Digital Consultant
আপনার ব্যবসাকে অনলাইনে প্রচার করে থা?
💥সঠিক পদ্ধতিতে বুস্ট করে ব্যবসার সেল বাড়ান বহুগুন 🔥
📢 ফেসবুকে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য আমরা আছি আপনার পাশে।
📞যোগাযোগ করুন: 01568-106310
👨💼আমাদের সার্ভিস সমূহ :
* Page Promote
* Post Boost
* Video Boost
* New page set up
* Logo and Cover photo create
* Video create
* All kinds of Graphic design
💥সঠিক পদ্ধতিতে বুস্ট করে ব্যবসার সেল বাড়ান বহুগুন 🔥
📢 ফেসবুকে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য আমরা আছি আপনার পাশে।
📞যোগাযোগ করুন: 01568-106310
👨💼আমাদের সার্ভিস সমূহ :
* Page Promote
* Post Boost
* Video Boost
* New page set up
* Logo and Cover photo create
* Video create
* All kinds of Graphic design.
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা-
House #74, Road 12, Mirpur Pollobi 1216 Mirpur, Dhaka Division, Bangladesh.
বিস্তারিত জানতে আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেইজে ইনবক্স করুন।
***স্পেশাল অফারে পেজ লাইক নিন ***
আপনার ফেসবুক পেজের লাইক বাড়ানোর জন্য আমরা দিচ্ছি কম খরচে ফেসবুক পেজ লাইক প্যাকেজ। পেজ লাইক ক্যানো নিবেন? পেজের অধীক লাইক আপনার পেজকে কাস্টমারের কাছে বিশ্বস্ত এবং আকর্ষনীয় করে তুলবে। যার পেজের লাইক যতো বেশী তার পেজের সেলও তেমন বেশী হবে। এছাড়াও আমাদের কাছে পাবেন ফেসবুক এবং ইন্সটাগ্রাম আইডিতে স্বল্প খরচে ফলোয়ার নেয়ার সুবিধা।
👉 পেমেন্টঃ কাজের শুরুতেই আপনাকে পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে। আমরা বিকাশে পেমেন্ট রিসিভ করে থাকি। তাই কাজের পেমেন্ট পার্সোনাল বিকাশ একাউন্টে করতে হবে।
👉 কাজ শেষে পরে দিব এমন হলে যোগাযোগ করার দরকার নেই। এবার আপনি যেই হোন না কেন। বড় ডিলের ক্ষেত্রে ছোট পেমেন্ট দিয়ে শুরু করতে পারবেন। পরে আস্তে আস্তে পেমেন্ট করতে পারবেন
👉 এছাড়া আমাদের অন্যান্য সেবা সমুহঃ
🔹 গ্রাফিক্স ডিজাইন সার্ভিস।
🔹 ফেসবুক বিজনেস পেজ সেটাপ।
🔹 ফেসবুক পেজ ভেরিফাই সার্ভিস।
🔹 ফেসবুক পেজ ম্যানেজমেন্ট সার্ভিস।
বিস্তারিত জানতে এখনই কল করুন
☎️ Phone : 01568-106310
🏠Mirpur, Dhaka, Bangladesh
🥰
We are all ways try to give your best feedback to our clients.
💥সঠিক পদ্ধতিতে বুস্ট করে ব্যবসার সেল বাড়ান বহুগুন 🔥
📢 ফেসবুকে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য আমরা আছি আপনার পাশে।
📞যোগাযোগ করুন: 01568-106310
👨💼আমাদের সার্ভিস সমূহ :
* Page Promote
* Post Boost
* Video Boost
* New page set up
* Logo and Cover photo create
* Video create
* All kinds of Graphic design.
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা-
House #74, Road 12, Mirpur Pollobi 1216 Mirpur, Dhaka Division, Bangladesh.
বিস্তারিত জানতে আমাদের অফিসে এসে কথা বলতে পারেন অথবা আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেইজে ইনবক্স করুন।
🎯 কথায় আছে প্রচারেই প্রসার। তাই এই প্রচারটা হওয়া উচিৎ অবশ্যই দক্ষ মার্কেটার দ্বারা। কারণ অদক্ষ মার্কেটার দ্বারা মার্কেটিং করা আর রাস্তার মোড়ে মোড়ে পোস্টার লাগানো সমান। এতে করে শুধু খরচটাই হবে, টার্গেটেড কাস্টোমারের কাছেও পৌছাবে না আর সেল ও
আসবে না। আপনি অদক্ষ মার্কেটার দ্বারা কিংবা কিছু না জেনে, না বুঝে নিজেই বুস্ট করে দিলেন, অনেক রিচ হলো, অনেক মেসেজ ও পেলেন কিন্তু দিন শেষে যদি আপনার সেল না হয় তাহলে এই মার্কেটিং দ্বারা কি আপনি একটুও উপকৃত হলেন? নিশ্চই না। বরং দিন শেষে শুধু খরচটাই হলো তাই না? আশানুরূপ সেল পেতে হলে কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার প্রোডাক্ট কালেকশন, দাম, প্রোডাক্টের ছবি, পোস্ট কনটেন্ট, প্রোডাক্ট অনুযায়ী সঠিক অডিয়েন্স টার্গেটিং, এ্যাড বাজেট এবং ফেসবুক এ্যালগোরিদম অনুযায়ী সঠিক এ্যাড সেট। আর আমরা আপনাকে দিচ্ছি এসকল বিষয়ে সঠিক পরামর্শ দিকনির্দেশনা। আপনার ব্যবসাটাকে নতুন করে সাজিয়ে আপনার সেল আরো বহুগুন বৃদ্ধি করতে আমাদের দক্ষ টিম নিয়ে আমরা আছি আপনার পাশে।
তাই সবসময় উচিত সস্তায় অদক্ষ মার্কেটার দ্বারা মার্কেটিং না করে একজন প্রোফেসনাল দক্ষ মার্কেটার দ্বারা মার্কেটিং করানো, তাতে খরচ একটু বেশি হলেও দিন শেষে আপনার রিটার্নটাও ভালো আসবে। মনে রাখবেন বুস্ট মানেই মার্কেটিং না। বুস্ট হলো ফেসবুক মার্কেটিং এর একটা শর্টকাট সিস্টেম। আমি বুস্ট করে দিলাম আর আমার সব প্রোডাক্ট সেল হয়ে যাবে এটা সম্পূর্নই ভুল ধারনা। এটা কোন প্রোফেসনাল মার্কেটিং সিস্টেম নয়।
👨💻এখন আপনি নিশ্চই একজন প্রোফেসনাল মার্কেটার খুজবেন?
হ্যাঁ, আমরা আপনাকে দিচ্ছি আপনার প্রোডাক্ট অনুযায়ী সঠিক অডিয়েন্স সিলেক্ট এর মাধ্যমে ১০০% প্রোফেসনাল ডেটা ভিত্তিক ডিজিটাল মার্কেটিং সেবার নিশ্চয়তা। আমরা মনে করি আপনার প্রত্যেকটি পন্যই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ন। এজন্য আমরা যেকোন প্রোডাক্ট মার্কেটিং করার আগে সেই প্রোডাক্টের Strategic Planning, Audience Analyses করে তারপর সেই প্রোডাক্টের Campaign করে থাকি। মার্কেটিং করে যদি আপনি দিন শেষে Return On Investment সঠিক ভাবে বুঝে না পান তাহলে তো আর ব্যাবসায় টিকে থাকতে পারবেন না। এজন্য আমরা আমাদের দক্ষ মার্কেটিং টিম দ্বারা ফুল প্রোফেসনাল ভাবে মার্কেটিং সেবা প্রদান করে থাকি।
🔖আমাদের সেবা সমূহ-
১. ডেটা ভিত্তিক ফেসবুক মার্কেটিং (With Advance Targeting)
২. গুগল মার্কেটিং
৩. চ্যাটবট ইনস্টলেশন
৪. গুগল ট্যাগ ম্যানেজার
৫. ইউটিউব মার্কেটিং
৬. গুগল এ্যানালিটিক্স
৭. গ্রাফিক্স ডিজাইন
৮. ওয়েব ডিজাইন
৯. ওয়ার্ডপ্রেস
১০.ওয়েব ডেভলপমেন্ট
যেহেতু আমাদের কাছে ছোট বড় সকল প্রোডাক্টই অনেক গুরুত্বপূর্ন এজন্য আমরা আমাদের সকল কাস্টোমারের Return On Investment এর বিষয়টা খুবই গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি।
আমরা ১০০% বিশ্বস্ততার সহিত বৈধভাবে টোটাল মার্কেটিং সল্যুশন প্রদান করে থাকি।
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা-
House #74, Road 12, Mirpur Pollobi 1216 Mirpur, Dhaka Division, Bangladesh
☎️মোবাইল- 01568-106310
বিস্তারিত জানতে আমাদের অফিসে এসে কথা বলতে পারেন অথবা আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেইজে ইনবক্স করুন।
Digital Consultant আপনার ব্যবসাকে অনলাইনে প্রচার করে থাকুন সফলতার আরো একধাপ এগিয়ে
🎯 কথায় আছে প্রচারেই প্রসার। তাই এই প্রচারটা হওয়া উচিৎ অবশ্যই দক্ষ মার্কেটার দ্বারা। কারণ অদক্ষ মার্কেটার দ্বারা মার্কেটিং করা আর রাস্তার মোড়ে মোড়ে পোস্টার লাগানো সমান। এতে করে শুধু খরচটাই হবে, টার্গেটেড কাস্টোমারের কাছেও পৌছাবে না আর সেল ও
আসবে না। আপনি অদক্ষ মার্কেটার দ্বারা কিংবা কিছু না জেনে, না বুঝে নিজেই বুস্ট করে দিলেন, অনেক রিচ হলো, অনেক মেসেজ ও পেলেন কিন্তু দিন শেষে যদি আপনার সেল না হয় তাহলে এই মার্কেটিং দ্বারা কি আপনি একটুও উপকৃত হলেন? নিশ্চই না। বরং দিন শেষে শুধু খরচটাই হলো তাই না? আশানুরূপ সেল পেতে হলে কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার প্রোডাক্ট কালেকশন, দাম, প্রোডাক্টের ছবি, পোস্ট কনটেন্ট, প্রোডাক্ট অনুযায়ী সঠিক অডিয়েন্স টার্গেটিং, এ্যাড বাজেট এবং ফেসবুক এ্যালগোরিদম অনুযায়ী সঠিক এ্যাড সেট। আর আমরা আপনাকে দিচ্ছি এসকল বিষয়ে সঠিক পরামর্শ দিকনির্দেশনা। আপনার ব্যবসাটাকে নতুন করে সাজিয়ে আপনার সেল আরো বহুগুন বৃদ্ধি করতে আমাদের দক্ষ টিম নিয়ে আমরা আছি আপনার পাশে।
তাই সবসময় উচিত সস্তায় অদক্ষ মার্কেটার দ্বারা মার্কেটিং না করে একজন প্রোফেসনাল দক্ষ মার্কেটার দ্বারা মার্কেটিং করানো, তাতে খরচ একটু বেশি হলেও দিন শেষে আপনার রিটার্নটাও ভালো আসবে। মনে রাখবেন বুস্ট মানেই মার্কেটিং না। বুস্ট হলো ফেসবুক মার্কেটিং এর একটা শর্টকাট সিস্টেম। আমি বুস্ট করে দিলাম আর আমার সব প্রোডাক্ট সেল হয়ে যাবে এটা সম্পূর্নই ভুল ধারনা। এটা কোন প্রোফেসনাল মার্কেটিং সিস্টেম নয়।
👨💻এখন আপনি নিশ্চই একজন প্রোফেসনাল মার্কেটার খুজবেন?
হ্যাঁ, আমরা আপনাকে দিচ্ছি আপনার প্রোডাক্ট অনুযায়ী সঠিক অডিয়েন্স সিলেক্ট এর মাধ্যমে ১০০% প্রোফেসনাল ডেটা ভিত্তিক ডিজিটাল মার্কেটিং সেবার নিশ্চয়তা। আমরা মনে করি আপনার প্রত্যেকটি পন্যই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ন। এজন্য আমরা যেকোন প্রোডাক্ট মার্কেটিং করার আগে সেই প্রোডাক্টের Strategic Planning, Audience Analyses করে তারপর সেই প্রোডাক্টের Campaign করে থাকি। মার্কেটিং করে যদি আপনি দিন শেষে Return On Investment সঠিক ভাবে বুঝে না পান তাহলে তো আর ব্যাবসায় টিকে থাকতে পারবেন না। এজন্য আমরা আমাদের দক্ষ মার্কেটিং টিম দ্বারা ফুল প্রোফেসনাল ভাবে মার্কেটিং সেবা প্রদান করে থাকি।
🔖আমাদের সেবা সমূহ-
১. ডেটা ভিত্তিক ফেসবুক মার্কেটিং (With Advance Targeting)
২. গুগল মার্কেটিং
৩. চ্যাটবট ইনস্টলেশন
৪. গুগল ট্যাগ ম্যানেজার
৫. ইউটিউব মার্কেটিং
৬. গুগল এ্যানালিটিক্স
৭. গ্রাফিক্স ডিজাইন
৮. ওয়েব ডিজাইন
৯. ওয়ার্ডপ্রেস
১০.ওয়েব ডেভলপমেন্ট
যেহেতু আমাদের কাছে ছোট বড় সকল প্রোডাক্টই অনেক গুরুত্বপূর্ন এজন্য আমরা আমাদের সকল কাস্টোমারের Return On Investment এর বিষয়টা খুবই গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি।
আমরা ১০০% বিশ্বস্ততার সহিত বৈধভাবে টোটাল মার্কেটিং সল্যুশন প্রদান করে থাকি।
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা-
House #74, Road 12, Mirpur Pollobi 1216 Mirpur, Dhaka Division, Bangladesh
☎️মোবাইল- 01568-106310
বিস্তারিত জানতে আমাদের অফিসে এসে কথা বলতে পারেন অথবা আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেইজে ইনবক্স করুন।
ফেসবুকে অ্যাড দেওয়ার আগে পেইজের Page Insights ও পূর্ববর্তী ক্যাম্পেইন গুলো ভালোভাবে পর্যালোচনা করুন।
তাহলে আপনি বুঝতে পারবেন...
কেমন কনটেন্ট এ বেশি রিচ ও এংগেজমেন্ট হচ্ছে।
কেমন বয়সের(Age) মানুষ আপনার প্রডাক্ট/সার্ভিস প্রতি আগ্রহ বেশি এবং তাদের লিংঙ্গ(Gender) কি।
আমরা সাধারণত লোকাল এরিয়া নিয়ে কাজ করি তবে কোন বিভাগ/সিটি/এড়িয়া থেকে আপনার পেইজ বেশি ভিউ(View) এটিকে পর্যালোচনায় রাখুন।
আমি যেসব পেইজ এর Page Insights ও ক্যাম্পেইন গুলো নিয়ে স্টাডি করেছি তার মধ্যে থেকে কমন একটি পয়েন্ট “ফেসবুক মোবাইল থেকে সব থেকে বেশি ব্যবহার করা হয়।” এজন্য অ্যাড এর কনটেন্ট এ মোবাইল এর দিকে বিশেষ ফোকাস রাখা।
সর্বশেষ, As usual অ্যাড দেওয়ার আগে “সঠিক অ্যাড অবজেক্ট” ঠিক করে অ্যাড দিন।
আপনি কোনও বিজ্ঞাপন তৈরি করার আগে প্রথমে আপনার ব্যবসায়ের লক্ষ্যগুলি কী তা নিয়ে চিন্তা করুন। সঠিক উদ্দেশ্যটি বেছে নেওয়ার জন্য, আপনি অ্যাড এর মাধ্যমে কী অর্জন করতে চান তা জানা গুরুত্বপূর্ণ।
কিভাবে cold audiences কে warm audiences করবেন ভিডিও অ্যাডের মাধ্যমে।
এটা প্রায় সবাই জানে অন্তত অনলাইন বিজনেস দুনিয়ায় যে সব ক্রেতা আপনাকে চিনে না (Cold Audience) তারা আপনার কাছ থেকে কিনতে চাইবে না। তাই তাদের "Warm Audience" করার জন্য ফেসবুক ভিডিও কন্টেন্টের মত চমৎকার সব ফিচার রেখেছে।
আমরা এখন যেমন প্রতিযোগিতামূলক দুনিয়ায় বসবাস করি এখানে খুব সহজেই একজএর মনোযোগ আকর্ষণ করা যায় না, আর আপনি কে, কি উদ্দেশ্যে অনলাইনে বিজনেস করতে এসেছেন, মানুষ কেন আপনাকে বিশ্বাস করবে সেটার জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে চমৎকার সব কন্টেন্ট তৈরি করতে হবে এবং নিজের ভ্যালু বাড়াতে হবে। আর এটা প্রতিনিয়ত করতে হবে, অনেকেই মনে করে একবার একটা অ্যাড থেকে কিছু অডিয়েন্স নিয়েই সেলস অ্যাড তৈরি করে ফেললে সেলের পর সেল আসতে থাকবে, ব্যাপারটা আসলে এরকম না, বলা হয়ে থাকে একজন কাস্টোমার ৭ বার একটি কোম্পানির সাথে বিভিন্ন ভাবে কানেক্ট হলে এরপর সে সেই কোম্পানির কাস্টোমার হয়, তাহলে ব্যাপারটা খুব সহজ নয় বুঝতেই পারছেন আশা করি। আর এই ৭ বারের মধ্যে যে কন্টেন্ট আপনি ব্যবহার করবেন তাদের মধ্যে ভিডিও কন্টেন্ট অন্যতম গুরুত্বপূর্ণ।
কিভাবে ফেসবুক অ্যাড ব্যবহার করবেন
উপরে লিখে এসেছি অনেকই মনে করে থাকে একবার কোনমতে ক্রেতার মনোযোগ আকর্ষণ করেই সেলস অ্যাডে চলে যাওয়া অনেকটা নিয়ম হয়ে গেছে এখন, কিন্তু ব্যাপারটা একদমই সেরকম না।
ফেসবুক ভিডিও অ্যাড চমৎকার একটা উপায় কাস্টোমারের সাথে পরিচয় হবার, আপনি কে, তারা কেন আপনাকে বিশ্বাস করবে ইত্যাদি ব্যাপার তুলে ধরার। এগুলো যদি আপনি সঠিক ভাবে তুলে ধরতে পারেন তাহলেই তারা আপনার কাস্টোমার হবে।
এই উদ্যেশ্য নিয়ে আপনি যখন ভিডিও অ্যাড তৈরি করবেন তখন সেলের ব্যাপারটা কোন ভাবেই চিন্তা করা যাবে না, এখানে আপনি চিন্তা করবেন শুধু "Video Views" এর ব্যাপারটি এবং একটি অডিয়েন্স গড়ে তোলার, তবে টার্গেটিং এ আপনার ভিডিও কারা দেখবে সেটা নির্দিষ্ট করে দিতে হবে, কারন আপনার ভিডিও যারা দেখছে তারা যদি কোন ভাবেই আপনার কাস্টমার হবার সম্ভাবনা না থাকে তাদের ভিডিও দেখিয়ে সেই ভিডিও দিয়ে অডিয়েন্স গড়ে তুলে আসলে কোন লাভ নেই।
এখানে আপনাকে একটু আগে প্ল্যানিং করতে হবে, আপনি কবে নতুন প্রডাক্ট অথবা সার্ভিস মার্কেটে আনবেন, সে অনুজায়ি আপনাকে আপনার অডিয়েন্স তৈরি করতে হবে। ধরেন আপনার একটি আইটি ইন্সটিটিউট আছে, সেখানে আপনি আগামি মাসে একটি গ্রাফিক ডিজাইন অ্যাডভান্সড লেভেলের কোর্স শুরু করবেন, তাহলে ১৫-২০ দিন আগে থেকেই আপনাকে কাজ শুরু করতে হবে।
ধরেন এখানে আপনি দুইটা ভিডিও বানালেন
১. যারা গ্রাফিক ডিজাইনার হতে চায় তাদেরকে আপনার অ্যাডভান্সড কোর্সের গুরুত্ব বুঝালেন
২. পরের ভিডিওতে আপনি আপনার কোর্স স্ট্রাকচার নিয়ে কথা বললেন
প্রথমে তারা জেনে নিলো অ্যাডভান্সড কোর্স করে কি লাভ এরপর তারা জানলো আপনারা যে অ্যাডভান্সড কোর্স করাচ্ছেন সেটা কি ধরনের অ্যাডভান্সড কোর্স। এখানে একটা উদাহারন দিলাম, আপনাকে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে বিভিন্ন ভাবে চিন্তা করে নিতে হবে।
ভিডিও বানানো শেষ এখন সেটা "Cold audience" এর কাছে প্রোমট করতে হবে।
এখানে "Cold audience" অডিয়েন্সের কাছে অ্যাড পৌঁছানোর সময় আপনাকে যে ব্যাপার লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে
১. যা দেখাচ্ছেন সেটা মূল্যবান হতে হবে
২. সেলের কোন কথা বলা যাবে না
৩. উপরে একবার লিখেছি যে স্পেসিফিক টার্গেট করতে হবে
এখন জেনে নিচ্ছি কিভাবে ধিরে cold audience, Warm audience এ কনভার্ট হবে।
স্টেপ ১- Cold
একদম কোল্ড অডিয়েন্স যখন তৈরি করবেন তখন টার্গেটে ইন্টারেস্ট বেসড টার্গেটিং করুন, টার্গেটিং বড় হবে এখানে, যেমন আপনি যদি গ্রাফিক ডিজাইন এর উপর অ্যাডভান্সড কোর্স শুরু করতে চান তাহলে কোল্ড অডিয়েন্সে যারা "Graphic design" ইত্যাদিতে ইন্টারেস্ট তাদের টার্গেট করুন
স্টেপ-২ Less cold
আস্তে আস্তে কোল্ড থেকে হট হচ্ছে, এখানে আপনার ভিডিও যারা ৩ সেকেন্ড দেখেছে তাদের নিয়ে কাস্টোম অডিয়েন্স তৈরি করুন।
স্টেপ-৩- Warm
এই পর্যায়ে এসে এখানে এসে আপনাকে টার্গেট করতে হবে যারা অন্তত ১০ সেকেন্ডের বেশি আপনার ভিডিও দেখেছে, দেখুন দ্বিতীয় স্টেপে ৩ সেকেন্ড যারা আপনার ভিডিও দেখেছে তাদেরকে আপনার একটি অ্যাড দেখিয়েছেন, সেখানে অডিয়েন্স অনেক বেশি ছিলো, সেখানে অনেকেই ছিলো যারা আপনার ভিডিওতে আগ্রহি না হয়ে ৩ সেকেন্ড দেখেই চলে গেছে কিন্তু দেখছে কিন্তু, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখন "দেখছে তো" এই পর্যায়ে এসে আপনি যদি সেলের অ্যাড দিয়ে দেন তাহলে হয়তো খুব ভালো কাজ করবে না, তাই আপনি সেই ভিডিও আবার যারা ১০ সেকেন্ড অথবা তার বেশি যারা দেখেছে তাদের দেখালেন আপনি নিজেই বুঝতে পারছেন এরা আরো বেশি আগ্রহি আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসে।
স্টেপ ৪- Hot
এখানে এসে আপনি আপনার প্রডাক্ট অথবা সার্ভিস অফার করুন,১০ সেকেন্ড ভিডিও ভিউয়ার নিতে লুকে লাইক অডিয়েন্স তৈরি করুন।
জেনে নিন ফেসবুক অলগারিদম কিভাবে কাজ করে, না জানলে রিচ কিভাবে বাড়বে সেটাও বুঝবেন না।
অনেক দিন ধরেই গ্রুপে অনেকেই পোস্ট করছেন রিচ নাই, রেসাল্ট নাই, রেস্পন্স নাই। আমি মনে করি এটা কেন নাই এবং কি করতে হবে এটা জানা লাগবে, ফেসবুক এই মাসে কাজ করবে না তাই বুস্টিং অফ রাখেন সামনে মাসে আবার কাজ করবে এরকম আমার মনে হয় না।
তাই কিছু ব্যাপার তুলে ধরলাম, হয়তো আরেক পর্ব লেখা লাগবে এটা নিয়ে।
ফেসবুকের অলগারিদম কেমন ছিলো
ফেসবুক যখন ২০০৬ এ যাত্রা শুরু করলো, তখন তাদের অলগারিদম ছিলো অনেক বেসিক, বিভিন্ন পয়েন্টের উপর ভিত্তি করে ফেসবুক একটা পোস্টকে অগ্রাধিকার দিয়ে নিউজ ফিডে দেখাতো,
পয়েন্ট সিস্টেম কেমন ছিলো?
- একটা পোস্ট যেখানে শুধু "টেক্সট" আছে সেটা ১ পয়েন্ট পাবে - যে পোস্টে লিঙ্ক আছে সেটা ২ পয়েন্ট পাবে ইত্যাদি
এই পয়েন্টকে গুন করা হতো যতজন মানুষ ফেসবুকের সেই পোস্টের সাথে জড়িত ছিলো, এর উপর ভিত্তি করে ফেসবুক সিদ্ধান্ত নিতো যে কোন পোস্ট উপরে থাকবে।
আগের অলগারিদম টা একটু হলেও বুঝাতে পেরেছি মনে হয়।
সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকলো অলগারিদম
এরকম আরো সাজেশন গাইডলাইন মূলক লেখা নিয়ে "ফেসবুক মার্কেটিং" নামে একটি বই আছে আমার, যারা নিতে আগ্রহি তারা আমাকে ইনবক্স করতে পারেন।
সময়ের সাথে সাথে ফেসবুক অলগারিদম পরিবর্তন হতে থাকলো যোগ হলো পোস্টের মান, সাথে যে পোস্ট করেছে আর যারা সেখানে এঙ্গেজ হয়েছে ফেসবুকে তাদের রিলেশনশিপ কি। এটা "Edge ranking" নামে বিশেষ ভাবে পরিচিত।
কিন্তু ২০১১ সালে ফেসবুক এই "Edge ranking" সিস্টেম কে বাতিল করে আরো জটিল অলগারিদম নিয়ে আসলো যেটার সাথে যোগ হলো "machine learning"
আমাদের নিউজফিডে যে সব কন্টেন্ট চলে আসে সেটা এখন এই "machine learning" সিস্টেমের কারনে হচ্ছে, বর্তমানের এই অলগারিদম ইউজারের পছন্দ অনুযায়ী কাজ করে যেমন আপনি কখনো ফেসবুকের কোন ছবির সাথে এঙ্গেজ হোন নাই তাহলে ফেসবুক এটা দেখবে এবং পরবর্তীতে আপনার নিউজফিডে কম ছবি দেখাবে, এটা লিঙ্ক ক্লিক, ভিডিও ইত্যাদি পোস্টের ক্ষেত্রেও একই ভাবে কাজ করবে।
অন্যদিকে ফেসবুক মারকেটারদের জন্য কিছু কন্টেন্ট ফরম্যাট নিয়ে এসেছে যেটা এঙ্গেজ হয় ভালো এবং শেয়ারও হয়, ফেসবুক নিয়ে এসেছে নেটিভ ভিডিও এবং লাইভ ভিডিও এবং ফেসবুক লাইভ ভিডিওকে নিউজফিডের উপরে রাখতে পছন্দ করে সাথে সাথে যে সব ভিডিও বেশি সময় ধরে দেখা হয়েছে এবং যেগুলার কমপ্লিশন রেট ভালো সেগুলা ভালো র্যাঙ্ক পেয়ে থাকে। এবং যেসব ভিডিও ইউজাররা মিউট থেকে আনমিউট করে দেখেছে কারন ফেসবুক মনে করছে এগুলাতে দর্শকের গুরুত্ব আছে।
এরকম হাজার হাজার ছোট বড় ফ্যাক্ট কাজ করে ফেসবুকের পোস্ট রাঙ্কিং এর উপর। তবে সেগুলার অবশ্যই একটা মিনিং আছে, ভিডিওর ক্ষেত্রে উদাহারন দিলাম সেটা নিয়ে ই একটু ব্যাখ্যা করি
- যে সব ভিডিও বেশি সময় দেখা হয়েছে সেগুলা ভালো এঙ্গেজ হয় কারন যেহেতু বেশি সময় দেখা হচ্ছে তার মানে এটা উপকারি অথবা দর্শকের আগ্রহ আছে।
- যে সব ভিডিওর কমপ্লিশন রেট ভালো মানে যে সব ভিডিও সম্পূর্ণ দেখা হয়েছে সেগুলার গুরুত্ব বেশি কারন গুরুত্বপূর্ণ অথবা ইউজারের কাছে ভালো না লাগলে কেন সে সম্পূর্ণ ভিডিও দেখবে
- যে সব ভিডিও মিউট থেকে আন মিউট করে দেখা হয়েছে সেগুলার গুরুত্ব বেশি কারন সেখানে ও দর্শকের আগ্রহের ব্যাপারটা চলে আসে।
ফেসবুকের ব্যাপার টা এখন এমন নাই যে কোন একজনের ইন্টারেস্টের উপর ভিত্তি করে সে একটা কন্টেন্ট দেখিয়ে দেলো, অথবা র্যাঙ্ক উপরে তুলে দিলো ব্যাপার টা হলো সেই কন্টেন্টটি ইউজারের সাথে কতটুকু কানেকশন তৈরি করতে পেরেছে।
আর এই ব্যাপারগুলা বুঝতে হলে ফেসবুক অলগারিদম সম্পর্কে বুঝতে হবে, এটাকে একভাবে ফেসবুকের নিয়ম কানুনও বলা যায় তাই এটা যদি আমরা না বুঝি অনেক কিছুতেই আমরা পিছনে থেকে যাবো।
ফেসবুক অ্যাডে স্প্লিট টেস্ট কি? কিভাবে কাজ করে? জেনে নিন।
চারিদিকে যখন বিভিন্ন ধরনের কনফিউশন, কেউ বলছে বড় অডিয়েন্স ভালো, কেউ বলছে ছোট অডিয়েন্স ভালো, কেউ সব বাদ দেন শুধু কাস্টোম অডিয়েন্স নিয়ে কাজ করেন তখন এই স্প্লিট টেস্টের আসলেই কোন বিকল্প নেই বলে আমি মনে করি। বিভিন্ন ভাবে চেস্টা করে দেখেন আপনার প্রোডাক্ট অথবা বিজনেসের সাথে কোন ধরনের অডিয়েন্স অথবা কোন ধরনের পোস্ট, ছবি ভালো কাজ করে, ছোট অডিয়েন্স নাকি বড়, কাস্টোম অডিয়েন্স নাকি নরমাল।
ডিজিটাল মার্কেটাররা সব সময় ই বিভিন্ন ভাবে একটা অ্যাড কিভাবে ভালো পারফর্ম করতে পারে সেটা চিন্তা করতে থাকে। আপনি কি ফেসবুক অ্যাড স্প্লিট টেস্টের কোথা শুনেছেন অথবা মাল্টিপল অ্যাড সেট অথবা A/B টেস্টিং? তিনরকম নাম দেখে বিভ্রান্ত হবেন না, একই কাজ, বিভিন্ন যায়গায় বিভিন্ন নাম ব্যাবহার করা হয়।
স্প্লিট টেস্ট কি?
এই স্প্লিট টেস্টের মাধ্যমে ফেসবুক অ্যাডভারটাইজার একটা অ্যাডের মধ্যেই একাধিক অ্যাড সেট তৈরি করতে পারবে যেটাকে আমরা অ্যাড সেটের থেকে টার্গেটিং নামে বেশি চিনে থাকি, এবং একাদিক ইমেজ সেটও তৈরি করতে পারবে।
ফেসবুকের মার্কেটিং এর বিভিন্ন দিক নির্দেশনামূলক লেখা নিয়ে মার্কেটে আমার একটা বই আছে, "ফেসবুক মার্কেটিং" নামে। আপনারা আগ্রহী হলে আমাকে ইনবক্স করতে পারেন।
তাহলে কি লাভ হবে?
একজন অ্যাডভারটাইজার যখন একটা অ্যাডকে স্প্লিট টেস্ট করে থাকে তখন তার লক্ষ্য থাকে দুইরকম ভাবে টার্গেট করে একটা অ্যাডই আলাদা আলাদা অডিয়েন্সের কাছে পৌঁছানো, এবং ২৪ ঘন্টা অথবা ৩৬ ঘন্টা পর মনিটর করে দেখা যে কোন সেট টা বেশি ভালো পারফর্ম করছে, সে অনুযায়ী একটা সিদ্ধান্ত নেয়া হয়, যে একাধিক সেটই চলবে নাকি কোনটা বন্ধ করতে হবে।
যেমনঃ
আপনি একটা অ্যাড বানাবেন, একটা সেটে আপনি সারা বাংলাদেশ লোকেশনে দিলেন, আরেকটা সেটে দিলেন শুধু ঢাকা, একটাতে বয়স দিলেন ২০-৫০ আরেকটাতে দিলেন ২৫-৪৫, একটা দিলেন মেইল, ফিমেইল একসাথে আরেকটা টে মেইল অথবা ফিমেইল। সহজ কথা হচ্ছে দুইটা অ্যাড সেটের টার্গেট একটার থেকে আরেকটা অবশ্যই আলাদা হবে না হলে আপনি কিভাবে বুঝবেন পার্থক্যটা। আমি দুইটা সেটের কথা বললাম আপনারা ইচ্ছা করলে আরো সেট তৈরি করে ভিন্ন ভিন্ন অডিয়েন্স তৈরি করে দেখতে পারেন, কোন অডিয়েন্স আপনার জন্য ভালো কাজ করে, তবে আপনি যদি স্প্লিট টেস্ট করেন আপনার ডেইলি বাজেট মিনিমাম ২ ডলার হতে হবে যদি দুইটা সেট করেন, বেশি করলে আরো বেশি বাজেট হতে হবে।
মাল্টিপল ইমেজ সেটের ব্যাপারটা কি
এখানে টার্গেট এর পাশাপাশি আপনি বিভিন্ন ইমেজ দিয়ে আপনার অ্যাড টেস্ট করে দেখতে পারেন, অথবা বিভিন্ন পোস্টে দিয়ে।
যেমন
আপনি একটা প্রোডাক্টের উপর ২টা পোস্ট আছে, অথবা দুই রকম ছবি আছে, তাহলে আপনি সেই দুইটা পোস্ট দুইটা সেটে এক সাথে চালিয়ে দেখতে পারেন কোন পোস্ট বেশি কাজ করবে অথবা কোন ছবি ভালো রেস্পন্স পাচ্ছে।
তবে দুইটা সেটে ২ ডলার, ৩টা সেটে ৩ ডলার এটাতে এরকম মনে করবেন না যে ফেসবুক প্রতিটা সেটে সমান ভাবে টাকা খরচ করবে, এক ডলার করে ৩ ডলার, এরকম না ব্যপারটা, একাধিক অ্যাড সেট এক সাথে চলবে, ফেসবুক যখন যেই অ্যাড সেটের অডিয়েন্স পাবে সেভাবে রিচ করাবে এবং সেভাবে টাকা খরচ হবে।
ধরেন আপনি যদি একটা অ্যাড সেট করেন বড় অডিয়েন্স দিয়ে, আরেকটা করেন ছোট অডিয়েন্স দিয়ে তাহলে বড় অডিয়েন্সে খরচ বেশি হবে এটাই স্বাভাবিক, তাই খরচটা সেখানেই বেশি হবে, ছোট অডিয়েন্সে রিচ কম খরচ ও কম।
কিভাবে সেলস ফানেল অ্যাড তৈরি করবেন-
সেলস ফানেল মার্কেটিং এর অন্যতম সেরা একটা মাধ্যম। তাই আপনি যদি আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসকে প্রমোট করতে চান তাহলে সেলস ফানেলের মাধ্যমে অ্যাড তৈরি করে মার্কেটিং করা হতে পারে আপনার জন্য চমৎকার স্ট্রেটিজি। চলুন একটু বুঝে নেয়া যাক কিভাবে আপনি সেলস ফানেল অ্যাড তৈরি করবেন।
স্টেপ ১- প্রথমেই আপনার আলাদা আলাদা কিছু কন্টেন্ট লাগবে।
প্রথমেই আপনাকে বিভিন্ন রকম কন্টেন্ট দিয়ে শুরু করতে হবে, আপনি ভাইরাল হয় অথবা অনেক চাহিদা আছে এরকম ব্লগ পোস্ট দিয়ে শুরু করতে পারেন। ব্লগ পোস্ট ছাড়াও সেটা ভিডিও হতে পারে, ইনফোগ্রাফিক হতে পারে, স্লাইড শো হতে পারে, ওয়েবিনার হতে পারে অথবা ফ্রি ই বুক অফার হতে পারে, এটা ডিপেন্ড করে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের উপর। তবে এখানে প্রথমেই সেলের কথা বলা ঠিক হবে না, আপনার ক্লায়েন্টদের রেডি করেন আগে।
এবং এখনে আরেকটা ব্যাপার আপনাকে করতে হবে বয়স বুঝে আপনাকে কন্টেন্ট বানাতে হবে,আপনি হয়তো একটা নির্দিষ্ট বয়স নিয়ে কাজ করেন না, আপনার ক্রেতা হয়তো বিভিন্ন বয়সের আর বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন রকম কন্টেন্ট পছন্দ করবে না এটাই স্বাভাবিক তাই নয় কি? সে জন্য আপনাকে বয়স বুঝে এবং তাই পছন্দ বুঝে কন্টেন্ট বানাতে হবে এবং সেগুলা ফেসবুকে পেইড প্রমোট করতে হবে।
স্টেপ-২ আপনার "Warm Audience" এর কাছে আপনার কন্টেন্ট প্রমোট করতে হবে।
আমরা বলবো যে যারা আপনার Warm Audience তাদের কাছে প্রথমে আপনার কন্টেন্ট মার্কেট করেন, এখন কথা হচ্ছে Warm Audience কাকে বলে জানেন কি?
Warm Audience হচ্ছে তারা যারা কোন ভাবে আপনাকে চেনে জানে ইত্যাদি এবং যেহেতু তারা আপনাকে চেনে এবং জানে তারা আপনার প্রোডাক্টে আগ্রহ দেখাতে পারে।
এরা হতে পারে আপনার পেজে যারা লাইক লিস্টে আছে তারা অথবা আপনার ওয়েবাইটের ভিজিটর।
এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার কোন কন্টেন্ট সব থেকে ভালো কাজ করে।
স্টেপ-৩ লুকে এ লাইক অডিয়েন্স তৈরি করা-
আপনি আপনার কিছু কন্টেন্ট দিয়ে অ্যাড চালালেন, সেটা ভিডিও ভিউজ হতে পারে, এংগেজমেন্ট অ্যাড হতে পারে, লিড জেনারেশন হতে পারে, যেটাই হোক আপনি কিছু অডিয়েন্স পেলেন, সেগুলা দিয়ে আপনি কাস্টোম অডিয়েন্স তৈরি করলেন, কিন্তু সেটা আপনার জন্য যথেষ্ট হবে বলে আমার মনে হয় না, আপনাকে লুকে এ লাইক অডিয়েন্সে যেতে হবে? লুকে এ লাইক অডিয়েন্সে কি লাভ? লুকে এলাইক অডিয়েন্স তারাই যারা আপনার কাস্টোম অডিয়েন্সের মতই, তাদের ফেসবুক প্রোফাইল ইনফরমেশন, বিহেবিয়ার ইত্যাদি প্রায় একই রকম, তাহলে আপনি আপনার কাস্টোম অডিয়েন্সের সাথে সাথে কিছু বাড়তি অডিয়েন্স পেয়ে গেলেন যারা আপনার প্রোডাক্ট সম্পর্কে আগ্রহী হতে পারে।
স্টেপ ৪ আপনার সেরা কন্টেন্ট প্রমোট করেন-
যারা আপনাকে ইতিমধ্যে চেনে তাদের নিয়ে তো কন্টেন্ট বানালেন, কাস্টোম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স করে তাদের দেখালেন আপনার কন্টেন্ট কিন্তু যারা আপনাকে একদমই জানে না তাদের জন্য কি?
তাদেরকে বলা হয় "Cold audience" যারা আপনার ব্র্যান্ড সম্পর্কে অবগত নয়। আপনার মনে আছে কি ধরনের কন্টেন্ট দিয়ে আপনি আপনার "Warm audience" কে প্রভাবিত করেছিলেন? এখন সময় হচ্ছে ঠিক সেই কন্টেন্টগুলা থেকে সব থেকে বেস্ট কন্টেন্ট দিয়ে আপনার "Cold audience কে প্রভাবিত করা। যেহেতু এরা একদম নতুন তাই এদের কন্টেন্ট হতে হবে আরো শক্তিশালি, জড়ালো। এখানেও কন্টেন্ট হতে পারে ভিডিও, ব্লগ, ফ্রি ই বুক, ইত্যাদি।
এটা করলে যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে আপনি কিছু ভালো মানের "Cold audience" আপনার ডাটাবেজে নিয়ে যেতে পারবেন এবং আপনার কন্টেন্ট যদি তারা পছন্দ করে তাহলে তারা আস্তে আস্তে "Cold audience" থেকে "Warm audience" এ রূপান্তরিত হতে পারে। আর সেটাই আপনার দরকার।
স্টেপ ৫- ইফেক্টিভ মার্কেটিং-
আপনি এটা আশা করতে পারেন না যে বিশাল সাইজের একটা "Cold audience" নিয়ে আপনি অ্যাড চালাবেন আর সেখান থেকে আপনি টনের উপর টন লিড পেয়ে যাবেন এবং তার আপনার প্রোডাক্ট কেনার জন্য পাগল হয়ে যাবে, বিশেষ করে যে সব প্রোডাক্টের কম্পিটিশন অনেক বেশি তারা যদি এরকম আশা করে ভুল হবে, সেল যে একদমই হবে না সেটা না তবে আপনার আশা অনুযায়ী হয়তো হবে না।
যেটা করতে হবে আপনার "cold audience" কে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট দিয়ে আকৃষ্ট করতে হবে, বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে যেন তারা আস্তে আস্তে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের দিকে ধাবিত হয়। তবে এই সেলস ফানেলের ফর্মুলা রাতারাতি কাজ করবে না এটা মনে রাখবেন, এটা একটা চলমান প্রসেস, আপনাকে এটা দিনের পর দিন করে যেতে হবে এবং একটা সময় এসে আপনি অবাক হয়ে লক্ষ্য করবেন আপনার প্ল্যান কাজ করা শুরু করেছে।
স্টেপ ৬ ফেসবুক পিক্সেল ব্যাবহার করেন-
ফেসবুক পিক্সেল দিয়ে কিভাবে কাজ করবেন
১। ফেসবুক পিক্সেল বানাবেন
২। আপনার ওয়েবসাইটে পিক্সেলের কোড বসাবেন
৩। এরপর আপনি রিমার্কেটিং করবেন, যারা আপনার ওয়েব সাইট ভিজিট করেছে তাদেরকে বারবার আপনার প্রোডাক্ট, সার্ভিস ইত্যাদি সম্পর্কে অবহিত করতে হবে।
স্টেপ ৭ - ভিডিওর মাধ্যমে রিমার্কেটিং করেন
বিভিন্ন ধরনের মার্কেটিং পদ্ধতি নিয়ে এখন কাজ করা যায়, আপনি যখন এটা ফেসবুকের মাধ্যমে করতে চান আমরা বলবো ভিডিও এর মাধ্যমে আপনার সেলস ফানেলে ন্যারো করেন।
আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভিডিও ফেসবুকে দেখে থাকেন, আপনারাও বিভিন্ন ভিডিও বানাতে পারেন এবং ভিডিও ভিউজের ডাটা নিয়ে সেটা দিয়ে কাস্টোম অডিয়েন্স তৈরি করে আবার আরেকটা কন্টেন্টে সেটা আপ্লাই করে প্রমোট করতে পারেন। তাহলে যারা আপনার ভিডিও আগে দেখেছে তারা আপনাকে কিছুটা চেনে, আরো কয়েকবার দেখালেন আরো ভালো করে চিনলো, এরপর আপনি সেল পোস্ট দিলেন তাদেরকে অডিয়েন্সে সিলেক্ট করে, তবে চেনানোর জন্য যে ভিডিও দিবেন সেটা সেল পোস্ট না হয়ে বিভিন্ন ধরনের টিপস, উপকারি, সচেতনতা পোস্ট, মজার ভিডিও, বানী ইত্যাদি হতে পারে, এখানে আপনার ক্লায়েন্টের পারসোনা অনুযায়ী আপনাকে কন্টেন্ট কি হবে সেটা ঠিক করতে হবে।
ইতি টানি এইভাবে
একটু রিভাইজ হয়ে যাক
১। ভিন্ন ভিন্ন অডিয়েন্সের জন্য ভিন্ন ভিন্ন কন্টেন্ট তৈরি করুন, খেয়াল রাখবেন ক্লায়েন্টের পারসনা খুব গুরুত্বপূর্ণ
২। লুকে এলাইক অডিয়েন্স তৈরি করেন (কোল্ড অডিয়েন্স) যারা আপনার প্রোডাক্টে সরাসরি ইন্টারেস্টেড না হলেও একই ধরনের প্রোডাক্টে ইন্টারেস্টেড।
৩। লুকে এলাইক অডিয়েন্সের কাছে আপনার সব থেকে সেরা কন্টেন্ট নিয়ে যান
৪। এখান থেকে কিছু কাস্টোমার "ওয়ার্ম অডিয়েন্সে রুপান্তর হবে এবং কিছু জিনিস কিনবে"
৫। ফেসবুক পিক্সেলের মাধ্যমে রি মার্কেটিং করেন
৬। আপনার সেল বাড়ান।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Mirpur
1216
113/C, Pirerbag, 60 Feet Road, Mirpur 2
Mirpur, 1216
We're working on creative marketing strategy & Online promotional service, we small & medium level startup with various kind of IT solution
House #36, Road # N-7, Block #H, Eastern Housing, Mirpur 12
Mirpur, 1216
Aayra Technology is your IT Solution, we are providing any kind Of IT Support On Call basis.
Mirpur
Mirpur, 1216
We are trying to build a steong community of information technology enthusiasts in bangladesh
Suit # 42, 4th Floor, Muktobangla Shopping Complex
Mirpur, 1216
Leading Edge Technology
02/21
Mirpur, 1216
Tech Lock is a Technical Security system for Automobiles. Our Device is the best security system in
Mirpur-01, Dhaka. Bangladesh
Mirpur, 1216
High Tech Solutions Ltd is a new and upcoming company. We are promising to provide world class work.
West Kazipara
Mirpur, 1216
The Best Graphics Design Company in Dhaka Bangladesh. Nobarunno IT. Our dedicated graphics designer will assist you as an example of your dream actually. We are waiting to provide ...
House:02, Line:02, Road:10, Ave:03, Section: 11
Mirpur, 1216
Mirpur Information Technology