Wellcome To The Official Facebook Page of Govt. Aditmari Girija Sankar Model School & College.
লালমনিরহাট জেলাধীন আদিতমারী উপজেলা সদরে জেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজটি লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে মনোরম পরিবেশে অবস্থিত। উনিশ শতকের মাঝামাঝি সময়ে তৎকালীন পাকিস্তান জাতীয় সংসদ সদস্য স্বর্গীয় কান্তেশ্বর বর্মণ ভাদাই ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মরহুম আব্দুর রশীদ চৌধুরী ও মরহুম উজির মামুদ এবং এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যাক্তি
বর্গের সাহায্য-সহযোগীতায় তাঁর শিক্ষাগুরু কাকিনা মহিমা রঞ্জন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বর্গীয় গিরিজা শংকরের নামে মরহুম উজির মামুদের বাড়িতে অবস্থিত আদিতমারী উচ্চ প্রাইমারী বিদ্যালয়ের ঘরটি স্থানান্তর করে ভাদাই ইউনিয়ন বোর্ডের অফিস গৃহের সাথে সংযুক্ত করে ১৯৪২ সালে ভাদাই গিরিজা শংকর মধ্য ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ১৯৪৫ সালে ভাদাই গিরিজা শংকর মধ্য ইংরেজি বিদ্যালয় স্বীকৃতি লাভ করে। ১৯৫৭ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চালু হয় এবং ১৯৬৬ সালে শিক্ষার্থীরা প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ২০০২ সালে ভাদাই গিরিজা শংকর উচ্চ বিদ্যালয়ের নাম আংশিক পরিবর্তন করে আদিতমারী গিরিজা শংকর উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয়।২০১০ সালে প্রতিষ্ঠানটি আদিতমারী গিরিজা শংকর মডেল উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয়। ২০১১ সালে মডেল প্রকল্পের শর্তানুযায়ী ও মরহুম মজিবর রহমান এমপি স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাদশ শ্রেণি চালু করে আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজে রুপান্তরিত হয়। ২০১৭ সালে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় সম্মতি ও নির্দেশনায় আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজ জাতীয়করণের তালিকাভুক্ত হয়।২০১৭ সালে ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল আপ্রান চেষ্টা করে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগের পাঠদানের অনুমুতি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি নিয়ে আসেন। ২০১৮ সালের ২৫ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজটি সরকারিকরণ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। প্রতিষ্ঠালগ্ন থেকে নানা চড়াই- উৎরাই পেরিয়ে প্রতিষ্ঠানটি আজ স্বনামধন্য এবং আদিতমারী অঞ্চলে শিক্ষা বিস্তারে আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। সাধারণ শিক্ষার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রমে উক্ত প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রতিযোগিতায় এবং জাতীয় পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রেখেছে।
প্রতিষ্ঠান সর্ম্পকিত কিছু তথ্যাবলি:
ই আই আই এনঃ ১২২৭১৭
কলেজ কোডঃ ৭৪৫০, বিদ্যালয় কোডঃ ৭৩৭৫, ভোকেশনাল কোডঃ ১৫০০৮।
ইমেইল : [email protected]
ওয়েবসাইট : www.gagsmsc.edu.bd
প্রধান শিক্ষক ও প্রশাসনিক প্রধান :
জনাব শওকাত আরা সিদ্দিকা
০১৭১৯৭৭০৬২৯
সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ
Dhaknai technical and BM college is one of the best collage in lalmonirhat.
It's a very good college for any student.if you want true your dream please admission in Dhaknai techni...