KONIKA

"রক্তই হোক মানবতার বন্ধন"
KONIKA is a Voluntarily Blood Donating & Human Welfare Organization

20/04/2024

নিম্নোক্ত কষ্টকর পরিস্থিতি-তে কি করা যায়, আপনাদের পরামর্শ চাই-

১। যখন রক্তদাতা রক্ত দিবে বলে রোগীর লোককে অপেক্ষা করায়, কিন্তু রক্ত দিতে আর আসে না।

২। যখন অনেক দূর থেকে রাত-বিরাতে রক্তদাতা রক্ত-দানের জন্য হাসপাতালের গেইটে এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু রোগীর লোক ফোন-ই ধরে না।

৩। যখন কোন রক্ত-দাতা রক্ত দিতে এসে রোগীর লোকের কাছে টাকা-পয়সা দাবী করে।

৪। যখন কোন রোগীর লোক রক্তদানের পর রোগীকে এক গ্লাস পানিও পান করায় না।

৫। যখন আমাদের ক্যাম্পেইন-গুলাতে অনেকেই ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা করায় আর প্রতিজ্ঞা করে যে কোন সময় রক্ত দান করতে ইচ্ছুক, কিন্তু ডাকলে আর আসে না।

৬। যখন কোন রোগীর লোককে রক্ত ম্যানেজ করে দিবার পর বলা হয় যে- আপনার পরিবারের সবার রক্তের গ্রুপ-এর একটা লিস্ট করে আমাদের দিবেন, কিন্তু পরে আর চিনে না।

৭। যখন কোন ছেলে তার বাবা বা মায়ের জন্য রক্ত চায়, অথচ নিজের রক্তের গ্রুপ-ই জানে না।

৮। যখন ডেলিভারী রোগীকে ওটি-তে ঢুকিয়ে বলে, ইমার্জেন্সী রক্ত লাগবে। অথচ মিনিমাম ৯ মাস আগে তারা এই পরিস্থিতির কথা জানত।

৯। যখন দেখি, আমাদের সব রক্তের সংগঠক-দের মধ্যে একতা নেই, অথচ আমরা সবাই এক হয়ে কাজ করতে পারলে আমাদের কাজ-টা আরো অনেক সহজ হয়ে যেত।

সবার গঠন-মূলক পরামর্শ চাই, কাউকে হেয় করে কোন মন্তব্য চাই না, প্লিজ।

31/03/2024

সকালে এক আফা ফোন দিয়ে জিগাইতেসে- কেন ইউ স্পিক ইন ইংলিশ ?

আমি- সিউর, হোয়াই নট ?

আফা- উই আর হায়ারিং ফর লুক্রেটিভ জব, আর ইউ ইন্টারেস্টেড ?

আমি- এক্সট্রিমলি সরি, আই এম ভেরি বিজি উইথ মাই জব।

আফা- ইটস ওকে, নো প্রবলেম।

আমি- নট ওকে, কেন আই আস্ক ইউ সামথিং ?

আফা- সিউর।

আমি- হোয়াট ইজ ইউর ব্লাড গ্রুপ ?

আফা- বি পজিটিভ, বাট হোয়াই ?

আমি- আই নিড বি পজিটিভ ফর এ সিরিয়াস পেশেন্ট, কেন ইউ ডোনেট টুডে ?

আফা- সরি, আই উইল ইনফর্ম ইউ হোয়েন আই এম ফ্রি।

আমি- ওকে দেন, আই এম ওয়েটিং ফর ইউর কল।

কিন্তু এখন ত উনার নাম্বারে আর কল যায় না, উনি কি আদৌ ব্লাড দিবে নাকি না ?

30/03/2024

ধন্যবাদ আমার মিতা- Ripon Nazrul ভাই।

https://epaper.samakal.com/southern.../2022-08-21/6/8176

22/02/2024

আমাকে বাসা ভাড়া দিলে অনেক বিপদ-

বাড়িওয়ালা আর বাড়িওয়ালী ভাবীকে নিয়মিত ৪ মাস পরপর রক্ত দিতে হয়-

আপনাদের আছে নাকি এমন বাড়িওয়ালা আর বাড়িওয়ালী ?

23/10/2023

আমাদের কাছে অনেকে রক্তের প্রয়োজনে কল দেয়, কদাচিৎ রক্ত দিবার জন্য ও কল দেয় কালেভদ্রে।

এরপর একটা গ্রুপ মাঝে মাঝে রক্ত বিক্রির জন্য ও কল দেয়, এই ভদ্রলোক ও তার ও পজিটিভ রক্ত বিক্রি করতে চাচ্ছে ১০ হাজার টাকার বিনিময়ে।

আমি যখন জিগাইলাম- কেন বিক্রি করতে চান ?

সে- আমার প্রেমিকা কে নিয়ে পালাব, তার বিয়ের ১৭ দিন বাকি আছে।

আমি- আপনার বয়স কত আর ওজন কত ?

সে- বয়স ২১ আর ওজন ৪৭।

আমি- বয়স ঠিক আছে, কিন্তু ৪৭ কেজি হলে রক্ত দেয়া যায় না, অসুস্থ হয়ে যাবেন।

সে- সমস্যা নাই, প্রেমের জন্য এতটুকু করা যায়।

আমি- আপনার বাড়ি কই ?

সে- কুমিল্লার ব্রাহ্মণপাড়া, ঢাকা পালিয়ে গিয়ে বিয়ে করব- বন্ধুর থেকে ২০ হাজার পাইসি আর রক্ত বিক্রি করে ১০ হাজার পেলেই হবে।

আমি- দেখেন ভাই, আপনার বয়স ২১ আর আমার বয়স ৪২। আপনার দ্বিগুণ বয়স নিয়ে অভিজ্ঞতা থেকে বলছি- নিজের পরিবার আর মেয়ের পরিবারকে কষ্ট দিয়ে বিয়ে করে সুখ পাবেন না।

সে- এত কিছু বুঝি না, আমি আজই পালিয়ে যাব।

আমি- বুঝসি, আপনাকে বুঝিয়ে লাভ হবে না- তবে রক্ত বিক্রি করা আমাদের ধর্মে হারাম আর দেশের আইনে দন্ডনীয় অপরাধ।

সে- আমিও বুঝসি, আপনাকে দিয়ে হবে না- কুমিল্লা ব্লাড ব্যাংকে যাচ্ছি।

আমি- ভাইরে, এত আবেগ ভালা না, পরে পস্তাইবেন।

ফোন কেটে দিসে---------

07/02/2023

একদিন ট্রেনে ঢাকা যাচ্ছি, কমলাপুর নেমে ভৈরবের এই সুদর্শন Paul ভাইটার সাথে দেখা হল-

আমি জিগাইলাম- আপনার ব্লাড গ্রুপ কি ?

উনি- ও নেগেটিভ।

আমি- অনেক রেয়ার, লাগলে জানাব ?

উনি- অবশ্যই।

তারপর কি যে হইসে, তা ত ছবিতেই দেখতে পাচ্ছেন-

আমাদের ভৈরবের নিয়মিত এ পজিটিভ রক্তদাতা Md. Omit Hasan Nayme এর মূমুর্ষু মায়ের জন্য কুর্মিটোলা হাসপাতালে ৯ম বারের মত রক্তদান করে এসেছিলেন সেদিন এই সুদর্শন যুবক-

Want your practice to be the top-listed Clinic in Mirpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Dhaka Commerce College
Mirpur
1216

Opening Hours

Monday 09:00 - 17:00
18:00 - 23:00
Tuesday 09:00 - 17:00
18:00 - 23:00
Wednesday 09:00 - 17:00
18:00 - 23:00
Thursday 09:00 - 17:00
18:00 - 23:00
Friday 06:00 - 11:00
18:00 - 23:00
Saturday 09:00 - 17:00
18:00 - 23:00
Sunday 09:00 - 17:00
18:00 - 23:00

Other Blood Banks in Mirpur (show all)
BBMS BBMS
Mirpur, 1216

Organization

OSW BLOOD DONOR GROUP OSW BLOOD DONOR GROUP
SECTION#11, BLOCK#A, RODE-AV#01, HOUSE#14, Emergency Need Call 01624229910, 01819040945 & 01759088377
Mirpur, 1216

Organization for Social Work-OSW এর BLOOD DONOR GROUP আমাদের মূলমন্ত?

Mirpur Blood Donar Group Mirpur Blood Donar Group
Mirpur, 1216

মিরপুর ১