সরকারি ভিকু মেমোরিয়াল কলেজ
Nearby schools & colleges
1800
Harirampur
Dhaka
1830
Manikganj City
1800
Ghior
You may also like
After crossing a gulf of hurdles this college got recognition as Government College on 1st July 1986 University College
সরকারি ভি.এম কলেজ,দড়গ্রাম।
#ইংরেজি_বিভাগ
#ভাইভা_অভিজ্ঞতা (অনার্স ৪র্থ বর্ষ)
#ইসরাত_জাহান - আপুর মত করেই বলছি।
বসে ছিলাম, হঠাৎ ডাক পড়লো।
#আমিঃ May I come in, sir?
#বোর্ডঃ Yes,come in.
ভেতরে গিয়ে দেখি ৪ জন স্যার।
#আমিঃ Acchalamualaikum.
#বোর্ডঃ Owalaikum acchalam. Take your sit Please.
#আমিঃ Thank you sir.
প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বসলাম। টেবিলের উপর রাখিনি। এর আগে অন্যদের এই নিয়ে অপমান করেছে শুনলাম।
#বোর্ডঃ Would you have a choice?
#আমিঃ Yes. It is Nineteenth Century Novel.
#বোর্ডঃ What novel is written by Jane Austin?
#আমিঃ It is "Pride and prejudice".
#বোর্ডঃ Tell me the major characters of it.
#আমিঃ Mr. & Mrs Benet, Darcy, Elizabeth বলার পর থামিয়ে দিয়েছে।
#বোর্ডঃ Tell me another one literary work which is out off your syllabus of Jane Austin.
#আমিঃ It is " Sense & Sensibility ".
#বোর্ডঃ Tell me the major characters of it.
#আমিঃ Sorry sir.
#বোর্ডঃ Do you know something about the christian pastor?
#আমিঃ Yes. I know something.
#বোর্ডঃ What type of work they do in church?
#আমিঃ আমতা করে বলছিলাম বিধায় থামিয়ে দিয়েছে এবং তাদের মধ্য থেকেই একজন বলে দিয়েছে।
#বোর্ডঃ Ok. Thank you so much. You may go now.
#আমিঃ Thank you sir. Acchalamualaikum.
এইটুকু বলে চলে আসছি।
যারা এইবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলে এই লেখাটি তাদের জন্য।
কিছুদিন পরে তোমাদের রেজাল্ট দেবে। রেজাল্ট দেয়ার পর অনেকে দ্বিধাবোধ করে যে তারা অনার্সে কোন বিষয়ে ভর্তি হবে। এই বিষয়ে কিছু কথাঃ
বর্তমান যুগে যে হারে শিক্ষিত জনগোষ্ঠী বাড়ছে, সেই হারে বাড়ছে না চাকরির পদ সংখ্যা। তাই অনেক সচেতন পিতামাতা এবং ছাত্ররা আগে থেকেই চাকরি নিয়ে চিন্তা ভাবনা করে৷ এখন কথা হচ্ছে অনার্সে ভর্তির বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আমি চাকরির কথা কেন বলছি? নিচের বিষয় গুলি একটু খেয়াল করি।
বিসিএস পরীক্ষায় যে বিষয় থেকে প্রশ্ন আসেঃ-
১. বাংলা -৩৫ ( ব্যাকরণ ১৫,সাহিত্য ২০)
২. ইংরেজি - ৩৫ ( ব্যাকরণ ২০,সাহিত্য ১৫)
৩. গনিত - ১৫
৪. সাধারণ জ্ঞান - ৫০ ( বাংলাদেশ ৩০, আন্তর্জাতিক ২০)
৫. বিজ্ঞান - ১৫
৬. মানসিক দক্ষতা ১৫
৭. নৈতিকতা,মূল্যবোধ,সুশাসন- ১০
৮. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি - ১৫
৯. ভূগোল -১০
বিসিএস ছাড়াও বাংলাদেশ সকল সরকারী চাকুরীর সিলেবাস প্রায় এই সিলেবাসের মতই। বেশির ভাগ ছাত্র ছাত্রীরা বাংলা,ইংরেজি ও রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করে। কেউ কেউ ম্যাথ,বিজ্ঞানের বিষয় ও ব্যবসায় শিক্ষা শাখার বিষয় গুলোতেও অনার্স করে থাকে। চাকুরীর পরীক্ষা গুলোতে ব্যবসায় শিক্ষা শাখার বিষয় থেকে কোনো প্রশ্ন আসে না। তাই আমার মতে বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়গুলো তে অনার্স না করাই ভালো। তোমরা যে বিষয়ে অনার্স করবে সেই বিষয় গুলোতে পরবর্তীতে ভালো করার সম্ভাবনা থাকে। আর যে বিষয়ই অনার্স করি না কেন পরবর্তীতে চাকরির জন্য সব বিষয়ে পড়তে হয়। কিছু কিছু বিষয় আছে যেগুলো নিজে নিজেই পারা যায়, আবার কিছু কিছু বিষয়ে শিক্ষকদের সাহায্য নিতে হয় এবং খুব বেশি চর্চা করতে হয়। এইজন্য আমার মতে ইংরেজি গণিত অথবা বিজ্ঞানের বিষয় গুলোতে অনার্স করা উচিত। গণিত এবং ইংরেজি এমন দুটি বিষয় যেগুলো পারলে মনে হয় সব পারি, যেগুলো না পারলে মনে হয় কিছুই পারি না। আর বিজ্ঞানের বিষয়গুলো বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রী ছাড়া অন্য কেউ ভর্তি হতে পারে না। তাই মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র-ছাত্রীদের আমার মতে ইংরেজি অথবা রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হওয়া উচিত। কারণ রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকেও চাকরির পরীক্ষায় অনেক প্রশ্ন হয়। কিন্তু রাষ্ট্র বিজ্ঞানের বিষয় গুলি আমার মতে নিজে নিজে পড়লেও পারা যায়। ইংরেজি সেরকম নয়। তাই যদি ইংরেজিতে ভালো করতে চাই তাহলে খুব বেশি অনুশীলন করতে হবে। আর চার বছর ধরে ইংরেজি নিয়ে পড়াশোনা করলে আশা করি পরবর্তীতে ইংরেজি নিয়ে আর কোন সমস্যা হবে না। যদি আমরা অন্য বিষয়গুলোতে ভর্তি হই 4 বছরের জন্য ইংরেজি থেকে দূরে সরে যেতে হয়। ফলে চাকরির বাজারে ইংরেজি নিয়ে ধুকতে হয়। তাই মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখা ছাত্র-ছাত্রীদের যদি সরকারি চাকরিই লক্ষ্য হয়, আমার মতে ইংরেজিতে ভর্তি হওয়া উচিত।
কথাগুলো সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত। তারপরও যদি জানার কিছু থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো।
অথবা একদিন সবাই মিলে ক্লাসে আসো সব প্রশ্নের উত্তর দিবো।
ধন্যবাদ।
লিখেছেন-
Rasel Ahmed
B.A Honours ( On Study )
Govt. Viku memorial College,
Saturia,Manikganj
২০১৯ সালের HSC পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১) কেন্দ্রে ৯:৩০ এর মধ্যে প্রবেশ করবে।
২) পরীক্ষার হলে প্রবেশপত্র বা রেজিষ্ট্রেশন কার্ড ছাড়া অতিরিক্ত কোন কাগজ, কোন ইলেক্ট্রনিকস ডিভাইস যেমন-সেল ফোন, অত্যাধুনিক মেমোরি চিপযুক্ত ঘড়ি, ক্যালকুলেটর, ব্লুটুথ ইত্যাদি বহন করবে না।
৩) স্বচ্ছ (Transparent) প্লাস্টিক ব্যাগ বহন করবে যাতে ঝড়-বৃষ্টিতে প্রবেশপত্র/রেজিষ্ট্রেশন কার্ড নষ্ট না হয়।
৪) প্রশ্নপত্র ফাঁসের চিন্তা না করে নিজের প্রস্তুতিকে আরো শাণিত কর।
৫) কোন কিছু বুঝতে সমস্যা হলে কক্ষ পরিদর্শকের সহায়তা নাও।
৬) পরীক্ষার আগের রাতে তাড়াতাড়ি শুয়ে পড়।
৭) যে প্রশ্নের উত্তর ভালো পার সেটার উত্তর আগে কর।
৮) সময় ব্যবস্খাপনা (Time Management) করে প্রতিটি প্রশ্নের উত্তর কর, কোন প্রশ্নের উত্তর না করে আসবে না।
৯) খাতা জমা দেওয়ার আগে রোল নং, রেজি: নং, সেট কোড, বিষয় কোড ও প্রতিটি প্রশ্নের ক্রমিক নং সঠিকভাবে লিখা হয়েছে কিনা যাচাই করবে।
১০) কোন ভুল হলে কাটাকাটি না করে সঠিক বৃত্তটি ভরাট করবে।
১১) পরীক্ষার সময় বৃষ্টির সম্ভাব্যতা মাথায় রেখে ২/১টি মোমবাতি ও দেশলাই বাক্স ব্যাগে রাখতে পার।
১২) পরীক্ষার আগের রাতেই প্রয়োজনীয় জিনিসপত্র যেমন- কলম (২টি), পেন্সিল, ঘড়ি, ক্যালকুলেটর, স্কেল, Eraser (রবার) ইত্যাদি গুছিয়ে ব্যাগে রাখবে।
১৩. প্রশ্ন পত্রে কোন রকম দাগ দেয়া যাবেনা।
সবার জন্য শুভকামনা...
অাপনি কি এটা অাগে জানতেন...?
Mr Rahim = জনাব রহিম
Mrs Rahim = রহিমের স্ত্রী
The Rahims = রহিম ও তার স্ত্রী
Miss Rahim = রহিমের বোন
MD. Rasel Ahmed
B.A Hon's In English ( 3rd year ),
Govt. Bhiku Memorial College.
আগামী ২৯ জুলাই, ২০১৮ রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় কলেজ মিলনায়তনে এক শোক সভার আয়োজন করা হয়েছে। ২৪ বি সি এস ক্যাডার কর্মকর্তা সরকারি ভিকুমেমোরিয়াল কলেজ সাটুরিয়া মানিকগঞ্জ এর অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মাহবুব মনির স্যার -এর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ।উক্ত সভায় কলেজের ছাত্র- ছাত্রী, শিক্ষক ও কর্মচারীদের যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
২০১৮ সালের HSC পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১) কেন্দ্রে ৯:৩০ এর মধ্যে প্রবেশ করবে।
২) পরীক্ষার হলে প্রবেশপত্র বা রেজিষ্ট্রেশন কার্ড ছাড়া অতিরিক্ত কোন কাগজ, কোন ইলেক্ট্রনিকস ডিভাইস যেমন-সেল ফোন, অত্যাধুনিক মেমোরি চিপযুক্ত ঘড়ি, ক্যালকুলেটর, ব্লুটুথ ইত্যাদি বহন করবে না।
৩) স্বচ্ছ (Transparent) প্লাস্টিক ব্যাগ বহন করবে যাতে ঝড়-বৃষ্টিতে প্রবেশপত্র/রেজিষ্ট্রেশন কার্ড নষ্ট না হয়।
৪) প্রশ্নপত্র ফাঁসের চিন্তা না করে নিজের প্রস্তুতিকে আরো শাণিত কর।
৫) কোন কিছু বুঝতে সমস্যা হলে কক্ষ পরিদর্শকের সহায়তা নাও।
৬) পরীক্ষার আগের রাতে তাড়াতাড়ি শুয়ে পড়।
৭) যে প্রশ্নের উত্তর ভালো পার সেটার উত্তর আগে কর।
৮) সময় ব্যবস্খাপনা (Time Management) করে প্রতিটি প্রশ্নের উত্তর কর, কোন প্রশ্নের উত্তর না করে আসবে না।
৯) খাতা জমা দেওয়ার আগে রোল নং, রেজি: নং, সেট কোড, বিষয় কোড ও প্রতিটি প্রশ্নের ক্রমিক নং সঠিকভাবে লিখা হয়েছে কিনা যাচাই করবে।
১০) কোন ভুল হলে কাটাকাটি না করে সঠিক বৃত্তটি ভরাট করবে।
১১) পরীক্ষার সময় বৃষ্টির সম্ভাব্যতা মাথায় রেখে ২/১টি মোমবাতি ও দেশলাই বাক্স ব্যাগে রাখতে পার।
১২) পরীক্ষার আগের রাতেই প্রয়োজনীয় জিনিসপত্র যেমন- কলম (২টি), পেন্সিল, ঘড়ি, ক্যালকুলেটর, স্কেল, Eraser (রবার) ইত্যাদি গুছিয়ে ব্যাগে রাখবে।
১৩. প্রশ্ন পত্রে কোন রকম দাগ দেয়া যাবেনা।
সবার জন্য শুভকামনা...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী। সরকারি ভিকু মেমোরিয়াল কলেজ।
আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা বিশ্বে কোটি কণ্ঠে আজ... অমর একুশে
Government Holiday List College 2018
HSC Routine 2018
সরকারী ভিকু মেমোরিয়াল কলেজ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষা সফর
প্রফেসর আবুল ইসলাম শিকদার স্যার এর অবসর গ্রহণ কালীন বিদায় সংবর্ধনা
২০১৭ সালের রমজান মাসের সাহরীর ও ইফটারের সময় জেনেনিন
SSC Result website link
http://eboardresults.com/app/stud/
WEB BASED RESULT PUBLICATION SYSTEM FOR EDUCATION BOARDS All Education Board Results Archive, Bangladesh. Here you can find results of JSC, JDC,SSC, DAKHIL, HSC, ALIM, VOCATIONAL exams. Marks may be available if provided by Board.
জাতীয় বিশ্ববিদ্যালয় রুটিন ডিগ্রি (পাস) পরীক্ষা ।
HSC Exam 2017 seat plan of our centre ( Govt. Bhiku Memorial College)
HSC Routine 2017
কলেজে আমরা....
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Website
Address
DARGRAM, Upazila:Saturia, District: MANIKGANJ
Manikganj
1810
Village: Putiajani, Upzilla: Ghior
Manikganj, 1800
Kaliganga Art Institute, a graduate level art education center. Located in Manikganj, Bangladesh.
মির্জাপুর, তরা, ঘিওর, মানিকগঞ্জ। (Mirjapur, Tara, Ghior, Manikganj)
Manikganj, 1800
Our school introduction
Manikganj, 1800
Dewan Technical School & College (DTSC) is a private technical school in Manikganj.
Baraid, Saturia
Manikganj, 1810
Not yet explain later
Shohid Rofiq Shorok
Manikganj
All students of Afroza Ramzan Girls School & College.Not a official page .Only for Students of ARGSC