Acting and Fun
নানা রকম কীর্তি করি,ধরি নানান ভং,পেজে এলে দেখতে পাবেন, নানা রকম ঢং।Educational & Entertaining page.
🍁দেখলেই অবাক হবেন! শিশু টারজানটি কী করে নানা কৌশলে বাইকে চড়ছে!
🏵️শিশু টারজানটির আরও একটি ভয়ঙ্কর কসরত দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন:⬇️
লিঙ্ক: https://youtube.com/shorts/2Q-volkxIV8?si=bVkdacfgOo21J8NS
The little child lies down and eats rice.
স্যার অধ্যাপক জামিল আহমেদ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হওয়ায় তাঁকে অভিনন্দন ও শিল্পী হিসেবে আমার খুশি!❤️🌹💐।
আশাকরি প্রকৃত শিল্পীর মূল্যায়ন হবে ও শিল্পের বিকাশ ঘটবে। দুর্নীতি, লেজুড়বৃত্তিক শিল্পচর্চা দূর হবে।💐💙❤️🙏
➡️ আমি বলছি না ভালোবাসতেই হবে!❤️
➡️নির্মলেন্দু গুণ!🌷
➡️আবৃত্তি : শাহেদসরোওয়ার্দী।🏵️
পাঞ্জাবী শিককে কুকুর ধাওয়া করলো।
চরিত্র: শিক (শাহেদসরোওয়ার্দী)।🏵️
নাটক: এডিটর মহাশয়।
রচনা ও নির্দেশনা : মাসুম রেজা।
চরিত্র : পাঞ্জাবি শিক (শাহেদসরোওয়ার্দী)।🏵️
প্রযোজনা ও পরিবেশনা : বোধন থিয়েটার, কুষ্টিয়া।
কাঙাল হরিনাথের জীবন ও কর্ম নিয়ে এ মঞ্চ নাটক।🏵️
মহা ঘুমে আমার যেদিন
মুদিবে দুই চোখ!
পাড়া-পড়শী প্রতিবেশী
পাবে না তো শোক!
আমি যে এই পৃথিবীর লোক
ভুলে যাবে সবে!✌️
নিজের মতো নিজে থাকতেই স্বাচ্ছন্দ্য আমার!
নাটক::এডিটর মহাশয়।
রচনা ও নির্দেশনা : মাসুম রেজা।
চরিত্র : এস আই।(শাহেদসরোওয়ার্দী)
প্রযোজনা ও পরিবেশনা : বোধন থিয়েটার, কুষ্টিয়া।
জাতীয় সঙ্গীত যেটা আছে সেটাই থাকবে।🇧🇩
🇧🇩হিপোক্রেটদের থেকে দেশ বাঁচাতে হবে!🇧🇩
🇧🇩শাহেদসরোওয়ার্দী🇧🇩
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি"🇧🇩
গাইলেই সোনার বাংলাকে ভালোবাসা হয় না। আপনার কর্মই বলে দেয় আপনি সত্যিই দেশকে ভালোবাসেন কিনা!🇧🇩
এখানে দুই শ্রেণির মানুষ থাকে :১) যারা সত্যিই দেশকে ভালোবাসে আর ২) সুবিধাবাদী Hypocrite শ্রেণি যারা শোআপ করে বোঝানোর চেষ্টা করেন তারা দেশপ্রেমিক। এই ২য় শ্রেণিটার হিপোক্রেসি মনোভাব দেশকে মারাত্মক ক্ষতি করে।⛔
মুনাফিকরা যেমন ইসলামের বড় শত্রু তেমনি এই ভন্ড শোআপ করা হিপোক্রেটরা দেশের বড় শত্রু। সুতরাং এসব ভন্ড-দালালদের থেকে সাবধান থাকতে হবে,দেশকে সাবধানে রাখতে হবে।🇧🇩
আমি তোমাদের (Hypocrit) ঘৃণা করি!⛔
তোমরা(Hypocrite) কি কখনো ভালো হবে না ভন্ড দেশপ্রেমিক?⛔
ছোট দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছি!🏵️✌️
আগামীকাল চ্যানেল আইয়ের পর্দায় আসবো মঞ্চ নাটক "এডিটর মহাশয়" নিয়ে।💙🏵️
দেখতে চোখ রাখুন আগামীকাল ৬ সেপ্টেম্বর ২০২৪,শুক্রবার....
বেলা : ৩:০ টায় চ্যানেল আই এর পর্দায়।🏵️
আগামীকাল থেকেই চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম
i screen -এও নাটকটি দেখা যাবে।💙🏵️
https://youtu.be/UmlpOdEMvII?si=pSy-EbolUUWnXIhO
আমার বন্ধু নিরঞ্জন/ভাস্কর চৌধুরী /শাহেদসরোওয়ার্দী। আমি দেখেছি রক্তাক্ত ছিন্নভিন্ন লাশ.দ্রোহ না ওই সিগারেটের ধোঁয়ায় আমি কোনো নারী প্রেম তাড়িত মানুষের ছায়া দেখি নি।কবিতা: আমার বন্ধু নিরঞ্জন। কবি: ভাস্কর চৌধু....
২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের সম্মান জানাতে আমার এ ক্ষুদ্র প্রয়াস!🏵️🇧🇩
"আমার বন্ধু নিরঞ্জন" সম্পূর্ণ কবিতাটি।❤️🇧🇩
কবি: ভাস্কর চৌধুরী / আবৃত্তি: Rasel Ideologist (শাহেদসরোওয়ার্দী)।🇧🇩❤️🇧🇩
সে লাশ!
আমার বন্ধু নিরঞ্জনের লাশ!
আমি দেখেছি সে লাশ!
রক্তাক্ত ছিন্নভিন্ন লাশ!......🇧🇩
কবিতা: আমার বন্ধু নিরঞ্জন। 🇧🇩
কবি: ভাস্কর চৌধুরী। 🇧🇩
আবৃত্তি : শাহেদসরোওয়ার্দী। 🇧🇩
"He who asks is a fool for five minutes but he who does not ask remains a fool forever."😳
: Mark Twain.🏵️
নিজেকে খুঁজে পাই যেখানে! 💙❤️💙
চিঠি দিবসেই চিঠিটা লিখেছিলাম। কিন্তু প্রকাশ করা হয় নি। বিলম্বে আজ প্রকাশ করছি:
🏵️শাহেদসরোওয়ার্দী🏵️
০১ সেপ্টেম্বর ২০২৪।
প্রিয় ভালোবাসা,
ভালোবাসি, আরও বাসবো। সময় হলে তুমিও বেসো।
ইতি
ভালোবাসা।
যে পথ সূর্যাস্তকে আপন করে নেয়!
যে পথ সূর্যোদয়কে ছিনিয়ে নেয়!
আমি সে পথেই হাঁটি!🇧🇩
ডঃ জাফর ইকবাল সাহেব রাজাকারদের নিয়ে নতুন কিছু বলেন! আমরা শুনবো।😁🇧🇩
প্রাকৃতিক দুর্যোগ যতটা না ভোগাবে,পাশ্ববর্তী শত্রু তার থেকেও ভয়ঙ্কর রূপে হানা দেবে। তাই আবারও বুকে সাহস নিয়ে বন্যা মোকাবেলায় সকলকে একযোগে আবারও কাজ করতে হবে। পরের ফয়সালা তোলা রইলো। সময় ও সুযোগ বুঝে প্রতিটি ক্ষতির শোধ তোলা হবে।
➡️ শাহেদসরোওয়ার্দী। ⛔
দয়াকরে সরকারকে একটু সময় দিন।⛔
শাহেদসরোওয়ার্দী। ⛔🙏
আমাদের দেশের কিছু মানুষের ধৈর্য্য কি কমে গেলো? অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ১০ দিন না যেতেই দাবী দাওয়া আদায়ের জন্য রাস্তাঘাট ব্লক করে আন্দোলনে নামতে হলো! অদ্ভুত! ভাইরে তাদের একটু থিতু হতে দেন। ধীরে ধীরে আসেন। এমনিতেই আগের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া পাহাড় সমান ঋণের বোঝা। নষ্ট সিস্টেম কে মেরামতের চ্যালেঞ্জ। চারিদিকে বিশৃঙ্খলাকে শৃঙ্খলা আনার চ্যালেঞ্জ। তার উপর আপনাদের নানান দাবী দাওয়া! এত বছর কি ঘুমিয়ে ছিলেন? এখন এত তাড়াহুড়ো কেন? একটু তাদেরকে দাঁড়াতে,স্থির হতে,সবকিছু বুঝে নিতে সময় দিন । ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা দয়া করে বন্ধ করেন। এই অন্তর্বর্তীকালীন সরকারকে ধৈর্য্য ধরে একটু সময় দিন,অপেক্ষা করেন। নিশ্চয়ই আপনাদের প্রত্যাশাও পূরণ হবে। ⛔🙏
ভারত কি নতুন খেলা খেলতে চায়ছে??
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the establishment
Telephone
Website
Address
Kushtia
7002
Talipara
Kushtia
মেহেদী ডিজাইন আঁকানো আমার শখ এটা নিয়েই কিছু করার চেষ্টা করছি ইনশাআল্লাহ্�
Kushtia
7 Creative boys from village making unique crafts and some playground toys for village kids to play.
Kushtia
Kushtia, 7000
স্বপ্ননীল হস্তশিল্পে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক ধরনের ডিজাইনের নকশি কাঁথা