Laa Tahzan লা-তাহযান

Laa Tahzan লা-তাহযান

Organic product without using any preservative or harmful chemical. Fresh Mango, Shrimp, Pure Honey, Fresh Fish etc. TERMS & CONDITIONS:
Welcome to Laa Tahzan.

Before placing an order please check the terms & conditions carefully. Please note that Laa Tahzan reserves the right to change the terms & conditions and it may change anytime. PRODUCT AVAILABILITY:
We are cordially giving you the information that our featured items have limited quantities. Most of the products displayed on our page are also available at our outlets till products are in stock. Be

10/06/2024

বয়কটের কথা আমরা ভুলেই গিয়েছিলাম তারা আমাদেরকে মনে করে দিলো।
"আরে মিয়ারা, কোক মোটেও ঐ "জায়গা"র না" লাইনটা বিজ্ঞাপনে যতবার কানে আসতেসে, অন্যরকম একটা আনন্দ হইতেসে।
প্রথমত, বয়কটে নাকি তোমাদের বাপদের কিছু হয় না? তাইলে এখন প্রতি ওভার শেষে কোক মোটেও ঐ জায়গার না বলে কানতেসো কেন?
শখে শখে নিশ্চয়ই কোন ব্র্যান্ড এমন টাকা খরচ করে কান্নাকাটি করে না?
আর দ্বিতীয়ত, যতই সাপোর্ট করুক, ঐ জায়গা এতোটাই নোংরা যে, ঐ জায়গার নাম উচ্চারণ করার সাহস ইভেন কোকেরও হয় নাই।
অর্থাৎ, যতই সাপোর্ট করুক, ওরা যে ঘৃণারও অযোগ্য, ওদের দেশের নাম যে পাবলিকলি উচ্চারণ করা যায় না, সেইটা ওরা নিজেরাও জানে।
সত্য আর মিথ্যার তফাতটা যুগে যুগে এমনই ছিলো, এমনই আছে, ভবিষ্যতেও এমনই থাকবে।
যারা গত একটা বছর মানুষের হাজারো টিটকারি সহ্য করেও কোকের বোতলটা দূরে সরিয়ে রেখে চলেছেন, আপনাদের সবাইকে অভিবাদন জানাই।

15/04/2024

বাঙালি জাত হিসেবে অনন্য। এরা দেশি কোলা খেতে খেতে কোক স্টুডিও'র গান দেখবে।

Photos from Laa Tahzan লা-তাহযান's post 07/09/2023

সাতক্ষীরার ঘের ও নদীর মাছ লাগলে যোগাযোগ করতে পারেন।
যোগাযোগ হোয়াটসঅ্যাপ এবং মোবাইল : +8801910733111

19/05/2023

সাতক্ষীরার বিখ্যাত হিমসাগর আম।

সরাসরি বাগান থেকে সারাদেশে সরবরাহ করছি আমরা।

⭕ আমের সাইজ – ২০০-৩০০ গ্রাম।
৪-৫ টি আমে এক কেজি হবে ইনশাআল্লাহ।

বি:দ্র: এবছর বৃষ্টি কম হওয়ায় অধিকাংশ বাগানের আমের সাইজ একটু ছোট।

সাতক্ষীরার আম এমনিতে রাজশাহী/চাপাইনবাবগঞ্জের চেয়ে কিছুটা ছোট হয়।
তবে স্বাদের দিক দিয়ে সেরা।

🔴 রিটার্ন/রিফান্ড পলিসি

১. আম কুরিয়ারে পৌঁছানোর ১/২ দিনের মধ্যে রিসিভ করতে হবে। নতুবা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। ২ দিন পরে রিসিভ করলে এবং সেক্ষেত্রে আম পঁচে গেলে এক্সচেঞ্জ/রিটার্ন পলিসি কার্যকর হবে না।

২. আম পছন্দ না হলে রিটার্ন করা যাবে। এক্ষেত্রে কুরিয়ার চার্জ সম্মানিত ক্রেতা বহন করবেন।

সংরক্ষন পদ্ধতি
———————-
১. আমরা গাছে পরিপক্ক আম সরবরাহ করব ইনশাআল্লাহ। এটি ক্যামিকেল মুক্ত হওয়ায় প্রাকৃতিক নিয়মে পূর্ণভাবে পরিপক্ক হতে কয়েকদিন সময় লাগতে পারে।

২. শুষ্ক এবং স্বাভাবিক তাপমাত্রাযুক্ত স্থানে আমের ক্যারেট সংরক্ষণ করুন।
এসি/ফ্যানের বাতাসযুক্ত স্থানে রাখবেন না।

🔴 অবশ্যই অগ্রিম পেমেন্ট করতে হবে। যেহেতু এটি পচনশীল পণ্য, তাই কেউ অর্ডার করার পর রিসিভ না করলে আমাদের বড় লোকসানের সম্মুখীন হতে হবে। আম ব্যতীত আমরা সকল পণ্য সম্পর্ণূ ক্যাশ অন ডেলিভারিতে প্রভাইড করে থাকি।

🔴 ডেলিভারি টাইম ১-৩ দিন ইনশাআল্লাহ।

🔴 আপনার পেমেন্টের বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন।

🔴 আমে কোন সমস্যা হলে আমরা অবশ্যই সেটির উত্তম সমাধান প্রদান করবো ইনশাআল্লাহ।

যোগাযোগের নাম্বার: 01715-118394,

30/03/2023

সাতক্ষীরার মিস্টি ক্যেমিকেল মুক্ত আম পেতে Laa Tahzan লা-তাহযান এর সাথেই থাকুন।

30/03/2023

🥰🥰🥰

18/11/2022

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,
“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”
“বেশিক্ষণ না” জেলেদের এক কথার উত্তর।

“তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন?” লোকটা প্রশ্ন করেন। জেলেরা বলেন, "আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়"।
“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” লোকটা জিজ্ঞাসা করে। জেলেরা জবাব দেয়,
“আমরা ঘুমায়, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বৌয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই…”। পর্যটক তাদেরকে থামিয়ে বলেন,“আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনতে হবে। ”

“তারপর?” জেলেদের প্রশ্ন।
“আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় দুটা, তিনটা বা আরও বেশি নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে, সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী, আমেরিকার লসএঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। ”

“এসব করতে কত সময় লাগবে?” জেলেদের প্রশ্ন।
“কুড়ি/পঁচিশ বছর তো লাগবেই।” জবাব দেয় পর্যটক।
“তারপর” জেলেরা প্রশ্ন করে।
লোকটা হেসে জবাব দেয়, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”

“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে। পর্যটক তখন জবাব দেন, “আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন…,”। তখন জেলেরা বলেন,
“সেই কাজটাই তো আমরা এখন করছি। তাহলে এই বিশ/পঁচিশ বছরের এই কষ্টের জীবনের মানে কী?”

(সংগৃহীত ও অনূদিত)

Photos from Laa Tahzan লা-তাহযান's post 17/11/2022

ভাবতেসি ছবিগুলো প্রিন্ট করে বাসায় ঝুলিয়ে রাখবো।

চিংড়ি, পায়রা মাছ, দাঁতিনা, ভেটকি এখন দেখা পাওয়া মুশকিল হয়ে গেছে। ছবিটা গামছা দিয়ে কিছুদিন পর পর মুছে দিয়ে স্মরণ করবো। একসময় ক্যারেট ভরে এসব মাছ কিনতাম। গত 3 বছরে দাম বেড়েছে 75%।

আর পরবর্তী জেনারেশনকে যখন বলবো, ক্যারেট ভরে ভরে ঘেরের থেকে চিংড়ি কিনতাম। এদের কাছে তখন হয়তো সুপারি গাছ দিয়ে দাদার দাঁত খিলাল করার গল্পের মতো শুনাবে।
হোয়াটসএপে অর্ডার করতে: 01715-118394

Want your business to be the top-listed Grocery Store in Mirpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#fish #fishlovers #riverfishing #fishing #fishinglife #fisherman
🥰🥰🥰

Telephone

Website

Address


Hose #25, Road #03, Block-A, Section-11, Pallabi
Mirpur
DHAKA-1216