান্নাতে যাবে।’ (বোখারি : ৬৩২৩)।

16/09/2024

বর্তমানে সবচেয়ে জরুরী-👉১/ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। ২/ সংবিধান সংশোধন বা পুনর্গঠন করা। ৩/ সংসদে হ্যাঁ জয় যুক্ত হয়েছে, হ্যাঁ জয় যুক্ত হয়েছে, এই সিস্টেম বন্ধ করা।

রাস্তাঘাটে সমাবেশ বন্ধ করা। সরকার প্রধানের মেয়াদ ৪+৪=৮ বছরের বেশি নয়। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা।

12/09/2024

এই প্রথম ড্যাফোডিল ইউনিভার্সিটিতে, শিক্ষার্থীদের উদ্যোগে এবং ড্যাফোডিল ইসলামিক সেন্টারের ব্যবস্থাপনায় এক বৃহৎ পরিসরের ইসলামিক সীরাত সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইনশাআল্লাহ।

🕒 এই সেমিনারটি আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৪, বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এই সেমিনারে আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন:-👇

- আ ফ ম খালিদ হোসাইন (ধর্মীয় উপদেষ্টা)
- শায়েখ আহামুদুল্লাহ
- প্রফেসর মুখতার আহমেদ
- আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক।

আলহামদুলিল্লাহ, চার জনই অসাধারণ ব্যাক্তিত্ত্ব।❤️

পাশাপাশি অনুষ্ঠানে "কলরব শিল্পীগোষ্ঠী" ইসলামিক নাত ও সংগীত পরিবেশনার মাধ্যমে সেমিনারের পরিবেশকে আরও সুন্দর ও হৃদয়গ্রাহী করে তুলবেন, ইনশাআল্লহ্ !!

01/09/2024

এক সময় আমরা পাঠ্য পুস্তকে এই কবিতা পড়তাম। এখন কি এই কবিতা পড়ানো হয়??

শিক্ষাগুরুর মর্যাদা –
কাজী কাদের নেওয়াজ -
০১/0৯/20২৪ ইং

বাদশাহ আলমগীর-
কুমারে তাঁহার পড়াইত এক মৌলভী দিল্লীর।
একদা প্রভাতে গিয়া
দেখেন বাদশাহ- শাহজাদা এক পাত্র হস্তে নিয়া
ঢালিতেছে বারি গুরুর চরণে
পুলকিত হৃদে আনত-নয়নে,
শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরি পায়ের ধুলি
ধুয়ে মুছে সব করিছেন সাফ্ সঞ্চারি অঙ্গুলি।

শিক্ষক মৌলভী
ভাবিলেন আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবি।
দিল্লীপতির পুত্রের করে
লইয়াছে পানি চরণের পরে,
স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন্ কালে!
ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে।

হঠাৎ কি ভাবি উঠি
কহিলেন, আমি ভয় করি না’ক, যায় যাবে শির টুটি,
শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার
দিল্লীর পতি সে তো কোন্ ছার,
ভয় করি না’ক, ধারি না’ক ধার, মনে আছে মোর বল,
বাদশাহ্ শুধালে শাস্ত্রের কথা শুনাব অনর্গল।

যায় যাবে প্রাণ তাহে,
প্রাণের চেয়েও মান বড়, আমি বোঝাব শাহানশাহে।
তার পরদিন প্রাতে
বাদশাহর দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে।
খাস কামরাতে যবে
শিক্ষকে ডাকি বাদশা কহেন, ”শুনুন জনাব তবে,
পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে?
বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা,
নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা”
শিক্ষক কন-”জাহপানা, আমি বুঝিতে পারিনি হায়,
কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়?”
বাদশাহ্ কহেন, ”সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে
নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন,
পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ।
নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে
ধুয়ে দিল না’ক কেন সে চরণ, স্মরি ব্যথা পাই মনে।”

উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায়ে সগৌরবে
কুর্ণিশ করি বাদশাহে তবে কহেন উচ্চরবে-
”আজ হতে চির-উন্নত হল শিক্ষাগুরুর শির,
সত্যই তুমি মহান উদার বাদশাহ্ আলমগীর।”

Motahar Mahmud

23/06/2024

পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতা-মাতার অবাধ্য চলা ||

শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ্ ||

16/06/2024

শুধু গরুরই বাপ-মা আছে। মহিষ, ছাগল, হাঁস, মুরগি, মাছ বাপ-মা ছাড়াই জন্মাইছে। ওগুলোর বাপ-মা নাই!
সারাবছর বিফ কাচ্চি, বিফ কাবাব, চিকেন বারবিকিউ উদযাপন করো, পাঠা বলি দেও– তখন তোমাদের চেতনা কই থাকে। কারো বর্গা দেও নাকি বিবেক?
শুধু কুরবানি এলেই তোমাদের যত মায়াকান্না! যত্তসব!!

06/06/2024

নামাজের ব্যাপারে এত গুরুত্বপূর্ণ কথা আগে শুনিনি!!

নামাজ বা স্বলাতের গুরুত্ব নিয়ে এর আগে এমন জোরালো বক্তব্য কখনো শুনিনি!! আল্লাহু আকবার!!

মুসলিম হলে বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে।

স্বলাত এমন এক আশ্চর্য এবাদত যা কোনো সময় বা অযুহাত বুঝে না। যখন যে অবস্থানে যেই অবস্থায়ই থাকেন না কেনো, আপনাকে স্বলাত পড়তেই হবে। যার কোনো কাফফারা হয় না!! যে কোনো মূল্যেই হোক ওয়াক্তের স্বলাত ওয়াক্তেই পড়তে হবে। অন্যথায় আপনি হবেন মহাপাপী।

হে আল্লাহ আপনি আমাদেরকে পাঁচ ওয়াক্ত স্বলাত সঠিক সময়ে জামায়াতের সাথে পড়ার তৌফিক দিন। আমিন।

আলোচকঃ- শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।

06/05/2024

" বাড়ি ঘর জায়গা জমি সন্তানদের লিখে দিবেন না । আপনার ঘরে আপনি বসবাস করবেন । দরকার হলে ছেলে মেয়েরা বাড়ি ঘর তৈরি করে 'যৌবনাশ্রমে ' থাকবে " :

পরিণত বয়সে এসে আমাদের অনেকেরই হয়তো কাজেও লাগতে পারে গল্পটি!!!

"যৌবনাশ্রম খুঁজে দেখো!"

আব্দুর রহমান সাহেব ক'মাস ধরেই কিছু আঁচ করছিলেন। উনি তিন বছর হয় রিটায়ার করেছেন। সরকারী উচ্চপদে ছিলেন। ভাল অঙ্কের পেনশন পান। স্ত্রী গত হয়েছেন বহুদিন আগে।

দুটি ছেলেকে বড় যত্নে মানুষ করেছেন। বাবা এবং মায়ের দুজনের স্নেহ দিয়ে ভালভাবে লেখাপড়া করে তারা প্রতিষ্ঠিত হয়েছে। তারপর বড় ছেলের বিয়ে দিলেন। একটি নাতি হল। উনার মনে আর আনন্দ ধরে না ।

এরপর ছোট ছেলে নিজের পছন্দের মেয়ে খুঁজে বাবাকে জানালে তিনি সানন্দে সেই মেয়েকে ঘরে নিয়ে এলেন। রিটায়ারের আগেই বড় ছেলের বিয়ে হয়েছিল। তারপর ছোট বৌমা এল।

আব্দুর রহমান সাহেব এখন নাতিকে নিয়ে বেশ সময় কাটান। সংসারের অনেকটা ব্যয় ভার বহন করেন।

একদিন ইজি চেয়ারে বসে সকালে কাগজ পড়ছেন বড় বৌমার গলা পেলেন, আজ বাজার শর্ট আছে.রাতে রান্না হবে না। সে চাকরী করে। বলছে জা কে।

এ বাড়িতে ছেলেদের জন্মের আগে থেকে কাজের মেয়ে জয়নব আছে। সে তাঁর ছেলেদের থেকে বেশ কিছুটা বড়। জয়নব মাতৃহারা দুই ছেলেকে অপার স্নেহে আগলে রেখেছিল।

সে বলল--ভাইজানরা কেউ এনে দেবে।

বড় বৌ বলল--কেন বাবা তো বসে আছেন বাজারটা রোজ করলেই পারেন।

আব্দুর রহমান সাহেবের কানে কথাটা বাজল। বুঝলেন সংসারে তাঁর প্রয়োজন ফুরিয়েছে।

নিজের মনকে বললেন-- মন তুই তৈরী থাক।

এরপর থেকে বৌদের নানা আচরণে তাঁর প্রতি বিরূপতা প্রকাশ পেতে থাকল।

একদিন সকালে বড় ছেলে রাগত গলায় বৌকে বলছে--আমার শার্টটা লণ্ড্রী থেকে আনা হয়নি?

বড় বৌ বললো-- না যাবার সময় হয়নি।

বড় ছেলে -বাবা একটু আনতে পারল না? সারাদিন তো বসেই থাকে।

আব্দুর রহমান সাহেবের কানে গেলে ভাবলেন-- যুগধর্ম!

এরপর একদিন এক ছুটির দিনে সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলেন--সবাই আগে ভাগেই উপস্থিত।

জয়নব প্লেটে গরম লুচি, আলু ভাজি আর সন্দেশ পরিবেশন করছে।

বড় ছেলে বলল --বাবা একটা কথা ছিল।

আব্দুর রহমান সাহেব বুঝলেন এরা সকলে কিছু প্ল্যান করেছে। বললেন, বল।

বড় ছেলে বললো, জানো বাবা কাল অফিসের কাজে গাজীপুর গিয়েছিলাম। কাজের ফাঁকে সময় পেয়ে ওখানকার দর্শনীয় জায়গা গুলো দেখতে বেড়িয়েছিলাম। দেখলাম নদীর ধারে স্বাস্থ্যকর পরিবেশে একটা সুন্দর বৃদ্ধাশ্রম চালু হয়েছে। দেখেই ভাবলাম তুমি ওখানে মনোরম পরিবেশে শেষ জীবনটা থাকতে পারো। আমরা যাব আসব। কিরে ভাই কি বলিস?

ছোট ছেলে বলল, বেশ ভালো হবে।

আব্দুর রহমান সাহেব হেসে বললেন--সব তো শুনলাম। কিন্তু বাবারা তোমরা যেমন আমার জন্য ভাবো, আমিও তোমাদের জন্য ভাবি। তাই আমারও একটা প্রস্তাব আছে তোমাদের জন্য। তোমরাই বরং যুতসই এবং মনোরম পরিবেশের একটা যৌবনাশ্রমের খোঁজ করে নিয়ে সেখানে গিয়ে থাকোনা কেন। বাড়ীটাতো আমারই, পেনশনও পাই ভাল। জয়নব মাকে নিয়ে আমরা বাপ বেটিতে বেশ ভালই থাকব। তোমরাও আসবে যাবে।

এই ভাবে তিনি এক ছক্কায় বাজীমাত করে দিলেন। জয়নবকে বললেন--জয়নব মা, লুচিগুলো ঠাণ্ডা হয়ে গেল। গরম গরম নিয়ে আয় তো।

ছেলেরা আর ছেলেদের বৌয়েরা রীতিমতো হতভম্ব হয়ে গেল, বাকরুদ্ধ হয়ে বসে রইলো.....!!

দিন কাল পালটাচ্ছে। তাই যোগ্য জবাব দেবার জন্য তৈরী থাকা উচিৎ ........।

তা নাহলে ভবিষ্যতে বড় বিপদে পড়তে হতে পারে।


🪺🌿🍂🫒🍁☘️🌶️©️🌶️☘️🍁🫒🍂🌿🪺

04/03/2024

♦️সাংগঠনিক বায়াত সম্পর্কে সংশয় নিরসন করলেন।

শায়েখ মতিউর রহমান মাদানি হাফেজাহুল্লাহ্।

04/03/2024

রমজানের প্রস্তুতি কিভাবে নিবেন? স্বল্প কথায় জেনে নিন।

উস্তাদ মতিউর রহমান মাদানি হাফেজাহুল্লাহ্।

29/09/2023
Photos from Motahar Mahmud's post 27/09/2023

আমাদের লক্ষিপুরের আঞ্চলিক ভাষায় এই ফলটির নাম কাউ ফল। অত্যাধিক পরিমাণ ভিটামিন সি সমৃদ্ধ খুবই টেস্টি একটি ফল এই কাউ ফল। দিন কালের বিবর্তনে ফলটি হারিয়ে যাচ্ছে। সরকারের উচিত এই ধরনের দেশি জাতের ফল ও ঔষধি গাছ গুলোকে সরকারি উদ্যোগে সংরক্ষণ করা।
#কাউ ফল। #কাউ_ফল #কাউফল kaw fol

Photos from Motahar Mahmud's post 25/09/2023

👉সাজনাঃ- জানেন কি সাজনা বা মরিংঙ্গা পাউডার (Moringa Powder) বা সজিনা পাতার গুড়াকে সুপার ফুড বা খাদ্যের জগতের সবচেয়ে পাওয়ার ফুল খাদ্য বলা হয়.??

সজিনা পাতা সম্পর্কে কিছু তথ্য যা আপনাকে অবাক করবেঃ
🌿সজিনা পাতায় কমলা লেবুর তুলনায় ৭ গুণ ভিটামিন-সি রয়েছে।
🌿 দুধের তুলনায় ৪ গুণ ক্যালসিয়াম এবং দুই গুণ আমিষ রয়েছে।
🌿 গাজরের তুলনায় ৪ গুণ ভিটামিন-এ পাওয়া যায়।
🌿 কলার চেয়ে ৩ গুণ পটাশিয়াম বিদ্যমান।

শুনে আরও অবাক হবেন যে সজিনার পাতা পানিকে আর্সেনিক মুক্তও করে।

আসুন এই অলৌকিক পাতার আরো কিছু বিস্ময়কর গুন জেনে নেইঃ

🌱সজিনার পাতা হৃদরোগীদের জন্যে ঠিক ওষুধের মত কাজ করে, উচ্চ রক্তচাপ কমায়, কোলেস্টেরল কমায়, ডায়বেটিস নিয়ন্ত্রিত রাখে।

🌱এক টেবিল চামচ শুকনা সজিনা পাতার গুঁড়া থেকে ১-২ বছর বয়সী শিশুদের অত্যবশ্যকীয় ১৪% আমিষ, ৪০% ক্যালসিয়াম ও ২৩% লৌহ ও ভিটামিন-এ সরবরাহ হয়ে থাকে।

🌱দৈনিক ৬ চামচ সজনে পাতার গুঁড়া একটি গর্ভবর্তী বা স্তন্যদাত্রী মায়ের চাহিদার সবটুকু ক্যালসিয়াম ও আয়রন সরবরাহ করতে সক্ষম।

🌱 সজিনা পাতা বহুমূত্র রোগের জন্যে অনেক উপকারী।

🌱সজিনার ডাটা থেকে সজিনার পাতা অধিক উপকারী।

🌱এলার্জি জনিত সমস্যা হলে সজিনার পাতা বেটে আক্রান্ত স্থানে প্রলেপ দিলে অনেক উপকার পাওয়া যায়।

🌱প্রতিদিন সকালে এক চামচ শুকনা গুড়া পানিতে গুলিয়ে খেলে পেটের প্রদাহ, গ্যাস্ট্রিক মুক্তি পাওয়া যায়।

🌱গেটেবাত এর জন্যে সজিনা পাতা বেটে হাটুতে বা যে স্থানে ব্যাথা হয় লাগিয়ে রাখলে ব্যাথা মুক্তি পাওয়া যায়।

🌱সজিনার ফুল এ ও অনেক উপকার আছে যেমন : হজম শক্তি বাড়ায়, কোষ্ট কাঠিন্য দূর করে ইত্যাদি।

🌱সজিনার পাতা পোকার কামড়ের তাতক্ষনাৎ এন্টিসেপ্টিক হিসেবে অনেজ ভালো কাজ করে।

🌱 সজিনার পাতা ক্রিমিনাশক হিসেবে কাজ করে। ক্রিমি সমস্যা করলে সজিনা পাতা গুড়ো করে অথবা অন্য খাবারের সাথে খান।

🌱সজিনা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীর কে কর্মঠ রাখে। হাড় এর ক্ষমতা বৃদ্ধি করে যা আত্মরক্ষার ও ভূমিকা পালন করে।

🌱 সজিনা পাতা যকৃত ও কিডনির কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সাহায্য করে। রোগ প্রতিরোধ করে কিডনি ও লিভার সুস্থ রাখে।

🌱সজিনা পাতা গর্ভবস্থায় মায়ের শরীর সুস্থ রাখতে সাহায্য করে এবং মায়ের বুকের দুধ বৃদ্ধি করে কোনো ধরনের পার্শ প্রতিক্রিয়া ছাড়া।

🌱শরীরের ওজন কমাতে অনেক সাহায্য করে। ব্যায়াম এর পাশাপাশি সজিনা পাতা খান।

🌱 ডাক্তার ও বিশেষজ্ঞ দের মতে সজিনা পাতা ও ডাটা প্রায় ৩০০+ রোগের জন্যে উপকারী ও রোগ নিরাময় করে।

🌱সজনে পাতা বাচ্চাদের পেট পরিষ্কার রাখে।

🌱 সজনে পাতা চামড়া ও চুলের জন্যে ও ভালো।

এবার এর ব্যবহারবিধি সম্পর্কে জেনে নেওয়া যাকঃ

💅ত্বক এর জন্যে : মধুর সাথে সজিনা পাতার রস বা শুকনো গুড়া মিশিয়ে মুখে লাগানে পারেন। এতে মুখের চামড়া টান টান হয়, পরিষ্কার হয় ব্রণ দূর হয়।

💅 ত্বক এর ক্ষতস্থান এর মধ্যে লাগাতে পারেন পাতা বেটে বা গুড়া পেস্ট করে। সজনে পাতা ত্বক এর মধ্যে ক্ষত থাকলে তা ও সারায়।

💅চুলের জন্যে : সজনে পাতার রস বা শুকনা গুড়া পেস্ট করে সাথে মধু মিক্স করে বা এমনি মাথায় দিয়ে ম্যাসাজ করুন। এতে চুল পড়া কমবে। মাথার ত্বক পুষ্টি গুণ পাবে। মাথা ঠান্ডা থাকবে। চুল সুন্দর ও ঘন হবে।

👉ধৈর্য সহকারে নিন্মোক্ত লেখাটিও পড়ুন, বিস্ময়কর এই সাজনা সম্পর্কে জানতে পারবেন আরো অনেক কিছু.!!

🌿সাজনা গাছের পাতা ও সাজনাঃ- এর বিষ্ময়কর উপকারীতা সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর এই নেয়ামত সম্পর্কে সবার জানা দরকার।
আমাদের সকলের পরিচিত এই গাছটির নেয়ামত সম্পর্কে, ৮০% লোকে জানেন না। আসুন জেনে নিই কি সেই বিষ্ময়কর উপকারীতা!!!

সাজনা গাছের মধ্যে হাজার হাজার ঔষধি গুণা গুন আছে, যা জানতে পারলে আমাদের সকলের উপকারে আসবে ইনশাল্লাহ। সাজনা, সাজনা গাছের পাতার - মাধ্যে আল্লাহ তালা ৩০০ রোগের ঔষধ দিয়াছেন, তার মধ্যে বর্তমানে ডায়বেটিস, গেঁজ, আলসার এবং কেন্সার রোগের কোষ ধংস করার বড় গুন আছে।
১০০ গ্রাম সাজনা পাতার মধ্যে

১. দই এর চেয়ে ৯ গুন প্রটিন বেশি আছে।
২. গাজরের চেয়ে ১০ গুন বেশি ভিটামিন এ আছে।
৩. কলার চেয়ে ১৫ গুন বেশি পটাশিয়াম আছে।
৪. দুধ এর চেয়ে ১৭ গুন বেশি কেলসিয়াম আছে।
৫. কমলার চেয়ে ১২ গুন বেশি ভিটামিন সি আছে।
৬. পালং শাক থেকে ২৫ গুন বেশি আয়র্ন আছে।

সাজনা গাছের পাতা শাক হিসাহে অনেক জনপ্রিয়। যা মানব শরীলের জন্য অনেক প্রয়োজন। বর্তমান বিস্বে এই গাছের পাতা অনেক চাহিদা, আমার আশা এবং বিস্বাস খুব তারা তারি চা পাতার মত সাজনা পাতা ও আমাদের দেশ থেকে রপ্তানি হবে। আমার পোস্টের মাধ্যে নিচের ছবি গুলো দেখে এবং পড়ে সাজনা গাছের গুনা গুন সম্পর্কে আর ও জানতে পারবেন।

আর হ্যা সাজনা গাছের পাতা অবশ্যই খাওয়া যায়, অন্য শাকের মতই ভাজি করে খাওয়া যায়, সাধও অনেক ভালো।। অনেক হেসি/হেচি/পানি কলসের শাকের মত, খুব টেষ্টি।।

এছাড়াও সাজনার পাতা টেলে পেয়াজ কুচি রসুন , কাচা ঝাল হালকা তেলে হলুদ লবন দিয়ে ভেজে গরম ভাত দিয়ে খেয়ে দেখতে পারেন, এতে শরীরের পানি যমা গায়ে ব্যাথা ইনশাল্লাহ কমে যাবে, সাত থেকে আট দিন খেতে হবে যাদের শরীরে পানি যমে পা ফুলে খুব তাড়াতাড়ি ভালো হবে ।

সাজনা গাছ লাগানো অনেক সহজ, সাজনা গাছের ডালা সমান ভাবে কেটে লাগিয়ে দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। তাই আমার বিশ্বাস, আপনারা প্রতেকে একটি করে গাছ আপনার বাড়ি কিংবা রাস্তা ঘাটে লাগাতে পারেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।
------------------------------------------------------------------
(Collected From "Md Momin")

আজ আমার এক স্ট্যাটাসে সোমা, আমার কাছে জানতে চান, “মুনিম ভাই Moringo (শ্রীলঙ্কা নাম) গাছটা পাওয়া যায় কি এদেশে ?”

প্রশ্নটি পড়ার সাথে সাথে, মনে আফসোস হলো, হায়! এত বছর ধরে শ্রীলঙ্কান কলিগদের সাথে কাজ করে আসছি, কিন্তু তাদের কাছ থেকে তো এই মোরিনগো গাছের নামটি শুনতে পেলাম না?

সোমার প্রশ্নে বুঝতে পারছি, সোমা যখন এই গাছ নিয়ে উৎসাহী, নিশ্চয় এই গাছের আলাদা কোন বৈশিষ্ট্য আছে! সাথে সাথে গুগলসে সার্চে Moringo টাইপ করে সার্চ দিলাম!

ইয়া আল্লাহ! এ যে আমাদের সাজনা গাছ গো!!!!

ধীরে ধীরে নেটে, উইকিপিডিয়া সহ ইংরেজি আর আরবী ওয়েব সাইট গুলো যতো ঘাটাতে থাকি, এক এক করে অবাক করার মত কত শত তথ্য পেতে থাকি!!

অথচ আমাদের বাসায়, আমাদের বাড়িতে এই গাছ এমনি ভাবে পড়ে আছে, ঢাকার কাঁচা বাজারগুলোতে সজানার ডাটাকে সবজি হিসাবে বিক্রি হতে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এই ডাটাগুলো খাইনা। তাই বাজার থেকে এইগুলো কিনে আনা হয়না, আর প্রতি বছর আমাদের গ্রামের বাড়ির গাছের মধ্যেই ডাটাগুলো শুকিয়ে যায়।

আমি ছোটবেলা দেখেছি আমাদের হিন্দু প্রতিবেশীরা, আমাদের বাসার এসে তারা নিজেদের হাতে গাছ থেকে সাজনার ডাটা পেড়ে নিয়ে যেতো । আমাদের বাসায় সাজনার ডাটা রান্না করে খাবার অভ্যাস না থাকলেও ঘি দিয়ে সাজনার কচি পাতা এবং শিং মাছের ঝোল রান্না করে, সদ্য প্রসূতি মাকে খাবার হিসাবে দেয়া হতো। কিন্তু আপনারা যে যা বলেন ভাই, সাজনা গাছের ছালের ভর্তা এখনো আমার খুব প্রিয় খাবারের একটি খাবার, গ্রামে গেলেই বলে দেই সাজনার ছালের ভর্তা আমার চাই।ছোটবেলা সাজনার ফুলের সাথে ডিম ভেজেও খেয়েছি।

সাজনার মধ্যে যে এত খনিজ উপাদান থাকে আর সজনা যে মানবদেহের জন্য এত উপকারী তা জানা ছিলোনা।

নেটে দেখতে পাই সাজনার বহুবিদ ব্যবহার, সাজনার পাতা দিয়ে জুস যেমন বানিয়ে পান করা যায়, তেমন করে শুকনা পাতা দিয়ে চাও বানিয়ে পান করা যায়। পাতাকে শুঁকিয়ে গুড়ো করেও ঔষুধ হিসাবে ব্যবহার করা যায়। উন্নত বিশ্বের সাজনার পাতার গুড়া সিয়ে ক্যাপসুল /টনিক বানিয়ে বাজারে বিক্রি হচ্ছে। এমন কী সাজনার বীজ থেকে বেল ওয়েল নামক উন্নমানের তেলও তৈরি করা হয়।

ইংরেজিতে সাজনার নাম 'ড্রামস্টিক' কিংবা Horse Radish Tree । বৈজ্ঞানিক নামঃ-Moring Oleifera Lam. আমাদের দেশে সবজি হিসাবে ব্যবহৃত হলেও, সারা বিশ্বে সাজনা একটি অতি প্রয়োজনীয় জীবনরক্ষাকারী উদ্ভিদ হিসাবে ব্যবহার করা হয়ে আসছে।

এ গাছ মানব শরীরে যেমন হরমোন বর্ধন করতে পারে, তেমনি পারে মায়েদের বুকের দুধ বাড়িয়ে দিতে, সাজনার পাতার রস খেলে শারীরিক শক্তি বৃদ্ধি হয় ও আহারের রুচি বৃদ্ধি পায়। সাজনার মধ্যে আছে ভিটামিন এ, বি, সি, নিকোটিনিক এসিড, এমানো এসিড, প্রোটিন ও চর্বি, কার্বোহাইড্রেট, গ্লাইকোরোটিনিস ইত্যাদি উপাদান আছে।

এত উপকারি সাজনা পাতা দিয়ে ভারতীয়রা স্যুপ তৈরি করে পান করে থাকে। সাজনা আবার বসন্ত রোগও প্রতিরোধ করতে পারে। সর্দি কাশিতে, যকৃতের কার্যকারিতায়, কৃমি প্রতিরোধে ফলদায়ক। শরীরের ব্যথা নাশক, হজম শক্তি বর্ধক, রক্তের সংবহনতন্ত্রের ক্ষমতা বর্ধক, উচ্চ রক্তচাপ কমায়, রক্ত স্বল্পতা দূর করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, হাপানি রোগ নিরামক করে, বাত রোগও উপশম করে।

দুঃখের বিষয় এমন একটি মহা উপকারী উদ্ভিদ আমাদের দেশে কোন গুরুত্ব পাচ্ছে না। এই বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেনতা বাড়াতে আজকের আমার এই নোট। যারা যারা আমার মত সাজনার এই বহুবিধ উপকারিতার তথ্য না জানেন, তারা আপনাদের মধ্যে তা জেনে উপকৃত হবেন।

Moringo টাইপ করে আপনারা গুগলসে সার্চ দিন তাহলে বিস্তারিত জানতে পারবেন।

পুনঃ অনেকেই ছালের ভর্তার রেসিপি জানতে চাচ্ছেন, তাই নিচে রেসিপি দিলাম।

সাজনার ছালের বাইরের শক্ত আবরণ তুলে নিয়ে, ভালোভাবে ধোয়ে নিয়ে,শিলপাটায় সাজনার ছাল, কিছু পেয়াজ রসুন, কাঁচা মরিচ দিয়ে বেটে মিহি করে নিতে হবে, পরিমাণ মত লবণ মিশিয়ে দিলেই সাজনা ছালের ভর্তা হয়ে যায়। সরিষার মত ঘ্রাণ করে।ছাল সিদ্ধ করতে হবেনা।

অন্যদেরকে মাঝে বিষয়টি ছড়িয়ে দিতে পোষ্টটি বেশি বেশি শেয়ার করুন।শুক্রিয়া জাজাকুমুল্লাহ খায়রান।।

এবং আরো সুন্দর ও মান সম্মত পোষ্ট পেতে নিন্মোক্ত আইডি পেজ ও গ্রুপে সংযুক্ত হয়ে থাকুন।

১। আমাদের গ্রুপেঃ-👇 https://m.facebook.com/story.php?story_fbid=255772538668910&id=100027084975568

২। আমার পেজঃ-👇 https://www.facebook.com/motaharmahmud?mibextid=ZbWKwL

৩। আমার আইডিঃ-👇 https://www.facebook.com/motahar.mahmud.33

🌹Motahar Mahmud🌹

24/09/2023

একদিন বৃষ্টি হল। সব উন্নয়ন, সব কোলাহল, সব রাস্তা ভেসে উঠলো লা শে র শরীরে।

একদিন বৃষ্টি হল। দুই দিন না।

হাত কাঁ প ছে, পা অ ব শ। কলমের কালি হ তা শ৷
গ লা য় বাষ্প, চোখে জল।

একদিন বৃষ্টি হবে। ভেসে উঠবে সব ভাষণ, ক্ষ ম তা, আ শ্বা স, বি শ্বা স ও চকচকে পানিতে লা শে র শ্বাস ।

একদিন বৃষ্টি হবে। সেদিন আমরা সবাই ভিজবো৷ তোমার পানিটুকুও পাবে না৷

মনে রেখো,
রা জ নীতি পানিতে ভেসে গেলে আ ট কা নো যায় না।

মনে রেখো।

মিরপুর, ঢাকা।
২১-০৯-২৩

লিখা : আব্দুল্লাহ আল মামুন ( কাইকর )
আর্ট : ইয়াসনা সরকার।

20/09/2023
20/09/2023

মনমতো না হলে সোজা জেলে ঢুকিয়ে দেবো......😎
শাহবাগ থেকে বলছি।🎙️

Photos from Motahar Mahmud's post 19/09/2023

বাংলাদেশে যে সালাফি বা আহলে হাদিস মানহাজের নিরব বিপ্লব ঘটছে তার একটি বাস্তব প্রমান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার Tanzim Hasan Sakib. আলহামদুলিল্লাহ।
Tanzim Hasan Sakib এর আইডি লিংকঃ-👇
https://www.facebook.com/TanzimSakib11.Official?mibextid=cejktS

19/09/2023

নারীবাদীদের ঘুম শেষ করে দিয়েছে যে পোস্ট।

স্ত্রী চাকরী করলে স্বামীর হক আদায় হয়না,
স্ত্রী চাকরী করলে সন্তানের হক আদায় হয়না,
স্ত্রী চাকরী করলে তার কমনীয়তা নষ্ট হয়,
স্ত্রী চাকরী করলে পরিবার ধ্বংস হয়,
স্ত্রী চাকরী করলে পর্দা নষ্ট হয়,
স্ত্রী চাকরী করলে সমাজ নষ্ট হয়,
স্ত্রীকে যেই স্বামী বলে আমার স্ত্রীর চাকরী করার দরকার নেই। আমি
যা পায় তােমাকে খাওয়াব, সে তাে রাজরানী হয়ে আছে। এখন সে
রাজরানী না হয়ে কর্মচারী হতে চায়।
আসলে স্ত্রী স্বামীর মর্যাদা বােঝে নি, স্ত্রী নিজের মর্যাদাও বোঝে নি। ঘর একটি জগৎ। অসংখ্য কাজ রয়েছে। আজ ছেলেদের বেকারত্বের বড় কারন হচ্ছে মেয়েরা এগিয়া আসছে, ছেলেরা কোন চাকরী পাচ্ছে না। একটি ছেলেকে চাকরী দিলে পুরাে পরিবারের উপকার হয়।

🎙শায়খ আবু বকর মুহাম্মাদ জাকারিয়া (হাফিঃ)

19/09/2023

সময়ের সেরা সত্য।❤️
Tanzim Hasan Sakib

03/09/2023

পলিটিক্যাল সাইন্সে অনার্স মাস্টার্স শেষ করে চাকরির পিছনে হন্য হয়ে ঘুরেছেন বিসিএস পরীক্ষায় ভাইবা পর্যন্ত গিয়েছেন কপাল খারাপ চাকরি হয়নি।

তাতে কি হয়েছে তিনি এখন নিজেই একজন উদ্যোক্তা
নাম তার শাহিন আলম। সে এখন একটা চায়ের দোকান চালায়। খুব যত্ন করে নিজের হাতে চা বানিয়ে খাওয়ান তিনি।
তার দোকানের সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে সে একটা লাল ঝুড়িতে লিখে রেখেছেন -

" টাকা নেই ভাববেন না এই ঝুড়ি থেকে একটা রুটি খান ফ্রি"

কি সুন্দর একটা বাক্য তাই না 😊
নেই কোন অহংকার নেই কোনো লজ্জা
শাহীন ভাইয়ের আছে শুধু বুক ভরা ভালোবাসা ❣️

স্যালুট জানাই শাহিন ভাইকে ❣️
আল্লাহ যেন তার ব্যবসায় আরও বরকত দান করেন। আমিন

শাহিন ভাইয়ের দোকান- কাঠালবাগান বাজার, বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন কলাবাগান।
পোস্ট কার্টেসী - আদিত্য রাজিব খান
©

03/09/2023

তুমি যদি R15 নিয়ে কোথাও দাঁড়াও সবাই তোমার ঐ R15 কেই দেখবে, তোমাকে না। মার্ক জাকারবার্গ যদি BMW নিয়ে কোথাও দাঁড়ায় সবাই জাকারবার্গকে দেখবে, তার BMW কে না।
তুমি যদি ৫০০০ টাকার একটা গেঞ্জি আর প্যান্ট পরিধান করো সবাই তোমাকে ঐ গেঞ্জি আর প্যান্টকে দেখবে, তোমাকে নয়।
আর বিল গেটস যদি ৫০ টাকার গেঞ্জি পরিধান করে কেউ তার গেঞ্জিটাকে দেখবে না, সবাই কিন্তু ঐ বিল গেটসকেই দেখবে।

IPhone লাগবে, DSLR লাগবে, Bike লাগবে এসব বলে বাবা-মাকে এতো চাপ না দিয়ে, ব্রান্ড এর পিছনে না ছুটে নিজেকে ব্রান্ড বানানোর চেষ্টা করো, নিজেকে এমনভাবে-এমন জায়গায় উপস্থাপিত করো যেনো নিজেই নিজেকে একটা ব্রান্ড তৈরী করো। যেনো তোমার ঐ ২০টাকা দামের ছেঁড়া রুমালটা ও নিলামে বিক্রি হয় লক্ষ টাকায়।
আর তুমি যখন ব্রান্ড হয়ে যাবে তোমার প্রত্যেকটা জিনিস ব্রান্ড হয়ে যাবে।
তাই নিজেকে একটা ব্রান্ড হিসেবে গড়ে তুলো।

03/09/2023

কেউ গন্ধে মুখ ঢেকে পালিয়ে বাঁচে.....
কেউ আবার সেই গন্ধে জীবনের গল্প খোঁজে।
বাস্তবতা খুবই নির্মম।।

31/08/2023

ইনশাআল্লাহ আজ রাত ১০ টায় লাইভ দেখতে পাবেন নিন্মোক্ত আইডিতে।👇
https://www.facebook.com/BrRahulHossainRuhul?mibextid=ZbWKwL

31/08/2023

বিতর্ক ফাইনাল :
আসাদ নূর V's ব্রাদার রাহুল

বিষয় : মুহাম্মদ (সা) -এর সঙ্গে আয়েশা (রা)- বিয়ের বয়স: নৈতিক ছিলো না অনৈতিক?

সঞ্চালনা করবেন : আলী ইবনে সাত্তার

তারিখ : ৩১ আগস্ট ২০২৩
সময় : রাত্রি ১০ টা [বাংলাদেশ]
রাত্রি : ০৯:৩০ [ভারত]

প্রচার হবে : ব্রাদার রাহুল হোসেন এবং ব্লগার আসাদ নূর উভয়ের Facebook পেজ থেকে। [ইন'শা-আল্লাহ]

Want your public figure to be the top-listed Public Figure in Kalabaga?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

চরমোনাই এবং কলরব শিল্পী গোষ্ঠীর আসলরুপ দেখুন।চিন্তা করুন এরা কতবড় গাদ্দার ছিলো! এরা আওয়ামী লীগের সাথে আতাত করে চলতো, এরা...
পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতা-মাতার অবাধ্য চলা ||শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ্ ||
নামাজের ব্যাপারে এত গুরুত্বপূর্ণ কথা আগে শুনিনি!!নামাজ বা স্বলাতের গুরুত্ব নিয়ে এর আগে এমন জোরালো বক্তব্য কখনো শুনিনি!! ...
♦️সাংগঠনিক বায়াত সম্পর্কে সংশয় নিরসন করলেন।শায়েখ মতিউর রহমান মাদানি হাফেজাহুল্লাহ্।
রমজানের প্রস্তুতি কিভাবে নিবেন? স্বল্প কথায় জেনে নিন। উস্তাদ মতিউর রহমান মাদানি হাফেজাহুল্লাহ্।
হে আল্লাহ আপনি যখনই মৃত্যু দেন, ইমানের সাথে মৃত্যু দিয়েন। আল্লাহুমা আমিন।🌿
বিনা সালাতে আপনি মুসলিম দাবি করেন এটা কি ভাবে হতে পারে!!! 🎙️উস্তাদ মাহমুদ বিন কাসিম হাফিঃ।
এই বলদের মাথা কি পুরাই গেছে, লেকিন চরমোনাই বিনোদন।🤣🤣
#২১_ফেব্রুয়ারী নিয়ে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর জ্বালাময়ী বক্তৃতা।
চরমোনাই পীরদের জাহাজী আকিদ্ধা নিয়ে কতিপয় আলেমের মন্তব্য।
শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর পারিবারিক শিক্ষার অবস্থা। আলহামদুলিল্লাহ।💖
যে আমল করলে জান্নাতে আপনার জন্য স্পেশাল গাছ রোপণ করা হবে।🌿 শায়েখ মতিউর রহমান আল মাদানী হাফিঃ

Category

Website

Address


Kalabaga

Other Public Figures in Kalabaga (show all)
Mahmudul Hasan Mahmudul Hasan
1st Lane, Kalabagan, Dhaka
Kalabaga, 1205

Law Learners | Legal Researcher | Student Rights Activist | T-Shape Marketers

Ashiful Islam Ashiful Islam
Kalabaga

I'm web Developer

Rean Chowdhury Rean Chowdhury
Kalabaga

Entrepreneur | Social Awareness | Informer

Md. Sirajul lslam Md. Sirajul lslam
Dhaka
Kalabaga

You are never too old to set another goal or to dream a new dream. – C.S.Lewis

Nayhan Nabhan Nayhan Nabhan
Kalabaga

আমি কোনো আগুন্তক নই। তবে দিকবিজয়ী এক পথিক মাত্র। প্রেম বিলিয়ে যাই সর্বত্র 😌❤️

Omor on fire Omor on fire
Kalabaga

digital creator Bangladesh

BacK-BencherS BacK-BencherS
Dhaka
Kalabaga

{{{~Khan's Den~}}}

MridhA  Mi-Raj MridhA Mi-Raj
Kalabaga

আল্লাহ সর্বশক্তিমান।লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।পড় তোমার প্রভুর নামে।গন্তব্য বহুদূর

HenaVlog's HenaVlog's
Kalabaga

hello everyone keep support me❤️