Reading Rabbit
"Dive into literary bliss at Reading Rabbit! Explore curated books that ignite your imagination.
Tell Me Everything hits like a bucolic fable. . . . A novel of moods, how they govern our personal lives and public spaces, reflected in Strout’s shimmering technique.”—The Washington Post
With her remarkable insight into the human condition and silences that contain multitudes, Elizabeth Strout returns to the town of Crosby, Maine, and to her beloved cast of characters—Lucy Barton, Olive Kitteridge, Bob Burgess, and more—as they deal with a shocking crime in their midst, fall in love and yet choose to be apart, and grapple with the question, as Lucy Barton puts it, “What does anyone’s life mean?”
Love Redesigned is a steamy, small town romance about two family friends-turned-childhood rivals. It is the first book in the standalone Lakefront Billionaires series and has a happy ending.
This book tells the story of Rafael Lopez, a billionaire struggling with his past, and Ellie Sinclair, a passionate songwriter. Their lives intertwine during a summer trip, where old feelings resurface, and they must navigate their complex emotions.
Rue and Eli are so perfect for each other. This is a forbidden romance – Eli is one of the partners trying to take over Kline, the Biotech company Rue works for. It’s a well-written, moving romance and her steamiest book yet-yes, it’s even steamier than Bride!
Get Your onepiece Manga at just 180৳ only/-
একটা বই কিভাবে এতটা সুন্দর হয়? এতটা মায়া হয়? পুরোটা বই পড়তে পড়তে বার বার আমার চোখ ভিজেছে।
একদিন খেয়ে পরের দিনের খাবার নেই, তখন আমার মনে হচ্ছিলো, কি হবে এরপর? টাকা আসবে কোথা থেকে? অপু খাবে কি পরের দিন? থাকবে কোথায়? যখন কোন গ্রামের পথ ধরে সে হেঁটে যায়,সে যা চিন্তা করছে, আমি যেন স্পষ্ট সেসব দেখতে পারছিলাম।
মানুষের জীবন কি চক্রের মত? চক্রের কোন শুরু নেই, শেষ নেই। মানব জীবনও কি তাই? রহস্যময় চক্রের ভেতর এই জীবন ঘুরপাক খেতে থাকে? শুরু নেই, শেষ নেই। চক্র ঘুরছে।
এই চক্রের ভেতরে ঘুরপাক খেতে খেতে অপেক্ষা করে কেউ কেউ কিংবা সকলেই। কিসের অপেক্ষা?
Only 250tk*
এই বইটিকে একটা বিজনেস মাস্টারপিস বললে বেশি বলা হবে না। একজন উদ্যোক্তার মার্কেটিং কিভাবে বিজনেসের জন্য ম্যাজিক হয়ে ওঠে, কাগজের নোট নয়, কনটেন্ট কেমন করে এই যুগের ক্যাশ হয়ে ওঠে।
বইটির অধ্যায়গুলো এমনভাবে সাজানো হয়েছে যা জটিল ব্যবসার ধারণাগুলোকে সহজে বোধগম্য করেছে। বইটির অন্যতম শক্তি হল কৌশলগত পরিকল্পনার জন্য এর ব্যবহারিক পদ্ধতি। এখানে লেখক শুধুমাত্র তাত্তিক কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না বরং বর্তমান বিশ্বের বাস্তবতার আলোকে সমসাময়িক ঘটনাবলি আলোচনা করেছেন। যা একজন পাঠকের কার্যকরী অর্ন্তদৃষ্টি প্রদান করে এবং উদ্ভাবন ও কৌশলগত চিন্তার জন্ম দিতে পারে। একজন ব্যবসায়ী/উদ্যোক্তা নিজস্ব ব্যবসায়িক উদ্যোগে বইটির থেকে প্রাপ্ত শিক্ষার প্রয়োগে সাফল্য অর্জন করতে পারবে আমার বিশ্বাস।
একজন উদ্যোক্তার মারাত্মক ৫টি ভুল ধরিয়ে দেয়া থেকে শুরু করে এই বই ব্যাখ্যা করে মার্কেটিং কিভাবে বিজনেসের জন্য ম্যাজিক হয়ে ওঠে, কাগজের নোট নয়, কনটেন্ট কেমন করে এই যুগের ক্যাশ হয়ে ওঠে, হিসেব করে তিনি মিলিয়ে দেন কোটি টাকার অংক। আর সবচেয়ে বড় যে উপলব্ধি সেটা হলো বিজনেসে ইনভেস্টমেন্ট নিয়ে। পৃথিবীতে জিরো ইনভেস্ট নিয়ে আসা আমরাই যখন বিজনেস শুরু করতে গিয়ে লসের কথাই আগে ভাবি, লেখক করাঘাত করেছেন সেই চিন্তার জায়গাতেও।
এর মধ্যে লেখক ৬ কোটি টাকার বিজনেস সিক্রেট বলেছেন। কিন্তু আমি ক্যাশ মেশিন পড়ে বুঝেছি, এটা মাত্র ৬ কোটি নয়, এটা আসলে হাজার কোটি টাকার বিজনেস সিক্রেট।
বইটি পড়তে পড়তে আবিষ্কার করুন কোটি টাকা আয়ের অসাধারণ সব ফর্মূলা আর খেলে চলুন দ্য বিগ অব লাইফ। কারণ পৃথিবীতে যখন এসেছি, জীবনের খেলাটা খেলতে হবে ভাল করেই। বেঁচে যখন আছি, বাঁচাটা হোক: বাঁচার: মতোই।
বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিজের বিজনেসকে বানিয়ে ফেলুন বাস্তব একটা ক্যাশ মেশিন, আর আবিষ্কার করুন টাকার খনি!
NEVERMOOR SERIES
Writer: jessica Townsend
Nevermoor is about a young, cursed girl named Morrigan Crow who lives in the republic with her family. She is set to die on Eventide, or is she? She is blamed for all the towns problems and deaths. On Eventide, she is swept away from her deadly fate by a charming man named Jupiter North who helps her “cheat” death. He then smuggles her into the fictional city, Nevermoor where she is to complete the trials into the Wundrous Society. Along the way Morrigan makes friends such as Fenestra, the magnificat and Hawthorne, her best friend, though making friends also makes enemies, such as Ezra Squal. She discovers her very unique talent and learns new things along the way. Though, if Morrigan fails her trials into the Wundrous Society she will have to return to the Republic and die in the hands of the Hunt Of Smoke and Shadow.
After her mother dies in an accident, sixteen-year-old Bree Matthews wants nothing to do with her family memories or childhood home. A residential program for bright high schoolers at UNC–Chapel Hill seems like the perfect escape—until Bree witnesses a magical attack her very first night on campus.
A flying demon feeding on human energies.
A secret society of so called “Legendborn” students that hunt the creatures down.
And a mysterious teenage mage who calls himself a “Merlin” and who attempts—and fails—to wipe Bree’s memory of everything she saw.
The mage’s failure unlocks Bree’s own unique magic and a buried memory with a hidden connection: the night her mother died, another Merlin was at the hospital. Now that Bree knows there’s more to her mother’s death than what’s on the police report, she’ll do whatever it takes to find out the truth, even if that means infiltrating the Legendborn as one of their initiates.
She recruits Nick, a self-exiled Legendborn with his own grudge against the group, and their reluctant partnership pulls them deeper into the society’s secrets—and closer to each other. But when the Legendborn reveal themselves as the descendants of King Arthur’s knights and explain that a magical war is coming, Bree has to decide how far she’ll go for the truth and whether she should use her magic to take the society down—or join the fight.
550 BDT
লিপ ইয়ার উপলক্ষেই পাচ্ছেন বই মাত্র ২৯*টাকা।
পক্ষাঘাতগ্রস্থ অবস্থায় দেশের জনপ্রিয় লেখক খুন হলেন নিজ অ্যাপার্টমেন্টে। প্রথমবারের মত দৃশ্যপটে আবির্ভূত হয় ইনভেস্টিগেটর জেফরী বেগ। আপাত দৃষ্টিতে সহজ একটি কেস খুব দ্রুতই হয়ে যায় সমাধান। কিন্তু এরপরই ঘাঘু ইনভেস্টিগেটরের চোখে ধরা পড়ে সব অস্বাভাবিকতা, আসে একের পর এক সাসপেক্ট, কিন্তু সবই যেন ঘটনাকে আগের চেয়েও ঘোলাটে করে। সুপরিচিত ধানমণ্ডির বুকে ঘটে যাওয়া প্রতিশোধের এক টানটান উত্তেজনা পূর্ণ মনোজ্ঞ এবং মৌলিক এক ডিটেকটিভ থ্রীলার - নেমেসিস।
m.me/readingrabbit02
মহাখালী কলেজ গেট সংলগ্ন বস্তির খালে বস্তাবন্দি একটা লাশ পাওয়া যায়। খণ্ডবিখণ্ড লাশ। কেউ লাশের হাত-পা-মাথা সুন্দর করে কেটে ট্যাগ করে রেখেছে। হাতের সাথে হাত লেখা ট্যাগ, পায়ের সাথে পা আর মাথার সাথে গোটা গোটা অক্ষরে লেখা মাথা। হাত-পা-মাথা সব একসাথে। পরিপাটি, পরিচ্ছন্ন, সাজানো গুছানো।
লাশের পরিচয় পাওয়া যায়। মিথিলা ফারজানা। বনানী বিদ্যানিকেতনের ছাত্রী। ক’দিন পরই যার এসএসসি পরীক্ষা দেয়ার কথা।
টুকরা-টাকরা দেহাংশের সাথে পাওয়া যায় ২৯টা লেজবিহীন টিকটিকি ও একটা ছোট্ট চিরকুট। চিরকুটে লেখা :
"লিজার্ড কিং ফিরে এসেছে"
https://reading-rabbit.redshop.io/
আর্সেন লুপাঁ ভার্সেস হার্লক শোমস [আর্সেন লুপাঁ সিরিজ-২] ফরাসি অভিজাতের উৎকৃষ্ট নিদর্শন মরিস লেবলাঁর অমর সৃষ্টি আর্সেন লুপা। সুদর্শন, সুরসিক, ধূর্ত আর কৌশলী যুবকটির জুড...
https://reading-rabbit.redshop.io/details/-v4s73lj7
নিউকামার টোকিও শহরতলীর এক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আচমকাই খুন হয়ে যায় মিনেকো মিতসুই। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাকে.....
নগর যখন পুড়তে শুরু করে, তা থেকে দেবালয়ও তো রেহাই পায় না। কখনো কি চিন্তা করে দেখেছেন, সেই পুড়তে থাকা নগরীর অগ্নিদগ্ধ মানুষজনের গল্পগুলো কেমন?
জীবনযুদ্ধে পুড়তে থাকা এমন কিছু চরিত্র, ঘটনা, কাহিনিকে কেন্দ্র করেই এ সংকলনের একেকটা গল্প তৈরি হয়েছে। কিংকর্তব্যথ্রিলার'কে মোটা দাগে মিস্ট্রি- থ্রিলার গল্প সংকলন বলা হলেও এখানে প্যারানরমাল, সাইকোলজিক্যাল, ক্রাইম, ডিটেকটিভ, সাইফাই, রিভেঞ্জ, সাসপেন্স এর মতো অন্যান্য সাব-জনরাগুলোরও স্বাদ পাবেন।
বর্তমান সময়ের পাঠকপ্রিয় লেখকদের পাশাপাশি ক'জন নবীন ও প্রতিভাবান লেখকের গল্প একমলাটে আনার এই প্রয়াস পাঠকমনে রোমাঞ্চের সৃষ্টি করবে, এটাই প্রত্যাশা।
পড়ুন এবং হয়ে যান কিংকর্তব্যথ্রিলার!
চমৎকার সব ইলাস্ট্রেশনসহ ১২টি গল্প নিয়ে চলে এসেছে মিস্ট্রি থ্রিলার গল্প সংকলন "কিংকর্তব্যথ্রিলার
m.me/readingrabbit02
ঘটনার শুরু প্যারিসে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসে সস্ত্রীক খুন হন ইজরায়েলি রাষ্ট্রদূত। হত্যাকাণ্ডটি ঘটে পুরোপুরি জনসম্মুখে! শুধু তা-ই নয়, ঘটনাস্থলে খুনি হত্যা করে নিজের প্রেমিকাকেও।
বেপরোয়া এ লোক লড়াই করছে নিজ দেশের জন্য, অধিকার আদায়ের লক্ষ্যে। ছদ্মবেশে ঘুরে-বেড়াচ্ছে এক দেশ থেকে আরেক দেশে। তার শেষ ও একমাত্র উদ্দেশ্য- ইজরায়েলের প্রধানমন্ত্রীকে হত্যা করা।
ছদ্মবেশী খুনিকে পাকড়াও করতে প্রধানমন্ত্রী দায়িত্ব দেয় অবসরপ্রাপ্ত কিংবদন্তি গোয়েন্দা আরি শ্যামরনকে। কিন্তু তার একার পক্ষে এ কাজ সম্ভব নয়। সাহায্যের জন্য ছুটতে হলো গ্যাব্রিয়েলের কাছে, যে বর্তমানে লুকিয়ে আছে পোর্ট নাভাসে।
গ্যাব্রিয়েল একজন আর্ট রিস্টোরার। ছোটোবেলা বাবা-মাকে হারায় সে। যুবক বয়সে চোখের সামনে মরতে দেখেছে স্ত্রী ও পুত্রকে। পুরোনো ক্ষত ভুলতে সে চলে যায় পুরোপুরি আত্মগোপনে। কিন্তু অতীত কখনও লুকিয়ে থাকে না। শ্যামরনের অনুরোধে গ্যাব্রিয়েলকে ফিরে আসতে হয় তার মূল পেশা গোয়েন্দাগিরিতে।
দুজনের সাক্ষাতে বেরিয়ে এলো অতীতের গায়ে কাঁটা দেওয়া সব তথ্য। ছদ্মবেশী সেই খুনির সাথে রয়েছে তাদেরই বিশেষ সম্পর্ক! উঠে আসে আরবদের সাথে ইহুদিদের দ্বন্দ্ব, পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক চাল। ষড়যন্ত্র আর রাজনীতির খেলায় জড়িয়ে আছে পুরো বিশ্ব। সেখানে একজন খুনি এবং দুজন গোয়েন্দা গুটিমাত্র।
m.me/readingrabbit02
টোকিও শহরতলীর এক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আচমকাই খুন হয়ে যায় মিনেকো মিতসুই। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাকে। কিন্তু কেউ খুনীকে আসতেও দেখেনি, বের হয়ে যেতেও দেখেনি। জটিল এই খুনের তদন্তে নামে নিহনবাশি থানায় সদ্য বদলি হয়ে আসা ডিটেকটিভ কিয়োচিরো কাগা। তবে নবাগত হলেও ক্ষুরধার মস্তিষ্কের এই ডিটেকটিভের অভিজ্ঞতার ঝুলি বিশাল। ছোটখাটো কোন কিছুই নজর এড়ায় না তার।
শহরতলীর যেখানে খুনটা হয়েছে, তার আশপাশে রয়েছে ছোটবড় নানারকম ঐতিহ্যবাহী পণ্যের দোকান এবং রেস্তোরাঁ৷ তদন্ত করতে গিয়ে কাগা বুঝতে পারে সূত্র পাওয়া যাবে এসব জায়গায় ঢুঁ মারলেই, কারণ মিনেকোকে প্রায়শই দেখা যেত দোকানগুলোয়। টোকিওর অলিগলিতে কাগার সাথে ঘুরতে ঘুরতে পাঠকেরাও বুঝতে পারেন সবার জীবনেই কোন না কোন গল্প আছে। কিন্তু এই গল্পের গোলকধাঁধা থেকে কাগা হত্যা রহস্যের সমাধানের পথ খুঁজে পাবে তো?
ডিভোশন অফ সাসপেক্ট এক্স এবং ম্যালিস খ্যাত জাপানি থ্রিলার মাস্টারমাইন্ড কেইগো হিগাশিনোর নতুন রহস্যের জগতে আপনাকে স্বাগতম।
উত্তরবঙ্গের হিমালয়ঘেঁষা জেলা শহর কীর্তিমারীতে ছুটি কাটাবার কথা ভাবছেন? চা বাগান আর পাহাড় দেখবার, বা বনে একটু শিকার করবার, বা শহরের রেড লাইট এরিয়ায় একটু মৌজ করবার ইচ্ছা?
আসতে পারেন, খাসা জায়গা। তবে, ইয়ে, জানিয়ে রাখি--এক পলাতক দাগী আসামি ছুরির ঘা খেয়ে মরতে মরতে ফিরে এসেছে শহরে। এক ভয়ানক অপরাধ নাকি করেছে সে, জীবনের শেষ অপরাধ : যেটার সূত্র রেখে গেছে একটা হেঁয়ালিতে। এদিকে শহরের সবচেয়ে বনেদি আর বড়লোক পরিবার বসুনিয়াদের বাড়ির বউ নিখোঁজ, সাথে করে নিয়ে গেছে বাচ্চা মেয়েকে। আর ইন্সপেক্টর রইস এমন সব আলামত পাচ্ছে যাতে হাড় হিম হয়ে যাচ্ছে তার মতো ঝানু অফিসারেরও।
দুটো ঘটনার মাঝে কুৎসিত একটা যোগসূত্র খোঁজার জন্য চালচুলোহীন চেহারার একটা লোক চষে বেড়াচ্ছে পুরো শহর। বিখ্যাত নেহালের পুরি বা সালামের চা খাবার সময় তাকে দেখলে ভড়কাবেন না--'টিকটিকি' কামালের কাজই হচ্ছে গন্ধ শুঁকে বেড়ানো। কিন্তু একেবারে উড়িয়েও দেবেন না তাকে, শহরকে এই সসেমিরা অবস্থা থেকে হয়তো বের করতে পারবে সে-ই।
যাকগে। তো এবারের শরতে চলে আসুন কীর্তিমারীতে--ভুলতে পারবেন না এই জায়গাকে, কথা দিচ্ছি।
m.me/readingrabbit02
No matter where you go, or how many books you read, you still know nothing, you haven't seen anything. And that's life. We live our lives trying to find our way. It's like that Santōka Taneda poem, the one that goes, 'On and on, in and in, and still the blue-green mountains.
GET YOUR BOOK NOW!
Get your 50% off at these books
Diary of a Wimpy Kid: No Brainer" is an absolute gem in the series! If you're looking for a good laugh, this book is a must-read.
Greg Heffley's antics never fail to amuse, and this installment is no exception. The diary-style narrative makes it an easy and engaging read for all ages. The relatable middle school struggles, embarrassing moments, and witty humor kept me hooked from start to finish.
📍 Premium Print
Price: 250
Offer Price: 170
Order now!!
The Percy Jackson series by Rick Riordan is a modern classic in the world of young adult literature. This epic adventure takes readers on a thrilling journey through Greek mythology, filled with humor, heart, and heroic quests. Riordan's unique blend of ancient myths with a contemporary setting is a refreshing take on the genre.
The series begins with "The Lightning Thief," introducing us to Percy Jackson, a demigod and the son of Poseidon. Riordan's writing is witty and relatable, making Percy a likable and endearing protagonist. The series explores themes of identity, friendship, and the age-old battle between good and evil in a way that resonates with readers of all ages.
As the series progresses, the characters grow and face increasingly challenging obstacles. The development of Percy, Annabeth, and Grover is a highlight, as is the exploration of Greek mythology, with Riordan adding his own twist to the ancient tales.
What sets the Percy Jackson series apart is its ability to make mythology accessible and exciting for younger readers while maintaining the interest of adults. Riordan's humor and clever references to pop culture add an extra layer of enjoyment for all readers.
While these books are stand alone I still recommend reading them in order because it helps to get a bit of background on supporting characters in each book. However, if a book has something that doesn’t quite interest you you can skip it and move on with the series fairly easily.
Twisted Love
Twisted Games
Twisted Hate
Twisted Lies
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Address
Khilgaon
1326