Dream Life Foundation

Dream Life Foundation

ড্রীম লাইফ ফাউন্ডেশন এর কার্যক্রম -
১. মানবিক রক্ত ব্যাংক
২. ড্রীম লাইফ একাডেমি
৩. প্রি-স্কুল

24/10/2023

শুভ জন্মদিন ওয়াহিদুজ্জামান, নির্বাহী সদস্য মানবিক ফাউন্ডেশন

23/10/2023
23/10/2023

মানবিক ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা জনাব বাসুদেব গাংগুলী ( সাবেক অতিরিক্ত সচিব) এর কাছ থেকে মেধাবী শিক্ষার্থী সন্মাননা ক্রেস্ট নিচ্ছেন।

23/10/2023

মানবিক ফাউন্ডেশন এর নিবেদিত প্রান, ফ্রান্স প্রবাসী শওকত হোসেন।

Photos from মানবিক ফাউন্ডেশন's post 22/10/2023

মানবিক ফাউন্ডেশন এর সহযোগী প্রতিষ্ঠান মানবিক স্কুলের ২০২৩ -২০২৪ ও ২০২৪-২০২৫
পরিচালনা পর্ষদ ঘোষণা উপলক্ষে আন্ত:স্কুল কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানবিক ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা জনাব বাসুদেব গাঙ্গুলী ( সাবেক অতিরিক্ত স্বাস্থ্য সচিব) জনাব বাবু হরিপদ দাস ( সাবেক প্রধান শিক্ষক কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়, উপদেষ্টা - মানবিক স্কুল) সিরাজুল ইসলাম আবুল হাওলাদার ( চেয়ারম্যান ঝাউদি ইউনিয়ন পরিষদ, সভাপতি - মানবিক স্কুল)
মনিরুজ্জামান হাওলাদার ( সাবেক চেয়ারম্যান আলিনগর ইউপি, পরিচালক - কারশা) জনাব রেজা মাহমুদ মিঠু ( প্রতিষ্ঠাতা সভাপতি - মানবিক ফাউন্ডেশন)
জনাব গোলাম সরোয়ার ( পরিচালক - মানবিক স্কুল)
মানবিক ফাউন্ডেশন এর নির্বাহী সদস্য, শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী এবং অতিথি বৃন্দ।

Photos from মানবিক স্কুল's post 21/10/2023
Photos from মানবিক ফাউন্ডেশন's post 19/10/2023

একটি মানবিক আবেদন।
মৃত হালান হাওলাদার এর সহধর্মিণী
পায়ে পচন ধরছে, দুইবার পা কাটা হয়েছে, আবার কাটা লাগবে, তার কোনো সন্তান নেই, দেখার মতো কেউ নেই। সমাজের লোকজন টাকা তুলে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। সকলের কাছে সাহায্য চেয়েছেন। তার বাড়ি মাদারীপুর জেলার, কালকিনি পৌরসভার ৬ নং ওয়ার্ড, লক্ষীপুর পখীরা গ্রামে। তিনি ভিক্ষা করে জীবন ধারন করতেন। এখন পুরো অসহায় -- জীবন-যাপন করছেন।
বরিশাল মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছে

সাহায্য পাঠানোর মাধ্যম
রেজা মাহমুদ মিঠু, সভাপতি - মানবিক ফাউন্ডেশন
বিকাশ ও নগদ ০১৭১৬৬৩৬২১৬

16/10/2023

সম্মানিত সুধীবৃন্দ,
আসসালামুয়ালাইকুম।

আগামীকাল ১৬/১০/২০২৩ইং রোজ: সোমবার। বিকেল ৩টা থেকে ৫.৩০ পর্যন্ত। "মানবিক রক্ত ব্যাংক" এর ৫৯ তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হবে।

লোকেশনঃ তালতলা বাজারের পরে ব্রিজ সংলগ্ন।

উক্ত ক্যাম্পেইনে সকল স্বেচ্ছাসেবীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

অনুরোধক্রমে,
মো: আরিফুল ইসলাম।
সভাপতি - কেন্দ্রীয় কমেটি,
মানবিক রক্ত ব্যাংক।

14/10/2023

প্রতিষ্ঠা সভাপতি জনাব রেজা মাহমুদ মিঠু
একজন দরিদ্র ভাই কে সুদমুক্ত ঋণের মাধ্যেমে ভ্যান কিনে দেন। সুদ মুক্ত সমাজ গড়ার প্রত্যয়--

Photos from মানবিক ফাউন্ডেশন's post 09/10/2023

মানবিক ফাউন্ডেশন এর সহ সভাপতি মানবিক স্কুল এর পরিচালক জনাব Saroar Hossain ডেংগু জ্বরে আক্রান্ত। সবার দোয়া চেয়েছেন। মহান আল্লাহ দায়িত্বশীল ভাইকে দ্রুত সুস্থ করে দিন।

Photos from মানবিক রক্ত ব্যাংক's post 03/10/2023
Photos from মানবিক ফাউন্ডেশন's post 03/10/2023

মানবিক রক্ত ব্যাংক এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়।

"সেচ্ছায় করি রক্ত দান হাসবে রোগী বাঁচবে প্রাণ" এই শ্লোগানকে সামনে রেখে ২৯ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার দিনব্যাপী মাদারীপুরের জেলা শিল্পকলা একাডেমিতে হয়ে গেল মানবিক ফাউন্ডেশন এর সহযোগী সংগঠন মানবিক রক্ত ব্যাংকের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও সেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রেলি, শুভেচ্ছা বক্তব্য , অতিথিদের বক্তব্য, যাদুপ্রর্দশন, সন্মাননা প্রদান, রেফেল ড্র, অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মানবিক রক্ত ব্যাংক এর ৮ টি বিভাগ এর শতাধিক সেচ্ছাসেবী সংগঠন এ-ই মিলন মেলায় অংশগ্রহণ করেন। তবে রংপুর ও বরিশাল বিভাগের স্বেচ্ছাসেবীদের উপস্থিতি চোখে পড়ার মতো।
প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মানবিক ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা, সাবেক অতিরিক্ত সচিব জনাম বাসুদেব গাংগুলী,প্রতিষ্ঠা পরিচালক রেজা মাহমুদ মিঠু, প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম, আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ জনাব জামান মিয়া ( মাদারীপুর সরকারি কলেজ) জনাব বাবু হরিপদ দাস ( উপদেষ্টা, মানবিক স্কুল)
জনাব মনিরুজ্জামান ( উপদেষ্টা, মানবিক রক্ত ব্যাংক) জনাব মোহাম্মদ হায়দার আলী ( উপদেষ্টা মানবিক স্কুল) , জনাব মনিরুজ্জামান হাওলাদার ( পরিচালক, কারসা) জনাব জহিরুল ইসলাম খান ( উপদেষ্টা, মাদারীপুর জেলা) , জনাবা প্রিয়া ( উপদেষ্টা, বরিশাল বিভাগ) জনাব গোলাম সরোয়ার ( পরিচালক, মানবিক স্কুল) , জনাব প্রকৌশলী মুস্তাফিজুর রহমান ( অধ্যক্ষ, মানবিক স্কুল) সহ বিভাগীয় ও জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দায়িত্বশীল স্বেচ্ছাসেবীগন।
বাস্তবায়নে মূখ্য ভূমিকা পালন করেন,জনাব হাসিবুর রহমান, জনাব ইসহাক হুসাইন, তিলক বালা, শামিমা ইতি, তাজিন আফরিন, চুন্নু মিয়া, রাসেল সহ তাদের টিম

03/10/2023

মানবিক রক্ত ব্যাংক এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়।

"সেচ্ছায় করি রক্ত দান হাসবে রোগী বাঁচবে প্রাণ" এই শ্লোগানকে সামনে রেখে ২৯ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার দিনব্যাপী মাদারীপুরের জেলা শিল্পকলা একাডেমিতে হয়ে গেল মানবিক ফাউন্ডেশন এর সহযোগী সংগঠন মানবিক রক্ত ব্যাংকের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও সেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রেলি, শুভেচ্ছা বক্তব্য , অতিথিদের বক্তব্য, যাদুপ্রর্দশন, সন্মাননা প্রদান, রেফেল ড্র, অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মানবিক রক্ত ব্যাংক এর ৮ টি বিভাগ এর শতাধিক সেচ্ছাসেবী সংগঠন এ-ই মিলন মেলায় অংশগ্রহণ করেন। তবে রংপুর ও বরিশাল বিভাগের স্বেচ্ছাসেবীদের উপস্থিতি চোখে পড়ার মতো।
প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মানবিক ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা, সাবেক অতিরিক্ত সচিব জনাম বাসুদেব গাংগুলী,প্রতিষ্ঠা পরিচালক রেজা মাহমুদ মিঠু, প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম, আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ জনাব জামান মিয়া ( মাদারীপুর সরকারি কলেজ) জনাব বাবু হরিপদ দাস ( উপদেষ্টা, মানবিক স্কুল)
জনাব মনিরুজ্জামান ( উপদেষ্টা, মানবিক রক্ত ব্যাংক) জনাব মোহাম্মদ হায়দার আলী ( উপদেষ্টা মানবিক স্কুল) , জনাব মনিরুজ্জামান হাওলাদার ( পরিচালক, কারসা) জনাব জহিরুল ইসলাম খান ( উপদেষ্টা, মাদারীপুর জেলা) , জনাবা প্রিয়া ( উপদেষ্টা, বরিশাল বিভাগ) জনাব গোলাম সরোয়ার ( পরিচালক, মানবিক স্কুল) , জনাব প্রকৌশলী মুস্তাফিজুর রহমান ( অধ্যক্ষ, মানবিক স্কুল) সহ বিভাগীয় ও জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দায়িত্বশীল স্বেচ্ছাসেবীগন।
বাস্তবায়নে মূখ্য ভূমিকা পালন করেন,জনাব হাসিবুর রহমান, জনাব ইসহাক হুসাইন, তিলক বালা, শামিমা ইতি, তাজিন আফরিন, চুন্নু মিয়া, রাসেল সহ তাদের টিম

18/09/2023

ভালো কাজে কেউ উৎসাহ দেয় না বরং বাধা দেয় আবার মাদক ব্যবসায়ীদের কেউ মাদক বিক্রি করতে নিষেধ করে না। বরং সমাজ ধ্বংস করতে নিরবে সাহায্য করে।
-রেজা মাহমুদ মিঠু
প্রতিষ্ঠা সভাপতি
মানবিক ফাউন্ডেশন

19/08/2023

আলহামদুলিল্লাহ
শুকরিয়া মহান আল্লাহ নিকট, যিনি আমাদেরলে মানবিক কাজে নিয়োজিত করেছেন। মানবিক ফাউন্ডেশন এর নির্বাহী সদস্য জনাব জুয়েল হাসান, জনাব আতাউর রহমান , জনাব সঞ্জয় সমাদার , জনাব দিপাংকর দাস দিপু ও মানবিক রক্ত ব্যাংক এর সন্মানিত উপদেষ্টা জনাব সুজন সরকার ( অতিরিক্ত পুলিশ সুপার, মানিকগঞ্জ) এরসাথে ফাউন্ডেশন এর কার্যক্রম নিয়ে আলোচনা হয়, মানবিক রক্ত ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে আলোচনা হয়। তিনি প্রতিষ্ঠা বার্ষিকীতে থাকবেন বলে জানিয়েছেন।

03/08/2023

৪১তম বিসিএসে সহকারি ডেন্টাল সার্জন হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, মানবিক ফাউন্ডেশন এর সহযোগী প্রতিষ্ঠান মানবিক স্কুল এর নির্বাহী সদস্য ও মানবিক ক্লিনিক এর পরিচালক জনাব শাহিদ হোসেন।

শুভকামনা রইল

Photos from মানবিক ফাউন্ডেশন's post 19/04/2023

মানবিক ফাউন্ডেশন
পশ্চিম লক্ষিপুর পখীরা শাখা কর্তৃক আয়োজিত ইফতার পার্টি। উল্লেখ্য গ্রামের ৩৬ টি পরিবারে ইফতার পৌছানো ও ১০০ জন ইফতার করানো হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবিক ফাউন্ডেশন এর সন্মানিত সভাপতি জনাব রেজা মাহমুদ মিঠু
ও শখার দায়িত্বশীল ভাইয়েরা।

Photos from মানবিক ফাউন্ডেশন's post 19/04/2023

আসসালামু আলাইকুম
মানবিক ফাউন্ডেশন এর অঙ্গ প্রতিষ্ঠান মানবিক স্কুল কর্তৃক আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, দরিদ্র ও মেধাবীদের শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান করা হয় এবং মাদারীপুর সরকারি কলেজ থেকে ২০২২-২৩ সেশনে চান্সপ্রাপ্ত মেডিকেল শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
মাদারীপুর জেলার, ঝাউদি ইউনিয়ন এর সুযোগ্য চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম আবুল হাওলাদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মানবিক ফাউন্ডেশন এর সন্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব রেজা মাহমুদ মিঠু।
সভাপতিত্ব করেন মানবিক স্কুলের ম্যানেজিং কমিটির সন্মানিত সভাপতি জনাব গোলাম সরোয়ার, মানবিক স্কুলের সুযোগ্য অধ্যক্ষ প্রকৌশলী মুস্তাফিজুর রহমান । নির্বাহী সদস্য আবু হানিফ, হাফিজুর রহমান, মোহাম্মদ কাউসার,সহ স্কুলের সাথে সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। আরো উপস্থিত ছিলেন মানবিক রক্ত ব্যাংক এর মাদারীপুর জেলার দায়িত্বশীল ব্যক্তিবর্গ। মানবিক ফাউন্ডেশন এর শুভাকাঙ্ক্ষী।
এছাড়াও উপস্থিত ছিলেন বুয়েট রুয়েট, চুয়েট, ঢাবি, চবি,জাবি,জবি, বুটেক্স এর সাবেক ও বর্তমান অধ্যায়নরত মানবিক স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ।

Photos from মানবিক ফাউন্ডেশন's post 04/04/2023

আলহামদুলিল্লাহ
মানবিক ফাউন্ডেশন এর সৌজন্যে "বাইতুস সুন্নাহ মাদ্রাসা কালীগঞ্জ " ২০ জন এতিম ছাত্রদের মাঝে কুরআন শরীফ বিনা মূল্যে বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন মানবিক ফাউন্ডেশন এর সন্মানিত সভাপতি Reza Mahmud Mithu , মানবিক রক্ত ব্যাংক মাদারীপুর জেলার সন্মানিত সভাপতি মাওলানা আব্দুল কাদের Zilany SK , সাধারণ সম্পাদক সন্মানিত ইসহাক হুসাইন। মানবিক স্কুল এর সন্মানিত অধ্যক্ষ প্রকৌশলী মুস্তাফিজুর রহমান।
মহান আপনার দেয়া দান কে কবুল করুন। আপনার কষ্টের টাকা সঠিক ভাবে দান করা হবে ইনশাআল্লাহ।

27/03/2023

- শ্বশুর বাড়ি থেকে ইফতার ভিক্ষা করবেন না!
ইফতারের অভাব হলে (আস্ সুন্নাহ্) ফাউন্ডেশনে যোগাযোগ করুন।

- শায়েখ আহমাদুল্লাহ।

26/03/2023

-ইফতার তৈরীতে স্ত্রীকে

সহযোগীতা করুন

19/03/2023

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১৬ জন।

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলে ১৪ জন যাত্রীর প্রাণহানি হয়েছে।

হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০।
রোববার (১৯ মার্চ) সকালে মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

মানবিক রক্ত ব্যাংক পরিবারের সকল স্বেচ্ছাসেবীদের আহতদের রক্তের প্রয়োজন হলে সেখানে গুরুত্ব সহকারে যোগাযোগ রাখার জন্য অনুরোধ করছি।

27/12/2022

#ভর্তি চলছে

মানবিক ফাউন্ডেশন এর সহযোগী প্রতিষ্ঠান মানবিক স্কুল ।

মানবিক স্কুল কি ?

মানবিক স্কুল হচ্ছে মেধা তৈরী করা এবং মেধাবীদের সঠিক গাইড লাইনের মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহনের পথ দেখান। এক কথায় মেধাবী গড়ার কারিগর।

মানবিক স্কুল কেন ?

অনেক মেধাবী ছাত্র-ছাত্রীরা সঠিক গাইড-লাইন ও অর্থনৈতিক সমস্যার কারনে উচ্চ শিক্ষা গ্রহন করতে পারে না। তাই তাদের উচ্চ শিক্ষা গ্রহনে সহায়তা করা।

মানবিক স্কুলে আপনার সন্তানকে ভর্তি করাবেন কেন ?

মানবিক স্কুলে আপনার সন্তানকে ভর্তি করালে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পুরো দায়িত্ব আমাদের।

মানবিক স্কুলের বৈশিষ্ট কি?

১.মানবিক স্কুলে রয়েছে বুয়েক, রুয়েট, চুয়েক, কুয়েক, ঢাবি, মেডিকেল, বুটেক্স, কৃষি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া একঝাক মেধাবী শিক্ষক।

২. মানবিক স্কুলে রয়েছে যোগ্য+শিক্ষিত উপদেষ্টা মন্ডলী ও ম্যানেজিং কমিটি।

#মানবিক স্কুল #কোথায় অবস্থিত?

মানবিক স্কুলের
স্কুল শাখা--মাদ্রা
কলেজ শাখা--মাদারীপুর।

মানবিক স্কুলের সন্মানিত উপদেষ্টা মন্ডলী --
১. সাইফুল হাসান বাদল (প্রধান উপদেষ্টা)
সচিব, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রানালয়
২.বাসুদেব গাঙ্গুলী
অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত)
৩. বাবু হরিপদ দাস
প্রধান শিক্ষক, কালীগঞ্জ উচ্চ বিদ্যালয় (অবসরপ্রাপ্ত)
৪.মো. আব্দুর গফুর
জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত)
৫. আ. সালাম মোল্লা
বিশিষ্ট ব্যাবসায়ী
৬.মো. হায়দার আলী
অবসরপ্রাপ্ত শিক্ষক
৭. সোহরব হোসেন কিরন
প্রধান শিক্ষক, কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়
৮. কাজী ওবায়দুর রহমান
প্রধান শিক্ষক, মাদ্রা উচ্চ বিদ্যালয়
৯. আবদুল কুদ্দুস
প্রধান শিক্ষক, কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়
১০আহাদুজ্জামান নাহিদ
সহকারী অধ্যাপক, বুয়েট
১১. মো. কামরুল হোসাইন
পুলিশ পরিদর্শক (তদন্ত)

মানবিক স্কুলের সন্মানিত শিক্ষক মন্ডলী ঃ
১. অধ্যক্ষ - প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক- আরা ফেব্রিক্স লি. (বুটেক্স)
২. মো. আহাদ হোসেন (চট্রগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, প্রভাষক- হামদর্দ বিশ্ববিদ্যালয়, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং)
৩. ডা. শাহিদ (এম বি বি এস )
৪. মোহাম্মাদ শিমুল হোসেন (সলিমুল্লাহ মেডিকেল কলেজ-অধ্যয়নরত)
৫. আবু সায়েম (ঢাকা বিশ্ববিদ্যালয়-অধ্যয়নরত )
৬. সুমন কাজী (ঢাকা বিশ্ববিদ্যালয়-অধ্যয়নরত)
৭. রাকিব (জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়-অধ্যয়নরত)
৮. নাজমুল নোমান (নওগাঁ মেডিকেল কলেজ-অধ্যয়নরত)
৯. ওমার ফারুক (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)
১০. মো. আক্তার হোসেন (চট্রগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় -অধ্যয়নরত)
১১. আরাফাত হোসেন ( শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -অধ্যয়নরত)
১২. আব্দুল আহাদ (ঢাকা বিশ্ববিদ্যালয়-অধ্যয়নরত)১৩. সাবিনা ইয়াসমিন (ইডেন কলেজ- অধ্যয়নরত)
১৪. আফরিন (বিএসসি নার্সিং)
১৫. জহিরুল ইসলাম ( রাজশাহী বিশ্ববিদ্যালয় –অধ্যয়নরত)
১৬. আব্দুস সামাদ (মাদারীপুর সরকারি কলেজ, অধ্যয়নরত)
১৭. মোহাম্মাদ ইমরান হোসেন (মাদারীপুর সরকারি কলেজ- অধ্যয়নরত)
১৮. শহিদুল ইসলাম (ইংরেজীশিক্ষক, টেকেরহাট উচ্চ বিদ্যালয়)
১৯. শরীতুল ইসলাম (ফরিদপুর ইন্ঞ্জিনিয়ারি কলেজ- অধ্যয়নরত)
২০. মুনাস মাহমুদ (ঢাকা বিশ্ববিদ্যালয়- অধ্যয়নরত)।
২১. শাহীন হোসেন (মাদারীপুর সরকারি কলেজ)

15/12/2022

দাতা সদস্যদের আর্থিক অনুদানে তিন বাড়ির মানুষের কষ্টের অবসান হলো

28/11/2022

নিয়োগ বিজ্ঞপ্তি ঃ

১.কাষ্টঘর কাশিম্পুর হাফেজিয়া মাদ্রাসায় ১ জন শিক্ষক নিয়োগ হবে,
অভিজ্ঞতা ঃ হেফজ্ব করানোর অভিজ্ঞতা কমপক্ষে ৫ বছর,
শিক্ষাগত যোগ্যতা ঃ হাফেজ ও মাওলানা
বেতন ১৪০০০- ১৬০০০ টাকা

২. কাষ্টঘর কাশিমপুর জামে মসজিদ এ ০১ জন ঈমাম নিয়োগ হবে।
অভিজ্ঞতা ঃ নূরানী পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে
শিক্ষাগত যোগ্যতা ঃ হাফেজ ও নূরানী পড়ানোর ট্রেনিং থাকতে হবে
বেতন ঃ ৮০০০-১০০০০ টাকা

আগ্রহীগন যোগাযোগ করুন
Moniruzzaman Zaman
সভাপতি, কাষ্টঘর কাশিমপুর হাফেজিয়া মাদ্রাসা
মোবাইল ঃ +8801728937407

26/11/2022

অদ্য ২৬-১১-২০২২ তারিখে মানবিক রক্ত ব্যাংক এর কেন্দ্রীয় কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো এবং নতুন আহবায়ক কমিটি ঘোষণা দেয়া হলো

07/08/2022

সমাজে যার টাকা আছে তার মানবিক কাজ করা ইচ্ছে নেই, আর যার টাকা নেই তার মানবিক কাজে ঝাপিয়ে পরার প্রবল ইচ্ছে। অনেক স্বেচ্ছাসেবী মানবিক কাজে নিজেকে বিলিয়ে দিচ্ছেন, আবার জীবিকার জন্য, পরিবারের দায়িত্ব পালন করার জন্য নিজেকে গুটিয়ে নিচ্ছেন। আসলে সবই পরিস্থিতির স্বীকার। মাদারীপুর জেলায় যতোগুলো স্বেচ্ছাসেবী সংগঠন আছে, যতো স্বেচ্ছাসেবী আছে, জুয়েল কে চিনে না এমন স্বেচ্ছাসেবী হয়তো পাওয়া যাবে না। হটাৎ করেই জুয়েল এর প্রবাসে যাওয়ার কথা শুনে বিস্মিত হয়েছি।
মানবিক রক্ত ব্যাংক এর একজন নিবেদিত প্রান ছিলো জুয়েল। ভালোবাসি তোমাকে ভাই, যেখানেই থাকো ভালো থাকো। মানবিক জুয়েল হয়ে বেচে থাকো।
Md. Jewel
প্রচার সম্পাদক
মানবিক রক্ত ব্যাংক, মাদারীপুর জেলা শাখা

Photos from মানবিক ফাউন্ডেশন's post 12/07/2022

মানবিক ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা জনাব সাইফুল হাসান বাদল স্যার। ফাউন্ডেশন সহযোগী প্রতিষ্ঠান মানবিক স্কুল ও ফাউন্ডেশন এর কার্যালয় পরিদর্শন করেন। সাথে ছিলেন ঝাউদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম আবুল, মাদ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ওবায়দুর রহমান, ফাউন্ডেশনের সন্মানিত সভাপতি জনাব রেজা মাহমুদ মিঠু , সাধারণ সম্পাদক জনাব আরিফুল ইসলাম, মানবিক রক্ত ব্যাংক, মাদারীপুর জেলা শাখার সন্মানিত সভাপতি জনাব হাসিবুর রহমান ও সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, মানবিক স্কুলের নির্বাহী সদস্য রিপন হাওলাদার, দাতা সদস্য জানে ই আলম শুভ সহ মানবিক রক্ত ব্যাংক এর স্বেচ্ছাসেবী, মানবিক স্কুলের শিক্ষক ও শুভাকাঙ্ক্ষী। সবার সহযোগিতায় মানবিক কাজে এগিয়ে যেতে চাই।

09/07/2022

ঈদ মুবারক

21/06/2022
20/06/2022

জরুরি হেল্প

সিলেট ও সুনামগঞ্জের দুর্গম এলাকাগুলোতে আটকে পড়ে মৃত্যুর মুখোমুখি লাখ লাখ মানুষ । তাদেরকে বাঁচাতে জরুরি ভিত্তিতে কয়েক হাজার ইঞ্জিন চালিত নৌকা প্রয়োজন । ত্রাণের চেয়ে এখন গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে নৌকা । বন্যাদুর্গত নয় এমন এলাকা থেকে প্রয়োজনে ট্রাকে করে সেই স্থানগুলোতে ইঞ্জিন চালিত নৌকা পাঠানো প্রয়োজন । কাজটি অতি দ্রুত না করা গেলে তিন দিন ধরে না খেয়ে থাকা লাখ লাখ মানুষকে বাঁচানো যাবেনা । প্লিজ যে যেভাবে পারেন, সহযোগিতা করুন।

সাহায্যের প্রয়োজনে নিচের নাম্বারগুলোতে ফোন দিন...

মেজর আশিক, দিরাই-জামালগঞ্জ, সুনামগঞ্জ
০১৭৬৯০০৮৭৩৬
মেজর আশাবুর, ছাতক-দোয়ারাবাজার, সুনামগঞ্জ
০১৭৬৯১৭২৪৫৪
মেজর মুক্তাদির, কুমারগাঁও পাওয়ার স্টেশন, সিলেট
০১৭৬৯১১২৫৫৬
ক্যাপ্টেন মারুফ, কোম্পানীগঞ্জ, সিলেট
০১৭৬৯০০৯৩৮২
ক্যাপ্টেন আশরাফ, গোয়াইনঘাট, সিলেট
০১৭৬৯১৭২৫৬৪
ক্যাপ্টেন ফয়সাল, সিলেট সদর
০১৬২৬২৯১৫৭৭

14/06/2022

ভালোবাসার বহিঃপ্রকাশ
কৃতজ্ঞতা ঃ মোহাম্মদ জুয়েল

Photos from মানবিক ফাউন্ডেশন's post 31/05/2022

**অসহায় মানুষের পাশে থাকি;
বিবেককে জাগ্রত করি**
""""""""""""""""""""""""""""""""""""""''"""""""""''''""""""""''''''''''''''''''"''''''''''""'"""""
গত ২৩ মে আমরা ঘোষণা করেছিলাম যে, সমগ্র বাংলাদেশ ব্যাপি মানবিক ফাউন্ডেশন এর উদ্যেগে, মানবিক রক্ত ব্যাংক - Humane Blood Bank এর সার্বিক তত্বাবধানে সিলেটের বন্যা কবলিত অসহায় ১০০ পরিবারের পাশে দাঁড়াবো। সেই লক্ষ্যে আমরা চেষ্টা করেছি; কবুল করার মালিক আরশের মহান অধিপতি। আর্থিক সহযোগিতা ও কায়িকশ্রম দ্বারা যারা ছিলেন মহান আল্লাহ্ তা'আলা তাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন।
মানবিক রক্ত ব্যাংক, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি-সেক্রেটারির ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে টিম গঠন করে দিয়েছিলাম। তারা বন্যা কবলিত অসহায় পরিবারের দ্বারে দ্বারে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। মানবিক রক্ত ব্যাংকের পক্ষ থেকে দোয়া, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জেনে খুশি হবেন যে ইতোমধ্যে, মানবিক ফাউন্ডেশন এর সহযোগী সংগঠন মানবিক রক্ত ব্যাংক সারা দেশে বিনা মূল্যে মুমূর্ষু রোগীর জন্য রক্ত ম্যানেজ করে দিচ্ছে , গ্রামে হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন পূরন করতে কাজ করছে মানবিক স্কুল , মানবিক ক্লিনিক এর কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ । যা মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধ পরিকর।
#স্বেচ্ছায়_করি_রক্তদান_বাঁচবে_রোগী_হাসবে_প্রাণ"-এই শ্লোগানকে ধারণ করে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে মানবিক রক্ত ব্যাংক এর যাত্রা শুরু হয়। ১ বছর ৮ মাসে মানবিক রক্ত ব্যাংক কর্তৃক সর্বমোট ৩৮৭৮ ব্যাগ রক্ত মুমূর্ষ রোগীদের মাঝে বিনামূল্যে বিতরণ করতে সক্ষম হয়েছি। এই মানবিক কাজ আমৃত্যু চলমান থাকবে ইনশাআল্লাহ। দোয়ায়ে রাখুন; পাশে থাকুন। আপনার/আপনাদের যে কারো রক্তের প্রয়োজন হলে মানবিক রক্ত ব্যাংকের দ্বারস্থ হোন। মানবিক রক্ত ব্যাংক রক্ত জোগাড় করে দিতে সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাআল্লাহ।

Photos from মানবিক ফাউন্ডেশন's post 23/05/2022

#হযরত শাহজালাল (রহ:)-এর মাজার সহ অন্যান্য আউলিয়াদের মাজারও আজ এক বুক পানিতে প্লাবিত।
#আউলিয়াদের_পূণ্যভূমি_বন্যাকবলিত_সিলেটবাসীর_পাশে_দাঁড়ানো_ও_আর্থিক #সহযোগিতা_করার_জন্য_দেশে_ও_প্রবাসে_বসবাসরত
#বিত্তবানদের_প্রতি_উদাত্ত_আহ্বান_জানাচ্ছি। মনোযোগ দিয়ে লেখাটা পড়ে বিবেককে জাগ্রত করার অনুরোধ রইলো।
"""""""""'"""""""""""""""""""'''"'"''''""""""""""""""""""""""''''''''''''''''""""""""""''''""
সমগ্র বাংলাদেশ ব্যাপি আমাদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন "মানবিক রক্ত ব্যাংক- Humane blood bank"-এর পরিচালক, উপদেষ্টামন্ডলী এবং সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সহ কয়েক জনের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। তারা সরেজমিনে গিয়ে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী হস্তান্তর করবেন ইনশাআল্লাহ।
আপনারা আর্থিক ভাবে সহযোগিতা করতে চাইলে নিম্মোক্ত বিকাশ/নগদ/ রকেট নাম্বার সমূহে যোগাযোগ করার সবিনয় অনুরোধ করছি। আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারেন। কমপক্ষে ১০০ পরিবারের মাঝে ১,০০০/১,২০০ টাকার করে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া আমাদের টার্গেট। মহান আল্লাহ্ তা'আলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। যতটুকু পাব আর যতটুকু বাকী থাকবে তা নিজেরা দিয়ে হলেও উক্ত টার্গেট ফিলাপ করবো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে পড়ুন...
'''''''''''''''''''''''''''''''''''"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""'''"'
#সিলেটের বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব। ইসলাম মানবতার ধর্ম। এক মুসলমান অপর মুসলমানের ভাই। মানুষ ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়ানো, বিপদ মুক্তির জন্য সাহায্য করা ইসলামের শিক্ষা। তাদের দুর্দিনে আর্থিক সহায়তা, খাবার-দাবার, ত্রাণ ও পুনর্বাসন এবং চিকিৎসা সেবায় এগিয়ে আসা ঈমানের দাবি। নামাজ, রোজা, হজ্ব, জাকাতের মতো অসহায়-দুর্গত মানুষদের সাহায্য করাও ইবাদত। আল্লাহ্ তা'আলা মুমিনদের একটি দেহের মতো বানিয়েছেন। দেহের কোনো অংশ আক্রান্ত হওয়া মানে পুরো দেহ আক্রান্ত হওয়া। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহানুভূতির দিক থেকে একটি মানবদেহের মতো; যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয়, তখন তার পুরো দেহ ডেকে আনে তাপ ও অনিদ্রা।’ (মুসলিম : হাদিস ৬৪৮০)।

তবে এ ব্যয়, দান ও দয়া হতে হবে নিঃস্বার্থভাবে, অভাবী ও বিপন্ন মানুষের কাছ থেকে কোনোরকম প্রতিদানের আশা ছাড়া, কেবল আল্লাহ্ তা'আলার সন্তুষ্টির জন্য। যেমন আল্লাহ্ তা'আলা সেদিকে ইঙ্গিত দিয়ে বলেন, ‘তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত এতিম ও বন্দিদের খাবার দান করে। তারা বলে, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদের খাবার দান করি এবং তোমাদের কাছে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা কামনা করি না।’ (সূরা দাহর : আয়াত ৮-৯)।

তারা আরো বলেন, মানুষের বিপদে এগিয়ে এসে তার জন্য খরচ করাকে মহান আল্লাহ্ বিনিয়োগ হিসাবে আখ্যায়িত করেছেন। আর তা তিনি বহুগুণ ফেরত দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ্ তা'আলা বলেন, ‘আর সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। আর তোমরা নিজেদের জন্য মঙ্গলজনক যা কিছু আগে পাঠাবে তোমরা তা আল্লাহর কাছে পাবে প্রতিদান হিসাবে উৎকৃষ্টতর ও মহত্তররূপে। (সূরা বাকারা : আয়াত ২৪৫)। এ আয়াতে আল্লাহকে ঋণ দেওয়ার অর্থ হলো তার পথে খরচ করা। গরিব, অসহায় ও বিপদগ্রস্তদের সাহায্য করা। পরকালে এর বিনিময় দেওয়া হবে সওয়াবরূপে। অন্য আয়াতে আল্লাহ্ বলেন, ‘কিসে তোমাদের দোজখে নিক্ষেপ করেছে? তারা বলবে আমরা মুমিনদের দলভুক্ত ছিলাম না, আমরা অভাবগ্রস্তকে আহার্য দান করতাম না। (সূরা মুদ্দাসসির : আয়াত ৪২-৪৪)।

তারা বলেন, মানবতার নবী হজরত মুহাম্মদ (সা.) সব সময় অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়াতেন, তাদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিতেন। মদিনার আনসার সাহাবিরা মুহাজির সাহাবিদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। সাহাবায়ে কেরাম, তাবেয়িন, তাবে তাবেয়িন আল্লাহর রাসূলের এ আদর্শ লালন ও পালন করেছেন। পরবর্তী সুলতানি আমলের রাজা-বাদশাহরাও অসহায় মানুষের জন্য বিভিন্ন সরাইখানা, আশ্রয়কেন্দ্র, দারুজ জিয়াফাহ, হাসপাতাল ইত্যাদি নির্মাণ করেছিলেন।

অতএব, রাসুলুল্লাহ (সা.) এর শিক্ষা ধারণ করে বন্যা কবলিত মানুষের পাশে যার যার সামর্থানুযায়ী এগিয়ে আসা আমাদের দায়িত্ব ও জাতীয় কর্তব্য। বন্যায় দুর্গত মানুষজনের পাশে দাঁড়ানোর জন্য আমরা দেশবাসীর নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে দু’আ করছি, আল্লাহ তাদের সহায় হোন, রহম করুন, আমীন।
"''''"""""""""""""""""""""''""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""'''''সাহায্য পাঠানোর নম্বর সমূহ নিম্নরূপ:
১। Reza Mahmud Mithu(পরিচালক, মানবিক রক্ত ব্যাংক ) 01716636216 (বিকাশ)
২। Ariful Islam (কেন্দ্রীয় সভাপতি,মানবিক রক্ত ব্যাংক।
01710-727642 (বিকাশ)
৩। Md Masum Ahmed (সভাপতি, সিলেট বিভাগীয় কমিটি, মানবিক রক্ত ব্যাংক)- 01306327260 (বিকাশ)
৪। Hasibur Rahma সভাপতি, মানবিক রক্ত ব্যাংক, মাদারীপুর জেলা শাখা।
01763331873 (বিকাশ/নগদ/রকেট)
৫। আরফান হাসান , সভাপতি, ঢাকা বিভাগ, মানবিক রক্ত ব্যাংক। 01408780167 বিকাশ পেইমেন্ট
______________________________________________অনুরোধক্রমে
Mohsin Kabir ,উপদেষ্টা - মানবিক রক্ত ব্যাংক
বাহরাইন দূতাবাস
0097335521660-হোয়াটসঅ্যাপ

Want your organization to be the top-listed Non Profit Organization in Madaripur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

ঈদ মুবারক

Telephone

Website

Address


Madra/Madaripur Sadar/Madaripur
Madaripur