Balora Monno Adarsha Uchcha Bidyaniketon
Balora monno adarsha uchcha bidyaniketon এর সাধারণ তথ্য পাওয়া যাবে এই পেজের মাধ্যমে।
SSC result 2023
Balora Monno Adarsha Uchcha Bidya Niketan.
আপনি যখন কোন ভাল কাজ করবেন তখন কিছু র্নির্দিষ্ট ব্যাক্তির অথবা গ্রুপের চক্ষুশূল হবেন এটাই স্বাভাবিক।
ফুলস্ট্যাক ডিজিটাল মার্কেটিং জুম লাইভ ক্লাসে শিখতে সাধারণত ৮০০০-১২০০০ টাকার মত লেগে থাকে। কিন্তু যা কোন শিক্ষার্থীর পক্ষে একবারে পরিশোধ করা সম্ভব নয়। আর তাই আমরা BangCoders Academy বাংলাদেশের যুবসমাজের স্কিল ডেভেলপমেন্টের উদ্দেশ্যে চালু করেছি ভিন্নধর্মী এক প্রশিক্ষণ ব্যবস্থা। আমাদের উদ্দেশ্য আগে শিখুন, ইনকাম করুন, পরে কোর্স ফি পরিশোধ করুন। নাম মাত্র রেজিস্ট্রেশন ফি দিয়ে আমাদের কোর্সে যুক্ত হতে পারবেন। আপনাদের ক্লাস নিবেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে চলমান বিভিন্ন প্রকল্পের প্রশিক্ষকরা এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কর্মরত এক্সপার্টরা।
সুবিধা সমূহ:
1. আমাদের মোট ক্লাসের সংখ্যা: ৪০ টি
2. অতিরিক্ত সাপোর্টিং ক্লাস: ১০ টি
3. ক্লাস চলাকালীন সময়ে ইনকামের শতভাগ নিশ্চয়তা
4. সাথে লাইফ টাইম সাপোর্ট
5. ইনকামের পর কোর্স ফি পরিশোদ এর ব্যবস্থা
আমাদের কোর্সের মডিউলটি দেখে নিন: https://dynalist.io/d/U9RCGTqbAYU1e26P0sfkI_L-
কোর্স টি কাদের জন্য:
1. যারা বেসিক ইংরেজি জানে
2. যাদের কম্পিউটার আছে
3. যাদের ইন্টারনেট সংযোগ আছে
4. শেখার আগ্রহ এবং প্রচেষ্টা আছে
আমাদের ফ্রি সেমিনারে জয়েন করে বিস্তারিত জেনে আমাদের ক্লাসে জয়েন করতে পারেন। জয়েন করার জন্য নিচের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে:https://chat.whatsapp.com/BfuhFrFqRJ7IMOxfY2Axyh
📢📢 মাহে রামাদান উপলক্ষে ধামাকা অফার 📣📣
মিস্টার অ্যান্ড মিসেস ফুড আইল্যান্ডের চিকেন উইংস লেবু মরিচের গন্ধে ঠোঁটে মেখে আছে। পান 6 পিসি হট উইংস অফার মূল্য 230 টাকা।
বিস্তারিত জানতে ফেসবুক পেইজে মেসেজ করুন অথবা কল করুন।
📞01724301659
রমজান মাসের প্রধান উদ্দেশ্য তাকওয়া অবলম্বনের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা
ও নিজের সমস্ত গুনাহ মাফ করিয়ে নেওয়া। যে ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরও গুনাহসমূহ মাফ করাতে পারল না, রাসূল (সাঃ) তাকে হতভাগা বলেছেন। তাই এ মাসের প্রতিটি দিনকে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করা আমাদের সকলের কর্তব্য। মিস্টার & মিসেস ফুট আইসল্যান্ডের পক্ষ থেকে সবাইকে রমাদান মোবারক।
৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-2023খ্রি.
বলড়া মুন্নু আদর্শ উচ্চ বিদ্যানিকেতন,
হরিরামপুর, মানিকগঞ্জ।
Fahad Alfattah
Habibul Hassan Faisal
Md. Ismail Chowdhury
বিশ্ব শিক্ষক দিবস আজ
আপনার প্রিয় শিক্ষককে আপনার ভাল লাগার কারণ কী?
Courtesy:BBC Bangla
স্থগিত হওয়া ২০২২ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ।
আগামী ২৪ মার্চ ২০২২ খ্রি . বৃহস্পতিবার সকাল ৮.৩০ ঘটিকায় অত্র বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা প্রয়াত হারুনার রশিদ খান মুন্নু এর সুযোগ্য কন্যা বর্তমান পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব আফরোজা খান রিতা , দাতা সদস্য , বলড়া মুন্ন আদর্শ উচ্চ বিদ্যানিকেতন ও ব্যবস্থাপনা পরিচালক , মুন্নু শিল্প গোষ্ঠী ।
সম্মানিত অতিথির আসন গ্রহণ করবেন :
জনাব মোসলেম উদ্দিন খান কুন্নু , চেয়ারম্যান , বলড়া ইউ.পি.
জনাব মোঃ আব্দুল জলিল , চেয়ারম্যান , ভাড়ারিয়া ইউ.পি ,
জনাব তারিকুল ইসলাম খান তারেক , সাবেক চেয়ারম্যান , বলড়া ইউ.পি।
...............অনুষ্ঠান সূচী.................
● শপথ গ্রহণ
● অলিম্পিক মশাল প্রজ্জ্বলন
● সভাপতির আসন গ্রহণ
● অতিথিবৃন্দের আসন গ্রহণ
● পতাকা উত্তোলন
● উদ্বোধন
● খেলাধুলার কার্যক্রম
● পবিত্র কোরআন তেলাওয়াত
● পবিত্র গীতা পাঠ
● পুরস্কার বিতরণ
● ধন্যবাদ জ্ঞাপন
উক্ত অনুষ্ঠানে আপনি / আপনারা সবান্ধব আমন্ত্রিত ।
বিনীত
মোঃ মিজানুর রহমান
প্রধান শিক্ষক বলড়া মুন্ন আদর্শ উচ্চ বিদ্যানিকেতন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা ও দোয়ার মাহফিল। আয়োজনে বলড়া মুন্নু আদর্শ উচ্চ বিদ্যানিকেতন, হরিরামপুর মানিকগঞ্জ।
২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সর্বশেষ ৫ম পার্যায়ে Online এর মাধ্যমে ভর্তির আবেদন 15/03/2022 থেকে 22/03/2022 তারিখের মধ্যে
সম্মানিত প্রাক্তনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বলড়া মুন্নু আদর্শ উচ্চ বিদ্যানিকেতন প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন কেন্দ্র করে স্কুলটিকে উন্নয়ন আবর্তে ঢেলে সাজাতে বিভিন্ন ব্যাচের শিক্ষাঋণ দায়বোধ সম্পন্ন প্রাক্তনদের অনুদানের প্রেক্ষিতে ইতোমধ্যে যে সকল কর্ম পদক্ষেপ সুবর্ণ জয়ন্তীর পূর্বেই বাস্তবায়িত হতে যাচ্ছে ~ তা সংক্ষেপে তুলে ধরা হলো:
# স্কুলের অত্যাধুনিক ওয়েবসাইট
# অত্যাধুনিক কম্পিউটার
# একটি মানসম্মত বিজ্ঞাণাগার
# শিক্ষকদের বসার কক্ষ শীতাতপ নিয়ন্ত্রণ
# শিক্ষকদের বসার উন্নত চেয়ার
# প্রধান শিক্ষক মহোদয়ের অফিস টেবিল
# প্রধান শিক্ষকের কক্ষ অফিস ফার্নিচারে সজ্জিতকরণ
# নতুন ভবনে শ্রেণিকক্ষে ছাত্র ছাত্রীদের বসার ব্যবস্থাকরণ
# বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা
# নামাজের জন্য মানসম্মত ওযুখানা
# প্রত্যেক শিক্ষককে স্যুট প্যান্ট এবং কর্মকর্তা কর্মচারীদের মার্জিত পোষাক
# ছাত্র ছাত্রীদের সংগীত চর্চার জন্য হারমোনিয়াম ও তবলা ব্যবস্থাকরণ
# স্কুল প্রতিষ্ঠার ইতিহাস, প্রতিষ্ঠালগ্নের সুধীজন, শিক্ষক এবং স্কুলের প্রাণ ফিরিয়ে দেওয়া প্রতিষ্ঠাতা ও বর্তমান পর্যন্ত নানা তথ্যসমৃদ্ধ প্রামাণ্য চিত্র নির্মাণ
এছাড়া যেসকল কর্মপদক্ষেপ সুবর্ণ জয়ন্তী উদযাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হতে যাচ্ছে :
# গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তির ব্যবস্থা
# ছাত্র ছাত্রীদের সৃজনশীল ও সহশিক্ষা কার্যক্রমে উদ্বুদ্ধ ও প্রশিক্ষণার্থে প্রতি শনিবার সহশিক্ষা কার্যক্রম পরিচালনা ব্যবস্থাকরণ
# এসএসসির ফলাফল আরো উন্নতকরণ সহায়তা কল্পে বুনিয়াদি ব্যবস্থা গ্রহণ
# ছাত্র ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণের সকল স্তরে গাইডলাইন প্রদান ও সহায়তা
# ছাত্র ছাত্রীদের মানবিক ও আদর্শিক চেতনায় উদ্ধুদ্ধকরণে প্রেরণা ও প্রেষণা প্রদান কার্যক্রম
# ছয়মাস অন্তর ছাত্র ছাত্রী ও অভিভাবকদের বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থাকরণ
# প্রাক্তন ও প্রয়াত শিক্ষকদের বিশেষ সহায়তা প্রদান
# স্কুল প্রতিষ্ঠালগ্নের সুধীজনদের জন্য স্কুলে স্থায়ী সম্মাননা জ্ঞাপক ব্যবস্থা
# স্কুলের সর্বাত্মক উন্নতি কল্পে কর্তৃপক্ষের যেকোনো পদক্ষেপ বাস্তবায়নে সহায়তা প্রদান
সবচেয়ে আনন্দের বিষয় প্রাক্তনদের সুবর্ণ জয়ন্তীর রেজিস্ট্রেশনকৃত সমুদয় অর্থ এবং দুইদিন ব্যাপী অনুষ্ঠান ব্যয় নির্ধারণে প্রাক্তনদের অনুদানের উদ্বৃত্ত সমুদয় অর্থ স্কুলে প্রাক্তনদের সৌজন্যে উপহার ও স্থায়ী স্মৃতিচিহ্ন একটি লাইব্রেরি ভবণ নির্মাণ ও প্রাক্তন ছাত্র ছাত্রী কল্যাণ ট্রাস্ট্র গঠন কল্পে প্রদান করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ৷ প্রাণের স্কুল নিয়ে ছাত্র শিক্ষক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্বদের স্বপ্ন বাস্তবায়নে প্রাক্তনদের সহযোগিতাপূর্ণ মানসিকতাকে শ্রদ্ধা জানাতেই হচ্ছে ৷ সুবর্ণ জয়ন্তী ঘিরে প্রাণের বিদ্যাপীঠকে আগামীর স্বপ্ন সোপানে এগিয়ে দিতে প্রাক্তনদের দায়বোধ সম্পন্ন উদ্যেমকে সাধুবাদ জানাই ।
স্কুলটি একটি আদর্শবাহক মডেল স্কুলে পরিণত হউক; স্কুলের প্রাক্তনেরা জীবনে আলোকিত মানুষ হওয়ার স্বপ্নে বিভোর হয়ে ওঠুক । হাজারো প্রাক্তনের ছোট ছোট অনুদানে স্কুলটি জ্ঞানের প্রদীপ নিয়ে উজ্জীবিত থাকুক মায়া মমতা ভালোবাসা আর পরম শ্রদ্ধায় ৷
অত্যন্ত আনন্দচিত্তে জানানো যাচ্ছে, প্রাণের বিদ্যাপীঠ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তির বর্ণাঢ্য আয়োজনে প্রাক্তনদের অনুদানের ভিত্তিতে রেজিস্ট্রেশনকৃত প্রত্যেক প্রাক্তন অনুষ্ঠান প্রারম্ভে যে সকল উপহার সামগ্রী সুবর্ণ জয়ন্তীর স্মৃতিচিহ্ন হিসেবে পাচ্ছে --
১. একটি নান্দনিক স্মরণিকা
২. একটি পলো টি শার্ট
৩. একটি ক্যাপ
৪. একটি ক্রেস্ট
৫. একটি পার্কার কলম
৬. দুপুরের প্যাকেট খাবার
৭. একটি ব্যাগ
অতএব দ্রুত রেজিস্ট্রেশন করে উপস্থিতির সংখ্যা বিচার্যে উপহার সামগ্রীর প্রস্থুতকরণ ও সরবরাহ প্রক্রিয়ায় সহযোগিতা প্রত্যাশা করি ৷
উল্লেখ্য সম্মানিত প্রাক্তনদের রেজিস্ট্রেশন বাবদ সমুদয় অর্থ স্কুলে একটি লাইব্রেরি ভবন নির্মাণে এবং প্রাক্তন ছাত্র ছাত্রী কল্যাণ ট্রাস্ট গঠন কল্পে জমা হবে ৷
২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে
█▒▒▒ ব্রেকিং নিউজ ▒▒▒█
চলতি বছরের এসএসসি-এইচএসসি ও সমমানে প্রতিটি বিষয়ের পরীক্ষার পূর্ণমান হবে ৫০ নম্বর। প্রতিটি বিষয়ের পরীক্ষা আলাদাভাবে গ্রহণ করতে হবে। পরীক্ষার জন্য নির্ধারিত সময় থাকবে ১ ঘণ্টা ৩০ মিনিট। এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ের নম্বর বণ্টনের ক্ষেত্রে বাংলা প্রথম পত্রে এমসিকিউ অংশে ২০ নম্বরে এবং লিখিত অংশের ৩০ নম্বরে পরীক্ষা নেওয়া হবে। বাংলা দ্বিতীয় পত্রে রচনামূলক অংশে ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। জানা গেছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে দুই পাবলিক পরীক্ষায় বাংলা প্রথম পত্রে লিখিত অংশের ছয়টি প্রশ্নের মধ্যে যে কোনো তিনটি উত্তর দিতে হবে। যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা নেই সেগুলোর লিখিত অংশে ১১টি প্রশ্নের মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। ব্যবহারিক পরীক্ষা রয়েছে এমন বিষয়ে লিখিত অংশে আটটি প্রশ্নের মধ্যে যে কোনো দুইটির উত্তর দিতে হবে। এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট কার্যক্রমের ওপরও গুরুত্ব আরোপ করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের সভায়।
♦️ এসএসসিতে ধর্ম এবং আইসিটি বাদ দেয়া হয়েছে এবং এইচএসসিতে শুধু মাত্র আইসিটি বাদ দেয়া হতে পারে।
♦️তিন ঘণ্টার পরিবর্তে নেওয়া হবে দেড় ঘণ্টায়।♦️এসএসসির পরীক্ষা শুরু হবে ১৯ মে, বৃহস্পতিবার। আর শেষ হবে ৯ জুন, বৃহস্পতিবার।
♦️এইচএসসি পরীক্ষা শুরু হবে ১৮ জুলাই, সোমবার।
৩১ আগস্ট, বুধবার এই পরীক্ষা শেষ হবে।
আমাদের সবার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান বলড়া মুন্নু আদর্শ উচ্চ বিদ্যানিকেতন হাটি হাটি পা পা করে প্রতিষ্ঠার ৫০ বছরে পদার্পন করেছে ৷ এই গৌরব ও সাফল্যের অন্যতম সারথী আমরা সকল প্রাক্তনসহ শিক্ষক,অভিভাবক, পরিচালনা পর্ষদ এবং প্রতিষ্ঠালগ্নের বিদ্যানুরাগী । স্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপনের উদ্যোগটি মূলত স্কুলেরই প্রাক্তন ছাত্র ছাত্রী পর্ষদের চলমান ৩৫০০জন সদস্যের এডমিন প্যানেল সমন্বয় থেকে | আজ থেকে প্রায় ৩ বছর আগে এ বিষয়ে ভাবনার সূত্রপাত হলে ১ বছর আগে থেকেই এডমিন প্যানেল পরিকল্পিত উপায়ে সুবর্ণ জয়ন্তী উদযাপনের দিকে এগিয়ে যাচ্ছে ৷ ইতোমধ্যে ধারাবাহিক বিভিন্ন কর্মপদক্ষেপ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন | এরই ধারাবাহিকতায় স্থানীয় পর্যায়ে সকল প্রাক্তনদের সাথে কর্ম পরিকল্পনা নিয়ে মতবিনিময় এবং অনুষ্ঠান বাস্তবায়নের বিভিন্ন পদক্ষেপ আলোচনা করা এডমিন প্যানেল তাদের দায়িত্বও কর্তব্য বলে মনে করে ৷ এ উপলক্ষ্যে নিম্নোক্ত এজেন্ডা সমূহ সামনে রেখে আগামী ২১ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখ রোজ সোমবার বিকাল ৩. ০০ টার সময় স্কুল প্রাঙ্গণে একটি মতবিনিময় সভার আয়োজন করেছে I আপনাদের উপস্থিতি ও মতামত প্রকাশ অনুষ্ঠান সাফল্যের জন্য জরুরি ৷
এজেন্ডা সমূহ:
১ # সুবর্ণ জয়ন্তীর প্রাক প্রস্থুতি পর্বে এডমিন প্যানেলের পদক্ষেপ তুলে ধরা ও মতামত গ্রহণ
২ # বিভিন্ন ব্যাচের প্রাক্তনদের নিয়ে একটি উপদেষ্টা প্যানেল গঠন
৩ # বিশাল বাজেটের আয়োজনে আর্থিক সহায়তার ক্ষেত্র তৈরি
৪ # প্রাক্তনদের উপস্থিতি নিশ্চিতকরণে পদক্ষেপ
অতএব নির্দিষ্ট সময়ে উপস্থিত থেকে আপনাদের সুচিন্তিত অভিমত প্রকাশ ও সহযোগিতা কামনা করছি ৷
ধন্যবাদান্তে---
এডমিন প্যানেল
কিছু গুরুত্বপূর্ণ ও জরুরি প্রস্তাব :
বিষয়টি অত্যন্ত আনন্দের এবং উৎসাহের যে, ইতোমধ্যে স্কুলের বিভিন্ন ব্যাচভিত্তিক প্রাক্তন ছাত্র ছাত্রী তাদের সুন্দর ও শোভন সাংগঠনিক তৎপরতায় মূল আয়োজনে সহযোগিতার জন্য প্রস্তুত হচ্ছে । আয়োজক এডমিন প্যানেলের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানিয়ে বিভিন্ন ব্যাচের প্রাক্তনদের উদ্দেশ্যে নিম্নোক্ত প্রস্তাব রাখা হচ্ছে:
১ # ব্যাচভিত্তিক প্রাক্তন ছাত্র ছাত্রী সুসংগঠিত হয়ে রেজিঃস্ট্রেশন প্রক্রিয়ায় সহায়তার জন্য ব্যাচের যেকেউ একজন বা দুইজন প্রতিনিধি হয়ে রেজিঃ ফি ও রেজিঃ ফরমের তথ্য সংগ্রহ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন I
২ # মূল আয়োজনে সার্বিক সহযোগিতায় ব্যাচের পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য আপনারাই একজন প্রতিনিধি মনোনীত করে এডমিন প্যানেলকে অবহিত করতে পারেন ।
৩ # ব্যাচের সবাই যে যার সাধ্যমত আর্থিক অনুদান প্রদান করে আপনাদের ব্যাচের সৌজন্যে মূল আয়োজনে ভূমিকা রাখতে পারেন । যেমন: একজন শিল্পী সম্মানী কিংবা আয়োজনের যেকোনো খাতের ব্যয় নির্ধারণে আর্থিক সহায়তা । অবশ্যই এই অনুদান ও ক্ষেত্র স্মরণিকায় স্থান পাবে ৷
৪ # স্মরণিকায় লেখা দিতে আগ্রহীদের উৎসাহিত করুন ৷ নিজস্ব / ব্যাচভিত্তিক ফেসবুক পেইজ থেকে সুবর্ণ জয়ন্তীর তথ্য প্রবাহ আপডেট দিতে পারেন ।
৫ # সর্বোপরি মূল আয়োজন তৎপরতা ও আপডেট জানতে ফেসবুক পেইজে নজর রাখতে পারেন । যেকোন গঠনমূলক পরামর্শ ফেসবুকে পোস্ট দিন, যাতে অন্যান্যরাও আপনার পরামর্শের মূল্যায়ন ও মতামত প্রকাশের সুযোগ পায় ।
কর্মদক্ষতাই হোক যোগ্যতা প্রমাণের বাহন ৷ দায়বোধ হোক বিবেকের বহিঃপ্রকাশ ৷
ধন্যবাদান্তে--
এডমিন প্যানেল
প্রাক্তন ছাত্র ছাত্রী পর্ষদ
সর্বশেষ আপডেটঃ
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও দুই সপ্তাহ বাড়িয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।
জাতির শ্রেষ্ঠ সন্তানের জন্মদিনে বিনম্র শ্রদ্ধা
৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Telephone
Address
Balora, Harirampur
Manikganj
1830
Opening Hours
Monday | 09:00 - 17:00 |
Tuesday | 09:00 - 17:00 |
Wednesday | 09:00 - 17:00 |
Thursday | 09:00 - 17:00 |
Saturday | 09:00 - 17:00 |
Sunday | 09:00 - 17:00 |
Tepra, Shibalaya
Manikganj
শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী প্রাথমিক বিদ্যালয়
Manikganj
SANDHANI is a voluntary nonprofit institution operated by medical and dental students of Bangladesh and Sandhani Colonel Malek Medical Colllege unit was founded on its 40th central...
Manikganj
This is useful for students, i believe that if we try to get a good combination, we must success
Manikgonj District Central Jame Masque
Manikganj
আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া।