Adil ahanaf nur bd

কারো কাছ থেকে ভালবাসা আদায় করা আশা নয়। মানুষ কে ভালবাসতে শিখুন।। দেখবেন মানুষ আপনাকে ভালবাসবে

Photos from Adil ahanaf nur bd's post 24/02/2023

হয়তো তোকে নিয়ে লিখে আমি শেষ করতে পারবো না। তোর জন্য আমার অনেক আবেগ মায়া ত্যাগ করেছি। তুই যখন দুনিয়াতে আসবি শুনে আমি আনন্দে আত্ম হারা ।।তোর জন্ম হওয়ার পরে ভালোই যাচ্ছে দিনকাল।। এতো খুশি হইছি সেইদিন তা বলে বুঝানোর মতোন না ।। যখন তোর বয়স ৬ দিন।। আমাকে কল দিয়ে বলে বমি করে৷ আমি ডাক্তার দেখাতে বলি।। ১৫.২০ দিন ডাক্তার দেখানোর পরে বমি কমতেছে না।। ulta sonogram করার পরে সমস্যা দেখা দেয়।
ডাক্তার বলে তোর কিডনি ড্যামেজ।
ডাক্তার যখন আমাকে এই কথা বলে।
তখন মনে হয় আসমান টা, আমার মাথার উপর পরেছে।। কি আর করা সবি ই তো উপর আল্লার খেলা।। আল্লাহ যা করে ভালোর জন্য করে ।
তাই তোকে নিয়ে ঢাকা আসলাম ডাক্তার দেখাবো বলে।
তখন তোর বয়স মাত্র ২৫ দিন।।
ডাক্তার দেখার পর কিছু টেস্ট দিলো।। এই গুলো করাতে হবে।। ও আরও একটা কথা ডাক্তার পুরানো টেস্ট রিপোর্ট দেখে বলে অপারেশন করাতে।। আমার মাথায় হাত, এতো ছোট বয়স এ অপারেশন ।। ডাক্তার বলে অপারেশন না করালে নাকি কিডনি দুইটা নষ্ট হয়ে যাবে।।কিছু চিন্তা করার আর প্রয়োজন মনে করিনাই।। অপারেশন করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।। ডাক্তার কে জিজ্ঞেস করলাম ছেলের তো বয়স কম মাত্র ২৫ দিন কোন সমস্যা হবেনা। ডাক্তার বলে ইনশাআল্লাহ কিছু হবে আপনি অপারেশন করতে পারেন।। তাই ডাক্তার সাহেব এর কথায় রাজি হয়ে যাই।। অপারেশন করার আগের রাতে দুই চোখে কোন ঘুম নাই।। ছেলের যদি কিছু হয়ে যাই, তাহলে আমি কি নিয়ে বাসবো।। পরের দিন অপারেশন সকাল নয় টা। অপারেশন থিয়েটারে নিয়ে গেলাম ।। আমার বউয়ের সেইকি কান্না।। কোন ভাবে তাকে বুঝাতে পারতেছি৷ আমার বউ কে বলি কিছু খাও, না খাবেনা। কারণ ছেলের অপারেশন করার আগের রাতে দুইটা থেকে খাবার বন্ধ।। ৩৬ ঘন্টা খাবার বন্ধ থাকবে ছেলের।। বউ কাইন্দা কাইন্দা বলে আমার ছেলে কিছু খাই নাই আমি কিভাবে খাই
আপনি খান।।
কারণ আমি তো বাবা হাজার ও কস্ট বুকে নিয়ে থাকতে হবে ।।আল্লাহর অশেষ রহমতে অপারেশন থিয়েটার থেকে ছেলেকে নিয়ে আনলো।। এখন থাকবে অবজারভেশন রুম এ।। এখানে থাকবে একদিন।।
এইভাবে ছেলের তিন তিনটা অপারেশন করা হয়ছে।। একটা করার দুই মাস শেষে আবার আরেকটা।। কোনটা সময় একটু বেশি লাগছে।। এখনও জানিনা ছেলের কিডনির কি অবস্থা।। একটা টেস্টর রিপোর্ট দেখে বুজা যাবে অপারেশন সঠিক হইছে কিনা।।ছেলের বয়স এখন এক বছর দুই মাস।।
সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।।।

29/01/2023

ঘুমিয়ে আছে জান্নাতের পাখি
আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। (আমিন)

09/11/2022

সবার সাহায্যতে হয়তো এই মানুষটার জীবন বেচে যেতে পারে।। সবাইকে শেয়ার করার অনুরোধ করছি।।

05/11/2022
14/10/2022

দৃষ্টি আকর্ষণ -
১ ব্যাগ বি- নেগেটিভ, ২ ব্যাগ ও- নেগেটিভ রক্ত দরকার...

*২২ মাসের একটা বাচ্চার জন্য ১ ব্যাগ বি - নেগেটিভ রক্তের প্রয়োজন। শনিবার (১৫-১০-২২) সকাল ৯ টার মধ্যে । বাবু টার ওপেন হার্ট সার্জারি করানো হবে।
স্থানঃ মিরপুর হার্ট ফাউন্ডেশন (বেড নং ১০)
যোগাযোগঃ +880 19 9028 1838 (রোগীর বাবা)

* এক নানা'র জন্য '২' ব্যাগ ও- নেগেটিভ রক্তের প্রয়োজন। শনিবার (১৫-১০-২২) সকাল ৯ টায় তার ওপেন হার্টের সার্জারী অপারেশন হবে। তার আগের রক্ত টা দরকার।
স্থানঃ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউ, শ্যামলী ( ওয়ার্ড নং ১৬, বেড ৩৮)
যোগাযোগঃ+8801729-555338( রোগীর নাতি)

08/10/2022

মানুষের ভালবাসা কি জিনিস। যতক্ষণ পর্যন্ত আপনি পাবেন না।ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না।।❤️❤️❤️🫶

24/09/2022

Valobasar arek name

31/08/2022

Ma ma..o go ma..

25/08/2022

রাতে ভিক্ষা করে।। খুব অসহায় এই মানুষ টা।। কারণ কি।।

29/07/2022

Amar jan.. Kolizar tukra

25/07/2022

My jan pakhi

18/07/2022

ভালো মানুষের ভাত নাই। খারাপ মানুষের জায়গার অভাব নাই।। একটু বোঝার চেষ্টা করছি, আর কত দিক থেকে আক্রমণ হতে পারে।

প্রথম আক্রমণের কথা হয়তো সবাই ভুলে গেছেন, তাই মনে করিয়ে দিচ্ছি । তারা প্রথম ঝামেলা করল মাওলানা মামুনুল হককে নিয়ে। তাকে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞা দিল, ঠিক সেই সময় তাকে ওয়াজ করার জন্য নড়াইলে আমন্ত্রণ জানানো হলো। নিয়ম অনুযায়ী, যখন ওয়াজ মাহফিল হয়, সেটার পারমিশন দিয়ে থাকে জেলা প্রশাসন, নিরাপত্তার ব্যাপার দেখেন পুলিশ প্রশাসন। অনুমতি দেওয়া বা না দেওয়া অথবা নিরাপত্তার বিষয়ে সংসদ সদস্যের এখানে কোনো দায়িত্ব নাই। জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসন বা আয়োজকদের পক্ষ থেকে থেকে আমাকে বিন্দুমাত্র না জানিয়ে ওয়াজ মাহফিল দেওয়া হলো নোয়াগ্রামে, যেখানে আমার শ্বশুর বাড়ি। বক্তাকে আগেই বলা হলো যে ওয়াজ মাহফিলের অনুমতি নেওয়া আছে, আপনি চলে আসেন। অথচ কালনা ঘাট পর্যন্ত আনার পর তবেই কেবল জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হলো। ঘাট থেকে যখন ওনাকে বলা হলো যে, 'আপনার চিঠি কোথায়?' তিনি দিতে পারলেন না। মাহফিল কর্তৃপক্ষ তখন আমাকে ফোন করে বলল, 'আপনি এই সমস্যা ঠিক করেন।' কথা হলো, তখন এই সমস্যার সমাধান করা কিভাবে সম্ভব? এটা তো পুরোটাই একটা প্রক্রিয়া, যা আরও সাত দিন আগে থেকে করতে হয়!

তখন ওই লোকগুলো বলা শুরু করে দিল, আমি নাকি ওয়াজ মাহফিল হতে দিচ্ছি না। পুরো খেলাটা খেলেছে এমন ভাবে, তাকে আমার নির্বাচনী এলাকায়- আমার শ্বশুরবাড়ি এলাকায় এনে সরকারের কাছে প্রমাণ করতে চেয়েছে যে, আমি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মানছি না। আর যদি না আসতে পারে, তাহলে প্রচার করা হবে যে, মাশরাফী ওয়াজ করতে দেয় না। দুই দিক থেকেই তাদের জয়। আর দুই পক্ষের কাছেই আমাকে খারাপ বানাবে।

তবে যাই হোক, আল্লাহ মালিক, সত্য আর চাপা থাকে নি। সবাই কম-বেশি জেনেছে সত্যিটা, আর যারা জানে না,তারা ভুল বুঝেই আছেন।

এবার উল্টো খেলা খেলল তারা। সনাতন ধর্মাবলম্বী মানুষদের উপর আক্রমণ করে তাদেরকে বিপদে ফেলা, পাশাপাশি আমাকেও বিপদে ঠেলে দেওয়া।

এমনকি, কিছুদিন আগে কালিয়ার মির্জাপুরে সম্মানিত একজন শিক্ষককে অপমানের ঘটনায়ও আমাকে জড়ানোর চেষ্টা করা হয়েছে, অথচ ওটা আমার নির্বাচনী আসনের ভেতরই নয়।

যাক, আপনারা সব তো করলেন। এবার আপনাদের কাছে একটা অনুরোধ, পেছন থেকে আঘাত করতে করতে আপনারা ক্লান্ত হয়ে যাবেন। তো আসুন, সামনে থেকে আঘাত করুন। আমার সঙ্গে সরাসরি লড়াই করুন। আমি সাধুবাদ জানাব।

কিন্তু আমাকে ভোগানোর জন্য দয়া করে সাধারণ ও অসহায় মানুষদের আর ক্ষতি করবেন না। মানুষকে শান্তিতে থাকতে দিন, লড়াই আমার সঙ্গে করুন।

আমি জানি, নড়াইলে রাজনীতি যাদের কাছে পেশা, তাদের কাছে আমি এখন নেশা...

18/07/2022

একটু বোঝার চেষ্টা করছি, আর কত দিক থেকে আক্রমণ হতে পারে।

প্রথম আক্রমণের কথা হয়তো সবাই ভুলে গেছেন, তাই মনে করিয়ে দিচ্ছি । তারা প্রথম ঝামেলা করল মাওলানা মামুনুল হককে নিয়ে। তাকে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞা দিল, ঠিক সেই সময় তাকে ওয়াজ করার জন্য নড়াইলে আমন্ত্রণ জানানো হলো। নিয়ম অনুযায়ী, যখন ওয়াজ মাহফিল হয়, সেটার পারমিশন দিয়ে থাকে জেলা প্রশাসন, নিরাপত্তার ব্যাপার দেখেন পুলিশ প্রশাসন। অনুমতি দেওয়া বা না দেওয়া অথবা নিরাপত্তার বিষয়ে সংসদ সদস্যের এখানে কোনো দায়িত্ব নাই। জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসন বা আয়োজকদের পক্ষ থেকে থেকে আমাকে বিন্দুমাত্র না জানিয়ে ওয়াজ মাহফিল দেওয়া হলো নোয়াগ্রামে, যেখানে আমার শ্বশুর বাড়ি। বক্তাকে আগেই বলা হলো যে ওয়াজ মাহফিলের অনুমতি নেওয়া আছে, আপনি চলে আসেন। অথচ কালনা ঘাট পর্যন্ত আনার পর তবেই কেবল জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হলো। ঘাট থেকে যখন ওনাকে বলা হলো যে, 'আপনার চিঠি কোথায়?' তিনি দিতে পারলেন না। মাহফিল কর্তৃপক্ষ তখন আমাকে ফোন করে বলল, 'আপনি এই সমস্যা ঠিক করেন।' কথা হলো, তখন এই সমস্যার সমাধান করা কিভাবে সম্ভব? এটা তো পুরোটাই একটা প্রক্রিয়া, যা আরও সাত দিন আগে থেকে করতে হয়!

তখন ওই লোকগুলো বলা শুরু করে দিল, আমি নাকি ওয়াজ মাহফিল হতে দিচ্ছি না। পুরো খেলাটা খেলেছে এমন ভাবে, তাকে আমার নির্বাচনী এলাকায়- আমার শ্বশুরবাড়ি এলাকায় এনে সরকারের কাছে প্রমাণ করতে চেয়েছে যে, আমি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মানছি না। আর যদি না আসতে পারে, তাহলে প্রচার করা হবে যে, মাশরাফী ওয়াজ করতে দেয় না। দুই দিক থেকেই তাদের জয়। আর দুই পক্ষের কাছেই আমাকে খারাপ বানাবে।

তবে যাই হোক, আল্লাহ মালিক, সত্য আর চাপা থাকে নি। সবাই কম-বেশি জেনেছে সত্যিটা, আর যারা জানে না,তারা ভুল বুঝেই আছেন।

এবার উল্টো খেলা খেলল তারা। সনাতন ধর্মাবলম্বী মানুষদের উপর আক্রমণ করে তাদেরকে বিপদে ফেলা, পাশাপাশি আমাকেও বিপদে ঠেলে দেওয়া।

এমনকি, কিছুদিন আগে কালিয়ার মির্জাপুরে সম্মানিত একজন শিক্ষককে অপমানের ঘটনায়ও আমাকে জড়ানোর চেষ্টা করা হয়েছে, অথচ ওটা আমার নির্বাচনী আসনের ভেতরই নয়।

যাক, আপনারা সব তো করলেন। এবার আপনাদের কাছে একটা অনুরোধ, পেছন থেকে আঘাত করতে করতে আপনারা ক্লান্ত হয়ে যাবেন। তো আসুন, সামনে থেকে আঘাত করুন। আমার সঙ্গে সরাসরি লড়াই করুন। আমি সাধুবাদ জানাব।

কিন্তু আমাকে ভোগানোর জন্য দয়া করে সাধারণ ও অসহায় মানুষদের আর ক্ষতি করবেন না। মানুষকে শান্তিতে থাকতে দিন, লড়াই আমার সঙ্গে করুন।

আমি জানি, নড়াইলে রাজনীতি যাদের কাছে পেশা, তাদের কাছে আমি এখন নেশা...এটা আমার কথা নয়। মাশরাফির কথা।।ভালো মানুষ থাকতে পারে না বেশিদিন পৃথিবীতে।। এটাই বাস্তব

06/07/2022

তাহলে কি বিরাট কোহলির ক্যারিয়ার এখানেই শেষ

06/07/2022
06/07/2022

ইন্ডিয়া বাঁশ খাইলে আমার কাছে খুব ভালো লাগে তাই তাদের নিয়ে কিছু কথা ইন্ডিয়া বাঁশখালী আমার কাছে খুব ভালো লাগে তাই তাদের নিয়ে কিছু কথা

06/07/2022

পুরানো দিনের কিছু ছবি

04/07/2022

নোয়াখালী তে নাকি জামাই আদর বেশি করে।।আসলে কি সত্যি।।

01/07/2022

পদ্মা সেতুর কিছু ভিডিও

01/07/2022

না আসলে বুঝতাম না এতো সুন্দর পদ্মা সেতু

01/07/2022

সত্যি পদ্মা সেতু অনেক সুন্দর

01/07/2022

পদ্মা সেতু যাওয়ার আগের মুহূর্ত

26/06/2022

কলিজা বাবা

24/06/2022

খিদা লাগলে মানুষ কি না করে।।আল্লাহ সবাইকে রক্ষা করুন

23/06/2022

নিয়তি তোরে সালাম।।

21/06/2022

এতো খাবার কি খাওয়া যায়

21/06/2022

pagli meye koi ki....sunen apnara

Photos from Adil ahanaf nur bd's post 18/06/2022

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ সিলেটের পাশেই আছে পুরো বাংলাদেশ। আসুন, এই সংকটময় পরিস্থিতিতে সবাই প্রার্থনায় রাখি সিলেটকে।

Bangladesh is now beside the flood-hit Sylhet. Let’s all pray for Sylhet in this critical situation and help with what we can..

17/06/2022

দুইজনের কিডনির অপারেশন হয়ছে সবাই দোয়া করবেন তাদের জন্য। আল্লাহ যেনো সুস্থতা দান করে।।

Photos from Adil ahanaf nur bd's post 06/06/2022

ভিক্ষুকের মত নির্লজ্জ ভাবে পায়ে ধরে শুধুই শেয়ার টা ভিক্ষা চাচ্ছি। সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করুন
আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো বিত্তবান, দানশীল ও দ্বীনদার ব্যক্তির নজরে আসবেই ইনশাআল্লাহ
ফেতরা বা যাকাত হিসাবে
হৃদয় বান ব্যক্তিরা দয়া করে এগিয়ে আসুন,,,আমার মেয়ের অবস্থা খুব খুব খারাপের দিকে ভাই একটু দয়া করুন প্লিজ আমার মেয়ের চিকিৎসা সম্পন্ন করতে ভাই একটু দয়া করুন প্লিজ ভাই আমি একজন এতিম অসহায় বাবা হয়ে আপনাদের সবার দুটি পায়ে ধরে আমার মেয়ের জীবন বাঁচাতে একটু ভিক্ষা চাইছি ভাই দয়া করুন প্লিজ সবাই মিলে ভাই আমার মেয়ের জীবন বাঁচাতে ভাই যে যতো টুকু পারেন একটু ভিক্ষা দেন ভাই ১০/২০/৫০/ করে আমার মাসুম অসুস্থ মেয়ের জীবন বাঁচাতে চিকিৎসার জন্য ভাই একটু দয়া করুন ভাই প্লিজ আমার বিকাশ নাম্বার পার্সোনাল 0190536039.// আমার বিকাশ নাম্বার পার্সোনাল 0131361535.// আমার নগদ নাম্বার পার্সোনাল 0131361535.// আমার ব্যাংক একাউন্ট নাম্বার মোঃ ফরিদুল ইসলাম হিসাব নাম্বার 0200059098. অগ্রণী ব্যাংক শ্যামলী শাখা ভাই সবাই মিলে একটু সাহায্য ভিক্ষা দেন ভাই প্লিজ আমার মেয়ের জীবন বাঁচাতে ভাই

31/05/2022

Allah sob kichur malik.. amar babu khub oshusto. Sobai dowa korben

Want your public figure to be the top-listed Public Figure in Lakshmipur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Category

Website

Address


Chittagong
Lakshmipur

Other Public Figures in Lakshmipur (show all)
Anowar Official Anowar Official
Lakshmipur

Life is Love

Samim_FF_100k Samim_FF_100k
Lakshmipur

মাশাআল্লাহ

Mahedi Hasan Mahedi Hasan
Lakshmipur

📿لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّه 🕋 আসসালামু আলাইকুম

JinnAt lifestyle JinnAt lifestyle
Lakshmipur
Lakshmipur

ī Łøvě Äłłâh الله عظيم

Nahid A***n Nahid A***n
Lakshmipur
Lakshmipur, 62443

writer

BD 17 Top Up page BD 17 Top Up page
Piharpur
Lakshmipur

I am mehedi hassan jisan.

Pk mix Pk mix
Chittagong Lakshmipur
Lakshmipur

*super market * *of oman in al-duqm *$$$

Motiur Rohman arif Motiur Rohman arif
3 No Word 15 No Laharkandi, Sodor Lakshmipur
Lakshmipur

I am Motiur arif.I am a student Honours bangla Department at lakshmipur government College.

Fruits Challenge BD Fruits Challenge BD
Lakshmipur

আসসালামু আলাইকুম ৷ সবাই আমার page ke Follow দিয়ে পাসে থাকবেন

Ashraful Islam official Ashraful Islam official
Bhowanigonj Ml High School
Lakshmipur

Kireee bhai Kireee bhai
Lakshmipur

আসসালামু আলাইকুম সবাই ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ।

Fake Loveシ︎ Fake Loveシ︎
আমাদের Facebook পেজকে ফলো
Lakshmipur, HTTPS://WWW.YOUTUBE.COM/CHANNEL/UC9SZH3OMJPEZUQODXHPDQNW

https://youtube.com/channel/UC9szh3omJPezUqoDxHpDqNw