𝚃𝚢𝚙𝚎𝚆𝚛𝚒𝚝𝚎𝚛シ︎
আমি লেখি আমার কল্পনাকে ㋛︎シ︎
📜 𝕄𝕦𝕛𝕒𝕙𝕚𝕕𝕦𝕝 𝕀𝕤𝕝𝕒𝕞 𝕄𝕚𝕙𝕒𝕕 I'm Mujahidul Islam Mihad. A small writer. I'm a President's Scout.
মদ না খেয়েও মানুষ মাতাল হতে পারে। একটি ভালো কবিতা পড়ে মাতাল হতে পারে, একটি সুন্দর সুর শুনে মাতাল হতে পারে, প্রেমে পড়লেও মাতাল হতে পারে।
—হুমায়ুন আহমেদ
সাহস নিয়ে তাঁর সামনে গেলাম, কথা বলার জন্য। ভালোবাসি বলার আগেই তার বিয়ের কার্ড'টা আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল।
#বিশ_শব্দের_গল্প
মোজাহিদুল ইসলাম মিহাদ।
শব্দরা এখন কল্পনার শেকলে বন্ধী, আর কল্পনা উড়াল দিয়েছে মেঘের ওপারে। আমার মস্তিষ্কে এখন কল্পনার উদ্ভব হয় না, আঙুলগুলো মেতে উঠে না টাইপিংয়ের কারসাজিতে।
তবুও চেষ্টায় থাকি আবহমান স্রোতের সাথে চলমান এই জটিল সময়কে থামিয়ে একটু লেখালেখি করার। কিন্তু ঘূর্ণায়মান স্রোতের তীব্র টানে আমি চলে যাই বাস্তবতার গভীরে। সেখানে আর কল্পনা কাজ করে না কারণ আমি লেখি আমার কল্পনাকে!!
© মোজাহিদুল ইসলাম মিহাদ।
📜 ফেব্রুয়ারী ০২, ২০২৪।
আমার একটি আকাশ ছিল; শৈশবে সেই আকাশে উড়তো বাহারি রঙের অনেক ঘুড়ি। উড়োজাহাজের ডাক শুনলেই তাকিয়ে থাকতাম সেই আকাশপানে।
রাত হলেই সেই আকাশে বসতো হাজারো নক্ষত্রের মেলা, গায়ে মাখতাম চাঁদের স্নিগ্ধ আলো।
আমার একটি পুকুর ছিল; গ্রীষ্মের প্রচন্ড রোদে ঝলসে যাওয়া শরীর ও আত্মাকে খানিক প্রশান্তি প্রদানের জন্য ঝাপ দিতাম সেই পুকুরে। মায়ের হাতে লাঠি না উঠা পর্যন্ত সাঁতার কাটতাম পানিতে ৷
আমার একটি হাওর ছিল; বর্ষাকালে মামাবাড়ি চলে যেতাম হাওরে নৌকা চড়ার জন্য। বিশাল জলরাশির নীল পানিতে দেখতে পেতাম অন্য আকাশ, কুড়াতাম পদ্মফুল।
আমার একটি তলোয়ার ছিল; গাছের ডাল দিয়ে তৈরি সেই তলোয়ার ব্যবহার করে নিজেকে হাতিম দাবী করতাম। আর মেলা থেকে কেনা পিস্তল দিয়ে নিজেকে বানিয়ে দিতাম কল্পনার পুলিশ অফিসার।
আমার একটি শীতকাল ছিল; রোদ্দুরের দেখা না পেয়ে কাঠখড় পুড়িয়ে আগুন পোহাতাম স্বাচ্ছন্দ্যে।
সুপারি বাগানে আমার একটি দোলনা ছিল। মন খারাপ কিংবা বিষণ্ণতা এসে ভর করলে একাকী সেখানে বসে দোলতাম সেই দোলনায়।
আমার একটি সোনালী ছোটবেলা ছিল। ঘুড়ি উড়ানো, আম কুড়ানো, গুটি খেলা, টায়ার চালানো ইত্যাদি খেলায় রঙিন ছিল আমার শৈশব। এখন তা শুধু কল্পনার অতীত। রঙমাখানো অতীতের স্মৃতি মনে হলে একটি কথা মাথায় গানের এই লাইনটা বাজে—
“কেড়ে নিল কে সে আজব সময়, আমার কাজলা দিদি
কেরে তুই? কোন দৈত্য-দানো, সব যে কেড়ে নিলি!”
© মোজাহিদুল ইসলাম মিহাদ।
📜 জানুয়ারি ৩১, ১৫:০৭ মিনিট।
Boys friendship 🫂
I will never hate anyone, but I'll distance my self from people who don't value me👍🙂
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Website
Address
Kulaura Sylhet
Kulaura, BARAMCHAL
সবাই আমার পেজ টা ফলো করে সাথে থাকুন। ❤️❤️ মিস করবেন না 🖕🖕 LIKE || COMMENT || SHARE || FOLLOW
Kulaura
-এমন পুরুষ নাইবা হলে,যে সকল নারী চায়। পুরুষ তো আসলে সেই যে একেতেই বারবার হারায়!-🖤
Kulaura
সাধারণ সম্পদক ব্লাড ডোনেট সোসাইটি হাজিপুর ইউপি।,,আসুন রক্ত দিতে এগিয়ে যাই,, রক্ত দিয়ে প্রান বাচাই,,
Kulaura
খ্যাতির আশা নয়, শখের সাগরে ভাসা নেই কোন সংশয়, মনের জোরে আসা।।