Arron prince
Sell by better price পাইকারীর জন্য কল করুন
মোবাঃ ০১৬৭৫৪৩২৩২১
তোমারে কইলাম _ আহো, আহো দুইজন মিল্যা হারাই যাই।এমন একখান পৃথীবিতে হারাই যেইহানে তুমি আর আমি ছাড়া কেউই নাই। পাওয়া _না পাওয়ার হিসাব নিকাশ নাই। হারায়া ফেলার মতো কোনো ডর_ভয় নাই। যাইবা আমার লগে? তুমি একগাল মুচকি হাইস্যা কইলা হারাই যাইতে কি আবার আয়োজন করোন লাগে নাকি? দুইজন মিল্যা হারানো লাগে নাকি? হারাইতে হয় একলা একলা। মানুষ তো হারায় আয়োজন ছাড়া। হুট কইরাই একদিন হারাই যায়। এইডাই নাকি মানুষের নিয়ম, মানুষের স্বভাব।
তোমার মুখে এইরকম উদ্ভট কথা শুইন্যা আমি তোমারে কইলাম তাইলে তুমিও কি হারাই যাইবা নাকি? তুমি আবারও কইলা "মানুষ হারায়"। আইচ্ছ্যা মানুষ কই হারায়? আসমান? জমিন নাকি নক্ষত্রে নক্ষত্রে কইতে পারবা? তুমি মুখ ফিরায়া কইলা মানুষ হারায় মানুষের বুকের মইধ্যে। তুমি আরও কইলা " যদি আমি মানুষ হই তাইলে নাকি আমিও অন্যকারো বুকে কিংবা আমার বুকে কেউ একজন হারাই যাইবো।
সাঁতার না জানা মানুষটা যেমন সমুদ্রের মইধ্যে পড়লে হাবুডুবু খায়, বুকের মইধ্যে চিনচিন ব্যাথা হইয়া হাসফাস লাগে, হারায়া যাওয়া মানুষটার লাইগ্যাও নাকি বুকের মইধ্যে তেমন হাসফাস লাগবো। উপর দিয়া বুকের মইধ্যে হাত রাখলেই তার কণ্ঠস্বর শোনা যাইবো কিন্তু তারে আর পাওন যাইবো না। কথাডা বইলা তুমি মুখ ভার কইরা পেছন দিক তাকায়া এই যে হারাইয়া গেলা জন্মের কান্দন কাইন্দাও আমি আর তোমারে খুইজ্যা পাইলাম নাহ।
তোমার হারায় যাওনের দৃশ্য দেইখ্যা আমার বুকের মইধ্যে কেমন যেন ছটফট ছটফট করতে লাগলো। গলা শুকাইয়া কান্দন আইতে লাগলো। তহন একটা পাখিরে আসমানে উড়তে উড়তে আমি কেমন জানি হারাই যাইতে দেখলাম।
আইচ্ছ্যা, আমি তো জানতাম উড়তে শিখলে পাখি ভুইল্যা যায় আতুড়ঘরের মায়া।কিন্তু আমি যারে "মানুষ পাখি" কইয়া ডাকতাম হেই পাখিখান কোন আসমানে হারাইলো আমার জানতে ইচ্ছা করে বন্ধু। আমারে কি কইতে পারবা?
তুমি মানুষ, তাই মনে হয় তুমি হারাই গেলা। তুমি তো কইছিলা মানুষ হারায় যায়। তাইলে, আমিকি মানুষ ছিলাম না? আমার তো হারায়া যাওনের কোনো ডর_ভয় ছিলোনা। আমার খালি হারায়া ফেলবার ভীষণ ডর_ভয় আছিলো। হেই তোমারে বেবাক ডর_ভয় কাটায় হারায়াই ফেললাম। তয় আমিও একদিন মানুষ হবো। মানুষ হইয়া হারাই যাবো নক্ষত্রে নক্ষত্রে।
আমার তো মানুষ হইতে মনে চায় বন্ধু। মানুষ হইয়া হারাই যাইতে মনে চায়।তয় আমি তোমার মতন কোনো আয়োজন ছাড়াই হারাই যাইতে চাইনা। আমার এমনভাবে আয়োজন কইরা হারাই যাইতে মনে চায় _ যেমন আয়োজন কইরা আমি হারাই গ্যালে ল্যামপোষ্টের আবছা আলোয় একটা বেওয়ারিশ কুকুরের মতন ফুঁপাইয়া ফুঁপাইয়া কানবা তুমি। যান্ত্রিক শহরে চৌরাস্তার ভীড়ে একটা অন্ধ মানুষ তার লাঠি হারায়া যেমনভাবে কান্দে, তুমিও ঠিক তেমনভাবে কানবা। আমারে কি আর খুইজ্যা পাইবা কওতো?
মাঝেমইধ্যে মনডা চায় একখান রক্তজবা ফুলরে সাক্ষী রাইখ্যা হারাই যাই আসমানে।হারাই যাই ঔ নক্ষত্রে নক্ষত্রে। যেন ছনের ঘর থেইক্যা বাইর হইয়া তুমি আমারে খোঁজো হন্য হয়ে। তহন বুঝাবা, বুঝবা হারায় ফেলার কষ্টডা কতখানি! দেইখ্যো আমিও একদিন তোমার মত মানুষ হবো।মানুষ হইয়া শালা হারাই যাবো!
গতকাল অব্দি নিজের জন্য প্রচন্ড মায়া হইতো, তোমারে পাইলাম না। আজকাল মায়া হয় তোমার জন্য, যে আমারে পাইলো না। এই পৃথিবীতে তোমার জীবন খাতা থেকে এমন একটা মানুষ হারাইয়া গেলো, যে তোমাকে খুব চেয়েছিল প্রচন্ড রকমে ভালোবেসে। তোমার হাত ফসকে পড়ে গেলো, পৃথিবীর সত্য হৃদয়, তুমি বঞ্চিত হলে এক সমুদ্র ভালোবাসা থেকে।
তুমি হয়ত বা দারুণ জীবন পাবে, পা রাখবে আভিজাত্যের অহংকারে। অট্টালিকা হতে পারে তোমার ঘর, সংসার হতে পারে রূপকথার সাথে। তোমার মানুষটি হতে পারে শহুরের সবচেয়ে শিল্পপতির নাম। তুমি হয়তবা কি নেই এমন একটা জীবনে দাঁড়িয়ে থাকবে, তোমাকে আলিঙ্গন করে যাবে পৃথিবীর সমস্ত সুখ।
তোমার হয়ত মনে হতে পারে, বেঁচেই গেছো আমাকে ছেড়ে এসে। নতুবা দুঃখের সঙ্গে জীবন জড়িয়ে যেত, কীসব লঙ্কাকাণ্ড হয়ে যেত কে জানে! তোমার হয়ত আরও অনেককিছু মনে হতে পারে, আমাকে মনে হলেই বিরক্ত হতে পারো, গা ঘিনঘিন করতে পারে, আমার প্রেমিকা ছিলে একসময় এমন জঘন্য অনূভুতি নিয়ে।
তুমি ঘোরে আছো, পৃথিবীর যে কোন নেশার ঘোর কেটে যায়। তোমাকে ধরে আছে স্বার্থের ভয়ানক এক নেশার ঘোর, যে ঘোর তোমাকে নিয়ে যাচ্ছে ভয়ঙ্কর জীবনের দিকে। তুমি টেরই পাচ্ছো না, চাওয়া পাওয়ার এই খেলায় তুমি কি হারাতে চলেছো। তোমার ঘোরটা ভাঙবে বড় অসময়ে। তখন দাঁড়িয়ে থাকবে জীবন থেকে দূরে, সর্বনাশের কাছাকাছি।
তুমি দেখবে হারিয়ে গেছে একটা বুক, যে বুকে তোমার জন্য হাজারো স্বপ্ন লালন-পালন হতো। হারানোর তালিকায় দেখবে একটা বিশ্বস্ত কাঁধ, যে কাঁধে মাথা রেখে প্রশান্তির সঙ্গে তোমার দেখা হবার কথা ছিলো। তুমি দেখবে হারিয়ে গেছে একটা ঘর, যে ঘরে তোমার জন্য চড়ুইয়ের সংসার হবার কথা ছিল। হারানোর তালিকায় দেখবে একটা প্রিয় মুখ, যে মুখ তোমার সমস্ত সিদ্ধান্তে বন্ধুর মত পাশে থাকার কথা ছিল।
তুমি টের পাবে
হয়ত প্রকাশ্যে আসবে কিংবা আসবে না।
হয়ত জানতে পারবো কিংবা পারবো না।
তুমি জানবে আমার হারিয়ে যাওয়ার চেয়ে বড় কোন ট্রাজেডি নেই তোমার জীবনে।
I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
রাধাঃ আমি তোমার কোথায় থাকি?
কৃষ্ণেঃ তুমি আমার বুকে, অন্তরে, শরীরে, রক্তে, শিরায়,উপশিরায়,স্মৃতিতে, এবং শরীরের প্রতিটা অঙ্গে,
শুধু আমার ভাগ্যে নাই 😔😔
প্রাক্তন সে- তো এক মায়ার নাম,
যাকে সব সময় ভালোবাসা যায়।
হোক সে বিবাহিত কিংবা অবিবাহিত।
হয়তো ছেড়ে যাওয়ার পিছনে কোনো কারণ ছিল, তার কোনো হাত ছিলো না।
অসম্ভব ভালোবাসা বুকে নিয়ে দূরে থাকা ব্যক্তিটাই প্রাক্তন
সব পেতে নেই— কিছু রয়ে যাক, নাহয় না পাওয়া
পেয়ে গেলে ভুলে যাবো, সিজদায় তোমাকে চাওয়া!
সাঁকোর নিচে জল থাকুক, থাকুক
ঘাই মারা মাছের ফেনা
যেদিন তুমি কাঁদবে, সেদিন ঠিক
তোমাকে আমি চিনব না।।
ভাবা যায় 🙂
প্রকৃত স্বামী সে..যে বউয়ের কষ্ট দেখে নিজেকে আটকে রাখতে না পেরে আর একটা বিয়ে করে 😌🙂
দিনশেষে ব্যাক্তিগত একজন হাসানের মানুষ থাকলে সমস্ত মন খারা'পের সমা'প্তি ঘটে!! 🖤✨
ছাইড়া দিলেই যদি ছাড়া পাওন যাইতো...
তাইলে উপন্যাসের শেষ পাতায়
সবাই সুখ খুইজা পাইতো!'
🙄🙄🙄
😎😎😎
😂😂😂
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Kamrangir Char
1213