Abdullah Al Muhith

English শিখার জন্য প্রয়োজন
১.নিজের ইচ্ছা
২.সহজ কৌশল

18/02/2024

এই বইটি যিনি লিখেছেন উনাকে আমার শিক্ষক হিসাবে এক বছর পেয়েছিলাম উচ্চ মাধ্যমিকে।উনি শুধু ইংলিশ নিয়েই অভিজ্ঞ এমন না,বহুমাত্রিক প্রতিভার অধিকারী।বইটি এখনো দেখিনি তবে বইটি নিয়ে কয়েকটি কথা বলতে পারি,

১.এই বইটি পড়লে ইংলিশ এর 'ময়নাতদন্ত' কীভাবে করতে হয় তা শিখে যাবেন।
২.যেকোনো পরীক্ষার জন্য ইংলিশ কীভাবে শিখবেন তা নিজেই বুঝতে পারবেন।
৩.এই বইয়ের টেকনিক বা পদ্ধতিগুলো যদি আয়ত্ত্ব করতে পারেন, ইন শা আল্লাহ অন্য সাবজেক্ট এ এই টেকনিকগুলো প্রয়োগ করতে পারবেন।

Live MCQ

টিমকে ধন্যবাদ,স্যারকে মূল্যায়ন করতে পারায়,বইটি প্রকাশ করায়।

23/01/2024

যারা এই যুক্তি দেন যে, নামায রোযা নাই,আর বয়কট বলে কেন এত লাফালাফি, তাদের শয়তান ধরে নি।তারা নিজেরাই শয়তান এর এজেন্ট।

১. প্রথমত ঈমান কী তারা আদৌ বুঝেন নি।আর নিজেদের মুসলিম বলে দাবি করলেও তারা নিজের নফসের দাস।নিজের মন মতই ইসলাম এর ব্যাখা দিয়ে থাকেন।

২. একজন মুসলিম এজন্য বয়কট করে না যে,তার বয়কট এর দ্বারা বয়কটকৃত প্রতিষ্ঠান এর ওপর বিরাট বিপর্যয় নেমে আসবে।বয়কট এর মূল উদ্দেশ্য, তার ঈমানী ভালোবাসা। বয়কট দ্বারা কোন বাহ্যিক ফলাফল পাওনা না গেলেও ঈমানী ভালোবাসা থেকে হলেও বয়কট করতে হবে।

৩.পূন্যের জন্য একটা শর্ত নয় যে পাপ সম্পূর্ণ ছেড়ে দিতে হবে।আর সব মানুষই কম বেশী পাপ করে থাকে।যদি যুক্তি দেয়া হয় যে নামায নাই রোযা নাই তাহলে বয়কটে আগ্রহ কেন?তাহলে এর অর্থ দাঁড়ায় তুমি যেহেতু পাপ করো তাহলে কোনো পূন্য তুমি করতে পারবে না।এটা শয়তান এর অন্যতম একটা চাল।বরং ইসলাম এর শিক্ষা হচ্ছে ছোট থেকে ছোট নেক আমল হলেও গুরুত্ব দিতে হবে।আল্লাহ যদি চায় তাহলে এই ছোট আমলের বিনিময়ে হেদায়েত দিতে পারেন।

৪.বয়কট এর জন্য সাধ্যমত চেষ্টা করতে হবে।পরিপূর্ণ বয়কট সম্ভব না হলেও সাধ্যমত বয়কট চালিয়ে যেতে হবে।সামান্যতম বয়কট,এক মিনিটা বা মাত্র একবার এর জন্য বয়কট করা আল্লাহর কাছে মুক্তি পাওয়ার মাধ্যম হতে পারে।আমরা হাদিসে দেখতে পাই,মুর্তির উদ্দেশ্যে একটা মাছি উৎসর্গ করে এক ব্যক্তি জাহান্নামে যায়।অন্যদিকে একটা মাত্র মাছি উৎসর্গ করতে রাজি না হওয়ায় তাকে হত্যা করা হয়,আর আল্লাহ তাকে জান্নাত দান করেন।এজন্য ইস/রাঈল বয়কট করে কী হবে,আপনি তো আমেরিকার ভিসার জন্য এপ্লাই করেছেন,এসব যুক্তি মাথা মোটা, দ্বীনের ব্যাপারে অজ্ঞ জাহেলদের যুক্তি,যারা নিজেদের জ্ঞানী ভেবে তৃপ্তি পান।

৫.এই পোস্টের উদ্দেশ্য এটা নয় যে,আপনি যা পাপ করছেন তা অনায়াসে চালিয়ে যাবেন।বরং পাপ থেকে ফিরে আসতে হবে,এটা শুধু বয়কট আন্দোলন এর জন্য না।এটা সব সময়ের জন্য।তাই পাপ করলে পূণ্য অর্জন থেকে বিরত থাকবেন,এটা কোনো কথা নয়।

৬. বর্তমানে বয়কট প্রভাব আপনাদের চোখের সামনে।গা।।।। জা।।।।।য় হা।।।ম।।লা হবার পরে ইস্র।।।ইলি পন্য বয়কট এর প্রভাব আপনারা দেখতে পেয়েছেন।প্রতিটি কোম্পানির ওপর ব্যপক প্রভাব পরেছে।

৭.আলেমর আর ইসলামি ব্যক্তিত্বদের কার্যক্রম যদি আপনার কাছে সব সময় অযৌক্তিক মনে হয়,তাহলে বুঝে নিয়েন আপনার দিল শয়তান পুরাটাই ঘায়েল করে নিয়েছে।

আল্লাহ সবাইকে আমল করর তৌফিক দিন।আর মাথা মোটা জ্ঞানীদের হেদায়েত দান করুক।

15/01/2024

মনোবিজ্ঞান বলে, একটা বিষয়ের সাথে যত বেশী সংযোগ স্থাপন করা যায়,সেটি আমাদের তত বেশী মনে থাকে।এখানে শিক্ষক এই কাজটিই করছেন।

মনে করুন ক্বুরআনের একটি আয়াত মুখস্থ করবেন।তাহলে
১.আয়াতটির তেলাওয়াত শুনতে পারেন
২.আয়াতটির প্রতিটি শব্দের অর্থ দেখে নিতে পারেন।
৩.বিশুদ্ধ দুই একটি তাফসীর গ্রন্থ দেখতে পারেন।
৪.কয়েকবার তেলাওয়াত করে কাউকে শুনাতে পারেন।
৫.এই আয়াত থেকে যা শিখলেন তা একটা খাতায়/নোটবুকে লেখে ফেলতে পারেন।

এভাবে কোনো আয়াত মুখস্থ করলে ইন শা আল্লাহ, এটা গভীরভাবে আপনার মনে বসে যাবে।

08/01/2024

ভিডিও পাবেন রাত ১১.৩০ এ
।মাত্র ৩০ দিন এভাবে একটা করে বাক্য অর্থসহ বুঝে পড়ুন।তারপর দেখুন ইংলিশ এর উন্নতি না হয়ে কোথায় যায়!

18/12/2023

🤣🤣🤣

05/10/2023
09/09/2023

জাতীয় স্মৃতি সৌধ, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে জাতির শ্রদ্ধা নিবেদনের চিরন্তন প্রতীক। ১৬ ডিসেম্বর ১৯৭২ বিজয় দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ১৯৭৯ সালে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৮২ সালে বিজয় দিবসের অল্প পূর্বে সমাপ্ত হয়। এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের দশটি গণকবর রয়েছে। বিদেশী রাষ্ট্রনায়কগণ সরকারীভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন – রাষ্ট্রাচারের অন্তর্ভুক্ত।
স্মৃতিসৌধে সাতটি স্তম্ভ কেন?
স্মৃতিসৌধ সাত জোড়া ত্রিভুজ নিয়ে গঠিত। জাতীয় স্মৃতিসৌধের সাত জোড়া দেয়াল স্বাধীনতা আন্দোলনর সাতটি ভিন্ন পর্যায় নির্দেশ করে। পর্যায়গুলো হলো :
১) ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
২) ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন।
৩) ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন।
৪) ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন।
৫) ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন।
৬) ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, এবং
৭) ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ।
এই সাতটি আন্দোলনকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করেই সৌধটি নির্মাণ করা হয়েছে।

13/08/2023

বাঙ্গালীরা ইংলিশ শিখতে যেসব ভুল করে!

১.পরীক্ষা দিবে HSC ভিডিও দেখে IELTS ইংলিশ এর।
২.পরীক্ষা দিবে IELTS এর ভিডিও দেখে সময় নষ্ট করে গ্রামার এর।
৩.এডমিশন টেস্ট এর সময় কোন শব্দের উচ্চারণ কেমন এটা নিয়ে টাইম নষ্ট করা।

কোন পরীক্ষা দিবেন,সিলেবাস কী,কী পড়তে হবে এটা আগে ভালো ভাবে জেনে নিন।না হয় সারাদিন ইংলিশ পড়েও নিজের পরীক্ষায় কোনো লাভ হবে না।

Photos from Abdullah Al Muhith's post 08/06/2023

HSC ২০২৩ এর রুটিন।সবার জন্য শুভকামনা। যেকোনো পরামর্শ প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো।

Photos from Abdullah Al Muhith's post 12/02/2023

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি।

Photos from Abdullah Al Muhith's post 10/02/2023

#এমবিবিএস কোর্সে(২০২২-২০২৩ সেশন) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ।

01/02/2023

এটা না পারলে তোমার ইংলিশ এর অবস্থা অনেক খারাপ।

31/01/2023

যারা বই পড়তে পছন্দ করেন, এই সুযোগটি কাজে লাগাতে পারেন।

11/01/2023

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ২ দিন আগে এই বই পড়ছিলাম।ব্যস,মাথা একদম রিলাক্স হয়ে যায়।

ভর্তি পরীক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ একটা কৌশল হচ্ছে মাথা ঠান্ডা রাখা।যদি প্যানিক হয়ে যাও সব শেষ।

এই বইটা সবাই পড়তে পারেন,জীবনের অনেক দুশ্চিন্তা ও সমস্যা দূর হয়ে যাবে আশা করি।

04/01/2023

১.কিছু দিনের মধ্যেই দেখবা জীবনটা কেমন জানি বদলে গেছে।এখন থেকে তোমাকে জীবনের দায়িত্ব নেয়া শিখতে হবে।

২.তোমার প্রতিভা ও পছন্দের কাজগুলো চিহ্নিত করো।খোজে বের করো।সেই অনুযায়ী ক্যারিয়ার নির্বাচন করো।

৩.যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তারা সময়টা হেলা ফেলায় নষ্ট করো না।এই কয়দিনের পরিশ্রম তোমার জীবনে অনেক বড় অর্জনের কারন হতে পারে।

৪.স্রষ্টার সাথে নিজের সম্পর্ক দৃঢ় করো।এটা তোমাকে সাহায্য করবে, পথ দেখাবে।

৫.এখন থেকেই তোমার জীবন যেকোনো একদিকে মোড় নেবে।তাই এখন থেকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নাও।

Photos from Abdullah Al Muhith's post 01/01/2023

HSC English for today Vocabulary
unit 1-4

বাকি পার্টগুলো লাগলে কমেন্টে জানিয়ে দিয়ো।

Photos from Abdullah Al Muhith's post 31/08/2022

Tense এর সবগুলা পার্ট লাগবে নাকি?

Photos from Abdullah Al Muhith's post 30/08/2022

ইংলিশের ভয়
করতে হলে জয়
vocabulary র বিকল্প কিছু নয়।

26/08/2022

1)No phone Zone: সকালে ঘুম থেকে উঠে ৩ ঘন্টা আর বিকেলে ৩ ঘন্টা মোবাইল থেকে দূরে থাকা।

2)Urgent Work: বেশি ইমারজেন্সি কাজ হলে অফ লাইনে কল দিবে তার জন্য আপনার অন লাইনে ডাটা অন রাখতে হবে না।

3)ঘুমাতে যাওয়ার ৩০ মিনিট আগে মোবাইল থেকে দূরে থাকা।

4)অন্তত সকালে পত্রিকা পড়া আর রাতে বই পড়ার অভ্যাসটা আপনাকে মোবাইল ফোন আসক্ত থেকে বের করে নিয়ে আসবে

5) বিনা কারণে phone unlock থেকে দূরে থাকা।

6) Time tracking apps use করা। সম্ভব হলে একটা হাত ঘড়ি ইউজ করা যাতে বার বার মোবাইল সময় দেখতে না হয়!

7) পড়ার সময়,খাওয়ার সময়,স্কুল -কলেজে যাওয়ার সময় data off রাখা।

8)পড়ার সময় social media
তে কোন picture upload না করা।

9)সব গেম uninstall করা।

10)Notification sound বন্ধ করে দিতে হবে। সম্ভব হলে ৮-১০ ফুট দূরত্বে মোবাইলটা রেখে আসা।

11) নিজের ভিতর পজিটিভ মাইন্ড সেট আপ করা যা সাইকোলজি ভাষায় অনন্য কাজ। আগে নিজের ভিতরে পজিটিভিটি তৈরী করুন।

12) প্রতিদিন টার্গেট নিয়ে পড়ালেখা করা যা আপনাকে সকল অপ্রয়োজনীয় কাজ থেকে দূরে রাখবে যা অটোমেটিক আপনাকে মোবাইল ইউজের পরিমানটা কমিয়ে দিবে।

13) গাড়ির জ্যামে মোবাইলে ব্যবহারের পরিবর্তে বই পড়ুন অথবা দিনের কতটুক সময় মোবাইল ইউজ করবেন সেটা ফিক্সড করা এতে মোবাইল ইউজের পরিমাণটা ক্রমাগত হ্রাস পাবে। সম্ভব হলে বই পড়ার অভ্যাস করুন।

#মুক্তি

মোহাম্মদ জুনাইদ

24/08/2022

মোটামোটি পাওয়া কমন প্রশ্নের সহজ সমাধান। কিছু সাইটস যেগুলো আপনার পড়াশুনা এবং ক্যারিয়ারে কাজে দিবে।

1️⃣ 𝗧𝗼𝗽 𝟭𝟬 𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲𝘀 𝗳𝗼𝗿 𝘆𝗼𝘂𝗿 𝗰𝗮𝗿𝗲𝗲𝗿 💼

1. Linkedin
2. Indeed
3. Naukri
4. Monster
5. JobBait
6. Careercloud
7. Dice
8. CareerBuilder
9. Jibberjobber
10. Glassdoor

2️⃣ 𝗧𝗼𝗽 𝟭𝟬 𝘁𝗲𝗰𝗵 𝘀𝗸𝗶𝗹𝗹𝘀 𝗶𝗻 𝗱𝗲𝗺𝗮𝗻𝗱 💡

1. Machine Learning
2. Mobile Development
3. SEO/SEM Marketing
4. Data Visualization
5. Data Engineering
6. UI/UX Design
7. Cyber-security
8. Cloud Computing/AWS
9. Blockchain
10. IOT

3️⃣ 𝟭𝟭 𝘀𝗶𝘁𝗲𝘀 𝗳𝗼𝗿 𝗳𝗿𝗲𝗲 𝗢𝗻𝗹𝗶𝗻𝗲 𝗘𝗱𝘂𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 📖

1. Coursera
2. edX
3. Khan Academy
4. Udemy
5. iTunesU Free Courses
6. MIT OpenCourseWare
7. Stanford Online
8. Codecademy
9. ict iitr
10 ict iitk
11 NPTEL

4️⃣ 𝟭𝟬 𝘀𝗶𝘁𝗲𝘀 𝘁𝗼 𝗹𝗲𝗮𝗿𝗻 𝗠𝗶𝗰𝗿𝗼𝘀𝗼𝗳𝘁 𝗘𝘅𝗰𝗲𝗹 𝗳𝗼𝗿 𝗳𝗿𝗲𝗲 📊

1. Microsoft Excel Help Center
2. Excel Exposure
3. Chandoo
4. Excel Central
5. Contextures
6. Excel Hero b.
7. Mr. Excel
8. Improve Your Excel
9. Excel Easy
10. Excel Jet

5️⃣ 𝟭𝟬 𝘀𝗶𝘁𝗲𝘀 𝘁𝗼 𝗿𝗲𝘃𝗶𝗲𝘄 𝘆𝗼𝘂𝗿 𝗥𝗲𝘀𝘂𝗺𝗲 𝗳𝗼𝗿 𝗳𝗿𝗲𝗲 📃

1. Zety Resume Builder
2. Resumonk
3. Resume dot com
4. VisualCV
5. Cvmaker
6. ResumUP
7. Resume Genius
8. Resumebuilder
9. Resume Baking
10. Enhancy

6️⃣ 𝟭𝟬 𝘀𝗶𝘁𝗲𝘀 𝗳𝗼𝗿 𝗶𝗻𝘁𝗲𝗿𝘃𝗶𝗲𝘄 𝗽𝗿𝗲𝗽𝗮𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 🗃️

1. Ambitionbox
2. AceThelnterview
3. Geeksforgeeks
4. Leetcode
5. Gain
6. Careercup
7. Codercareer
8. interview
9. InterviewBest
10. Indiabix

29/06/2022

meet.google.com/izm-mrcs-aqt
লিংকে জয়েন করবেন সবাই ঠিক ৯ টায়

Meet Real-time meetings by Google. Using your browser, share your video, desktop, and presentations with teammates and customers.

27/06/2022
18/06/2022

আমরা সিলেটে আছি,সিলেটে বিদ্যুৎ ও নেটওয়ার্ক নাই।তাই ক্লাস টি নিতে পারছি না।আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।

17/06/2022
Want your school to be the top-listed School/college in Mirpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

মনোবিজ্ঞান বলে, একটা বিষয়ের সাথে যত বেশী সংযোগ স্থাপন করা যায়,সেটি আমাদের তত বেশী মনে থাকে।এখানে শিক্ষক এই কাজটিই করছেন।...
🤣🤣🤣
ইংরেজি পত্রিকা কেন পড়বেন, কীভাবে পড়বেন
see commnet

Category

Telephone

Website

Address

Mirpur

Other Education in Mirpur (show all)
Children Ministry Program Children Ministry Program
149, Shah Ali Bagh, Mirpur/1
Mirpur, 1216

Dhaka SDA Church Children Ministry Children Sabbath School Programs.

Ques HUB Ques HUB
Mirpur, 1216

QuesHUB is an online Educational Platform in Bangladesh developed by QuesHUB LLC.

Active Academic Care Active Academic Care
Mirpur

An Efficient Educational Institution

Mirpur Cantonment Public Quiz Club - MCPQC Mirpur Cantonment Public Quiz Club - MCPQC
Mirpur Cantonment Public School &College , Mirpur Cantonment/Dhaka
Mirpur, 1216

Official Page of MCPQC (MIRPUR CANTONMENT PUBLIC QUIZ CLUB)

OGSB Institute of Nursing Science OGSB Institute of Nursing Science
Mirpur

OGSB Institute of Nursing Science, Mirpur-13, Dhaka-1216

Adventure Education & Immigration Consultant Adventure Education & Immigration Consultant
Bilal Uddin Mention Plot No-16 Road No-01 Level/5 Senpara Parbata Mirpur Circle/10
Mirpur, DHAKA1216

Adventure Education & Immigration Consultant is one of the leading Educational Service Providers of the country . We also provide Overseas Education and Immigration Consulting Serv...

IDEAL College IDEAL College
65central Road Dhanmondi, Dhaka
Mirpur, 27445

mrparvez470gmail mrparvez470gmail
Mirpur

Noakhailla

Data Science Era Data Science Era
Senpara Parvata
Mirpur, 1216

Learn Data Skills for Future!! Data Science Era is an online educational platform that provides liv

Eshikhi-ইশিখি.কম Eshikhi-ইশিখি.কম
156, Senpara Parbata
Mirpur, 1216

e-Shikhi is an online learning platform in Bangladesh.e-Shikhi offers various courses such like acad

Skillsupbd Skillsupbd
Solimuddin Market
Mirpur, 1216

Teacher | Author | Entrepreneur I talk about project management, skills & happiness.