TechEasy
Tested and Trusted
বাংলাদেশের তরুনরা দুই ভাগে বিভক্ত।
একভাগ পলিটিক্স করার নামে নেতার দাসত্ব পালন করে, আরেক ভাগ টিক টক করে।
আর এই দুইটা যারা পারে না তারা খালি আইএলটিএসে ৫+ স্কোরের অপেক্ষায় আছে। আর বাকিরা ইতোমধ্যে চলে গেছে।
দেশ পড়ে থাকবে টিকটকার আর পলিটিশানদের হাতে। এরাই দেশ চালানোর যোগ্য লোক। কারন ততোদিনে জাতি মেধাশূণ্য।
Ji Ji Golden Golden 😐
এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়েছে।
আগামীকাল রবিবার (২৬-ই নভেম্বর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
HSC রেজাল্ট দেখা যাবে দুইটি পদ্ধতিতে।
১) অনলাইনে
২) মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে
১)== অনলাইন এ রেজাল্ট দেখার নিয়ম..!
নিচের দুইটি ওয়েবসাইট থেকে খুব সহজেই রেজাল্ট দেখতে পারবেন:
LINK-1 ==> http://www.educationboardresults.gov.bd
LINK-2 ==> https://www.eboardresults.com/v2/home
২)== মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম..!
সে কোনো অপারেটর মোবাইল ফোনের মেসেজ অপশন এ গিয়ে লেখবেন HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৩ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
উদাহরণঃ HSC DHA 641322 2023
মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৩ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে
উদাহরণঃ HSC MAD 641322 2023
কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৩ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
উদাহরণঃ HSC TEC 641322 2023
এখানে HSC রেজাল্ট প্রত্যাশীদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে ।
প্যাকেজ:
১. সাধারণ দোয়া: ৩০০
২. চোখে হালকা পানি এনে দোয়া: ৪০০
৩. কেন্দে কেন্দে দোয়া: ৫০০
৪. গড়াগড়ি খেতে খেতে দোয়া দেয়া: ৬০০
আধা ঘন্টার মধ্যে অর্ডার করলে ১০% ডিস্কাউন্ট। দোয়াতে কাজ না হলে ক্যাশব্যাকের ব্যবস্থা আছে, ক্যাশব্যাকের দায়িত্বে থাকবে ইভ্যালি।
বিকাশ নম্বর: ইনবক্সে
২০২৪ সাল থেকে মাধ্যমিকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ থাকছে না
আগামী বছর এসএসসি ফেব্রুয়ারিতে, এইচএসসি এপ্রিলে
আজকে SSC পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সবাই অনেক ভালো করেছে। যথারীতি আমার কাছেও একটা ফোন আসলো, ফোন হাতে নিয়ে দেখি আমার ভাগ্নী ফোন দিয়েছে। বলতেছে মামা আমার রেজাল্টা দেখুনতো কেমন হয়েছে।
আমি এসএমএস দিয়ে চেক করলাম, সে এ+ পেয়েছে। বাসায় জানালাম তার রেজাল্টের কথা। সবাই অনেক খুশি। আমিও অনেক খুশি আমার ভাগ্নী এ+ পেয়েছে।
কিন্তু আমার হাসিটা শুধুই লোক দেখানো ফিকে হাসিই ছিলো। সবাই ভেবেছে আমি রেজাল্টের জন্য হেসেছি, কিন্তু সত্যিটা হলো আমি শিক্ষা ব্যবস্থার অধপতন দেখে হেসেছি।
আমার ভাগ্নী ছাত্রী যেমনই হোন অন্তত এ+ পাওয়া মতো না। এমন অনেকের রেজাল্ট শুনে আমি অবাক হয়েছি যারা পাশ করার যোগ্যতা রাখেবে না যদি একা একা ঐ একই প্রশ্ন দিয়ে পরীক্ষা দিতে দেওয়া হয়। কিন্তু তারা পেয়েছে গোল্ডেন এ+।
হতাশ আমি এই শিক্ষিত মানুষের স্রোত নিয়ে, যারা পড়াশোনা না করেও এ+ পেয়ে বসে থাকবে গাদি গাদি সার্টিফিকেট নিয়ে। কিন্তু কোন কাজে লাগবে না, হতাশ হয়ে এরাই একদিন এসব পুড়িয়ে ফেলবে।
নীরব, প্রভাষক, রুয়েট।
২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে
রেজাল্টের পর ২ টা কথা মাথায় রাখবা:
১। এই সার্টিফিকেট এর ৪ পয়সা দাম নাই।
২। কলেজ লাইফে সুখ-শান্তি নামক কোনও শব্দ নাই।
সৌদি আরবে ১১৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
৫ বছরের অনার্স মাস্টার্সে প্রত্যেকটা এসাইনমেন্ট বন্ধুরটার কপি-পেস্ট মেরে, স্যারের শিট পড়ার অভ্যেস করে যে ফাঁকিটা মারছি তার ফল এখন পাচ্ছি।
তবে এই ব্যাপারে আমি আমারে দোষ দিচ্ছি না আর। আমাদের টিচার রা এসাইনমেন্ট পড়েই দ্যাখে না। এতো টাইম নাই তাদের। ৫ বছরে প্রতিটা এসাইনমেন্ট কপ্পি পেস্ট করে দিলেও আমাকে কোনো কৈফিয়তের মুখোমুখি হতে হয় নাই। আমাদের টিচার রা এমন মেথডে পড়ায় যে মেথডে আসলে কিছু না পড়লেও চলে। যেহেতু আমি কনফিডেন্ট যে টিচার চেক করবে না তাই আমি আমার বন্ধুরটা কপি করতেই পারি।
গত ৫ বছরে আমি ডিপার্টমেন্ট/কোর্স রিলেটেড কোনো জার্নাল বা পাব্লিকেশন পড়া লাগে নাই। কারণ আমি জানি এগুলা না পড়লেও পাশ করতে পারবো। না পড়লেও চলেবে।
"দুইদিনের সন্নাসী ভাতেরে কয় অন্ন" এর মতো শুনাইলেও জওহরলাল নেহরুর এই তিনমাসের অনলাইন ক্লাসে আমার পরিমাণে একাডেমিক পড়া কভার করতে হইছে ঢাবিতে আমার ৫ বছরের অনার্স-মাস্টার্সে আমার এতো পড়া লাগে নাই। আমি খুব সাধ করে পড়ি নাই। ব্যাপারটা এমন যে আমার না পড়ে কোনো উপায় নেই।
কারণ আমি চাইলেও আমার বন্ধুর এসাইনমেন্ট কপি করতে পারবো না এখানে। সুযোগ নাই। আমি সর্বোচ্চ তার স্টাইল ফলো করতে পারি। কিন্তু আমি যা লিখবো সেইটা আমার মাথা থেকে বের হওয়া লাগবে।। আমি যা তা লিখে পৃষ্টা ভরাইতে পারতেছি না। কারণ আমার টিচার লাইন বাই লাইন চেক করে, নাম ধরে ধরে বলে দেয় যে এখানে এটা ভুল হইছে।
আমি যেটা লিখবো সেটা সম্পর্কে আইডিয়া রাখতে আমি বাধ্য। কারণ আমার টিচার এনিটাইম আমাকে জিজ্ঞেস করবে যে আমি এইখানে যে এই ওয়ার্ড টা কেন ইউজ করছি। এইটা নিয়ে আমি কী ভাবতেছি আমি আমার এসাইনমেন্টে ১০০ টা ভুল করতে পারি সেটা সমস্যা না, কিন্তু আমি যে ভুল করছি এইটা আমার জানা লাগবে।
আমার ৫ বছরের অনার্স-মাস্টার্সের কোনো কোর্সের একটা বই এর নামও আমি বলতে পারবো না। কিন্তু এই তিনমাসে ঢাউস সাইজের বেশ কয়েকটা বই আমার পুরোপুরি পড়তে হইছে। পড়ে রিভিউ করতে হইছে। নিজের একটা গ্রহনযোগ্য মতামত তৈরি করতে হইছে।
আমি আগেও ফাঁকিবাজ ছিলাম, এখনও আছি। কিন্তু এইখানে আমি চাইলেও আমার ফাঁকি দেয়ার কোনো সুযোগ নাই। যেহেতু আমি এই ডিসপ্লিনে আছি, বাই হুক অর বাই ক্রুক আমার পড়তে হবে, নইলে আমি পাশই করতে পারবো না। এবং এইটা অবশ্যই টিচারের ক্রেডিট।
পাশাপাশি দুইটা দেশের টিচারদের মধ্যে তফাত এইটাই যে আমার দেশে ফাঁকিবাজকে টিচার আরো ফাঁকি দেয়ার সুযোগ করে দেয়, অথব বাতিলের দলে ফেলে দেয়। আর ঐ দেশে চরম ফাঁকিবাজকে দিয়েও টিচার কাজ টা করায়ে নিতে পারে।
- রিমানা আক্তার
আমাদের একটা কমন কথা হল আমাদের কম্পিউটার সায়েন্সের যে সিলেবাস ইউনিভারসিটিতে পড়ানো হয় সেটা খারাপ । এইটা পুরা একটা ভুল কনসেপ্ট । আমাদের যে টপিকগুলো দরকার একজন ভালো ইঞ্জিনিয়ার হতে সেই জিনিসগুলো দরকার তার সব কিছুই আছে আমাদের বিভিন্ন ইউনিভারসিটির কম্পিউটার সায়েন্সের সিলেবাসে ।
এখন কথা হল এত ছেলে পেলে ইউনিভারসিটিতে গিয়ে ফ্রাস্ট্রেটেড কেন ? কারণটা কি ?
প্রথমেই শুরু হয় যেকোন একটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে । এইখানে একটা বড় ভুল হয় অধিকাংশ ছেলে মেয়ের । এই সাব্জেক্টটা পড়ার সময় মুখস্ত করে । কিছু কমন প্রশ্ন পড়ে পরীক্ষার জন্য । প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হল কম্পিউটার এর সাথে কথা বলার একটা মাধ্যম । এখন সেটা শিখতে সময় দিতে হয় । দিন রাত বসে থাকতে হয় । অনেক ইরর মেসেজ দেখতে দেখতে হুট করে একদিন প্রোগ্রাম গুলো কাজ করতে শুরু করে । ঠিক ওই সময় আমরা কম্পিউটারের সাথে কথা বলতে শুরু করি । এখন যারা এই সময়টাতে মুখস্ত করে তারা প্রথমেই নিজেদের ব্যাকফুটে নিয়ে গেল । কম্পিউটার তাদের কাছে এখন একটা ভয়ের জিনিস । এই ভয় কাটতে কাটতে সে হয়ত ভয়ানক ফ্রাসট্রেটেড একজন ইঞ্জিনিয়ার ।
তারপরেই আমরা একটু বড় হই । OOP পড়া শুরু করি । তখন আমাদের চিন্তা হয় এইটা কেন পড়ি । যারা আগে বেসিক প্রোগ্রামিং শিখে আসে নি । তারা তখন চিন্তা করে for লুপই পারি না । আবার class,object সে আবার কোন জিনিস । কিন্তু চাকরির ইন্টারভিউতে প্রশ্ন আসে এই oop থেকেই । আমরা ইঞ্জিনিয়াররা সব সময় প্রশ্নের উত্তর খুজি । কিন্তু কখনো এই উত্তর খুজি না যে oop লাগবে বা কেন ? এর জন্মই বা কেন হল ।
কোডিং করাটা গল্প লেখার মত ।OOP হল কিভাবে গল্প লিখলে মানুষ সেটা পড়বে তার একটা উপায়। একটা স্টান্ডারড সিস্টেম যেটা সব ইঞ্জিনিয়ারা ব্যবহার করবে ।
এরপরে আসে Data Stucture । কম্পিউটারে কিভাবে ডাটা রাখলে আমরা তাড়াতাড়ি প্রসেস করতে পারব সেইসব টেকনিক এইখানে শেখানো হয় । তো এইটা শিখে কি করব ? আচ্ছা চিন্তা করেন তো আপনার মোবাইলের এপ্লিকেশন গুলো Data Cache করে ।কোন Data Stucture কাজে লাগায় সে ? LRU নামে কোন জিনিস আছে কিনা একটু দেখে আসা উচিৎ কিনা? পাঠাও কিংবা উবার কিভাবে রাইডারদের ট্রাফিক আপডেড দেখায় ? তাও আবার রিয়েল টাইমে Red Black Tree বা এই টাইপের কিছু আছে কিনা পিছনে ? এইসব প্রশ্ন আমরা হয়ত করার চেষ্টাও করি না ।
Algorithm পড়া শুরু করেই আমরা চিন্তা করি এইটা কেন পড়াচ্ছে । Website বানাইতে কি এইসব লাগবে ।ভাই খুব বেশি লাগবে । কারণ এই সাব্জেক্ট আপনাকে বলে দিবে for loop বেশি ইফিসিয়েন্ট নাকি nested for loop । ওহ আমরা তো for loop পারি না ।😂😂😂
এর পরে আসে Computer Networking । আমরা কেউ প্রশ্ন করি না এইযে ব্রাউজার কেমনে কাজ করে ।HTTP Request এর ঘটনা কি ? এই OSI Layer জিনিসটা কি? অথচ কেউ বললে মানতে রাজি হবে না আপনার বাসার নেটওয়ার্ক যেমন ক্লাউডের কোর নেটওয়ার্ক গুলাও অনেকটাই সেরকম । আমাদের বাসার রাউটারেও NAT এর খেলা আছে Cloud এও আছে ।
Database শিখতে গিয়ে আমরা চিন্তা করা শুরু করি কিছুই পারি না । আবার ডাটাবেজ ।
Operating System শিখতে গিয়ে thread কি জিনিস আবার , process এর নাম শুনছি ।
এইসব করে আমরা যখন পাস করে বের হই তখন দেখি Nodejs শিখা লাগবে । Nodejs এর ওয়েব সাইটে গিয়ে দেখি Single Threaded Language ।তখন আমরা চিন্তা করে এই জিনিস কোথা থেকে জন্ম নিল ।
আমরা তখন পাস করে বের হয়ে ছয় মাসে webdeveloper হবার রাস্তা খুজি । অথবা অন্য রাস্তা । দিন শেষে সবাই ভয়ানক ফ্রাস্ট্রেটেড । জব নাই ।
আমি এখন আরেক দিকের কথা বলি । বাংলাদেশে বসে বাইরে কোম্পানিতে চাকরি করে মাসে দেড় দুই লাখ কামানো একদম কঠিন ব্যাপার না । ইভেন বাংলাদেশের কিছু কোম্পানি এরকম স্যালরি দেয় । টাকার হিসাবে চিন্তা করলে বছরে চব্বিশ লাখ টাকা বছরে ।দিনের সাথে সাথে এই জিনিস আরো বাড়বে । এইবার আপনি চিন্তা করেন আপনি কি করবেন। এই জিনিস বলার কারণ হল সব জবেই অনেক প্রসপেক্ট সবাই জানে । আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের এই প্রসপেক্টা টা অনেকেই জানে না।
এত কথা বলার কারণ কি ?
কারণ হল আপনাদের মত আমিও এই ভুল করছি । ইউনিভারসিটিতে অনেক ফাকি দিয়েছি । যেগুলো জিনিস একটু গুগল করলেই জানা যায় সেগুলো শেখার চেষ্টা করি নাই । সেটার মাসুল এখন দিচ্ছি । তিন থেকে চার বছর ধরে পড়তেই আছি । এখনো এই কম্পিউটার সায়েন্স জগতটাকে ব্লাক মাজিক মনে হয় ।
আর হ্যা ভালো কথা , অনেকেই বলে জব সিকিউরিটি হাবিজাবি । আপনি ভালো ইঞ্জিনিয়ার হইতে পারলে ।জব আপনার পিছনে ঘুরতে থাকবে।আপনি জব রিফিউজি করবেন । সো লুজারদের মত চিন্তা করার দরকার আছে ?
আর শেখার কোন বয়স নাই । তাই আপনার যদি মনে হয় কিংবা ইচ্ছা হয় আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান । তাহলে আজকে থেকে ছয় মাসে ইঞ্জিনিয়ার না হতে চেয়ে তিন বছরে কিভাবে একটু আধটু শেখা যায় তার প্ল্যান করেন।
আমাদের সিলেবাস খারাপ না । আমরা শিখার চেষ্টা করি না।
দেশে বিদেশে ইঞ্জিনিয়ারদের অনেক চাহিদা । দেখেন আপনি আপনাকে কত দামে সেল করতে পারেন।
শিগগিরই ভারতের বাজারে আসছে বৈদ্যুতিক গাড়ি ‘টেসলা’
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা শিগগির ভারতের বাজারে আসছে। এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক বৈঠকের পর মাস্ক এ মন্তব্য করেন। এর আগে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তারা দুজন সাক্ষাৎ করেছিলেন।
ভারত সরকার বলেছে, দেশটিতে বৈদ্যুতিক গাড়ি ও মহাকাশনির্ভর বাণিজ্যিক প্রকল্পে ‘বিনিয়োগের সুযোগ খুঁজে দেখতে’ তারা মাস্ককে আমন্ত্রণ জানিয়েছে।
মাস্ক বলেন, তিনি এর ‘সঠিক সময়টি ঠিক করার’ চেষ্টা করছেন। টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসির ভারতবিরোধী ‘কনটেন্ট না সরালে সামাজিক সাইটটি বন্ধ করে দেওয়ার হুমকির’ অভিযোগ তোলার কিছু দিন পরই মোদির সঙ্গে বৈঠক করলেন মাস্ক।
ডরসি এ অভিযোগ তোলেন সংবাদভিত্তিক এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে। তবে, তার বক্তব্যকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিয়ে এ অভিযোগ উড়িয়ে দিয়েছে ভারত সরকার। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বুধবার মাস্ক বলেন, সংশ্লিষ্ট দেশের সরকারের নীতিমালা মেনে চলা ছাড়া টুইটারের কোনো বিকল্প নেই। আর সেটা করতে না পারলে ‘আমরা নিষিদ্ধ হয়ে যাব। ’ ‘আইনের অধীনে থেকে যতটা সম্ভব বাকস্বাধীনতা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব আমরা। ’-বলেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মাস্ক নিজেকে ‘মোদি ভক্ত’ হিসাবে দাবি করেন এবং বলেন, ‘বিশ্বের যে কোনো বড় দেশের তুলনায় ভারতের সম্ভাবনা অনেক বেশি। ’ মোদির প্রশংসা করে মাস্ক বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি সত্যিই ভারতের বিষয়ে চিন্তা করেন। কারণ, তিনি আমাদের ভারতে বিনিয়োগ করার জন্য চাপ দিচ্ছেন। আমাদের শুধু সঠিক সময় বের করতে হবে। ’ তিনি উন্মুক্ত হতে চান, তিনি কোম্পানিগুলোর প্রতি সমর্থন দিতে চান। ’
এদিকে মাস্কের সঙ্গে বৈঠকের বিষয়টি নরেন্দ্র মোদি তার টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন। টুইটে মোদি লিখেছেন, আপনার সঙ্গে চমৎকার একটি বৈঠক অনুষ্ঠিত হলো। জ্বালানি থেকে শুরু করে আধ্যাত্মিকতা পর্যন্ত বহুবিধ বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ’ জবাবে রিটুইট করে মাস্ক লেখেন, ‘আপনার সঙ্গে আবারও সাক্ষাৎ করতে পেরে আমি গর্বিত। ’
৬.৫ মিলিয়ন অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
জনপ্রিয় মেসেজিং অ্যাপ ৬৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে। নতুন প্রযুক্তি আইন ২০২১ অনুযায়ী ভারতের এসব ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, মোট নিষিদ্ধ অ্যাকাউন্টের মধ্যে ২৪ লাখ ২০ হাজার অ্যাকাউন্টের বিরুদ্ধে কোন রিপোর্ট পাওয়ার আগেই নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া এপ্রিল পর্যন্ত ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ছিল ৫০ কোটিরও বেশি।
তবে মে মাসে ৭৪ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করায় এই সংখ্যা করেছে। ওই সময়ে প্ল্যাটফর্মটি ৩,৯১২টি রিপোর্ট পেয়েছিল এবং এর মধ্যে ২৯৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছিল।
সম্প্রতি ব্যবহারকারীদের জন্য উচ্চ মানের ভিডিও আদান-প্রদান করার সুবিধা চালু করার ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ।
এর আগে হোয়াটসঅ্যাপ এইচডি ছবি পাঠানোর একটি ফিচার চালু করেছিল। এবার এইচডি ভিডিও পাঠানোর ফিচার চালু করছে। এই আপডেট বর্তমানে বেটা সংস্করণে পাওয়া যাবে।
বাংলাদেশের একটি সরকারি ওয়েবসাইট থেকে ৫ কোটিরও বেশি নাগরিকের নাম, ফোন নম্বর, ই-মেইল এবং জাতীয় পরিচিতি নম্বরসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। দক্ষিণ আফ্রিকাভিত্তিক আন্তর্জাতিক সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ‘বিটক্র্যাক সাইবার সিকিউরিটি’র গবেষক ভিক্টর মারকোপাওলোস এ দাবি করেছেন।
বাংলাদেশের লাখ লাখ নাগরিকের তথ্য ফাঁস হয়েছে জানিয়ে মারকোপাওলোস জানান, গত ২৭ জুন হঠাৎ করেই তিনি ফাঁস হওয়া তথ্যগুলো দেখতে পান। এর কিছুক্ষণের মধ্যে তিনি বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের (বিজিডি ই-গভ CERT) সঙ্গে যোগাযোগ করেন।
যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি ভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ এটির সত্যতা যাচাই করে। প্রতিষ্ঠানটি বলছে, সংশ্লিষ্ট ওয়েবসাইটের একটি ‘পাবলিক সার্চ টুলে’ প্রশ্ন করার অংশটি ব্যবহার করে এ পরীক্ষা চালানো হয়েছে। এতে ফাঁস হওয়া ডেটাবেজের মধ্যে থাকা অন্য তথ্যগুলোও পাওয়া গেছে। যেমন— নিবন্ধনের জন্য আবেদন করা ব্যক্তির নাম এমনকি কারও কারও বাবা-মায়ের নাম পাওয়া গেছে। ১০টি ভিন্ন ধরনের ডেটা ব্যবহার করে এ পরীক্ষা চালায় টেকক্রাঞ্চ, যা প্রতিবারই সঠিক তথ্য দেয়।
নাগরিকের গোপন তথ্য প্রকাশ্যে থাকার বিষয়টি নিয়ে জানতে চাইলে বিজিডি ই-গভ সিআইআরটির প্রকল্প পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খান গণমাধ্যমকে জানান, সিআইআরটি এ ধরনের কোনো সমস্যা সম্পর্কে জানে না। তারা এ ধরনের কোনো গোপনীয়তা লঙ্ঘনের বিষয় চিহ্নিতও করেনি। বিজিডি ই-গভ সিআইআরটি একটি সরকারি সংস্থা যা বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা নিয়ে কাজ করে।
সরকারের কোন ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হয়েছে, তা উল্লেখ করেনি টেকক্রাঞ্চ। কারণ, মারকোপাওলোস জানান, তথ্যগুলো এখনো অনলাইনে পাওয়া যাচ্ছে।
তথ্য ফাঁসের কথা জানাতে এবং এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে টেকক্রাঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের কয়েকটি সরকারি সংস্থাকে ই–মেইল পাঠানো হয়েছিল। তবে কোনো সংস্থার কাছ থেকেই জবাব পাওয়া যায়নি।
তথ্য ফাঁসের বিষয়ে জানতে বাংলাদেশের বিজিডি ই-গভ সার্ট, সরকারের প্রেস অফিস, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক সিটিতে বাংলাদেশি কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করেছিল টেকক্রাঞ্চ। তবে সাড়া পাওয়া যায়নি।
মারকোপাওলোস বলেছেন, তথ্যগুলো খুব সহজেই পাওয়া যাচ্ছে। টেকক্রাঞ্চকে তিনি বলেন, গুগলে এসকিউএল ত্রুটি নিয়ে তথ্য খোঁজার সময় বাংলাদেশ সরকারের এই ডেটাগুলোকে (নাগরিকদের ব্যক্তিগত তথ্য) ফলাফল হিসেবে হাজির করে গুগল। তিনি এগুলো খুঁজছিলেন না বা খোঁজার কোনো ইচ্ছাও তার ছিল না। এসকিউএল হলো ডেটাবেজে ডেটা ব্যবস্থাপনার উদ্দেশ্যে তৈরি একটি প্রোগ্রামিং ভাষা।
ব্যক্তির ই–মেইল ঠিকানা, ফোন নম্বর এবং জাতীয় পরিচিতি নম্বর ফাঁস হওয়াটা এমনিতেই ঝুঁকির। আর মারকোপাওলোস মনে করেন, ওয়েব অ্যাপ্লিকেশনে ঢোকা, অ্যাপ্লিকেশনগুলো মডিফাই বা ডিলিট করাসহ জন্মনিবন্ধনের রেকর্ড যাচাই করতে ফাঁস হওয়া এ তথ্যগুলো ব্যবহারের ঝুঁকি থাকে।
"ছবিটা ভালোভাবে লক্ষ্য করুন" কে এই ভদ্র লোক? যারা টেক নিয়ে ঘাটাঘাটি করেন তারা হয়তো তাকে চিনবেন। তিনি হচ্ছেন 'Nothing' কোম্পানীর প্রতিষ্ঠাতা Carl Pei
তার প্রথম ফোন Nothing Phone 1 ফ্লিপকার্টে "Most selling phone" ছিল। আর এই ছবিটা সে Nothing Phone 2 Launch এর পরে তার Instagram account এ আপলোড করেছেন।
এটার থেকেই বুঝা যায় তিনি কতটা ভালো মনের মানুষ। আমরা তো সেলুনে গিয়ে ভালো চেয়ার না হলে বসিই না আর সে কোথায় বসে আছে সেটা একবার খেয়াল করুন।
আমাদের দেশের কিছু কিছু ফলওয়ালা ঝালমুড়িওয়ালা সামান্য ব্যবসা ভালো গেলে পা মাটিতে পড়ে আর উনি নাথিং কোম্পানির সিইওর সে কোথায় বসে আছে। তার মাঝে যদি আমাদের মতো অহংকার থাকতো তবে হয়তো সে এখানে বসতো না।
এই কারণেই হয়তো আমরা এত পিছিয়ে আছি।
Free British Council IELTS Preparation Online | TechEasy |
Listening
https://takeielts.britishcouncil.org/.../free.../listening
Reading
https://takeielts.britishcouncil.org/.../reading/academic
Writing
https://takeielts.britishcouncil.org/.../free.../writing
Speaking
https://takeielts.britishcouncil.org/.../free.../speaking
Application Deadline:
There is no deadline. You can join anytime.
কোরবানির পশুর রক্তমাখা পিকচার বা কোরবানির ভিডিও পোস্ট করলে আইডিতে ভায়োলেন্স খাবেন। এতে আইডি চাঁদে চলে যেতে পারে! 😑😑😑
If you post a blood-stained picture of a sacrificial animal or a video of a sacrificial animal, you will violence on the ID. ID can go to the moon! 😑😑😑
That's great! Developing a new app can be an exciting endeavor.
ফ্রি Graphics Design কোর্স শুধু খুলনা বাসীদের জন্য। আগস্ট ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে Graphic Design basic to advance ক্লাস। এই কোর্সটির প্রধান উদ্দেশ্য আমরা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের একটি গ্রুপ তৈরি করতে চাই। যারা এই কোর্সটিতে যুক্ত হতে চান। আমাকে Inbox এ আপনার নাম, ঠিকানা এবং আপনার ইমেইল আইডিটি মেসেজ করুন। কোর্সটি সম্পূর্ণ দুইভাগে বিভক্ত।
1. Basic - সম্পূর্ণ ফ্রি।
2. Advance - নাম মাত্র মূল্য।
✓✓কোর্সটিতে যা যা থাকছে 😘
* Graphics Design Zero to Hero! ( Basic To advance )
* Freelance Marketplace A-Z
* Client Communication
* Special Support
* Premium Resources
* 2 Skill Test ( Exam )
* Class project files
* কিভাবে Creative Design করবেন, কিভাবে Design improve করবেন সব কিছুই এ কোর্সে থাকবে।
* ডিজাইনের পাশা-পাশি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে বিস্তারিত শিখানো হবে ।
*ইনশাআল্লাহ কোর্স শেষে সেরা ৫ জনের জন্য থাকবে আমাদের টিমে কাজ করার সুযোগ এবং স্পেশাল সাপোর্ট।*
*ক্লাস সপ্তাহে ২-৩ দিন
*ক্লাস সংখ্যা মোট 30+ ।
* যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে তারা বিশেষ অগ্রাধিকার পাবে।
* Free কোর্স করার জন্য অবশ্যই নিজের ল্যাপটপ সঙ্গে করে আনতে হবে।
*আমি অল্প কিছু স্টুডেন্ট নিবো, সুতারাং দ্রুত Admission নিয়ে নিন।*
ঠিকানা:
গোবরচাকা ১নং মেইন রোড ( আলিশান হোটেলের পাশে), তেতুলতলা মোড়, খুলনা।
৫ জন যাত্রীসহ যেই OceanGate মিনি সাবমেরিনটা (submersible) ধ্বংস হয়েছে এটা এখন সবাই জানে!
হারিয়ে যাবার পর OceanGate-এর সন্ধান পাবার আগ পর্যন্ত অনেকেই ইমোশনাল কিছু লেখা লেখি করেছেন, যেখানে কেউ কেউ বলেছেন, সেই ৫ জন হয়তো এতোক্ষণে আফসোস করছে কেনো এই ভ্রমনে এলাম! কিংবা হয়তো তারা একে অপরের সাথে ঝগড়া বা মারামারি করছে, একজন আরেনজনকে দোষারোপ করছে! কেউ লিখেছেন তারা অনেক ধনী, তারা হয়তো তাদের সমস্ত সম্পদের বিনিময়ে বাঁচার আকুতি জানাচ্ছে!
কিন্তু এখন জানা গেছে US Cost Guard এর বরাতে এটা ছিলো catastrophic implosion, (সর্বনাশা বিস্ফোরণ) যা ঘটেছে মাত্র ২০ মিলি সেকেন্ডে! অর্থাৎ আমরা একবার চোখের পলক ফেলতে যতটুকু সময় নিয়ে থাকি - সেই সময়ের মাঝেই। তাদের দেয়া ভাষ্য সঠিক হলে অর্থাৎ সেই ৫ জনের কেউ ধারনা, কল্পনা বা চিন্তা করার সুযোগটাই পায়নি যে, এখুনি চোখের পলকে তাদের মৃত্যু হবে!
এই বিষয়টাই আমাকে নাড়া দিয়েছে। আমরা অনেকেই মনে করি থাকি যে, জীবনের কোনো একটা সময় তওবা করে নেবো, অনেক কান্না কাটি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবো, বৃদ্ধ বয়সে হাজ্জে গিয়ে আল্লাহর কাছে মাফ চেয়ে নেবো এবং তারপর থেকে আর কোনো গুনাহ করবো না।
কিন্তু কার কখন কিভাবে মৃত্যু হয়ে যাবে তা আমাদের ধারণার বাইরে। বিশেষ করে যখনি কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে পরবো, ভয় পাবেন এটা ভেবে যে, এখুনি মৃত্যু হতে পারে! গুনাহে লিপ্ত থাকা অবস্থায়, আল্লাহদ্রোহীতায় মৃত্যু হওয়া কতোই না আফসোসের!
যে কোনো মৃত্যুই ঈমানদারের জন্য রিমাইন্ডার! আমাদের উচিত অধিকাংশ সময় আল্লাহর স্বরণে লিপ্ত থাকা। যাদের ঠোঁট ও জিহবা সবসময় আল্লার যিকিরে নিয়জিত থাকে তারা উত্তম মৃত্যুর সৌভাগ্য পেয়ে থাকেন!
আমরা অভ্যাস বানিয়ে ফেলে সর্বদা আসতাগফিরুল্লাহ (أَسْتَغْفِرُ اللّٰهَ) পাঠ করতে থাকতে পারি। তাছাড়া তাসবিহ (سُبْحَانَ اللّٰهِ), তাহমিদ ( ٱلْحَمْدُ لِلَّٰهِ), তাহলিল (لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ) ও তাকবির (اللّٰهُ أَكْبَر) পড়তে থাকতে পারি। এটি খুবই গুরুত্বপূর্ণ অভ্যাস। যা অবচেতন মনেও ঈমানদারের অন্তরে জাগরুক থাকা চাই।
যারা Ocean Gate নিয়ে খুব মাতামাতি আর আহাজারি করছেন তাদের মনে রাখা উচিৎ - যে সাগরের কয়েক মাইল নীচে গিয়ে তাদের সর্বনাশা বিস্ফোরণে মৃত্যু হলো সে সাগরের উপরিভাগে ভাসতে ভাসতে কিছুদিন আগেও কয়েক হাজার শরনার্থী আর অভিবাসনপ্রার্থী শিশু নারী সহ জাহাজ তলিয়ে গেলো, হাজার হাজার প্রাণ আহাজারি করতে করতে মরে গেলো তা নিয়ে আমাদের কষ্ট অনুভূতি বা খোঁজ খবর এই পাঁচ জনের তুলনায় কতখানি! কারো জীবন তুল্যমূল্যহীন আর কারো জীবন অর্বাচীন এটি সভ্য দুনিয়ার নজীর হতে পারেনা! টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে টাইটানের ধ্বংস হবার সাথে সাথে টাইটান নিয়ে মাতামাতিতে আমাদের বিবেকও যেনো ধ্বংস হয়ে তলিয়ে না যায়!
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৮ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো।
বৃহস্পতিবার (২২ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার।
তিনি বলেন, এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে। এখন রেজাল্ট তৈরি করার অন্যান্য আনুষ্ঠানিকতা চলছে। প্রধানমন্ত্রী সম্মতি পেলে জুলাইয়ের শেষ সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করতে আমরা প্রস্তুত।
•Breaking News: 💬
•Eid al-Adha official List (Wednesday 28 June)
•Saudi Arabia 🇸🇦
•Kuwait 🇰🇼
•UAE 🇦🇪
•Turkey 🇹🇷
•Qatar 🇶🇦
•Oman 🇴🇲
▪️Philippines 🇵🇭
▪️Nigeria 🇳🇬
•Eid al-Adha official List (Thursday 29 June)
•Bangladesh 🇧🇩
•Pakistan 🇵🇰
•India 🇮🇳
•Indonesia 🇮🇩
•Japan 🇯🇵
•Thailand 🇹🇭
▪️ Sri Lanka 🇱🇰
▪️Nepal 🇳🇵
এবছর ক্লাস সিক্স ও সেভেন-এ প্রায় ৪৫ লক্ষ স্টুডেন্ট অধ্যয়ন করছে। বছরের ছয় মাস শেষ হতে চললো। ঈদের পর সাত মাস শেষ হয়ে যাবে। অনেকেই জানেন, এবছর ক্লাস সিক্স ও সেভেন-এ নতুন সিলেবাসের বই প্রণীত হয়েছে যার দায়িত্বে ছিল মূলত ড. জাফর ইকবাল। বই এতোটাই অগোছালো এবং জঘন্য যে ক্লাস সিক্স ও সেভেন এর সমস্ত স্কুল পরীক্ষা বাতিল করতে হয়েছে। এখন পর্যন্ত পরীক্ষা সংক্রান্ত কোনো নির্দেশনা আসে নি। তো পরীক্ষা না থাকলে ভার্সিটির স্টুডেন্টরাই তো বই ধরে না তাহলে সিক্স, সেভেন বাচ্চাদের কী অবস্থা সেটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। নেট অ্যাডিকশন, ফোন অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশন, বাজে আড্ডা, বাজে বন্ধুত্ব এসব স্টুডেন্টদের মধ্যে অটোম্যাটিক্যালি অনেক অনেক বাড়বে।
আমার ধারণা- এরা পরীক্ষা ছাড়াই অটো পাসে ক্লাস সেভেন ও এইটে উঠে যাবে। গিয়ে আবার নতুন সিলেবাসের সেই জঘন্য বই পাবে। অর্থাৎ পরবর্তী ক্লাসেও পরীক্ষা থাকবে না বা থাকলেও সেটা দুর্গন্ধময় হবে।
এরমধ্যে আবার আগামীবছর থেকে একমূখী শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে। মানে সাইন্স, আর্টস, কমার্স থাকবে না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হাইয়ার ম্যাথ এসব সাবজেক্ট চিরতরে বন্ধ করে দেওয়া হচ্ছে। সিক্স থেকে বই না পড়া, পরীক্ষা না দেওয়া স্টুডেন্টগুলো সরাসরি ক্লাস নাইনে উঠে আদৌ কিছু পারবে বলে মনে হয়!! ডিরেক্ট বললে ফাইভ পাস করা স্টুডেন্ট সরাসরি এসএসসি পরীক্ষায় বসবে। এরাই পরবর্তীতে কলেজ, ভার্সিটি পেরিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, সচিব হবে। আমার আপনার চিকিৎসা করবে, রোড বিল্ডিং বানাবে, দেশ চালাবে।
আমি আসলে বুঝতেছি না, পৃথিবীর ইতিহাসে মানুষ হয়ে মানুষ জাতির এতো জঘন্য ক্ষতি আর কেউ কখনও করেছে কি-না। এটাতো জাপানের হিরোশিমা-নাগাসাকিতে পারমাণবিক বোমা মারার চেয়েও হাজারগুণ বড়ো ঘটনা যেটার আঘাত আমাদের বয়ে বেড়াতে হবে ন্যূনতম একশ বছর!!
গাছ কাটলে গাছ লাগানো যায়, টাকা খেলে সেটাও আয় করা যায় কিন্তু আপনারা জাফর ইকবাল, কায়কোবাদ দের মতো যারা আমাদের অনুজদের শ্রমিক বানানোর জন্য সুপ্ত পরিকল্পনা ও বাস্তবায়নের মিশনে নামছেন; সেটার জন্য ঘাতক-দালাল হিসেবে বাঙালি আপনাদের আজীবন মনে রাখবে।
©Neerob Hasan
আবার ও নির্বাচন হোক খুলনায়
অন্তত নির্বাচনের জন্য লোডশেডিং তো কম হবে 🥴🥴
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে একাধিক অ্যাপ ইনস্টল করার সুযোগ পান। কিন্তু সব অ্যাপই আপনার জন্য নিরাপদ নয়। কয়েক বছর ধরে গুগল প্লে স্টোরে বিভিন্ন ধরনের ম্যালেশিয়াস অ্যাপ শনাক্ত করা হয়েছে। যদিও বিপদজনক অ্যাপের সন্ধান পেলেই প্লে স্টোর থেকে সেগুলো সরিয়ে দেয়।
সম্প্রতি এমনই ১০১ টি অ্যাপের সন্ধান পাওয়া গেছে। যেগুলো ব্যবহারকারীর ফোনে থাকলে অবিলম্বে ডিলিট করে দেওয়া উচিত।
ডক্টর ওয়েব নামের নিরাপত্তা সংস্থা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এই মুহূর্তে প্লে স্টোরে ১০১ টিরও বেশি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে ম্যালওয়্যার উপস্থিত আছে। যদিও গুগলের তরফ থেকে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
ধারণা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যাপগুলো প্লে স্টোর থেকে মুছে ফেলা হতে পারে। কিন্তু এই ম্যালওয়্যার থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবিলম্বে ফোন থেকে অ্যাপগুলো মুছে ফেলাই ভালো।
নিজেকে সুরক্ষিত রাখতে কি করবেন
গুগল প্লে স্টোর থেকে এখনো অ্যাপগুলো সরিয়ে না দিলেও, আপনি রেটিং দেখে সিদ্ধান্ত নিতে পারেন কোন অ্যাপগুলো বিশ্বস্ত। আর আপনি চাইলে নিজেও এই অ্যাপগুলোকে রিপোর্ট করতে পারেন। এছাড়া নিচের তালিকার কোনো অ্যাপ ইন্সটল করা থাকলে তা অবিলম্বে আনইনস্টল করুন-
Chip Winner 2048
iSecurity – Virus Cleaner
Quick Loan Pro
Calculator Lock – Photos Vault
Pixel Battle
Ztime:Earn cash rewards easily
Pop Stone 2 – Match 3 Game
Gem Puzzle
Real Money:Play Games Earn
Vast VPN – Secure VPN Proxy
Fast Booster Box
Channel3
Make Money – Game Time
Woohoo – Real Cash Games
Earn Money: Squid Game
Cash Game: Money Puppy
LuckyYou
Hello VPN-Fast & Secure
D**g Bao
HotBuku-Alat Pembaca Novel Profesional dan Populer
Yeloli Princess Makeup
Mnogo Monet
Yeloli Princess Makeup
UangNyata:hasilkan & permainan
Fast Loan Plus
Crazy Christmas Tree
Pop Diamonds
Cash All – Earn real money
Merge snack-Overfood
Vegas Coin Pusher
Crazy Cut Money
Lucky Cashman-Real Money&Paid
Lucky Slots: Real Money& Spin
TappyCoins
Pet Connect – cute pets match
Lucky Coin Pusher -3D
Money Tree Garden
Chips Winner
Mega Win Slots
SuperFastVPN-UnlimitedVPN
Magical Pet:Pop Match
Neutral Solitaire
BTC Linked
Lucky Dog Videos
Hexa Link – 2248 Connect Puzzle
Ganho Casual
Bitcoin 2 Moon
Pop Pop Balls
Fruits Legend: Farm Frenzy
Fruit Bubble Smash
BTC Fall
Sweet Fruit Smash
Funny Hoop
Go Break
Step Going
Funny Block
Squid Gem
Lucky Cube Blast
Cube Master 3D
Merge Crazy Bal
Grand Win Solitaire
ChipWin To 21:Merge game
Bubble Shooter Hero
Bingo Day: Lucky to Win
Cookie Crush
Winning Slot : Mystic Pharaoh
HexaPop Link 2248
Dropping Balls
Crazy Magic Ball
Bird Linked
BigBang PopStar – Pongs Puzzle
Chain One Line
Jewels Crush Fever – Match 3 Jewel Blast
Tropical Fruit Blast
Bubble Spinner
Merge hexagon jewel – Match 3
Random Dice
Jelly Connect
Monster Link- Match Blast
Block Crush
Birds Merge
Idle Dinosaurs
Kitty Blast: Lucky Pet 2022!
Go Jump
Knife Master
Macaron Match
Crazy Cut Money
Mood to Pop
Smash King
Lucky Eggs – Win Big Rewards
Mystery Solitaire Tycoon
candy kaboom
Dice Master : Jump Jump
Mega Jackpot Slot: Cash Winner
Dreamlike Candy :Sweet Merge
Candy Winner
Block Puzzle
Desert tree : Cash Grow Game
Macaron Boom
Word Games: Big Win
Vegas Cash Casino
Cube 2048
Crazy Pop Tree
Vegas Bingo
Street Soccer Game
Real Money Slots & ; Spin to Win
Bingo County : Amazing 2022
Crazy Bomb
Cookie Macaron
Circus coin pusher
Ludo Magic
Mystery Miner Tycoon
Slots Pop
Bitcoin Master
Happy Fruit
Blackjack 21 : Cash Poker
Forest Puzzle
Hex Puzzle
2048 Lucky Cube
Solitaire legend
Cake Master : Cream Legend
Crazy Fruit Crush
Boom Match
Funny Macaron
Cute Macaron Zumba
Food Merger
Holic Macaron
Dessert Match Kitchen
Macaron Bubble
Bingo Slots
Sea Big Bang
Cute Liner
Puppy Fruit Slice
Crazy Zumba Fruit
Funny Hex Merge
Cash Storm Slots : Real MoneyChatMate
Bingo Magic Zoo: 2022 Journey
Farm Blast – Match Game
Shake Shake Sheep
Cat Party
Lucky Star : Lotto Scratch
Mega Lightning Slots
BitCoin Connect
Bitcoin Master – Mine Bitcoins!
Solitaire Mega : Win Big
Lucky Aquarium
Happy Farm Slots-harvest & win
Crazy Cash Dozer
Maya Merge – 2248 Hexa Puzzle
Bank Bingo Slot
Lucky cube
Diamond Miner : Surprises
Foodie Tiler
Lucky Crush
Lucky Woody Match-Block Blast
Bingo Club-Lucky to win
Nice PopLink 2248
Tiler Master
Food to pop
Fun Block Puzzle Game 2022
Coin Defender
Cash master
Happy Merge Bang
Block BigBang
Dominoes – Royal Master
Royal Knight Slice
Cookie Smash
Candy Pop Star
Lucky For Happy
Happy 2048
Merge Lucky Puppies
Holiday 2048
2248 Linked
Street Football Star
Fruit Spin Blast
Magic Balls
Joy Match 3D
Classic Diamond Slots : Cash
Super Jump
Slot Club
Lucky Tile Match : Triple Crush
Relx cash
Chain Block 3D
Metaverse Merge
Block Master – Brain Games
Fruit Cutting Killer
Gem Smash
Smash Master
Dessert Crush
BuzzVideo-Earn money app
Tunai Instan
ClipClaps – Reward your interest
সবার হাতে হাতে এখন নিত্য নতুন স্মার্টফোন। আর স্মার্টফোন বর্তমানে ম্যালওয়্যার অ্যাটাক নতুন ঘটনা নয়। যে কারণে অনেক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীই এর সম্পর্কে কমবেশি অবগত রয়েছেন। এরপরও হ্যাকাররা নিত্যনতুন উপায়ে সাধারণ মানুষের ডিভাইসে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে দিচ্ছে।
সম্প্রতি গুগল প্লে স্টোর-এ এমনই ১০১টি অ্যাপের সন্ধান পাওয়া গেছে, যে গুলোতে ম্যালওয়্যার রয়েছে। ব্লিপিং কম্পিউটারের সঙ্গে জুটি বেঁধে সিকিওরিটি রিসার্চার ডক্টর ওয়েব, এই নতুন স্পাইওয়্যারটি খুঁজে পেয়েছে। যার নাম ‘SpinOK’। এর দ্বারা সংক্রমিত অ্যাপগুলো এখনো পর্যন্ত ৪২১,২৯০,৩০০ বার (প্রায় ৪০ কোটি) ডাউনলোড করা হয়েছে।
SpinOK ম্যালওয়্যার কি?
ডক্টর ওয়েবের রিপোর্টে বলা হয়েছে, এই ট্রোজান ম্যালওয়্যার শুরুতে একটি বিজ্ঞাপন দেখায়। যেখানে ব্যবহারকারীদের দৈনিক পুরস্কারের টোপ সহ মিনিগেম ডাউনলোড করতে বলা হয়। এর ফলে অনেকেই আকৃষ্ট হয়ে বিজ্ঞাপনগুলোকে বৈধ বলে মনে করেন। তারপর বিজ্ঞাপনে দেখানো অ্যাপ একবার ডাউনলোড করলে, ডিভাইসে ব্যক্তিগত গোপনীয় তথ্য চুরি করে এবং দূরবর্তী একটি সার্ভারে পাঠিয়ে দেয়।
রিপোর্টে আরও বলা হয়েছে, সংক্রমিত অ্যাপগুলোতে বিভিন্ন স্তরের ক্ষতিকারক কনটেন্ট খুঁজে পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই এই অ্যাপগুলোকে প্লে স্টোর থেকে সম্পূর্ণ ভাবে সরানো হয়েছে। তবে কোনো ডিভাইসে অ্যাপগুলো এখনও থাকলে সেগুলো দ্রুত আন-ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে।
📢 Call for Applications
Are you passionate about water security, climate action, and leadership? This is the perfect opportunity for you to learn from industry experts and gain valuable insights to thrive as a leader in the sector. 💡💪
WaterWomen is thrilled to announce the opening of applications for its first-ever training under the Future Leadership Programme (FuLeaP). 🚀 This basic training is dedicated to empowering young women professionals with water and climate literacy, enabling them to make a lasting impact on the world.
🌟 Training Highlights:
🔸 Leadership development
🔸 Water and climate literacy
🔸 Expert-led sessions
🔸 Peer networking
🔸 Creative thinking
✅ Who can apply?
This training program is open to young female professionals (aged between 18-35 years) from diverse backgrounds who are passionate about making a difference in the water sector. Whether you are an early-career professional, a recent graduate, or an aspiring leader, this training will provide you with the necessary tools to excel in your career and become a driving force for positive change.
Eligibility criteria : minimum bachelor's or diploma degree in relevant field.
📆 Date: 17-20 July 2023
⏰ Time: 09:00-17:00
📍 Location: BUET Graduates Club, Banani, Dhaka
Application closes: 25 June 2023
To apply for this exciting training program, simply fill out the online application form:
https://www.cognitoforms.com/WaterWomen1/TrainingOnWaterAndClimateLiteracy
* No registration fee, no training fee required. Selected participants shall arrange their own accommodation and travel to and from the training venue*
Limited seats available! Don't miss this chance to be a part of a powerful movement for change. Let's shape a resilient, inclusive and sustainable future together! 🌍💙
For more information, visit:
https://www.wateraid.org/bd/media/shaping-future-leadership-training-on-water-and-climate-literacy
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Website
Address
Khulna
9100
Binodpur, Mohammadpur Magura
Khulna
I wll give you all seen and unseen actress navel video and photo. if you connected with me.
Shamim Square Market (Under Mosque), Opposite Of Shahid Hadis Park
Khulna, 9000
Best Photography Service at Lowest Cost. For Booking 01521410845 Call 🤙 Now.
Khulna
Facebook Group : https://facebook.com/groups/881305225801202/ page : https://www.facebook.com/
Rupsha Ghat
Khulna
“There’s something strange and powerful about black-and-white imagery.”
Khulna.
Khulna, 9100
is the page created especially for nature lover. Keep an eye on this page