Smart এসি সার্ভিসিং
Nearby contractors
1216
1216
1216
6-d-8/13
North Kafrul, Dhaka
Pallabi
1216
1216
1216
Dohs
1216
North Bishil
You may also like
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Smart এসি সার্ভিসিং, Refrigeration service, Mirpur.
এসির বাইপাস লাইন জ্যাম কিংবা উচু হওয়ার কারনে পানি বের হতে না পারায় এভাবে ফোটা 💧ফোটা 💧 করে ভিতরের দিকে পড়ে।
এসি সার্ভিসিং আছে আপনাদের পাশে।😃 যে কোন ধরনের এসি বিষয়ক সমস্যা নিয়ে এখনি যোগাযোগ করুন
সময়মত এসি সার্ভিসিং এর কিছু উপকারিতা..
১. ডিহাইড্রেশন এবং হিট স্ট্রোক এর ঝুঁকি কমে।
২. প্রয়োজনীয় আদ্রতা বজায় থাকে ফলে স্কিন ড্রাই হয় না।
৩. প্রয়োজনীয় তাপমাত্রা বজায় থাকায় রুমে অবস্থানরত মেশিনগুলি ভূল তথ্য দিতে পারে না।
৪. রুমের ভিতরের বাতাসের কোয়ালিটি ভাল থাকে ফলে, শ্বাসকষ্ট ও এলার্জির ঝুঁকি কমে।
৫. কন্ডেনসার ময়লা হতে পারে না, ফলে কম্প্রেশন সিস্টেম বাধাগ্রস্থ হতে পারে না এবং এসি বার বার বন্ধ হয় না।
৬. ক্যাপাসিটর ভাল থাকে এবং লাইফটাইম দীর্ঘস্থায়ী হয়।
৭. কম্প্রেসর সার্বক্ষনিক চালু থাকবে না, ,,,,
#কিভাবে_আপনার_সখের_ফ্রিজটি_ভাল_থাকবে!
★রান্না ঘরে বা চুলার কাছে রাখা যাবে না।
★সরাসরি সুর্যের আলোতে রাখা যাবে না।
★সেতসেতে জাযগায় রাখা যাবে না।
★বাতাস চলাচল করেনা এমন আবদ্ধ ঘরে রাখা যাবে না।
★মেঝে থেকে একটু উচু চকিতে বসাতে হবে চকির মাজখানটা ফাকা থাকবে।
★গরম খাবার বা পানীয় রাখা যাবে না নরমাল তাপমাত্রা আসার পর রাখতে হবে।
★খুব জোরে শক্তিদিয়ে দরজা খোলা বা বন্ধ করা যাবে না।
★ ফ্রিজের ভিতরটা নিয়মিত পরিস্কার করতে হবে।
★প্লাগ ও সকেট যথাযথ ভাবে লাগাতে হব।
★2Amp উন্নত মানের সার্কিট বেকার লাইনে সংযোগ করতে হবে।
★ডোর গেসকেট পরিস্কার আছেকিনা না হলে পরিস্কার করতে হবে।
★দরজা অপ্রয়োজনে খোলা বন্ধ করা যাবে না।
★অতিরিক্ত মালামাল একবারে ঢুকানো যাবে না।
★ভোল্টেজ খুব বেশি বা কম হলে ভোল্টেজ স্টাবিলাইজার ব্যাবহার করতে হবে।
★কোনও কারণে বন্ধ করলে সাথেসাথে চালু করা যাবে না।অন্তত পাঁচ মিনিট পর চালু করতে হবে।
# # অধিকাংশ ক্ষেত্রেই অসচেতনতা বা অসতর্কতার কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে। বাজারে এখন নানা রকম এসি পাওয়া যায়। তবে মানসম্মত এসি ছাড়া দুর্ঘটনার আশঙ্কা থাকে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বিস্ফোরণের কারণ:
১. এসির পাওয়ার কেব্ল সঠিক স্পেক–এর ব্যবহার না করলে।
২. এসির কনডেনসারে ময়লা থাকলে কম্প্রেসরে হাই টেম্পারেচার ও হাই প্রেশার তৈরি হয়ে।
৩. এসির ভেতরের পাইপের কোথাও ব্লকেজ হলে এসির ভেতরে হাই প্রেশার তৈরি হয়ে কম্প্রেসর ব্লাস্ট হতে পারে।
৪. কম্প্রেসরের লিমিটের চেয়ে বেশি রেফ্রিজারেন্ট (refrigerant) চার্জ করলে হাই প্রেশার তৈরি হয়ে।
৫. কম্প্রেসরে প্রয়োজনীয় পরিমাণ রেফ্রিজারেন্ট না থাকলে ভেতরের তাপমাত্রা লিমিটের চেয়ে বেড়ে গিয়ে।
৬. সঠিকভাবে এসির ভ্যাকুয়াম না করলে।
৭. কম্প্রেসরে সঠিক পদ্ধতিতে রেফ্রিজারেন্ট চার্জ না করলে কম্প্রেসরে হাই প্রেশার তৈরি হয়ে।
৮. সঠিক রেটিংয়ের সার্কিট ব্রেকার ব্যবহার না করলে।
এসি বিস্ফোরণ থেকে রক্ষা পাওয়ার উপায়:
১. ভালো মানের এবং সঠিক স্পেকের পাওয়ার কেব্ল ব্যবহার করা।
২. এসির কনডেনসার নিয়মিত পরিষ্কার রাখা।
৩. কম্প্রেসরে হাই টেম্পারেচার ও হাই প্রেশার পরীক্ষা করা।
৪. এসির ভেতরের পাইপের কোথাও ব্লকেজ আছে কি না, তা পরীক্ষা করা।
৫. কম্প্রেসরে প্রয়োজনীয় রেফ্রিজারেন্ট আছে কি না, তা অভিজ্ঞ ও বিশ্বস্ত কোম্পানির টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করা।
৬. কম্প্রেসরের লিমিটের চেয়ে বেশি রেফ্রিজারেন্ট চার্জ না করা।
৭. সঠিকভাবে এসির ভ্যাকুয়াম করা।
৮. কম্প্রেসরে সঠিক পদ্ধতিতে রেফ্রিজারেন্ট চার্জ করা।
৯. বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ব্র্যান্ডের এসি, কম্প্রেসর এবং রেফ্রিজারেন্ট ব্যবহার করা।
১০. নিম্নমানের অখ্যাত বা নকল ব্র্যান্ডের এসি এবং কম্প্রেসর কেনা এবং ব্যবহার থেকে বিরত থাকা।
১১. সঠিক রেটিংয়ের সার্কিট ব্রেকার ব্যবহার করা।
রেফ্রিজারেটর ব্যাপারে সাবধানতা:
করোনা ভাইরাস ৪ ড্রিগ্রি তাপমাত্রার নিচে আরাম বোধ করে। বাংলাদেশের প্রেক্ষাপটে ঘরে ঘরে ফ্রিজ হলো করোনার নিরাপদ আবাস। আমরা প্রতিনিয়ত বাজার থেকে যেসব জিনিস বাসায় নিয়ে আসি যেমন মাছ, মাংস, সবজী ইত্যাদি , এগুলোর মাধ্যমে ভাইরাসটি বাহিত হয়ে ফ্রিজে ঢুকে। তার পর সেখানে ১৪ দিন আরামে বেঁচে থাকে। অন্য কোন কিছুতে ভাইরাসটি এতো বেশি সময় বেঁচে থাকে না। আমরা যখন সেই জিনিস বের করে খাই তখন আক্রান্ত হই। তাই ফ্রিজ বিপদজনক। অথচ ফ্রিজ নিত্য প্রয়োজনীয়। বাদ দেওয়া মুসকিল।
করণীয়:
::::::::::::::
১। ফ্রিজ খোলার সময় নাক-মুখ দুরে রাখতে
হবে। সম্ভব হলে মাক্স পরতে হবে।
২। যতবার ফ্রিজে হাত দিবেন ততবার অন্য কিছু
টাস করার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে।
৩। ফ্রিজের জিনিস ১০০ ডিগ্রি তাপের উপরে
ভালভাবে রান্না করে খেতে হবে।
৪। ফ্রিজ থেকে বের করে কাঁচা কোন জিনিস
খাওয়া যাবে না। যেমন শশা, গাজর, ফল,
কাঁচা মরিচ, অইচক্রিম ইত্যাদি।
৫। ফ্রিজে রাখা রান্না করা খাবার পুনরায় উচ্চ
তাপে জাল না দিয়ে খাওয়া যাবেনা।
৬। মাছ-মাংস, সবজি, রান্না করা খাবার
সেপারেট করে রাখতে হবে।
৭। ডিম আপাতত: না রাখাই ভাল।
৮। সপ্তাহে অন্তত: এক বার গরম পানি দিয়ে
ফ্রিজ সম্পূর্ণ পরিস্কার করতে হবে।
৯। সর্বোপরি ধরেই নিবেন ফ্রিজের মধ্যে করোনা
ভাইরাস আছে, সেইভাবে সাবধানতা
অবলম্বন করবেন।
রেফ্রিজারেটর এবং এয়ারকন্ডিশনারের বর্তমানে যুক্ত হয়েছে ইনভার্টার প্রযুক্তি। সাধারণ ইন্ডাকশন প্রযুক্তির তুলনায় ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসার চালু হতে প্রায় ৮-১০ গুন কম বিদ্যুৎ খরচ হয়। মাদারবোর্ডের মাধ্যমে কম্প্রেসারের গতি নিয়ন্ত্রিত হয় বলে যখন প্রয়োজন হয় কেবল তখনই বিদ্যুৎ ব্যবহৃত হবে। ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসার সম্বলিত ফ্রিজ বা এসি তে প্রায় ৬০% বিদ্যুৎ সাশ্রয় হয়। তাই বিদ্যুৎ ও অর্থ সাশ্রয়ের জন্য আর-৬০০ গ্যাস ও ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসার যুক্ত এসি ও রেফ্রিজারেটর ব্যবহার করুন।
উইন্ডো split tipe Air- কন্ডিশনারের সম্ভাব্য ত্রুটি, ত্রুটির সম্ভাব্য কারণ ও মেরামত পদ্ধতি,,,
(চ) এয়ার কুলার থেকে বাতাস পাওয়া যাচ্ছে না বা খুব কম পাওয়া যাচ্ছে।
১. ফ্যান ক্যাপাসিটর দূর্বল বা খারাপ।
* ফ্যাপাসিটর বদলাতে হবে।
২. ফ্যান মোটর খারাপ।
* মেরামত করতে হবে অথবা বদলাতে হবে।
৩. ফ্যান বুশ খারাপ।
* বুশ বদলাতে হবে।
৪. ফিল্টার বা কুলিং কয়েল জ্যাম।
* ফিল্টার ও কুলিং কয়েল পরিষ্কার করতে হবে।
(ছ) এয়ার কুলার চালু থাকা অবস্থায় বিরক্তিকর শব্দ হয়।
১. মোটরের বুশ খারাপ।
* বুশ বদলাতে হবে।
২. ফ্যান ব্লেড বাঁকা বা ভাঙ্গা।
* ব্লেড বদলাতে হবে।
৩. কম্প্রেসর মাউন্টিং বোল্ট ঢিলা।
* বোল্ট টাইট করতে হবে।
৪. ভোল্টেজ ওঠা - নামা করে।
* এয়ার কুলার বন্ধ করে দেখতে হবে ভোল্টেজ ওঠা-নামা করে কিনা। যদি করে ভোল্টেজ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে।
(জ) ইভাপোরেটরের পাখার মোটর ঘুরছে কিন্তু বাতাস ঠান্ডা বা গরম হচ্ছে না।
১. নিয়ন্ত্রক গুলি ঠিকমতো সেট করা নেই।
* পরীক্ষা করে সেট করতে হবে।
২. থার্মোস্ট্যাটিক সুইচ খারাপ।
* পরীক্ষা করে মেরামত করতে হবে অথবা বদলাতে হবে।
৩. বৈদ্যুতিক সংযোগ ব্যবস্থায় ত্রুটি।
* ত্রুটি খুঁজে বের করে মেরামত করতে হবে।
৪. কম্প্রেসর ত্রুটিযুক্ত।
* চেক করে বদলাতে হবে।
(ঝ) ইভাপোরেটরের পাখার মোটর ঘুরছে কিন্তু ঠান্ডা ভালো হচ্ছে না এবং কম্প্রেসর সবসময়ই চলছে।
১. ইভাপোরেটরের উপর বায়ু প্রবাহ রুদ্ধ।
* বায়ু প্রবাহে বাধার সৃষ্টি হচ্ছে কিনা দেখতে হবে। বায়ু শোষক ও শীতলকারী কুন্ডলী চেক করতে হবে এবং পরিষ্কার করে বসাতে হবে।
২. ইভাপোরেটরের পাখা বা পাখার চালনা ব্যবস্থা খারাপ।
* পাখা তার দন্ডের ওপর টাইট আছে কিনা দেখতে হবে। পাখা বাধাহীন ভাবে ঘুরছে কিনা দেখতে হবে। বেল্টের অবস্থা বা টান পরীক্ষা করতে হবে। প্রয়োজনে বেল্ট পাল্টাতে হবে।
৩. হিমায়কের পরিমাণ কম।
* চেক করে হিমায়কের ঘাটতি পূরণ করতে হবে।
৪. থার্মোস্ট্যাটিক সুইচ খোলা অবস্থায় আটকে আছে।
* সুইচ খুলে পরিষ্কার করে লাগাতে হবে এবং ঠিকমতো কাজ করছে কিনা চেক করে দেখতে হবে।
৫. কম্প্রেসর হিমায়ককে পাম্প করছে না।
* চেক করে দেখতে হবে। প্রয়োজনে কম্প্রেসর বদলাতে হবে।
(ঞ) সলিনয়েড ভাল্ ব কাজ করছে না।
১. বৈদ্যুতিক সংযোগে ত্রুটি।
* চেক করে ত্রুটি মুক্ত করতে হবে।
২. সলিনয়েডের তারের কুন্ডলী পুড়ে গেছে।
* পোড়ার কারণ বের
📌সিএফটি (CFT) বের করার নিয়ম :--
**উপরের অংশ :-
দৈর্ঘ্য -১৭"
প্রস্থ -১৪"
উচ্চতা -১৮"
(দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা, ১৭" ×১৪" ×১৮")
=৪২৮৪
**নিচের অংশ :-
দৈর্ঘ্য -১৮"
প্রস্থ - ১৭"
উচ্চতা -৩২"
(দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা, ১৮"×১৭" ×৩২")
=৯৭৯২
(উপরের অংশ + নিচের অংশ
৪২৮৪+৯৭৯২)
=১৪০৭৬
আমরা জানি,
১৭২৮ ঘনইঞ্চি = ১ সিএফটি
১৪০৭৬ ঘনইঞ্চি = ১৪০৭৬ ÷ ১৭২৮
=৮.১৪৫৮৩ সিএফটি
(বিঃদ্রঃ CFT বের করার জন্য অবশ্যই ফ্রিজ এর ভিতরের মাপ নিতে হবে।)
#ধন্যবাদ 💝
ফ্রিজ পরিষ্কার করবেন যেভাবে....
১. ফ্রিজ পরিষ্কারের সময় ভেতরের যাবতীয় সবজি, ফল বাইরে বের করুন।
২. এরপর ফ্রিজের তাকে শুকনো কাগজ রেখে দিতে দিন৷ ফ্রিজকে ডিপফ্রস্ট মোডে দিয়ে দিন৷ বরফ গলে গেলে ফ্রিজ থেকে কাগজগুলো বের করে নিন৷ সমস্ত ময়লা উঠে আসবে৷
৩. ফ্রিজের ভেতরের দুর্গন্ধ দূর করতে বেকিং সোডা খানিকক্ষণ লাগিয়ে রেখে ভিজে কাপড় দিয়ে মুছে নিন৷ গন্ধ চলে যাবে।
৪. ফ্রিজ মোছার কাপড়টা আগে থেকে হালকা গরম জলে ভিজিয়ে নিন। তারপর সেটি দিয়ে ফ্রিজ মুছুন। মোছার পর ফ্রিজের পাল্লা ঘণ্টাখানেক খোলা রাখুন৷ দুর্গন্ধ একেবারে গায়েব হয়ে যাবে৷দুর্গন্ধ বেশি থাকলে গরম নুনজলে খাবার সোডা মিশিয়ে নিতে পারেন৷
৫. ডিপ ফ্রিজ পরিষ্কার করতে মাইক্রো ফাইবার যুক্ত কাপড় ব্যবহার করুন৷
৬. অনেকদিন ধরে ফ্রিজে পুরনো খাবার রাখবেন না৷ এতেও দুর্গন্ধ ছড়াতে পারে।
৭. অনেকদিন ধরে টক দই রাখলেও ফ্রিজ খুললেই একটা বিশ্রি গন্ধ নাকে লাগে৷ এর সমাধানে ছোট বাটিতে করে অল্প চুন ফ্রিজের ভিতর রেখে দিন৷
৮. এছাড়াও এক টুকেরা পাতিলেবুর টুকরো ফ্রিজের কোণায় রাখলে ফ্রিজ খোলার পরপরই নাকে দুর্গন্ধ লাগবে না৷
ইনভার্টার এসি স্টার্টিং রানিং ওয়াট,,,,
# # #আজকের আলোচ্য বিষয় নন-ফ্রস্ট রেফ্রিজারেটরঃ
★নন-ফ্রস্ট রেফ্রিজারেটরের বৈদ্যুতিক যন্ত্রাংশগুলো হলো---
১.থার্মোস্ট্যাট,
২. রিলে,
৩. ওভারলোড প্রটেক্টর,
৪. টাইমার,
৫. ডাবল ডোর সুইচ,
৬. ফ্যান মোটর,
৭.ভালভ ও হোল্ডার,
৮. কুলিং ওভারলোড প্রটেক্টর,
৯. হিটার,
১০. ফিউজ।
★ নন-ফ্রস্ট রেফ্রিজারেটরের বায়ুপ্রবাহ বর্তনী ভেলোসিটি মিটার দ্বারা পরিমাপ করা হয়।
#কাজের বর্ণনাঃ
@★ বর্তনীতে একটি তিন পিন প্লাগের মাধ্যমে সাপ্লাই দেওয়া হলে কম্প্রেসর মোটর চালু হয় এবং হিমায়ন পদ্ধতির কার্যক্রম শুরু হয়।থার্মোস্ট্যাট নির্ধারিত তাপমাত্রায় স্বয়ংক্রিয় ভাবে অন-অফ হয়ে কম্প্রেসর মোটরকে নিয়ন্ত্রণ করে। রিলে মোটর স্ট্যার্টিংয়ে সহায়তা করে এবং ওভারলোড প্রটেক্টর ওভারলোড জনিত ক্ষয়ক্ষতি থেকে মোটরকে রক্ষা করে। এতে একটি টাইমার ব্যবহৃত হয়।যা ডিফ্রস্ট হিটারকে নির্ধারিত সময় পরপর অন-অফ করায়।ফলে ফ্রিজিং ক্যাবিনেটে কোন বরফ জমেনা। ক্যাবিনেট হিটার অন হয়ে বরফ গলে যাওয়ার সাথে সাথেই কুলিং ওভারলোডের মাধ্যমে ক্যাবিনেট হিটার অফ হয়ে যায়।কোন কারণে হিটারে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে হিটার ফিউজ পুরে গিয়ে হিটারে কারেন্ট প্রবাহ বন্ধ করে দেয়।এক্ষেত্রে ডোর সুইচ হিসেবে একটি এস.পি.ডি.টি. সুইচ ব্যবহার করা হয়।দরজা বন্ধ অবস্থায় ডোর সুইচের মাধ্যমে ফ্যানমোটর চলতে থাকে কিন্তু ক্যাবিনেট ল্যাম্প অফ থাকে।দরজা খালার সাথে সাথে ক্যাবিনেট ল্যাম্প জ্বলে ওঠে কিন্তু ফ্যানমোটর বন্ধ হয়ে যায়। ফ্যান মোটরটি ক্যাবিনেটে রক্ষিত খাদ্য সামগ্রীর ওপর দিয়ে বাতাসের প্রবাহ ঘটিয়ে এগুলোকে বরফ মুক্ত রাখে ধন্যবাদ।
লোড এবং সুইচ সংযোগ ,,,,
রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং কাজে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি।
এসির আউট ডোর সার্ভিসিং।
এয়ার কন্ডিশনার # এসি
এসির যে কোন সমস্যা সমাধান করুন।
# এসি ব্যবহারে বিদ্যুৎ বিল কমানোর উপায়।
১ এসির তাপমাত্রা ২৪,২৬ ডিগ্রী সেন্টিগ্রেড এর মধ্যে রাখুন।
২ ছয় মাস পরপর এসি সার্ভিসিং করুন (আউটডোর + ইনডোর)
৩ এসির সাথে সিলিং ফ্যান ব্যবহার করুন।
৪ এসিতে টাইমার ব্যবহার করতে পারেন, যাতে নির্দিষ্ট সময় পর বন্ধ হয়ে যায় ।
৫ রুমে তাপ প্রবেশের উৎসগুলো বন্ধ করুন।
৬ ঘন ঘন দরজা-জানালা খুলবেন না।
৭ এসির ফিল্টারটি নির্দিষ্ট সময় পরপর পরিষ্কার রাখুন ।
জনস্বার্থে ,,,Best cool এসি সার্ভিসিং
ক্যাপাসিটর সংযোগ ।
হিমায়ন চক্রের মূলননীতি ৪ টি।
১ কম্পেশন = সংকোচন।
২ কন্ডেনসেশন = ঘনিভবন।
৩ এক্সপানশন = সম্প্রসারন।
৪ ইভাপোরেশন = বাষ্পীয়ভবন।
Best cool এসি সার্ভিসিং
আপনার এসিটি অবশ্যই নিয়মিত সার্ভিস করানোর প্রয়োজন।
নিয়মিত সার্ভিস এর ফলে এসি কে সুরক্ষিত রাখা সম্ভব
জনস্বার্থে : Best cool এসি সার্ভিসিং
আপনার অফিস বা বাসা ঠান্ডা রাখতে নিয়মিত এসি সার্ভিসিং করা অত্যন্ত প্রয়োজন।
এসি পরিষ্কার থাকলে যান্ত্রিক কোন প্রকার ত্রুটি থাকে না ।
নিয়মিত সার্ভিস এর ফলে 10 থেকে 15 বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আপনার এসিটি ।
জনস্বার্থে: Best cool এসি সার্ভিসিং
এয়ারকন্ডিশন এর ইনডোর ইউনিট এর বেস-প্লেট বসানোর চিত্র ।
বেস-প্লেট সঠিকভাবে বসাতে হবে এর গুরুত্ব অপরিসীম ।
যদি ভুল নিয়ম বা বে-সঠিক পদ্ধতিতে বসানো হয় তবে অনেক সমস্যা সম্মুখীন হতে হবে।
যেমন :
১ পানি পড়া সমস্যা।
২ শব্দ হওয়া সমস্যা।
৩ বাতাসের প্রবাহ কমিয়ে নেওয়া।
৪ বিদ্যুৎ বিল বেশি খরচ হওয়া।
৫ নির্দিষ্ট সময়ের মধ্যে ঠান্ডা না হওয়া
# জনস্বার্থে
Best Coolএসি সার্ভিসিং
এসি বিস্ফোরণ এর কিছু কারণসমূহ:
১ ভালোভাবে ভ্যাকুয়াম না করে গ্যাস চার্জ করলে ।
২ এসিতে প্রচুর পরিমাণ ময়লা জমলে
৩ ইলেকট্রিক লাইন দুর্বল হলে ।
৪ ভাল মানের স্পেয়ার পার্টস ব্যবহার না করলে
৫ নিয়মিত এসি সার্ভিসিং না করলে।
৬ নিম্নমানের এসি ব্যবহার করলে।
# জনস্বার্থে: Best cool এসি সার্ভিসিং
আপনার এসি সার্ভিসিং করুন সতেজ থাকোন,,,,,,
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Mirpur
282812
Mirpur, 1216
Welcome to Mirpur Refrigeration & Air-Conditioning Repair & Servicing Our Home Services Include : >
Mirpur, Dhaka
Mirpur, 1216
Welcome to AC And Fridge Repair or Servicing BD Our Home Services Include : > AC Repair and servici
Mirpur 2
Mirpur
এসি চালু করার পূর্বে এক্সপার্ট টেকনিশিয়ান দ্বারা সার্ভিস করিয়ে নিন