Colonel Malek Medical College & Hospital, Manikganj.
Nearby schools & colleges
Gazipur 1700
1800
1800
You may also like
Colonel Malek Medical College (CMMC) , a Govt. medical college, established in 2014 . It has a bright future as it is under DU & Dhaka division.
কর্ণেল মালেক মেডিকেল কলেজ ক্যাম্পাস।
© শফিকুল ইসলাম পলাশ, কমামেক-০৪
মানিকগন্ঞ্জ মেডিক্যাল কলেজের এই পেইজটি আনঅফিসিয়াল পেইজ। একদম শুরুর দিকে খোলা। যেহেতু অফিসিয়াল ওয়েবসাইট এবং পেইজ চালু হয়ে গেছে সেহেতু এই পেইজটির গুরুত্ব কমে এসেছে। কিন্তু আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি অসাধু উদ্দেশ্যে কেউ কেউ এই পেইজটির নাম ব্যবহার করছেন এমনকি যেখানে সেখানে বসে ছবি তুলে পেইজে চেক ইন দিচ্ছেন। আর কর্ণেল মালেক মেডিকেল কলেজে শুধুমাত্র এমবিবিএস ডিগ্রী প্রদান করা হয়। আমরা দেখতে পাচ্ছি ম্যাটসরা এই পেইজের নাম ব্যবহার করে পদবী উল্লেখ করছে মানিকগন্ঞ্জ মেডিকেলের ইন্টার্ণ চিকিৎসক হিসেবে এতে সাধারণ মানুষ ভুল মেসেজ পাচ্ছে। এধরণের অসাধু কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা গেল। আর যদি অফিসিয়াল পেইজ আরো একটু একটিভ হয় তখন প্রয়োজনে এই পেইজ বন্ধ করে দেয়া হবে।। ধন্যবাদ।।
অভিনন্দন অধ্যাপক ডাঃ সায়েবা আখতার ম্যাডাম। একুশে পদকে সম্মানিত।
জানুয়ারি মাসের মধ্যেই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালেক স্বপন এম.পি. কতৃক উদ্বোধন হতে যাচ্ছে কর্ণেল মালেক মেডিকেল কলেজ ক্যাম্পাস।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমে কর্ণেল মালেক মেডিকেল কলেজ
মাননীয় স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন এর পিতা মরহুম কর্ণেল মালেক সাহেবের ১৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণসভা ও দোয়া মাহফিল।
কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ।
নিজ দেশের দেবী শেঠিদের ক’জন চেনেন! আমাদের দেশের প্রায় প্রতিটি মানুষই ভারতের প্রখ্যাত হার্ট সার্জন ডা. দেবীপ্রসাদ শেঠি বা দেবী শেঠির নাম জানে। তিনি .....
মানিকগঞ্জ মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আখতারুজ্জামান মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ওই কলেজের বায়োকেমিস্ট্রি বি.....
"এই হচ্ছে ডাক্তারের কর্মস্থলের অবস্থা।"
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের আজকে দুপুরের ঘটনা। ইউরোলজির এক প্যাশেন্ট আসলো। ডিউটি ডাক্তার এর অনুরোধে আমি গেলাম পেশেন্ট রিসিভ করতে। কারণ আমার এডমিশন ছিল। গিয়ে দেখি প্রায় ১৫/১৬ জন ছেলে সাথে আছে। পেশেন্ট এর হিস্ট্রি নিতে নিতে খুব বিনয়ের সাথে বললাম, আপনারা একজন থাকুন, বাকিরা বেরিয়ে যান। একজন বললেন, আমাদের সামনেই ট্রিটমেন্ট দেন। আমি বললাম, পেশেন্ট কে এক্সপোজ করতে হবে। আর হসপিটালের তো একটা প্রটোকল আছে। তারা বললেন তারা সবাই থাকবেন এবং সবার সামনেই আমাকে ট্রিটমেন্ট দিতে হবে। তারপর এদের মধ্যে একজন এর অনুরোধে বাকিরা বেরিয়ে গেলেন। তিনজন দাড়িয়ে থাকলেন। পেশেন্ট কে এক্সামিন করতে করতে আবার মানুষ ঢোকা শুরু করলো। আমি তখন বললাম, "দেখুন আপনাদের আমি বারবার বলেছি আপনারা একজন থাকুন, বাকিরা বেরিয়ে যান। " যথেষ্ট বিনয়ের সাথে। তখন এদের মধ্যে সরোয়ার নামের একজন বললো, "তোমার এমডিকে আমি কানধরে এনে দাড় করাবো। কর ট্রিটমেন্ট"। আমি তখন বললাম , কি বললেন আপনি? সে বললো, (আগুল উচিয়ে) "কিছু বলি নাই। পেশেন্ট ছাত্রলীগের প্রেসিডেন্ট। ট্রিটমেন্ট দাও"। আমি বললাম, "দেখেন ক্ষমতাধর ব্যাক্তির জন্য যে ট্রিটমেন্ট , আপনার পেশেন্টের জন্যও একই ট্রিটমেন্ট। সবাইকে আমরা একই ভাবে চিকিৎসা দেই। এবং সবার জন্য একই নিয়ম। সুতরাং আপনাদের বের হতে হবে। "। এরমধ্যে আমি পেশেন্টের বিপি মাপা শুরু করে দিয়েছি। তখন তিনি আমাকে তুই তুকারি শুরু করলেন। আমি আর সহ্য করতে না পেরে কান্না করতে করতে CA, IMO রুমে গিয়ে ভাইয়া, আপুদের ঘটনা জানাই। তারপর সেই ছেলে আমার পিছন পিছন এসে কোমর থেকে ছুরি দেখিয়ে বলে ," তোর সাহস কত। লাশ ফেলে দিবো। **, ***,**** ,বাইরে বের হ একবার। রেইপ করে ফেলবো।আমার পা ধরে তোকে মাফ চাওয়া লাগবো. .." আরো অকথ্য ভাষায় গালাগালি। তারপর সি এ ভাইয়ার গায়ে হাত তোলার উপক্রম করে। তার গালাগালির ভিডিও ও আছে। এই হল একজন ডিউটি ডক্টর এর নিরাপত্তার অবস্থা। আমরাও রোজা রাখি। আমাদেরও ক্লান্তি হয়, ক্ষুধা লাগে। কিন্তু পেশেন্টের প্রতি এসবের কোন আঁচ পরতে দেইনা। এত ঘটনার মধ্যেও সেই পেশেন্টের কাগজপত্র শক্ত করে আমার হাতে ধরা ছিল। তার ট্রিটমেন্ট ও দেয়া হয়েছে। যদিও তারা পরে DORB নিয়ে চলে যায়। কোথায় আমাদের নিরাপত্তা? রাজনৈতিক ক্ষমতার কাছে আমরা কতকাল জিম্মি থাকব???
@@ ঘটনাটি ঘটেছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের একজন ফিমেল ইন্টার্ন ডাক্তারের সাথে
Happy Doctors' Day
মহান বিজয় দিবস, ২০১৮।
কর্ণেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ।
প্রসঙ্গ : হোস্টেলের সিট।
সবচেয়ে কমন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি।
ভাইয়া:হোস্টেলে সিট পাবো.?
-:সবাই হোস্টেলে সিট পাবা। সবার জন্যই সিট বরাদ্দ আছে।
প্রশ্ন: ভাইয়া সিট কিভাবে দেওয়া হয়?
উত্তর:এটা হোস্টেল সুপার, এসিস্ট্যান্ট হোস্টেল সুপার দুইজনে মিলে করে থাকেন। এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না।তোমার জন্য একটা সিট অবশ্যই থাকবে।
প্রশ্ন: ভাইয়া হোস্টেলের পরিবেশ কেমন? থাকা উপযোগী?
উত্তর:যেহেতু এটা মেডিকেল হোস্টেল আর সবাই মোটামুটি পড়াশুনা করে, এজন্য অন্যান্য ভার্সিটির হলের তুলনায় যথেষ্ট ভাল। আমরা যেহেতু আছি, তোমরাও থাকতে পারবা ইনশাল্লাহ।
প্রশ্ন: ভাইয়া টোটাল খরচ কেমন?
উত্তর: এখানে থাকা সম্পূর্ণ ফ্রি; খাবার খরচ টা দিতে হয় শুধু। এভারেজ ২২০০-২৫০০ এর মধ্যেই থাকে।
প্রশ্ন:খাবারদাবার এর মান কেমন?
উত্তর: অন্যান্য হলগুলোর মতই মোটামুটি।
প্রশ্ন: ভাইয়া হলে না থেকে বাইরে থাকা যাবে?
উত্তর: অবশ্যই, হলে থাকতে আপত্তি থাকলে বাইরে নিজের খরচে থাকা যাবে কোনো সমস্যা নাই।
তারপরও তোমাদের কোনো ধরণের কনফিউশন, কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো এবং চাইলে হোস্টেল সুপার বা এসিস্ট্যান্ট হোস্টেল সুপার স্যারদের সাথে কথা বলে জেনে নিতে পারো।
হোস্টেল সুপার:ডা.আবু বকর সিদ্দিক স্যার।
এসোসিয়েট প্রফেসর, মেডিসিন।
এসিস্ট্যান্ট হোস্টেল সুপার:ডা.জাকির হোসাইন স্যার।
এসিস্ট্যান্ট প্রফেসর, এনেস্থিসিয়া।
আপাতত এ পর্যন্তই।
ধন্যবাদ।
দিপাবলি-১৪২৫ :
সিএমএমসি পূজা উদযাপন কমিটির উদ্যোগে আগামী 7/11/18 তারিখ সন্ধ্যায় ক্যাম্পাসে প্রদীপ প্রজ্জ্বলণ, আলপনা অংকনসহ নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হতে যাচ্ছে দিপাবলি।
উক্ত অনুষ্ঠানে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই পারে অনুষ্ঠানকে আনন্দঘন করতে।।
নিমন্ত্রণে--
পুজা উদযাপন কমিটির পক্ষে:
রাজেশ দেব
সাধারণ সম্পাদক
সিএমএমসি পূজা উদযাপন কমিটি।।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Telephone
Website
Address
Manikganj Shodor
Manikganj
1800
Manikganj, 1850
Hi, I am Sagar Haldar, I have been giving service as a Lecturer at Jhitka Khaja Rahmat Ali College s
Tepra, Shibalaya
Manikganj
শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী প্রাথমিক বিদ্যালয়
Manikganj, 1800
we committed to create educated, empowered & self-sufficient you who will rebuild a better generation
Harirampur, Manikganj, 1830
Manikganj, 1830
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ?
Manikganj
SANDHANI is a voluntary nonprofit institution operated by medical and dental students of Bangladesh and Sandhani Colonel Malek Medical Colllege unit was founded on its 40th central...