HAZI TV

HAZI TV

You may also like

Jaaz News
Jaaz News

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HAZI TV, TV Channel, Mirsarai.

11/07/2023

১১জুলাই, দিনটি ছিল মিরসরাই বাসীর কাছে গভীর শোক উজ্জীবিত হওয়ার দিন।এই দিনে সড়ক দূর্ঘটনায় মিরসরাইয়ে আবুতোরাব প্রাইমারি,মাধ্যমিক,কলেজ মাদরাসার চলে যায় তাজা ৪৫ টি প্রাণ।হে আল্লাহ, আপনি নিহতদের কে জান্নাতুল ফেরদাউস নসিব করেন,
" আমিন।".........?

27/06/2023

আজ ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফা।
হে আরশের মালিক আজ এই পবিত্র দিনের বরকতে আমাদের ক্ষমা করুন,আমিন।

20/06/2023

আলহামদুলিল্লাহ

19/06/2023

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ২৯ শে জুন (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

05/06/2023
03/06/2023

ইয়া রব!
কল্যান কর বৃষ্টি বর্ষণ কর,
উত্তপ্ত পরিবেশ শীতল কর
আমিন 🤲

02/06/2023

👉 রাতে ঘুমানোর আগে জরুরী ৭ টি আমল করার চেষ্টা করি,ইন শা আল্লাহ..

❏ -গুরুত্বপূর্ণ আমল গুলো হলো- ❏

(১) প্রিয় নবী হযরত মুহম্মদ (সাঃ) বলেছেন,
যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসী পড়বে শয়তান সারা রাত তার নিকটে যাবে না।

__________(বুখারি-২৩১১)।

(৩) রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন,
যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ ২ আয়াত (আ-মানার রাসূলু–) তেলাওয়াত করবে এটা তার জন্য যথেষ্ট হবে ।

__________(বুখারি- ৪০০৮)।

(৪) প্রিয় নবী হযরত মুহম্মদ (সাঃ) বলেছেন,
রাতে (কুল ইয়া আইয়্যু হাল কা 'ফি রুন) (অর্থাৎ সূরা কা 'ফি রুন) পাঠ করা খুব উপকারী।

__________(সহীহ তারগীব-৬০২)।

(৫) একদা রাসূলুল্লাহ (সাঃ) তার সাহাবাদের বললেন, তোমাদের কেউ কি এক রাতে এক তৃতীয়াংশ কুরআন পড়তে অসমর্থ হবে? এতে সকলকে বিষয়টি ভারী মনে হলো। বলল, একাজ আমাদের মধ্যে কে পারবে, হে আল্লাহর রাসূল?! তিনি বললেন, সূরা ইখলাস হল এক তৃতীয়াংশ কুরআন।

__________(বুখারী- ৫০১৫)

(৬) রাসূলুল্লাহ (সাঃ) যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তাঁর ডান হাত তাঁর গালের নীচে রাখতেন, তারপর এ দো‘য়া টি বলতেন।

ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺑِﺎﺳْﻤِﻚَ ﺃَﻣُﻮﺕُ ﻭَﺃَﺣْﻴَﺎ

(আল্লাহুম্মা বিস্মিকা আমূতু ওয়া আহ্ইয়া)।

❛হে আল্লাহ্! আপনার নাম নিয়েই আমি মরছি (ঘুমাচ্ছি) এবং আপনার নাম নিয়েই জী'বিত (জা'গ্রত) হবো❜।

__________(বুখারি- ৬৩২৪)।

(৭) প্রিয় নবী হযরত মুহম্মদ (সাঃ) হযরত আলী এবং ফতেমা (রাঃ)- কে বলেন, আমি কি তোমাদেরকে এমন কিছু বলে দিবো না যা তোমাদের জন্য খাদেম অপেক্ষাও উত্তম হবে? যখন তোমরা তোমাদের বিছানায় যাবে, তখন তোমরা (৩৩) বার সুবহানাল্লাহ, (৩৩) বার আলহামদুলিল্লাহ্, এবং (৩৪) বার আল্লাহু আকবার বলবে, তা খাদেম অপেক্ষাও তোমাদের জন্য উত্তম হবে।

__________(বুখারী- ৩৭০৫)।

(৮) প্রিয় নবী হযরত মুহম্মদ (সাঃ) বলেন,
যে ব্যাক্তি প্রত্যেক রাতে তাবারকাল্লাযী বিইয়াদিহিল মুলক (সূরা মূলক) পাঠ করবে এর মাধ্যমে মহিয়ান আল্লাহ্ তাকে কবরের আ*যাব থেকে র'ক্ষা করবেন।

__________(নাসাই- শাইখ আলবানি (রঃ) হাদিসটাকে হাসান সহিহ বলেছেন এছাড়াও তিরমিজি-২৮৯০)।

➤ আল্লাহ্ পাক আমাদের সবাইকে আমল করার তাওফীক দিন আমীন।❣️❤️,

01/06/2023
01/06/2023
31/05/2023

মিরসরাইয়ের মস্তাননগরে (দক্ষিণ সোনাপাহাড়) মহাজনহাট স্কুল & কলেজের বাস চাপায় #জামালের মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরার পথে #ইসরাত_জাহান_রিমা নামে এক স্কুল ছাত্রী নি-হত হয়েছে।
اِنّا لِلّٰــــــــــهِ وَاِنّا اِلَـــــــــــــيْهِ رَاجِعُـــــــــــــــــــــــــــــوْن- 😭

30/05/2023

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ
আমি কোরআনকে সহজ করে দিয়েছি
বোঝার জন্যে। অতএব,
?কোন চিন্তাশীল আছে কি
(সূরা কামার ১৭)

28/05/2023
28/05/2023

(সালামের প্রসার, খাদ্যদান ও গভীর রাতে নামায)

আবদুল্লাহ ইবনু সালাম (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় এসে পৌছলেন, মানুষ তখন দলে দলে তার নিকট দৌড়ে গেল। বলাবলি হতে লাগলো যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। অতএব তাকে দেখার জন্য আমিও লোকদের সাথে উপস্থিত হলাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চেহারার দিকে তাকিয়ে দেখে বুঝতে পারলাম যে, এই চেহারা কোন মি'থ্যু'কের চেহারা নয়। তখন তিনি সর্বপ্রথম যে কথা বললেন তা এইঃ হে মানুষগণ! তোমরা সালামের প্রসার ঘটাও, খাদ্য দান কর এবং মানুষ ঘুমিয়ে থাকাবস্থায় (তাহাজ্জুদ) নামায আদায় কর। তাহলে নিশ্চয়ই তোমরা সহীহ-সালামতে জা'ন্নাতে প্রবেশ করবে। (তিরমিজী ২৪৮৫)।।

27/05/2023

যাদের রাতে ঘুমাতে দেরি হয়, তাদের জন্য‼️
এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদহাম (রহঃ) এর সাথে তর্ক করছিলো যে- 'বরকত' বলতে কিছুই নেই।
তিনি বললেন, তুমি কি ছাগল ও কুকুর দেখেছো?
লোকটি বলল, জি দেখেছি।
শায়খ লোকটিকে জিজ্ঞাসা করলেন- বলতো কুকুর আর ছাগল এর মধ্যে কে বেশি বাচ্চা দেয়?
লোকটি বললো, কুকুর।
শায়খ বললেন, এদের মধ্যে তুমি কোন জন্তুটিকে
বেশি দেখতে পাও, কুকুর না ছাগল?
লোকটি বললো, ছাগল।
শায়খ ইব্রাহিম ইবনে আদহাম (রহঃ) বললেন,
"ছাগলকে জবেহ করা হয়, এরপর ও ছাগলের
সংখ্যায় বেশি দেখা যায়, কমে না।
এটা কি বরকত নয়?
লোকটি বললো, এর কারণ কি- ছাগলের মধ্যে
বরকত হয়, আর কুকুরের মধ্যে বরকত হয় না?
শায়খ বললেন, ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে যায়, আর ভোরে জাগ্রত হয়, এই সময়টাই হয় রহমত ও বরকত বর্ষণের মুহূর্ত। ফলে তার মধ্যে বরকত হয়।
আর কুকুর সারা রাত জাগ্রত থাকে ফজরের আগে ঘুমায়। তাই সে বরকত থেকে বঞ্চিত থাকে।
একটু_চিন্তার_বিষয়,
নবীজি (সঃ) এর সুন্নাত হলো- এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া। শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়া, কেননা আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে এসে বান্দাদের কে দোয়া করার জন্য ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকেন।
আর আমরা? সাড়া রাত মোবাইলে, ইন্টারনেটে
হারাম কাজে ব্যস্ত থেকে ঠিক এই সময়ে ঘুমিয়ে পড়ি। আর ফজরের তো খবরই নেই।
অথচ রাসুলুল্লাহ (সঃ) বলেন, ফজরের কেবল দুই রাকাত সুন্নাত সালাত পৃথিবী এবং এর মধ্যে যা আছে সবকিছুর চাইতে উত্তম, সুবহানআল্লাহ। তাহলে দুই রাকাত ফরজের কতটা মর্যাদা হতে পারে? এমন অতি মূল্যবান সময় আমরা ঘুমিয়েই কাটিয়ে দেই। তাহলে আমাদের কাজ কর্মে আল্লাহ বরকত দিবেন কিভাবে?
আবার আমরাই দোয়া করে অস্থির হয়ে যাই আর ভাবি - আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কেনো?
তাই আসুন আমরা এখনই নিজেকে পরিবর্তন করি, আল্লাহর বিধান সমূহকে যথাযথভাবে গুরুত্বের সাথে পালন করি। তাহলে আশা করা যায়, তিনি আমাদের দোয়া কবুল করবেন এবং কাজকর্মে বরকত দিবেন, ইনশাআল্লাহ।
মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার
তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ***কপি পোস্ট বাগিনা হাফেজ সুফিয়ান থেকে

19/05/2023

সুবহানআল্লাহ

19/05/2023

কি দেখছেন? মরুভূমিতে জাহাজ পড়ে আছে?

ছবিটি কাজাকিস্তানের। এক সময় এখানে বিশাল সাগর (হ্রদ) ছিলো, নাম অ্যারাল সাগর (বিশালতার কারণে সাগর বলা হতো)। যার আয়তন ছিলো ৬০ হাজার বর্গ কিলোমিটার। আর এখন সেটা বিস্তৃত মরুভূমি।

আমরা যারা নিজের অবস্থান নিয়ে প্রচন্ড আত্মবিশ্বাসী এবং সেটাকে অহংকারের পর্যায়ে নিয়ে যাই তাদের জন্য এই ছবিটি প্রতীকী।

সময় যখন বদলায় সাগরও শুকিয়ে বিলীন হয়। সমাজ ব্যবস্থার সাথে এমন কিছু প্রাণি আছে যারা দেখতে স্মার্ট, সুন্দর ও ভদ্র কিন্তু অন্যের ক্ষতি করার চেষ্টায় মেতে উঠে। কখনো কখনো দল বেঁধে নামে। ধরেই নেয় তাদের বিনাশ নেই, ভেবেই নেয় কে পারবে তার বা তাদের সাথে। সব দখল করে, সব। সমাজের উচ্চে বসে হুংকার দেয় প্রচন্ড দাম্ভিকতায়। উদ্দাম নাচে, গলা ছেড়ে গায় প্রচন্ড নিশ্চিন্ত অহংকারের শক্তিতে বলীয়ান হয়ে।

তাদেরও মনে রাখা প্রয়োজন যে, তাদেরও সময় ফুরিয়ে আসবে এক সময়। আসতে হয়, আসতেই হয় …

কুড়ায় পাওয়া লেখা 🌿

19/05/2023

মালয়েশিয়ায় ইন্টারন্যাশনাল আইকনিক অ্যাওয়ার্ড পাচ্ছেন তারুণ্যের আইকন জনাব ফারাজ করিম চৌধুরী...

সামাজিক অসংগতি প্রতিরোধ ও মানবতার সেবায় বিশেষ অবদান রাখায় "জোজো ইন্টারন্যাশনাল আইকনিক অ্যাওয়ার্ড মালয়েশিয়া ২০২৩" এ ভূষিত হচ্ছেন দেশের তরুণ প্রজন্মের আলোর দিশারী, মানবিক বিপর্যয়ে আশার বাতি, জনাব ফারাজ করিম চৌধুরী।

Expatriates Alliance of Malaysia এর আয়োজনে আগামী ৩০ এপ্রিল ২০২৩, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতীয় ফুটবল স্টেডিয়ামে জনাব ফারাজ করিম চৌধুরীর নিকট এই অ্যাওয়ার্ড তুলে দিবেন মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার বিন ইব্রাহিম।

আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের স্বীকৃতি আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটি অর্জন।

22/07/2022
Want your business to be the top-listed Media Company in Mirsarai?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

ইয়া আল্লাহ আমাদেকে রহম করুন রহমতে বৃষ্টি  দাওআজাব গজব থেকে রক্ষা করুন আমিন
ধানের  ফলন ভালো  হয়েছেআলহামদুলিল্লাহ কৃষক  এর মুখে তখন হাসি  আসেযখন ফসল  বাড়ি  নিয়ে আসে

Category

Telephone

Website

Address

Mirsarai

Other TV Channels in Mirsarai (show all)
Akash  TV digital TV  Mirshrai Akash TV digital TV Mirshrai
Mirsarai

Akash DTH mirsharai medicinal ka subscribe যে চোখ দিয়ে দেখতে পাই আমাদের দেখার দুনিয়াটা, যত্নে থাকুক স

Mtv24 Mtv24
Chittagong
Mirsarai

সত‍‍্য জানাতে এসেছি।

Mirsarai Hindu TV Mirsarai Hindu TV
Mirsarai

মিরসরাই হিন্দু টিভি চ্যলেনে সকল সনাতনী ভাই বোন দের কে স্বাগতম।https://youtube.com/@MirsaraiHinduTV

দৈনিক মিরসরাই সময় দৈনিক মিরসরাই সময়
মিরসরাই, চট্টগ্রাম, বাংলাদেশ
Mirsarai

মিরসরাইয়ের সর্বপ্রকার খবরাখবর জানতে