B sports
Stay with us to get news of cricket football and all sports from home and abroad
মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত ভারতীয় ক্রিকেটার রিশভ পান্ত। দিল্লী থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে যাবার পথে দূর্ঘটনায় পতিত হন তিনি। এই সময় তার গাড়িটি রাস্তার ডিভাইডারে ধাক্কা খায় ও তাতে আগুন লেগে যায়। ফলে মাথায় ও পিঠে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন পান্ত।
তার দ্রুত সুস্থতা কামনা করছি
বাংলাদেশ বনাম আলজেরিয়া ফুটবল ম্যচ
বাংলাদেশ ৪-১ আলজেরিয়া
দুবাই প্রবাসি ভাইয়েরা ছুটির রাতে ফুটবল নিয়ে প্র্যক্টিস ও মজাদার কিছু মুহুর্ত। 🥰😍
Bangladesh VS Algeria
Full-time.. Bangladesh 4-1 Algeria..... 🇧🇩💪
Dubai Bangladeshi Remittance Fighter Holiday Night Football Practice Time 😍🥰
অভিনন্দন মেসি
অভিনন্দন টিম আর্জেন্টিনা।
একটা ম্যাচে এত নাটকীয়তার পরেও যে ভাগ্য তোমাকেই খুঁজে নিয়েছে। হয়তো এটাই তোমাট জন্য লিপিবদ্ধ ছিল। অবশেষে কোন আক্ষেপহীন কেরিয়ার টার ইতি ঘটলো ক্ষুদে জাদুঘরের।।❤️❤️
ব্রাজিল হেরে গেছে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে। কেন হেরেছে, কি করলে জিততো, কে ভালো খেলেছে, কে খারাপ। অনেক কাঁটাছেড়া। চলছে, চলবেও। কিন্তু তাতে বাস্তব পালটাবে না। এই বিশ্বকাপে আর ব্রাজিল ফিরে আসবে না।
অনেকেই বলেন, লাতিন আমেরিকার ফুটবল শেষ। এখন ইউরোপের ফুটবলের যুগ। তা হবে হয়তো। হয়তো ঠিক। আমি লাতিন আমেরিকায় আসছি না। আমি ব্রাজিলে আসি।
ব্রাজিল ক্রোয়েশিয়ার কাছে হারার পর রিও দি জেনেইরো শহরের বস্তির অন্ধগলির বাচ্চাটা হাপুস নয়নে কেঁদেছে। কান্না থামার পর সব ভুলে ও আবার ফুটবলার হওয়ারই স্বপ্ন দেখবে। কারণ ওটা ব্রাজিল। ওখানে মানুষ ফুটবলে বাঁচে। ফুটবলেই স্বপ্ন দেখে।
কখনও শুনেছেন কাউকে বলতে গোল্ডেন জেনারেশন অব ব্রাজিল? শুনবেন না। কারণ ব্রাজিলে যে শিশুটা দু’বেলা খেতে পায় না, সেও দিনের শেষে স্বপ্ন দেখে। একদিন বড় ফুটবলার হয়ে সব কষ্ট মুছে ফেলবে। ফুটবলটা ওখানে অনেকটা জল খাওয়ার মতো। বাঁচতে হলে ফুটবলই খেলতে হবে।
স্পেন। তিকিতাকা। সেই ২০১০। গোল্ডেন জেনারেশন। বিশ্বকাপ। তারপর? উত্তর নেই।
হঠাৎ করে একটা ইংল্যান্ড, একটা ক্রোয়েশিয়া, একটা বেলজিয়াম। ব্রাজিল কিন্তু তা নয়।
ছোটবেলায় ব্রাজিল দেখা শুরু করেছিলাম রোনাল্ডিনহো, রবিনহো, কাকাকে দেখে। এখন সেটা নেইমার, কুটিনহো হয়ে ভিনিসিয়াস, মার্টিনেল্লি। তুলনায় না গেলেও একটা কথা বলাই যায়, শিল্প মরেনি। শিল্প মরতে পারে না। ইউরোপীয় ফুটবলের জয়োল্লাসের দিনেও ব্রাজিল থাকবে ব্রাজিল।
যাঁরা ব্রাজিল হারে ভীষণ খুশি তাঁরাও জানে, যাঁরা ভেঙে পড়েছে তাঁরাও জানে, ব্রাজিল ফিরবেই। কেউ না থাকুক আবারও বিশ্বকাপে হট ফেবারিট হবে এতে কাপ জিতুক বা না জিততে পারুক।
ব্রাজিল ফুটবলের মৃত্যু নাই। কারণ কোন ঘরানা কখনও মরে না। বেঁচে থাকে প্রজন্মের পর প্রজন্মে। যুগের পর যুগ ধরে তৈরি করে সমর্থক। মুগ্ধ করে নিজের শিল্পশৈলীতে।
সেই পেলে থেকে শুরু করে গারিঞ্জা, জিকো, জুজিনহো হয়ে রোমারিও, রিভালদো, রোনালদো, দিনহো, কাকা বা হালের নেইমার-সিলভা ভবিষ্যতের ভিনি-এনড্রিক এমন হাজার হাজার তারকা ব্রাজিল দল আলোকিত করেছিলো, করছে এবং করবে।
আপনি বিশ্বাস করেন বা না করেন,
‘ব্রাজিল ফুটবল একটা নদীর মতো, যে নদীতে কখনও ভাঁটা আসে না।’
-Azim Shourov
বিদায় ফুটবলের আরেকটা জেনারেশন 😭😭
সত্যি তোমাদের আমরা কখনো ট্রফি দিয়ে মাপকাঠি করবোনা😭 তোমরা সব কিছুর উর্ধ্বে নিয়ে গেছো তোমাদের😥 যে অনন্য উচ্চতা নিয়ে ট্রলতো দূরের কথা কথা বলার সাহস ও হয়তো আমাদের নেই। তোমাকে ফুটবল ⚽ ভক্তরা কখনো ভুলতে পারেনা পারবেনা। ভালোবাসা অবিরাম প্রিয় রন Cr-7❤️
ইতিহাসে কোনো মুসলিম দেশ হিসাবে প্রথম সেমিফাইনালে উঠলো মরক্কো❤️
কাপটা হয়তো তোমাদের জন্যই অবধারিত 🤟🇲🇦
অভিনন্দন টিম ক্রোয়েশিয়া 😍
তবে ব্রাজিলের জন্য খুবই খারাপ লাগছে 😭
১০ ডিসেম্বর ২০২২ 🇧🇩
বাংলাদেশের জন্য দিনটা শুধু খেলা আর খেলা 🇧🇩
৯ তারিখ রাত ৯টায় শুরু ব্রাজিলের খেলা 🇧🇷
খেলা শেষ করে মিছিল মিটিং আনন্দ উল্লাস করতে করতে শুরু হয়ে যাবে ১০ ডিসেম্বর।
ঠিক ১০ ডিসেম্বর রাত ১টায় আর্জেন্টিনার খেলা 🇦🇷 খেলা শেষে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে ফজর পড়ে হাল্কা ঘুম দিয়ে না উঠতেই শুরু হবে ভারত বাংলাদেশ এর সেই টান টান উত্তেজনাপুর্ণ ম্যচ 🇧🇩🎌🇮🇪
সাগরিকা সাজবে বাংলা ওয়াশের জন্য।🇧🇩💪
এর মধ্যেই শুরু হয়ে যাবে বর্তমান বাংলাদেশ সাধারণ মানুষের উপর বুঝা হয়ে উঠা স্বৈরচারী ভোট'চোর মাফিয়া গনতন্ত্রের দাফনকারী বাংলাদেশের রাষ্ট্রীয় গলার কাটা নিকৃষ্ট অভিশপ্ত আওয়ামী ও পুলিশ লীগের বিপক্ষে বাংলাদেশের মুক্তিকামি সাধারণ মানুষের লড়াই বা খেলা।
দিন শেষে সব গুলি খেলায় আমি যাদের জয় চাই, ১ব্রাজিল, ২আর্জেন্টিনা, ৩বাংলাদেশ, ৪,গনতন্ত্রের
তবে এইসব কোন খেলার মধ্যে কোন সাধারণ মানুষ বা কোন মায়ের কোল খালি হোক এটা আমি চায়না।
দিনশেষে সবচেয়ে বেশি খুশি হবো যদি গনতন্ত্র ও বাংলার সাধারণ মানুষ এই বর্বর থেকে মুক্তি পায়।🇧🇩
বিঃদ্রঃ আমি আর্জেন্টিনা জিতুক এই জন্যই চাই,
কারণ আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ বিশ্বকাপে এখন পর্যন্ত অন্তত আমি দেখিনি, সুতরাং ফুটবলকে যেহেতু ভালোবাসি এই চির দুই প্রতিদ্বন্দী'র সুপার ক্লাসিকো'টা মিস করতে চায়না। এমন ম্যচ বিশ্বের সকল ফুটবল প্রেমীরাও দেখতে চায় বলে আমার বিশ্বাস।
সবাই হাতের কাজ সেরে রেডি হয়ে থাকুন🥰
B sports
আলহামদুলিল্লাহ আবারো ভারতের বিপক্ষে ২-০ তে সিরিজ জিতে নিলাম। এখন বাংলা ওয়াশের পালা।
ভারত গত সিরিজ মোস্তাফিজের কাছে হারলেও এই সিরিজ টা মেহেদীর কাছেই হারবে ইনশাআল্লাহ। এমন বাংলাদেশকেই'তো দেখতে চেয়েছি, হারার আগেই যেন হেরে না যায়। মেহেদীকে নিয়ে যাই বলিনা কেন কম হয়ে যাবে। কোথা থেকে টেনে কোথায় নিয়ে আসলো, আর শেষ ওভারের কি সাহসের সাথে ব্যক্তি ১০০* টাও তুলে নিল। নিজেও খেল্লেন। পার্টনারদের ও খেলালেন। কি অসাধারণ মুহুর্ত 🥰🥰 আলহামদুলিল্লাহ
অভিনন্দন টিম পর্তুগাল সুইজারল্যান্ড'কে ৬-১ এ উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার জন্য।
রোনালদো ছাড়া ম্যচের ৭০% খেলা চল্লেও তার অভাব চোখে পড়তে নেয়নি তার টিম ম্যটরা।
রোনালদো বিহীন পর্তুগাল হাফটাইম শেষ
২-০ তে এগিয়ে আছে শুভ কামনা পর্তুগাল
স্পেন নাকি মরক্কো??
অভিনন্দন টিম ব্রাজিল 🇧🇩👉❤️🇧🇷
এইটাই আসল ব্রাজিল, যার অপেক্ষায় এতদিন। 💪
কি দিয়ে বিশ্লেষণ করবেন আজকের এই অসাধারণ ম্যচটাকে, যাকে বলা আলে চোখের শান্তি। মনের শান্তি। অসাধারণ অবিশ্বাস্য অদ্ভুত রকমের অতুলনীয় শৈল্পিক খেলা উপহার দিলেন ব্রাজিল।
মিরাজ ইউ বিউটি
তোমাকে ভুলবেনা এই জাতি
Wicket By Miraz
অসাধারণ একটা মেস উপভোগ করলাম।
আজকে মেসিকে মেসির মত খেলতে দেখলাম
লাস্ট মিনিট পর্যন্ত উত্তেজনায় ভরপুর ছিলো।
অভিনন্দন আর্জেন্টিনা
অস্ট্রেলিয়ার ব্যাক পাসে আত্বঘাতি গোলটা পোড়াবে অনেক, নয়তো শেষের দিকে খেলা জমে গেছিলো। পরবর্তী বিশ্বকাপের জন্য শুভকামনা টিম অস্ট্রেলিয়া।
ফুটবলের রাজা কালো মানিক ক্ষেত পেলে আমাদের মাঝে আর নেই।
কালো মানিক ক্ষেত ফুটবলের রাজপুত্র পেলে জীবন-মরণ সন্ধিক্ষণে 😭।
অভিনন্দন ও শুভকামনা রইলো ভারতের সিরিজের জন্য অন্তর্ভুক্তকালীন অধিনায়ক লিটন কুমার দাস।
শুভ কমনা রইলো পর্তুগাল টিম ও CR-7 এর জন্য।
শুভ কামনা সেলেসাও বাহিনী।
ফিফা ওয়ার্ল্ডকাপ ইতিহাসের আফ্রিকার প্রথম কোন দল গ্রুপ চ্যম্পিয়ন হিসাবে রাউন্ড অফ সিক্সটিনে উঠেছেন মরক্কো। শুভ কামনা ও অভিনন্দন 🌹🌹🌹
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Contact the public figure
Address
Mirpur
Road 6
Mirpur, 1216
Urologist and Uro-Oncologist
Mirpur, 1216
Vocal: Shanto Guitar and Vocal: Shahed Lead Guitar: Mithun Bass: TaZim Drums: Ashik
Mirpur
When My Passion Turned Into A Profession 𝐒𝐇𝐈𝐌𝐔'𝐒 𝐇𝐄𝐍𝐍𝐀 𝐀𝐑𝐓 𝐆𝐀𝐋𝐋𝐄𝐑𝐘 created ♡