IDEAL College
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from IDEAL College, Education, 65central Road Dhanmondi, Dhaka, Mirpur.
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি
Ideal College Honor's 3rd year Incorse Exam routine.....
IDEAL COLLEGE Campus 🌹🌹
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে যারা আইডিয়াল কলেজে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য কিছু তথ্য ও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরঃ
ঢাকা শহরের প্রাণকেন্দ্র ধানমন্ডি এলাকার সেন্ট্রাল রোডে ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় "আইডিয়াল কলেজ, ধানমন্ডি"
▪️কলেজের নিয়ম-কানুন নাকী খুব কড়া..?
- জি না ভাই..!!
বাকী সব কলেজে যেরকম নিয়মকানুন দেখতে পাবা এখানেও তার ব্যাতিক্রম কিছু নেই 🤓
সাধারণ কিছু নিয়মকানুনঃ
১. নিয়মিত ক্লাস করা.
২. কলেজের স্যার ম্যাম দের সাথে ভালো ব্যাবহার করা
৩. মাথার চুল পরিপাটি রাখা.
৪. কলেজের নির্ধারিত পোশাক পরিধান করা.
৫. সময় মতো কলেজে ও ক্লাসে প্রবেশ করা.
৬. কোন প্রকার মারামারি বা গ্যাঞ্জামে লিপ্ত না হওয়া.
৭. কোন প্রকার ধুমপান বা মাদকদ্রব্য বহন না করা.
৮. আনুসাঙ্গিক বাকী নিয়ম সমূহ
আমাদের কলেজর Rules মূলত এগুলোই 🖤
কিন্তু কিছুদিন ধরে দেখতেছি অনেকেই বলতেছে "কলেজের নিয়ম অনেক কড়া বা ফালতু কলেজ"
যারা এই ধরনের কথা বলতেছে তারা সম্ভবত স্কুলের নিয়ম কানুন বা সাধারণ নিয়ম কানুন মানতে কখনোই অভ্যস্ত ছিলো নাহ 🌚
তাদের উদ্দেশ্যে বলিঃ “ভাই তোমরা যে সাধারণ নিয়মগুলা কে অনেক বড় করে সবার সমনে তুলে ধরতেছো সেটা একটু হলেও কলেজকে অন্যের চোখে খারাপ বানাইতেছে...যা একজন স্টুডেন্টের কাছ থেকে কখনোই কাম্য নয় ❤
▪️ কলেজের পোশাক কেমন?
ছেলেদের জন্যঃ
- শার্টঃ ( হাল্কা আকাশী রং এর )
ফুল বা হাফ দুইটাই পরতে পারবা.
- প্যান্টঃ (কালো রং এর)
- জুতাঃ (কালো রং এর সুজ)
বিঃদ্রঃ চাইলে শার্ট ইন করতে পারো আবার চাইলে নাও করতে পারো.. তবে নিজেকে পরিপাটি দেখানোর জন্য
শার্ট ইন করে চলার সাজেশন দিবো 🖤
মেয়েদের জন্যঃ
- জামাঃ (সাদা রং এর)
- পাজামাঃ সাদা
- ওরনাঃ হালকা আকাশী রংয়ের (বুকের উপর ফিল্ডিং করা)
- জুতাঃ সাদা+গাঢ় নীল (অন্য পোশাকের সাথেও বেশ মানান সই)
▪️ কলেজে পড়াশোনা কেমন হয়?
- বিগত বছরের তুলনায় এখনকার পড়াশোনার মান অনেক ভালো.. অভিজ্ঞ ও আন্তরিক স্যার-ম্যামরা অনেক ভালো ভাবে পড়ান..কিন্তু এইখানে একটা কথা না বললেই নয় 🙂
আমার দেখামতে অনেকই বলছে যেঃ “কলেজের লেখাপড়ার মান অনেক খারাপ.”
এখন আমার কথা হলোঃ ভাই স্যার-ম্যামরা অনেক ভালো ভাবেই পড়ান এখন তুমি যদি ক্লাসে মনোযোগ না দিয়ে পিছনের বেঞ্চে বসে আড্ডা দাও বা ঘুমাও অথবা, ক্লাস ফাকি দিয়ে টয়লেটে বসে থাকো + কলেজে নিয়মিত না আসো পরিশেষে রেজাল্ট এর সময় রেজাল্ট খারাপ করো তাহলে দোষ টা কার? কলেজের দোষ? স্যার-ম্যাম এর দোষ? নাকী তোমার নিজের দোষ? 🌚
▪️কলেজের মাসিক বেতনঃ সকল বিভাগের জন্য ২০০০ টাকা।
প্রায়ই পরীক্ষা নেওয়া হয় তিন মাস পর পরই হয়ে থাকে পরীক্ষার ফি 1500 থেকে 2000 টাকা হয়ে থাকে!
▪️ ভর্তি যোগ্যতাঃ
বিজ্ঞান বিভাগ Science - 4:50 (সিকিউর)
ব্যাবসা বিভাগ Commerce : 4.00 (সিকিউর)
মানবিক বিভাগ Arts - 3.50 (সিকিউর)
▪️কলেজের ভর্তি ফিঃ
সরকারি নির্দেশ অনুযায়ী প্রতিবছর একটা নির্ধারিত ফি নির্ধারণ করে দেয়া হয় কোন শিক্ষাপ্রতিষ্ঠান সাড়ে ৯০০০ টাকার উপরে ভর্তি ফি নিতে পারবে না।
প্রথম অবস্থায় আমাদের কাছ থেকে কলেজের ড্রেস সহ মোট ১২ হাজার টাকার কিছু কম নেওয়া হয়েছিল।
দ্বিতীয় বছর আবার ভর্তি হতে হয় সেখানে ১২০০০ টাকার কাছাকাছি ভর্তি ফি দিতে হয়।
▪️জরিমানা: আমাদের বছরের জরিমানা পদ্ধতিটি নানা কারণে বিতর্কিত হওয়ার কারণে বন্ধ ছিল তবে নতুন নিয়মে ৭৫ পার্সেন্ট এটেন্ডেন্স না থাকলে তোমাকে পরীক্ষা দিতে দেয়া হবে না ( বিষয়টি নিশ্চিত নয়)
▪️ অতিরিক্ত সুবিধাসমূহঃ
- ICD English Language club
- ICD Photography Club
- Sea Rover Scout
- Debating Club
- Caltural Club
- ICD Arts and Crafts club
- BNCC
- Library
- Chemistry & Biology Lab
- Psychics Lab
- Computer Lab
- Canteen
- প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা
- নামাজের স্থান
- আরো অন্যান্য সুবিধাদি.
▪️কলেজে দূরের ছাত্র-ছাত্রী দেন জন্য কী কোন হোস্টেল আছে?
- হ্যা..!! ছাত্র দের জন্য কলেজের ভিতরে হোস্টেল আছে 🙂 আর আর ছাত্রীদের জন্য কলেজ থেকে একটু দূরে হোস্টেল আছে।
তবে কেউ চাইলে কলেজ থেকে একটু দুরে ছাত্র-ছাত্রীরা অনেক ভালো ভালো হোস্টেল ও বাসা নিয়ে থাকতে পারবে (গ্রীনরোডের আশে পাশে অথবা জিগাতলায়)
▪️কলেজ থেকে যাতায়াতের কোন ব্যাবস্থা আছে?
- একসময় যাতায়াতের ব্যবস্থা ছিল বর্তমানে সেটি আর নেই।
▪️ কলেজের স্যার ম্যাম দের কাছে কী কোচিং বা প্রাইভেট পড়া বাধ্যতামূলক..?? জোর জবরদস্তি করা হয়?
- নাহ ভাই..!!
তুমি চাইলে কোচিং করতে পারবা না চাইলে করবা নাহ..তোমাকে জোর করে কোচিং করানো হবে নাহ
তবে হ্যা..!! কলেজের হোস্টেলে থাকলে প্রতিদিন কোচিং করা আবশ্যক এবং তার জন্য মাসিক ফিসও প্রদান করতে হবে 🌚
▪️ কলেজে কী মোবাইল ফোন নিয়ে যেতে পারবো?
- নাহ..!!
কলেজে Android বা টাচ স্কিনযুক্ত ফোন নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ.. তবে সাধারণ বাটন ফোন নিয়ে যেতে পারবা কিন্তু অবশ্যই মোবাইল Silent Mode এ রাখবা.
WARNING: পাকনামি করে Android ফোন নিয়ে গিয়ে ধরা খেলে সেই ফোনের আশা ত্যাগ করতে হবে.
(১ মিনিটের মধ্যে চোখের সামনেই তোমার ফোন ভেঙে ফেলবে) আর সম্পূর্ণ ক্যাম্পাস সিসিটিভির আওতাভুক্ত তাই চিপায় গিয়ে ফোন চালালেও কোন না কোন ক্যামেরায় ধরা খাবাই খাবা 🥴
▪️ সিনিয়ররা কী ফ্রেন্ডলি?
- হ্যা অবশ্যই..!!
তবে কিছু কিছু ছেলেপেলে আছে যারা একটু বখাটে ধরনের তাদের এড়িয়ে চলাই ভালো.
▪️ লুকিয়ে লুকিয়ে বিড়ি সিগারেট খেতে পারবো?
- কলেজ ক্যাম্পাসে ওইসব বহন করাও নিষেধ 🙂
একবার ধরা পড়লে একদম সাথে সাথেই Tc দিয়ে দিবে..কোন প্রকার সুপারিশ চলবে নাহ...মানে
তুমি ছেলে না মেয়ে সেটা দেখার সময় নাই দোষ করছো TC খাইছো শেষ.
▪️ কলেজে র্যাগিং করা হয় নাকি?
- না ভাইয়া..!! কলেজে কোন প্রকার র্যাগিং নেই.
কেননা এটি ক্যাম্পাসের নিয়ম পরিপন্থী কাজ.
🔴 নতুনদেন জন্য কিছু উপদেশঃ
১.মারামারি থেকে বিরত থাকবা কারন TC খাইলে কলেজ শেষ.
২.ক্যম্পাসে মোবাইল ফোন,মাদকদ্রব্য,বিড়ি সিগারেট বহন বা গ্রহন করা থেকে বিরত থাকবা.
৩. নিয়মিত ক্লাস করবা + স্যার ম্যাম দের রিস্পেক্ট করবা ❤
৪. মাথার চুল পরিপাটি রাখবা..চুলের স্টাইল দেখাইতে গিয়ে নিজের মাথার চুল এর বিশ্রি কাটিং দেখতে না চাইলে পরিপাটি চুল নিয়ে কলেজে যাওয়াই শ্রেয়.
৫. সিনিয়র ভাই-বোনদের সন্মান করবা
৬. সিনিয়র আপু থেকে সাবধান.. 🥴
প্রেমের ভালোবাসার নাম করে প্রাকটিক্যাল খাতা লিখে নিয়ে তোমাকে খেয়ে ছেড়ে দিবে (ইজি ম্যান ইজি)
৭. সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কলেজে গিয়ে প্রেম করার আশা ছেড়ে দাও.. ভালো ভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করো আর প্রেমের চক্করে পড়লে পড়ালেখার ১২ টা বাজবে ভাই... বিশেষ করে যারা বাইরে থেকে ঢাকায় গিয়ে পড়বা তারা সাবধান 🥶
৮. সময় মতো কলেজে ও ক্লাসে ঢুকবা.
৯. কলেজের ৮৫% ম্যাম কে দেখলেই ক্রাশ খাবা (৭০% স্টুডেন্ট ই খায়) Btw ঐ ফাদে পা দিও নাহ.. দিলে ক্লাসে মনোযোগ দিতে পারবা নাহ ভাই...So সাবধান
১০. ক্লাসে ঘুমানো থেকে বিরত থাকবা.. পিছনে থাকা সিসিটিভি দেখে প্রিন্সিপাল স্যারের নির্দেশে কলেজের দপ্তরিরা কখন তোমাকে প্রিন্সিপাল স্যারের রুম এ তুলে নিয়ে যাবে টেরও পাবা নাহ 😹
------------------------------------
যাই হোক নতুনদের জন্য অনেক শুভ কামনা রইলো.
ঢাকার মানসম্মত একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তোমাকে স্বাগতম 🖤
এছাড়াও যদি কলেজ সম্পর্কে আরো কিছু জানার থাকে তাহলে ইনবক্সে নক করে ডিটেইলস জেনে নিতে পারেন - ধন্যবাদ
মুজিববর্ষ শতবর্ষ উপলক্ষে আয়োজিত
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Mirpur
27445
149, Shah Ali Bagh, Mirpur/1
Mirpur, 1216
Dhaka SDA Church Children Ministry Children Sabbath School Programs.
Mirpur, 1216
QuesHUB is an online Educational Platform in Bangladesh developed by QuesHUB LLC.
Mirpur Cantonment Public School &College , Mirpur Cantonment/Dhaka
Mirpur, 1216
Official Page of MCPQC (MIRPUR CANTONMENT PUBLIC QUIZ CLUB)
Bilal Uddin Mention Plot No-16 Road No-01 Level/5 Senpara Parbata Mirpur Circle/10
Mirpur, DHAKA1216
Adventure Education & Immigration Consultant is one of the leading Educational Service Providers of the country . We also provide Overseas Education and Immigration Consulting Serv...
Senpara Parvata
Mirpur, 1216
Learn Data Skills for Future!! Data Science Era is an online educational platform that provides liv
156, Senpara Parbata
Mirpur, 1216
e-Shikhi is an online learning platform in Bangladesh.e-Shikhi offers various courses such like acad
Solimuddin Market
Mirpur, 1216
Teacher | Author | Entrepreneur I talk about project management, skills & happiness.