Bima Seba Manikganj
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bima Seba Manikganj, Insurance Agent, Manikganj.
একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান, জীবন বীমা কর্পোরেশনে মানিকগঞ্জ শাখায় বীমা পলিসি বিক্রয়ের চ্যালেঞ্জিং পেশা হিসেবে গ্রহনের মাধ্যমে অধিক আয় করতে "বীমা প্রতিনিধি" হিসেবে কাজ করতে আগ্রহীদের যোগাযোগ করার জন্য আহবান করা যাচ্ছে । পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন ।
📧 সিভি ইমেইল করুনঃ [email protected]
অফিসের ঠিকানাঃ রজনী সুপার মার্কেট (৩য় তলা)
৭৬-৭৭ শহীদ রফিক সড়ক , কালিবাড়ী, মানিকগঞ্জ
জীবন বীমা কর্পোরেশনের প্রিমিয়াম দেওয়া যাবে এখন বিকাশের মাধ্যমে
শুভ নববর্ষ- ১৪২৯
বাংলা নববর্ষ সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি এবং সমৃদ্ধি।
📣 আপনি কি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায় অবসর জীবনে পেনশন গ্রহন করতে আগ্রহী ?
✔️ জীবন বীমা কর্পোরেশনের ব্যক্তিগত পেনশন বীমা পলিসি জীবনের ঝুকি গ্রহনের সাথে সাথে অবসর জীবনে আজীবন পেনশনের নিশ্চয়তা দেয় ।
🟢 ব্যক্তিগত পেনশন বীমা পলিসিঃ
পেশাজীবী ও কর্মজীবী মানুষ স্বভাবতই অবসর জীবনে নিরুদ্বেগ স্বচ্ছল শান্তিময় দিন যাপনের নিশ্চয়তা চান। পরিণত বয়সে যখন নিয়মিত আয়ের কোন নিশ্চয়তা থাকে না, পেনশন বীমা পলিসি ঠিক তখনই নিয়মিত মাসিক অর্থাগমের ব্যবস্থা করে। অবসর জীবনের আর্থিক প্রয়োজনের দিকে লক্ষ্য রেখেই তৈরী করা হয়েছে আমাদের পেনশন বীমা পরিকল্পনা। যে কোন পেশায় নিয়োজিত মানুষ এই পলিসি নিতে পারেন। এর অন্যতম প্রধান আকর্ষণ হলো কর্মজীবনে অকাল মৃত্যুতে পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা বিধান যা অন্য কোন সঞ্চয় মাধ্যমে সম্ভব নয়।
🟢 পেনশন বীমার আকর্ষণ/সুবিধাদিঃ
📌একই সাথে কর্মজীবনে অকাল মৃত্যুতে জীবন বীমার আর্থিক নিরাপত্তা এবং অবসর জীবনের জন্য আমরণ পেনশনের ব্যবস্থা।
📌পেনশন প্রদান শুরুর ১০ (দশ) বছরের মধ্যে বীমাগ্রহীতার মৃত্যু হলে দশ বছরের বাকী সময়ের জন্য পেনশনভোগীর মনোনীতকের (নমিণীর) পেনশন লাভের গ্যারান্টি।
📌পেনশন প্রদান শুরুর নির্ধারিত তারিখের পূর্বে বীমাগ্রহীতার স্বাভাবিক মৃত্যু হলে নিম্নোক্ত বিকল্পের যেটিতে বেশী অর্থ পাওয়া যায়, তা মনোনীতককে এককালীন পরিশোধের নিশ্চয়তা,
(ক) প্রথম বছরের প্রিমিয়াম বাদে প্রদত্ত সকল প্রিমিয়াম ৭% লাভসহ প্রদান:
অথবা
(খ) একটি বার্ষিক প্রিমিয়ামের ১৫ (পনের) গুণ অর্থ প্রদান।
(গ) অর্নদিকে দুর্ঘটনাজনিত মৃত্যু বীমার ক্ষেত্রে (DIAB) সহ পলিসির ক্ষেত্রে) দুর্ঘটনার সাথে সাথে অথবা দুর্ঘটনার কারণে ৯০ দিনের মধ্যে বীমাগ্রহীতার মৃত্যু হলে সেক্ষেত্রে বার্ষিক প্রিমিয়ামের ৩০ গুণ অর্থ নমিনীক প্রদান করা হয়।
(ঘ) মেয়াদ পূর্তিতে পেনশনের টাকার ৫০% অথবা ১০০% সমর্পণ (কম্যুটেশন) করে এককালীন টাকা পাওয়ার সুবিধা।
(ঙ) বীমাপত্রের অনুকূলে বীমাগ্রাহক প্রয়োজনে ঋণ গ্রহণ করতে পারেন।
(চ) জীবন বীমার অন্যান্য পলিসির মতো পেনশন বীমার টাকা আয়করমুক্ত। প্রদত্ত প্রিমিয়ামের উপরেও আয়কর রেয়াত পাওয়া যায়।
🔷 উদাহরণঃ
যদি ৩৫ বছর বয়স্ক কোন ভদ্রলোক তাঁর ৫৭ বছর বয়স পূর্তির পর থেকে মাসিক ৫,০০০/- টাকা পেনশনের জন্য একটি পেনশন বীমা পলিসি গ্রহণ করেন। তাঁর প্রিমিয়াম এবং সুবিধাবলী হবে নিম্নরূপঃ
মাসিক ১০০/- টাকার জন্য এক বছরের প্রিমিয়াম ১৮৪.২০ টাকা
মাসিক ৫,০০০/- টাকার জন্য এক বছরের প্রিমিয়াম ১৮৪.২০ x ৫০
=৯,২১০.০০ টাকা
অর্থাৎ বার্ষিক প্রিমিয়াম দিবেন ৯,২১০/= টাকা। এর পরিবর্তে মেয়াদপূর্তিতে (মাসিক ৫,০০০/= টাকা হিসাবে) তিনি বার্ষিক পেনশন পাবেন (৫,০০০ x ১২) = ৬০,০০০/= (ষাট হাজার) টাকা।
৫৭ বছর বয়স পর্যন্ত তিনি জমা দেবেন,
(৯,২১০ x২২) = ২,০২,৬২০.০০ টাকা। বার্ষিক ৯,২১০/- টাকা প্রিমিয়াম দিলে তিনি যে আয়কর রেয়াত লাভ করবেন তা হিসাবের মধ্যে ধরলে প্রিমিয়াম খাতে প্রকৃত ব্যয় আরো কম হবে।
প্রিমিয়াম কেবলমাত্র বার্ষিক বা ষান্মাষিক কিস্তিতে প্রদানযোগ্য।
📌সুবিধাদিঃ
১। ‘’৫৭ বৎসর পূর্তির পর থেকে বীমাগ্রহীতা যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত ৫,০০০/= (পাঁচ হাজার টাকা) করে প্রতি মাসে নিয়মিত পেনশন পাবেন। এই অর্থ প্রতি মাসে তাঁর ব্যাংক একাউন্টে পৌঁছে যাবে’’।
📌গ্যারান্টিকৃত দশ বছরে তিনি পাচ্ছেনঃ
২। প্রতিমাসে ৫,০০০/= টাকা হিসাবে (৫,০০০ x ১২x ১০) = ৬,০০,০০০/= টাকা। এর পরেও তিনি যতদিন জীবিত থাকবেন নির্ধারিত পেনশন পেতেই থাকবেন।
৩। পেনশন শুরু হওয়ার সময় তিনি ইচ্ছা করলে মাসিক পেনশনের অর্ধেক অথবা সম্পূর্ণ সমর্পণ করে এককালীন টাকা নিতে পারবেন। যদি তিনি মাসিক পেনশনের ৫০% (অর্ধেক) সমর্পণ করেন সেক্ষেত্রে তিনি এককালীন ২,৫৩,৪৫০/= টাকা পাবেন। উক্ত এককালীন টাকা ছাড়াও যথারীতি মাসিক পেনশন হিসাবে আজীবন প্রতিমাসে ২,৫০০/= টাকা পাবেন।
জীবন বীমা কর্পোরেশনের ব্যক্তিগত পেনশন বীমা পলিসি জীবনের ঝুঁকি গ্রহণের সংগে অবসর জীবনের জন্যে আজীব পেনশনের নিশ্চয়তা দেয়।
এতে রয়েছে ন্যূনতম দশ বছরের গ্যারান্টিসহ আজীবন পেনশনের ব্যবস্থা। চাকুরীজীবী, ব্যবসায়ী বা অন্য যে কোনো স্বাধীন পেশাজীবী সকলেই এই পলিসি নিতে পারেন।
📋 পেনশন বীমা পরিকল্পনাটি গ্রহনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :-
(১) এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
(২) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
(৩) SSC সার্টিফিকেট এর ফটোকপি।(যদি থাকে)
(৪) TIN certificate এর ফটোকপি/Tax Token এর ফটোকপি (যদি থাকে)
(৫) জব আইডি কার্ড এর ফটোকপি।(যদি থাকে)
(৬) নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি
(৭) নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
🔔 বীমা সম্পর্কে বিস্তারিত আরও তথ্য জানতে যোগাযোগ করুনঃ-
মোঃ সাইদুল ইসলাম
ডেভেলপমেন্ট ম্যানেজার
জীবন বীমা কর্পোরেশন, মানিকগঞ্জ শাখা
মোবাঃ ✆ ০১৭৩৫১৮৪৬৯৩
✆ ০১৭৩৫৬৬৬১৮৫
একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান, জীবন বীমা কর্পোরেশনে মানিকগঞ্জ শাখায়-৬২৫ বীমা পলিসি বিক্রয়ের চ্যালেঞ্জিং পেশা হিসেবে গ্রহনের মাধ্যমে অধিক আয় করতে "বীমা প্রতিনিধি" হিসেবে কাজ করতে আগ্রহীদের যোগাযোগ করার জন্য আহবান করা যাচ্ছে । পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন ।
📧 সিভি ইমেইল করুনঃ [email protected]
অফিসের ঠিকানাঃ রজনী সুপার মার্কেট (৩য় তলা)
৭৬-৭৭ শহীদ রফিক সড়ক , কালিবাড়ী, মানিকগঞ্জ
জীবন বীমা কর্পোরেশন মানিকগঞ্জ সেলস অফিস-২০ এ
১৩ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত উন্নয়ন ম্যানেজার ও উন্নয়ন অফিসারদের "LIfe Insurance Marketing" বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
"সুখে দু:খে আপনজন জীবন বীমা কর্পোরেশন"
বীমা সম্পর্কে বিস্তারিত আরও তথ্য জানতে
যোগাযোগ করুন-
মোঃ সাইদুল ইসলাম
ডেভেলপমেন্ট ম্যানেজার
জীবন বীমা কর্পোরেশন, মানিকগঞ্জ শাখা
মোবাঃ ০১৫৩৮২১০০২৯
০১৭১৩৫৬৭৭৩০
#জীবন_বীমা_কর্পোরেশন_মানিকগঞ্জ_শাখা
#জীবনবীমাকর্পোরেশন
#জীবন_বীমা_কর্পোরেশন
জীবন বীমা কর্পোরেশনে চালু হলো ই-সার্ভিস । নিজ নিজ পলিসি তথ্য জানুন ঘরে বসেই ।
ব্যক্তিগত পেনশন বীমা পলিসি
(একই সাথে জীবনের নিরাপত্তা এবং আজীবন পেনশন)
ব্যক্তিগত পেনশন বীমা পলিসিঃ
পেশাজীবী ও কর্মজীবী মানুষ স্বভাবতঃই অবসর জীবনে নিরুদ্বেগ স্বচ্ছল শান্তিময় দিন যাপনের নিশ্চয়তা চান। পরিণত বয়সে যখন নিয়মিত আয়ের কোন নিশ্চয়তা থাকে না, পেনশন বীমা পলিসি ঠিক তখনই নিয়মিত মাসিক অর্থাগমের ব্যবস্থা করে। অবসর জীবনের আর্থিক প্রয়োজনের দিকে লক্ষ্য রেখেই তৈরী করা হয়েছে আমাদের পেনশন বীমা পরিকল্পনা। যে কোন পেশায় নিয়োজিত মানুষ এই পলিসি নিতে পারেন। এর অন্যতম প্রধান আকর্ষণ হলো কর্মজীবনে অকাল মৃত্যুতে পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা বিধান যা অন্য কোন সঞ্চয় মাধ্যমে সম্ভব নয়।
পেনশন বীমার আকর্ষণ/সুবিধাদিঃ
একই সাথে কর্মজীবনে অকাল মৃত্যুতে জীবন বীমার আর্থিক নিরাপত্তা এবং অবসর জীবনের জন্য আমরণ পেনশনের ব্যবস্থা।
পেনশন প্রদান শুরুর ১০ (দশ) বছরের মধ্যে বীমাগ্রহীতার মৃত্যু হলে দশ বছরের বাকী সময়ের জন্য পেনশনভোগীর মনোনীতকের (নমিণীর) পেনশন লাভের গ্যারান্টি।
পেনশন প্রদান শুরুর নির্ধারিত তারিখের পূর্বে বীমাগ্রহীতার স্বাভাবিক মৃত্যু হলে নিম্নোক্ত বকল্পের যেটিতে বেশী অর্থ পাওয়া যায়, তা মনোনীতককে এককালীন পরিশোধের নিশ্চয়তা,
(ক) প্রথম বছরের প্রিমিয়াম বাদে প্রদত্ত সকল প্রিমিয়াম ৭% লাভসহ প্রদান:
অথবা
(খ) একটি বার্ষিক প্রিমিয়ামের ১৫ (পনের) গুণ অর্থ প্রদান।
(গ) অর্নদিকে দুর্ঘটনাজনিত মৃত্যু বীমার ক্ষেত্রে (DIAB) সহ পলিসির ক্ষেত্রে) দুর্ঘটনার সাথে সাথে অথবা দুর্ঘটনার কারণে ৯০ দিনের মধ্যে বীমাগ্রহীতার মৃত্যু হলে সেক্ষেত্রে বার্ষিক প্রিমিয়ামের ৩০ গুণ অর্থ নমিনীক প্রদান করা হয়।
(ঘ) মেয়াদ পূর্তিতে পেনশনের টাকার ৫০% অথবা ১০০% সমর্পণ (কম্যুটেশন) করে এককালীন টাকা পাওয়ার সুবিধা।
(ঙ) বীমাপত্রের অনুকূলে বীমাগ্রাহক প্রয়োজনে ঋণ গ্রহণ করতে পারেন।
(চ) জীবন বীমার অন্যান্য পলিসির মতো পেনশন বীমার টাকা আয়করমুক্ত। প্রদত্ত প্রিমিয়ামের উপরেও আয়কর রেয়াত পাওয়া যায়।
উদাহরণ
যদি ৩৫ বছর বয়স্ক কোন ভদ্রলোক তাঁর ৫৭ বছর বয়স পূর্তির পর থেকে মাসিক ৫,০০০/- টাকা পেনশনের জন্য একটি পেনশন বীমা পলিসি গ্রহণ করেন। তাঁর প্রিমিয়াম এবং সুবিধাবলী হবে নিম্নরূপঃ
মাসিক ১০০/- টাকার জন্য এক বছরের প্রিমিয়াম ১৮৪.২০ টাকা
মাসিক ৫,০০০/- টাকার জন্য এক বছরের প্রিমিয়াম ১৮৪.২০ x ৫০
=৯,২১০.০০ টাকা
অর্থাৎ বার্ষিক প্রিমিয়াম দিবেন ৯,২১০/= টাকা। এর পরিবর্তে মেয়াদপূর্তিতে (মাসিক ৫,০০০/= টাকা হিসাবে) তিনি বার্ষিক পেনশন পাবেন (৫,০০০ x ১২) = ৬০,০০০/= (ষাট হাজার) টাকা।
৫৭ বছর বয়স পর্যন্ত তিনি জমা দেবেন,
(৯,২১০ x২২) = ২,০২,৬২০.০০ টাকা। বার্ষিক ৯,২১০/- টাকা প্রিমিয়াম দিলে তিনি যে আয়কর রেয়াত লাভ করবেন তা হিসাবের মধ্যে ধরলে প্রিমিয়াম খাতে প্রকৃত ব্যয় আরো কম হবে।
প্রিমিয়ামঃ কেবলমাত্র বার্ষিক বা ষান্মাষিক কিস্তিতে প্রদানযোগ্য।
সুবিধাদি
১।
‘’৫৭ বৎসর পূর্তির পর থেকে বীমাগ্রহীতা যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত ৫,০০০/= (পাঁচ হাজার টাকা) করে প্রতি মাসে নিয়মিত পেনশন পাবেন। এই অর্থ প্রতি মাসে তাঁর ব্যাংক একাউন্টে পৌঁছে যাবে’’।
গ্যারান্টিকৃত দশ বছরে তিনি পাচ্ছেনঃ
২।
প্রতিমাসে ৫,০০০/= টাকা হিসাবে (৫,০০০ x ১২x ১০) = ৬,০০,০০০/= টাকা। এর পরেও তিনি যতদিন জীবিত থাকবেন নির্ধারিত পেনশন পেতেই থাকবেন।
৩।
পেনশন শুরু হওয়ার সময় তিনি ইচ্ছা করলে মাসিক পেনশনের অর্ধেক অথবা সম্পূর্ণ সমর্পণ করে এককালীন টাকা নিতে পারবেন। যদি তিনি মাসিক পেনশনের ৫০% (অর্ধেক) সমর্পণ করেন সেক্ষেত্রে তিনি এককালীন ২,৫৩,৪৫০/= টাকা পাবেন। উক্ত এককালীন টাকা ছাড়াও যথারীতি মাসিক পেনশন হিসাবে আজীবন প্রতিমাসে ২,৫০০/= টাকা পাবেন।
জীবন বীমা কর্পোরেশনের ব্যক্তিগত পেনশন বীমা পলিসি জীবনের ঝুঁকি গ্রহণের সংগে অবসর জীবনের জন্যে আজীব পেনশনের নিশ্চয়তা দেয়।
এতে রয়েছে ন্যূনতম দশ বছরের গ্যারান্টিসহ আজীবন পেনশনের ব্যবস্থা। চাকুরীজীবী, ব্যবসায়ী বা অন্য যে কোনো স্বাধীন পেশাজীবী সকলেই এই পলিসি নিতে পারেন।
স্বচ্ছল অবসর জীবনের জন্যে পেনশনের সুবিধা কে না চায়?
বীমা সম্পর্কে বিস্তারিত আরও তথ্য জানতে
যোগাযোগ করুন-
মোঃ সাইদুল ইসলাম
ডেভেলপমেন্ট ম্যানেজার
জীবন বীমা কর্পোরেশন, মানিকগঞ্জ শাখা
মোবাঃ ০১৫৩৮২১০০২৯
০১৭১৩৫৬৭৭৩০
#জীবন_বীমা_কর্পোরেশন_মানিকগঞ্জ_শাখা
#জীবনবীমাকর্পোরেশন
#জীবন_বীমা_কর্পোরেশন
জীবন বীমার সুবিধাগুলো কী এবং কেনো এটা সবার জন্য প্রয়োজন?
বীমা সম্পর্কে বিস্তারিত আরও তথ্য জানতে
যোগাযোগ করুন-
মোঃ সাইদুল ইসলাম
ডেভেলপমেন্ট ম্যানেজার
জীবন বীমা কর্পোরেশন, মানিকগঞ্জ শাখা
মোবাঃ ০১৫৩৮২১০০২৯
০১৭১৩৫৬৭৭৩০
#জীবন_বীমা_কর্পোরেশন_মানিকগঞ্জ_শাখা
#জীবনবীমাকর্পোরেশন
#জীবন_বীমা_কর্পোরেশন
বীমা কী এবং কেনো এটা সবার জন্য প্রয়োজন?
বীমা সম্পর্কে বিস্তারিত আরও তথ্য জানতে
যোগাযোগ করুন-
মোঃ সাইদুল ইসলাম
ডেভেলপমেন্ট ম্যানেজার
জীবন বীমা কর্পোরেশন, মানিকগঞ্জ শাখা
মোবাঃ ০১৫৩৮২১০০২৯
০১৭১৩৫৬৭৭৩০
#জীবন_বীমা_কর্পোরেশন_মানিকগঞ্জ_শাখা
#জীবনবীমাকর্পোরেশন
#জীবন_বীমা_কর্পোরেশন
বীমা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের স্বার্থে বীমা গ্রাহকগণকে ডিজিটাল সুবিধা প্রদানের লক্ষ্যে জীবন বীমা কর্পোরেশনের পলিসি গ্রাহকগণের জন্য অনলাইন মাধ্যমে নিজ নিজ পলিসির তথ্য দেখা, এফপিআর, ই-রিসিপ্ট এবং ই-ট্যাক্স রিবেট সার্টিফিকেট প্রিন্ট নেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। একই সাথে নতুন গ্রাহকগণের সম্ভাব্য প্রিমিয়াম ক্যালকুলেশনের জন্য প্রিমিয়াম ক্যালকুলেটর যুক্ত করে একটি এপ্লিকেশন প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত এপ্লিকেশনটি অদ্য হতে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। কর্পোরেশনের ওয়েবসাইট এর ই-সার্ভিস মেনু হতে সংশ্লিষ্ট সাব-মেনু নির্বাচন করে সেবাটি গ্রহন করতে হবে।
[সেবাটি গ্রহনে যে কোন ধরণের সমস্যা অথবা উন্নয়নে পরামর্শ প্রদানের জন্য অনুরুধ করা হলো]
সম্মানিত বীমা গ্রাহক বাসুদেব সাহাকে ২০০০০/- মাসিক পেনশন বীমা পলিসি ডকুমেন্ট তুলে দিচ্ছেন মোঃ সাইদুল ইসলাম (ডি.এম জীবন বীমা কর্পোরেশন) । সাথে উপস্থিত ছিলেন মোঃ আল-শেফাকুল ইসলাম ( ডি.ও জীবন বীমা কর্পোরেশন) ।
#জীবন_বীমা_কর্পোরেশন_মানিকগঞ্জ_শাখা
জীবন বীমা কর্পোরেশনের সম্মানিত গ্রাহক, এজেন্ট, উন্নয়ন জনশক্তি, কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ি
ও শুভাকাঙ্খী সহ সকলকে ইদের শুভেচ্ছা।
(সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ইদ পালন করি, নিজ পরিবার ও দেশকে নিরাপদ রাখি)
ঈদ মোবারক
অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি আজ ভোরে, বাংলাদেশের বীমা শিল্পের একজন অভিভাবককে আমরা হারালাম। ইন্না লিল্লাহি ওয় ইন্না ইলাহি রাজিউন। জনাব শামসুল আলম (৮৫), প্রাক্তন চেয়ারম্যান জীবন বীমা কর্পোরেশন, ইউনাইটেড হাসপাতালে ডায়ালাইসিস চলাকালে মৃত্যুবরণ করেন। বেশ কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি হন। তিনি রিলায়েন্স ইনসিওরেন্স লিমিটেড এর প্রতিষ্ঠাতা এবং ব্যাংক এশিয়ার পরিচালক ছিলেন। খুবই দু:খ পেলাম খবরটা শুনে। আল্লাহ তাঁকে বেহেস্ত নসীব করুন। পরিবারের সবাইকে এই শোক সহ্য করার শক্তি দিন। আমিন।
কোভিড-১৯ প্রতিরোধ ও প্রতিকারে নিয়োজিত চিকিৎসক-নার্স,স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক কর্মকর্তা,আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী,সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্যদের incentive হিসেবে বীমা সুবিধা দেয়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের জন্য জীবন বীমা কর্পোরেশনকে বেছে নেয়ায় আমরা সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
ইতোমধ্যে আমরা বীমা Schemeটি চূড়ান্ত করেছি।এ কাজে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও সহযোগিতা প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ,অর্থ বিভাগের সম্মানিত সিনিয়র সচিব ও সচিব মহোদয়, IDRA ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
বিশেষ করে Schemeটি প্রণয়নে একচুয়ারি
ডঃ মোহাম্মদ সোহরাব উদ্দিন সাহেবকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আশা করছি সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় স্কিমটি দ্রুত চালু করতে সক্ষম হবো ইনশাল্লাহ!
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বীমা স্মৃতি বিজড়িত ১ মার্চ-কে সরকার কর্তৃক ‘জাতীয় বীমা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। বীমা শিল্পের উন্নয়ন ও বীমার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর র্যালি, বীমা মেলা, আলোচনা সভা
জীবন বীমা কর্পোরেশন আয়োজিত পিকনিকের উন্নয়ন বিভাগের মানিকগঞ্জ শাখার একাংশ,,,
Manikganj District Branch ar Development Confarance 2020
সামাজিক নিরাপত্তা বীমা (লাভসহ),টেবিল নং-৬৩
এই বীমা পরিকল্পনাটি স্বল্প আয়ের মানুষ-কৃষক, শ্রমিক, সমবায়ী, পশুপালক, কামার-কুমার,গার্মেন্টস শ্রমিক, রিক্সাওয়ালা সহ সকল শ্রেণীর বীমাগ্রাহক বিশেষ করে দেশের মহিলাদের-কে জীবন বীমার সুবিধা পৌঁছে দেওয়ার জন্য জীবন বীমা কর্পোরেশন ‘‘ সামাজিক নিরাপত্তা বীমা (লাভসহ),টেবিল নং-৬৩” Social Security Scheme (With Profit) চালু করেছে। এই স্কীম চালুর মাধ্যমে জীবন বীমা কর্পোরেশন দেশের জনগণের প্রতি সামাজিক দায়িত্ব হিসাবে নিম্নবৃত্ত হতে মধ্যবিত্ত সবাই যেন বীমা সুবিধা পেতে পারে, ভবিষ্যতের জন্য আকর্ষনীয় সঞ্চয় করতে পারে এবং বীমাগ্রহীতার অকাল মৃত্যুতে পরিবারের আর্থিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করতে পারে সেই জন্য সামাজিক নিরাপত্তা স্কিম চালু করা হয়েছে।
এই বীমার সুবিধাদি ও শর্তাবলীঃ-
মেয়াদ সর্বনিম্ন ১০ বছর এবং সর্বোচ্চ ১৫ বছর।
মাসিক কিস্তিতে প্রিমিয়াম প্রদান করতে পারবে।
সর্বনিম্ন জমা ১০০/= (একশত টাকা) সর্বোচ্চ মাসিক জমা ৫,০০০/= (পাঁচ হাজার টাকা) সর্বোচ্চ এক বছরে (১২ মাসের টাকা) প্রিমিয়াম অগ্রিম জমা করতে পারবে।
সর্বনিম্ন প্রবেশকালীণ বয়স ১৮ বছর, সর্বোচ্চ প্রবেশকালীণ বয়স ৪৫ বছর। মেয়াদপূর্তীকালীণ বয়স ৬০ বছরের বেশী হবে না। নতুন এই স্কিমের জন্য শুধুমাত্র একটি নির্ধারিত ফরম পূরণ করতে হবে।
প্রস্তাবপত্রের সাথে বয়সের প্রমাণক অবশ্যই দাখিল করতে হবে।
কোন ডাক্তারী পরীক্ষার রিপোর্ট এই বীমায় প্রদান করতে হবে না।
মেয়াদ শেষে বীমাকৃত অর্থ (লাভসহ) প্রদান। বীমাগ্রাহকের অকাল মৃত্যু হলে বীমাকৃত অর্থ অর্জিত লাভসহ মনোনীতককে প্রদান করা হবে।
প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়।
এই বীমায় ২ (দুই) বছর প্রিমিয়াম প্রদানের পর সমর্পণ ও ঋণ গ্রহণ করা যাবে।
স্কিমটির প্রিমিয়াম রেইট নিম্নরূপঃ-
সামাজিক নিরাপত্তা বীমা (লাভসহ)
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Manikganj
Opening Hours
Monday | 09:00 - 17:00 |
Tuesday | 09:00 - 17:00 |
Wednesday | 09:00 - 17:00 |
Thursday | 09:00 - 17:00 |
Sunday | 09:00 - 17:00 |
Manikganj, 1822
লেনদেন করুন আস্থার সাথে আমরা আছি আপনার পাশে
Basta, Dakkhin Boshoti, P. O: Golaidanga-, Shingair, Manijganj
Manikganj, 1820
SINGAIR, MANIKGANJ
Manikganj, 1822
Hi this is Liton. A professional and experienced social media manager. I am highly skilled in Facebo
Manikganj
Dutch-Bangla Bank started operation is Bangladesh's first joint venture bank. It was the first bank
Atigram Manikganj
Manikganj, 1820
we will best service for our bank customer.