ABDF CER Project Kushtia
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ABDF CER Project Kushtia, Arts and entertainment, Kushtia, Dhaka, Kushtia.
Due to rising global temperatures, the world's top climate scientists have warned, "Do something now or risk a crisis!"
The world needs to "take swift action" to avoid a dangerous rise in temperature, according to a report on climate change.
আজ মাতৃভাষা দিবস
সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্ল যেনো সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের দান করন আমিন।
বাংলা আমার মাতৃভাষা। সমগ্র বাঙ্গালীর ভাষা।
অমর হোক,
অমর হোক
২১শে ফেব্রুয়ারী অমর হোক।
যাকে কাটার চেষ্টা করছেন,তার ছায়ায় আশ্রয় নিলেন।কি দরকার এইসব এর!
সবাই দোয়া করবেন।
ইনসাল্লাহ, নভেম্বরে প্রজেক্ট জমা৷ হবে।ডেটা বেইজ এর কাজ প্রায় শেষ।
আলহামদুলিল্লাহ, আমাদের প্রজেক্ট এর খবর খুব ভাল।জলবায়ু নিয়ে শুধু এবিডিএফ কে বেছে নিয়েছে।আর এনজিও বুর্যে থেকে লাইসেন্স দিয়ে দিয়েছে কাজ করার জন্য।ঢাকাই বড় অফিস নিয়েছে কাজের গতির জন্য।তিনজন উকিল নিয়োগ দিয়েছে মন্ত্রনালয়ে কাজ দেখার জন্য।
প্রকল্প কর্মকর্তাদের চোখ কান খোলা রেখে সতর্ক থেকে কাজ করতে হবে। আমাদের এতদিনের স্বপ্ন কিছু বাজে লোকের কারণে বাধাগ্রস্থ হোক এটা আমাদের কাম্য নয়। যার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া যাবে সেটা বিভাগীয় তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে প্রকল্পের নীতি নির্ধারকদের প্রতি সদয় অনুরোধ জ্ঞাপন করছি। সর্বপরি CER Project ABDF এর উত্তরাত্বর সাফল্য কামনা করছি।
আল্লাহ উনাকে জান্নাত নসিদ করুন।আমিন
একটি শোক সংবাদ!
আমাদের এবিডিএফ এর প্রধান প্রকল্প পরিচালক শাহাদাৎ হোসেন আজ ভোরে গ্যাস পাম করে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওরা ইন্না ইলাইহে রাজেউন।
ভেড়ামারা থানা সমন্বয়কারী জনাব হাসান মাহমুদ ভিষন অসুস্থ। সবার দোয়া চেয়েছেন। দৌলতপুর থানা সমন্বয়কারী জনাব রাজু আহম্মেদ তার শারিরিক খোজ খবর নিতে যান।
আসুন আমরা সকলে মিলে পরিবেশটা কে রক্ষা করি।
গাছ আমাদের পরম বন্ধু।
জানুন,সচেতন হউন।
আলহামদুলিল্লাহ, আজ ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার উপজেলা সমন্বয়ক জনাব রাজু আহম্মদ স্যার ও হাসান মাহমুদ চা খেতে খেতে প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
একটি বাড়ি একটি বাগান, গড়ে উঠবে সুন্দর ভুবন।
আলহামদুলিল্লাহ,
সকলের দোয়া ও ভালোবাসায় আজ ABDF CER PROJECT KUSHTIA এর অফিস শুভো উদ্বোধন ও আলোচনা সভার কিছু মুহূর্ত ।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন :
জেলা সমন্বয় কারি শ্রদ্ধেয় (আকুল স্যার)।
দৌলতপুর উপজেলা সমন্বয় কারি (জনাব রাজু আহমেদ স্যার)।
কুমার খালি উপজেলা সমন্বয় কারি (জনাব সোহেল রানা স্যার)।
এছাড়া উপস্থিত ছিলেন মিরপুর উপজেলার সম্মানিত অনেকেই।
আলহামদুলিল্লাহ, Welcome to all to join our page,
অন্যদের এসব বিষয়ে জানান এবং শেখান:
জলবায়ু পরিবর্তনের বিষয়টি সবদিকে ছড়িয়ে দিন এবং সাধারণ মানুষকে এ বিষয়ে শিক্ষিত করে তুলুন।
একটি টেকসই কমিউনিটি জীবনযাত্রা প্রতিষ্ঠার জন্য অন্যদের সঙ্গে এক হয়ে কাজ করুন।
একটি অংশীদার-ভিত্তিক নেটওয়ার্ক গড়ে তুলুন। যেন বিভিন্ন সম্পদ ভাগ করে ব্যবহার করা যায়। যেমন: ঘাস কাটার যন্ত্র বা বাগানের সরঞ্জামাদি।
এতে একটি সবুজ জীবনযাত্রার মান অর্জন করা যাবে।
অরোমার রেভি বলেছেন "এই সকল পরিবর্তনগুলো যখন কোটি কোটি মানুষ প্রতিদিন অনুশীলন করবে, তখন তারা তাদের কল্যাণে প্রায় কোন রকম প্রভাব ফেলা ছাড়াই টেকসই উন্নয়ন প্রতিষ্ঠা করতে পারবে।"
প্রতিটি জিনিস পুনর্ব্যবহারের চেষ্টা করুন-এমনকি পানিও:
আমাদের বারবার পুনর্ব্যবহারের সুবিধা সম্পর্কে বলা হয়।
কিন্তু কোন বস্তুকে পুনর্ব্যবহারযোগ্য করতে যে উপকরণ লাগে সেটার পরিবহন এবং প্রক্রিয়াকরণে প্রচুর পরিমাণে কার্বনের ব্যবহার হয়।
তারপরও এটি নতুন পণ্য তৈরির চেয়ে কম শক্তি ব্যবহার করে। কিন্তু পণ্যগুলো পুনঃব্যবহারের ফলে আরও নানা ক্ষয়ক্ষতি কমানো যেতে পারে।
পানির ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য।
অরোমার রেভির মতে, " আমাদের পানি সংরক্ষণ ও পুনর্ব্যবহার করা উচিত। বিশেষ করে বৃষ্টির পানি সংগ্রহের কাজে জড়িত থাকার চেষ্টা করতে হবে।"
মাংস খাওয়া কমিয়ে নিরামিষভোজী হয়ে যান:
মুরগি মাংস, ফল, শাকসবজি বা শস্যের উৎপাদনের চেয়ে লাল মাংসের উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে গ্রীনহাউস গ্যাস নির্গমন ঘটায়।
প্যারিস জলবায়ু সম্মেলনে ১১৯টি দেশ কৃষিখাতে কার্বন নির্গমন কমাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল।
তবে তারা কিভাবে সেই প্রতিশ্রুতি রক্ষা করবে এ বিষয়ে কোন নির্দেশনা পাওয়া যায়নি।
কিন্তু তারপরও আপনি চাইলে এই কার্বন নির্গমন কমাতে সাহায্য করতে পারেন।
আর সেটা সম্ভব হবে যদি আপনি তিনটি বিষয় মেনে চলেন।
খাদ্যাভ্যাসে মাংসের পরিবর্তে সবজি এবং ফলের ওপর নির্ভরতা বাড়ান। যদি এটি খুব চ্যালেঞ্জিং মনে হয়, তাহলে সপ্তাহের অন্তত একদিন মাংস না খেয়ে কাটান।
দুগ্ধজাত খাবার খাওয়া কমিয়েও আপনি পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারেন। কেননা এসব খাদ্যের উৎপাদন ও পরিবহণে প্রচুর পরিমাণে গ্রীনহাউস গ্যাস নির্গমন হয়।
আমদানি করা খাবারের পরিবর্তে স্থানীয়ভাবে উৎপাদিত মৌসুমি খাদ্য বেছে নিন। এবং খাবারের অপচয় এড়িয়ে চলুন।
শক্তির অপচয় রোধ করুন
ওয়াশিং মেশিনে যদি কাপড় ধুতেই হয় তাহলে সেটি শুকানোর কাজ মেশিনের টাম্বেল ড্রায়ারে না করে, বাইরের রোদে বা বাতাসের মধ্যে দড়িতে মেলে দিন। এতে কাপড় শুকানোর পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় হবে। এছাড়া বিদ্যুতের জন্য জীবাশ্ম জ্বালানী পোড়ানো এড়ানো যাবে।
ঘরকে ঠাণ্ডা করতে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রী সেলসিয়াস বা তার এর চাইতে বাড়িয়ে রাখুন। এবং ঘর গরম করতে হিটারের তাপমাত্রা কমিয়ে ব্যবহার করুন।
পরের বার যখন আপনি কোন বৈদ্যুতিক সামগ্রী কিনবেন, তখন এটি নেবেন যে যন্ত্রটি শক্তি সঞ্চয়ে দক্ষ কিনা। (টিপস: যন্ত্রের গায়ে শক্তি সঞ্চয়ের তারকা চিহ্নযুক্ত লেবেল, ইকো ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশ বান্ধব প্রযুক্তি অথবা ইনভার্টার যুক্ত আছে কিনা দেখে নিন)।
বিদ্যুত সাশ্রয়ী যন্ত্র।
নিজের প্রয়োজনীয় কিছু কাজের জন্য আপনি পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎস ব্যবহার করতে পারেন। যেমন: পানি গরম করতে সৌরশক্তিতে চালিতে সোলার ওয়াটার হিটার ব্যবহার করতে পারেন।
শীতকালে বাড়ির স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণে ছাদে ঠাণ্ডা প্রতিরোধক স্তর স্থাপন করুন। গরমকালেও ছাদ ঠাণ্ডা রাখার ব্যবস্থা নিন।
যেসব বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার হচ্ছে না সেগুলো আনপ্লাগ করে সুইচ বন্ধ করে রাখুন।
এই বিষয়গুলোকে খুব ছোট পরিবর্তন মনে হলেও শক্তি সঞ্চয় করার ক্ষেত্রে প্রত্যেকটি অত্যন্ত কার্যকরী উপায়।
গণপরিবহন ব্যবহার করুন:
ব্যক্তিগত গাড়ি ব্যবহারের পরিবর্তে হাঁটা, সাইক্লিং বা গণপরিবহনের ব্যবহার কার্বন নির্গমন কমিয়ে আনার পাশাপাশি আপনাকে ফিট রাখতে সাহায্য করবে।
আইপিসিসি এর উপ চেয়ারম্যান ড. ডেব্রা রবার্টস বলেছেন, "আমরা শহরে চলাচলের বিকল্প উপায় বেছে নিতে পারি। যদি গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে আমাদের প্রবেশাধিকার না থাকে। তবে নিশ্চিত করুন যে আপনি এমন রাজনীতিবিদদের নির্বাচন করছেন যারা গণপরিবহনের বিকল্প ব্যবস্থাগুলো সরবরাহ করবে।"
এছাড়া দূরে ভ্রমণের ক্ষেত্রে উড়োজাহাজের পরিবর্তে বৈদ্যুতিক বাহন ব্যবহার করুন বা ট্রেন যাত্রাকে বেছে নিন।
এছাড়া ব্যবসায়ী সফর বাতিল করে ভিডিও কনফারেন্সিং ব্যবহার করতে পারেন।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the establishment
Telephone
Website
Address
Kushtia, Dhaka
Kushtia
7320
Kushtia
Hi! I'm Anik � This is the page here you can find unique and uncommon painting...�� I will draw your imaginary picture as you want..so lets tell me what can I Do for you????? Thank...
Kushtia
I am a youtuber. I am opening this page for my yt channel named Journey with Mr Crush.
Kushtia
Kushtia, 7000
࿐অসম্পন্ন࿐ - Undone পথ চলা তো সবে শুরু, আপনারা পাসে খাকবেন তো? like, comment & share