Reward

সেরা কোয়ালিটি, পাঞ্জাবী ও কটি সবচেয়ে কম দামে

"REWARD" আপনার জন্য তৈরি করে, সুন্দর, মার্জিত, পাঞ্জাবি, পাজামা, কটি, টি শার্ট।
আপনি ভালো এবং প্রিমিয়াম , বন্ধুত্বপূর্ণ বাজেট, অনন্য ডিজাইন, পাঞ্জাবি, পায়জামা, কটি, পেতে চান! -----আমরা আছি ।

আমরা আপনার জন্য এখানে. "সর্বোত্তম মানের, পাঞ্জাবি, সর্বনিম্ন দামে দিয়ে থাকি ।

আমরা আমাদের গ্রাহকদের জন্য যে পরিষেবাগুলি প্রদান করি, 30%-50% ছাড়, বিনামূল্যে বিতরণ, বড় ডিসকাউন্ট ইত্যাদি। আমরা আমাদের পোশ

22/08/2024

আপনারা কি ভাবে দেখতেছেন জানিনা।
আমি চোখের সামনে একটা দেশকে বদলে যাইতে দেখতেছি!

আমি কোনদিন ভাবতেও পারিনাই বাংলাদেশে

ম্যাট্রিকে ফেইল করা / কোন রকমে পাশ করা , চাকরি বাকরি নিয়ে মাথা না ঘামানো,
একটা অদ্ভুত সাহসী মেয়ে পুলিশের গুলির সামনে মাথা উচু করে দাড়ায়া বলবে কোটায় আমার কিছু যায় আসেনা, কোটা দিয়ে আমি করমু,
কিন্তু ওরা আমার ভাইরে মারলো কেন এই জবাব দিতে হবে!

কোনদিন ভাবিনাই কোন একদিন এই দেশে

পুরা শহরের সবাই মিলে হৈ রৈ করে
রাত জেগে ডাকাত ধরতে বইসা থাকবে!

কারো বাসায় ডাকাত পরলে সবাই মিলে এইভাবে ছুইটা যাবে!

ফেনীর বন্যার কথা শুনে
ক্লাস ফাইভের বাচ্চাটাও তার জমানো টাকা বের করে দিবে সাহায্য করার জন্য!

যার যা আছে, তা নিয়েই দৌড়ে যাবে বন্যা আক্রান্ত মানুষের পাশে থাকার জন্য!

আমি বাংলাদেশকে কোনদিন
এইরকম শক্ত, ত্যাগী,
যে কোন প্রয়োজনে মানুষের পাশে দাড়ানোর জন্য প্রস্তুত এইরকম ভয়ংকর ইউনাইটেড দেখিনাই!

কোথায় যেন একটা ভয় কেটে গেছে মানুষের।
সত্য ইমোশন প্রকাশ করবার একটা স্বাধীনতা যেন এসেছে মনে!

সবকিছু দেখে মনে হচ্ছে,
বহুদূর যাবে বলে প্রস্তুত হচ্ছে একটা দেশ।।

Imran Kais কৃতজ্ঞতা

22/08/2024

মাকে আশ্রয়কেন্দ্রে রেখে বাবাকে আনতে গিয়ে দেখি আমাদের ঘরখানাই নেই- ঘরের মধ্যে বাবা ছিল।😥
ফেনি থেকে এক ভাই!
উদ্ধার কাজে ব্যবহার উপযোগী কোন হেলিকপ্টার থাকলে ম্যানশন করুন প্লিজ,যত টাকা লাগুক🤲🏻

09/08/2024

চার পাসেই ষড়যন্ত্র চলছে :
লক্ষ অর্জন না হওয়া পর্যন্ত সজাগ থাকবো।
“দেশটা যে আমাদের”

15/07/2024

Winnnnn🫰🇦🇷

07/07/2024

সায়েখ ব্রাজিল কোমায় গেছে,
দ্রুত উঠে এর উদ্দেশ্যে স্টেট ফরোয়ার্ড একটা মেসেজ ড্রপ দিন।🇧🇷🥹

10/04/2024

ঈদ মোবারক 🌙

তাকা'ব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহা'ল আ'মাল 💝

26/03/2024

আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস❤️

Reward এর পক্ষ থেকে সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা🌹

22/03/2024

হাদিসে বলা হয়েছে, আব্দুল্লাহ্ ইবনে ইউসুফ (রা.) ও আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত,
রাসুলুল্লাহ্ (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন জানাবত (ফরজ) গোসলের মত গোসল করে সালাতের জন্য আগমণ করে, সে যেন একটি উট কুরবানি করল। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমণ করে, সে যেন একটি গাভী কুরবানি করল। যে ব্যক্তি তৃতীয় পর্যায়ে যে আগমণ করে, সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানি করল।

Reward এর পক্ষ থেকে সবাইকে জানাই জুম্মা মোবারক❤️

17/03/2024

😒

Photos from Reward's post 16/03/2024

Reward এর আরামদায়ক এবং প্রিমিয়াম পাঞ্জাবিতে সাজিয়ে তুলুন নিজেকে😍

৫০% ডিসকাউন্টে সকল পঞ্জাবি মাএ ৯৯০ টাকা❤️
PROCESS:
• Inbox Us or call us:☎️ 01313-969922 ☎️01888-060608
🕐 #ডেলিভারি সময়ঃ-
ঢাকার মধ্যে -১/২দিন।
ঢাকার বাহিরে-৩/৪দিন।
✅ অর্ডার কনফার্ম করতে দিনঃ-
- পাঞ্জাবীর #ছবিঃ
- পাঞ্জাবীর #সাইজঃ
- ঠিকানাঃ
- #মোবাইল নাম্বারঃ
দিয়ে ইনবক্সে মেসেজ দিন, অথবা কল করুনঃ-
☎️01888-060608 ☎️01888-060609

15/03/2024

জুমার গুরুত্ব আল্লাহ তায়ালার কাছে এত বেশি যে, কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। আল্লাহ তা’আলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে (মসজিদে) এগিয়ে যাও এবং বেচা-কেনা (দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর; যদি তোমরা জানতে। (সূরা জুমা- ০৯)

Reward এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র জুম্মা মোবারক ❤️

12/03/2024

রমজান মাস, যাতে কোরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াতস্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে সিয়াম পালন করে।
(সুরা বাকারা: ১৮৫)

Reward এর পক্ষ থেকে সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা ❤️

08/03/2024

পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়ালা বলেন, ‘হে মুমিনরা! জুমার দিন যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে এসো এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝ। এরপর নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ (জীবিকা) তালাশ করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফলকাম হও।’ (সূরা জুমা, (৬২), আয়াত, ৯-১০)

Reward এর পক্ষ থেকে সবাইকে জুম্মা মোবারাক❤️

01/03/2024

পেইজে একজন মেসেজ দিয়েছে।

"Apnader shorom nai?"

আমি থ হয়ে অনেক্ষন মেসেজের দিকে তাকিয়ে আছি। ম্যাসেজের রিপ্লাই না দিয়ে প্রথমে পেজ চেক করলাম উল্টাপাল্টা পোস্ট করেছি কি-না।

ততক্ষণে উনি আবার লিখলেন:

" Bhai shorom e eshe kinte chai"

অতঃপর বুঝলাম এটা আসলে শো-রুম🙂

01/03/2024

রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে আমরা শোক প্রকাশ করছি।
আল্লাহ্ যেনো সকলকে জান্নাতবাসী করেন এবং নিহতদের পরিবারকে ধৈর্য দান করেন।

01/03/2024

জুমার দিন হচ্ছে, সকল দিনের সর্দার। এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিন তাঁকে জান্নাতে দাখেল করা হয়েছে এবং এই দিনই তাঁকে জান্নাত থেকে বের করা হয়েছে। আর জুমার দিনই সংঘটিত হবে কিয়ামত। -
মুস্তাদরাকে হাকেম, হাদীস ১০২৬

Reward এর পক্ষ থেকে সবাইকে জুম্মা মোবারক❤️

Photos from Reward's post 29/02/2024

অফার এর মাস শেষ হয়ে যাচ্ছে আজকে তাই শেষ হওয়ার আগেই অর্ডার করে ফেলুন😍

Reward আপনাকে দিচ্ছে ৫০% ডিসকাউন্টে প্রমিয়াম সকল পঞ্জাবি❤️
PROCESS:
• Inbox Us or call us:☎️ 01313-969922 ☎️01888-060608
🕐 #ডেলিভারি সময়ঃ-
ঢাকার মধ্যে -১/২দিন।
ঢাকার বাহিরে-৩/৪দিন।
✅ অর্ডার কনফার্ম করতে দিনঃ-
- পাঞ্জাবীর #ছবিঃ
- পাঞ্জাবীর #সাইজঃ
- ঠিকানাঃ
- #মোবাইল নাম্বারঃ
দিয়ে ইনবক্সে মেসেজ দিন, অথবা কল করুনঃ-
☎️01888-060608 ☎️01888-060609

Photos from Reward's post 28/02/2024

রমজান মানেই আমলের এবং গুনাহ মাফের মাস।
এই মাসে আমরা ৫ ওয়াক্ত নামাজ পরবো ইনশাআল্লাহ 🤲
নামাজ পরার জন্য চাই আরামদায়ক পঞ্জাবি

আর তাই Reward আপনাকে দিচ্ছে ৫০% ডিসকাউন্টে আরামদায়ক সকল পঞ্জাবি❤️

শেষ হওয়ার আগেই অর্ডার করে ফেলুন✅
PROCESS:
• Inbox Us or call us:☎️ 01313-969922 ☎️01888-060608
🕐 #ডেলিভারি সময়ঃ-
ঢাকার মধ্যে -১/২দিন।
ঢাকার বাহিরে-৩/৪দিন।
✅ অর্ডার কনফার্ম করতে দিনঃ-
- পাঞ্জাবীর #ছবিঃ
- পাঞ্জাবীর #সাইজঃ
- ঠিকানাঃ
- #মোবাইল নাম্বারঃ
দিয়ে ইনবক্সে মেসেজ দিন, অথবা কল করুনঃ-
☎️01888-060608 ☎️01888-060609

Photos from Reward's post 26/02/2024

মাস আল্লাহ ভাই,, REWARD এর সেবাতে আপনি খুশি হওয়ায়, আমরা ও খুশি, আপনাদের খুশি আমাদের কাজের প্রতি ভালোবাসা বাড়ায়। দোয়া করি সুস্থ থাকুন সবসময়। # Reward

25/02/2024

মাঝখানে আমরা পড়ি বিপদে 😒

25/02/2024

নবীজি (সা.) বললেন, ‘এটা হলো অর্ধ শাবানের রাত। এ রাতে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমাপ্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহপ্রার্থীদের অনুগ্রহ করেন। আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন’

Reward এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিএ শবে বরাত মোবারক🤲

Photos from Reward's post 24/02/2024

রমজান যথার্থভাবে পালনের জন্য দুই মাস আগে থেকেই এর প্রস্তুতি শুরু হয়। রজব ও শাবান এই দুই মাস রমজানের প্রস্তুতির মাস। মহানবী (সা.)-এর জীবদ্দশায় রমজান যতই ঘনিয়ে আসত, তা নিয়ে আলোচনা ও আমলের মাত্রা ততই বেড়ে যেত এবং তিনি সাহাবিদের রমজানের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিতেন। শবে বরাত, অর্থাৎ মধ্য শাবান থেকে সাহাবিদের কাজকর্ম ও আমলে রমজানের পূর্ণ আমেজ এসে যেত। কাজেই শবে বরাত রমজানের আগমনী বার্তা হিসেবে আগমন করে।

শাবান মাসের ১৫ তারিখের রাত (১৪ তারিখ দিবাগত রাত) হলো পবিত্র শবে বরাত। ফারসি ভাষায় শব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি। শবে বরাত অর্থ মুক্তির রাত। এই রাতে মহান আল্লাহ মুক্তি ও মাগফিরাতের দুয়ার খুলে দেন। সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এটি নিঃসন্দেহে বরকতময় রাত। রাতটি শাবান মাসের মধ্যবর্তী হিসেবে হাদিসে এই রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান তথা অর্ধ শাবানের রাত বলা হয়েছে।
মুআজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন।’ (সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৫৬৬৫; আল-মুজামুল আওসাত, হাদিস: ৬৭৭৬; শুআবুল ইমান, হাদিস: ৩৮৩৩; মিশকাতুল মাসাবিহ, হাদিস: ১৩০৬) হাদিসটি হাদিসবিশারদ নির্ভরযোগ্য সব আলেমের গবেষণা মতেই ‘সহিহ’ তথা সর্বোচ্চ মাত্রায় সঠিকভাবে প্রমাণিত।
শবে বরাত রহমত ও মুক্তির এক মহিমান্বিত রাত। এই রাতে মহান আল্লাহ রহমতের দুয়ার খুলে দেন। পাপীদের উদারচিত্তে ক্ষমা করেন। আল্লাহর সঙ্গে অংশীদারি স্থাপনকারী ও অন্তরে বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। আলি ইবনে আবি তালিব (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যখন অর্ধ শাবানের রাত তোমাদের সামনে আসে, তখন তোমরা নামাজ আদায় করো এবং পরের দিনে রোজা রাখো। আল্লাহ তাআলা এ রাতে সূর্যাস্তের পর প্রথম আসমানে অবতরণ করেন। এরপর তিনি এই বলে ডাকতে থাকেন—তোমাদের মধ্যে আছে কি কোনো ক্ষমাপ্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করে দেব। তোমাদের মধ্যে আছে কি কোনো রিজিক অন্বেষণকারী? আমি তাকে রিজিক দান করব। তোমাদের মধ্যে আছে কি কোনো বিপদগ্রস্ত? আমি তার বিপদ দূর করে দেব। ফজর উদয় হওয়া পর্যন্ত এভাবেই চলতে থাকে।’ (সুনানে ইবনে মাজাহ: ১৩৮৮)

শবে বরাতের আরেকটি তাৎপর্য হলো, এই রাতে সৃষ্টিজগতের ভাগ্য বণ্টন করা হয়। মানুষের ভাগ্য নির্ধারিত, যা পৃথিবী সৃষ্টির ৫০ হাজার বছর আগেই নির্ধারণ করা হয়েছে। তবে এ রাতে এক বছরেরটি প্রকাশ করা হয়। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তুমি কি জানো, অর্ধ শাবানের রাতের কার্যক্রম কী?’ আয়েশা (রা.) বললেন, ‘না, হে আল্লাহর রাসুল।’ নবী (সা.) বললেন, ‘এ বছর যতজন সন্তান জন্মগ্রহণ করবে এবং মারা যাবে তা লিপিবদ্ধ করা হয়। এ রাতেই মানুষের আমল পৌঁছানো হয় এবং এ রাতেই তাদের রিজিক অবতীর্ণ হয়।’ (মিশকাত: ১৩০৫)

অন্য হাদিসে এসেছে, আতা ইবনে ইয়াসার (রহ.) থেকে বর্ণিত, শাবানের ১৫তম রাতে মৃতদের তালিকা (মৃত্যুর দায়িত্বে নিয়োজিত ফেরেশতার কাছে) দেওয়া হয়। এমনকি কোনো লোক সফরে বের হয়, অথচ তাকে জীবিতদের তালিকা থেকে মৃতদের তালিকায় স্থানান্তর করা হয়েছে। কেউ বিয়ে করে অথচ তাকে জীবিতদের তালিকা থেকে মৃতদের তালিকায় স্থানান্তর করা হয়েছে। (মুসান্নাফে আবদুর রাজ্জাক: ৭৯২৫)

শবে বরাতের আমল
এক. নফল ইবাদত: নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, তওবা, ইস্তিগফার ও ক্ষমাপ্রার্থনা ইত্যাদির মধ্য দিয়ে রাত কাটানো। শবে বরাতের সব আমলই নফল। আর নফল আমল নিজ নিজ ঘরে একাগ্রচিত্তে আদায় করাই উত্তম।

দুই. রোজা আদায় করা: আলি ইবনে আবি তালিব (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যখন অর্ধ শাবানের রাত তোমাদের সম্মুখে আসে, তখন তোমরা তাতে কিয়াম তথা নামাজ আদায় করো এবং পরবর্তী দিনটিতে রোজা রাখো।’ (ইবনে মাজাহ: ১৩৮৮)

তিন. মৃতদের জন্য মাগফিরাত করা: আয়েশা (রা.) থেকে বর্ণিত, আমি এক রাতে রাসুলুল্লাহ (সা.)-কে কাছে না পেয়ে খোঁজ করতে বের হলাম। হঠাৎ দেখলাম, তিনি বাকি কবরস্থানে আছেন। তিনি বললেন, ‘(হে আয়েশা) তোমার কি এ আশঙ্কা হয় যে আল্লাহ ও তাঁর রাসুল তোমার ওপর জুলুম করতে পারেন?’ আমি বললাম, ‘হে আল্লাহর রাসুল, আমার ধারণা হলো, আপনি অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন।’ তিনি বললেন, ‘নিশ্চয় আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে দুনিয়ার আকাশে আসেন এবং কালব গোত্রের ছাগল-ভেড়ার পশমের চেয়েও অধিকসংখ্যক লোককে ক্ষমা করে দেন।’ (তিরমিজি: ৭৩৯; ইবনে মাজাহ: ১৩৮৯) শবেবরাত উপলক্ষে REWARD আপনাদের জন্য রাখছে সকল পণ্যতে ৫০% ডিস্কাউন্ট, ও সেই সাথে ১৫ টাকা ডেলিভারি চার্জ , দেরি না করে আজই অর্ডার করুন
✅ অর্ডার কনফার্ম করতে দিনঃ-
- কটির #ছবিঃ
- কটির #সাইজঃ
- ঠিকানাঃ
- #মোবাইল নাম্বারঃ
দিয়ে ইনবক্সে মেসেজ দিন, অথবা কল করুনঃ-
☎️01888-060608 ☎️01888-060609

23/02/2024

সূরা ফাতিহায় এতই বরকত যে।
তা নাজিল হওয়ার সময়
শয়তানো কেঁদে-ছিলো।
"জুম্মা মোবারক" সবাই কে

Want your business to be the top-listed Shop in Matuail?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

😒
❄️ শীতের ঠান্ডায় কাঁপুনি? এই ভারতীয় সাটিনের কটিতে আরাম আর স্টাইল, দুটোই একসাথে  (অর্ধেক দামে!)❄️ শীত কি আপনাকে কাঁপিয়ে...
Best Koti Collection এখন Reward এ 👌
Best Koti Collection এখন Reward এ 👌
Best Koti Collection এখন Reward এ 👌
Best Koti Collection এখন Reward এ 👌
Best Koti Collection এখন Reward এ 👌
Best Koti Collection এখন Reward এ 👌

Telephone

Address


4/29, Motin Villa, Muslim Nagor, Matuail Medical Jatrabari, Dhaka
Matuail
1362

Other Shopping & Retail in Matuail (show all)
S&G Fashion S&G Fashion
Matuail, 1361

In Bangladesh’s fast-growing retail & e-commerce industry filled with replicated,low-quality produ

Unique Collection - by Asif Unique Collection - by Asif
Asiatic Shopping Mall, Demra
Matuail, ASIF

আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার এই পেজ খুলা। আপনাদের পছন্দ মতো জামা নিতে পারবেন আমার থেকে।

নারজেল-Narjel নারজেল-Narjel
Matuail

বিশুদ্ধ পন্যের বিশ্বস্ত সঙ্গী।

Glassy & Classy Purchase UK Glassy & Classy Purchase UK
Matuail, Jatrabai
Matuail, 1362

Cosmetics, Skin Care, Chocolates

Trinkets by Nahar Trinkets by Nahar
Matuail, 1362

jewellery handmade

Offer Mama Offer Mama
Matuail

আমরা বিশ্বাস করি, লাভ কম সেল বেশি এটাই ?

AZfamilyshop AZfamilyshop
Matuail

Nice world brand international Nice world brand international
House No/32, Road-3, Muslim Nagar, South Matuail, Demra
Matuail, 1362

Nice world brand international provides best quality cloth in Bangladesh

Yo-Lo FnF Yo-Lo FnF
Infront Of Shamsul Hoque Khan School 3rd Gate. Demra. Dhaka
Matuail

Fragrance Buy BD Fragrance Buy BD
Matuail

All about decants, partials and new perfume deals in Bangladesh. You will discover new aromas.

2buy 2buy
Rayerbag
Matuail, 1362

Exported and Garments products only. Quality checked product collected directly from EPZ. All kinds of Apparel Stock, Kid's Wear, Men's Wear, Women's Wear and Leather Goods are ava...

Bigmart Bigmart
Muzahidnagar, Kadomtoli
Matuail, 1236

সততাই ব্যবসার মূল হাতিয়ার।