Aman's Food

Here you can find homemade baby food & baby goods.

14/09/2023

মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর ❤️💔
গর্ভের ৪০ সপ্তাহ আর ব্রেস্ট ফিডিং এর ২ বছর। মায়ের ৯০% নিংড়ে এই ছোট্ট জীবনটা বেড়ে উঠে। আর মা থাকেন রক্তস্বল্পতা, হাটু ব্যথা, ফ্যাকাশে চোখ, খসখসে চামড়া, মুঠো মুঠো চুল পড়ে যাওয়া, নখ ভেংগে যাওয়া আর ভুলোমন, এলোমেলো মাথা, আর খিটখিটে মেজাজ নিয়ে।
তবুও মাতৃত্ব ভয়ঙ্কর রকমের সুন্দর। আর এই ভয়ংকর সুন্দর মাতৃত্বের জন্য মেয়েরা তাদের স্বাস্থ্য, সৌন্দর্য, ক্যারিয়ার, চাওয়া-পাওয়া, ভালো লাগা- মন্দ লাগা সব কিছুই নিমিষেই বিসর্জন দিয়ে দেয়😑
তাই কেউ অতি দরদী হয়ে জানতে চাইবেননা যে, তোমার মেজাজ এত খিটখিটে কেন? চেহারার এই বেহাল দশা কেন?বুড়ি বুড়ি লাগছে কেন?এই অবান্তর কথাগুলো আসলেই একটা মা কে খুব কষ্ট দেয়😭 তাকে অস্থির করে তোলে। যদি পারেন তাঁকে একটু সাহায্য করুন, আনন্দ দিন।
©

Photos from Aman's Food's post 20/08/2023

খেজুর চিনি & সেরেলাক স্টেজ ২

আপনার বাবুর জন্য আমাদের পেজে খাবার অর্ডার করতে চাইলে ইনবক্স করুন এখুনি।

আমরা কাস্টমার এর ডিমান্ড অনুযায়ী বাচ্চার খাবার তৈরি করি।

11/08/2023

আসসালামুয়ালাইকুম,
বাচ্চাদের জন্য হোমমেড খাবার এর বিকল্প কিছু নেই। বাজারের কেনা খাবার বাচ্চাদের খাওয়ালে বাচ্চা মোটা তাজা হলে ও বাচ্চা সঠিক পরিমাণ পুষ্টি পায় না। যেসব মায়েরা বাচ্চার খাবার বানানো নিয়ে টেনশনে থাকেন তারা চাইলেই আমাদের কাছ থেকে বাচ্চার খাবার অর্ডার করতে পারেন। আমাদের কাছে যা যা পাবেন-

হোমমেড খিচুড়ি মিক্স
হোমমেড সেরেলাক
হোমমেড রাইস সুজি
হোমমেড খেজুর সুজি
হোমমেড বাদাম সুজি
হোমমেড বাদাম মিক্স
হোমমেড খেজুর চিনি
হোমমেড মিক্স ফ্রুট ওটস

22/07/2023

🥜🥜🥜বাদাম মিক্স 🥜🥜🥜🥜(১০ মাস থেকে বাচ্চাদের খাওয়ানো যায় এং বড়রাও খেতে পারবে )
উপাদানঃ🥜পেস্তাবাদাম, চীনাবাদাম , কাজুবাদাম, কাঠবাদাম🥜

খাওয়ার নিয়ম :গরম দুধের সাথে মিক্সড করে খাওয়াতে পারবেন, এছাড়াও আপনাদের পছন্দ মত মিস্টি জাতীয় খাবারে বাদাম মিক্সড করতে পারেন

বাদামের অসাধারন পুষ্টিগুণ-
সকল প্রকার খাবারের মধ্যে বাদাম অত্যন্ত পুষ্টিকর খাবার। পুষ্টির সাথে সাথে এটি অত্যন্ত সুস্বাদুও। বাদাম নিয়মিত খেলে বিভিন্ন রোগের ঝুঁকি কমে যায়। গবেষণায় জানা গেছে এই বাদাম খাওয়ার ফলে অনেক রোগ মুক্তির সাথে সাথে ব্রেনে পুষ্টি জোগায়, যার ফলে যেসকল মানুষ মনে রাখতে পারে না। তাদের মনে রাখতে সাহায্য করে। বাদামে প্রচুর আঁশ ও পুষ্টিকর উপাদান রয়েছে। এর মধ্যে হৃৎপিণ্ডের জন্য উপকারী উপাদানও রয়েছে।

🥜পেস্তাবাদাম 🥜

উপকারিতা-
১. পেস্তাবাদামে রয়েছে মনো-আনস্যাচুরেটেড ফ্যাট, যা কোলেস্টেরল কম রাখতে সাহায্য করে।

২. পেস্তা লো-গ্লিসেমিক ইনডেক্স ধরনের খাবার। অর্থাত্ পেস্তা থেকে কার্বোহাইড্রেট ধীরে ধীরে ভেঙে গ্লুকোজে পরিণত হয়। ফলে রক্তে গ্লুকোজের ভারসাম্য বজায় থাকে।

৩. পেস্তাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি-৬।
৪. নানা ধরনের বাদামের মধ্যে পেস্তাতে রয়েছে সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোস্টেরল। পেস্তাবাদামে লুটেন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বয়সের কারণে সৃষ্ট নানা শারীরিক সমস্যা যেমন মাংসপেশির দুর্বলতা, চোখের ছানির সমস্যা প্রতিরোধে সহায়তা করে।

৫. পেস্তাবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। এতে ফ্যাটের পরিমাণও কম। ফলে রক্তে লিপিডের পরিমাণ বজায় রাখতে পেস্তা সাহায্য করে।

৬. দাঁতের রোগ ও লিভারের সমস্যায় পেস্তাবাদাম বেশ উপকারী।

🥜 চিনাবাদাম🥜

চিনাবাদামে আছে প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, সোডিয়াম, পটাসিয়াম, ভিটামিন-এ, বি, সি। আর এই ভিটামিন আমাদের দেহের জন্য অত্যন্ত উপকার।

উপকারিতা

* প্রোটিনের সম্পূর্ণ উৎস। ভোরবেলা খালি পেটে বাদাম খেলে এনার্জি পাওয়া যায়।

* নিয়মিত পরিমিত পরিমাণে বাদাম খেলে হার্ট ভালো থাকে।

* রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

পেস্তাবাদাম রান্নার কাজে বেশি ব্যবহার করা হয়। খাবারের মধ্যে দিলে খাবার মজাদার হয়। এছাড়া রক্ত শুদ্ধ করতে অনেক কাজ করে। এতে আছে ফসফরাস, পটাসিয়াম, সোডিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ভিটামিন।

উপকারিতা

* রক্ত শুদ্ধ করে।

* লিভার ও কিডনি ভালো রাখে।

🥜কাজু বাদাম🥜

কাজু বাদাম খেতে অনেক মুখরোচক হয়। কাজু বাদামের মধ্যে আছে আয়রন, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম। আরও আছে ভিটামিন-এ যার ফলে অ্যানিমিয়া ভালো হয়, ত্বক উজ্জ্বল করেতেও সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে থাকে। কিডনি বা শিমের বীচির আকৃতির কাজু বাদামের প্রচুর স্বাস্থ্য উপকারিতা আছে অনেক। আজ সেই উপকারিতাগুলো সম্পর্কেই জেনে নেই চলুন।

১। হৃদপিণ্ডকে সুস্থ রাখে

কাজু বাদামে ভালো ফ্যাট থাকে এবং এতে কোন কোলেস্টেরল থাকেনা। খারাপ কোলেস্টেরল এলডিএল এর মাত্রা কমাতে সাহায্য করে কাজু বাদাম। অনেকেই মনে করে থাকে চর্বি গ্রহণ বাদ দেয়াটা শরীরের জন্য ভালো, কিন্তু এই কথাটি আসলে সত্যি নয়। সুস্থ দেহের জন্য খাদ্যের সকল ধরণের গুরুপ থেকেই এমনকি ফ্যাট থেকেও পুষ্টি উপাদান প্রয়োজন। ভালো উৎস থেকে তা গ্রহণ করতে হবে যেমন- কাজু বাদাম। তাছাড়া কাজুতে অলেইক এসিড থাকে যা হার্টের জন্য অনেক উপকারি।

২। শক্তিশালী হতে সাহায্য করে

কাজু বাদাম ম্যাগনেসিয়ামে সমৃদ্ধ যা শক্ত হাড়ের জন্য, মাংসপেশী ও স্নায়ুর সঠিক কাজের জন্য প্রয়োজনীয়। আমাদের শরীরে দৈনিক ৩০০-৭৫০ গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজন হাড়ের মধ্যে ক্যালসিয়াম শোষণের জন্য। আর কাজুবাদামে ম্যাগনেসিয়াম ভরপুর থাকে। তাই বেশি করে কাজুবাদাম খাওয়া উচিত।

৩। রক্তচাপ নিয়ন্ত্রণ করে

কাজুবাদামে প্রচুর পরিমাণে ভিটামিন বিদ্যমান থাকে। সাথে পটাসিয়াম প্রচুর থাকে। কিন্তু এই বাদামটিতে সোডিয়াম কম থাকে। পটাসিয়াম বেশি থাকাই রক্তচাপ নিয়ন্তনে অনেক সাহায্য করে । যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে চাইলে প্রচুর কাজুবাদাম খাওয়ার প্রয়োজন।

৪। ক্যান্সারের ঝুঁকি কমায়

কাজু বাদামে সেলেনিয়াম থাকে এবং ভিটামিন ই থাকে। যা ফ্রি যাডিকেলের জারণ প্রতিরোধ করে। যার ফলে ক্যান্সারের ঝুঁকি কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কাজুতে প্রচুর জিংক থাকে বলে ইনফেকশনের বিরুদ্ধে যুদ্ধ করতেও সাহায্য করে থাকে।

৫। শরীরের বিভিন্ন কাজের প্রধান ভূমিকা পালন করে

কাজুবাদামে আরো থাকে উচ্চমাএায় কপার। তাই যেহেতু কাজুতে উচ্চমাত্রার কপার থাকে তাই এনজাইমের কাজে, হরমোনের উৎপাদনে এবং মস্তিস্কের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও লাল রক্ত কণিকার উৎপাদনেও সাহায্য করে বলে অ্যানেমিয়া প্রতিরোধে সহায়তা করে।

যেহেতু কাজুতে উচ্চমাত্রার ক্যালোরি থাকে তাই দৈনিক ৫-১০ টা কাজু বাদাম খাওয়াই যথেষ্ট। যাদের অ্যালার্জির সমস্যা আছে এবং মাইগ্রেনের সমস্যা হয় যাদের তাদের না খাওয়াই ভালো। বিভিন্ন ধরণের কাজু বাদাম পাওয়া যায় যেমন- লবণাক্ত, সিদ্ধ বা মশলাযুক্ত। হাইপারটেনশনের রোগীদের সল্টেড কাজু না খাওয়া ভালো।

🥜কাঠ বাদাম🥜

কাঠবাদাম অত্যন্ত পরিচিত ও সস্তা ফল। এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ‘বি’, ‘ই’, ‘ডি’ এবং উপকারী ফ্যাট। গুণাগুণ দিক থেকে বিবেচনা করে দেখলে এটিকে বলা হয় সুপার ফুড। কাঠবাদামের ভিটামিন ‘বি’ মস্তিষ্কের কোষ উন্নত এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে থাকে। প্রতিদিন কাঠবাদাম খেলে বাচ্চাদের স্মৃতিশক্তি অনেক বেশি প্রখর হবে। পানিতে ভিজিয়ে কাঠ বাদাম খোসা ছুলে খেতে হবে। তবে অবশ্যই এটি তেলে ভাজা ও লবণমুক্ত হতে হবে। এর ফাইটোস্টেরল ও মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ক্ষতিকর কোলেস্টরেল কমাতে সাহায্য করে। কাঁচা কাঠবাদাম প্রোটিন এবং ফাইবার ক্ষুধা কমাতেও সাহায্য করে। এর ফলে সহজে দেহের ওজন কমে। এছাড়া কাঠবাদামে থাকা উপাদান শরীরকে চর্বি শোষণ করতে দেয় না। এর ফলে এ চর্বি বের হয়ে যায়। কাঠবাদামের ভিটামিন ‘ডি’ ও ম্যাগনেসিয়াম চুল পড়া রোধ এবং মাথার ত্বক উন্নত করতে সাহায্য করে। এর ভিটামিন ‘ই’ ত্বকের রুক্ষতা-শুষ্কতা দূর করতে বেশ উপকারী। কাঠবাদামের রস ব্যবহার করলে ত্বক মসৃণ, সুন্দর ও উজ্জ্বল হয়।

১। স্মৃতিশক্তি প্রখর করে কাঠবাদাম

কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি। যা মস্তিষ্কের কোষগুলোকে উন্নত করতে সহায়তা করে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। বাচ্চাদের ছোটবেলা থেকেই প্রতিদিন কাঠবাদাম খাওয়ার অভ্যাস করলে স্মৃতিশক্তি অনেক বেশি প্রখর হয়। তবে অবশ্যই তেলেভাজা লবণাক্ত বাদাম খাওয়া উচিৎ নয়। পানিতে ভিজিয়ে ছিলে খেতে হবে।

২। দ্রুত ওজন কমাতে কাঠবাদাম

কাঠবাদামে রয়েছে ফাইটোস্টেরল এবং মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যা দেহের ক্ষতিকর কোলেস্টরল কমাতে সাহায্য করে। কাঁচা কাঠবাদাম প্রোটিন এবং ফাইবারের উৎস যা অনেক সময় ধরে ক্ষুধার উদ্রেক করে না। এবং ক্ষুধা কম থাকে। এতে করে দেহের ওজন কমতে সাহায্য করে।

আরো কিছু কাঠ বাদামের গুনাগুন

১. কাঠবাদামের মনোস্যাচুরেটেড ফ্যাট, প্রোটিন ও পটাশিয়াম হার্ট ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

২. কাঠবাদামের ভিটামিন ই হার্টের নানারকম রোগ হবার আশঙ্কা দূরে রাখে। কাঠবাদামে উপস্থিত ম্যাগনেসিয়াম হার্ট অ্যাটাক প্রতিরোধ করে এবং পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

৩. কাঠবাদামে রয়েছে বিশেষ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ‘ফ্ল্যাভোনয়েড’, যা বিভিন্ন ধরনের অসুখ প্রতিরোধে খুবই কার্যকর। কাঠবাদাম কয়েক ধরনের ক্যানসার প্রতিরোধেও সহায়তা করে।

৪. কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি। ভিটামিন বি মস্তিষ্কের কোষগুলোকে উন্নত করতে সহায়তা করে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। বাচ্চাদের ছোটবেলা থেকেই প্রতিদিন কাঠবাদাম খাওয়ার অভ্যাস করলে স্মৃতিশক্তি প্রখর হয়।

৫. কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।

৬. মোনোপেজের পর নারীদের নিয়মিত কাঠবাদাম খাওয়া উচিত। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যা মোনোপেজকালীন সমস্যা দূর করতে সাহায্য করে।

৭. কাঁচা কাঠবাদাম প্রোটিন এবং ফাইবারের উৎস যা ক্ষুধা কমায়। এতে করে ওজন কমতে সাহায্য করে।

৮. চুল পড়া, চুলের রুক্ষতা এবং মাথার ত্বকের সুস্থতায় কাঠবাদামের তেলের জুড়ি নেই। কাঠবাদামের ভিটামিন ডি ও ম্যাগনেসিয়াম চুল পড়া রোধ করে এবং মাথার ত্বক উন্নত করে। চুলে সরাসরি এই তেল লাগিয়ে ঘন্টাখানেক রেখে চুল ধুয়ে ফেলুন।

৯. কাঠবাদামের গুঁড়ো খুব ভালো স্ক্রাবার হিসেবে কাজ করে। কাঠবাদাম বেটে তার সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগালে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও কোমল।

Photos from Aman's Food's post 19/07/2023

আলহামদুলিল্লাহ,
আমাদের পেজের প্রথম ডেলিভারি🥰🥰🥰
হোমমেড খিচুড়ি মিক্স ২৫০ গ্রাম
হোমমেড সেরেলাক ২৫০ গ্রাম
হোমমেড রাইস সুজি ২৫০ গ্রাম
হোমমেড মিক্স ফ্রুট ওটস ২৫০ গ্রাম

Photos from Aman's Food's post 18/07/2023

আলহামদুলিল্লাহ, আমাদের বেবিফুড এর ফাস্ট অর্ডার ডেলিভারির প্রসেসিং চলছে 🥰🥰🥰

Photos from Aman's Food's post 12/07/2023

বাচ্চাদের সঠিক বিকাশে হেলদি খাবার এর বিকল্প অন্য কিছু হতে পারে না। যেসব বাচ্চারা খাবার খেতে চাই না মায়েরা টেনশনে থাকেন তাদের জন্য আমরা নিয়ে আসছি মজাদার হোমমেড হেলদি খাবার। ইনশাআল্লাহ বাচ্চা নিকে থেকেই খেতে চাইবে।
আমাদের থেকে আপনার ২৫০/৫০০/১০০০ গ্রাম হিসেবে অর্ডার করতে পারবেন।
সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়।

Photos from Aman's Food's post 11/07/2023

হোমমেড খেজুর সুজি
বাসমতি চাল
চিনি গুড়া চাল
নাজের শাইল চাল
সাগুদানা
খেজুর
এলাচ
খেজুরে আছে এমন সব পুষ্টিগুণ, যা খাদ্য পরিপাকে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে: শরীরে আয়রনের ঘাটতি মেটাতে সাহায্য করে খেজুর । একই সঙ্গে খেজুর মিষ্টতা চিনির বিকল্প হিসেবে কাজ করে। হাড়ের সুরক্ষায়: ক্যালসিয়াম হাড় গঠনে সহায়ক।

Photos from Aman's Food's post 10/07/2023

বিভিন্ন ধরনের চাল এবং বিভিন্ন ধরনের ডাল সাথে ২ রকমের সবজি আর মাছ ( হাতের কাছে যখন যা পাই)। আলহামদুলিল্লাহ, আমার বাবুর খুবই পছন্দ হয়েছে 🥰
যারা বাচ্চাদের খিচুড়ি খাওয়া নিয়ে টেনশনে থাকেন তারা চোখ বন্ধ করে আমাদের খিচুড়ি মিক্সটা অর্ডার করে বাচ্চাকে খাওয়াতে পারেন।

খিচুড়ি মিক্স এর সাথে বাচ্চাদের পছন্দের কয়েক ধরনের রান্নার রেসিপি দেয়া থাকবে।

অর্ডার করতে আমাদের ইনবক্স করতে পারেন অথবা কল করতে পারেন ০১৮৪২২৯০১০৯ নাম্বারে।

Photos from Aman's Food's post 09/07/2023

আসসালামুয়ালাইকুম, যেসব মায়েরা বাচ্চাদের সলিড খাবার নিয়ে চিন্তায় আছেন, বাচ্চাকে কোন খাবার কতটুকু পরিমাণ দিতে হবে বা কোন কোন খাবার বাচ্চার জন্য উপকার বুঝতে পারছেন না। কর্মব্যস্ততায় বাচ্চার খাবারের যত্ন নেওয়া হয় না 😪 তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা । যেহেতু আমি মা এবং হোমমেড খাবার নিয়ে কাজ করি সুতরাং আমি আমার বাচ্চার পুষ্টিগুন এবং বাচ্চাদের রুচির কথা মাথায় রেখে খাবার বানানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা খুবই পছন্দ করে। আপনাদের যাদের বাচ্চারা একদমই খেতে চাই না আমাদের হোমমেড খাবার গুলো ট্রাই করতে পারেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চাও আস্তে আস্তে খাবারের প্রতি আগ্রহী হয়ে উঠবে🥰
আমাদের কাছে আপাতত পাবেন -

হোমমেড খিচুড়ি মিক্স
হোমমেড সেরেলাক
হোমমেড রাইস সুজি
হোমমেড খেজুর সুজি
হোমমেড বাদাম সুজি
হোমমেড বাদাম মিক্স
হোমমেড খেজুর চিনি
হোমমেড মিক্স ফ্রুট ওটস

09/07/2023

শিশুর ৬ মাস বয়স পর্যন্ত শুধু বুকের দুধই যথেষ্ট। ৭ মাসে এর শুরু থেকে বুকের দুধের পাশাপাশি তিন বেলা বাচ্চাকে বাড়তি খাবার দিতে হবে। এই বাড়তি খাবার হতে পারে চাল, ডাল, সবজি, মাছ, মাংস ও তেল দিয়ে খিচুড়ি, ডিমের কুসুম, ফল (কলা/আপেল/পাকা পেঁপে/মৌসুমি ফল ) ইত্যাদি। আস্তে আস্তে নতুন নতুন খাবার দিতে হবে এবং খাবার এর পরিমাণ বাড়াতে হবে। শিশুকে একসাথে বেশি খাবার দেওয়া যাবে না এবং এক খাবার বারে বারে দেওয়া যাবে না। অল্প অল্প করে বারে বারে নতুন নতুন খাবার দিতে হবে। শিশুকে খাবার এর প্রতি আগ্রহী করে তুলতে হবে জোর করে খাওয়ানো যাবে না।

09/07/2023

বয়স অনুযায়ী বাচ্চাদের বয়স ও উচ্চতার চার্ট।

Want your business to be the top-listed Clothing Store in Maijdee Court?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Maijdee Court
Maijdee Court
3802

Other Baby Goods/Kids Goods in Maijdee Court (show all)
Fair Price Product Fair Price Product
Noakhali, Maijdee, Maijdee Court
Maijdee Court

Hlw Everyone our page in available products Dress Saree,Exported Cosmetics,Baby products, etc please supported our page Thanks

GA LIB Fashion গালিব ফ্যাশন GA LIB Fashion গালিব ফ্যাশন
Maijdee Court
Maijdee Court

গুনগত মান বজায় রেখে পন্য সরবরাহের নিশ?

Mom and Kids Zone Mom and Kids Zone
Mom And Kids Zone, Maijdee Court
Maijdee Court, 3800

বাচ্চাদের এবং মহিলাদের সকল প্রকার পণ্য পাওয়া যায়।

Tanmi&Taqwa Daily Life Tanmi&Taqwa Daily Life
Maijdee Court
Maijdee Court

Kuch bi Kuch bi
Maijdee Court
Maijdee Court

cute baby