Henna By Ayesha
Nearby clothing stores
Dhaka
Bashundhara, Dhaka
Natural Denims Garment Road, Dhaka
Topkhana Road, Dhaka
Gulshan, Dhaka
Topkhana Road, Dhaka
Topkhana Road (Makkah Surgicale Market, Dhaka
SIDDIK3675
Dhaka GULSHAN
Gpo, Dhaka
Ishrat Tower, House No#6, 6th Floor, Room No#604, Purana Paltan,, Dhaka
Dhaka
Baitul Mukarram, Dhaka
Purana Paltan Line, Dhaka
Dhaka 1000
We make the best organic henna cones made with pure care that will give you dark stain. ♥️
যাদের হাত অতিরিক্ত ঘামায় তারা এই ট্রিকটা ফলো করতে পারেন, মেহেদী দেওয়া শেষে হালকা শুকিয়ে যাওয়ার পর এভাবে পাউডার ছড়িয়ে দিতে পারেন। ইন্সটাগ্রাম থেকে পাওয়া তাই আপনাদের সাথে শেয়ার করে নিলুম 💁🏻♀️
Courtesy: Monikajain
🏷️𝐎𝐫𝐠𝐚𝐧𝐢𝐜 𝐡𝐞𝐧𝐧𝐚 𝐩𝐫𝐢𝐜𝐞 𝐥𝐢𝐬𝐭 🔥🌿
🌿Regular cone : 110/- (20-22gm)
🌿Large cone : 130/- (26-28 gm)
🌿XL cone : 150/- (30 gram)
🔴No preservatives ✅
🔴No chemicals ✅
🔴100% Natural and organic ✅
⚠️You must keep it in deep freeze❗️
100% Halal homemade organic cones 🫶🏼
اِهْدِنَا الصِّرَا طَ الْمُسْتَقِيْمَ ۙ
ইহদিনাসসিরা-তাল মুছতাকীম।
"আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন কর ও তার প্রতি অটুট থাকার তাওফীক দান কর।"
(QS. Al-Fatihah 1: Verse 6)
এত এত অর্গানিক মেহেদীর ভীড়ে যে আপনারা আমাদের মেহেদীটাই পছন্দ করেন সে আনন্দটা কিভাবে বুঝাই বলেন!!! আমরা আদো আমাদের কোনো পেজ বুস্ট করিনি, অনেক বড় বড় পেজ গুলো প্রতিনিয়ত বুস্ট করে যাচ্ছে তার মাঝে আমাদের এই নন-স্পন্সরড পেজ ছোট্ট পেজটা, এই ছোট্ট পেজ নিয়েই আমরা আপনাদের ভালবাসা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি। সবই রিজিক আর আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ, আর আপনাদের ভালবাসা 🫶🏼
বুঝলেন তো? 😏
পার্সেল যেন রিটার্ন না আসে!! 😴😴
মনে আছে তো? 💜
এসে গেল শীত....🥶❄️☃️
মেহেদী পরেছেন কষ্ট করে? আচ্ছা এখন শুকানোর পালা। নরমালি মেহেদী শুকাতে লাগে ১ থেকে দের ঘন্টা কিন্তু শীতকালে বাতাসে আদ্রতা কম থাকলেও মনে হয় যেন শুকাতেই চায় না। হাত জমে বরফ হয়ে যায়।। 🥶❄🧊
️এই ঠান্ডার কষ্টে অনেকে মেহেদী পরতেও চায় না। এখন যদি কিছু সহজ টিপ্স দেই তাহলে পরবেন তো? 🤩🤩
শীতে মেহেদী পরার শখ তো আর বাদ দেওয়া যায় না তাই না!? 😇
কিন্তু কনকনে শীতে যে মেহেদী পরতে গেলে হাত জমে বরফ হয়ে যায়❓উপায় কি তাহলে ❓শখ বাদ দিয়ে দিব ❓না না একদমই না ‼️
এই যে টিপ্স নিয়ে হাজির হলাম!! 🥳
শুনুন তাহলে....✊🏼✊🏼
✅মেহেদী পরার পর হাতে হেয়ার ড্রায়ার (Hair Dryer) দিয়ে শুকিয়ে নিবেন। পুরোপুরি না শুকালেও ৮০% শুকিয়ে যাবে ১০-১৫ মিনিট ব্যবহার করলে। আর ড্রায়ারের গরম বাতাসেও অনেকটা আরাম পাবেন। এরপর হাত নরম কাপড় বা মেফিক্স ট্যাপ* অথবা cling wrapper* (ছবি কমেন্টে পাবেন) দিয়ে পেচিয়ে নিবেন। এতে হাত গরম থাকবে। এরপর আপনার এই হাত লেপের বা কম্বলের নিচে নিতে ভয় লাগবে না।
✅যাদের বাসায় হেয়ার ড্রায়ার নেই তারা একটু কষ্ট করে দুই তিন পা হেঁটে চুলার কাছে চলে যাবেন। একটা তাওয়া বা ফ্রাই প্যানে কয়েকটা লং নিয়ে ভাপ নিন। হাতের উষ্ণতা বৃদ্ধি পাবে এতে সাথে রঙও গাঢ় পাবেন। এরপর সেই প্রথম টিপ্সের মতন নরম কাপড় অথবা মেফিক্স ট্যাপ......
🔴 এই টিপ্স গুলো এখন থেকেই প্রয়োগ করতে পারবেন কিন্তু হাত পেচানোর সময় খেয়াল রাখবেন হাত যেন না ঘামে। যদি হাত ঘামানোর চান্স থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন।
💬যেহেতু শীতকালে স্কিনের তাপমাত্রা ঠান্ডা থাকে তাই মেহেদীর রঙ আসতেও দেরি হয় এবং হাতেও সাধারণ সময় থেকে একটু বেশি সময় রাখা লাগে। তাই তাড়াতাড়ি রঙ পেতে উপরের টিপ্স গুলো প্রদান করা। আশা করি আপনাদের উপকারে আসবে।
🌟মেফিক্স ট্যাপ : একধরনের সাদা আঠালো ট্যাপ যেটা ফার্মাসিতে সহজেই পেয়ে যাবেন।
🌟Cling wrapper : অনেকের রান্নাঘরেই থাকে অথবা সুপার মার্কেটে অনায়সে পেয়ে যাবেন।
আমাদের মেহেদী রঙের উষ্ণতায় উষ্ণ হউক আপনার আসন্ন শীতকাল। Happy winter ☃️❄️
Regards Henna By Ayesha 💜
এখন কারো বিয়ে হতে দেখলে খুবই আবেগি হয়ে যাই। মনের গভীর থেকে একটা দোয়া আসে, আল্লাহ যেন এই বাবা মার কলিজার টুকরাটাকে দুধে-ভাতে রাখে। একটা মেয়েই জানে বিয়ে তার কাছে কতগুলো স্বপ্নের বুননে এক বিরাট পাহাড়। এই সুন্দর স্বপ্নগুলো যাতে কোনো মেয়ের দুঃস্বপ্ন হয়ে না উঠে। এই কোমল হাত শক্ত করে ধরতে না পারার মতন কাপুরুষের হাতে যেন না যায়। ভালো থাকুক এই ত্যাগী মেয়ে গুলো যে ভালো থাকার আশায় সব কিছু বিসর্জন দিয়ে যায় অন্য এক পৃথিবীতে। 💝
Henna courtesy : Henna by Ayesha 🌿
Cello cutting shutting 💁🏻♀️
Not for sell 🙅🏻♀️
প্রতিটা জিনিসের যত্নের প্রয়োজন, হউক এটা ফার্নিচার, হউক একটা মানুষ বা হউক অন্য কিছু। যত্ন যত সুন্দর করে নিবেন সেও আপনাকে তত সুন্দর ফিডব্যাক দিবে। নিউটনের সুত্র অনুসারে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আর এটি পৃথিবীর সব কিছুর ক্ষেত্রে প্রযোজ্য, শুধু ক্রিয়া না।
ঠিক এভাবেই আপনার মেহেদীরও যত্ন নিতে হবে। মেহেদী লাগিয়ে যদি আপনি যত্ন নিতে না চান আর চান আপনার রঙ এমনি এমনি গাঢ় হবে তাহলে অর্গানিক মেহেদী আপনার জন্য না। ইন্সট্যান্ট কোণ গুলোই আপন করে নিতে পারেন যেগুলো ৫ মিনিটেই রঙ দিবে আর ফিডব্যাকে পাবেন স্কিন এলার্জির সম্ভাবনা। 🙂
@ henna by Ayesha
by Himi 💜
#অর্গানিক_মেহেদী #মেহেদী_স্টিকার #মেহেদী
মাঝে মাঝে এই ভয়েই কিছু পোস্ট দেওয়া থেকে বিরত থাকি। চারিদিকে সবাই শুভাকাঙ্ক্ষী মনে হয়েও কার হিংসা কখন এসে লেগে যায় কেউই টের পাবেন না। দোয়া করি আল্লাহর কাছে সবার কষ্টের হালাল ব্যবসা গুলো আল্লাহ হেফাজত করুক। মানুষের কুনজর আর হিংসা থেকে দুরে রাখুক।
স্টক খুবই লিমিটেড। যাদের অর্গানিক মেহেদী লাগবে নিয়ে নিবেন। এবং ডিসেম্বরের ব্রাইডাল অফার মিস করবেন না কিন্তু নতুন বধুরা। 💝
বাইবাই। আমি ঘুমাইতে যাই। 🫶🏼
ডিসেম্বরে ও বৃষ্টি এসে, করিয়ে যায় স্মরণ…
মানুষগুলো ঋতুর মতো, মায়ায় জড়ানো বারণ…!
#অর্গানিক_মেহেদী #মেহেদী_স্টিকার #মেহেদী
আজকে মনে হচ্ছে শীত নামছে....
আমার অপছন্দের একটা সিজন 🤧💔
📷: Insta
Following us on Instagram na? ✅
আমাদের নতুন বউরা কই! 💜
প্যাকেজিং নিয়ে এমন কমপ্লিমেন্ট পাওয়ার ইচ্ছাটা আজ পূরণ হল আলহামদুলিল্লাহ। 🥺
শূন্য থেকে শুরু ছিল তাই মোটা অংকের টাকা প্যাকেজিং এ ইনভেস্ট করতে পারিনি। এবার পেরেছি আলহামদুলিল্লাহ, তবে আমি চেষ্টা করব আরও প্রিমিয়াম লেভেলে নিয়ে যেতে যাতে এটা পেয়ে আপনার মনে হয় এটা ভালোবাসায় ভরা গিফট ছিল আপনার জন্য। 💝
All rights received by our beautiful clients 🥺🫶🏼
Read, Read and Read ✅
আসছে শীত....🥶❄️☃️
মেহেদী পরেছেন কষ্ট করে? আচ্ছা এখন শুকানোর পালা। নরমালি মেহেদী শুকাতে লাগে ১ থেকে দের ঘন্টা কিন্তু শীতকালে বাতাসে আদ্রতা কম থাকলেও মনে হয় যেন শুকাতেই চায় না। হাত জমে বরফ হয়ে যায়।। 🥶❄🧊
️এই ঠান্ডার কষ্টে অনেকে মেহেদী পরতেও চায় না। এখন যদি কিছু সহজ টিপ্স দেই তাহলে পরবেন তো? 🤩🤩
শীতে মেহেদী পরার শখ তো আর বাদ দেওয়া যায় না তাই না!? 😇
কিন্তু কনকনে শীতে যে মেহেদী পরতে গেলে হাত জমে বরফ হয়ে যায়❓উপায় কি তাহলে ❓শখ বাদ দিয়ে দিব ❓না না একদমই না ‼️
এই যে টিপ্স নিয়ে হাজির হলাম!! 🥳
শুনুন তাহলে....✊🏼✊🏼
✅মেহেদী পরার পর হাতে হেয়ার ড্রায়ার (Hair Dryer) দিয়ে শুকিয়ে নিবেন। পুরোপুরি না শুকালেও ৮০% শুকিয়ে যাবে ১০-১৫ মিনিট ব্যবহার করলে। আর ড্রায়ারের গরম বাতাসেও অনেকটা আরাম পাবেন। এরপর হাত নরম কাপড় বা মেফিক্স ট্যাপ* অথবা cling wrapper* (ছবি কমেন্টে পাবেন) দিয়ে পেচিয়ে নিবেন। এতে হাত গরম থাকবে। এরপর আপনার এই হাত লেপের বা কম্বলের নিচে নিতে ভয় লাগবে না।
✅যাদের বাসায় হেয়ার ড্রায়ার নেই তারা একটু কষ্ট করে দুই তিন পা হেঁটে চুলার কাছে চলে যাবেন। একটা তাওয়া বা ফ্রাই প্যানে কয়েকটা লং নিয়ে ভাপ নিন। হাতের উষ্ণতা বৃদ্ধি পাবে এতে সাথে রঙও গাঢ় পাবেন। এরপর সেই প্রথম টিপ্সের মতন নরম কাপড় অথবা মেফিক্স ট্যাপ......
🔴 এই টিপ্স গুলো এখন থেকেই প্রয়োগ করতে পারবেন কিন্তু হাত পেচানোর সময় খেয়াল রাখবেন হাত যেন না ঘামে। যদি হাত ঘামানোর চান্স থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন।
💬যেহেতু শীতকালে স্কিনের তাপমাত্রা ঠান্ডা থাকে তাই মেহেদীর রঙ আসতেও দেরি হয় এবং হাতেও সাধারণ সময় থেকে একটু বেশি সময় রাখা লাগে। তাই তাড়াতাড়ি রঙ পেতে উপরের টিপ্স গুলো প্রদান করা। আশা করি আপনাদের উপকারে আসবে।
🌟মেফিক্স ট্যাপ : একধরনের সাদা আঠালো ট্যাপ যেটা ফার্মাসিতে সহজেই পেয়ে যাবেন।
🌟Cling wrapper : অনেকের রান্নাঘরেই থাকে অথবা সুপার মার্কেটে অনায়সে পেয়ে যাবেন।
আমাদের মেহেদী রঙের উষ্ণতায় উষ্ণ হউক আপনার আসন্ন শীতকাল। Happy winter ☃️❄️
Regards Henna By Ayesha 💜
কেউ আবার আমাকে রিচার্জ করে দিয়েন না কিন্তু 🥹
উসমানি খিলাফতকালে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোটো, একটি বড়ো।
কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোটো কড়াটি নাড়তো। এতে আস্তে শব্দ হতো। ভেতরের লোকজন বুঝতে পারতো একজন নারী এসেছে। পরিবারের পুরুষ সদস্য তখন অন্য রুমে চলে যেতো। একজন নারী গিয়ে দরজা খুলে অন্য নারীকে স্বাগত জানাতো।
কোনো পুরুষ আসলে বড়ো কড়াতে নাড়তো। ভেতরের লোকজন বুঝতো একজন পুরুষ আসছে। বাড়ির নারী সদস্যরা অন্য রুমে চলে যেতো৷ একজন পুরুষ গিয়ে দরজা খুলতো।
চিন্তা করা যায়, সেই যুগে একটা বাড়িতে প্রাইভেসির কথা কীভাবে ভাবা হতো!?
ক্রেডিট:
✒️ নিড-Need
Learn more in less time
মাশা আল্লাহ কি দারুন ব্যবস্থাই না ছিল আর এখন ঘরেই নন মাহরাম💔
মনে রাখবেন‼️‼️‼️
✅✅আপনারা যে নাম্বারটা দিবেন সেটাই কপি পেস্ট হয়ে ডেলিভারি এন্ট্রিতে চলে যায়, আলাদাভাবে কোনো নাম্বার আমরা নিজে টাইপ করে এন্ট্রি করিনা, আপনি যেটা দিয়েছেন সেটাই কপি হয়ে এন্ট্রি হয়ে যায়। তাই নাম্বার দেওয়ার সময় অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন, আপনার নাম্বারে একটা ডিজিট ভুল মানেই পার্সেল না পাওয়ার আশংকা বেশি।
➡️➡️ এড্রেস দেওয়ার সময় ভেঙে ভেঙে লিখিবেন না, একসাথে একই টেক্সটে লিখে দিবেন যাবতীয় তথ্যাদি। শুধু সিটি বা জেলা লিখে দিলে হবে না, কোন জায়গা, কত নং রোড, এরিয়া ইত্যাদি সব ক্লিয়ার করে দিবেন যাতে দ্রুত পার্সেল পেয়ে যান।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ 🫶🏼
একটা শান্তি 🫶🏼
আমার পেইজে Entrepreneurs দের দেখতে চাই। কে কি নিয়ে কাজ করছেন শুনি....😍
২ লাইনে আপনার উদ্যোগের গল্পটি লিখে যান...এতে আমারও পড়তে ভালো লাগবে আর অন্যজন পড়ে ইন্সপায়ার হবে। 💝
মেহেদীর রিভিউ দিবা কিন্তু সবাই, নাইলে.....😾😼
🫶🏼✨💝
বড়ই সৌন্দর্য 🥹✨
Dispatched ✅🚚
🔴 ফোনে মেসেজ পাওয়ার পর থেকে সাইলেন্ট মোডে রাখবেন না, যত দ্রুত সম্ভব রিসিভ করে নিবেন। কোনো সমস্যা থাকলে তা অবশ্যই জানাবেন আমাদের। 💝
কুমিল্লার লোকাল অর্ডার আপাতত বন্ধ। ❌
আমরা মেয়েরা এখানে আটকাই 🥰
দেখবেন নাকি খাবেন? 🤤🫣
Review from Himi's Cake Gallery 💜🫶🏼
কুমিল্লায় যারা আছেন অবশ্যই আপুর কেক ট্রাই করবেন 💯
She is such a sweet charm 🥺💜✨
✨Your 22k gold pastes are getting ready ✨
Last call 🚨
আজ বিকেল পর্যন্ত শেষ সময় কুমিল্লায় ৫০৳ ডেলিভারি চার্জ এ অর্ডার করার। এই সুযোগ বার বার হয়ত আসবেনা আপারা 😬
কুমিল্লাবাসীরা স্নিগ্ধ ফুলের সুবাস নিন!!! 🤗
বলেছিলাম কুমিল্লায় আমাদের মেহেদী রিস্টক হতে সময় লাগবে, তাই লোকালি কুমিল্লা থেকে ডেলিভারি নিতে পারবেন না, ঢাকা থেকে নিতে হবে।
কিন্তু আজকে আপনাদের একটা সুযোগ আছে, লোকাল ডেলিভারিতে নিয়ে নিন মেহেদী‼️‼️‼️🥳🥳🥳
🔴 চার্জ : ৫০৳
যারা যারা নিবেন আজকের মধ্যেই কনফার্ম করতে হবে, আগামীকাল সবার পার্সেল পাঠানো হবে ইন শা আল্লাহ।
𝐃𝐄𝐂𝐄𝐌𝐁𝐄𝐑 𝐎𝐅𝐅𝐄𝐑 🥳
🎁💝 𝗕𝗥𝗜𝗗𝗔𝗟 𝗕𝗢𝗫 💝🎁
আমাদের স্টক প্রায় শেষের দিকে....এই শেষ সময়ে এসে অফার দেওয়াটা খুবই কষ্টসাধ্য কিন্তু আমাদের নতুন বউদের কথা চিন্তা করে অফার না দিলে কি হয়!!!?
➡️➡️ পাচ্ছেন ব্রাইডাল বক্স মাত্র মাত্র ৪৫০৳ তে 🤑
🎁 বক্সে থাকবে….
🔴 রেগুলার সাইজের ৫ টি কোণ, যা ব্রাইডাল কাজের জন্য যথেষ্ট আর খুবই কম্ফোর্টবল একটা কোণ। 🤗
✅ফ্রেশ কোণ পাবেন সবাই।
🚚 ডেলিভারি চার্জ প্রযোজ্য।
✅ঢাকায় ৭০/-
✅ঢাকার বাহিরে ১২০-১৫০/-
Butter with 24K gold 🤤✨✨
Last call ‼️‼️‼️
কুমিল্লাবাসীরা স্নিগ্ধ ফুলের সুবাস নিন!!! 🤗
বলেছিলাম কুমিল্লায় আমাদের মেহেদী রিস্টক হতে সময় লাগবে, তাই লোকালি কুমিল্লা থেকে ডেলিভারি নিতে পারবেন না, ঢাকা থেকে নিতে হবে।
কিন্তু আজকে আপনাদের একটা সুযোগ আছে, লোকাল ডেলিভারিতে নিয়ে নিন মেহেদী‼️‼️‼️🥳🥳🥳
🔴 চার্জ : ৫০৳
যারা যারা নিবেন আজকের মধ্যেই কনফার্ম করতে হবে, আগামীকাল সবার পার্সেল পাঠানো হবে ইন শা আল্লাহ।
হুমায়রা হিমি....
নামটা যেমন সুন্দর তেমনি আপুর তোলা ছবি গুলো অসাধারণ হয়। 🥺💜🥰🥰
Thank you apu 🥺💜
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Paris Road
Mirpur
1206
Mirpur
Mirpur, 1216
Specially the dress worn for any occasion or basic needs that we provide. Quality is our motto.
Mirpur
Ayra Collection is a Bangladeshi Online Shopping place. Where you can find all of your desir
Mirpur, 1216
We take orders for both ready made & custom made 3 pieces, lehengas, sharis, party dresses for women & children.
Mazar Road
Mirpur
"Naarin Stylezone " is a online apparel & accessories shop.Customers satisfaction is our main purpoe
Mirpur/1
Mirpur, 1216
we are the retailer and wholesalers of the all kind of brand fashion items , we are direct manufacturer and importer of high quality garments that use of high quality materials . S...
5th Floor, Khalil Vhaban, Mirpur/1
Mirpur, 1216
Megaan is an online fashion and clothing brand.we are always here for you with different types of panjabi ,t-shirt,women's clothes and all kind of fashionable things. stay with us ...