প্রাণের খাগড়াছড়ি
"প্রাণের খাগড়াছড়ি" আমাদের প্রাণের প্র?
এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের সিইও ও এমডি আল-আমিনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোর্সঃ সাইবার ৭১
>>>🌟>>>ডাক্তার লিস্ট খাগড়াছড়ি
"মাল্টি ল্যাভেল মার্কেটিং(MLM) এর ফাঁদ সকল ও খাঁত নিয়ে চিন্তাধারা"!"
MLM- Multi-Level-Marketing এর মানে হচ্ছে কোন পন্যদ্রব্য সরাসরি ক্রেতা ও ভোক্তার কাছে পৌঁছানো একটা মাধ্যম। এখানে সাধারনত প্রত্যেক ক্রেতাই প্রতিনিধি ও ভোক্তা হয়ে থাকে। এখানে ক্রেতা হতে ক্রেতা বিপনন হয়ে থাকে। যাকে প্রাতিষ্ঠানিক অর্থে Multi-Level-Marketing বা, বহুস্তর বিশিষ্ট বিপনন বলা হয়। তবে, আমাদের দেশে বর্তমানে এই নামে এবং ই-কমার্সের নামেও নানা ধরনের অনলাইন বানিজ্য চলমান আছে। এদের মধ্য নামের ভিন্নতা থাকলেও এদের উদ্দেশ্য কিন্তু, একটাই। এবং এদের মধ্যে ট্রেইনিং বা, আইটি নিয়েও হয়ে থাকে। এরা মূলত অর্থলোভী জনগৌষ্ঠী টার্গেট করে আগায় যারা কিনা বিনা পরিশ্রমে অর্থের বৃদ্ধি কামনা করে থাকে।
MLM Investment চক্রঃ এদেশে তাদের অগ্রযাত্রার জনক ছিলো "Destiny 2000" এর পর্যায়ক্রমে একই আইডিয়া থেকে আরো কয়েক শতক কোম্পানি একই পথে হাঁটে! এখন এদের মধ্য জনপ্রিয়ঃ- SPC World
IT Investment চক্রঃ এরা "FreeLancer" জগতে নতুন করে আসা জনসাধারনকে প্রশিক্ষনের নাম করে। এটা কাজের ভিতরে এনে বিনিয়োগের মাধ্যম করে দেয়। তারা গ্রাহকদের বুঝায় এখানে লাভের অধিক সুযোগ রয়েছে। এদের মধ্য অন্যতম নাম "REX it"
E-Comerece Investment চক্রঃ এরা পন্য সামগ্রীতে লোভনীয় অফার দিয়ে গ্রাহকদের থেকে অগ্রিম অর্থ আদায় করে এদের মধ্যে থেকে ২০-৩০ শতাংশকে পণ্য দিয়ে থাকে। এভাবে এদের প্রাপ্তি থেকে অন্যরাও এখানে নতুন নতুন অফারে অর্ডার করে থাকে। এদের মধ্যে অন্যতম হলোঃ- Evaly, Dhamaka Shopping,E-Orange,Aladiner Prodip Etc.
Insurance Investment চক্রঃ দেশে বীমার নামেও অনেক বৈধতার লেভেলে জালিয়াতি হচ্ছে! এরা বীমার মেয়াদ শেষ হলে গ্রাহকের টাকা দেয় না! যেমনঃ সান লাইফ ইন্সুরেন্স লিমিটেড।
F-Comerece প্রতারনা চক্রঃ- এরা একটা দামী পন্যর অর্ডার নিয়ে অন্য পন্য পাঠায়। যা নিম্ন মানের হয়ে থাকে এগুলো সাধারণত ফেসবুক ও সোস্যাল মিডিয়া ব্যবহারে হয়ে থাকে। এদের মধ্যে অনেক বুয়া পেইজ আছে! যেমনঃ ড্রিম ফেশন সহ আরো অনেক।
এখানে যেসব উল্লেখ্য করেছি সবগুলোর প্রমান আছে। জানতে চাইলে রিপ্লাই তে জানান আপনি কোনটির বিষয়ে বিস্তারিত জানতে চান।
এদের সকলেরই মূলকাজ হলো অধিক লাভের লোভ দেখিয়ে শতক সংখ্যক মানুষ হতে অর্থ নিয়ে দশক পরিমাণ মানুষকে লাভ দেখিয়ে লোভণীয় করে তুলে এতে করে মানুষ ওই পথে হাঁটে একটা সময় তারা অধিক সংখ্যক অর্থ আত্মসাধে সফল হয়। এবং এদের কোনটারই পরিসমাপ্তি খুব একটা ভালো যায় না! যেহেতু, এদেশ ৯০% মুসলিমের দেশ। তাই বলতে এসব জালিয়তির আশ্রয়ে একটা পক্ষ লাভবান ও অন্যপক্ষ ক্ষতিগ্রস্ত হয় এতে হালাল হওয়া প্রশ্নই আসে না! লোভে পাপ পাপে মৃত্যেু! যেখানে, আপনার পূঁজি অনিশ্চিত সেখানে লাভে আশা ডুবে থাকা অনার্থক। যদিও ইনভেস্টমেন্ট এর সৎ ব্যবসায় বিশ্ব জুড়ে রয়েছে। কিন্তু, এদেশে অগ্রিম টাকা দেয়ার নামই ভোগান্তি আর ভোগান্তি!
কবে এদের কবল থেকে দেশ রক্ষা পাবে?
©Zahid Hasan
"একটি বিয়ে"
রামগড় টু খাগড়াছড়ি সড়কে"!
Vɪᴅᴇᴏ Mᴀᴋᴇ Bʏ
© Sᴀɪғᴜʀ Rᴀʜᴍᴀɴ
🗣️ অবেশেষ বাংলাদেশ হতে বন্ধ হতে যাচ্ছে ফ্রি-ফায়ার ও পাব্জির মতো প্রজন্ম ধ্বংসের গেইমস!
ধন্যবাদ জানাই যথাযথ কতৃপক্ষকে যারা ইহার পিছনে কাজ করেতেছেন।
▶️এর পরেই সকলের দাবী টিকটক, লাইকির মতো বেহায়া এবং স্টার মেকার, সিং কারোকে,বিগো ও রিং আইডি এর মতো টাকা/অর্থ পাচারকারী এপ্সগুলো বন্ধের দাবী জানাই।
তীব্র গরম ও প্রখর রোদে অতিষ্ট হয়ে পরিস্থিতিতে গরম থেকে বাঁচতে একটি পিকআপকে সুইমিংপুল বানিয়ে বিভিন্ন সড়ক ঘুরেছেন খাগড়াছড়ির কয়েকজন যুবক। পিকআপ সুইমিংপুলে প্রায় ১৩৫ কিলোমিটার পাড়ি দেন তারা।
তথ্যসূত্রঃ বাংলা নিউজ ২৪.কম
Congratulations for 1500 Followers.
Lot's of 🧡 from প্রাণের খাগড়াছড়ি Team.
Big Bomb is Coming Soon"! 💥
আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন। 🥀
█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█
* করোনায় দেশে একদিনে সর্বোচ্চ ১০১ জনের মৃত্যুর রেকর্ড
* এখন পর্যন্ত দেশে করোনায় মোট প্রাণহানি ১০,১৮২ জন
* নমুনা পরীক্ষা ১৮,৯০৬; নতুন রোগী ৪,৪১৭
* গত ২৪ ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ২৩.৩৬%
* এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৭,১১,৭৭৯ জন
* ২৪ ঘন্টায় সুস্থ ৫,৬৯৪ জন; মোট সুস্থ ৬,০২,৯০৮ জন
#খাগড়াছড়ি জেলা পরিষদের শিক্ষক নিয়োগে নকল সরবরাহের অভিযোগে সাংবাদিক আটক
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে মুহাম্মদ সাজু নামে স্থানীয় এক সাংবাদিককে আটক করা হয়েছে। সে সাপ্তাহিক আলোকিত পাহাড় নামে একটি পত্রিকার সম্পাদক। এছাড়া ওই পরীক্ষার্থীসহ নকল করার অভিযোগে আরও একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন জানান, খাগড়াছড়ি সরকারি কলেজ কেন্দ্রের নকল সরবরাহ করার অভিযোগে মুহাম্মদ সাজু নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
খাগড়াছড়ি সরকারি কলেজ কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব জাকির হোসেন জানান, এক পরীক্ষার্থীকে নকল করার সময় ধরা হলে সে জনৈক সাজু নামে ব্যক্তি সরবরাহ করেছে বলে জানিয়েছে। আমরা ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করেছি। আর দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট নকল সরবরাহকারী সাজুকে আটক করে পুলিশে দিয়েছে। আমরা এখন বিষয়টি লিখিতভাবে থানাকে অবহিত করবো।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশীদ জানান, সাংবাদিক মুহাম্মদ সাজু পুলিশ হেফাজতে রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১শ ৮৬টি শূন্য সহকারী শিক্ষক পদের বিপরীতে ২০১৭ সালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়োগে বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু নানা জটিলতায় আবেদনপত্র গ্রহণের নিয়োগ আটকে যায়। শুক্রবার অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষার জন্য ৩ হাজার ৫শ ৬৭ জনের নামে প্রবেশ পত্র ইস্যু করলেও পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৬শ ৫২ জন পরীক্ষার্থী।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের শিক্ষকসহ বিভিন্ন নিয়োগে বিগত বছরগুলোতে উৎকোচ নিয়ে অযোগ্যদের নিয়োগ ও দলীয়করণসহ নানা অভিযোগ হয়ে আসছে। তবে এবারের খাগড়াছড়িতে শিক্ষক নিয়োগে যোগ্যতার প্রশ্নে কোন আপস নয় বলে সাফ ঘোষণা দিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এবং কোন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেলে সরাসরি তাকে জানানোর অনুরোধ করেছেন।
খাগড়াছড়িতে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস : আটক ১ আবারও দুর্নামের গ্লানি মুছতে পারেনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। দীর্ঘ প্রতিক্ষিত প্রাথমিক বিদ্যালয়ের সহকার.....
প্রশ্ন ফাঁসের অভিযোগ।
https://livecht.com/archives/18362
দুর্নামের গ্লানি মুছতে পারেনি খাগড়াছড়ি জেলা পরিষদ, শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অ খাগড়াছড়ি প্রতিনিধি: আবারও দুর্নামের গ্লানি মুছতে পারেনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। দীর্ঘ প্রতিক্...
ঢাকা-খাগড়াছড়ি হাইওয়ে তে এমন ব্যনার দেয়ার মানে কি?
একজন সুস্থ মানুষ জানে যে ডানদিকে ➡️Ramgarh,Bangladesh আর বামদিকে Sabroom,India↖️ কিন্তু এখানে কি লিখলো তারা? এই ভূলের জন্য কি সবাই বিপদে পড়বে না? 😐
একেক টা জ্ঞানপাপী। 😑
দ্রুত সমাধানের দাবী জানাই।
খাগড়াছড়ি রিসাং ঝর্ণাতে পা পিছলে একজনের মৃত্যু :'(
খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল এর অষ্টম শ্রেণির ছাত্র (মলয় জুতি চাকমা) ০৬/০৯/২০২০ইং তারিখে খাগড়াছড়ি পর্যটন স্পট রিসাং ঝর্ণায় ঘুরতে গিয়ে সেখানে পা পিছলে পড়ে মারা গিয়েছে।
যারা খাগড়াছড়ি ঘুরতে যাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ রইলো।
"খাগড়াছড়ি নারিকেল বাগান"
©Sumon Wahid
"RAB" এর প্রতি যে রেসপেক্টটা ছিলো তাও আজ ভেঙ্গে গেছে! 😠
https://shampratikdeshkal.com/district-news/news/200824545/%E0%A6%AA%E0%A7%81%E0%A6%A0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%9C%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BF-%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B9%E0%A7%87-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%9B%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0
পুঠিয়ায় জঙ্গি সন্দেহে খাগড়াছড়ির যুবক গ্রেফতার রাজশাহীর পুঠিয়ায় উগ্রবাদী বই, লিফলেটসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার কর....
👇
"সবুজের রং আর হলুদের জন্যই বিখ্যাত আমাদের এই প্রাণের খাগড়াছড়ি 💥
"সবুজে ঘেরা প্রকৃতিতে সূর্য-উদয়ের মূহুর্তে"
লোকেশনঃ লালছড়ি পাড়া, রামগড়,খাগড়াছড়ি।
খাগড়াছড়ির রামগড়ে রাশেদা আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা,স্বামী আটক রামগড় প্রতিনিধি:খাগড়াছড়ির জেলার রামগড়ে রাশেদা আক্তার (২০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোর...
©Rafa
BREAKING: Coronavirus updates in Bangladesh in last 24 hours (July 5, 2020)
Tested: 13988
Deaths: 55
Infected: 2738
Recovered: 1904
Source: DGHS
More to follow...
█▒▒▒ ব্রেকিং /Breaking ▒▒▒█
• ২৪ ঘন্টায় করোনা শনাক্ত সর্বোচ্চ- ৪০১৪।
• ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু- ৪৫।
• ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন- ২০৫৩।
• ২৪ ঘন্টায় শনাক্তের হার- ২২.৫০%।
• ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা- ১৭৮৩৭।
• ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ- ১৪৪১৩।
• দেশে করোনা মোট শনাক্ত- ১৪১৮০১।
• দেশে করোনায় মোট প্রাণহানি- ১৭৮৩।
• দেশে মোট সুস্থ হয়েছেন- ৫৭৭৮০।
🇧🇩 করোনাভাইরাস আপডেট- ২৯ জুন 🇧🇩
করোনা আপডেটঃ খাগড়াছড়িতে ১১ পুলিশ সদস্য`সহ ১৭ জন করোনা আক্রান্ত, মোট আক্রান্ত ১৮৮।
ইতোপূর্বে খাগড়াছড়িতে আইসোলেশনে থাকা যে ব্যক্তি মৃত্যুবরণ করেছিলেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না মর্মে টেস্ট রেজাল্ট এসেছে।
#জেলা_প্রসাশক_খাগড়াছড়ি
খাগড়াছড়িতে বিদেশফেরত ২৪৪ জন, খোঁজ নিতে পুলিশকে নির্দেশ খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বিদেশ থেকে ফিরেছেন ২৪৪ জন। এরমধ্যে ১২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হলেও বাকিদের কোনো খোঁজ নেই...
আমাদের নতুন অধ্যায়।
ভিজিট করুনঃ
প্রাণের রামগড়
"ফুলে সমাহার"
স্থানঃ সিও পার্ক,খাগড়াবিল,রামগড়,খাগড়াছড়ি।
"ফুলের রাজা গোলাপ"
সিও পার্ক,খাগড়াবিল,রামগড়,খাগড়াছড়ি।
"প্রাণের খাগড়াছড়ি" জেলার প্রত্যকটা উপজেলা হতে একজন করে "Editor" নেয়া হবে, কেউ আগ্রহী কিংবা, ভিন্ন ভিন্ন উপজেলায় আপনার পরিচিত যোগ্য কোন ব্যাক্তি থাকলে কমেন্ট/মেনশন করুন!
সকলের সহযোগিতায় পেইজ/টিমকে এক অধিম উচ্চতায় নিয়ে যেতে যাই!
সকলের ঐক্যতায় হয়ে উঠুক এক নতুন "প্রাণের খাগড়াছড়ি"
অগ্রিম ধন্যবাদ। 😍
[বিঃদ্রঃ অবশ্যই রিয়েল আইডি হতে হবে।]
B**g Animals Part-1। Bangladesh National Zoo.
Link: https://youtu.be/xdHxUl1OQVw
পাকা মিষ্টি পেয়ারায় ভাগ বসাচ্ছে মৌটুসি পাখি। সুইচগেইট, খাগড়াছড়ি, ২৪ অক্টোবর। ছবি: নীরব চৌধুরী
© Prothom Alo
আসছে বাংলার বাঘ। B**g Animals part-1(Intro) Coming Soon....
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Address
Khagrachari
4400
Matiranga, Khagrachori Hill Track
Khagrachari, 4450
Welcome to the "Khagrachari Alo" Pagebook Page. This page publishes news, media bulletins, life of hill people, various events of hill people, dances and songs etc. * Main aim is ...