Sundarban Tours Agency
Nearby travel agencies
9350
Riversid Road Mongla
Biwtc, Khulna, Kh
Koromjol Bagerhat Khulna Division, Khulna
Mongla, Khulna
Kotka
You may also like
ফ্যামিলি / কর্পোরেট / প্যাকেজে/ সুন্দরবন
ভ্রমণের জন্য যোগাযোগ করুন।
স্বল্প_খরচে সুন্দরবন ভ্রমণ প্যাকেজ
🍕রকমারি স্বাস্থ্যসম্মত খাবার ও আনন্দদায়ক নৌ ভ্রমণ উন্মুক্ত বন্যপ্রাণী দেখতে আপনারা আমন্ত্রিত।
আড়াল সি ক্রস ভিভিআইপি এসি শিপ
বেড প্যাকাসিটি ৫০জন
তারিখ: ২৭,২৮,২৯, অক্টোবর ২০২৩
তারিখ: ৩,৪,৫, নভেম্বর ২০২৩
তারিখ: ২৪,২৫,২৬ নভেম্বর ২০২৩
☎️Hotline:+8801919-779260
এছাডাও
প্রতি সপ্তাহের শুক্র-শনি রবিবারে
এসি/নন এসি প্যাকেজ চলমান...............
#মোংলা_সুন্দরবন ভ্রমণ_মোংলা - ৩-দিন ২-রাত 🏖️
🐅ভ্রমণ স্পট :
🛑▪হাড়বাড়িয়া 🐅
🛑▪জামতলা সী-বীচ🐅
🛑▪কটকা অফিস পাড়🐅
🛑▪হিরণ পয়েন্ট/ কচিখালী🐅
🛑▪দুবলার চর/ ডিমের চর 🐅
🛑▪করমজল ইকো-ট্যুরিজম কেন্দ্র 🐅
🥘খাবার:
প্রতিদিন ডাবল মেনুর খাবারের সাথে ২ বেলা স্নাক্স। ☕চা কফির পর্যাপ্ত ব্যাবস্থা থাকবে।
আরো আছে একদিন স্পেশাল বারবিকিউ নাইট।
#প্রথম দিন:
⚓মোংলা ঘাট থেকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে।এবং আমাদের শীপ চলবে হাড়বাড়িয়ার উদ্দেশ্যে....⛵
🥘দুপুরের খাবাএ খেয়ে নামবো "হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।সুদীর্ঘ ট্রেইল ঘুড়ে পুকুরের উপর নির্মিত কাঠের রেষ্ট হাউজে বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো।🛶
🚤শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যের" উদ্দেশ্যে...
#দ্বিতীয় দিন:
🌅খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের জামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।🐅
এরপর শীপে ফিরবো,চীপ চোলবে টাইগার টিলার উদ্দেশ্যে। কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান।যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে। 🦌
এরপর ফিরবো শীপে৷ শীপ যাবে হিরণ পয়েন্ট বা "কচিখালির" উদ্দেশ্যে।🦌
🦌হিরণ পয়েন্ট বা "কচিখালিতে" গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এখানকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। শীপে করে যাবো দুবলার চর/ডিমের চর🐊
🦎মনরম সুন্দর সী বীচে থাকবো সন্ধা পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।
#তৃতীয় দিনঃ
🐒করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে মোংলার উদ্দেশ্যে যাত্রা করবো।🐬
এছাড়াও আমাদের রয়েছে এসি/নন এসি,ভিভিআইপি, ভিআইপি ও প্রিমিয়াম কোয়ালিটির ভ্যাসেল যার বেড ক্যাপাসিটি ৮/৭৫ জন পর্যন্ত।🛥️
এবং স্টুডেন্ট ৫০,১০০,২০০,৩০০,জনের গ্রুপ একদিনে সুন্দরবন ভ্রমণ ব্যবস্থা।
গ্রুপ,কর্পোরেট৷ ফ্যামিলি, স্টুডেন্ট ট্যুর,অক্টোবর,নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি,ও মার্চ মাসের বুকিং চলছে, আপনার চাহিদা অনুযায়ী বুকিং করে রাখতে পারেন।
#নিরাপত্তা:
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।
সুন্দরবন ভ্রমণে করনীয় :🐅
🌿উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌿কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌿পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌿এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের মোংলা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।
আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।
#সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅টুথ ব্রাশ ও পেস্ট।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।
#⭕বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।📶
📴বি.দ্র - প্রতারণা এড়াতে কমেন্ট বক্সে নাম্বার আদান প্রদান থেকে বিরত থাকুন,সরাসরি মোবাইল ফোনে কল দিয়ে বুকিং কনফার্ম করবেন।
♻️বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ
১. সরাসরি অফিসে এসে জমা দেওয়া যাবে।
২. বিকাশ অথবা নগদ করা যাবে
৩। আমাদের ব্যাংক এ্যাকাউন্ট এ জমা দিতে পারেন।
অফিসিয়াল:
√_ Sundarban Tour Agency
√_ Sundarban Grouptours
√_ Sundarban Tours Agency - সুন্দরবন ট্যুরস্ এজেন্সি
√_ Sundarban Tours Agency
🏠আমাদের অফিসের ঠিকানাঃ
মাদ্রাসা রোড রিভারসাইড,মোংলা।
☎️+8801919-779260(অফিসিয়াল নম্বর)
বুকিং/ ভ্রমণ বিস্তারিতঃ
মোঃ মিজানুর রহমান
ম্যানেজিং ডিরেক্টর, Sundarban Tours Agency
☎️+8801919-779260
#দ্বিতীয় Everyone
স্বল্প_খরচে সুন্দরবন ভ্রমণ
🍕রকমারি স্বাস্থ্যসম্মত খাবার ও আনন্দদায়ক নৌ ভ্রমণ উন্মুক্ত বন্যপ্রাণী দেখতে আপনারা আমন্ত্রিত।
২_রাত ৩_দিন কর্পোরেট, ফ্যামিলি ট্যুর অগ্রিম বুকিং দিন। ☎️Hotline:+8801919-779260
প্রতি সপ্তাহের শুক্র-শনি রবিবারে
এসি নন এসি প্যাকেজ চলমান
#মোংলা_সুন্দরবন ভ্রমণ_মোংলা - ৩-দিন ২-রাত 🏖️
🐅ভ্রমণ স্পট :
🛑▪হাড়বাড়িয়া 🐅
🛑▪জামতলা সী-বীচ🐅
🛑▪কটকা অফিস পাড়🐅
🛑▪হিরণ পয়েন্ট/ কচিখালী🐅
🛑▪দুবলার চর/ ডিমের চর 🐅
🛑▪করমজল ইকো-ট্যুরিজম কেন্দ্র 🐅
🥘খাবার:
প্রতিদিন ডাবল মেনুর খাবারের সাথে ২ বেলা স্নাক্স। ☕চা কফির পর্যাপ্ত ব্যাবস্থা থাকবে।
আরো আছে একদিন স্পেশাল বারবিকিউ নাইট।
#প্রথম দিন:
⚓মোংলা ঘাট থেকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে।এবং আমাদের শীপ চলবে হাড়বাড়িয়ার উদ্দেশ্যে....⛵
🥘দুপুরের খাবাএ খেয়ে নামবো "হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।সুদীর্ঘ ট্রেইল ঘুড়ে পুকুরের উপর নির্মিত কাঠের রেষ্ট হাউজে বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো।🛶
🚤শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যের" উদ্দেশ্যে...
#দ্বিতীয় দিন:
🌅খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের জামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।🐅
এরপর শীপে ফিরবো,চীপ চোলবে টাইগার টিলার উদ্দেশ্যে। কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান।যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে। 🦌
এরপর ফিরবো শীপে৷ শীপ যাবে হিরণ পয়েন্ট বা "কচিখালির" উদ্দেশ্যে।🦌
🦌হিরণ পয়েন্ট বা "কচিখালিতে" গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এখানকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। শীপে করে যাবো দুবলার চর/ডিমের চর🐊
🦎মনরম সুন্দর সী বীচে থাকবো সন্ধা পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।
#তৃতীয় দিনঃ
🐒করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে মোংলার উদ্দেশ্যে যাত্রা করবো।🐬
এছাড়াও আমাদের রয়েছে এসি/নন এসি,ভিভিআইপি, ভিআইপি ও প্রিমিয়াম কোয়ালিটির ভ্যাসেল যার বেড ক্যাপাসিটি ৮/৭৫ জন পর্যন্ত।🛥️
এবং স্টুডেন্ট ৫০,১০০,২০০,৩০০,জনের গ্রুপ একদিনে সুন্দরবন ভ্রমণ ব্যবস্থা।
গ্রুপ,কর্পোরেট৷ ফ্যামিলি, স্টুডেন্ট ট্যুর,অক্টোবর,নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি,ও মার্চ মাসের বুকিং চলছে, আপনার চাহিদা অনুযায়ী বুকিং করে রাখতে পারেন।
#নিরাপত্তা:
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।
সুন্দরবন ভ্রমণে করনীয় :🐅
🌿উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌿কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌿পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌿এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের মোংলা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।
আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।
#সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅টুথ ব্রাশ ও পেস্ট।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।
#⭕বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।📶
📴বি.দ্র - প্রতারণা এড়াতে কমেন্ট বক্সে নাম্বার আদান প্রদান থেকে বিরত থাকুন,সরাসরি মোবাইল ফোনে কল দিয়ে বুকিং কনফার্ম করবেন।
♻️বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ
১. সরাসরি অফিসে এসে জমা দেওয়া যাবে।
২. বিকাশ অথবা নগদ করা যাবে
৩। আমাদের ব্যাংক এ্যাকাউন্ট এ জমা দিতে পারেন।
অফিসিয়াল:
√_ Sundarban Tour Agency
√_ Sundarban Grouptours
√_ Sundarban Tours Agency - সুন্দরবন ট্যুরস্ এজেন্সি
√_ Sundarban Tours Agency
🏠আমাদের অফিসের ঠিকানাঃ
মাদ্রাসা রোড রিভারসাইড,মোংলা।
☎️+8801919-779260(অফিসিয়াল নম্বর)
বুকিং/ ভ্রমণ বিস্তারিতঃ
মোঃ মিজানুর রহমান
ম্যানেজিং ডিরেক্টর, Sundarban Tours Agency
☎️+8801919-779260
#দ্বিতীয়
আমাদের পরবর্তী প্যাকেজ সমূহ
এম ভি উৎসব-এসি টুরিস্ট ভ্যাসেল
২৭,২৮,২৯ অক্টোবর ২০২৩
☎️Hotline:+8801919-779260
এছাড়াও আমাদের রয়েছে এসি/নন এসি,ভিভিআইপি, ভিআইপি ও প্রিমিয়াম কোয়ালিটির ভ্যাসেল যার বেড ক্যাপাসিটি ৮/৭৫ জন পর্যন্ত।🛥️
এবং স্টুডেন্ট ৫০,১০০,২০০,৩০০,জনের গ্রুপ একদিনে সুন্দরবন ভ্রমণ ব্যবস্থা।
গ্রুপ,কর্পোরেট৷ ফ্যামিলি, স্টুডেন্ট ট্যুর,অক্টোবর,নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি,ও মার্চ মাসের বুকিং চলছে, আপনার চাহিদা অনুযায়ী বুকিং করে রাখতে পারেন।
🍕রকমারি স্বাস্থ্যসম্মত খাবার ও আনন্দদায়ক নৌ ভ্রমণ উন্মুক্ত বন্যপ্রাণী দেখতে আপনারা আমন্ত্রিত।
#মোংলা_সুন্দরবন ভ্রমণ_মোংলা - ৩-দিন ২-রাত 🏖️
🐅ভ্রমণ স্পট :
🛑▪হাড়বাড়িয়া 🐅
🛑▪জামতলা সী-বীচ🐅
🛑▪কটকা অফিস পাড়🐅
🛑▪হিরণ পয়েন্ট/ কচিখালী🐅
🛑▪দুবলার চর/ ডিমের চর 🐅
🛑▪করমজল ইকো-ট্যুরিজম কেন্দ্র 🐅
🥘খাবার:
প্রতিদিন ডাবল মেনুর খাবারের সাথে ২ বেলা স্নাক্স। ☕চা কফির পর্যাপ্ত ব্যাবস্থা থাকবে।
আরো আছে একদিন স্পেশাল বারবিকিউ নাইট।
#প্রথম দিন:
⚓মোংলা ঘাট থেকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে।এবং আমাদের শীপ চলবে হাড়বাড়িয়ার উদ্দেশ্যে....⛵
🥘দুপুরের খাবাএ খেয়ে নামবো "হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।সুদীর্ঘ ট্রেইল ঘুড়ে পুকুরের উপর নির্মিত কাঠের রেষ্ট হাউজে বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো।🛶
🚤শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যের" উদ্দেশ্যে...
#দ্বিতীয় দিন:
🌅খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের জামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।🐅
এরপর শীপে ফিরবো,চীপ চোলবে টাইগার টিলার উদ্দেশ্যে। কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান।যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে। 🦌
এরপর ফিরবো শীপে৷ শীপ যাবে হিরণ পয়েন্ট বা "কচিখালির" উদ্দেশ্যে।🦌
🦌হিরণ পয়েন্ট বা "কচিখালিতে" গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এখানকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। শীপে করে যাবো দুবলার চর/ডিমের চর🐊
🦎মনরম সুন্দর সী বীচে থাকবো সন্ধা পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।
#তৃতীয় দিনঃ
🐒করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে মোংলার উদ্দেশ্যে যাত্রা করবো।🐬
#নিরাপত্তা:
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।
সুন্দরবন ভ্রমণে করনীয় :🐅
🌿উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌿কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌿পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌿এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের মোংলা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।
আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।
#সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅টুথ ব্রাশ ও পেস্ট।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।
#⭕বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।📶
📴বি.দ্র - প্রতারণা এড়াতে কমেন্ট বক্সে নাম্বার আদান প্রদান থেকে বিরত থাকুন,সরাসরি মোবাইল ফোনে কল দিয়ে বুকিং কনফার্ম করবেন।
♻️বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ
১. সরাসরি অফিসে এসে জমা দেওয়া যাবে।
২. বিকাশ অথবা নগদ করা যাবে
৩। আমাদের ব্যাংক এ্যাকাউন্ট এ জমা দিতে পারেন।
অফিসিয়াল:
√_ Sundarban Tours Agency
√_ Sundarban Grouptours
√_ Sundarban Tours Agency - সুন্দরবন ট্যুরস্ এজেন্সি
√_ Sundarban Tour Agency
🏠আমাদের অফিসের ঠিকানাঃ
মাদ্রাসা রোড রিভারসাইড,মোংলা।
☎️+8801919-779260(অফিসিয়াল নম্বর)
বুকিং/ ভ্রমণ বিস্তারিতঃ
মোঃ মিজানুর রহমান
ম্যানেজিং ডিরেক্টর, Sundarban Tours Agency
☎️+8801919-779260
#দ্বিতীয়
আমাদের পরবর্তী প্যাকেজ সমূহ
এম ভি রয়েল ম্যাগপাই
প্রিমিয়াম নন এসি টুরিস্ট ভ্যাসেল
☎️Hotline:+8801919-779260
০৩,০৪,০৫ নভেম্বর ২০২৩ (শুক্র, শনি, রবি)
২৪,২৫,২৬ নভেম্বর ২০২৩ (শুক্র, শনি, রবি)
০১,০২,০৩ ডিসেম্বর ২০২৩ (শুক্র,শনি,রবি)
০৮,০৯,১০ ডিসেম্বর ২০২৩ (শুক্র, শনি, রবি)
১৫,১৬,১৭ ডিসেম্বর ২০২৩ (শুক্র,শনি,রবি)
২২,২৩,২৪ ডিসেম্বর ২০২৩ (শুক্র, শনি, রবি)
কাপল বেড এটেষ্ট বাথ জনপ্রতি=১২৫০০/-
থ্রি বেড এটেষ্ট বাথ জনপ্রতি=১১৫০০/-
থ্রি বেড ডেডিকেটেড বাথ জনপ্রতি =১০৫০০/-
এছাড়াও আমাদের রয়েছে এসি/নন এসি,ভিভিআইপি, ভিআইপি ও প্রিমিয়াম কোয়ালিটির ভ্যাসেল যার বেড ক্যাপাসিটি ৮/৭৫ জন পর্যন্ত।🛥️
এবং স্টুডেন্ট ৫০,১০০,২০০,৩০০,জনের গ্রুপ একদিনে সুন্দরবন ভ্রমণ ব্যবস্থা।
গ্রুপ,কর্পোরেট৷ ফ্যামিলি, স্টুডেন্ট ট্যুর,অক্টোবর,নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি,ও মার্চ মাসের বুকিং চলছে, আপনার চাহিদা অনুযায়ী বুকিং করে রাখতে পারেন।
🍕রকমারি স্বাস্থ্যসম্মত খাবার ও আনন্দদায়ক নৌ ভ্রমণ উন্মুক্ত বন্যপ্রাণী দেখতে আপনারা আমন্ত্রিত।
#মোংলা_সুন্দরবন ভ্রমণ_মোংলা - ৩-দিন ২-রাত 🏖️
🐅ভ্রমণ স্পট :
🛑▪হাড়বাড়িয়া 🐅
🛑▪জামতলা সী-বীচ🐅
🛑▪কটকা অফিস পাড়🐅
🛑▪হিরণ পয়েন্ট/ কচিখালী🐅
🛑▪দুবলার চর/ ডিমের চর 🐅
🛑▪করমজল ইকো-ট্যুরিজম কেন্দ্র 🐅
🥘খাবার:
প্রতিদিন ডাবল মেনুর খাবারের সাথে ২ বেলা স্নাক্স। ☕চা কফির পর্যাপ্ত ব্যাবস্থা থাকবে।
আরো আছে একদিন স্পেশাল বারবিকিউ নাইট।
#প্রথম দিন:
⚓মোংলা ঘাট থেকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে।এবং আমাদের শীপ চলবে হাড়বাড়িয়ার উদ্দেশ্যে....⛵
🥘দুপুরের খাবাএ খেয়ে নামবো "হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।সুদীর্ঘ ট্রেইল ঘুড়ে পুকুরের উপর নির্মিত কাঠের রেষ্ট হাউজে বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো।🛶
🚤শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যের" উদ্দেশ্যে...
#দ্বিতীয় দিন:
🌅খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের জামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।🐅
এরপর শীপে ফিরবো,চীপ চোলবে টাইগার টিলার উদ্দেশ্যে। কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান।যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে। 🦌
এরপর ফিরবো শীপে৷ শীপ যাবে হিরণ পয়েন্ট বা "কচিখালির" উদ্দেশ্যে।🦌
🦌হিরণ পয়েন্ট বা "কচিখালিতে" গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এখানকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। শীপে করে যাবো দুবলার চর/ডিমের চর🐊
🦎মনরম সুন্দর সী বীচে থাকবো সন্ধা পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।
#তৃতীয় দিনঃ
🐒করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে মোংলার উদ্দেশ্যে যাত্রা করবো।🐬
#নিরাপত্তা:
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।
সুন্দরবন ভ্রমণে করনীয় :🐅
🌿উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌿কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌿পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌿এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের মোংলা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।
আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।
#সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅টুথ ব্রাশ ও পেস্ট।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।
#⭕বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।📶
📴বি.দ্র - প্রতারণা এড়াতে কমেন্ট বক্সে নাম্বার আদান প্রদান থেকে বিরত থাকুন,সরাসরি মোবাইল ফোনে কল দিয়ে বুকিং কনফার্ম করবেন।
♻️বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ
১. সরাসরি অফিসে এসে জমা দেওয়া যাবে।
২. বিকাশ অথবা নগদ করা যাবে
৩। আমাদের ব্যাংক এ্যাকাউন্ট এ জমা দিতে পারেন।
অফিসিয়াল :
√_ Sundarban Tours Agency
√_ Sundarban Grouptours
√_ Sundarban Tours Agency - সুন্দরবন ট্যুরস্ এজেন্সি
√_ Sundarban Tour Agency
🏠আমাদের অফিসের ঠিকানাঃ
মাদ্রাসা রোড রিভারসাইড,মোংলা।
☎️+8801919-779260(অফিসিয়াল নম্বর)
বুকিং/ ভ্রমণ বিস্তারিতঃ
মোঃ মিজানুর রহমান
ম্যানেজিং ডিরেক্টর, Sundarban Tours Agency
☎️+8801919-779260
#দ্বিতীয় Everyone Dhakapost.com
কর্পোরেট, ফ্যামিলি ট্যুর অগ্রিম বুকিং দিন
🍕রকমারি স্বাস্থ্যসম্মত খাবার ও আনন্দদায়ক নৌ ভ্রমণ উন্মুক্ত বন্যপ্রাণী দেখতে আপনারা আমন্ত্রিত।🦀
☎️Hotline:+8801919-779260
#মোংলা_সুন্দরবন ভ্রমণ_মোংলা - ৩-দিন ২-রাত 🏖️
🐅ভ্রমণ স্পট :
🛑▪হাড়বাড়িয়া 🐅
🛑▪জামতলা সী-বীচ🐅
🛑▪কটকা অফিস পাড়🐅
🛑▪হিরণ পয়েন্ট/ কচিখালী🐅
🛑▪দুবলার চর/ ডিমের চর 🐅
🛑▪করমজল ইকো-ট্যুরিজম কেন্দ্র 🐅
🥘খাবার:
প্রতিদিন ডাবল মেনুর খাবারের সাথে ২ বেলা স্নাক্স। ☕চা কফির পর্যাপ্ত ব্যাবস্থা থাকবে।
আরো আছে একদিন স্পেশাল বারবিকিউ নাইট।
#প্রথম দিন:
⚓মোংলা ঘাট থেকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে।এবং আমাদের শীপ চলবে হাড়বাড়িয়ার উদ্দেশ্যে....⛵
🥘দুপুরের খাবাএ খেয়ে নামবো "হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।সুদীর্ঘ ট্রেইল ঘুড়ে পুকুরের উপর নির্মিত কাঠের রেষ্ট হাউজে বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো।🛶
🚤শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যের" উদ্দেশ্যে...
#দ্বিতীয় দিন:
🌅খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের জামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।🐅
এরপর শীপে ফিরবো,চীপ চোলবে টাইগার টিলার উদ্দেশ্যে। কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান।যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে। 🦌
এরপর ফিরবো শীপে৷ শীপ যাবে হিরণ পয়েন্ট বা "কচিখালির" উদ্দেশ্যে।🦌
🦌হিরণ পয়েন্ট বা "কচিখালিতে" গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এখানকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। শীপে করে যাবো দুবলার চর/ডিমের চর🐊
🦎মনরম সুন্দর সী বীচে থাকবো সন্ধা পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।
#তৃতীয় দিনঃ
🐒করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে মোংলার উদ্দেশ্যে যাত্রা করবো।🐬
এছাড়াও আমাদের রয়েছে এসি/নন এসি,ভিভিআইপি, ভিআইপি ও প্রিমিয়াম কোয়ালিটির ভ্যাসেল যার বেড ক্যাপাসিটি ৮/৭৫ জন পর্যন্ত।🛥️
এবং স্টুডেন্ট ৫০,১০০,২০০,৩০০,জনের গ্রুপ একদিনে সুন্দরবন ভ্রমণ ব্যবস্থা।গ্রুপ,কর্পোরেট৷ ফ্যামিলি, স্টুডেন্ট ট্যুর,অক্টোবর,নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি,ও মার্চ মাসের বুকিং চলছে, আপনার চাহিদা অনুযায়ী বুকিং করে রাখতে পারেন।
#নিরাপত্তা:
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।
সুন্দরবন ভ্রমণে করনীয় :🐅
🌿উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌿কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌿পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌿এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের মোংলা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।
আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।
#সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅টুথ ব্রাশ ও পেস্ট।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।
#⭕বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।📶
📴বি.দ্র - প্রতারণা এড়াতে কমেন্ট বক্সে নাম্বার আদান প্রদান থেকে বিরত থাকুন,সরাসরি মোবাইল ফোনে কল দিয়ে বুকিং কনফার্ম করবেন।
♻️বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ
১. সরাসরি অফিসে এসে জমা দেওয়া যাবে।
২. বিকাশ অথবা নগদ করা যাবে
৩। আমাদের ব্যাংক এ্যাকাউন্ট এ জমা দিতে পারেন।
অপিয়াল :
Sundarban Tours Agency
Sundarban Tour Agency
Sundarban Tours Agency - সুন্দরবন ট্যুরস্ এজেন্সি Sundarban Grouptours
🏠আমাদের অফিসের ঠিকানাঃ
মাদ্রাসা রোড রিভারসাইড,মোংলা।
☎️+8801919-779260(অফিসিয়াল নম্বর)
বুকিং/ ভ্রমণ বিস্তারিতঃ
মোঃ মিজানুর রহমান
ম্যানেজিং ডিরেক্টর, sundarban tours Agency
☎️+8801919-779260
#নিরাপত্তা Everyone
বিলাসবহুল নতুন লাক্সারি শিপে সুন্দরবন ভ্রমণ
রকমারি স্বাস্থ্যসম্মত খাবার ও আনন্দদায়ক নৌ ভ্রমণ উন্মুক্ত বন্যপ্রাণী দেখতে আপনারা আমন্ত্রিত।
কর্পোরেট, ফ্যামিলি ট্যুর বুকিং দিন।
হটলাইন ☎️+8801919-779260
প্রতি সপ্তাহের
শুক্র,শনি,রবিবার,
এসি/নন এসি শিপে প্যাকেজ চলোমান।
মোংলা-সুন্দরবন-মোংলা_২-রাত -৩দিন ভ্রমণ
🐅ভ্রমণ স্পট :
🛑▪হাড়বাড়িয়া 🐅
🛑▪জামতলা সী-বীচ🐅
🛑▪কটকা অফিস পাড়🐅
🛑▪হিরণ পয়েন্ট/ কচিখালী🐅
🛑▪দুবলার চর/ ডিমের চর 🐅
🛑▪করমজল ইকো-ট্যুরিজম কেন্দ্র 🐅
খাবার:
প্রতিদিন ৩ বেলা ডাবল মেনুর খাবারের সাথে ২ বেলা স্নাক্স। চা কফির পর্যাপ্ত ব্যাবস্থা থাকবে।আরো আছে একদিন স্পেশাল বারবিকিউ নাইট।
প্রথম দিন:
মোংলা ঘাট থেকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে।এবং আমাদের শীপ চলবে হাড়বাড়িয়ার উদ্দেশ্যে....
দুপুরের খাবাএ খেয়ে নামবো "হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।সুদীর্ঘ ট্রেইল ঘুড়ে পুকুরের উপর নির্মিত কাঠের রেষ্ট হাউজে বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো।
শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যের" উদ্দেশ্যে...
দ্বিতীয় দিন:
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের জামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।
এরপর শীপে ফিরবো,চীপ চোলবে টাইগার টিলার উদ্দেশ্যে। কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান।যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে।
এরপর ফিরবো শীপে৷ শীপ যাবে হিরণ পয়েন্ট বা "কচিখালির" উদ্দেশ্যে।
হিরণ পয়েন্ট বা "কচিখালিতে" গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এখানকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। শীপে করে যাবো দুবলার চর/ডিমের চর
মনরম সুন্দর সী বীচে থাকবো সন্ধা পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।
তৃতীয় দিনঃ
করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে মোংলার উদ্দেশ্যে যাত্রা করবো।
নিরাপত্তা:
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।
আমাদের Sundarban Tours Agency - সুন্দরবন ট্যুরস্ এজেন্সি রয়েছে এসি/ননএসি,ভিভিআইপি, ভিআইপি ও প্রিমিয়াম কোয়ালিটির ভ্যাসেল যার বেড ক্যাপাসিটি ৮/৭৫ জন পর্যন্ত।
অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের বুকিং চলছে, আপনাদের চাহিদা অনুযায়ী বুকিং করে রাখতে পারেন।
এছাও রয়েছে স্কুল, কলেজে, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দের, ৫০,১০০,২০০,৩০০,জনের গ্রুপ একদিনের সুন্দরবন ভ্রমণের সুব্যবস্থা।
সুন্দরবন ভ্রমণে করনীয় :🐅
🌿উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌿কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌿পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌿এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের মোংলা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।
আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।
সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅টুথ ব্রাশ ও পেস্ট।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।
⭕বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
বি.দ্র - মোংলার বাইরে আমাদের কোন অফিস নেই, প্রতারণা এড়াতে কমেন্ট বক্সে নাম্বার আদান প্রদান থেকে বিরত থাকুন,সরাসরি মোবাইল ফোনে কল দিয়ে বুকিং কনফার্ম করবেন।
বুকিং করার নিয়োম ও শর্তঃ
১√-বুকিং এর সময় ৫০℅ টাকা প্রদান করিতে হইবে এবং সিপে ওঠার পূর্বে ৫০% টাকা প্রদান করে ভ্রমন শুরু করতে হবে।
২√-ট্যুরটি ক্যান্সেল করিতে হইলে যাত্রার ১৫-২০ দিন পূর্বে ১০% সার্ভিস চার্জ কর্তন সাপেক্ষে ক্যান্সেল করিতে পারিবে৷
৩√-যাত্রার ১০-১৫ দিন এর মধ্যে ক্যান্সেল করিলে মোট টাকার ৫০% কর্তন করা হবে৷
৪√- যাত্রার ১-৫ দিনের মধ্যে ক্যান্সেল করিলে মোট টাকার ৭৫% কর্তন করা হবে।
৫√-কোনো প্রকার জাতীয় দূর্যোগে যদি সকলের জন্য সুন্দরবন ভ্রমণ বন্ধ ঘোষণা হয় তবে ভ্রমণ তারিখের ১ দিন পূর্বে হইলেও ৯০% অগ্রীম টাকা ফেরত দেওয়া হইবে।
৬√-বুকিং করতে হলে সকল ভ্রমন সদস্যদের ভোটার আইডি কার্ড অথবা জন্ম-নিবন্ধন এর ফটোকপি বুকিং এর সময় জমা দিতে হবে এবং বিদেশী অতিথিদের পাসপোর্ট এর ফটোকপি জমা দিতে হবে।
৭√-বিদেশি অতিথিদের ক্ষেত্রে ফরেষ্ট রেভিনিউ এবং ভ্যাট ও সার্ভিস চার্চ বাবদ প্রতিদিন ৩৬৬৬/- টাকা করে ৩দিনের ট্যুরের জন্য মোট ১১০০০/- টাকা মুল প্যাকেজের সাথে যোগ হবে।
৮√-বাচ্চাদের ক্ষেত্রে বুকিং পলিসি হচ্ছেঃ
১। ০-৩ বছরের মধ্যে ফ্রিঃ
২। ৩-৭ বছরের ভিতরে ৫০% টাকা পে করতে হবে এবং বাবা-মায়ের সাথে বেড সেয়ার করতে হবে।
৩। যদি কোন বাচ্চা একটি বেড নেয় তাহলে তাকে ফুল প্যাকেজ রেট পে করতে হবে।
বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ
১. সরাসরি অফিসে এসে জমা দেওয়া যাবে।
২. বিকাশ অথবা নগদ করা যাবে
৩। আমাদের ব্যাংক এ্যাকাউন্ট এ জমা দিতে পারেন।
Sundarban Tour Agency
Sundarban Grouptours
আমাদের অফিসের ঠিকানাঃ
মাদ্রাসা রোড রিভারসাইড,মোংলা।
☎️+8801919-779260(অফিসিয়াল নম্বর)
বুকিং/ ভ্রমণ বিস্তারিতঃ
মোঃ মিজানুর রহমান
ম্যানেজিং ডিরেক্টর, সুন্দরবন ট্যুরস এজেন্সি।
☎️+8801911-406068 WhatsApp
Everyone
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Address
Madrasa Road, River Side
Mongla
9351
Mongla, 9350
Mongla Gadgets 360 in the Port of Mongla, Bangladesh Contact info: Bus Stand Mongla port,Bangladesh Email: [email protected] Hotline: 01725436384 Mob: 017...
Mongla Mamar Ghat
Mongla
করমজল,হারবারিয়া ১ দিন ভ্রমনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। Contact With us for 1day tour Sunderban/ karamjal and Harbaria.
সুন্দরবন গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, মংলা পোর্ট বাস স্ট্যান্ড যাত্রী ছাউনি, Khulna
Mongla, 9351
OFFICE: 1.72 NO HOSSAIN VILLA 1st Floor, SHAIKH PARA MAIN ROAd,Khulna 2.Sundarban Guest house Mongla
Mongla, 9350
M.b.sea bird is a trested tours & travels company in mongla. yours also invited.