দৈনিক চিলমারী কন্ঠ

দৈনিক চিলমারী কন্ঠ

দৈনিক চিলমারী কন্ঠ নিউজে আপনাকে, স্বাগতম
শান্তি প্রিয় চিলমারী
দৈনিক চিলমারী কন্ঠ সত্যের কথা বলে।

29/02/2024

শান্ত চিলমারী এখন মাদকের রাজধানী।
চিলমারী ইউনিয়ন- এবং ইন্ডিয়ার বর্ডার ক্রস করে আনা মাদক ব্যবসায়ী আটক।

04/01/2024

৬নং চিলমারী ইউনিয়নের ভোট কেন্দ্রর লিস্ট।

দৈনিক চিলমারী কন্ঠ নিউজে আপনাকে স্বাগতম।

Photos from দৈনিক চিলমারী কন্ঠ's post 23/12/2023

বোশে নেই চিলমারী ইউনিয়নের বর্তমান
চেয়ারম্যান, আবদুল মান্নান
নৌকা মার্কার ভোট চেয়ে আজ বাহীরমাদি বাজারে বিশাল পথ সভায় জনতার ডল নেমেছে।
চিলমারীর মাটি নৌকার চিলমারী ঘাটি।

Photos from দৈনিক চিলমারী কন্ঠ's post 19/12/2023

ফ্রি চিকিৎসা
ফ্রি চিকিৎসা
যক্ষা রোগের ফ্রি চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসায় যক্ষা ভালো হয়।
একনাগাড়ে দুই সাপ্তাহ বা, তার অধিক সময় ধরে কাশি যক্ষার প্রধান লক্ষণ।

সময়, সপ্তাহ।
সকাল ০৯, টা থেকে দুপুর ০৩, টা পর্যন্ত।
সাপ্তাহে ৫ দিন খোলা থাকবে।

ইস্থান, ভবনন্দদিয়ার কমিউনিটি ক্লিনিক, অর্থাৎ,চিলমারী সরকারি হসপিটাল।
চিলমারী, দৌলতপুর, কুষ্টিয়া।

দৈনিক চিলমারী কন্ঠ নিউজে আপনাকে স্বাগতম।

ফলো দিয়ে পাশেয় থাকুন দেখতে থাকুন আপডেট খবর।

Photos from দৈনিক চিলমারী কন্ঠ's post 06/10/2023

দেশজুরে তীব্র বৃষ্টি।
চিলমারী ইউনিয়নে প্রায় শতাধিক স্থান ভেঙে চুরমার।

তারিখ,,
গত, ০৫/০৯/২০২৩ রোজ, বৃহস্পতিবার।

ঘর বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা, ফসলের মাঠ শহ ক্ষতি হয়েছে প্রায় শতাধিক।

ক্ষত স্থান,
চিলমারী ইউনিয়নের জোতাশাহী মাধ্যমিক বিদ্যালয়, স্কুলটির মাছ বরাবর সামনের দিক দিয়ে বৃষ্টির পানির তীব্র আঘাতে বেরিয়ে গেছে বিল্ডিং এর নিচ দিয়ে পিছনে।

বাহিরমাদী হয়ে কাজীপাড়া মেন রাস্তা ভেঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে ।

কিছুদিন আগে চিলমারীতে করা হয়েছিল হেয়ারিং রাস্তা, এই তীব্র বৃষ্টির আঘাতে ভেঙেছে অনেক জায়গায়,

চিলমারী বাজার হতে চার রাস্তার মোড় পর্যন্ত মাঝখানে ইট সহ বালু চলে গেছে খাদে।

ইকলার মোড় হতে শাজিপাড়া সেখানেও মাঝখান থেকে ভেঙে রাস্তা বিচ্ছিন্ন,
চার চাকার জান চলাচল সামইক বন্ধ।

অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর দিয়ে বয়ে গেছে পানি।

নষ্ট হয়েছে অনেক ফসলি আবাদি জমি এই বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ফসল ।

ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লাক্ষ টাকা।

তবে দ্রুত রাস্তা মেরামতের বিষয়ে উদ্যোগ নিয়েছেন,
ইউপি চেয়ারম্যান,,
আব্দুল মান্নান।
এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।

আল্লাহ তায়ালা সকলকে ধর্য ধরার তৌফিক দেন আমিন

(-দৈনিক চিলমারী কন্ঠ নিউজে আপনাকে স্বাগতম-)

(-ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকুন-)

24/08/2023

এটাও সম্ভব। 😄😄

Photos from দৈনিক চিলমারী কন্ঠ's post 20/08/2023

পুবালি বাতাসে রাস্তা যাচ্ছে ভেসে।
কথাটা মজার হলেও বাস্তব তার ভিন্ন।

বলছিলাম রামকৃষ্ণপুর ইউনিয়ন এবং চিলমারী ইউনিয়নের মেন রাস্তার কথা।

প্রতি বছর নেয় এবার এসেছে বন্যার পানি।

বন্যার পানি শুবিধা অশুবিধা সকল জনগণের জন্য।
কিন্তুু এ বিষয় টা ভিন্ন বা অবহেলার দৃষ্টিতে দেখছে জনগণ।

পূর্ব দিকের বাতাসের তীব্র আঘাতে এই রাস্তা যাচ্ছে ভেঙ্গে তবে যদি এটা দ্রত ব্যাবস্থা না নেওয়া হয় তাহলে ভোগান্তিতে পড়বে কয়েক হাজার মানুষ।
যেমন _
রামকৃষ্ণ পুর, বাংলা বাজার, সোনাতলা, সরকার পাড়া, শাহঝিপাড়া, শিয়াল পাড়া, চিলমারী, সাতের মোর, বাহিরমাদী, কাজীপাড়া, আমদানী ঘাট, সৌদি পাড়া, ভাগজোত নিজগ্রাম,। ভুক্তভোগী হতে হবে এইসব এলাকার মানুষের।
জাতায়েত বন্ধ হয়ে জাবে অনির্দিষ্ট সময়ের জন্য।

এ রাস্তা বন্ধ হয়ে গেলে চলতে পারবে না কোনো মটর জান চলতে হবে টাইম বাঁধা নৌকায়।

ইমার্ন্জিছি যেকোনো রুগির জন্য হতে পারে ভয়াবহ অবস্থা।

লোকেশন,,
মোল্লা পাড়া ব্রিজ বা চিলমারী ইউনিয়ন থেকে রামকৃষ্ণ পুর হয়ে ভাগজোত যাওয়ার মেন রাস্তার।

স্থানিও জনপ্রতিনিধির কাছে জনগণের পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি দয়া করে দ্রত রাস্তার ভাঙ্গা অংশ মেরামত করার জন্য।

ভূল ত্রুটি খমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ।

দৈনিক চিলমারী কন্ঠ নিউজে আপনাকে স্বাগতম।

07/08/2023

চিলমারী আমার জন্মভূমি

বিশেষ বার্তা দ্রুত ৬ নং চিলমারী ইউনিয়নের জনতার কানে পৌঁছে দিন।
শুধুমাত্র ৬ নং চিলমারী ইউনিয়নের জনগণের জন্য।

বার্তা কালেকশন /বার্তা প্রচার /শেষ সময় =
তারিখ ০৭/০৮/২০২৩ রোজ, সোমবার।

বার্তা - যাদের বাড়িতে বা বাড়ির আশেপাশের লোকজন একটি অথবা দুইটি বিদ্যুতের খাম্বা /খুঁটির জন্য তাদের বাড়িতে বিদ্যুতের লাইন নিতে পারেন নাই।

তাদের জন্য বড় সুখবর এবং সুযোগ রয়েছে।

তারা দ্রুত এবং আজকের মধ্যে ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং মোবাইল নাম্বার দিয়ে।

৬ নং চিলমারী ইউনিয়ন পরিষদে জমা দিন।
বিষয়টি শেয়ার অথবা মুখে মুখে সকলের কানে পৌঁছে দিন।

প্রচারে: ৬ নং চিলমারী ইউনিয়ন পরিষদ।

পোস্ট কপি করার অনুমতি আছে কিন্তু মেনশন দিতে হবে আর নয় তো পোস্টদাতা যেকোনো পদক্ষেপ নিতে পারে ধন্যবাদ।

(দৈনিক চিলমারী কন্ঠ নিউজে আপনাকে স্বাগতম, ধন্যবাদ)

07/08/2023

বিশেষ বার্তা দ্রুত ৬ নং চিলমারী ইউনিয়নের জনতার কানে পৌঁছে দিন।
শুধুমাত্র ৬ নং চিলমারী ইউনিয়নের জনগণের জন্য।

বার্তা কালেকশন /বার্তা প্রচার /শেষ সময় =
তারিখ ০৭/০৮/২০২৩ রোজ, সোমবার।

বার্তা - যাদের বাড়িতে বা বাড়ির আশেপাশের লোকজন একটি অথবা দুইটি বিদ্যুতের খাম্বা /খুঁটির জন্য তাদের বাড়িতে বিদ্যুতের লাইন নিতে পারেন নাই।

তাদের জন্য বড় সুখবর এবং সুযোগ রয়েছে।

তারা দ্রুত এবং আজকের মধ্যে ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং মোবাইল নাম্বার দিয়ে।

৬ নং চিলমারী ইউনিয়ন পরিষদে জমা দিন।
বিষয়টি শেয়ার অথবা মুখে মুখে সকলের কানে পৌঁছে দিন।

প্রচারে: ৬ নং চিলমারী ইউনিয়ন পরিষদ।

পোস্ট কপি করার অনুমতি আছে কিন্তু মেনশন দিতে হবে আর নয় তো পোস্টদাতা যেকোনো পদক্ষেপ নিতে পারে ধন্যবাদ।

(দৈনিক চিলমারী কন্ঠ নিউজে আপনাকে স্বাগতম, ধন্যবাদ)

22/07/2023

সকলের দৃিষ্টি আকর্শন করছি।

গত - ২০/০৭/২০২৩ বৃহস্পতিবার। ঘটেছে এক মর্মান্তিক গটনা যা গটতে পারে আপনার পরিবারের সঙ্গে।

স্থানঃ চিলমারী বাজার দক্ষিন পারার।

মোঃ শরিফুল ইসলাম ওরফে
শরিফুল মেকারের বাড়িতে ঘটে যাওয়া ঘটনা।

তার মা, আনুমানিক প্রায়, দুপুর ১ টার দিকে মটর চালু দিয়ে গোসল করতে গিয়ে কারেন্ট সখ খান।
কিছুক্ষণ পর শরিফুলের স্ত্রী, টিবল পারে গেলে দেখেন তার শাশুড়ী কাপছে সেটা দেখে তার সামনে যান।
সামনে গেলে তার শাশুড়ী তাকে জরিয়ে ধরেন সাথে সাথে দুইজনি সখ খান।
কিছুক্ষণ পর শরিফুলের পিতাঃ টয়লেট থেকে বের হয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে তিনি সফল হন।
তবে শরিফুলের স্ত্রী সখ খাওয়া থেকে বাঁচতে পারলেও
তার মা তখনো ছুটতে পারেননি।
তখন শরিফুলে স্ত্রী অনেক টা অসুস্থ হয়ে পরেছে তিনি হাটতে পারছিলেননা তখন চিত্কার করলে পাসের বাড়ির এক ভাবি দৌড়ে আসে।
তাকে মেইন সুইচ বন্ধ করতে বলা হলে তিনি বলেন আমি মেইন সুইচ চিনি না।
তখন শরিফুলের স্ত্রী খুরিয়ে খুরিয়ে হেঁটে মেইন সুইচ বন্ধ করলে শরিফুলের মা সাথে সাথে মাটিতে পড়ে যায়।
পাসের বাড়ির ভাবি তখন এলাকার মানুষকে ঢেকে নিয়ে আসলে সবাই মিলে টিবল পার থেকে তাঁকে নিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তার আত্মিওসজনেরা আসতে আসতে দুজনে অনেকটা অসুস্থ হয়ে পরে।
তারা আসলে সবাই হাসপাতালে নিয়ে যেতে বলে তারা সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কম্পিলেক্স দৌলতপুরের নিয়ে যায়।

মোঃ শরিফুল ইসলাম রুপপুর প্রারামানিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করেন তিনি সেখান থেকে আসেন।
একদিন পর শরিফুল তার মাকে সুস্থ ভাবে হাসপাতালে থেকে বাড়ি ফিরে আনলেও তার স্ত্রীকে আনতে পারেনি।

তার স্ত্রী এখনো অসুস্থ অবস্থায় হাসপাতালে আছে।
মোঃ শরিফুল ইসলামের ২ টা মেয়ে।
বড় মেয়ে--৫-৬ বছর।
ছোট মেয়ে --২-৩ বছর।
পরে বিষয়টি ক্ষুতিয়ে দেখতে গেলে আসল রহস্য পাওয়া যায়।
মাটির নিচ দিয়ে মটরের লাইন নেয়া হয়েছিলো
শরিফুলের পিতাঃ টিবলপারে নতুন খুঁটি লাগাতে গিয়ে সেখানে মাটির নিচে থাকা তার কেটে যায় সেখানে কাজ করার সময় ঐতার মাটির উপরে উঠে জায় এবং সেখানে থাকা টিনে সংযোগ হয়ে পরেছে সেটা তিনি দেখেননি।

সচেতন না হওয়ার অভাবে কত বড় একটা ঝুঁকি পূর্ণ ঘটনা ঘটলো। আপনি সচেতন হন এবং আপনার এলাকার সকল মানুষকে সচেতন করুন।

পোস্ট কপি করবেন না করলেও মেনশন দিবেন কারণ একটা রিপোর্ট করতে অনেক পরিসরম করতে হয়।

দৈনিক চিলমারী কন্ঠ নিউজে আপনাকে স্বাগতম, ধন্যবাদ।

21/06/2023

আলহামদুলিল্লাহ চিলমারীতে হেয়ারিং
রাস্তার কাজ শুরু হয়েছে।

ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়কে।

আপনার কথার সাথে কাজের বাস্তবায়ন
শতভাগ জায়গা করে নিয়েছে চিলমারীর মানুষের মন।

চলতে থাকুক উন্নয়নের অগ্রগতি দোয়া ও ভালোবাসা আপনার প্রতি।
এভাবেই যেন চিলমারীর সকল রাস্তার উন্নতি হয়
এ আশায় চিলমারীর জনসাধারণ।

চেয়ারম্যান""।
ইঞ্জিঃ মোঃ আব্দুল মান্নান।

৬নং চিলমারী ইউনিয়ন পরিষদ।
চিলমারী, দৌলতপুর, কুষ্টিয়া।

দৈনিক চিলমারী কন্ঠ নিউজে আপনাকে স্বাগতম, ধন্যবাদ।

05/06/2023

Cppy Post DBC

27/05/2023

দৌলতপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কাজ চলমান।
(হোসেনাবাদ টু মথারাপুর
এর মধ্যে ফাঁকা মাঠে)

কাজের অগ্রগতি শতাংশ।
অভিনন্দন মাননীয় এমপি সাহেব আ.কা.ম.সারওয়ার জাহান বাদশাকে।

এবার চিলমারী বাসির প্রানের দাবি দ্রোত ভাগজত হতে চিলমারী এবং রামকৃষ্ণপুর ইউনিয়নে একটি ব্রিজ এবং পাকা রাস্তার কাজের অনেক আশ্বাস পেয়েছে এবার চিলমারী বাসি তার বাস্তবায়ন চায়।

এর বাস্তবায়ন হলে এই ফায়ার সার্ভিস দ্বারা চিলমারী এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের সকল জনগণ সময় শুবিধা এবং উপকৃত হবে।

আমরা চিলমারী বাসি রাস্তার বাস্তবায়ন চাই🙏🙋‍♂️🙋‍♂️।

দৈনিক চিলমারী কন্ঠ নিউজে আপনাকে( স্বগতম)

Photos from দৈনিক চিলমারী কন্ঠ's post 18/05/2023

প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতের তীব্র আঘাতে ট্রান্সফরমার ফিউজ আউট।
।।।।।।।
গতরাত প্রায় তিনটা হতে শুরু হওয়া তীব্র বাতাস বৃষ্টি এবং বজ্রপাতের আঘাতে ট্রান্সফরমার ফিউজ পরে জায়।
।।।।।
অফ হয়ে যায় বিদ্যুতের লাইন দুর্ভোগে পরে চিলমারী বাজার দক্ষিণপাড়া এলাকাবাসী।
।।।।।
পরে সকালে বিদ্যুৎ অফিসে অভিযোগ দেয়া হয়।
।।।।।।
জানানো হয় দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ অফিস।
।।।।।।।
লোকেশন,,,,,, চিলমারী বাজার দক্ষিনপাড়া।

06/08/2022

ঠিক,,,,,,,,,।

22/06/2022

কথাগুলো শুনলে কলিজা লাগবে প্লিজ একটু শুনে যান। একটা মানুষ কতটা ক্ষুদার্থ হলে নদীতে সাঁতার কাটতে কাটতে কেদে কেদে খাওয়া নিতে আসতে পারে।

19/06/2022

,,,,

19/06/2022

alhamdullah,,,,,

14/06/2022

আল জিহাদ

09/06/2022

jihad koro kafer der bipokkhe

05/06/2022

alhamdullah I'm muslim

30/05/2022

amin..

Want your public figure to be the top-listed Public Figure in Kushtia?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

শান্ত চিলমারী  এখন মাদকের রাজধানী। চিলমারী ইউনিয়ন- এবং ইন্ডিয়ার বর্ডার ক্রস করে আনা মাদক ব্যবসায়ী আটক।
এটাও সম্ভব। 😄😄

Category

Address


Kushtia
7052