Zaman Job Preparation

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zaman Job Preparation, Writer, Magura.

27/09/2024

২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস।
প্রতিপাদ্য ঃ টু্ারিজম এন্ড পিস।

24/09/2024
22/09/2024

প্রাচীন বাংলার জনপদ
প্রাচীন যুগে বাংলা কোন অখন্ড রাজ্য ছিল না। সমগ্র বাংলা বিভিন্ন জনপদে বিভক্ত হয়ে বিভিন্ন জন গোষ্ঠীর নামানুসারে পরিচিত হয়ে উঠে। যেমন বঙ্গ, পু্ণ্ড্র, গৌড় নামের জনগোষ্ঠীরা যে অঞ্চলে বসবাস করত সে অঞ্চলের নাম হয় তাদের নামে। বাংলায় ১৬টি জনপদের নাম পাওয়া যায়। বেশ কিছু জনপদ পশ্চিমবঙ্গের সাথেও যুক্ত ছিল। বাংলার গুরুত্বপূর্ণ জনপদগুলো হলো পুণ্ড্র, বঙ্গ, গৌড়, সমতট ও হরিকেল। জনপদগুলোর মধ্যে প্রাচীনতম জনপদ হলো পুণ্ড্র। এ সকল জনপদ গড়ে উঠেছিল আনুমানিক খ্রীষ্ট্রপূর্ব চতুর্থ শতকে। প্রাচীন বাংলার এ সকল জনপদের সুনিদিষ্ট কোন সীমারেখা ছিল না। কারণ সময়ের পরিক্রমায় এ রাজন্যবর্গের শাসনামলে এসব জনপদের সীমার পরিবর্তন ঘটেছে।
তথ্য কণিকা :
পু্ণ্ড্র : পুণ্ড্র বা পুণ্ড্রবর্ধন। এটি গুপ্তযুগে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিভাগে পরিণত হয়। এ জনপদের বিবরণ পাওয়া যায় সপ্তম শতকে চীনের পর্যটক হিউয়েন সাং-এর বর্ণনা থেকে। পাল যুগে এর প্রশাসনিক ও রাষ্ট্রীয় সীমানা প্রসারিত হয়। পুণ্ড্র নগরের সাথে জল ও স্থল পথে বাংলায় অন্যান্য অংশের ঘনিষ্ট সংযোগ ছিল।

বঙ্গ : পূর্বাঞ্চলীয় অন্যতম প্রাচীন জনপদ। ঋগ্বদের (প্রাচীন বেদিক সাহিত্য, ঐতরেয় আরণ্যক, কালিদাসের রঘু বংশ, ও রামায়ণ ও মহাভারতে) বঙ্গনামের উল্লেখ পাওয়া যায়। বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিন-পূর্বাংশে বঙ্গ জনপদের অবস্থান ছিল। বঙ্গের অধবাসীরা নৌযুদ্ধে পারদর্শী ছিল। মুসলিম সুলতান শামসদ্দীন ইলিয়াস শাহ ১৩৫২ সালে সমগ্র বঙ্গকে একত্রিত করে ‘বাঙ্গালাহ’ নামকরণ করেন।

গৌড় : সংকীর্ণ গৌড় বলতে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এবং পশ্চিম বাংলার মালদহ, নদীয়া ও মুর্শিদাবাদ জেলার দক্ষিণাংশকে বোঝাতো। সপ্তম শতকে বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক বাংলার জনপদগুলোকে গৌড় নামে একত্রিত করেন। তার সময়ে গৌড়ের সীমানা পূণ্ড্রবর্ধন পর্যন্ত বিসৃত ছিল। তেরো শতকে বাংলার মুসলিম সুলতানদের শাসনামলে সমগ্র অঞ্চলই গৌড় নামে পরিচিতি ছিল।

সমতট : দক্ষিণ-পূর্ব বাংলার একটি জনপদ সমতট। চতুর্থ শতাব্দীর সম্রাট সমুদ্রগুপ্তের সময় থেকে সমতটের অস্তিত্বের কথা জানা যায়। সপ্তম শতকে এখানে খরগ রাজবংশের শাসন প্রতিষ্ঠা ছিল। অষ্টম শতকে এ অঞ্চল দেব রাজবংশের শাসনাধীনে আসে। সপ্তম শতাব্দীতে সমতটে এসেছিলেন পর্যটক খুয়ান চোয়াং। সমতটের অবস্থান ছিল মেঘনা – পূর্ববর্তী অঞ্চল এবং এ অঞ্চলের কেন্দ্র ছিল কুমিল্লার নিকটবর্তী লালমাই পাহাড়।
হরিকেল : বাংলাদেশের দক্ষিণ –পূর্ব সীমান্তে চট্টগ্রাম অঞ্চলই হরিকেল জনপদের আদি অবস্থান। এ জনপদের প্রথম লিপি উল্লেখ পাওয়া যায় কান্তিদেবের চট্টগ্রামে প্রাপ্ত তাম্রলিপিতে (নবম শতাব্দীতে)। আনুমানিক অষ্টম শতাব্দীতে রাচিত ‘আর্যমঞ্জুশ্রীমূলকল্প’ গ্রন্থে বঙ্গ, সমতট এবং হরিকেল তিনটি স্বতন্ত্র কিন্তু প্রতিবেশী জনপদ বলে উল্লেখিত হয়েছে। দশম, একাদশ শতাব্দীতে হরিকেল পরিধি বিস্তার লাভ করেছিল। অনেকে আবার হরিকেল ও শ্রীহট্ট (সিলেট) অভিন্ন মনে করেন (সুত্র : বাংলাদেশের ইতিহাস – ফোর ডক্টরস) হরিকেলের সাথে আরাকানের বানিজ্য হতো।

19/09/2024

এটি কোন নদীর তীরে অবস্থিত

মুক্তিযুদ্ধ 19/09/2024

https://forms.gle/sAiqC3LbiqQYBkYP9। নিজেকে যাচাই করুন।

মুক্তিযুদ্ধ আজকের বিষয় মুক্তিযুদ্ধ সম্পর্কে সাধারণ জ্ঞান। ১০ টি প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটির উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নে.....

16/09/2024

মেগাফোন কূটনীতি
৫ আগস্ট, ২০২৪ বাংলাদেশ ছাত্র গণঅভ্যুত্থানের পর ৮ আগস্ট, ২০২৪ বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ক্ষমতা গ্রহনের পর প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে তার বক্তব্য প্রকাশিত হয়। তাঁর বক্তব্য গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশিত হয় যা ‘মেগাফোন কূটনীতি’ বলে আখ্যায়িত করা হয়েছে।
মেগাফোন কূটনীতি : ‘মেগাফোন’ অর্থ একটি যন্ত্র, যা সাধারণ মানুষের কণ্ঠস্বরকে উচ্চমাত্রায় বাজিয়ে জনসমক্ষেপৌঁছে দেয়। এ ধারণা থেকে মেগাফোন কূটনীতি শব্দটি এসেছে। শব্দটি উৎপত্তি নিয়ে সুনির্দিষ্ট কোন সময় বা স্থান নির্ধারণ করা কঠিন। তবে ধারণাটি ১৯৭০ এবং ১৯৮০ এর দশক থেকে কূটনীতির জনপ্রিয়তা পেতে শুরু করছে। গণমাধ্যমের প্রসার এবং রাজনৈতিক ও কূটনৈতিক বিষয় গণমাধ্যমে সক্রিয় ভূমিকা মেগাফোন কূটনীতির বিস্তারের ধারণা।
মেগাফোন কূটনীতি সাধারণত চাপ প্রয়োগ বা জনগনের মনযোগ আকর্ষণ উদ্দেশ্যে করা হয়। যাতে সমঝোতার পরিবর্তে নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরা যায়। এক্ষেত্রে কোন রাষ্ট্র বা তার প্রতিনিধি গোপন বা আনুষ্ঠানিক আলোচনা পরিবর্তে প্রকাশ্যে গণমাধ্যমে বা জনসমক্ষে রাজনৈতিক ও কূটনৈতিক বিষয়াদি নিয়ে বক্তব্য দেয়। জনসম্মুখে বিবৃতি, বক্তব্য বা সতর্কতা দেওয়া হয়।

07/09/2024

৬ জুলাইকে ‘বিশ্ব পল্লী উন্নয়ন দিবস’ ঘোষণার প্রস্তাব জাতিসংঘে গৃহীত

06/09/2024

আন্তর্জাতিক গুমবিরোধী সনদ
গুমবিরোধী সনদটি ২০০৬ সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়। সনদটিতে জাতিসংঘের ৩২ টি সদস্য রাষ্ট্র অনুস্বাক্ষর করার পর ২০১০ সালে তা বাস্তবায়ন শুরু হয়। এ পর্যন্ত বিশ্বের ৭৫ টি দেশ এ গুম বিরোধী সনদে যুক্ত হয়েছে।
বাংলাদেশ ও গুমবিরোধী সনদ :- রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের অভিযোগ দেড় দশক যাবৎ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সমালোচনা রয়েছে। ২০২১ সালে জাতিসংঘ মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশের বিভিন্ন সময়ে গুমের শিকার ৭৬ জনের তালিকা বাংলাদেশ সরকারকে দিয়েছিল। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ গুমের শিকার ১৫৮ জনের তালিকা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিচালকের কাছে।
গুমবিরোধী সনদে বাংলাদেশ :- বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ৯টি সনদের ৮ টিতে স্বাক্ষর করে। বিভিন্ন মানবাধিকার সংগঠন দীর্ঘদিন গুম বিরোধী বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হওয়ায় দাবি জানিয়ে আসছিল। কিন্তু কোন সরকারই সনদটিতে স্বাক্ষর করেনি। অবশেষে অন্তবর্তী সরকার ২৯ আগস্ট, ২০২৪ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারের প্রধান উপদেষ্টা ‘ড. মুহাম্মদ ইউনুস’ আন্তর্জাতিক গুমবিরোধী সনদে স্বাক্ষর করেন।

04/09/2024

সেভেন সিস্টার্স থেকে নর্থ ইস্টার্ন স্টেটর্স।

১৯৭১ সালে নর্থ ইর্স্টান কাউন্সিল অ্যাক্ট অঞ্চলে উত্তর-পুর্বাঞ্চলের সাতটি অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সার্বিক উন্নয়নের একটি পরিষদ গঠরে সিদ্ধান্ত হয়। যার সদর দপ্তর শিলংয়ে।
রাজ্য গুলো ছিল আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা ও মিজোরাম। ১৯৭২ সালে ২১ জানুয়ারি ভারতের অঙ্গরাজ্যগুলো হিসাবে স্বীকৃতি পায়। এদিন ত্রিপুরা টাইমস অব ইন্ডিয়ার সংবাদদাতা জ্যোতি প্রসাদ শইকিয়া (জে পি শইকিয়া নামে পরিচিত) প্রথমবারের মতো গোটা অঞ্চলটিকে ‘ল্যান্ড অব সেভেন সিস্টারস’ বলে অভিহিত করে। জনশ্রুতি আছে ‘সেভেন সিস্টার্স’ কথাটি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ও পছন্দ হয়েছিল।
১৯৭৬ সালে গুয়াহাটিতে কংগ্রেস অধিবেশনে ইন্দিরা গান্ধীও তার পুত্র সঞ্চয় গান্ধীর উপস্থিত সভাতে ‘সেভেন সিস্টার্স’ কথাটি ব্যবহার করেন আসামের মুখ্যমন্ত্রী শরৎচন্দ্র সিনহা।
২০০১ সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রি অটল বিহারী রাজপেয়ী উত্তরপূর্ব ভারতের জন্য কেন্দ্রীয় সরকার। ‘ডোনার’ নামে পৃথক একটি মন্ত্রণালয় গঠন করেন, সেখানে পূর্বের সাতটি রাজ্যের সাতে যুক্ত করা হয় সিকিমকে। আটটি রাজ্যের সমাহারে গঠিত এ অঞ্চলটিকে বিজেপি সরকার ‘অষ্টলক্ষী’ বলে আখ্যায়িত করে। এরপর থেকেই ক্রমশ হারিয়ে যেতে থাকে থাকা দীর্ঘদিনের পরিচিত নাম ‘সেভেন সিস্টার্স’ নামটি।
তথ্যসুত্র: বিবিসি

30/08/2024

জুলাই আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানের দিনপঞ্জি
০১-০৭-২০২৪ (সোমবার)
২০১৮ সালের সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরকারি নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা বাতিল ঘোষণা করে। সরকারি এ পরিপত্রে মুক্তিযোদ্ধার সন্তানরা আদালতে রিট করেন। এ রিটের শুনানি শেষে ৫ জুন ২০১৮ সালে সরকারের জারিকৃত পরিপত্র অবৈধ ঘোষণা করে উচ্চ আদালত রায় দেয়। এ রায়ের প্রতিবাদে আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরী প্রত্যাশীরা।
১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশ করে। এ দিন তিনদিনের কর্মসূচী করা হয়।
১। ২ থেকে ৪ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বর্জন।
২। ২ জুলাই বেলা আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে পদযাত্রা।
৩। দাবীসমূহ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম দাবী করেন –
(i) ৪ জুলাইয়ের মধ্যে আইনিভাবে তাদের দাবির বিষয়ে চূড়ান্ত সুবাহা করতে হবে।
(ii) বিশ্ববিদ্যালয় ও কলেজ গ্রন্থাগার খোলা রাখতে হবে, শিক্ষার্থীদের হলসহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।
(iii) সরকার কোটা ব্যবস্থা নিয়ে কোন পদক্ষেপ নিতে চাইলে ২০১৮ সালের পরিবর্তে বলে সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুতসময়ের মধ্যে সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া।

সাধারণ জ্ঞান 15/07/2024

https://forms.gle/4jsHF1NAdTNCdo5R6

সাধারণ জ্ঞান মেইস জব কোচিং

13/07/2024

গোপালগঞ্জের ব্রুঞ্জের গয়না জিআই স্বীকৃতি লাভ করল। এটি জেলার দ্বিতীয়জিআই পণ্য হিসাবে স্বীকৃতি অর্জন করলো।

15/06/2024

ভারত এবং তার কোন প্রতিবেশী দেশের মধ্যে সীমানা সবচেয়ে বড়?
উত্তরঃ ভারতের সাথে বাংলাদেশের সীমানা সবচেয়ে বড় (৪,১৫৬ কিলোমিটার)।

22/05/2024

প্রশ্নঃশৈশব থেকে বার্ধক্য পর্যন্ত শরীরের কোন অংশের বৃদ্ধি হয় না?
উত্তর: চোখ

21/05/2024

ইংরেজরা ভারতের প্রথম কোথায় কারখানা খুলেছিল?
উত্তরঃ ইংরেজরা গুজরাটের সুরাটে প্রথম কারখানা খুলেছিল।

Want your public figure to be the top-listed Public Figure in Magura?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

১৯১৩ ও ১৯১৪ সালের ঐতিহাসিক ঘটনার তথ্যসমূহ।
১৯১০ সালের ঐতিহাসিক ঘটনার তথ্যসমূহ।
১৯০৬ এবং ১৯০৯ খ্রিস্টাব্দের ঐতিহাসিক ঘটনা তথ্যসমূহ।
১৯০৫ সালের ঐতিহাসিক ঘটনার তথ্যসমূহ।
১৮৯৬ ও ১৮৯৯ খ্রীষ্টাব্দের ঐতিহাসিক ঘটনার তথ্যসমূহ।
১৯০১ ও ১৯০৩ খ্রীষ্টাব্দের  ঐতিহাসিক ঘটনার তথ্য।
১৮৮৪ ও ১৮৮৫ খ্রীষ্টাব্দের ঐতিহাসিক ঘটনার তথ্য

Category

Website

Address


Magura

Other Writers in Magura (show all)
NJ Aduri Nishan NJ Aduri Nishan
Langolband
Magura

আমার আদুরী আমার J... শুধু মাত্র কাল্পনিক চরিত্রে আমাকে ভালোবাসে, বাস্তবে সে অন্য কারো প্রেমিকা 😅💔🥀

Simple Writing Simple Writing
Magura
Magura, 7600

বি‌ভিন্ন কথা ম‌নে আসে সেগুলা ম‌্যা‌সে‌জে দি‌লে পোস্ট করা হ‌বে । বি দ্র নাম হাইড থাক‌বে

I'm Single I'm Single
Magura, Khulna
Magura

আসসালামুয়ালাইকুম

Md Ruhan Md Ruhan
Magura

���

From Zero From Zero
Magura

Hey ,you are welcome to my page..Follow it for enjoy. Thanks.

Samz Samz
Magura, 7620

Md. Abdul Alim Md. Abdul Alim
Magura

কবিতা, ছড়া ও অমর বাণীর এক অনন্য পেজ।

Writer Md. Abu Raihan Sheikh Writer Md. Abu Raihan Sheikh
Magura

লিখতে ভালোবাসি 👨‍🎓

Enjoy Biswas Enjoy Biswas
Magura

only video. like plz. flower plz.

Md Hasibul Hasan Md Hasibul Hasan
Magura

ব্যবসার মূলধন হলো সততা সততা না থাকলে ব্যবসা অপরিপূর্ণ

Village Telecom Village Telecom
Magura

সকল সিমের অফার সেল করা হয় সাশ্রসী মূল্যে

Sonar Tori Sonar Tori
Magura

Allah is one. Without Allah I am nothing.