Tales With Mamun

Welcome to Tales With Mamun

28/04/2024

হুমায়ূন আহমেদ স্যার তখন মাত্র শিক্ষকতা শুরু করেছেন।। পরী (ছদ্মনাম) নামের একজন সুন্দরী মেয়েকে তিনি পছন্দ করেন। তিনি ওনার ডিপার্টমেন্টের আরেক ছাত্রী মহুয়ার মাধ্যমে পরীকে বিবাহের প্রস্তাব পরীর পরিবারের কাছে পাঠান। পরীর পরিবার থেকে স্যারের বাসায় তারা কথাও বলতে যান। স্যারের মায়ের সাথে দেখা করে আসেন তারা। তারা সময় নেন। নাও করেন না হ্যা ও করেন না। মহুয়ার মাধ্যমে চিঠিপত্র আদান প্রদান চলতে থাকে। মহুয়া স্যারের সম্পর্কে ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। তিনি শিক্ষক, ভালো লেখক, ভালো উপন্যাস লিখেন, পরীকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন ইত্যাদি বিষয়। এদিকে পরীর মা মহুয়াকে চিঠি দেন সেটা মহুয়া স্যারকে বলেন। স্যারের কথামতো আবার পরীর পরিবারকে চিঠি দেন। মহুয়া পরীদের বাসায় স্যার খুব আশা করেছিলেন যে পরীর পরিবার একদিন রাজি হবে। এদিকে পরীও সরাসরি কিছু বলে না। স্যারও না। স্যার আরেকটা চিঠিতে আক্ষেপ করে লিখেন মহুয়াকে , আমার চেহারা যদি অন্তত জাফর ইকবালের মত সুন্দর হতো তাহলে হয়ত পরী আমাকে পছন্দ করতো। এদিকে স্যারের আর্থিক অবস্থা তখন অতটা স্বচ্ছলও ছিলো না।
শেষ পর্যন্ত একদিন পরীর পরিবার থেকে মহুয়াকে জানায় পরীর এনগেজমেন্ট হয়ে গেছে। স্যার খুব আঘাত পান বিষয়টাতে। মানসিকভাবে ভেঙ্গে পড়েন অনেকটা। আর দীর্ঘ সময় চিঠি আদান প্রদান করতে করতে তিনি মহুয়ার উপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছিলেন। একটা সময় যুক্তি দিয়ে বিচার করেন সুন্দরীর চেয়ের বুদ্ধীমতি নারী জীবনসঙ্গী হিসেবে উত্তম । সেই বিচারে মহুয়াকে প্রস্তাব করেন জীবনসঙ্গী হতে। মহুয়া কয়েকটি কারণ দেখিয়ে স্যারকে -ফিরিয়ে দেন- এবং জরি নামাক মেয়েটিকে বিয়ে করতে বলেন।
জরি হলো বয়সে ছোট স্যারের একজন ভক্ত। যে স্যারে লেখার অনেক বড় ভক্ত। স্যারে লেখা পড়ে স্যারকে পাগলের মতো ভালোবেসে ফেলে। কিন্তু সে বয়সে স্যারের প্রায় ১৫ বছরের ছোট। স্যার প্রথমে তাকে বিয়ে করতে অস্বীকার করে। যে ও তো একটা বাচ্চা মেয়ে ওকে আমি বিয়ে করবো না। সেই জরির ফুপুএসে স্যারকে আকুতি জানায় আপনি আমার ভাতিজিকে বাঁচান।
মহুয়া বারবার ই জরিকে বিয়ে করতে বলে। এই ঘটনাকালীন সময়ের স্যারের হাতের লেখা ও স্বাক্ষরিত ৮ টি চিঠি, পোস্ট অফিসের খাম ও পরীর মায়ের চিঠি, পরীর বোনের চিঠি মহুয়ার লেখা অনেকগুলো চিঠি হুবহু স্ক্যান করে ও টাইপ করে দেয়া আছে "হুমায়ূন আহমেদ, পরী ও কিছু চিঠি" বইতে। এই সত্য ঘটনা ধারাবাহিকভাবে বর্ণনা দেয়া আছে বইটিতে প্রমাণসহ। স্যারের বিয়ে হওয়া পর্যন্ত ঘটনা আছে বইটিতে।
বইটি লিখেছেন মহুয়া নিজে। মহুয়া ডাক নাম । মূল নাম ড. ইসমাত মির্যা, পরবর্তীতে যিনি পদার্থবিজ্ঞানে পিএইচডিও করেছেন।
চিঠিগুলো ৫০ বছর ধরে অপ্রকাশিত ছিলো।

©️

28/04/2024

এটি জোসেফ দেসিরে কোর্টের (Joseph-Désiré Court) একটি বিখ্যাত চিত্রকর্ম।

এইখানে যা দেখছিঃ

একজন ব্যক্তি তার বাবাকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু তার সবচেয়ে নিকটে থাকা স্ত্রী এবং ছেলেকে সম্পূর্ণরূপে উপেক্ষা করছেন। আশ্চর্যের বিষয় হল, সবচেয়ে কম ওজন হওয়া সত্ত্বেও তার বাচ্চাকে সে বাঁচানোর চেষ্টা করছেন না।

আসলে আর্টিস্ট মেটাফরিকালি এই ৩টা ক্যারেক্টারকে এইভাবে উপস্থাপন করেছেন:

* স্ত্রী: বর্তমান জীবন।
* ছেলে: ভবিষ্যৎ জীবন।
* বাবা: অতীত জীবন।

তার মানেঃ
মানুষটি তার অতীত জীবন বাঁচাতে বা আকঁড়ে ধরতে গিয়ে সে তার বর্তমান এবং ভবিষ্যৎ জীবন নষ্ট করছে।

যেমন হ্যাভলক (HAVELOCK) বলেছিলেনঃ
“The art of living involves knowing when to hold on and when to let go.”
©

07/12/2023

I have reached 5.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

20/09/2023

সকালের সমুদ্র সৈকতে

19/09/2023

রাতের কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে

19/09/2023

ফিশ ফ্রাই মার্কেট কুয়াকাটা

19/09/2023

উত্তাল সমুদ্র

19/09/2023

কুয়াকাটা হোটেলে

Photos from Tales With Mamun's post 20/07/2023

কখন কোন দোয়া পড়তে হয়।
সকল এক সাথে দেওয়া হলো।

28/06/2023

আল্লহু আকবার,আল্লহু আকবার; লা-ইলাহা ইল্লাল্লহু;
ওয়াল্লহু আকবার,আল্লহু আকবার;ওয়া লিল্লাহিল হামদ।

23/06/2023

উপকার খুবই অদ্ভুত জিনিস, করলে ভুলে যায়। না করলে সারা জীবন মনে রাখে !

22/06/2023

যাদের টাকা নাই, কিন্তু আশেপাশের সবাই মনে করে অনেক টাকার মালিক তারা শেয়ার করেন। 😎

16/06/2023

মুহাজির সাহাবী
১. হযরত আবু বকর (রাঃ)
২. হযরত উমর,ফারুক (রাঃ)
৩. হযরত উসমান (রাঃ)
৪. হযরত আলী মোর্তাজা (রাঃ)
৫. হযরত হামজা (রাঃ)
৬. হযরত যায়েদ বিন হারেছা (রাঃ)
৭. হযরত আবু কাবশাহ সুলাইম (রাঃ)
৮. হযরত আবু মারছাদ গানাভী (রাঃ)
৯. হযরত মারছাদ বিন আবু মারছাদ (রাঃ)
১০. হযরত উবাইদা বিন হারেছ (রাঃ)
১১ হযরত তোফায়েল বিন হারেছ (রাঃ)
১২. হযরত হুসাইন বিন হারেছ (রাঃ)
১৩. হযরত আউফ বিন উসাসা (রাঃ)
১৪. হযরত আবু হুযায়ফা (রাঃ)
১৫. হযরত ছালেম (রাঃ)
১৬. হযরত সুহইব বিন সিনান (রাঃ)
১৭. হযরত আব্দুল্লাহ্ বিন জাহাশ (রাঃ)
১৮. হযরত উক্বাশা বিন মিহসান (রাঃ)
২৯. হযরত শুজা’ বিন ওহাব (রাঃ)
২০. হযরত ওতবা বিন রবীআহ (রাঃ)
২১. হযরত ইয়াযীদ বিন রুকাইশ (রাঃ)
২২. হযরত আবু সিনান (রাঃ)
২৩. হযরত সিনান বিন আবু সিনান (রাঃ)
২৪. হযরত মুহরিয বিন নাজলা (রাঃ)
২৫. হযরত রবীআ’ বিন আক্সাম (রাঃ)
২৬. হযরত হাতেব বিন আমর (রাঃ)
২৭. হযরত মালেক বিন আমর (রাঃ)
২৮. হযরত মিদ্লাজ বিন আমর (রাঃ)
৩৯. হযরত সুওয়ায়েদ ইবনে মাখশী (রাঃ)
৩০. হযরত উৎবা বিন গাযওয়ান (রাঃ)
৩১. হযরত জুবাইর বিন আউওয়াম (রাঃ)
৩২. হযরত হাতেব বিন আবি বালতাআহ (রাঃ)
৩৩. হযরত সা’দ বিন খাওলা (রাঃ)
৩৪. হযরত মুসআব বিন উমায়ের (রাঃ)
৩৫. হযরত মাসউদ বিন সা’দ (রাঃ)
৩৬. হযরত আঃ রহমান বিন আউফ (রাঃ)
৩৭. হযরত সা’দ বিন আবু উবায়দা (রাঃ)
৩৮. হযরত উমায়ের বিন আবিওয়াক্কাস (রাঃ)
৩৯. হযরত মিক্বদাদ বিন আমর (রাঃ)
৪০.হযরত আব্দুল্লাহ্ বিন মাসউদ (রাঃ)
৪১. হযরত মাসউদ বিন রাবীআ (রাঃ)
৪২. হযরত যুশ্ শিমালাইন (রাঃ)
৪৩. হযরত খাব্বাব ইবনুল আরাত (রাঃ)
৪৪. হযরত বিলাল বিন রবাহ্ (রাঃ)
৪৫. হযরত আমের বিন ফুহায়রা (রাঃ)
৪৬. হযরত ছুহাইব বিন সিনান (রাঃ)
৪৭. হযরত তালহা বিন উবাইদুল্লাহ্ (রাঃ)
৪৮. হযরত আবু সালমা বিন আব্দুল আসাদ (রাঃ)
৪৯. হযরত শাম্মাস বিন উসমান (রাঃ)
৫০. হযরত আকরাম বিন আবুল আকরাম (রাঃ)
৫১. হযরত আম্মার বিন ইয়াছির (রাঃ)
৫২. হযরত মুআত্তিব বিন আউফ (রাঃ)
৫৩. হযরত যায়েদ ইবনে খাত্তাব (রাঃ)
৫৪. হযরত আমর বিন সুরাকা (রাঃ)
৫৫. হযরত ওয়াকেদ বিন আব্দুল্লাহ্ (রাঃ)
৫৬. হযরত খাওলা বিন আবু খাওলা (রাঃ)
৫৭. হযরত আমের বিন রবীআহ (রাঃ)
৫৮. হযরত আমের বিন হারিছ (রাঃ)
৫৯. হযরত আমের বিন আব্দুল্লাহ্ (রাঃ)
৬০. হযরত খালেদ বিন বুকাইর (রাঃ)
৬১. হযরত ইয়ায বিন গানাম (রাঃ)
৬২. হযরত সাঈদ বিন যায়েদ (রাঃ)
৬৩. হযরত উসমান বিন মাজউন (রাঃ)
৬৪. হযরত সাইব বিন উসমান (রাঃ)
৬৫. হযরত কুদামা বিন মাজউন (রাঃ)
৬৬. হযরত আব্দুল্লাহ্ বিন মাজউন (রাঃ)
৬৭. হযরত মা’মার বিন হারেছ (রাঃ)
৬৮. হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ (রাঃ)
৬৯. হযরত আব্দুল্লাহ্ বিন মাখ্রামা (রাঃ)
৭০. হযরত খাব্বাব মাওলা উৎবা বিন গযওয়ান (রাঃ)
৭১. হযরত আবুস্ সাইব উসমান বিন মাজউন (রাঃ)
৭২. হযরত আমর বিন আবু সারাহ (রাঃ)
৭৩. হযরত সাকাফ বিন আমর (রাঃ)
৭৪. হযরত মুজায্যার বিন যিয়াদ (রাঃ)
৭৫. হযরত খাব্বাব ইবনুল মুনযির (রাঃ)
৭৬. হযরত উমায়ের বিন আবী ওয়াক্কাছ (রাঃ)
৭৭. হযরত মিকদাদ বিন আমর (রাঃ)
৭৮. হযরত নোমান বিন আসার বিন হারেস (রাঃ)
৭৯. হযরত মিহ্জা’ মাওলা উমর ফারুক (রাঃ)
৮০. হযরত ওহাব বিন আবী সারাহ (রাঃ)

আনসার সাহাবী
৮১. হযরত সা’দ বিন মুআজ (রাঃ)
৮২. হযরত আমর বিন মুআজ (রাঃ)
৮৩. হযরত হারেস বিন আউস (রাঃ)
৮৪. হযরত হারেস বিন আনাস (রাঃ)
৮৫. হযরত আব্বাদ বিন বিশর (রাঃ)
৮৬. হযরত সালামা বিন সাবেত (রাঃ)
৮৭. হযরত হারেস বিন খাযামা (রাঃ)
৮৮. মুহাম্মাদ বিন মাসলামা (রাঃ)
৮৯. হযরত সালামা বিন আসলামর(রাঃ)
৯০. হযরত উবায়েদ বিন তাইয়িহান (রাঃ)
৯১. হযরত কাতাদা বিন নোমান (রাঃ)
৯২. হযরত উবায়েদ বিন আউস (রাঃ)
৯৩. হযরত নসর বিন হারেস (রাঃ)
৯৪. হযরত আব্দুল্লাহ্ বিন তারেক (রাঃ)
৯৫. হযরত আবু আব্স বিন জব্র (রাঃ)
৯৬. হযরত আবু বুরদাহ্ হানী বিন নিয়্যার (রাঃ)
৯৭. হযরত আসেম বিন সাবেত (রাঃ)
৯৮. হযরত মুআত্তিব বিন কুশাইর (রাঃ)
৯৯. হযরত আমর বিন মা’বাদ (রাঃ)
১০০. হযরত সাহল বিন হুনাইফ (রাঃ)
১০১. হযরত মুবাশশির বিন আব্দুল মুনযির (রাঃ)
১০২. হযরত রিফাআ বিন আ. মুনযির (রাঃ)
১০৩. হযরত খুনাইস বিন হুযাফা (রাঃ)
১০৪. হযরত আবু সাবরা কুরাইশী (রাঃ)
১০৫. হযরত আব্দুল্লাহ্ বিন সালামা (রাঃ)
১০৬. হযরত আব্দুল্লাহ্ বিন সুহাইল (রাঃ)
১০৭. হযরত সা’দ বিন মুআয (রাঃ)
১০৮. হযরত উমায়ের বিন আউফ (রাঃ)
১০৯. হযরত আমের বিন সালামা (রাঃ)
১১০. হযরত ছফওয়ান বিন ওহাব (রাঃ)
১১১. হযরত ইয়ায বিন বুকাইর (রাঃ)
১১২. হযরত সা’দ বিন উবায়েদ (রাঃ)
১১৩. হযরত উওয়াইম বিন সায়েদাহ (রাঃ)
১১৪. হযরত রাফে বিন আনজাদা(রাঃ)
১১৫. হযরত উবায়েদ বিন আবুউবয়েদ (রাঃ)
১১৬. হযরত সা’লাবা বিন হাতেব (রাঃ)
১১৭. হযরত আবু লুবাবাহ আব্দুল মুনযির (রাঃ)
১১৮. হযরত হারেস বিন হাতেব (রাঃ)
১১৯. হযরত আসেম বিন আদী (রাঃ)
১২০. হযরত আনাছ বিন কাতাদা (রাঃ)
১২১. হযরত মাআন বিন আদী (রাঃ)
১২২. হযরত সাবেত বিন আকরাম (রাঃ)
১২৩. হযরত আব্দুল্লাহ্ বিন সাহল (রাঃ)
১২৪. হযরত যায়েদ বিন আসলাম (রাঃ)
১২৫. হযরত রিব্য়ী বিনরাফে’ (রাঃ)
১২৬. হযরত সা’দ বিন যায়েদ (রাঃ)
১২৭. হযরত সালমা বিন সালামা (রাঃ)
১২৮. হযরত আব্দুল্লাহ্ বিন যায়েদ (রাঃ)
১২৯. হযরত আসেম বিন কায়েস (রাঃ)
১৩০. হযরত আবুস্ সয়্যাহ বিন নোমান (রাঃ)
১৩১. হযরত আবু হাব্বাহ বিন আমর (রাঃ)
১৩২. হযরত হারেস বিন নোমান (রাঃ)
১৩৩. হযরত খাওয়াত বিন যুবাইর (রাঃ)
১৩৪. হযরত মুনযির বিন মুহাম্মদ (রাঃ)
১৩৫. হযরত আবু আকীল আব্দুর রহমান (রাঃ)
১৩৬. হযরত আবু দুজানা (রাঃ)
১৩৭. হযরত সা’দ বিন খায়সামা (রাঃ)
১৩৮. হযরত মুনযির বিন কুদামা (রাঃ)
১৩৯. হযরত মালেক বিন কুদামা (রাঃ)
১৪০. হযরত হারেস বিন আরফাজা (রাঃ)
১৪১. হযরত জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ)
১৪২. হযরত মালেক বিন নুমায়লা (রাঃ)
১৪৩. হযরত খারেজা বিন যায়েদ (রাঃ)
১৪৪. হযরত সা’দ বিন রবী’ (রাঃ)
১৪৫. হযরত আব্দুল্লাহ্ বিন রাওয়াহা (রাঃ)
১৪৬. হযরত বশির বিন সা’দ (রাঃ)
১৪৭. হযরত সিমাক বিন সা’দ (রাঃ)
১৪৮. হযরত সুবাঈ বিন কায়েস (রাঃ)
১৪৯. হযরত আব্বাদ বিন কায়েস (রাঃ)
১৫০. হযরত ইয়াযিদ বিন হারেস (রাঃ)
১৫১. হযরত খোবায়ের বিন য়াসাফ (রাঃ)
১৫২. হযরত আব্দুল্লাহ্ বিন কায়েস (রাঃ)
১৫৩. হযরত হারিস বিন যিয়াদ (রাঃ)
১৫৪. হযরত তামিম বিন ইয়ু'আর (রাঃ)
১৫৫. হযরত আব্দুল্লাহ্ বিন উমায়ের (রাঃ)
১৫৬. হযরত যায়েদ বিন মুযাইন (রাঃ)
১৫৭. হযরত আব্দুল্লাহ্ বিন উরফুতাহ্ (রাঃ)
১৫৮. হযরত আব্দুল্লাহ্ বিন রবী’ (রাঃ)
১৫৯. হযরত আব্দুল্লাহ্ বিন আব্দুল্লাহ (রাঃ)
১৬০. হযরত আউস বিন খাওলা (রাঃ)
১৬১. হযরত যায়েদ বিন উবায়েদ (রাঃ)
১৬২. হযরত উকবাহ বিন ওহাব(রাঃ)
১৬৩. হযরত রিফাআহ বিন আমর (রাঃ)
১৬৪. হযরত উসায়ের বিন আসর (রাঃ)
১৬৫. হযরত মা’বাদ বিন আব্বাদ (রাঃ)
১৬৬. হযরত আমের বিন বুকাইর (রাঃ)
১৬৭. হযরত নওফল বিন আব্দুল্লাহ্ (রাঃ)
১৬৮. হযরত উবাদা বিন সামেত (রাঃ)
১৬৯. হযরত নোমান বিন মালেক (রাঃ)
১৭০. হযরত সাবেত বিন হায্যাল (রাঃ)
১৭১. হযরত মালেক বিন দুখশুম (রাঃ)
১৭২. হযরত রবী’ বিন ইয়াস (রাঃ)
১৭৩. হযরত ওয়ারাকা বিন ইয়াস (রাঃ)
১৭৪. হযরত আমর বিন ইয়াস (রাঃ)
১৭৫. হযরত আমর বিন কায়েস (রাঃ)
১৭৬. হযরত ফাকেহ বিন বিশর (রাঃ)
১৭৭. হযরত নওফল বিন সা’লাবা (রাঃ)
১৭৮. হযরত আব্দুল্লাহ্ বিন সা’লাবার (রাঃ)
১৭৯. হযরত মুনযির বিন আমর (রাঃ)
১৮০. হযরত আবু উসায়েদ মালেক (রাঃ)
১৮১. হযরত মালেক বিন মাসউদ (রাঃ)
১৮২. হযরত আবদে রাব্বিহি (রাঃ)
১৮৩. হযরত কা’ব বিন জাম্মায (রাঃ)
১৮৪. হযরত জমরাহ বিন আমর (রাঃ)
১৮৫. হযরত যিয়াদ বিন আমর (রাঃ)
১৮৬. হযরত হুবাব বিন মুনযির (রাঃ)
১৮৭. হযরত উমায়ের বিন হারাম (রাঃ)
১৮৮. হযরত উমায়ের বিন হুমাম (রাঃ)
১৮৯. হযরত আব্দুল্লাহ্ বিন আমর (রাঃ)
১৯০. হযরত মুআজ বিন আমর (রাঃ)
১৯১. হযরত মুআউওয়াজ বিন আমর (রাঃ)
১৯২. হযরত খাল্লাদ বিন আমর (রাঃ)
১৯৩. হযরত উকবাহ্ বিন আমের (রাঃ)
১৯৪. হযরত সাবেত বিন খালেদ (রাঃ)
১৯৫. হযরত বিশর বিন বারা (রাঃ)
১৯৬. হযরত তোফায়েল বিন মালেক (রাঃ)
১৯৭. হযরত তোফায়েল বিন নোমান (রাঃ)
১৯৮. হযরত সিনান বিন সাঈফী (রাঃ)
১৯৯. হযরত আব্দুল্লাহ্ বিন জাদ (রাঃ)
২০০. হযরত উৎবা বিন আব্দুল্লাহ্ (রাঃ)
২০১. হযরত জাব্বার বিন সাখর (রাঃ)
২০২. হযরত খারেজা বিন হিময়ার (রাঃ)
২০৩. হযরত আব্দুল্লাহ্ বিন হুমায়্যির (রাঃ)
২০৪. হযরত ইয়াযিদ বিন মুনযির (রাঃ)
২০৫. হযরত আব্দুল্লাহ্ বিন নোমান (রাঃ)
২০৬. হযরত জহহাক বিন হারেসা (রাঃ)
২০৭. হযরত আসওয়াদ বিন যুরাইক (রাঃ)
২০৮. হযরত মা’বাদ বিন কায়েস (রাঃ)
২০৯. হযরত আব্দুল্লাহ্ বিন কায়েস খালেদ (রাঃ)
২১০. হযরত আব্দুল্লাহ্ বিন আব্দে মানাফ্ (রাঃ)
২১১. হযরত খালিদ বিন কায়েস (রাঃ)
২১২. হযরত সুলাইম বিন আমর (রাঃ)
২১৩. হযরত কুতবা বিন আমের (রাঃ)
২১৪. হযরত আন্তারা মাওলা বনীসুলাইম (রাঃ)
২১৫. হযরত আব্স বিন আমের (রাঃ)
২১৬. হযরত সা’লাবা বিন আনামা (রাঃ)
২১৭. হযরত আবুল য়াসার বিন আমর (রাঃ)
২১৮. হযরত উবাদা বিন কয়েস (রাঃ)
২১৯. হযরত আমর বিন তাল্ক (রাঃ)
২২০. হযরত মুআজ বিন জাবাল (রাঃ)
২২১. হযরত কয়েস বিন মুহ্সান (রাঃ)
২২২. হযরত হারেস বিন কায়েস (রাঃ)
২২৩. হযরত সা’দ বিন উসমান (রাঃ)
২২৪. হযরত উকবা বিন উসমান (রাঃ)
২২৫. হযরত যাকওয়ান বিন আবদে কায়েস (রাঃ)
২২৬. হযরত মুআজ বিন মায়েস (রাঃ)
২২৭. হযরত আয়েজ বিন মায়েজ (রাঃ)
২২৮. হযরত মাসউদ বিন সা’দ (রাঃ)
২২৯. হযরত রিফাআ বিন রাফে’ (রাঃ)
২৩০. হযরত খাল্লাদ বিন রাফে’ (রাঃ)
২৩১. হযরত উবায়েদ বিন যায়েদ (রাঃ)
২৩২. হযরত যিয়াদ বিন লাবীদ (রাঃ)
২৩৩. হযরত ফারওয়াহ বিন আমর (রাঃ)
২৩৪. হযরত আতিয়্যা বিন নুওয়াইরা (রাঃ)
২৩৫. হযরত খলিফা বিন আদী (রাঃ)
২৩৬. হযরত উমারা বিন হায্ম (রাঃ)
২৩৭. হযরত সুরাকা বিন কা’ব (রাঃ)
২৩৮. হযরত হারেসা বিন নোমান (রাঃ)
২৩৯. হযরত সুলাইম বিন কয়েস (রাঃ)
২৪০. হযরত সুহাইল বিন কয়েস (রাঃ)
২৪১. হযরত আদী বিন আবুয্ যাগ্বা (রাঃ)
২৪২. হযরত মাসউদ বিন আউস (রাঃ)
২৪৩. হযরত আবু খুজাইমাহ্ বিন আউস (রাঃ)
২৪৪. হযরত রাফে’ বিন হারেস (রাঃ)
২৪৫. হযরত মুআওয়াজ বিন হারেস (রাঃ)
২৪৬. হযরত নোমান বিন আমর (রাঃ)
২৪৭. হযরত আমের বিন মুখাল্লাদ (রাঃ)
২৪৮. হযরত উসাইমা আশযায়ী (রাঃ)
২৪৯. হযরত ওদীআহ বিন আমর (রাঃ)
২৫০. হযরত আবুল হামরা মাওলা হারেস (রাঃ)
২৫১. হযরত সা’লাবা বিন আমর (রাঃ)
২৫২. হযরত সুহাইল বিন আতীক (রাঃ)
২৫৩. হযরত হারেস বিন আতীক (রাঃ)
২৫৪. হযরত হারেস বিন ছিম্মাহ (রাঃ)
২৫৫. হযরত উবাই বিন কা’ব (রাঃ)
২৫৬. হযরত আনাস বিন মুআজ (রাঃ)
২৫৭. হযরত আউস বিন সামেত (রাঃ)
২৫৮. হযরত আবু তালহা যায়েদ বিন ছাহল (রাঃ)
২৫৯. হযরত হারেসা বিন সুরাকা (রাঃ)
২৬০. হযরত আমর বিন সা’লাবা (রাঃ)
২৬১. হযরত সাবেত বিন খানছা (রাঃ)
২৬২. হযরত আমের বিন উমাইয়াহ্ (রাঃ)
২৬৩. হযরত মুহ্রিয বিন আমের (রাঃ)
২৬৪. হযরত সাওয়াদ বিন গাযিয়্যাহ (রাঃ)
২৬৫. হযরত আবু যায়েদ কয়েস বিন সাকান (রাঃ)
২৬৬. হযরত আবুল আওয়ার বিন হারেস (রাঃ)
২৬৭. হযরত হারাম বিন মিল্হান (রাঃ)
২৬৮. হযরত কয়েস বিন আবী সা’সা (রাঃ)
২৬৯. হযরত আব্দুল্লাহ্ বিন কা’ব (রাঃ)
২৭০. হযরত উসাইমা আসাদী (রাঃ)
২৭১. হযরত আবু দাউদ উমাইর (রাঃ)
২৭২. হযরত সুরাকা বিন আমর (রাঃ)
২৭৩. হযরত কয়েস বিন মাখলাদ (রাঃ)
২৭৪. হযরত নোমান বিন আব্দে আমর (রাঃ)
২৭৫. হযরত জহ্হাক বিন আব্দে আমর (রাঃ)
২৭৬. হযরত সুলাইম বিন হারেস (রাঃ)
২৭৭. হযরত জাবির বিন খালিদ (রাঃ)
২৭৮. হযরত সা’দ বিন সুহাইল (রাঃ)
২৭৯. হযরত কা’ব বিন যায়েদ (রাঃ)
২৮০. হযরত বুজাইর বিন আবি বুজাইর (রাঃ)
২৮১. হযরত ইৎবান বিন মালেক (রাঃ)
২৮২. হযরত মুলাইল বিন ওবারাহ (রাঃ)
২৮৩. হযরত হেলাল বিন মুআল্লাহ (রাঃ)
২৮৪. হযরত আনাছাহ আল হাবাশী (রাঃ)
২৮৫. হযরত বাহ্হাস বিন সালাবা (রাঃ)
২৮৬. হযরত জাব্র বিন আতীক (রাঃ)
২৮৭. হযরত আবু আয়্যুব আনছারী (রাঃ)
২৮৮. হযরত খিরাশ ইবনুস সিম্মাহ (রাঃ)
২৮৯. হযরত খুরাইম বিন ফাতেক (রাঃ)
২৯০. হযরত খুবাইব বিন ইছাফ (রাঃ)
২৯১. হযরত খুবাইব বিন আদী (রাঃ)
২৯২. হযরত খিদাশ বিন কাতাদা (রাঃ)
২৯৩. হযরত খালেদ বিন সুওয়াইদ (রাঃ)
২৯৪. হযরত রাফে’ বিন আল মুআল্লা (রাঃ)
২৯৫. হযরত রুখায়লা বিন সা’লাবা (রাঃ)
২৯৬. হযরত সাব্রা বিন ফাতেক (রাঃ)
২৯৭. হযরত সুহাইল বিন রাফে’ (রাঃ)
২৯৮. হযরত সুওয়াইবিত বিন হারমালা (রাঃ)
২৯৯. হযরত তুলাইব বিন উমাইর (রাঃ)
৩০০. হযরত উবাদা বিন খাশখাশ কুজায়ী (রাঃ)
৩০১. হযরত আব্দুল্লাহ্ বিন জুবাইর বিন নোমান (রাঃ)
৩০২. হযরত আবু সালামা বিন আব্দুল আসাদ (রাঃ)
৩০৩. হযরত আব্দুল্লাহ্ বিন আব্স (রাঃ)
৩০৪. হযরত আব্দুল্লাহ্ বিন উনায়েছ (রাঃ)
৩০৫. হযরত উবাইদ বিন সা’লাবা (রাঃ)
৩০৬. হযরত উমায়ের বিন নিয়ার (রাঃ)
৩০৭. হযরত মালেক বিন আবীখাওলা (রাঃ)
৩০৮. হযরত মালেক বিন কুদামা (রাঃ)
৩০৯. হযরত মুরারা বিন রবী’ (রাঃ)
৩১০. হযরত মাসউদ বিন খাল্দাহ (রাঃ)
৩১১. হযরত মুআজ বিন হারেস (রাঃ)
৩১২. হযরত মা’কিল বিন আল মুনযির (রাঃ)
৩১৩. হযরত নোমান বিন আছার বিন হারেছ (রাঃ)

সাহাবীদের মর্যাদা

আল্লাহ্‌ পবিত্র কুরআনে সুরা বাকারা(২/১৪৪) ১৮৫ নং আয়াতে বদরী সাহাবাদের সত্য-মিথ্যা পার্থক্যকারী দিনের যুদ্ধকারী ইঙ্গিত করে তাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে বলেছেনঃ [৩]

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ ۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
অর্থঃ রমযান মাসই হল সে মাস, যাতে নাযিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুষ্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে এ মাসের রোযা রাখবে। আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য জটিলতা কামনা করেন না যাতে তোমরা গণনা পূরণ কর এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহ তা’আলার মহত্ত্ব বর্ণনা কর, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর।

এছাড়াও রাসুল বদরী সাহাবীদের প্রতি স্পষ্ট ভাষায় বলেছেনঃ বদরী সাহাবাদের জন্য জাহান্নাম হারাম। (মুসলিম শরীফ : ২৪৯৫)[৪]

অন্য হাদিসে বর্নিত, আল্লাহ তায়ালা তাদের আগে পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। (মুস্তাদরাক :

বিঃদ্রঃ ভুলত্রুটি ক্ষমার দৃষ্টি।সংশোধনের জন্য কমেন্টে জানাবেন।সেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইম লাইনে।

''হে আল্লাহ আমাদের সবার গোনাহ মাফ করে কবরে নিয়েন।''

প্যারায় আছি | Perai Asi | Bangla Funny Video | Halta Multimedia Ltd 14/06/2023

প্যারায় আছি | Perai Asi | Bangla Funny Video | Halta Multimedia Ltd প্যারায় আছি | Perai Asi | Bangla Funny Video | Halta Multimedia Ltd ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬🧓 Directed by: Md Al Mamun: https://www.facebook.com/IamAlMamun28 🕺 Cas...

10/06/2023
04/06/2023
29/05/2023

🐈বিড়ালটিকে খুঁজে বের করো নিচের ছবি থেকে👇

28/05/2023

নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন, বছরের পর বছর হজ্বেও যাচ্ছেন। ফরজ রোজার পাশাপাশি নফল রোজাও করে যাচ্ছেন। অথচ কিছু গুনাহ আছে যেগুলোকে গুনাহই মনে করছেন না। প্রতিনিয়ত করে যাচ্ছেন। দয়া করে নিচের লেখাগুলো পড়ুন এবং আল্লাহর কাছে এই গুনাহ থেকে বাঁচার জন্য দোয়া করুন। সময় থাকতে নিজেকে সংশোধন করুন।

১৭ শ্রেণির লোক জান্নাতে যাবে না

মুসলমান হওয়ার পরও অনেক মানুষ জান্নাতে যাবে না কিছু গোনাহের কারণে। এগুলো হলো

১. হারাম খাদ্য ভক্ষণকারী জান্নাতে যাবে না। সুনানে বায়হাকি : ৫৫২০

২. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। সহিহ্ বোখারি : ৫৫২৫

৩. প্রতিবেশীকে কষ্ট দানকারী জান্নাতে যাবে না। সহিহ্ মুসলিম : ৬৬

৪. মাতা-পিতার অবাধ্য সন্তান ও দাইয়ুস জান্নাতে যাবে না। হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘তিন শ্রেণির লোক জান্নাতে যাবে না। মাতা-পিতার অবাধ্য, দাইয়ুস (যে তার স্ত্রী-বোন প্রমুখ অধীনস্থ নারীকে বেপর্দা চলাফেরায় বাধা দেয় না) এবং পুরুষের বেশ ধারণকারী নারী।’ মুসতাদরাকে হাকেম : ২২৬

৫. অশ্লীলভাষী ও উগ্র মেজাজি জান্নাতে যাবে না। সুনানে আবু দাউদ : ৪১৬৮

৬. প্রতারণাকারী শাসক জান্নাতে যাবে না। সহিহ্ বোখারি : ৬৬১৮

৭. অন্যের সম্পদ আত্মসাৎকারী জান্নাতে যাবে না। যদিও (আত্মসাৎকৃত সম্পদ) পিপুলগাছের একটি ছোট ডাল হোক না কেন। সহিহ্ মুসলিম : ১৯৬

৮. খোঁটা দানকারী, অবাধ্য সন্তান ও মদ্যপানকারী জান্নাতে যাবে না। সুনানে নাসায়ি : ৫৫৭৭

৯. চোগলখোর জান্নাতে যাবে না। সহিহ্ মুসলিম : ১৫১

১০. অন্য পিতার সঙ্গে সম্বন্ধকারী জান্নাতে যাবে না। অর্থাৎ নিজেকে যে অন্য পিতার সন্তান বলে পরিচয় দেয়, তার জন্য জান্নাত হারাম। সহিহ্ বোখারি : ৬২৬৯

১১. গর্ব-অহংকারকারী জান্নাতে যাবে না। যার অন্তরে অণু পরিমাণ অহংকার রয়েছে, সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ্ মুসলিম : ১৩১

১২. হজরত রাসুলুল্লাহ (সা.)-এর নাফরমান জান্নাতে যাবে না। হাদিসে ইরশাদ হয়েছে, ‘যে আমার আনুগত্য করে, সে জান্নাতে যাবে। আর যে আমার নাফরমানি করে, সে (জান্নাতে যেতে) অস্বীকার করেছে।’ সহিহ্ বোখারি : ৬৭৩৭

১৩. দুনিয়াবি উদ্দেশ্যে ইলম অর্জনকারী জান্নাতে যাবে না। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা হয়, সেই ইলম যে ব্যক্তি দুনিয়াবি কোনো স্বার্থ-সম্পদ হাসিলের উদ্দেশ্যে শিক্ষা করে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না।’ সুনানে আবু দাউদ : ৩১৭৯

১৪. অকারণে তালাক কামনাকারী নারী জান্নাতে যাবে না। সুনানে তিরমিজি : ১১০৮

১৫. কালো কলপ ব্যবহারকারী জান্নাতে যাবে না। হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘শেষ যুগে কিছু লোক কবুতরের সিনার মতো কালো কলপ ব্যবহার করবে। তারা জান্নাতের ঘ্রাণও পাবে না।’ সুনানে নাসায়ি : ৪৯৮৮

১৬. লৌকিকতা প্রদর্শনকারী জান্নাতে যাবে না। হজরত আবু হুরায়রা (রা.) সূত্রে বর্ণিত এক দীর্ঘ হাদিসে হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘কিয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকা হবে। অতঃপর একজন কারিকে। তারপর একজন দানশীল ব্যক্তিকে হাজির করা হবে। প্রত্যেককে তার কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতঃপর শহীদকে বীর বাহাদুর উপাধি লাভের উদ্দেশ্যে জিহাদ করার অপরাধে, কারি সাহেবকে বড় কারির উপাধি ও সুখ্যাতি লাভের জন্য কিরাত শেখার অপরাধে এবং দানশীলকে বড় দাতা উপাধি লাভের নিয়তে দান-সদকা করার অপরাধে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে।’ সহিহ্ মুসলিম : ৩৫২৭

১৭. ওয়ারিশকে বঞ্চিতকারী জান্নাতে যাবে না। হাদিসে আছে, ‘যে ব্যক্তি কোনো ওয়ারিশকে তার অংশ থেকে বঞ্চিত করল, আল্লাহ তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন।’ সুনানে ইবনে মাজাহ : ২৬৯৪

27/05/2023

আত্তাহিয়াতু এর পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না,আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং পড়ার ম‌নো‌যোগ ও বাড়‌বে।

আত্তাহিয়াতু আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটার পিছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে!

আত্তাহিয়াতু আসলে,আল্লাহর সাথে আমাদের মহানবী (সঃ) কথোপকথন একটা অংশ। যা আমাদের মহানবী (সঃ) ইসরাইল মিরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে! মহানবী (সঃ) যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি!

তাহলে কি বলেছিল...?

কারন,আমরা মহান আল্লাহকে বলতে পারব না,আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক! কারন,আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল!

মহানবী (সঃ) আল্লাহকে উদেশ্য করে বলেছিলেন:-

▪আত্তাহিইয়া-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া - তু ওয়াত্ ত্বাইয়িবা -তু

অর্থঃ- যাবতীয় সম্মান,যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য।

উওরে মহান আল্লাহ বলেন:-

▪আসসালা-মু'আলায়কা আইয়ুহান্নাবিয়ু ওয়া রহমাতুল্লা-হি ওয়া-বারাকাতুহু।

অর্থঃ- হে নবী,আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাযিল হউক।

এতে মহানবী (সঃ) বলেন:-

▪আসসালা-মু-আলায়না ওয়া আলা ইবাদিল্লা-হিছছালেহীন।

অর্থ:- আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে।

মহান আল্লাহ এবং মহানবী (সঃ) এই কথোপকথন শুনে ফেরেস্তারা বলেন:-

▪আশহাদু আল লা-ইলাহা ইলল্লালাহু ওয়া আশহাদুআন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।

অর্থ:- আমি সাক্ষ্য দিচ্ছি যে,আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে,মুহাম্মাদ (সঃ) তার বান্দা ও রাসূল।
"সুবহানাল্লাহ"।

এখন আমি এবং আপনি আত্তাহিয়াতু গুরুত্ব এবং পিছনের ইতিহাস জানতে পারলাম,এবার একটু চিন্তা করুন তো,এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষেরাও জানে তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুজতে পারবে!(কপি পোস্ট)

24/05/2023
23/05/2023

বৃষ্টির সময়ের ৬টি সুন্নাহ
{১} বৃষ্টির দোয়া পাঠ করা।
দোয়াটি হলো- اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا “হে আল্লাহ কল্যাণকর বৃষ্টি দাও” (বুখারী: ৬৯১)
অতিবৃষ্টি বা ক্ষতিকর বৃষ্টি হলে এই দোয়া পাঠ করা- اللَّهُمَّ حَوَالَيْنَا، وَلاَ عَلَيْنَا “হে আল্লাহ আমাদের আশপাশে (জনবসতির বাহিরে) বৃষ্টি দাও, আমাদের উপর নয়।’’ (বুখারী: ৯৩৩)
{২} আল্লাহর ভয়ে ভীত-সন্ত্রস্ত থাকা।
উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেন, আকাশ মেঘাচ্ছন্ন হলে এবং ঝড়ো হাওয়া প্রবাহিত হলে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে যেতেন যে, এটি আল্লাহর আযাব কিনা। (সহীহ মুসলিম: ১৯৫৭)
{৩} বৃষ্টিকে আল্লাহর রহমত বলে অভিহিত করা।
উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেন, প্রিয়নবী সা. যখন বৃষ্টি দেখতেন তখন বলতেন, “এ তো আল্লাহর রহমত।” (সহীহ মুসলিম: ১৯৫৭)
{৪} বৃষ্টি-বাদল সংক্রান্ত কুসংস্কার থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়া।
প্রিয়নবী সা. হাদীসে কুদসীতে বলেন, “যে বলে, আল্লাহর করুণা ও রহমতে আমরা বৃষ্টি লাভ করেছি, সে হল আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের (শক্তির) প্রতি অবিশ্বাসী। আর যে বলেছে, অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের উপর বৃষ্টিপাত হয়েছে, সে আমার প্রতি অবিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি বিশ্বাস স্থাপনকারী।” (সহীহ মুসলিম: ৮৪৬)
{৫} বৃষ্টির পানি গায়ে লাগানো।
রাসুলুল্লাহ সা. বৃষ্টির পানি গায়ে লাগাতেন। সহীহ মুসলিম: ১৯৫৬
{৬} বৃষ্টির সময় দোয়া কবুল হয়, তাই এ সময়ে দোয়া করা।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “দুই সময়ের দো’আ প্রত্যাখ্যাত হয় না কিংবা কম প্রত্যাখ্যাত হয়। (এক) আযানের সময়। (দুই) বৃষ্টির সময়।” সহীহুল জামে: ৩০৭৮

23/05/2023

* #06 # – IMEI নাম্বার প্রদর্শন করবে।
* #* #2664 #* #* – টাচ স্ক্রীন টেস্ট কোড।
* #* #0* #* #* – এলসিডি টেস্ট।
* #* #2664 #* #* – টাচ স্ক্রীন টেস্ট।
* #* #3264 #* #* – র‍্যাম ভার্সন টেস্ট
* #* #34971539 #* #* – ক্যামেরা ইনফর্মেশন।
* #* #232338 #* #* – ওয়াইফাই ম্যাক এড্রেস।
* #* #1472365 #* #* – জিপিএস টেস্ট।
*2767*3855 # – ফ্যাক্টরি রিসেট কোড( ফনের সব ডাটা ডিলিট হয়ে যাবে )
* #* #4636 #* #* – ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য।
* #* #273282*255*663282* #* #* – সকল মিডিয়া ফাইল ব্যাক আপ করার কোড।

* #* #197328640 #* #* – সার্ভিস টেস্ট মোড কোড।
* #* #1111 #* #* – FTA সফটওয়্যার ভার্সন ।
* #* #1234 #* #* – PDA এবং firmware ভার্সন।
* #* #232339 #* #* – Wireless LAN টেস্ট কোড।
* #* #0842 #* #* – ব্যাক লাইট ও ভাইব্রেসন টেস্ট কোড।
* #12580*369 # – সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফর্মেশন।
* #9090 # – ডায়াগনস্টিক কনফিগারেশন।
* #872564 # – ইউএসবি লগিন কন্ট্রোল।
* #301279 # – HSDPA/HSUPA কন্ট্রোল মেনু।
* #7465625 # – ফোন লক স্ট্যাটাস।
* #* #7780 #* #* – ফ্যাক্টরি রি-স্টোর সেটিং। গুগল অ্যাকাউন্ট সহ সকল সিস্টেম ডাটা মুছে যাবে।
*2767*3855 # – ফ্যাক্টরি ফরম্যাট সেটিং। সকল ইন্টারনাল এবং এক্সটারনাল ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার রি-ইন্সটল হবে।
* #* #4636 #* #* – ফোন এবং ব্যাটারি ইনফর্মেশন।
* #* #273283*255*663282* #* #* – ফাইল কপি স্ক্রীন। সব ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাক আপ করা যাবে।
* #* #197328640 #* #* – সার্ভিস মোড কোড। বিভিন্ন টেস্ট ও সেটিং বদলানোর জন্য।

* #* #7594 #* #* – এই কোড আপনার ইন্ড কল/ পাওয়ার বাটন কে ডাইরেক্ট পাওয়ার অফ বাটন এ পরিনত করবে।
* #* #8255 #* #* – G Talk সার্ভিস মনিটর কোড।
* #* #34971539 #* #* – ক্যামেরা ইনফর্মেশন। ক্যামেরা ফার্মওয়্যার আপডেট অপশন টি ব্যবহার করবেন না। এতে আপনার ক্যামেরা ফাংশন বন্ধ হয়ে যাবে।
W-LAN, GPS and Bluetooth Test Codes:
* #* #232339 #* #* OR * #* #526 #* #* OR * #* #528 #* #* – W-LAN টেস্ট কোড। টেস্ট শুরু করার জন্য মেনু বাটন ব্যবহার করুন।
* #* #1575 #* #* – আরেকটি জিপিএস টেস্ট কোড।
* #* #232331 #* #* – Bluetooth টেস্ট কোড।
* #* #232337 #* # – Bluetooth ডিভাইস ইনফর্মেশতেস
* #* #0588 #* #* – প্রক্সিমিটি সেন্সর টেস্ট।
* #* #0283 #* #* – প্যাকেট লুপ ব্যাক।
* #* #0673 #* #* OR * #* #0289 #* #* – মেলোডি টেস্ট।
* #* #2663 #* #* – টাচ স্ক্রীন ভার্সন।
* #9900 # – সিস্টেম ডাম্প মোড।

স্যামসাং মোবাইল ব্যবহারকারীদের জন্য অনেক গুলো গুরুত্বপূর্ণ কোড, সিকিউরিটি কোড আসা করি স্যামসাং মোবাইল যারা ব্যবহার করেন তাদের অনেক কাজে
লাগবে । Samsung Secret Codes

Software version: * #9999 #
IMEI number: * #06 #
Serial number: * #0001 #
Battery status- Memory capacity : * #9998*246 #
Debug screen: * #9998*324 # – * #8999*324 #
LCD kontrast: * #9998*523 #
Vibration test: * #9998*842 # – * #8999*842 #
Alarm beeper – Ringtone test : * #9998*289 # – * #8999*289 #
Smiley: * #9125 #
Software version: * #0837 #
Display contrast: * #0523 # – * #8999*523 #
Battery info: * #0228 # or * #8999*228 #
Display storage capacity: * #8999*636 #
Display SIM card information: * #8999*778 #
Show date and alarm clock: * #8999*782 #
The display during warning: * #8999*786 #
Samsung hardware version: * #8999*837 #
Show network information: * #8999*638 #
Display received channel number and received intensity: * #8999*9266 #
* #1111 # S/W Version
* #1234 # Firmware Version
* #2222 # H/W Version
* #8999*8376263 # All Versions Together
* #8999*8378 # Test Menu
* #4777*8665 # GPSR Tool
* #8999*523 # LCD Brightness
* #8999*377 # Error LOG Menu
* #8999*327 # EEP Menu
* #8999*667 # Debug Mode
* #92782 # PhoneModel (Wap)
#*5737425 # JAVA Mode
* #2255 # Call List
* #232337 # Bluetooth MAC Adress
* #5282837 # Java Version
Type in * #0000 # on a Samsung A300 to reset the language
Master reset(unlock) #*7337 # (for the new samsungs E700 x600 but not E710)
Samsung E700 type * #2255 # to show secret call log (not tested)
Samsung A300, A800 phone unlock enter this *2767*637 #
Samsung V200, S100, S300 phone unlock : *2767*782257378 #
#*4773 # Incremental Redundancy
#*7785 # Reset wakeup & RTK timer cariables/variables
#*7200 # Tone Generator Mute
#*3888 # BLUETOOTH Test mode
#*7828 # Task screen
#* #8377466 # S/W Version & H/W Version
#*2562 # Restarts Phone
#*2565 # No Blocking? General Defense.
#*3353 # General Defense, Code Erased.
#*3837 # Phone Hangs on White screen.
#*3849 # Restarts Phone
#*7337 # Restarts Phone (Resets Wap Settings)
#*2886 # AutoAnswer ON/OFF
#*7288 # GPRS Detached/Attached
#*7287 # GPRS Attached
#*7666 # White Screen
#*7693 # Sleep Deactivate/Activate
#*2286 # Databattery
#*2527 # GPRS switching set to (Class 4, 8, 9, 10)
#*2679 # Copycat feature Activa/Deactivate
#*3940 # External looptest 9600 bps
#*4263 # Handsfree mode Activate/Deactivate
#*2558 # Time ON
#*3941 # External looptest 115200 bps
#*5176 # L1 Sleep
#*7462 # SIM Phase
#*7983 # Voltage/Freq
#*7986 # Voltage
#*8466 # Old Time
#*2255 # Call Failed
#*5376 # DELETE ALL SMS!!!!
#*6837 # Official Software Version: (0003000016000702)
#*2337 # Permanent Registration Beep
#*2474 # Charging Duration
#*2834 # Audio Path (Handsfree)
#*3270 # DCS Support Activate/Deactivate
#*3282 # Data Activate/Deactivate
#*3476 # EGSM Activate/Deactivate
#*3676 # FORMAT FLASH VOLUME!!!
#*4760 # GSM Activate/Deactivate
#*4864 # White Screen
#*7326 # Accessory
#*7683 # Sleep variable
#*3797 # Blinks 3D030300 in RED
#*7372 # Resetting the time to DPB variables
#*3273 # EGPRS multislot (Class 4, 8, 9, 10)
#*7722 # RLC bitmap compression Activate/Deactivate
#*2351 # Blinks 1347E201 in RED
#*2775 # Switch to 2 inner speaker
#*7878 # FirstStartup (0=NO, 1=YES)
#*3838 # Blinks 3D030300 in RED
#*2077 # GPRS Switch
#*2027 # GPRS Switch
#*0227 # GPRS Switch
#*0277 # GPRS Switch
#*22671 # AMR REC START
#*22672 # Stop AMR REC (File name: /a/multimedia/sounds/voice list/ENGMODE.amr)
#*22673 # Pause REC
#*22674 # Resume REC
#*22675 # AMR Playback
#*22676 # AMR Stop Play
#*22677 # Pause Play
#*22678 # Resume Play
#*77261 # PCM Rec Req
#*77262 # Stop PCM Rec
#*77263 # PCM Playback
#*77264 # PCM Stop Play
#*22679 # AMR Get Time
* #8999*364 # Watchdog ON/OFF
* #8999*427 # WATCHDOG signal route setup
*2767*3855 # = Full Reset (Caution every stored data will be deleted.)
*2767*2878 # = Custom Reset
*2767*927 # = Wap Reset
*2767*226372 # = Camera Reset (deletes photos)
*2767*688 # Reset Mobile TV
#7263867 # = RAM Dump (On or Off)
*2767*49927 # = Germany WAP Settings
*2767*44927 # = UK WAP Settings
*2767*31927 # = Netherlands WAP Settings
*2767*420927 # = Czech WAP Settings
*2767*43927 # = Austria WAP Settings
*2767*39927 # = Italy WAP Settings
*2767*33927 # = France WAP Settings
*2767*351927 # = Portugal WAP Settings
*2767*34927 # = Spain WAP Settings
*2767*46927 # = Sweden WAP Settings
*2767*380927 # = Ukraine WAP Settings
*2767*7927 # = Russia WAP Settings
*2767*30927 # = GREECE WAP Settings
*2767*73738927 # = WAP Settings Reset
*2767*49667 # = Germany MMS Settings
*2767*44667 # = UK MMS Settings
*2767*31667 # = Netherlands MMS Settings
*2767*420667 # = Czech MMS Settings
*2767*43667 # = Austria MMS Settings
*2767*39667 # = Italy MMS Settings
*2767*33667 # = France MMS Settings
*2767*351667 # = Portugal MMS Settings
*2767*34667 # = Spain MMS Settings
*2767*46667 # = Sweden MMS Settings
*2767*380667 # = Ukraine MMS Settings
*2767*7667 #. = Russia MMS Settings
*2767*30667 # = GREECE MMS Settings
* #7465625 # = Check the phone lock status
*7465625*638*Code # = Enables Network lock
#7465625*638*Code # = Disables Network lock
*7465625*782*Code # = Enables Subset lock
#7465625*782*Code # = Disables Subset lock
*7465625*77*Code # = Enables SP lock
#7465625*77*Code # = Disables SP lock
*7465625*27*Code # = Enables CP lock
#7465625*27*Code # = Disables CP lock
*7465625*746*Code # = Enables SIM lock
#7465625*746*Code # = Disables SIM lock
*7465625*228 # = Activa lock ON
#7465625*228 # = Activa lock OFF
*7465625*28638 # = Auto Network lock ON
#7465625*28638 # = Auto Network lock OFF
*7465625*28782 # = Auto subset lock ON
#7465625*28782 # = Auto subset lock OFF
*7465625*2877 # = Auto SP lock ON
#7465625*2877 # = Auto SP lock OFF
*7465625*2827 # = Auto CP lock ON
#7465625*2827 # = Auto CP lock OFF
*7465625*28746 # = Auto SIM lock ON
#7465625*28746 # = Auto SIM lock OFF
Type * #9998*627837793 # Go to the ‘my parameters’ and there you will find new menu where you can unlock phone.(not tested-for samsung C100)
To unlock a Samsung turn the phone off take the sim card and type the following code * +15853649247w # .
Java status code: #*53696 # (Samsung X600)
If you want to unlock your phone put a sim from another company then type * #9998*3323 # it will reset your phone. Push exit and then push 7, it will reset again. Put your other sim in and it will say sim lock, type in 00000000 then it should be unlocked. Type in *0141 # then the green call batton and it’s unlocked to all networks. This code may not work on the older phones and some of the newer phones. If it doesn’t work you will have to reset your phone without a sim in it by typing * #2767*2878 # or * #9998*3855 # (not tested) –

||||||||||||||||||||||||||||||||||||||||
হেলাল উদ্দিন আহমেদ
☞PDA and firmware version -* #* #1234 #* #*
☞☞ব্যাক লাইট ও ভাইব্রেশন টেস্ট কোড-* #* #0842 #* #*
☞☞প্রক্সিমিটি সেন্সর টেস্ট-* #* #0588 #* #*

নিচে গুরুত্বপূর্ণ আরো কিছু কোড
☞☞ * #06 # – IMEI নম্বর
☞☞*2767*3855 #– ফ্যাক্টরি রিসেট কোড (ফোনের সব তথ্য মুছে যাবে)
☞☞* #* #4636 #* #* – ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য
☞☞* #* #273282*255*663282* #* #* – সব মিডিয়া ফাইল ব্যাক আপ হবে
☞☞* #* #197328640 #* #* – সার্ভিস টেস্ট মোড
☞☞* #* #1111 #* #* – FTA সফটওয়্যার ভার্সন
☞☞* #* #1234 #* #* – PDA এবং firmware ভার্সন
☞☞* #* #232339 #* #* – WirelessLAN টেস্ট কোড
☞☞* #* #0842 #* #* – ব্যাক লাইট ও ভাইব্রেশন টেস্ট কোড
☞☞* #12580*369 # – সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফরমেশন
☞☞* #* #2664 #* #* – টাচস্ক্রিন টেস্ট কোড
☞☞* #9900 # – সিস্টেম ডাম্প মোড
☞☞* #9090 # – ডায়াগনস্টিক কনফিগারেশন
☞☞* #* #34971539 #* #* –ক্যামেরা ইনফরমেশন
☞☞* #872564 # – ইউএসবি লগইন কন্ট্রোল
☞☞* #301279 # – HSDPA/HSUPA কন্ট্রোল মেনু
☞☞* #7465625 #– ফোন লক স্ট্যাটাস
☞☞* #* #7780 #* #* – ফ্যাক্টরি রিস্টোর সেটিং, গুগলঅ্যাকাউন্টসহ সব সিস্টেম ডাটা মুছে যাবে
☞☞*2767*3855 #– ফ্যাক্টরি ফরম্যাট সেটিংসহ সব ইন্টারনাল এবং এক্সটারনাল ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার রি-ইন্সটল হবে
☞☞* #* #4636 #* #* – ফোন এবং ব্যাটারি ইনফরমেশন
☞☞* #* #273283*255*663282* #* #* – ফাইল কপি স্ক্রিন, সব ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাক আপ করা যাবে
☞☞* #* #197328640 #* #* – সার্ভিস মোড কোড, বিভিন্ন টেস্ট ও সেটিং বদলানোর জন্য
☞☞* #* #7594 #* #* – এই কোড এন্ড কল/ পাওয়ার বাটনকে সরাসরি পাওয়ার অফ বাটনে পরিণত করবে
☞☞* #* #8255 #* #* – G-Talk সার্ভিস মনিটর কোড
☞☞* #* #34971539 #* #* – ক্যামেরা ইনফরমেশন
☞☞* #* #232338 #* #* – ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস
☞☞* #* #1472365 #* #*- জিপিএস টেস্ট
☞☞* #* #1575 #* #* – আরেকটি জিপিএস টেস্ট কোড
☞☞* #* #232331 #* #* – Bluetooth টেস্ট কোড
☞☞* #* #232337 #* # – Bluetooth ডিভাইস ইনফরমেশন
☞☞* #* #0588 #* #* – প্রক্সিমিটি সেন্সর টেস্ট
☞☞* #* #0* #* #* – এলসিডি টেস্ট
☞☞* #* #2664 #* #* – টাচস্ক্রিন টেস্ট
☞☞* #* #2663 #* #* – টাচস্ক্রিন ভার্সন
☞☞* #* #0283 #* #* – প্যাকেট লুপ ব্যাক
☞☞* #* #0673 #* #* OR * #* #0289 #* #* –মেলোডি টেস্ট
☞☞* #* #3264 #* #* – র্যাম ভার্সন টেস্ট।

নিচে একটি ইমেজ আছে সেটি ডাউনলোড করে রেখে দিতে পারেন☞☞☞☞

আরো জেনে নিন এন্ড্রয়েড ফোনের সকল গুরুত্বপূর্ণ কোড।আপনার হাতের এন্ড্রয়েড ফোনের বিষয়ে জানতে নিচের কোড গুলি ডায়েল করুন।

☞☞Battary Phone – * #* #4636 #* #*
এন্ড্রয়েড ফোনের ব্যাটারির সব ইনফো জানতে উপরের কোড ডায়েল করুন।

☞☞Touch screen version – * #* #2663 #* #*
আপনার এন্ড্রয়েড ফোনের ট্যাচ স্ক্রিন ভার্সন কত তা জানতে উপরের কোডটি ডায়েল করুন।

☞☞Display Test code– * #* #
ডিসপ্লে চেক করতে উপরের কোডটি ডায়েল করুন।

☞☞Ram Version – * #* #3264 #* #*
আপনার এন্ড্রয়েড ফোনের সঠিক রাম জানতে উপরের কোড ডায়েল করুন।

☞☞Wifi Mac Address – * #* #232338 #* #*
আপনার এন্ড্রয়েড ফোনের wifi mac address জানতে উপরের কোড ডায়েল করুন।

☞☞Bluetooth details – * #* #232337 #* #*
এন্ড্রয়েড ফোনের ব্লুটুথ এর সব ইনফো জানতে উপরের কোড ডায়েল করুন।

☞☞GPS test – * #* #1472365 #* #*
এন্ড্রয়েড ফোনের GPS টেস্ট করতে উপরের কোড ডায়েল করুন।

☞☞Data cabol control – * #872564 #
এন্ড্রয়েড ফোনের ডাটা কন্ট্রোল করতে উপরের কোড ডায়েল করুন।

☞☞Camera details – * #* #34971539 #* #*
আপনার ক্যামেরা আসলে কত মেগা ও ক্যামেরার সন ইনফো জানতে উপরের কোড ডায়েল করুন।

☞☞Dump Sistem mode * #900 #
এইটাও অনেক গুরুত্বপূর্ণ কারণ এই কোড ব্যবহার করে আপনার এন্ড্রয়েড ফোনের সিস্টেম মোড জানতে পারবেন।

☞☞Digonasic Confiure – * #9090 #
এন্ড্রয়েড ফোনের Digonasic Confiaure জানতে উপরের কোড ডায়েল করুন।

☞☞Hardwar/Softwar – * #12580*369 #
এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এইটা ব্যবহার করে আপনার এন্ড্রয়েড ফোনের সফটওয়্যার ও হার্ডওয়ার এর ইনফো জানতে পারবেন।

☞☞Vibrate Blacklight – * #* #0842 #* #*
এন্ড্রয়েড ফোনের Vibrate Blacklight এর ইনফো দেখতে উপরের কোড ডায়েল করুন।12Touch screen code – * #* #
এন্ড্রয়েড ফোনের ট্যাচ স্ক্রিন এর কার্জপনালি দেখতে উপরের কোড ডায়েল করুন।

☞☞FTA version – * #* #1111 #* #*
এন্ড্রয়েড ফোনের FTA ভার্সন দেখতে উপরের কোড ডায়েল করুন।

☞☞Factory hard reset – * #* #* #*
এন্ড্রয়েড ফোনের যদি Factory hard reset করতে উপরের কোড ডায়েল করুন।

☞☞Battary Phone – * #* #4636 #* #*
ব্যাটারির সব ইনফো জানতে উপরের কোড ডায়েল করুন।

☞☞Lock Status – * #7465625 #
আপনার লোক স্টেটাস দেখতে উপরের কোড ডায়েল করুন।

☞☞IMEI Code – * #06 #
এন্ড্রয়েড ফোনের IMEI কোড জানতে উপরের কোড আপনার মোবাইলে ডায়েল করুন।

☞☞.Reset Phone – *2767*3855 #
এন্ড্রয়েড ফোনের রিসেট করতে উপরের কোডটি ব্যবহার করা হয়।

☞☞Packets luphatest – * #* #0283 #* #*
এন্ড্রয়েড ফোনের Packets luphatest এর ইনফো জানতে উপরের কোড ডায়েল করুন।

Want your public figure to be the top-listed Public Figure in Mathbaria?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

সকালের সমুদ্র সৈকতে
রাতের কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে
ফিশ ফ্রাই মার্কেট কুয়াকাটা
উত্তাল সমুদ্র
কুয়াকাটা হোটেলে
ঈদ পুনর্মিলনীএইচএসসি ২০১০-১১ শিক্ষাবর্ষমঠবাড়িয়া সরকারি কলেজ
ঈদ পুনর্মিলনীএইচএসসি ২০১০-১১ শিক্ষাবর্ষমঠবাড়িয়া সরকারি কলেজ
Godox Movlink M2 Wireless Microphone Unboxing
Ulanzi VIJIM LS24 Multifunction Desk Setup Stand Unboxing In Bangla plz subscribers my youtube channel:https://youtu.be/...
চরখালী ফেরিতে
ভাগিনা যখন নিজের বানানো আইসক্রিমের রিভিউ নিজেই দেয়
আমার ভাগিনার নাচ্

Category

Telephone

Address

Halta
Mathbaria
8562

Other Bloggers in Mathbaria (show all)
M.H.pig M.H.pig
Mathbaria

لا إله إلاه محمد رسول الله

MD.Tariquel vlog MD.Tariquel vlog
Mathbaria

video characters

Shakil Munshi Shakil Munshi
Mathbaria

Tariqul Islam Tariqul Islam
Mathbaria

Assalamualaikum Welcome to my page.

EMRUN Vlogs EMRUN Vlogs
Mathbaria, 1234567800

I'm a facebook blog on YouTube, → so everyone will follow the page

FF Diamond Shop 2 FF Diamond Shop 2
Delduar
Mathbaria, 1112233

Ayaat Ayaat
Mathbaria

Plz সবাই আমার পেইজ ফলো দিয়ে পাশে থাকবেন!

Sox creation ヅ Sox creation ヅ
Mathbaria

HI.......All pleas flow my page

MMR E-Shop MMR E-Shop
Mathbaria
Mathbaria, 8560

আমাদের পেইজে লাইক দিয়ে সাথে থাকুন

RK Rakib RK Rakib
Pirojpur
Mathbaria, 8560

Welcome! I am Rakib Khalifa. Blogging is my passion and I love it. Besides I'm doing software develop

Saezxsv Saezxsv
Mathbaria

Jahid Mahmud Jahid Mahmud
Barishal
Mathbaria, BARISHILA

Welcome to may page Love you everyone Follow and like Thanks