Md: Faruk Hossain

“মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাক?

17/09/2023

অহে পুরুষ যেনে রাখ- অর্থই অনর্থের মূল না অর্থই হচ্ছে তোমার শৌর্য-বীর্য!

01/09/2023
Photos from Md: Faruk Hossain's post 14/08/2023

বিদায় হে কোরআন এর পাখি!
আপনার জ্ঞান এদেশের মানুষের জন্য মূল্যবান সম্পদ
যা আপনি ইতিমধ্যেই এদেশের মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

06/08/2023

- মাঝ পথে এসে হাতটা ছেড়ে দেয়া টা অস্বাভাবিক কিছু নয়..! 🙂🥀

- তবে সবকিছু মানিয়ে নিয়ে জীবনের শেষ অব্দি একসাথে থাকা টাই হলো ভালোবাসা!🖤🌸

20/07/2023

জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী ।😥

20/07/2023

জীবনে সব লড়াই একাই লড়তে হয়, মানুষ কেবল সান্ত্বনাই দিয়ে যায়, সাথে কেউ থাকেনা ।

22/06/2023

এত সহজে ভেঙে পড়বো,তেমন মানুষ আমি নই।
আমি অপমান সহ্য করেও, আঘাতে রোজ শক্ত হই।

22/06/2023

বেশি বেশি আলহামদুলিল্লাহ্ পাঠ করুন-
কেননা,আলহামদুলিল্লাহ্ মীযানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দো'য়া..

(তিরমিযী-৫-৪৬২)

22/06/2023

'খারাপ সঙ্গী জাহান্নামের কারণ হতে পারে।
(বুখারী শরীফ -১৩৬০)

21/06/2023

বিপদ যত বড় হোক না কেন!
সাহায্যকারী হিসেবে আল্লাহ-ই যথেষ্ট।
আলহামদুলিল্লাহ্! 🤍

21/06/2023

❤️আমিন❤️

19/06/2023

রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
‘‘যে ব্যক্তি দ্বীন শেখার জন্য ঘর ছেড়ে বের হবে, সে ফিরে আসা পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকবে"
📚
(সুনানে-তিরমিযি-হাদিস-২৬৪৭)

15/06/2023

টাকা পয়সা নয়, শরীর সুস্থ থাকাই আল্লাহর
বড় নিয়ামত।

❤️আলহামদুলিল্লাহ🥰

14/06/2023

অতিরিক্ত চিন্তা বাদ দাও, যা তাকদীরে আছে তাই হবে, আলহামদুলিল্লাহ্ বলে মুচকি হেঁসে দাও!
🤲আলহামদুলিল্লাহ্!🤲

13/06/2023

একটা সময় কোনো অভিযোগ না করে পুরোপুরি নীরব থাকাই ভালো।
যে যা ভাবে তাকে তাই ভাবতে দেয়া উচিত।
কোনো কিছুর ব্যাখা দেয়ার চেয়ে,সব দোষ নিজের ঘাড়ে নিয়ে একদম নীরব হয়ে যাওয়াই কার্যকরী সমাধান।

11/06/2023

* জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয়, তাহলে তাই করো, হয়ত কিছুটা কষ্ট পেতে হবে, তবুও যে তোমার মূল্য বুঝেনা তার অপেক্ষায় থেকো না।

08/06/2023

একটি ছাতা হয়তো বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না। কিন্তু তা আমাদের বৃষ্টির মধ্যে দাঁড়াতে সাহায্য করে। তেমনি নিজের প্রতি কনফিডেন্স হয়তো নিশ্চিত সাফল্যের নিশ্চয়তা দেয় না তবে তা আমাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেয়।❤

07/06/2023

দেখবার জন্য আমাদের চোখের যেমন আলোর প্রয়োজন,
ঠিক তেমনি কোনো প্রত্যয় অর্জন করবার জন্য আমাদের ভাবনার প্রয়োজন.

06/06/2023

কারেন্ট হইল সোনার পাখি, আসলেও থাকে না,

লোডশেডিং এর ছলাকলা সইতে পারি না
😭😭😥

02/06/2023

পৃথিবীতে ভালো থাকতে খুব বেশি কিছু প্রয়োজন নেই। একটু খানি সততা, নিজের উপর বিশ্বাস, অল্প কিছু আপন মানুষ যারা আপনাকে চোখ বুঝে বিশ্বাস করবে কিংবা যাদের কাছে প্রান খুলে কথা বলতে পারবেন আর অল্পতেই সুখী হবার মানসিকতা। ভালো থাকুন সবাই, ভালো রাখুন প্রিয় মানুষদের। ভালো থাকুক আপনজনেরাও।❤🥰

02/06/2023

ছবিটির দিকে তাকালে মনে হয় জীবনের সব আয়োজনই অর্থহীন।😔🥺

01/06/2023

অতিরিক্ত_বিশ্বাস ,আর অতিরিক্ত অবিশ্বাস, দুইটাই মানুষকে বিপদের দিকেই নিয়ে যায় ।

01/06/2023

আল্লাহ তাঁর রাজত্ব যাকে ইচ্ছা প্রদান করেন।
এবং আল্লাহ হচ্ছেন দানশীল, সর্বজ্ঞাতা

সূরাঃ আল-বাকারা |আয়াতঃ ২৪৭

01/06/2023

শুভ সন্ধ্যা

01/06/2023

- জীবনে ভালো কিছু পেতে হলে, অনেকগুলো খা/রাপ দিনের সাথে ল"ড়াই করতে হবে!🙂🥀

31/05/2023

মৃত্যু, যাকে আমরা অনেক দুরে মনে করি বাস্তবে তা হয়তো আমাদের কাছাকাছিই অবস্থান করছে। অপেক্ষা করছে নির্ধারিত সময়ের।

আমরা মৃত্যুর ভয়ে যেদিকে ছুটছি হয়তো সেদিকেই সে অপেক্ষা করছে। সাক্ষাৎ হবে মুখোমুখি!

মৃত্যুকে আমরা অস্বাভাবিক মনে করি, অথচ সেটাই স্বাভাবিক।

ঈমানদার মৃত্যুকে নয়, ভয় করবে মৃত্যু পরবর্তী জীবনকে। প্রস্তুত হবে আখিরাতের জন্য।

28/05/2023

আলহামদুলিল্লাহ

27/05/2023

মাদ্রাসার ঐ "জাতীয় মাছ পাঙ্গাশ" উত্তর দেওয়া কিউট পিচ্চির ভিডিওটা খুব মজার, সন্দেহ নাই।

বাট আমার খুব ইচ্ছা করতেসিলো, ঐ ভিডিওটা আমি ইউনিভার্সিটি আর কলেজের কিছু টিচারকে পাঠাইয়া বলি, দেখেন, একটা মাদ্রাসার শিক্ষকের কাছে শেখেন, শিক্ষকতা জিনিসটা কেমন, শিক্ষক কেমনে হতে হয়।

এখানে মজার চেয়েও বড় একটা বিষয় আছে, যেটা মিস করে যাওয়া উচিত না।

পিচ্চিটা তিনটা প্রশ্নেরই ভুল উত্তর দিয়েছে। জাতীয় ফলের নাম বলেছে আঙ্গুর ফল। জাতীয় মাছের নাম বলেছে পাঙ্গাস। আর জাতীয় ফুলের নাম বলেছে গাঙ্গের ফুল।

মজার ব্যাপার হলো, ছেলেটার উল্টাপাল্টা উত্তর শুনে ঐ টিচারটা একবারের জন্যও বকে নাই। একবারের জন্যও তুচ্ছ তাচ্ছিল্য করে নাই। একবারের জন্যও বাচ্চাটারে অন্য সবার সামনে ছোট করে নাই। জাস্ট ঠিক উত্তরটা বলে দিয়েছে, দিয়ে আবার প্রশ্ন করেছে।

ভুল উত্তর শুনে একবারের জন্যও শিক্ষকটা বলে নাই, তুই তো কিছুই পারিস নাই। তোরে দিয়ে কিচ্ছু হবে না। ফলে, ঐ পিচ্চিটা এতো এতো ভুল করার পরেও অর হাসি এতোটুকু কমে নাই। কনফিডেন্স এতোটুকু কমে নাই। সে পারুক বা না পারুক, হাসতে হাসতে কথা বলতে পেরেছে শিক্ষকের সাথে।

যে জিনিসটা আমরা, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা পারি না।

হাসতে হাসতে ভাইবা দেওয়া এইখানে লিটারালি একটা ক্রাইম, ভুল উত্তর তো দূরের কথা, এমনকি ঠিক উত্তর দিলেও অনেক সময় আমাদের শিক্ষকরা উত্তর নেন না, আরো উল্টাপাল্টা প্রশ্ন করে সবার সামনে স্টুডেন্টদের লো ফিল করানোর চেষ্টা বাংলাদেশের কম বেশি সব ইউনিভার্সিটিতেই আছে, বিশ্বাস না হয়, জিগাইয়া দেইখেন।

ইউনিভার্সিটিতে আপনার সবকিছুর অধিকার আছে, খালি ভুল করার অধিকারটা নাই। এইখানে পান থেকে চুন খসলে আপনাকে বকাবকি করা হবে, আপনাকে অপমান করা হবে, এমনকি আপনাকে দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হবে।

এবার বুঝতেসেন, ইউনিভার্সিটির পোলাপাইনের কনফিডেন্স কেন এতো লো থাকে? কেন একটু কিছু হলেই এরা ঝুলে পড়ে? এইটা একদিনে হয় না। বরং দিনে দিনে আয়োজন করে, সবাই মিলে এখানে পোলাপাইনের কনফিডেন্স ধ্বংস করে দেওয়া হয়, মাথায় ঢুকাইয়া দেওয়া হয়, তুমি আসলে কিচ্ছু পারো না।

ভিডিওর ঐ মাদ্রাসার শিক্ষক যে শুরুতে বললেন, কেমন আছেন? সকালে খাইছেননি?
এই যে ভিডিও, এইটা দেখে আপনাদের মজা লাগসে, আর আমার লাগসে কষ্ট। এই বাচ্চা ছেলেটা যে ভুল উত্তর দিয়েও হাসতে পারতেসে, ঐ হাসিটা আমি বা আমরা এমনকি ঠিক উত্তর দিয়েও কোনদিন হাসতে পারি না, জানেন? বিরাট বিরাট ডিগ্রি, বিরাট বিরাট গবেষক, বিরাট বিরাট টিচার, অথচ এরা আপনাকে কোনদিন জিগাইতে জানে না, আপনি সকালে খেয়ে ভাইবা দিতে আসছেন কি না?

আমি ঐ মাদ্রাসা শিক্ষককে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, অভিবাদন জানাই। স্বপ্ন দেখি, একদিন বাংলাদেশের প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ভুল উত্তর দিয়েও শিক্ষকদের সামনে এমন করে হাসার কম্ফোর্ট আর সাহসটুকু পাবে।

আর স্টুডেন্টদেরকে ভয় আর ইনসাল্ট না কইরাও যে শেখানো যায়, পড়ানো যায়, পিচ্চি একটা বাচ্চাকেও যে আপনি করে ডাকা যায়, প্রশ্ন করার আগে সে সকালে খাইছে কি না, ভালো আছে কি না, এই প্রশ্নগুলো যে করা যায়, এই ব্যাপারগুলো একজন সাধারন মাদ্রাসা শিক্ষক জানেন, অথচ আমাদের বিদেশি ডিগ্রিধারী হাই প্রোফাইল শিক্ষকরা জানেন না, এই দুঃখটা আমরা কোথায় রাখি?

Want your public figure to be the top-listed Public Figure in Magura?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Category

Address


Magura
Magura
7600

Other Public Figures in Magura (show all)
Ishtiak Ishtiak
Magura

IT'S My Vloge Page....

Mushfiqur Rahman Sohan Mushfiqur Rahman Sohan
Magura, 7600

I want to be a devil

Mithun Hossain Mithun Hossain
Magura
Magura, 7620

Hallo G**s,

Rikta Parvin Rikta Parvin
Shimulia
Magura

Shahabuddin Loskar Shahabuddin Loskar
Loskar Para
Magura, 7600

Allah is almighty

Free Motion Sagor Free Motion Sagor
Magura, 7600

Alhamdulillah is everyone

Traveller Al Amin Traveller Al Amin
Alomkhali Bazar
Magura, 7600

ছাত্রদল ছাত্রদল
Gopalpur
Magura, MOHAMMADPURMAGURA

Emam Uddin Osama Emam Uddin Osama
Magura

চুপচাপ থাকতে ভালো বাসি, দরকার ছাড়া কথা বলি না,

Panna The Don Panna The Don
Magura

আমি পান্না । সবাই পেজে লাইক দিয়ে সাথ?

SORRY SORRY
MAGURA
Magura, 7600

亗 Ꭰᴀɴɢᴇʀ Ꮓᴏɴᴇ 亗

Mijanur Rahman Ajhari Fans group Mijanur Rahman Ajhari Fans group
Magura
Magura, 01916491903

আপনি যদি মিজানুর রহমান আযহারিকে ভালো ?