Job Preparation 24
Nearby schools & colleges
Dhaka
10 Goalchakkar
Dhaka 1216
Mirpur-11 & Mirpur-6 (Girls)
1216
Fallpotty
Mirpur/01 Bus Stop
Dhaka 1216
House No. 05, Road
Dhaka-1216
Military Institute of Science & Technology Mirpur Cantonment
1216
1216
1216
অংকের ভয়, করব জয় 💪
অংক শেখো স্বপ্ন দেখো।
Class Six ( Mathemaics)
Chapter 03
Class Six (Mathematics)
Chapter 01
Class Nine .
Mathematics (chapter 1)
Bangla version
Exponent and Logarithm
Class Nine ( Mathematics)
Exponent and logarithmic part solution
বাণিজ্য মন্ত্রণালয়
এর অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান
গণিত অংশ
১. x – y = 2p এবং px + qy = p2 + q2 হলে (x, y) = কত?
উত্তর : (p + q, q – p)
২. সোমা ও অলকের বর্তমান বয়স ৩৫ এবং ২৫ বছর । ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?
উত্তর : ৫ : ৩।
৩. X অক্ষরেখা থেকে (৫, ৬) বিন্দুটি কত একক দূরে অবস্থিত?
উত্তর : ৬।
৪. ২টি সংখ্যার যোগফল ৭৫ এবং একটি অপরটির ৪ গুণ সংখ্যাটি কত?
উত্তর : ৬০ ।
৫. কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল ১৪ এবং বিয়োগফল ৮ হলে ভগ্নাংশটি নিচের কোনটি?
উত্তর : ৩/১১।
৬. নিচের কোনটি সরলরেখার সমীকরণ নির্দেশ করে?
উত্তর : x + 2y + 5 = 0 ।
৭. কোন শহরের বর্তমান জনসংখ্যা ১০ লক্ষ। এ শহরের জনসংখ্যার বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ জন । ৩ বছর পরে জনসংখ্যা কত হবে?
উত্তর : ১০,৯২,৭২৭ জন ।
৮. মিজান ৮% মুনাফায় ১০,০০০ টাকা ঋণ নিয়ে x বছর পর ১২,৪০০ পরিশোধ করেন। x এর মান কত?
উত্তর : ৩ বছর ।
৯. একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল ১০ একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। পার্কের বাইরে চারদিকে ২ মিটার প্রস্থের একটি রাস্তা আছে। পার্কের পরিসীমার সমান ক্ষেত্রফলবিশিষ্ট একটি বর্গাকার পুকুরের গভীরতা ২ মিটার হলে পুকুরের পানি পরিমাণ কত?
ক) ১৮৫৮২০০
খ) ১৮৫৮২৪০
গ) ১৭৫৮২৪০
ঘ) ২০৫৮০০
[Note : সঠিক উত্তর হবে ১৮৫৮৩১২।
১০. একটি কলম ৩০ টাকায় ক্রয় করে ২০% ক্ষতিতে বিক্রয় করলে কলমটির বিক্রয়মূল্য কত?
উত্তর : ২৪
Factorization (Job Math Solution)
Subject : Mathematics
New Curriculum 2024
Dhakhil Exam Routine -2024
দাখিল পরীক্ষার রুটিন -২০২৪
SSC exam routine - 2024
এসএসসি পরীক্ষার রুটিন -২০২৪
জীবনের কতগুলো বসন্ত পার হয়ে গেছে, ম্লান হয়ে গেছে কতশত কাক ডাকা ভোর। আবছা স্মৃতির মতো, জীবন আস্তে আস্তে আচ্ছন্ন হয় ধূসরতায়। সময়ের সরল সংখ্যা কমে আসছে ধীরে ধীরে। সব পাখি নীরে ফেরে। সব নদী ফিরে যায় মোহনায় তবু কিছু মানুষ, ভ্রান্তির মায়াজাল ভেদ করে, ফিরে আসতে চায় না মোহ আর মায়ার বাঁধন ছিন্ন করে তারা ছুটতে পারে না আদিগন্ত অনন্তের পথে,,,,
তবু ফিরতে হবে। বেলা ফুরাবার আগে, ঠিক ঠিক চিনে নিতে হবে পথ। সন্ধার ঘনঘোর আঁধারের অতলতায় ডুবে যাওয়ার আগে, জীবন তরিটিকে ভেড়াতে হবে কূলে রাতেরও শেষ আছে। ক্লান্তিরও আছে অবসান। জীবনের জড়তার জোয়ার ছেড়ে, নতুন করে একবার, শুধু একবার জ্বলে উঠতে হবে। নিজেকে আরেকবার ঝালিয়ে নিতে আজ তবে ডুব দেওয়া যাক.........
#বেলাফুরাবারআগে
আরিফ আজাদ
SSC Dhaka Board
Math Question -2023
Follow more page for solution
Creative Math Academy -Tuhin Sir
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Address
Mirpur
377 Monipur
Mirpur, 1216
This is an official page of Kingshuk Participatory School and College
West Shewrapara
Mirpur, 1216
A good teacher will guide you in the right direction ✨
Eastern Housing
Mirpur, 1216
দ্বীনি শিক্ষার সাথে আধুনিক শিক্ষার স?
Mirpur, 1206
coding is very easy Just need to practice every day.Don't learn code like its a habit of your daily
Pallabi Extension
Mirpur, 1216
Works at Prothom Alo Writer at Bigganchinta Writer at Kishore Alo Instructor at ReadOn
10 Mirpur
Mirpur, 1216
To collect a part of Rich Bangla Song, we got a try. If we have inspiration for all, we hope could k
Senpara Parvata
Mirpur, 1216
Learn Data Skills for Future!! Data Science Era is an online educational platform that provides liv
Milkvita
Mirpur, 1216
I'm Ashraful Islam Rifath. It's my Official Fb Page. I'm a teacher of "The Learning Curve"
Dhaka
Mirpur, 1310
Quran Hadith App is most advanced app for Quran, Hadith and Islamic Informations. Quran Hadith app h